গাজি ফরিদ

গাজি ফরিদ বইয়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম
📚দেশিবিদেশি যেকোনো বইয়ের জন্য কল করুন0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣
(1)

◾পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক শাসনে পিষ্ট হয়েছে, যা ক্রমান্বয়ে হয়ে উঠেছিল ব্যক্তিতান্ত্রিক।রাষ্ট্রে...
02/02/2025

◾পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ স্বৈরতান্ত্রিক শাসনে পিষ্ট হয়েছে, যা ক্রমান্বয়ে হয়ে উঠেছিল ব্যক্তিতান্ত্রিক।

রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে ব্যক্তিই হয়ে উঠছিল রাষ্ট্র। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের লক্ষণগুলো কী? কীভাবে এই ধরনের শাসনের উত্থান ঘটে? রাজনীতি ও সমাজের কোন উপাদানগুলো ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ সুগম করে? বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ। আমিই রাষ্ট্র: বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র গ্রন্থে এই শাসনের প্রকৃতি ও পরিসর বিশ্লেষণের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের শাসনের উত্থান রোধের জন্য করণীয় কী সে বিষয়েও আলোকপাত করা হয়েছে। এক ঐতিহাসিক ক্রান্তিলগ্নে দাঁড়ানো বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ বুঝতে আগ্রহীদের জন্য অবশ্যপাঠ্য এই বই।

📖 আমিই রাষ্ট্র
বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র
✍️ আলী রীয়াজ
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾ এ বইটি দশটি অধ্যায়ে বিভক্ত। এতে চিত্রিত হয়েছে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের রাজনীতি, দুঃশাসন, আইনের অপব্যবহার, দমন-প...
02/02/2025

◾ এ বইটি দশটি অধ্যায়ে বিভক্ত। এতে চিত্রিত হয়েছে শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশের রাজনীতি, দুঃশাসন, আইনের অপব্যবহার, দমন-পীড়ন, নির্বাচনব্যবস্থার ধ্বংসসাধন, মানবাধিকার লঙ্ঘন, বিচারব্যবস্থার দলীয়করণ, শিক্ষাঙ্গনে অরাজকতা, মুক্তিযুদ্ধের চেতনা ও উন্নয়নের নামে অনৈতিকতার চর্চা, ভারততোষণ এবং জুলাই গণ-অভ্যুত্থানের নানা দিক অধ্যাপক আসিফ নজরুল রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রবল ঝুঁকি উপেক্ষা করে এই সব নিবন্ধ লিখেছেন এমন এক ভীতিকর পরিবেশে, যখন আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনযন্ত্র ভিন্নমত প্রকাশকারী নাগরিকদের বিরুদ্ধে ছিল খড়গহস্ত। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এই সব নিবন্ধে তিনি তুলে ধরেছেন সাম্প্রতিক বাংলাদেশের সামগ্রিক দুর্দশার কথা, অন্বেষণ করেছেন এই নৈরাশ্যজনক অবস্থা থেকে পরিত্রাণের পথ।

গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার এবং স্বাধীন মত প্রকাশের অধিকারের পক্ষে সব সময় সোচ্চারকণ্ঠ লেখক-কলামিস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানে একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী।

এ বইয়ের শেষ অধ্যায়ে রয়েছে সেই ঝুঁকিপূর্ণ সংগ্রামমুখর দিনগুলোর প্রত্যক্ষ অভিজ্ঞতা-অনুভূতির কথা।

📖 শেখ হাসিনার পতনকাল
✍️ আসিফ নজরুল
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾সুন্দরবনের রয়‍্যাল বেঙ্গল টাইগার যেমন বিশ্বের বিস্ময়, তেমনি টাইগার উইডো আধুনিক বিশ্বে এক নয়া অর্থনৈতিক প্রশ্ন।বনদেবি বন...
02/02/2025

◾সুন্দরবনের রয়‍্যাল বেঙ্গল টাইগার যেমন বিশ্বের বিস্ময়, তেমনি টাইগার উইডো আধুনিক বিশ্বে এক নয়া অর্থনৈতিক প্রশ্ন।বনদেবি বনবিবি কি ব্যাঘ্রবিধবাদের চোখের জল মুছিয়ে দিতে পেরেছে।
দুখেদের শ্রম-সংগ্রাম আজও অব্যাহত। অরণ্য-সুরক্ষা আইন আছে। সরকারী ব্যাঘ্রপ্রকল্পও আছে কিন্তু নিরন্ন বিধবাদের ধারাবাহিক উন্নয়ন কোথায়? ভাতা নয়, ভাত চাই- দাবী নিয়ে অসংখ্য বিধবাপল্লির বাসিন্দারা জোরে কাঁদতে পারে না।বাঘ ও বিধবা যেন একে-অন্যের পরিপূরক সম্প্রীতির লৌকিক মিথ দেশে-বিদেশের বহুমাত্রিক বাঘ এবং চির-ক্রন্দসী বিধবাদের অজস্র তথ্য ও তত্ত্বের মেলবন্ধন।ভূমিপুত্রের মগ্ন ক্ষেত্র-সমীক্ষায় ও মনোজ্ঞ বিশ্লেষণে জীবন্ত হয়েছে এক ব্যতিক্রমী বিষয়

