অণুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের | ম্যাচ চলাকালীন লন্ডনের গ্যালারিতে নারায়ে তাকবির, আল্লাহু আকবারের স্লোগান মাশাল্লাহ 🤲🤲
#reelsfypシ
#reelsvideoシ
#cricket
#reelschallenge
#cricketlovers
#viralreelschallenge
#virals
#facebookviral
#reelviral
@highlight
আমি কখনো কোনদিন মানুষ চিনিনি। বন্ধু হিসেবে কিংবা পছন্দের মানুষ হিসেবেও, ঠিক মানুষ চুজ করতে পারিনি। এখন পর্যন্ত আমার বেস্টে এফোর্ট যাদের জন্য দিয়েছি। ওরা সবাই আমাকে নিখুঁতভাবে জানিয়ে দিয়েছে আমি তাদের জন্য কেউ না।
#sad
Move on! Move on! Move on!
Reality তে কোনো move on হয় না....! আপনি যদি মন থেকে ভালোবাসেন তাহলে জীবনেও move on করতে পারবেন না!তাদের কথা ভুলে যাওয়া Impossible. হয়তো তাদের ছাড়া হাসতে পারবেন।
মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ, পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই,
সামান্য একটু স্বার্থে আগাত লাগলেই,
মানুষ পৃর্বের সব উপকারের কথা ভুলে যায়!
পুরুষ হয়ে জন্মিয়ে দেখলাম মায়ের ভালোবাসা ছাড়া পৃথিবীতে সব কিছুতেই টাকার প্রয়োজন। ❤️
@Md Shahjalal Dhali
আশুলিয়ার DEPZ এ পোশাক শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ৪ বছর পূর্বে বন্ধ হওয়া লেনী ফ্যাশন বিক্রি করে দেওয়ায়। শ্রমিকরা তাদের পাওনাদি না পেয়ে অবস্থান কর্মসূচি করছেন।
#DhakaBangladesh
#EPZ
#lany_fashion
আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি, তবে সমকালীন অসংখ্য কারণ আমি কমবেশি সকলেরই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও আমি পাইনি!
আমার এই ছোট জীবনে। অকারণে, অপ্রয়োজনে খুঁজ নেয় এমন মানুষের সংখ্যা আমার জীবনে শূণ্যের কৌটায়, তবে সাময়িক সময় কা'টানোর জন্য আমি অনেকের'ই শূণ্যস্থান পূরণ করেছি দীর্ঘসময় দিয়ে।
আমার মন খারাপে এককালীন সজিব সান্ত্বনা দিয়ে অনেকেই পালিয়েছে। কিন্তু মন খারাপ নিয়ে আমার কাছে কেউ সময় চাইলে আমি তার একাকিত্বে ভরা অসংখ্য নিঃসঙ্গ ডাক বিনিদ্র থেকেও সময় দিয়েছি।
Welcome to my page❤🥰
Welcome to my page❤️🥰
সত্যিকারের আশেকে রাসূল দেখতে যেমন হয়
এই ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে কি আপনারা চেনেন? ফ!সির আদেশ শুনেও সেদিন তাঁরা কেন হেসেছিলেন, তা কি আপনারা জানেন?
শেখ হাসিনা হাসনাত আব্দুল্লাহকে অফার করেছিল।
#viralvideo
#হাতনাত_আব্দুল্লাহ
একবার মুখ ফিরিয়ে নিলে সহজে আর ওইদিকে আর ফেরা হয় না। অপমান যন্ত্রণা সব কিছু সহ্য করা যায়। কিন্তু হঠাৎ করে কোন কারণ ছাড়া ইগনোর করলে সেটা আমি সহজে মেনে নিতে পারি না। অবশ্য আমার ব্যান্ডভেলু তে অন্যর।