Our Evergreen Bangladesh

Our Evergreen Bangladesh Our Evergreen Bangladesh is a non-profit organisation working for the empowerment of women and child.

দয়া করে আমাদের একমাত্র ছেলে সবুজকে বাঁচান আপনারা😭 সাংসারিক অবস্থা ও অভাবের তাড়নায় বাধ্য হয়ে ঢাকা চলে আসার পর আমি আর ...
03/12/2022

দয়া করে আমাদের একমাত্র ছেলে সবুজকে বাঁচান আপনারা😭 সাংসারিক অবস্থা ও অভাবের তাড়নায় বাধ্য হয়ে ঢাকা চলে আসার পর আমি আর আমার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেছি এখনো করছি আল্লাহর রহমতে ভালই চলছিল সবকিছু। কিন্তু আমাদের ছেলে সবুজ অজানা ভাবে এক বিশাল রোগে আক্রান্ত হয়ে পড়েছে। চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে রিপোর্টে হার্টে ক্যান্সার ও ২টি ছিদ্র ধরা পড়েছে😭 সব সময় শ্বাসকষ্টে ভুগছে আস্তে আস্তে সবুজ মৃত্যুর দিকে ঢলে পড়ছে। চিকিৎসা করাতে গিয়ে আমাদের সহায় সম্বল যা ছিল ইতিমধ্যে সব শেষ হয়ে গিয়েছে। এ অবস্থায় সবকিছু শেষ করে দিশেহারা হয়ে😭😭 আপনাদের কাছে আকুল অনুরোধ করছি আমাদের একমাত্র সন্তানকে ফিরে পাওয়ার জন্য আপনাদের কাছে হাতজোড় 🙏🙏 করে ভিক্ষা চাচ্ছি।
প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন সবুজের অপারেশন করাতে। এখন আমরা কোথায় যাব, সামান্য কিছু টাকা বেতন পাই। একটু দয়া করুন, চির কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। আমার নাম মাজেদুল ইসলাম ঢাকা আশুলিয়া সোনামিয়া মার্কেট ডেকো গার্মেন্টসে চাকরি করি। প্রয়োজনে এসে নিজ চোখে দেখে যাবেন, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের অধীনস্থে চিকিৎসারত অবস্থায় আছে।
যোগাযোগ ও সাহায্য পাঠানোর মাধ্যম বাবা মোঃ মাজেদুল ইসলাম।
Bkash 01611944975 (পার্সোনাল)
Nagad 01611944975 (পার্সোনাল)
সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করুন যাতে কোনো দানশীল ব্যক্তির নজরে আসে।
https://www.facebook.com/groups/506292737232676/permalink/871203737408239/?sfnsn=mo&ref=share&mibextid=nynbRp

মেয়ে  #সামিয়া-কে মা বলতে পারছেনা, তোকে হয়তো আর বাঁচাতে পারবোনা সামিয়ার কান্নায় যে আমার বুক ফেটে যায়😭😭....আসসালামুয...
24/11/2022

মেয়ে #সামিয়া-কে মা বলতে পারছেনা, তোকে হয়তো আর বাঁচাতে পারবোনা সামিয়ার কান্নায় যে আমার বুক ফেটে যায়😭😭....