📖 বিপন্ন বাস: নিরন্ন বিধবা
✍️ সুরঞ্জন মিদ্দে
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾সমাজবদলের সংগ্রামে অগ্রগণ্য শক্তি হল শ্রমজীবীশ্রেণি - আজ থেকে প্রায় ১৭৫ বছর আগে রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো-এ একথার উল্...
02/02/2025

◾সমাজবদলের সংগ্রামে অগ্রগণ্য শক্তি হল শ্রমজীবীশ্রেণি - আজ থেকে প্রায় ১৭৫ বছর আগে রচিত কমিউনিস্ট ম্যানিফেস্টো-এ একথার উল্লেখ করেছিলেন মার্কস ও এঙ্গেলস। একই সঙ্গে তাঁরা এ-ও স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, শ্রমজীবীশ্রেণির সঙ্গে বুর্জোয়াশ্রেণির সম্পর্ক হল বৈর বিরোধের। তাই বুর্জোয়াশ্রেণির অপশাসনের বিরুদ্ধে প্রয়োজন শ্রমজীবীর সার্বিক ঐক্য। অথচ বর্তমানে বৈষম্যদীর্ণ ভারতে বিপর্যস্ত শ্রমজীবীশ্রেণি এবং শ্রমিকশ্রেণির মতাদর্শে বিশ্বাসী দলগুলির অসহায়ত্ব সর্বব্যাপী করে তুলেছে ফাশিবাদী আগ্রাসনকে।

এই পরিস্থিতিতে কমিউনিস্ট ম্যানিফেস্টো-র অমোঘ উচ্চারণ, 'দুনিয়ার মজদুর এক হও', অতিপ্রয়োজনীয় বার্তাবহন করছে, যাতে নিহিত রয়েছে মার্কসবাদের নিবিড় পুনঃপাঠ এবং অর্থনীতি ও রাজনীতির করণীয় সিদ্ধান্তগ্রহণে তার যথাযথ প্রতিফলন।

এইসব বিবেচনা করেই আমাদের 'কমিউনিস্ট ম্যানিফেস্টো' পাঠ রচনা ও তা প্রকাশের প্রয়াস।

📖 কমিউনিস্ট ম্যানিফেস্টো পাঠ
✍️ ভানুদেব দত্ত
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾"রবীন্দ্রনাথ এক বিরল ব্যক্তিত্ব। বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, ছোটোগল্পক...
02/02/2025

◾"রবীন্দ্রনাথ এক বিরল ব্যক্তিত্ব। বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে তিনি কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, ছোটোগল্পকার, গীতিকার ও সুরকার, চিত্রশিল্পী এবং সর্বোপরি কর্মব্রতী। এছাড়াও তিনি লোকসংস্কৃতির একজন একনিষ্ঠ সংগ্রাহক এবং গবেষক। 'রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি' গ্রন্থে এই বিষয়ে তাঁর অবদান এবং ভূমিকা সম্পর্কে আলোকপাত করা হয়েছে।"

📖 রবীন্দ্রনাথ ও লোকসংস্কৃতি
✍️ মিলনকান্তি বিশ্বাস
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾কাব্য-নাটক-উপন্যাসে এমন অসামান্য পার্শ্বচরিত্র থাকে, যাঁদের ছাড়া নায়ক-নায়িকারা অসহায় হয়ে পড়েন। উত্তম-সুচিত্রার বিখ্যাত ...
02/02/2025

◾কাব্য-নাটক-উপন্যাসে এমন অসামান্য পার্শ্বচরিত্র থাকে, যাঁদের ছাড়া নায়ক-নায়িকারা অসহায় হয়ে পড়েন। উত্তম-সুচিত্রার বিখ্যাত সিনেমাগুলিতে ভানু বন্দ্যোপাধ্যায় কিংবা জহর রায়কে বাদ দিলে সিনেমা অধঃপাতে যাবে। মহাভারতের বিরাট পটভূমিকায় ভীম-অর্জুন কিংবা দুর্যোধন-কর্ণ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ততখানিই গুরুত্বপূর্ণ কিন্তু নকুল-সহদেব অথবা শকুনি-দুঃশাসন। আমার জিজ্ঞাসা হবে, অভিমন্যু কিংবা সঞ্জয় মানুষটাকেই কোনোভাবে বাদ দেওয়া যাবে কী? আসলে মহাভারতের মহাকাব্যিক জীবনের মধ্যে এঁরা জীবনপ্রবাহের তরঙ্গ-ভঙ্গ। মহাভারতের মধ্যে এমন ছোটখাটো ঘটনাও অনেক আছে, যেগুলি মহাভারতের সামগ্রিকতা তৈরি করে। একইভাবে মহাভারতের তথাকথিত গৌণ-চরিত্রগুলিও সময়কালে এমন মুখ্য ভূমিকা পালন করে, যেখানে অনেক মুখ্য চরিত্রও গৌণ হয়ে ওঠেন।

