29/12/2023
◾ষোড়শ শতাব্দীর মধ্যভাগে বাংলার যেসকল জমিদার মোগল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাঁরাই এই বারো-ভুঁইয়া নামে ইতিহাসে পরিচিতি অর্জন করেছিলেন এবং বাংলাদেশের এই দ্বাদশ জমিদারকেই ইতিহাসে বারো-ভুঁইয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এই বারো-ভূঁইয়ার উৎপত্তি হয়েছিল আরও অনেক আগে পাল রাজবংশের আমলে। বারো-ভূঁইয়া বলতে যে ঠিক বারোজন ভূঁইয়ার কথা বলা হয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। একজন ভুইয়ার প্রয়াণোত্তর পর্যায়ে তাঁর পুত্র বা কোনও বংশধর এই বারো-ভূঁইয়ার অন্যতম বলে গণ্য হতেন এমন তথ্যও পাওয়া যায়। বারোভুইয়ার ইতিহাস সন্ধান করতে গিয়ে লেখক তুলে এনেছেন ষোড়শ শতাব্দীর বাংলার ইতিহাস। আনন্দনাথ রায় প্রণীত 'বারভুঞা বা ষোড়শ শতাব্দীর বাঙ্গলার ইতিহাস' শীর্ষক এই গ্রন্থটি বৃহৎ বাংলার ইতিহাস জানার এক আকর গ্রন্থ হিসাবে পাঠকের কাছে সমাদৃত হয়েছে এবং আগামী দিনেও হবে।
📖 বারভুঞা বা ষোড়শ শতাব্দীর বাঙ্গলার ইতিহাস
✍️ শ্রীআনন্দনাথ রায়
💰 টাকা
▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣
#খড়িপ্রকাশনী