Zojon Digital

Zojon Digital Adding innovation in Information & Communication Technology.

01/07/2024

Join us

22/06/2024
21/06/2024

শিক্ষিতরা কেন কম উপার্জন করছে?
কেন শিক্ষিত হয়েও বেকার থেকে যাচ্ছে?
শিক্ষিত বেকারদের জন্য করনীয় কি?
শিক্ষার পাশাপাশি কোন বিষয়টি অর্জন করা উচিৎ?
না টেনে সম্পূর্ন ভিডিওটি দেখবেন। আশা করি আপনার নিজের জন্য হোক কিংবা আপনার পরিচিত অন্য কারো হোক ভিডিওটি কাজে আসবে। ভালো লাগলে শেয়ার করুন। এতে অনেকের উপকার হবে।

ব্যবসার পরিকল্পনা, কোম্পানী রেজিস্ট্রেশন কিংবা ইনভেস্টমেন্ট ফান্ড সংগ্রহ সব হবে এক প্ল্যাটফর্মে। আজই যোগাযোগ করুন।
21/02/2022

ব্যবসার পরিকল্পনা, কোম্পানী রেজিস্ট্রেশন কিংবা ইনভেস্টমেন্ট ফান্ড সংগ্রহ সব হবে এক প্ল্যাটফর্মে। আজই যোগাযোগ করুন।

21/02/2022
আপনি নিশ্চয় জেনে থাকবেন, ৯০% বেশি ব্যবসা লাভের মুখ দেখতে পারেনা। কারন প্রচলিত নিয়মে যখন একজন ব্যবসায়ী ব্যবসা পরিকল্পনা ক...
08/06/2020

আপনি নিশ্চয় জেনে থাকবেন, ৯০% বেশি ব্যবসা লাভের মুখ দেখতে পারেনা। কারন প্রচলিত নিয়মে যখন একজন ব্যবসায়ী ব্যবসা পরিকল্পনা করে এবং তা থেকে যুগান্তকারী ফলাফল প্রত্যাশা করে তা অত্যন্ত বোকামী। আপনি একটি বাগান করার আগে যেমন স্থান নির্বাচন, মাটি প্রস্তুত, গাছের চারা নির্বাচন, চারা রোপন, নিয়মিত পরিচর্যার পর তা থেকে ফুল কিংবা ফল আশা করতে পারেন তেমনি একটি নির্দিষ্ট ব্যবসায় যথাযথ নিয়ম মেনেই কেবল ফলাফল লাভ সম্ভব। আমরা যখন কোন বিষয় ভাবি তা নিয়মিত পবিবর্তন হতে থাকে, তাই চিন্তাটির সঠিক কাঠামো দিতে হলেও নিয়ম মেনে লিপিবদ্ধ করা জরুরী। নতুন অংশীদার গ্রহন, ব্যাংকলোন কিংবা বিনিয়োগকারী খোঁজার ক্ষেত্রেও ব্যবসায় পরিকল্পনাপত্র প্রয়োজন।
ব্যবসায় পরিকল্পনার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ন বিষয় আছে যেমন;
১। সমস্যা নির্ধারন।
২। আপনার সমাধান।
৩। পণ্য বা সেবার বিস্তারিত বর্ননা।
৪। লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারন।
৫। আর্থিক হিসাব বিবরণী ।
৬। দল নির্বাচন।
সহ প্রায় ৩০-৩২ টির মত বিষয়ের সঠিক নিয়ম মেনে লিখে নিতে হয়। যোজন ডিজিটাল দীর্ঘদিনের অভিজ্ঞতাসহ সুদক্ষ কর্মীদের নিয়ে আছে আপনার পাশে। লাখো টাকা ব্যবসায় বিনিয়োগের পূর্বে কিছু অর্থ ব্যয়ে পরিকল্পনা করে নেয়া বুদ্ধি মানের কাজ। যোজন ডিজিটালের কর্নধার রিয়াজুল করিমের মতে, "ব্যবসায় পরিকল্পনা হচ্ছে অপারেশনের আগে প্রয়োজনীয় এক্সরে করে নেয়ার মত। অবহেলা করার কোন সুযোগ নেই। "

Benjamin Franklin once said, "An intelligent plan is the first step to success. The man who plans knows where he is going, knows what progress he is making and has a pretty good idea when he will arrive. Planning is the open road to your destination."
আপনার সেবা করার প্রত্যাশা এবং প্রতিজ্ঞা আমাদের পথ চলার পাথেয়। ধন্যবাদ।