আসসালামুযলাইকুম, ভিক্ষুকের মতো ভিক্ষা চাচ্ছি আমার মেয়ের প্রান বাঁচাতে এগিয়ে আসুন 😭😭।
🙏🙏দুই হাত জোড় করে আল্লাহর কাছে প্রার্থনায় ভিক্ষা চাচ্ছি। আপনাদের সামান্য কিছু দান আমার মেয়ের প্রান বাঁচাতে এগিয়ে আসবে।
ঠিকানা ‌:
সস্তাপুর গ্রাম, ফতুল্লা সদর ইউনিয়ন, জেলা নারায়ণগঞ্জ।
সাহায্য পাঠানোর মাধ্যম #বাবা আজগার আলী।
#বিকাশ পার্সোনাল 01611-944 975
#নগদ পার্সোনাল 01611-944 975
বিকাশ পার্সোনাল 01628-600429
নগদ পার্সোনাল 01628-600429
আমার মেয়ে সামিয়ার #লিভার ড্যামেজ এবং হার্টের ছিদ্র। লিভার ট্রান্সপার করতে বলেছেন ডাক্তার যতো তাড়াতাড়ি সম্ভব অপারেশন না করলে বাঁচানো যাবে না। এতটুকু বয়সে কত কষ্ট সহ্য করছে সামিয়া।
লিভার ট্রান্সপার ও হার্ট ছিদ্র ২টি অপারেশনে ২২ লক্ষো টাকা প্রয়োজন আমাদের অত সামর্থ্য নেই। সবমিলিয়ে প্রায় ১০ লক্ষো টাকার ব্যাবস্থা করেছি। এখন ভিক্ষুক হয়ে সন্তানের প্রান বাঁচাতে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে😭 ফিরিয়ে দেবেননা দয়া করে ।
((সাহায্য না করলেও পোস্টি #দয়াকরে শেয়ার করুন))

12/11/2022

Organic foods and organic growth 📈

04/11/2022

Bambhola puja concert party song 🔥

ছবিটা নিজের হাতে তোলা (শাইখ সিরাজ)। ২০১৪ সালে দুবাই থেকে দাম্মামে ফিরছিলাম। সাগর পাড়ি দেওয়ার সময় বিমানের জানালা থেকে নজর...
12/10/2022

ছবিটা নিজের হাতে তোলা (শাইখ সিরাজ)। ২০১৪ সালে দুবাই থেকে দাম্মামে ফিরছিলাম। সাগর পাড়ি দেওয়ার সময় বিমানের জানালা থেকে নজরে পড়লো সমুদ্রপৃষ্ঠে চলমান কয়েকটি জাহাজের প্রতি। বিমান থেকে বিশালকার জাহাজগুলোকে ছোট ছোট পোকা-মাকড়ের মতো দেখাচ্ছিল। কয়েকটি বিমান হজম হয়ে যাওয়ার মতো জাহাজগুলোকে আমার নিজের অবস্থান থেকে অতি ক্ষুদ্র মনে হচ্ছিল। অপর দিকে জাহাজের আরোহীদের চোখেও নিশ্চয় বিমানটি ছোট একটি পাখির মতোই ক্ষুদ্র পরিদৃষ্ট ছিল!

এই ছোট্ট বিষয়টি থেকেও আমরা অনেক বড় শিক্ষাগ্রহণ করতে পারি। মূলত আমাদের চারপাশে এরকম অসংখ্য শিক্ষণীয় বিষয় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। চোখ-কান খোলা রেখে বিবেক-বিবেচনা ব্যবহার করলে শিক্ষা আহরণ করতে পারব।

এই সাধারণ ছবিটাই দেখুন। অনেক দূরত্ব থেকে বড় বড় জাহাজগুলোকেও অতি ক্ষুদ্র মনে হচ্ছে। বস্তুত নিজের অবস্থান থেকে অন্যের অবস্থানকে ক্ষুদ্রাতিক্ষুদ্র মনে হয়। আল্লাহ তা‘আলার ভাষায়, ‘প্রত্যেক দলই তাদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত।’ —সূরা মু'মিনূন, আয়াত ৫৩

আজকাল মৌলিক সব বিষয়ে ঐকমত্য সত্ত্বে্‌ও আমরা শাখাগত বিষয়ে সামান্য বুঝের পার্থক্য ও মতের ভিন্নতার কারণে একে অন্যকে তুলোধুনা করে ছাড়ি, বিভিন্ন আপত্তিকর অভিধা যুক্ত করি, বাক্যবাণে জর্জরিত করি। এমনকি অন্যের নিয়ত এবং উদ্দেশ্য নিয়েও বিরূপ মন্তব্য করি! সব সময় নিজের অবস্থানকেই একমাত্র সঠিক মনে করি। নিজের বিপরীত অবস্থানও যে সঠিক হওয়ার সম্ভাবনা রাখে, সেটা বেমালুম ভুলে যাই।