এই গ্রন্থে মহাভারতের সেই চরিত্রগুলিই আছে, যাঁদের গৌণ-ভাব অপসরণ করে গুরুত্বের জায়গায় প্রতিষ্ঠা করতে চেয়েছি আমরা।

📖 মহাভারতের লঘু-গুরু
✍️ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾ভাষা ও সংস্কৃতির শক্তি আমাদের জাতীয়তাবোধকে সংহত করেছে। পূর্ববাংলার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা ভাষা ও সংস্কৃতির ভি...
23/01/2025

◾ভাষা ও সংস্কৃতির শক্তি আমাদের জাতীয়তাবোধকে সংহত করেছে। পূর্ববাংলার মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা ভাষা ও সংস্কৃতির ভিত্তিটির ওপর দাঁড়িয়েই মুক্তিযুদ্ধে শরিক হয়েছিল। কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনা ক্রমশ হুমকির মুখে পড়ছে। ধর্মের যে বিষয়টি বাঙালি মুসলমানের মনে অব্যক্ত অন্তঃসলিলা ধারার মতো বয়ে চলেছিল তা সাম্প্রতিক সময়ে পুনরায় প্রকাশ্যে আসতে শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্ষুদ্র একটি অংশের অভিসন্ধি এবং শাসকশ্রেণির ক্ষমতা ও রাজনৈতিক স্বার্থ। এই সংকট থেকে উত্তরণের পথ অনুসন্ধান করেছেন লেখক।

📖 বাঙালির ধর্ম
সংস্কৃতি ও জাতীয়তার সংকট
✍️ মফিজুর রহমান রুনু
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾বুদ্ধের দর্শন তার মৌলিক রূপে- প্রতীত্য-সমুৎপাদ (ক্ষণিকবাদ)- অত্যন্ত যুগান্তকারী ছিল। বিশ্বজগতের সমস্ত কিছুকেই সে পরিবর্...
23/01/2025

◾বুদ্ধের দর্শন তার মৌলিক রূপে- প্রতীত্য-সমুৎপাদ (ক্ষণিকবাদ)- অত্যন্ত যুগান্তকারী ছিল। বিশ্বজগতের সমস্ত কিছুকেই সে পরিবর্তনশীল বলে ঘোষণা করেছে। এই দর্শন, বিগত দিন, যা কোনওদিনই আর ফিরে আসবে না, তার মুখাপেক্ষী হয়ে না থেকে মানুষকে সময়ানুসারে পরিবর্তিত হওয়ার এবং সর্বদা যে কোনও সামাজিক পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার শিক্ষা দেয়। বুদ্ধ তাঁর উচ্চতম দার্শনিক বিচার বিশ্লেষণকেও, ভেলার মতো, তাৎক্ষণিক ব্যবহারের জন্য বলেছিলেন। তিনি তাঁর বিচারকে কোনও এক নির্দিষ্ট কালের গণ্ডিতে বেঁধে দেওয়ার চেষ্টাকে নিন্দা করেছেন

📖 ধম্মপদ
✍️ ওয়াংচুক দোরজি নেগি
বাংলা অনুবাদ--রামকৃষ্ণ দাস
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾চারপাশে অমুসলিম জনগোষ্ঠী দ্বারা বেষ্টিত হয়েও কেন বাংলাদেশের মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ? প্রশ্নটির উত্তর খুঁজতে যুগে যুগে...
23/01/2025

◾চারপাশে অমুসলিম জনগোষ্ঠী দ্বারা বেষ্টিত হয়েও কেন বাংলাদেশের মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ? প্রশ্নটির উত্তর খুঁজতে যুগে যুগে অনুসন্ধিৎসু ঐতিহাসিকগণ বিরামহীন চেষ্টা চালিয়েছেন। তবে যথাযথ তথ্য-প্রমাণের অভাবে তাদের সেই প্রয়াস কিছু তত্ত্ব বা অনুমানের মধ্যেই ঘুরপাক খেয়েছে সব সময়। ফলে বাংলার মুসলমানদের ইতিহাস থেকে গেছে অসত্য ও অস্পষ্টতার অন্তরালে। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের নিজের শেকড় সম্বন্ধে সম্যক ধারণা নেই।

