Ummah 's write

Ummah 's write صلي الله عليه و سلم 💚🤍

02/10/2024

আব্দুল্লাহ ইবনে আউন রাহিমাহুল্লাহর মা একবার তাঁকে দূর থেকে ডাক দিলেন। তিনি শব্দ করে জবাব দিলেন- “জ্বি...মা।”
একটু পর তাঁর মনে হলো, তিনি মায়ের সাথে জোরগলায় কথা বলেছেন। মায়ের সাথে এভাবে ‘জোরগলায়’ জবাব দেয়ায় তাঁর মনে হলো তিনি পাপ করেছেন। এই পাপের কাফফারা কিভাবে দিবেন? তিনি তাঁর দুজন দাস মুক্ত করে দিলেন।
মানুষ দাস মুক্ত করে কখন? যখন মানুষ সিরিয়াস কোনো অপরাধ করে, ভয়ঙ্কর কোনো গুনাহের কাজ করে। যেমন: কাউকে হত্যা করা, রোজা থাকাবস্থায় সহবাস বা কিছু খেয়ে ফেলা ইত্যাদি। এমন কাজের কাফফারা হিশেবে মানুষ দাস মুক্ত করে। অথচ আব্দুল্লাহ ইবনে আউন মায়ের সাথে প্রয়োজনে একটু জোরে কথা বলায় সেটার কাফফারা আদায় করেন! তারা মায়ের ব্যাপারে এতোটা সতর্ক থাকতেন।
হারিসা রাদিয়াল্লাহু আনহু মায়ের চুল আঁচড়ে দিতেন, মাকে মুখে তুলে খাওয়াতেন। তাঁর মা কোনো কিছু করতে বললে বিনা প্রশ্নে সেটা করতেন। পরবর্তীতে মানুষজন তাঁকে জিজ্ঞেস করে, “আপনি মাকে প্রশ্ন করেন না কেনো?”
তিনি বলেন- “মাকে প্রশ্ন করলে তিনি যদি কিছু মনে করেন!”
মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত তাবেয়ী। তাঁর ভাইয়ের নাম উমর ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ। একরাতে উমর ইবনে মুনকাদির সারা রাত নামাজ পড়ে কাটান আর
মুহাম্মদ ইবনে মুনকাদির মায়ের সেবা করে কাটান। সেই রাতের অভিজ্ঞতা উল্লেখ করে মুহাম্মদ ইবনে মুনকাদির বলেন- “আমার ভাইয়ের ঐ রাতের নামাজের পরিবর্তে আমি কখনো আমার মায়ের সেবা করার আমল বিনিময় করবো না।”
মুহাম্মদ ইবনে বাশশার রাহিমাহুল্লাহ ছিলেন বিখ্যাত হাদীস বিশারদ। তাঁর ডাকনাম ছিলো ‘বুনদার’। বুনদার এমন ব্যক্তিকে বুঝায়, যার অনেক সম্পদ আছে। মুহাম্মদ ইবনে বাশশারকে বুনদার বলা হতো এই কারণে যে, বসরা শহরে তারচেয়ে বেশি কারো হাদীস মুখস্থ ছিলো না।
সেই সময়ে হাদীস মুখস্থ করার মাধ্যম ছিলো বিভিন্ন শহরে ভ্রমণ করা। অথচ মুহাম্মদ ইবনে বাশশারকে তাঁর মা শহরের বাইরে বেরুনোর অনুমতি দেননি। তারপরও কিভাবে তিনি এতো হাদীস মুখস্থ করলেন?
সেই গল্প তিনি নিজের ভাষায় বলেন- “আমি হাদীস সংগ্রহের জন্য বাইরে যেতে চাইলাম, কিন্তু আমার মা আমাকে নিষেধ করলেন। আমি তাঁর কথা রাখলাম। এতেই আল্লাহ আমার জ্ঞানে বরকত দান করলেন।”
মা-বাবার নির্দেশ মানার ব্যাপারে সালাফগণ ছিলেন বেশ সচেতন। এটা একটি আমল। অথচ আমরা একে গুরুত্ব দিই না।
পবিত্র কুরআনে মা-বাবার ব্যাপারে ‘উফ’ শব্দ বলতে মানা করা হয়েছে। আর আমাদের পছন্দমতো না হলে মা-বাবার সাথে বাজে আচরণ করি!
কীভাবে মা-বাবার সাথে ভালো আচরণ করতে হবে? এই নিয়ে সালাফদের ঘটনা পড়লে আমরা অনুপ্রাণিত হতে পারবো।
দারুল আরকাম থেকে প্রকাশিত ‘উফ বলতে মানা’ বইটি পড়ার পর যে কেউ তার মা-বাবার সাথে আগের চেয়ে ভালো ব্যবহার করার উৎসাহ পাবে।
বইয়ের গল্পগুলোর শিরোনাম পড়ে অর্ডার করতে পারেন।
উফ বলতে মানা
লেখক : শাইখ আব্দুল মালিক মুজাহিদ
প্রকাশনী : দারুল আরকাম

