#শাপলা_চত্তর
কিচ্ছু হয়নি,সে দিন!
অর্থাৎ ৫ ই মে, ২০১৩ ইং ইতিহাসের পাতায় বিশ্ববাসী যাকে কালোরাত বলে চিনে। তবে! দেখে নিন,কী, হয়েছিল সে,রাতে।
ওরে বাবা জাহাজের ধাক্কায় নৌকা পড়ে গোলো 🤣🤣🤣
হাসিনার বিরুদ্ধে কি শপথ নিলেন ব্যারিস্টার ফুয়াদ
#পুলিশি_বাধা_উপেক্ষা_করে_রাজধানীর_রাজপথে_ঢাকা_মহানগরী_উত্তর_জামায়াতের_বিশাল_গণমিছিল_অনুষ্ঠিত।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন এর নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াত ধরতে গিয়ে নিজেরাই ধরা খেলো! ওদের শক্তি কমছে,জনগন জাগছে।ড. ফয়জুল হক
ডিএমপি কার্যালয়ের সামনে থেকে জামায়াতের প্রতিনিধি দলকে তুলে নিয়ে গেছে পুলিশ৷ ৫ তারিখের সমাবেশের বিষয় নিয়ে আলোচনা করতে ডিএমপি কার্যালয়ে তারা যাচ্ছিলেন।
কেনো? জামায়াত কি নিষিদ্ধ কোনো দল? পুলিশ কেনো জামায়াত ঠেকানোর টেন্ডার নিচ্ছে!
নিন্দার ঝড় উঠুক অনলাইন জুড়ে। ফ্যাসিবাদ বিরোধী সবার উচিত এর প্রতিবাদ জানানো।
সরকার চাইবে জামায়াত শিবিরকে উত্তেজিত করতে। একদম উত্তেজিত না হয়ে এই সময় গুলো উপভোগ করুন। কুটনৈতিক আলোচনা বৃদ্ধি করলেই হবে।
স্বৈরাচার অধ্যায় শেষ হলে সময় টিপি ডিবিসি এবং একাত্তর টিপি সবারই এই হাল হতে হবে!
খালেদা জিয়ার সাঁজে শিশু
অগ্নিকন্যার তুফান দেখুন
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মাদ শফিকুল ইসলাম মাসুদ।
মেয়র সেলিনা আইভি'র উপর হামলা!!মানব ছাতা বানিয়ে রক্ষা করছে কর্মী সমর্থকরা,শামীম ওসমানকে আসামি করে মামলা।
সাংবাদিকতা করতে বুকে সাহস থাকতে হয়