যার মধ্যে জ্ঞানের দৈন্য যতো বেশি, তার মধ্যে এ প্রবণতাটা ততো বেশি দেখা যায়। আল্লাহ আমাদের সুমতি দান করুন। আমীন!

12/10/2022

Bangladeshi Puja dancing bangla Dance | If you don't watch, you're missing out.

বাংলাদেশি নেচারাল বিউটি সবুজ বাংলা নদী পানি সব মিলিয়ে অস্থির কম্বিনেশন।
26/09/2022

বাংলাদেশি নেচারাল বিউটি সবুজ বাংলা নদী পানি সব মিলিয়ে অস্থির কম্বিনেশন।

22/09/2022

Natural, beauty, bangladesh, tree, plant, water, beauty in nature

Bangladesh, canal, fisherman, flower, nature, paddy rice, river
22/09/2022

Bangladesh, canal, fisherman, flower, nature, paddy rice, river

Water lily, national flower, of bangladesh, plant, flowering plant
22/09/2022

Water lily, national flower, of bangladesh, plant, flowering plant

21/09/2022

৫০ টাকার নোট জাল চেনার উপায় দেখুন।

20/09/2022

সব কিছুই কৃত্রিম, প্রকৃতি ই হল একমাত্র ঈশ্বরের তৈরি নিজস্ব শিল্প।

এই বৃষ্টির সাথে তুমি কেন এলেনা আমার শহরে, বৃষ্টি শেষ হলেও এই শহরে তোমার আর দেখা মিলবে না।একসাথে বৃষ্টিতে ভিজেছিলাম দুজনে...
17/09/2022

এই বৃষ্টির সাথে তুমি কেন এলেনা আমার শহরে, বৃষ্টি শেষ হলেও এই শহরে তোমার আর দেখা মিলবে না।

একসাথে বৃষ্টিতে ভিজেছিলাম দুজনে, এখন এগুলো শুধু স্মৃতি। এখন আকাশে মেঘ জমে বৃষ্টি নামলে তুমি আর আসবে না ভিজতে।

বৃষ্টিতে ভিজে কান্না করার একটি পজিটিভ দিক রয়েছে। কারণ তখন কেউ বুঝতে পারবে না আপনি কান্না করছেন।

মেঘের সাথে মেঘ যখন অভিমান করে, তখন ঐ আকাশ থেকে বৃষ্টি পড়ে। তাই এই বৃষ্টি দেখে আমারও মনে অভিমান বাড়ে।

17/09/2022

যখন মেঘের দল আর বোঝা সহ্য করতে পারে না, তখনই স্বর্গের কান্না হয়ে ভেংগে পড়ে বৃষ্টি। জীবন ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করার মধ্যে নয়, জীবনের মূল উপপাদ্য বৃষ্টিতে ভিজতে ও উপভোগ করার মধ্যে। বৃষ্টি এক অমূল্য আশির্বাদ; এ যেনো মেঘের মাটির বুকে নেমে আসা। সেখানেই আছে জীবন, কেননা বৃষ্টি ছাড়া কোনো জীবনের অস্তিত্ব থাকতো না।

16/09/2022

তুই কি আমার হবি রে 🔥🔥🔥
ইমরান লাইভ কনসার্ট করল মাগুরা বাংলাদেশের স্বনামধন্য এলাকা ইমরানের লাইভে ১০ লক্ষ লোক উপভোগ করেছেন ❤️❤️❤️

Address

Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Our Evergreen Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Evergreen Bangladesh:

Videos

Share