আশার আলো

আশার আলো Sharif Learning School offers online classes, study materials, exams, and computer courses, making quality education accessible to all.
(27)

ফ্যামিলী এন্টারটেইনমেন্ট গঠন করা হয়েছে আমাদের ফ্যামিলীর সদস্যবৃন্দ নিয়ে।

31/01/2025

Good night Everyone

31/01/2025

Good morning dear all Facebook User

30/01/2025

Good night 🌉 Everyone

30/01/2025

Good morning 🌞

কুরআনের একটি আয়াত হলেও মানুষের মাঝে সরিয়ে দিন।
18/12/2024

কুরআনের একটি আয়াত হলেও মানুষের মাঝে সরিয়ে দিন।

18/12/2024
يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْـكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ‌ؕ وَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَبِئْس...
17/12/2024

يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْـكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ‌ؕ وَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ

হে নবী ! কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর
ও উহাদের প্রতি কঠোর হও; উহাদের আবাসস্থল জাহান্নাম,
উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!

#আশারআলো

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ ؕ
17/12/2024

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ ؕ

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَআমিন 🤲
17/12/2024

اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ
আমিন 🤲

সঠিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছাড়া, সমাজে সুস্থ চিন্তাধারা গড়ে ওঠে না।
16/12/2024

সঠিক ইসলামিক শিক্ষা ব্যবস্থা ছাড়া, সমাজে সুস্থ চিন্তাধারা গড়ে ওঠে না।

আল্লাহ সবাইকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করুক।  #আশারআলো
15/12/2024

আল্লাহ সবাইকে সৎ জীবন যাপন করার তৌফিক দান করুক।
#আশারআলো

🥀 আলহামদুলিল্লাহ 🥀
14/12/2024

🥀 আলহামদুলিল্লাহ 🥀

14/12/2024

আশার আলো ফেসবুক লাইভ চলতেছে।

আপনার মতামত কমেন্ট বক্সে জানান।  #আশারআলো
14/12/2024

আপনার মতামত কমেন্ট বক্সে জানান।
#আশারআলো

Assalamualaikum Good morning 🌞 Everyone
14/12/2024

Assalamualaikum

Good morning 🌞 Everyone

আমিন না বলে যাবেন না। 😥 আমিন🤲
13/12/2024

আমিন না বলে যাবেন না।
😥 আমিন🤲

13/12/2024

ঘুমানোর আগে যে আমলগুলো করব:

আয়াতুল কুরসি তেলাওয়াত

রাসূল (সা.) বলেন, ‘তুমি যখন শয্যা গ্রহণ করবে, তখন ‘আয়াতুল কুরসি’ পড়বে। তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। ’ (বুখারি, হাদিস নং: ২৩১১)

সূরা বাকারার শেষ দুই আয়াত : রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যদি কেউ রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে, তবে তা তার জন্য যথেষ্ট হবে। ’ (বোখারি ও মুসলিম)।

সূরা কাফিরুন, ইখলাস, নাস ও ফালাক পড়ে ফুঁ দেওয়া

সূরা কাফিরুন, এখলাস ও নাস-ফালাক পড়ে শরীরে ফুঁ দেওয়া সুন্নত। নাওফাল আল-আশজায়ি (রা.) বলেন, রাসূল (সা.) আমাকে বলেছেন, তুমি সূরা ‘কাফিরুন’ পড়ে ঘুমাবে, এতে শিরক থেকে তুমি মুক্ত থাকবে। ’ (তিরমিজি ও আবু দাউদ)

আয়েশা (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন দুই হাত একত্রিত করে তাতে সূরা এখলাছ, ফালাক ও নাস পড়ে ফুঁক দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিনবার দুই হাত বুলাতেন। ’ (বুখারি, হাদিস নং: ৫০১৭)

দোয়া পড়ে ঘুমানো

রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি শয়নের পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে। ’ (আবু দাউদ, হাদিস : ৪৮৫৬)

হাদিস শরিফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সবগুলো দোয়া পড়তে না পারলেও ছোট এ দোয়াটি পড়া যায়: ‘আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহ্ইয়া’—অর্থাৎ ‘হে আল্লাহ! তোমার নামে আমি শয়ন করছি এবং তোমারই দয়ায় আমি পুনর্জাগ্রত হব। ’

এছাড়াও ‘আল্লাহুম্মা আস্লামতু নাফ্সী ইলাইকা ওয়া ওয়াজ্জাহ্তু ওয়াজহী ইলাইকা ওয়া ফাউওয়ায্তু আমরী ইলাইকা ওয়ালজা’তু যাহরী ইলাইকা রাগ্বাতা ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা’আ মিনকা ওয়া লা মানজা’আ মিনকা ইল্লা ইলাইকা আ-মানতু বিকাতা-বিকা। আল্লাজি আনঝালতা ওয়া বি নাবিয়্যিকাল্লাযী আরসালাত। ’

অর্থ: ‘হে আল্লাহ! আমি নিজেকে তোমাতে সমর্পণ করলাম, তোমার দিকে মুখ ফিরালাম, আমার কাজ তোমার প্রতি ন্যস্ত করলাম এবং তোমার প্রতি ভয় ও আগ্রহ নিয়ে তোমার আশ্রয় গ্রহণ করলাম। তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। তোমার প্রেরিত কোরআনের প্রতি ঈমান আনলাম এবং তোমার প্রেরিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি ঈমান আনলাম। ’ (সহীহ বুখারী ও মুসলিম)

ফজিলত :

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বললেন, হে অমুক, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যয় অযু করবে। তারপর তোমার ডান পার্শ্বের ওপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি তুমি সেই রাতে মৃত্যুবরণ কর, তবে তুমি ইসলামের ওপর মৃত্যুবরণ করবে আর যদি তুমি ভোরে ওঠ, তবে তুমি কল্যাণের সঙ্গে ওঠবে।

আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো করার তৌফিক দান করুক।

Address

Dhaka
1341

Telephone

+8801743809141

Website

Alerts

Be the first to know and let us send you an email when আশার আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আশার আলো:

Videos

Share

Category