ধোঁয়াশা কাটিয়ে মুসলমানদের প্রকৃত ইতিহাসের অভিমুখ। অন্বেষণ করা হয়েছে এ গ্রন্থে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ ভূখণ্ড কেন আজ মুসলিম অধ্যুষিত, কী করে বাংলায় কায়েম হয়েছিল মুসলমানদের রাজ-এসব প্রশ্নের পেছনে ছুটতে লেখক সন্ধান করেছেন আমাদের শেকড় আর ক্ষয়িষ্ণু শেকড়ের ধ্বংসাবশেষ। এ গ্রন্থটি নিছক ইতিহাস নয়; আমাদের আত্মসত্তার প্রামাণ্য দলিলও বটে।

📖 বাংলায় ইসলাম ও মুসলিম সভ্যতা
✍️ ড. সায়ীদ ওয়াকিল
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾রবীন্দ্রনাথ তখন তেইশ, নতুন বউঠান কাদম্বরীদেবী মাত্র পঁচিশ। ১৮৮৪ সালের ১৯শে এপ্রিল আফিম খেলেন নতুন বউঠান, আত্মহত্যার চেষ...
23/01/2025

◾রবীন্দ্রনাথ তখন তেইশ, নতুন বউঠান কাদম্বরীদেবী মাত্র পঁচিশ। ১৮৮৪ সালের ১৯শে এপ্রিল আফিম খেলেন নতুন বউঠান, আত্মহত্যার চেষ্টায়। মারা গেলেন ঠিক দুদিন পরে।

কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সখা কাদম্বরীদেবী? কেন প্রবলপ্রতাপ বাবামশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হল? ঘুষ দিয়ে বন্ধ করা হল সকলের মুখ?

কাদম্বরীদেবী কি লেখেননি কোনও সুইসাইড-নোট? নাকি লিখেছিলেন? যা পুড়িয়ে ফেলা হয়!... সেই সুইসাইড নোটে কি সত্যিই কিছু অস্বাভাবকিতা ছিল? লুকিয়ে ছিল গোপন গহন ব্যথা? লেখক বলছেন, 'ঠিক সুইসাইড নোট নয়। এক সুদীর্ঘ চিঠি। চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে।... ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ?...'

চলুন পাঠক, আমরা ফিরে যাই ১২৭ বছর পূর্বের সেই রহস্যাবৃত সময়ে।... চিঠি নয়, এ এক হতভাগ্য তরুণীর বেদনাবিধুর উপাখ্যান।

📖 কাদম্বরীদেবীর সুইসাইড-নোট
রবীন্দ্রনাথের নতুন বউঠানের শেষ চিঠি
✍️ রঞ্জন বন্দ্যোপাধ্যায়
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾মা নুষ হয়ে জন্মানোর একটা ফান্ডামেন্টাল যাতনা আছে। এই যাতনার অনেক রূপ। তবে উৎস একটাই। সেটা হলো মানুষের বুদ্ধিমত্তা। মানু...
23/01/2025

◾মা নুষ হয়ে জন্মানোর একটা ফান্ডামেন্টাল যাতনা আছে। এই যাতনার অনেক রূপ। তবে উৎস একটাই। সেটা হলো মানুষের বুদ্ধিমত্তা। মানুষ তার মননে এমন এক ক্ষুধা নিয়ে অস্তিত্বে প্রবেশ করে যে, এখানে জীবনভর সমস্ত উপাদান গিলেও কখনোই সে ক্ষুধা মেটে না। কারণ, রিয়্যালিটির উদাসীন আচরণ আর দুর্বোধ্য রহস্যের মোড়ে মানুষকে প্রতিবারই এক চূড়ান্ত মূর্খতায় পর্যবসিত হতে হয়। এবং এখানে যাতনার উৎপত্তিটা হয় তখনই, যখন আমরা বুঝতে পারি যে, একই সময়ে আমরা মূর্খ এবং বুদ্ধিমান দুটোই। বুদ্ধিমত্তার প্রধান বৈশিষ্ট্য হলো আত্মদর্শন অথবা নিজের অস্তিত্ব নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে লিপ্ত হওয়ার ক্ষমতা। আর এই কাজে- সবসময় সবাই না হলেও- মনুষ্যমন খুবই পারদর্শী। তবে এই কাজে কে কত গভীরে লিপ্ত হবে- কে কত গভীরে বিকল্পহীন যাতনায় ডুব দেবে সেটা ঠিক করার ফ্রি উইল কারও আছে কি না নিশ্চিতভাবে তা নির্ণয় করা সম্ভব নয়। এবং আত্মদর্শনের চর্চায় আমরা আমাদের সকল ভঙ্গুর অঙ্গগুলোকে একেবারে কেটে ফেলে দিতে পারব কি না সে নিশ্চয়তাও দেওয়া সম্ভব নয়। যেটা নিশ্চিত সেটা হলো মানুষের সামগ্রিক বুদ্ধিমত্তা- যদিও তার বণ্টনে কোন সমতা নেই- এর গভীর তাড়নায় নিজেকে দেখা, অন্যকে দেখা ও জগৎকে দেখার এক আনন্দমিশ্রিত যাতনায় কিংবা যাতনামিশ্রিত আনন্দে মানুষকে মেতে উঠতে হয় মনোদর্শন তথা নিউরোদর্শনে।