Mashallah
05/07/2024

Mashallah

12/05/2024

Ever wondered why Tahajjud is so powerful?🥀
It is because for some reason people get very emotional during the night. They share secrets, give confessions and think much about things that mean a lot to them. And
Allah has choosen this exact time of the day for you to come to Him with your heavy heart and pour everything out that worries you. To fulfill the duas that you want to
get answered so bad and to see if Allah is as important to you as you claim.♥️

08/05/2024

এই যে এত এত কঠিন সময় পাড়ি দিচ্ছেন। ভয়ংকর সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিচ্ছেন। কষ্টগুলো নিজের মধ্যে চেপে রেখেই লড়াই করে যাচ্ছেন। ভীরু, কাপুরুষের মত হাল ছেড়ে পালিয়ে যাচ্ছেন না। কাউকে জেনে বুঝে কষ্ট দিচ্ছেন না। শুধু হাফ ছেড়ে বেচেঁ নিশ্বাস নিচ্ছেন।
এগুলোর কোনো ফিডব্যাক নেই?
সব কিছুর ফিডব্যাক আছে। সময় হলেই পেয়ে যাবেন। জানেন তো স্রষ্টার টাইমিং ভয়ংকর পারফেক্ট।

07/05/2024

দুনিয়া যদি বিপদমুক্ত হতো, জান্নাত তার মূল্য হারাতো!
আল্লাহ তায়ালা পরীক্ষা করতে কিংবা সাবধান করতে যখন আমাদের সামান্য কষ্টে ফেলেন, আর আমরা হতাশ হয়ে পড়ি। আমরা সব সুখ যন দুনিয়াতেই পেতে চাই। আমরা চাই, দুনিয়ার জীবন হোক বিপদমুক্ত ও প্রশান্তির। অথচ আল্লাহ আমাদের পরীক্ষা করতেই দুনিয়াতে পাঠিয়েছেন।
জান্নাতের জীবন হবে বিপদমুক্ত। দুনিয়ার পরীক্ষায় উৎরে যাওয়া মানুষরাই পাবে সে জান্নাত।

05/05/2024

হাদিসে কুদসিতে আল্লাহ তা'আলা বলেন,
"হে আদম সন্তান! তুমি আমার ইবাদতের জন্য ঝামেলামুক্ত হও, আমি তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেবো এবং তোমার অভাব দূর করে দিব। আর যদি তা না করো, তবে তোমার হাতকে ব্যস্ততায় ভরে দেবো এবং তোমার অভাবও দূর করবো না।"
— (তিরমিজি : ২৪৬৬; ইবনে মাজাহ : ৪১০৭)

