MSM Tuhin

MSM Tuhin This is sohag here.Made it for personal interest.

20/08/2024

তোমার কাছে আমি অনেকদিন আগে পড়া এক উপন্যাস।যে উপন্যাসের চরিত্র ব্যতীত,চরিত্রের চরিত্রাভিনয় ভুলে গেছো।
আমিও চেষ্টা করে চলেছি।কিন্তু তোমার ভাবনা গুলো আমাকে খুড়ের মতো আঘাত করে।ভুলতে গিয়ে কংক্রিটের মতো আকড়ে ধরি।

10/08/2024

খুজলে হয়তো পেয়েই যাবো
সে কি তোমার মতো হবে?🙁
তোমাকেও কেউ পেয়ে যাবে
সে কি আমার মতো চাবে?🥺

28/07/2024

শুনছো?
আমি তোমার বুকশেলফের রজনী বইটার ছেড়া পাতা।
যে তোমাকে রোজ অনুভব করে।অপলক তাকিয়ে থাকে।তুমি সাজো,কপালে টিপ পড়ো,আয়না দেখো,শাড়ি পড়ো সব দেখে।
একদিন শাড়ি পড়তে গিয়ে এলোমেলো হয়ে সব খুলে গেলো,তুমি বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে চোখ বন্ধ করে রইলে।আমি তো লজ্জা পেয়ে গেছি।তবুও ছেড়া পাতা ভাজ করে মুগ্ধতায় আচ্ছন্ন তোমার উম্মুক্ত দেহটা দেখতে থাকলাম।পরতে পরতে ভাজ মাঝে মাঝে টোল উফফফ।স্রষ্টা কি তোমাকে মাটির জায়গায় রুপো দিয়ে তৈরি করেছে নাকি গো?
পৃথিবীতে এর থেকে অপরূপ আর কি হতে পারে? যদি কাছে যেতে পারতাম।তবে তোমার শাড়ী হয়ে থাকতাম।যে তোমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখবো।
জানো?
তোমাতে এত ভাবান্তর হয়েছি যে উইপোকা আমার অর্ধেকটা খেয়ে ফেলেছে বুঝতে পারিনি।
মাঝে মাঝে তোমার টিপ হতে ইচ্ছে করে কিন্তু তুমি তো বাহিরে থেকে এসেই আয়নায় ঝুলিয়ে দাও।
কখনো কখনো চুড়ি,কাজল,লিপস্টিক কত কিছু যে হতে মন চায়।কিন্তু আমি তোমার কানের দুল হতে চাই।যা তুমি সবসময় কাছে রাখো।
আমি জানি আমার ভাবনা নিয়ে তোমার কিছু যায় আসে না।তবে তোমার আয়নায় আমাকে খুজে পাবে।তোমার শাড়িতে খুজে পাবে,তোমার কাজল,পায়েল,নুপুর,টিকলি সব খানে আমি আমার অদৃশ্য ছোয়া দিয়ে রেখেছি।
তুমি হাসবে আর আমি তা দেখবো।
দেখতে দেখতে যেদিন উইপোকা সব খেয়ে ফেলবে,সেইদিনও তার পেটে নয়তো তার বৃষ্ঠা হয়ে তোমাকে দেখবো।তুমি ময়লা ভেবে পরিষ্কার করিও না যেনো।তুমি জানবে না আমি হারিয়ে গিয়েও তোমাকে খুজেছি।কখনো কেঁদো না আমি তোমার চোখের কাজলে থাকবো।কাঁদলে পানির সাথে পড়ে যাবো।
আমার আর্তনাদ সবাই শুনতে পাবে শুধু তুমি পাবে না।আমি চাই না কালো মেঘ তোমাকে স্পর্শ করুক।

চাদের আড়ালে লুকানো নক্ষত্র?না দূরের তারকারাজি?নয়তো সু-উচ্চ গাছে ঝুলে থাকা কাঠ-গোলাপহয়তো পাহাড় ছোঁয়া আকাশঝরণার মতো ভিজিয়ে...
13/05/2024

চাদের আড়ালে লুকানো নক্ষত্র?
না দূরের তারকারাজি?
নয়তো সু-উচ্চ গাছে ঝুলে থাকা কাঠ-গোলাপ
হয়তো পাহাড় ছোঁয়া আকাশ
ঝরণার মতো ভিজিয়ে দিয়ে হারিয়ে যায়।

11/05/2024

Allah allha

09/04/2024

কাজল চোখ

08/04/2024

সূর্যগ্রহন কেমনে হবে?

চাঁদ তো মার্কেট করতে গেছে😐

02/04/2024

মাকড়সার ঘরে প্রশান্তির ঘুম।
মাঝে মাঝে টিকটিকি তার অস্থিত্বের জানান দেয়।
সেখানে ধূলোবালিতে ছেয়ে যাওয়া একটা আয়না আছে দাড়ালে অস্পষ্ট এক কুৎসিত মূর্তির দেখা মেলে।

29/03/2024
22/02/2024

তোমরা প্রোফাইল পিকে যাকে দেখ সে আমি নই,
আমি জাহাজে চট ওঠা বিবর্ণ রং কিংবা গাড়ির বিরক্তিকর হর্ণ।
ক্লান্ত কুলির শরীরে জমে যাওয়া ঘাম নয়তো ক্ষুধাকাতর চিৎকার।

তোমরা প্রোফাইল পিকে যাকে দেখ সে তো আমি নই,
আমি আহত কাকের ভেঙে যাওয়া ডানা কিংবা মৃতের ফ্যাকাশে চেহারা।
বসন্তে ঝরে যাওয়া পাতা নয়তো রোজ বকা খাওয়া ব্যাকবেঞ্চার।

তোমরা প্রোফাইল পিকে যাকে দেখ সে তো আমি নই,
আমি অন্ধকার প্রিয় এক অদ্ভুত প্রাণী কিংবা বুড়িগঙ্গার মতো বিশুদ্ধ পানি
হকারের হেঁকে যাওয়া শব্দ নয়তো বিকল ট্রাফিক লাইট।

তোমরা প্রোফাইল পিকে যাকে দেখ সে মুখোশ পড়ানো এক মূর্তি।

22/02/2024

চাইলাম পূণির্মার চাঁদ হও কিংবা আকাশের মেঘ

কিন্তু তুমি হলে অমাবশ্যার অন্ধকার নয়তো দূর আকাশের চাতক পাখী।

20/02/2024

সুখের বিনিময়ে দুঃখ কিনি🙂

15/01/2024

সাদা ফুল হারিয়ে যায় না
ভুলতেও দেয় না।
তবু হায় দিন যায়
কেটে যায় রজনী
নদী গুলো শুকিয়ে গেলো
কই আসো না তুমি

27/12/2023

Book Review

Dopamine Detox

24/11/2023

বিবর্ণ উপন্যাস........

22/11/2023

আমরা ব্যর্থতার দার প্রান্তে দাড়িয়ে,
মহাকালের রাজকন্যা এবং রাজত্ব পাওয়ার স্বপ্ন বুনি

Address

Wari
Dhaka
1200

Telephone

+8801857572108

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSM Tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSM Tuhin:

Videos

Share