📖 নিউরোদর্শন
বিজ্ঞান ও দর্শনের চোখে মনোজগৎ
✍️ শরিফুল ইসলাম
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾দেড় যুগ যুদ্ধের পর সেই তালেবানের সঙ্গেই চুক্তি করতে হয়েছে আমেরিকাকে। এই চুক্তির মাধ্যমে পরাশক্তি আমেরিকা তালেবানকে অনস্...
22/01/2025

◾দেড় যুগ যুদ্ধের পর সেই তালেবানের সঙ্গেই চুক্তি করতে হয়েছে আমেরিকাকে। এই চুক্তির মাধ্যমে পরাশক্তি আমেরিকা তালেবানকে অনস্বীকার্য রাজনৈতিক শক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হলো। হানাদার ও আগ্রাসী বিদেশি শক্তির জন্য এ চুক্তিটি এক 'নির্ভুল বার্তা'। ভিয়েতনামের পর আফগানিস্তানেও আমেরিকার কার্যত পরাজয় তাদের সাম্রাজ্যবাদী নীতি আর নানা ছলছুতায় বিভিন্ন দেশে সামরিক আগ্রাসন চালানোর উচ্চাভিলাষের লাগাম টেনে ধরতে সহায়ক হওয়ারই কথা।

আফগানিস্তানে মার্কিন আগ্রাসনের কারণ, এর বাস্তবসম্মততা, এর দীর্ঘস্থায়ী হওয়ার কারণ, এই যুদ্ধের শত্রু-মিত্র সবকিছুই তুলে ধরা হয়েছে এই বইটিতে। ২০১৭ সালে প্রকাশিত এই বইটিতে স্কট হর্টন এই যুদ্ধের অবশ্যম্ভাবী পরাজয়ের ভবিষ্যদ্বাণী করেন। তিনি ব্যাখ্যা করেছেন, কেন এই আগ্রাসন শুরু থেকেই একটি গুরুতর ভুল ছিল। আফগানিস্তানে মার্কিন যৌথ বাহিনীর বিভিন্ন নৃশংসতার পাশাপাশি বিভিন্ন মার্কিন নীতিমালা এবং পদক্ষেপের ব্যর্থতাও তুলে ধরা হয়েছে এই বইটিতে।

বইটির বিষয়বস্তু সহজবোধ্য করার লক্ষ্যে এবং পাঠকের সুবিধার্থে পরিশিষ্ট আকারে একাধিক আর্টিকেল সংযুক্ত করা হয়েছে। তালেবানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির অনুবাদ এবং আফগানিস্তানের ঐতিহাসিক সময়সূচিও সংযুক্ত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্স শিক্ষার্থী মোস্তফা আল হোসাইন আকিল ভাইয়ের সম্পাদনা বইটিকে প্রাঞ্জল করেছে। তাকে ছাড়া বইটি অসম্পূর্ণই থেকে যেত। বইটি অনুবাদে সব

📖 ফুলস এরান্ডআমেরিকাকে কেন আফগান যুদ্ধ সমাপ্ত করতে হলো
✍️ স্কট হর্টন
ভাষান্তর:আবু বকর সিদ্দীক
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾মধ্যকালীন বাংলার মোগল সুবার রাজধানী 'ঢাকা'য় বিভিন্ন সময়ে নিযুক্ত দেড় ডজনেরও বেশি সুবাদার-নবাবের মধ্যে ৩ জনের নাম সর্বাগ...
22/01/2025

◾মধ্যকালীন বাংলার মোগল সুবার রাজধানী 'ঢাকা'য় বিভিন্ন সময়ে নিযুক্ত দেড় ডজনেরও বেশি সুবাদার-নবাবের মধ্যে ৩ জনের নাম সর্বাগ্রে আসে ও সবচেয়ে বেশি উচ্চারিত হয়, এবং সেটি যৌক্তিক কারণেই। এঁদের একজন রাজধানীরূপে ঢাকার প্রতিষ্ঠাতা সুবাদার ইসলাম খান চিশতি, এবং অন্য দু'জন হলেন-সুবাদার মির জুমলা ও সুবাদার শায়েস্তা খান। ত্রয়ীর মধ্যে ইসলাম খান প্রায় ৫ বছর এবং মির জুমলা ৩ বছরের মতো সুবাদারি করেছিলেন।

