Joni Gallery

Joni Gallery Hi, I'm Md. Saban Uddin Joni. I'm try to spend some good time with you in this page by entertainment and good blog.

04/04/2024

সারা মুসলিম জাহান জুড়ে
এলো মাহে রমজান 🎙️
কথা -সুর মিল্টন খন্দকার
বিটিভি তে প্রচারিত ০৪-০৩-০২৪

BTV 17-03-24
20/03/2024

BTV 17-03-24

25/07/2023
25/07/2023
21/03/2023

চিঠির উত্তর দিস রে বন্ধু-প্রিয়তী-Chithir Uttor Disre Bondhu-বাংলা ফোক গান-Prioty-Folk


#বাংলা_ফোক_গান
#চিঠির_উত্তর_দিস_রে_বন্ধু

07/03/2023

শফি মন্ডলের নতুন গান । তুমি খোদার নাবী পারের তরী । শফি মন্ডল

03/03/2023

মন সহজে কি সই হবা । লালন গীতি । ফরিদা পারভিন ।

মন সহজে কি সই হবা
চিরদিন ইচ্ছা মনে
আইল ড্যাঙ্গায়ে ঘাস খাবা
তুমি আইল ড্যাঙ্গায়ে ঘাস খাবা
মন সহজে কি সই হবা
ডাবার পর মুগুর প'লে
ডাবার পর মুগুর প'লে
সেইদিনে গা টের পাবা
তুমি সেইদিনে গা টের পাবা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
বাহার তো গেছে চলে
পথে যাও ঠ্যালা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তুমি কোনদিনে পাতাল ধাবা
বাহার তো গেছে চলে
পথে যাও ঠ্যালা পেড়ে
কোনদিনে পাতাল ধাবা
তুমি কোনদিনে পাতাল ধাবা
তবু দেখি গেল না তোর
তবু দেখি গেল না তোর
ত্যাড়া চলন বদ-লোভা
তোর ত্যাড়া চলন বদ-লোভা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
সুখের আশ থাকলে মনে
দুঃখের গোর নিদানে
তুমি অবশ্যই মাথায় নিবা
তুমি অবশ্যই মাথায় নিবা
সুখের আশ থাকলে মনে
দুঃখের গোর নিদানে
তুমি অবশ্যই মাথায় নিবা
তুমি অবশ্যই মাথায় নিবা
সুখ চেয়ে সোয়াস্তি ভালো
সুখ চেয়ে সোয়াস্তি ভালো
শেষকালে তে পস্তাবা
তুমি শেষ কালেতে পস্তাবা
মন সহজে কি সই হবা
মন সহজে কি সই হবা
ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে ধুলে
খাজলতি কিসে ধুবা
তুমি খাজলতি কিসে ধুবা
ইল্লতে স্বভাব হলে
পানিতে যায়রে ধুলে
খাজলতি কিসে ধুবা
তুমি খাজলতি কিসে ধুবা
লালন বলে, হিসাব কালে
লালন বলে, হিসাব কালে
সকল ফিকির হারাবা
তুমি সকল ফিকির হারাবা

28/02/2023


আমার মন মজাইয়া । কারো রবে না । এ ধন রূপ দেখিলাম রে নয়নে ।

27/02/2023

পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই । prioty

19/11/2022

Singer : Prioty trisha
Original singer : লতা মঙ্গেশকর এর গান

যা রে...
যা রে, উড়ে যা রে, পাখি
ফুরালো প্রাণের মেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি?
যা রে.....।।

আকাশে আকাশে ফিরে
যাবি রে আপন নীড়ে
শ্যামল মাটির বনছায়
শুধু মনে মনে তোরে ডাকি
চাহি না খেলিতে খেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি?
যা রে...।।

আমারই স্বপন হয়ে
কত কী যে গেছ কয়ে
হৃদয় পিঞ্জরে বসিয়া
জানি সবই রয়ে গেল বাকি
এবারে ভাসাবো ভেলা
শেষ হয়ে এলো বেলা
আর কেন মিছে তোরে বেঁধে রাখি?
যা রে...।।



Address

Uttara
Dhaka
1230

Telephone

+8801723216747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joni Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share