05/05/2024

তাহাজ্জুদ নামাজ পড়ে কিছু চেয়েছেন আর ভাবছেন সেটা কবুল হবে নাকি হবে না!
এমন ভাবনা ভাবাটা বড়ই বোকামী আর তায়াক্কুলের অভাব!!
কারন সবাই তাহাজ্জুদ পড়ার তৌফিক পায় না! আর যেখানে আল্লাহ স্বয়ং শেষরাতে প্রথম আকাশে এসে বলতে থাকেন যে কেউ কি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে তাই দিব, সেখানে দোয়া কবুল হবে না কিভাবে? অবশ্যই হবে,
ইন-শা-আল্লাহ ❤

04/05/2024

কেউ ডাকলেই সাড়া দেওয়া, ন্যানো সেকেন্ডের মাথায় টেক্সটের রিপ্লাই করা এগুলো খুব সুন্দর মনের বহিঃপ্রকাশ। তবে জটিল দুনিয়ার গোলকধাঁধায় ব্যাপারটা উল্টো, সহজেই সাড়া দিলে পাবলিক আপনাকে সস্তা ভাববে।
এখানে পশ ভাবা হয় যারা মেসেজ ঠিকমতো সীন করে না, ঠিকমতো রিপ্লাই করে না। যারা বৃহৎ অনুভূতির বিপরীতে Hae, Yeah, Okay টাইপের শর্ট ফিডব্যাক করে, তারাই পশ, তারাই এলিট ক্লাস। শেষ মেসেজটা সীন না করাকে এখানে আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয়।
যারা যেকোনো সম্পর্কের মূল্য দিতে জানে, দ্রুত সাড়া দেয়, বিপদে এগিয়ে আসে, ইগো না দেখিয়ে যেকোনো ঝামেলায় নিজেই সরি বলে; দিনশেষে তারাই বড্ড একা হয়। সবাই তাদের "সস্তা মানুষ" ভাবতে থাকে।
তবে এই সস্তা গোছের মানুষগুলো একবার বেঁকে বসলে, একবার পরিবর্তন হয়ে গেলে ; পুরোপুরি ধরা-ছোয়ার বাইরে চলে যায়। কেউ তাদের মন থেকে একবার উঠে গেলে, তার দিকে আর ফিরেও তাকায় না।
লেখা- আশিকুর রহমান, মনোবিজ্ঞান বিভাগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

انَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَد...
31/03/2024

انَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ
وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَر
রমাদানের শেষ দশকে রাসূল সা. পূর্ণ রাত্রি জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন আর মাজা বেঁধে ইবাদাতে ঝাঁপিয়ে পড়তেন।
আসুন আমরা এবার লাইলাতুল ক্বদরের নিয়্যাতে ইবাদাত বন্দেগী বাড়িয়ে দেই। একে অপরের জন্য দুয়া করি। আল্লাহ তায়ালা আমাদেরকে লাইলাতুল ক্বদর নসীব করুন।

25/03/2024

"হাদিস টা পড়ুন খুশিতে কাঁন্না চলে আসবে আল্লাহ যে' কত মহান।
"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
:
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"
:
আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি
:
হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"
:
আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"
:
হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।
মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .
:
আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।
ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।
ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!
তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।
:
হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।
:
হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন।
রাসূল (সাঃ) বলেন,
আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে।
অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
[আবু দাউদঃ ৫১৫]

18/03/2024

আয়াতটা কতটা ভয়ংকর!
আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম কিন্তু আমার এ কথা অবশ্যই সত্য যে আমি নিশ্চই জ্বিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব!
[সূরা আস সাজদাহ্, আায়াত - ১৩]

27/01/2024

মানুষ পরস্পরের নিকট দোয়া কামনা করে!
অথচ সে বুঝেই না যে দো'য়া মুখে বলতে হয় না।
দো'য়া তো ব্যাক্তির আদবে,সুন্দর আচরনে,নমনীয়তায় !

15/01/2024

নেদারল্যান্ডসে পবিত্র কুরআন পোড়ানোর সময় মুসলিম যুবকদের বাঁধা!