অন্যদিকে শায়েস্তা খান দু'বারে মিলিয়ে প্রায় ২২ বছর বাংলায় সুবাদার ছিলেন। প্রথমবার ১৬৬৪ (নিয়োগ ১৬৬৩; রাজমহলে আগমন মার্চ ৮, ১৬৬৪) থেকে ১৬৭৭ এবং দ্বিতীয়বার ১৬৭৯-১৬৮৯ খ্রি.। অন্তরবর্তী সময়ে ছিলেন-প্রথমে ফিদাই খান (১৬৭৭) এবং পরে আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মুহম্মদ আজম। শায়েস্তা খানের পুরো সময়টায় 'ঢাকা'ই ছিল বাংলার রাজধানী ও প্রধান নগরী, এবং ঢাকাকে কেন্দ্র করেই চট্টগ্রাম বিজয়-সহ (এটি বিজয়ে মুখ্য নেতৃত্ব দিয়েছিলেন তাঁর পুত্র বুজুর্গ উমেদ খান) তৎকালীন রাজধানী নগরে এবং সন্নিহিত অঞ্চলে তিনি নানাবিধ উন্নয়নমূলক কাজের পাশাপাশি দৃষ্টিনন্দন অসংখ্য প্রাসাদ, কেল্লা/ দুর্গ, সমাধি সৌধ প্রভৃতি নির্মাণ করেছিলেন। যদিও সত্য, মহাকালের করাল গ্রাসে আজ এগুলোর অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত।

আশ্চর্য হলেও সত্য, শায়েস্তার ন্যায় কীর্তিধন্য রাজপুরুষের কোনো পূর্ণাঙ্গ জীবনী- স্বল্প হোক কি বৃহৎ কলেবরের-আজ পর্যন্ত রচিত হয়নি (কিছু প্রবন্ধ-নিবন্ধ ছাড়া)। অথচ তাঁর চেয়েও কম পরিচিত (অনেকের কীর্তিও নামেমাত্র) এবং এমনকি কেউ কেউ কুখ্যাতও (যেমন-মির জাফর, জগৎশেঠ, রাজবল্লভ প্রমুখ), তাদের নিয়েও ইংরেজি ও বাংলাভাষায় সুপ্রচুর জীবনীগ্রন্থ রচিত ও প্রকাশিত হয়েছে।

বর্তমান গ্রন্থে ঐতিহাসিক দৃষ্টিকোণে শায়েস্তা খানের জীবন ও কর্ম সম্পর্কে বিশদ ও তথ্যনির্ভর আলোচনা করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের রাজধানী ঢাকার প্রতিষ্ঠাতা হিশেবে সুবাদার ইসলাম খান চিশতির জীবন ও কীর্তি সম্বন্ধে যেমন প্রত্যেক ঢাকাবাসীর এবং সেইসঙ্গে বাংলাদেশের শিক্ষিত জনদের কিছু হলেও ধারণা থাকা জরুরি, তেমনি শায়েস্তা খানের জীবন-কর্ম সম্বন্ধেও অনুরূপ ধারণা নিতান্তই বাঞ্ছনীয়। কেননা, ঢাকার সঙ্গে ওতপ্রোতভাবে বিজড়িত অনেক শ্রুতকীর্তি সৌধ-হর্য্যরাজি তাঁর সময়েই নির্মিত হয়েছিল, যার সবিস্তার আলেখ্য লভ্য বর্তমান গ্রন্থে। সেসব ছাড়াও, গ্রন্থটি পাঠে সহৃদয় পাঠক শায়েস্তা খান সম্পর্কে আরও অনেক অজানা তথ্য জানতে পারবেন বলে আশা করা যায়।

📖 সুবাদার শায়েস্তা খান
✍️ কাবেদুল ইসলাম
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾মোহাম্মদ ঘোরীর ভারত অভিযান কেবল পৃথীরাজ চৌহানকে পরাজিত করার জন্যই বিখ্যাত হয়ে নেই- ভারতে সুপ্রতিষ্ঠিত হিন্দু শাসনব্যবস্...
22/01/2025

◾মোহাম্মদ ঘোরীর ভারত অভিযান কেবল পৃথীরাজ চৌহানকে পরাজিত করার জন্যই বিখ্যাত হয়ে নেই- ভারতে সুপ্রতিষ্ঠিত হিন্দু শাসনব্যবস্থার অবসান ঘটানোর একটি বিরাট উপলক্ষ হয়ে আছে। সেইসঙ্গে যেই যুদ্ধের মধ্য দিয়ে এই জয়-পরাজয়ের ফয়সালা হয়েছিল সেই তরাইনের যুদ্ধও পৃথিবীর ইতিহাসে বিখ্যাত রণকৌশলের উদাহরণ হয়ে আছে। মোহাম্মদ ঘোরীকে ইসলামী ও ভারতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতিদের একজন বলেও বিবেচনা করা হয়। যদিও তিনি অনেক যুদ্ধে পরাজিত হন, তবুও তিনি কখনই বিজয় থেকে বিচ্ছিন্ন হননি। অতঃপর তিনি একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করার গৌরব অর্জন করেন। তিনি ইসলামের সুন্নি বিশ্বাসের অনুশীলন করতেন এবং তিনিই ভারতীয় উপমহাদেশে সত্যিকার অর্থে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন।