08/06/2020

আমরা জানি আপনার সুন্দর স্বপ্নের কথা। যোজন ডিজিটাল বিশ্বাস করে আপনার সফলতায়। কোভিড-১৯ এ আমাদের গৃহবন্দী হয়ে থকতে হচ্ছে। অনেকে অনলাইন ভিত্তিক নতুন ব্যবসায় শুরু করছেন। ব্যবসায় সফললা লাভে প্রচারের বিকল্প নেই। অনেকে আবার ব্যক্তিগত পেজ খুলেছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল লাভ করতে পারছেন না। হোক ই-কমার্স, হোম ডেলিভারি কিংবা অন্যকোন ব্যবসা। একটি ছোট ব্যবসা প্রতিনিয়ত মানসম্মত উপস্থাপনার মাধ্যমে নিজেদেরকে ব্র্যান্ডে রূপান্তর করে। মনে রাখবেন, আপনার পণ্য বা সেবার আগে ক্রেতা আপনার বিজ্ঞাপনের মান যাচাই করবেন। ফেসবুক কিংবা ইউটিউবে কেবল একটা পোস্ট দিয়ে দিলেই হয়না। তার জন্য কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়। যেমনঃ
১। বাজার গবেষনা।
২। সঠিক ক্রেতা সম্পর্কে ধারনা।
৩। ক্রেতার বয়স, রুচি কিংবা অভিজ্ঞতার আলোকে কনটেন্ট ডেভেলপ করা।
৪। আপনার পণ্য বা সেবার সঠিক উপস্থাপন করা ।
এছাড়াও নানা দিক বিবেচনায় রাখতে হয়।
প্রতিটি ধবংসই নতুন সৃষ্টির সূচনা করে। মহামারী করোনা পুরাতন অনেক চর্চাকে চাঁপা দিয়ে সমাজকে নতুনের পথে হাটতে বাধ্য করবে। যোজন ডিজিটাল দীর্ঘদিন ধরে সুনামের সাথে একাজ করে আসছে। আস্থা রাখুন, আমরা আপনার স্বপ্ন বাস্তবায়নে সহযোগি ভূমিকা পালনে প্রতিজ্ঞা বদ্ধ।

অনলাইনে পণ্য বিক্রয় কিংবা প্রদর্শন যাই হোক, আপনার প্রয়োজন একটি নিজস্ব ইকমার্স ওয়েবসাইট। যোজন ডিজিটাল সফল ভাবে মানসম্মত ই...
05/01/2020

অনলাইনে পণ্য বিক্রয় কিংবা প্রদর্শন যাই হোক, আপনার প্রয়োজন একটি নিজস্ব ইকমার্স ওয়েবসাইট। যোজন ডিজিটাল সফল ভাবে মানসম্মত ইকমার্স ওয়েবসাইট করে দিতে ২০% ডিসকাউন্ট সহ আপনার পাশে আছে।

৯০% এর বেশি ব্যবসায় প্রয়োজনীয় সঠিক পরিকল্পনার অভাবে টিকে থাকতে পারেনা। তাছাড়া ব্যাংকলোন কিংবা ব্যবসায় নতুন বিনিয়োগকারী ন...
05/01/2020

৯০% এর বেশি ব্যবসায় প্রয়োজনীয় সঠিক পরিকল্পনার অভাবে টিকে থাকতে পারেনা। তাছাড়া ব্যাংকলোন কিংবা ব্যবসায় নতুন বিনিয়োগকারী নিতে হলেও আপনার ব্যবসায়কে কাঠামোগত ভাবে অন্যের সামনে উপস্থাপন জরুরী। দীর্ঘ ৬ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার পাশে আছে যোজন ডিজিটাল। সঠিক পরিকল্পনা আপনার কাজের ৫০% সফল করে দেয়। স্টার্টাপের জন্য ২০% ডিসকাউন্ট।

Choose your type Now.
02/01/2020

Choose your type Now.

Address

House 29-31, Road-1, Sector-2, Block-D, Aftabnagar
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zojon Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zojon Digital:

Videos

Share

Rethink your growth

Happy to be a part of digital generation. we have come up with amazing projects. now its time to rethink aesthetic and efficiency of your project. Now a days people are more focused on personalized and customized products and services. “Zojon Digital is always seeking for betterment and sustainable solution for any good initiative of great minds. Zojon Digital is a experienced and dedicated team to help you for your digital growth. we are ready to create value in;


  • Web design & development.

  • Graphics Design.

  • Android & IOS App development.