Arbia Mamoni Vlog

Arbia Mamoni Vlog এই পেইজ এ সবধরনের ভিডিও আপলোড করা হবে। তাই প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পেইজটি Flow দিয়ে সাথে থাকুন।
(2)

18/01/2025
11/01/2025
01/01/2025

নতুন আঙ্গিকে বাণিজ্যমেলা শুরু আজ

31/12/2024

ভীষণ নার্ভাস ফিল করছি,

কারণ জীবনের প্রথম ২০২৫ সালে পা রাখতে যাচ্ছি 🤩🤩

06/12/2024
25/11/2024

আলহামদুলিল্লাহ ❤️❤️

13/11/2024
02/11/2024

খুব অদ্ভুত ব্যাপার হলো ২০/২৫ বছর যে বাড়িতে কাটিয়েছি, সে বাড়িতে এখন গেলে জিজ্ঞেস করতে হয় যাব কিনা...

এই বাড়িতেই আমি বেড়াতে আসি.....এই বাড়ি থেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে হয়...যাওয়ার আগে কয়েকবার দেখে নিতে হয় কিছু ফেলে যাচ্ছি না তো...আর ওই যে আমার সাধের ঘরটা এভাবেই ফেলে যাই আমি...এই ঘরের পর্দা,এই ঘরের বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল সব আমার খুব কাছের...এই ঘরে এলে আমি চেনা গন্ধ পাই...প্রতিটি কোন আমার আহ্লাদে আটখানা হয়ে আছে...আগে আমি গোছাতাম না, এখন এসে দেখি মা পরিপাটি করে গুছিয়ে বন্ধ করে রেখে দিয়েছে না হয় ছোট ভাই বোনেরা থাকে...

কত রাত জেগে কাটিয়েছি এই ঘরে,,বন্ধুদের সাথে কত গোপন আলোচনা সাক্ষী এই ঘর, আমার কতো কান্না কতো অভিমান রাগ দেখেছে এই ঘর। মন ভাঙ্গা রাতে এই ঘরে জানালায় বসে আকাশ দেখছি সারা রাত,কত ছুটির দুপুরে শালিক পাখির মতো ঝগড়া করেছি মায়ের সাথে।

অফিস থেকে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছি এই ঘরে,নিশ্চিন্তে ঘুমিয়েছি, কখনো বুক ভাঙ্গা কান্না করেছি। সব জানে ঘর। সারাদিন ঘুরে এসে অন্ধকার ঘরের পরম শান্তিতে পছন্দের গান শুনেছি কতবার, কত জিনিস লুকিয়েছি খাটের পাশের ড্রয়ার টায়,ওই আলমারিটা অগোছালো করছি শতবার শুধু একটা জামা পাচ্ছিলাম না তাই, আবার একদিকে শাড়ি একদিকে সালোয়ার একদিকে কুর্তী পাঠ করে সাজিয়েছে।

অবাক কাণ্ড হলো বিছানায় রাখা ওই যে দুটো ব্যাগ এখনো ওই ব্যাগেই জামাকাপড় আনি ওইভাবে নিয়ে যাই। ভাবি দু-চার দিন তো থাকবো আর আলমারিতে রাখবো না ব্যাগেই থাক,ব্যাস আলমারিটা আর খোলাও হয় না। সাজার জিনিস কানের দুল রঙিন বাক্স সবই পড়ে থাকে, একটু হাত দিয়ে দেখি মাকে জিজ্ঞেস করি' ওইটা কবে কিনলে, ওইটা কবে আনলে,এই চাদর টা কি নতুন??

যখন যাওয়ার সময় বর নিতে আসে হাসিমুখে আর বলে' কতদিন পর বাড়ি ফিরবি'.. আমি চুপচাপ ব্যাগ
নিয়ে বেরিয়ে যায় জবাব দেওয়ার মত কিছুই থাকে না... হ্যাঁ আমি জানি ওই বাড়িতেও আমার একটা ঘর আছে মা-বাবা আছে সবাই আমার জন্য অপেক্ষা করছে ও বাড়িতে, তাও ঘরের মায়া কাটেনা... প্রতিবার যাওয়ার সময় পিছন ফিরে তাকাতে পারি না😥😢

29/10/2024
29/10/2024
23/10/2024

Address

Uttara Dhaka
Dhaka

Telephone

+8801705729343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arbia Mamoni Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arbia Mamoni Vlog:

Videos

Share

Category