অন্যদিকে ছিলেন পৃথীরাজ চৌহান। তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজপুত শাসকদের একজন বলে মনে করা হয়। তিনি চৌহান রাজবংশের বিখ্যাত শাসক যিনি একটি ঐতিহ্যবাহী চাহামান অঞ্চলকে শাসন করেছিলেন। তিনি বর্তমান রাজস্থান, উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের কিছু অংশ নিয়ন্ত্রণ করতেন। এই পৃথীরাজকে পরাজিত করে মোহাম্মদ ঘোরীর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠান আখ্যান হলো এই গ্রন্থের উপজীব্য।

📖 মোহাম্মদ ঘোরী ও পৃথ্বীরাজের লড়াই
✍️ সরদার আবদুর রহমান
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান": ভারতীয় উপমহাদেশ বহুত্ববাদী সংস্কৃতির ধারক ও বাহক। ভারতবর্ষে...
22/01/2025

◾নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান": ভারতীয় উপমহাদেশ বহুত্ববাদী সংস্কৃতির ধারক ও বাহক। ভারতবর্ষের বৈচিত্রময় প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তার বর্ণময় সামাজিক বৈচিত্র সারা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করে। বিশাল ভারতবর্ষের মধ্যে নানা ভাষা, নানা জাতি, নানা ধর্ম, নানা বর্ণের মানুষের এক বিচিত্র সংমিশ্রণ ঘটেছে। এত বৈচিত্র কিন্তু বিভেদ সৃষ্টি করেনি কারণ সুপ্রাচীন ভারতীয় সংস্কৃতির প্রবহমান ঐতিহ্য সমগ্র দেশের মানুষকে এক অখণ্ড ভারতীয় জাতীয়তাবোধের আদর্শে বেঁধে রেখেছে। বিশাল ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষা, ধর্ম, সংগীত, নৃত্যকলা, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ইত্যাদি এক এক রাজ্যে এক এক প্রকারের। কিন্তু তা সত্ত্বেও এই সবের মধ্যে একটি অসাধারণ একাত্মতা বোধ লুকিয়ে আছে। ভারতের এতগুলো ছোট-বড় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেখানকার কৃষ্টি ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন। ভারতীয় সভ্যতা কিন্তু বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও কৃষ্টির এক অভিন্ন সার্বজনীন রূপ। এই গ্রন্থে লেখক চেষ্টা করেছেন বৈচিত্র্যময় ভারত দর্শনের সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া ইতিহাস ও সংস্কৃতির একটি মেলবন্ধন বৃহত্তর পাঠকসমাজের কাছে তুলে ধরতে।

📖 বৈচিত্রময় ভারতের সভ্যতা ও সংস্কৃতি
✍️ ডঃ তিলক পুরকায়স্থ
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾উইলিয়াম আর্ডিনের পরবর্তী মোগল (The Later Mughals)একটি অসাধারণ ঐতিহাসিক বই। ১৭০৭ খ্রিষ্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে...
20/01/2025

◾উইলিয়াম আর্ডিনের পরবর্তী মোগল (The Later Mughals)
একটি অসাধারণ ঐতিহাসিক বই। ১৭০৭ খ্রিষ্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ১৭৩৯ খ্রিষ্টাব্দে হিন্দুস্তান লুঠ করে নাদির শাহের এ দেশ থেকে বিদায় নেওয়া পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বিবরণ এ বইতে আছে। প্রথম বাহাদুর শাহের রাজত্বকাল ১৭০৭ থেকে ১৭৩৮-৩৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিস্তৃত বিবরণ রয়েছে। শেষ পর্যায়ের বাদশাহ ছিলেন মুহম্মদ শাহ, তাঁর আমলেই নাদির শাহ হিন্দুস্তান আক্রমণ করেন। নাদিরের হিন্দুস্তান আক্রমণের সময় সমগ্র দেশে যে টালমাটাল অবস্থা ছিল, কীভাবে মুহাম্মদ শাহের প্রশাসন ক্লীবে পরিণত হয়েছিল, কীভাবে অসাধারণ সামরিক দক্ষতায় নাদির শাহ মুহম্মদ শাহের বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করেছিলেন তার রোমহর্ষক বিস্তারিত আলোচনা করা হয়েছে এ বইয়ে। ঔরঙ্গজেব মসনদে বসেছিলেন এক দীর্ঘ মেয়াদী ভ্রাতৃঘাতী সংঘর্ষের মধ্য দিয়ে, কী আশ্চর্য, তাঁর মৃত্যুর পর সেই একই রকম ভ্রাতৃঘাতী সংঘর্ষ তাঁর পুত্রদের মধ্যেও হয়েছিল। এ বই শুধু ঘটনার বিবরণ নয়, সে সময় হিন্দুস্তানের অর্থনৈতিক, বাণিজ্যিক ও সামাজিক অবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পাতায় পাতায় রয়েছে। সম্পূর্ণ বই লেখা হয়েছে হাজার হাজার মূল ফারসি নথি, ব্রিটিশ, ডাচ, ফরাসি, পর্তুগিজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিঠিপত্র, খ্রিষ্টান মিশনারিদের নথি প্রভৃতির উপর ভিত্তি করে।পরবর্তী মোগল গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে ১৭০৭ সালে বাহাদুর শাহ মসনদে বসার পর থেকে সেপ্টেম্বর, ১৭১৯ এ রফি-উদ-দরজাতের মৃত্যু পর্যন্ত।দ্বিতীয় খণ্ডে আছে মুহম্মদ শাহের মসনদে বসার পর থেকে নাদির শাহের হিন্দুস্তান পরিত্যাগ পর্যন্ত।
ঔরঙ্গজেব-পরবর্তী মোগল ইতিহাস চর্চার অন্যতম প্রধান