নেদারল্যান্ডস'র আরনহেম শহরে উগ্র ডানপন্থী দল পেগিডা এর নেতা ইসলামবিদ্বেষী এডউইন ওয়াগেনসভেল্ড পবিত্র কুরআন পোড়ানোর চেষ্টাকালে মুসলিম যুবকদের বাঁধার মুখে পড়ে।

পুলিশি নিরাপত্তাকে ভেদ করে এক মুসলিম এডউইন ওয়াগেনসভেল্ডে মুখে লাথি মারে। পরে আবার কুরআন পোড়ানোর চেষ্টা করলে আবারও মুসলিম যুবকরা তেড়ে আসতে থাকে। এসময় ভয়ে এডউইনকে দৌড় দিয়ে পুলিশের গাড়িতে চড়তে দেখা যায়।

আল্লাহর পানে,প্রশংসা গানে চেয়েছি যখনই সুখঅশান্ত মনে, সিজদা লগনেসেরে গিয়েছে অসুখ...🖤~ সিজদা সবচাইতে সুখময় মুহূর্ত🥀
01/01/2024

আল্লাহর পানে,
প্রশংসা গানে চেয়েছি যখনই সুখ
অশান্ত মনে, সিজদা লগনে
সেরে গিয়েছে অসুখ...🖤

~ সিজদা সবচাইতে সুখময় মুহূর্ত🥀

10/12/2023

একদিন একটা ভোর হবে। যেটা অন্যরকম ভোর!
সেদিন তুমি অনুভব করবে তোমার আর কোনো দুঃখ নেই। নিজেকে বেশ অন্যরকম ফুরফুরেও লাগবে। অসময়ের চোখের মলিনতা, বেদনার কালো দাগ সব কিছু বিলীন হয়ে যাবে। সে ভোরের সাথে নতুন কিছু ঘটবে এবং সেদিন তুমিও খুঁজে পাবে নিজেকে।
ভুলে যেও না, “রাত যতো গভীর হয়, ভোরের আলো ততো নিকটে আসে।”

07/12/2023

কথা ফুরানোর আগেই বেলা ফুরায়,
আর আশা ফুরানোর আগেই জীবন।
📝 আরিফ আজাদ।

ফাযালাহ ইবনে উবাইদ এবং উবাদা ইবনে সামেত রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব...
16/11/2023

ফাযালাহ ইবনে উবাইদ এবং উবাদা ইবনে সামেত রাদ্বিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “কিয়ামতের দিন আল্লাহ তা’আলা বান্দাদের হিসাব-নিকাশ সমাপ্ত করবেন। শুধু দুজন বাকি থাকবে। তাদের জাহান্নামে নিয়ে যাওয়ার নির্দেশ হবে। যাওয়ার সময় একজন শুধু ফিরে ফিরে চাইবে।'
আল্লাহ বলবেন, ‘তাকে ফিরিয়ে আনো তো।'
ফেরেশতারা তাকে ফিরিয়ে আনলে আল্লাহ বলবেন: 'কী হলো, ফিরে ফিরে চাও কেন?'
সে বলবে, ‘আমার আশা, আপনি আমাকে জান্নাত দেবেন।'
আল্লাহ বলবেন, 'যাও, তোমাকে জান্নাত দিয়ে দিলাম।’
লোকটি জান্নাতে গিয়ে বলবে, 'আমার প্রভু আমাকে এত দিয়েছেন যে, সারা জান্নাতবাসীকে নিমন্ত্রণ করে খাওয়ালেও সামান্য কমবে না।’”
বর্ণনাকারী বলেন, ‘এ ঘটনা বলার সময় নবিজির বদন আনন্দে ঝলমল করছিল।’”
‘আল্লাহর প্রতি সুধারণা’ বই থেকে এই অসম্ভব সুন্দর হাদীসটি তুলে দিলাম আমরা। অতএব হে আল্লাহর বান্দারা! আসুন, আমরা আল্লাহর প্রতি বেশি বেশি সুধারণা রাখি এবং সাধ্যমতো আমল চালিয়ে যাই। ইনশাআল্লাহ, আমাদের রব আমাদের হতাশ করবেন না।

Address

Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801572766484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummah 's write posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share