📖 পরবর্তী মোগল
✍️ উইলিয়াম আভিন
অনুবাদ: সুবীর কুমার পাল
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾দেশের মুক্তি ও স্বাধীনতার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী ভারতীয় বিপ্লবীদের মধ্যে এক বড় সংখ্যক বিপ্লবী সোভিয়েত রাশিয়ায় যান। তা...
20/01/2025

◾দেশের মুক্তি ও স্বাধীনতার জন্য সাম্রাজ্যবাদ বিরোধী ভারতীয় বিপ্লবীদের মধ্যে এক বড় সংখ্যক বিপ্লবী সোভিয়েত রাশিয়ায় যান। তাঁরা বিদেশে অবস্থানরত অবস্থায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন তার অন্তনির্হিত মূল্যায়ন করেছে এ বইটি। সে আন্দোলন-যা ছিল নাটকীয় বিপ্লবী লড়াই, সদিচ্ছা ও উদ্দীপনায় ভরা - হিমালয় পর্বতমালা অথবা হিন্দুকুশ যেমন তার পথরোধ করতে পারেনি, তেমনি ভারতের সজাগ ও সর্বজ্ঞ গুপ্তচর বিভাগ কিংবা ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন তাকে রুখতে সক্ষম হয়নি। অক্টোবর বিপ্লবের পর রুশ সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভারতীয় বিপ্লবীদের জন্য বলতে গেলে একটি পীঠস্থানে পরিণত হয়। একে তাঁরা ব্রিটিশ উপনিবেশিত ভারতের স্বাধীনতার লড়াইয়ের সাহায্য পাওয়ার কেন্দ্র হিসেবে গণ্য করেন।

📖সোভিয়েত ইউনিয়নে প্রবাসী ভারতীয় বিপ্লবী
✍️ এম এ পারসিৎস
রতন সেন অনূদিত
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

◾পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞান চর্চায় বাংলার মুসলমান সমাজ' গ্রন্থটি উনিশ ও বিশ শতকের বাংলায় মুসলমান সমাজ-কৃত ইউরোপীয় চিকিৎসাব...
20/01/2025

◾পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞান চর্চায় বাংলার মুসলমান সমাজ' গ্রন্থটি উনিশ ও বিশ শতকের বাংলায় মুসলমান সমাজ-কৃত ইউরোপীয় চিকিৎসাবিজ্ঞান চর্চার একটি মনোজ্ঞ বিবরণ। ১৯২৩ খ্রি: মাদ্রাসার হাত ধরে পাশ্চাত্য চিকিৎসাবিজ্ঞান চর্চার শুরু। ১৮৫৩ খ্রি: কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা-পরবর্তী শিক্ষিত মুসলমান ছাত্রদের পাশ্চাত্য চিকিৎসা বিদ্যায় আগ্রহী করে তোলে। কালক্রমে মুসলমান আম-জনতার মধ্যে সেই চিকিৎসা পদ্ধতির সর্বজনীন স্বীকৃতি লাভ। সব কিছুর ইতিহাস রয়েছে এই বইয়ে। সঙ্গে গবেষণামূলক ও নানা তাৎপর্যেও ঋতবান গ্রন্থটি বঙ্গীয় মুসলমানের দৃষ্টিভঙ্গির আধুনিকতা ও বিজ্ঞান মনস্কতার দলিল হিসাবেও মান্যতা পাবে বলে বিশ্বাস।

📖 পাশ্চাত্য চিকিৎসাচর্চায় বাংলার মুসলমান সমাজ(১৮৩২-১৯৪১)
✍️ সাবির আলি
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣






#বাংলাবই
#কলকাতাবুকস

Address

Aziz Supar Market
Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when গাজি ফরিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share