গাজি ফরিদ

গাজি ফরিদ বইয়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম
📚দেশিবিদেশি যেকোনো বইয়ের জন্য কল করুন0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣
(1)

◾ষোড়শ শতাব্দীর মধ্যভাগে বাংলার যেসকল জমিদার মোগল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাঁরাই এই বারো-ভুঁইয়া নামে ইতিহাসে পরিচিত...
29/12/2023

◾ষোড়শ শতাব্দীর মধ্যভাগে বাংলার যেসকল জমিদার মোগল বিরোধী প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাঁরাই এই বারো-ভুঁইয়া নামে ইতিহাসে পরিচিতি অর্জন করেছিলেন এবং বাংলাদেশের এই দ্বাদশ জমিদারকেই ইতিহাসে বারো-ভুঁইয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। এই বারো-ভূঁইয়ার উৎপত্তি হয়েছিল আরও অনেক আগে পাল রাজবংশের আমলে। বারো-ভূঁইয়া বলতে যে ঠিক বারোজন ভূঁইয়ার কথা বলা হয়েছে এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। একজন ভুইয়ার প্রয়াণোত্তর পর্যায়ে তাঁর পুত্র বা কোনও বংশধর এই বারো-ভূঁইয়ার অন্যতম বলে গণ্য হতেন এমন তথ্যও পাওয়া যায়। বারোভুইয়ার ইতিহাস সন্ধান করতে গিয়ে লেখক তুলে এনেছেন ষোড়শ শতাব্দীর বাংলার ইতিহাস। আনন্দনাথ রায় প্রণীত 'বারভুঞা বা ষোড়শ শতাব্দীর বাঙ্গলার ইতিহাস' শীর্ষক এই গ্রন্থটি বৃহৎ বাংলার ইতিহাস জানার এক আকর গ্রন্থ হিসাবে পাঠকের কাছে সমাদৃত হয়েছে এবং আগামী দিনেও হবে।

📖 বারভুঞা বা ষোড়শ শতাব্দীর বাঙ্গলার ইতিহাস
✍️ শ্রীআনন্দনাথ রায়
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣




#খড়িপ্রকাশনী

◾বাংলার বিপ্লববাদী আন্দোলন নিয়ে সম্ভবত সর্বাধিক গ্রন্থ এযাবৎ প্রকাশিত হয়েছে। তাই বর্তমান সংকলনের স্বার্থকতা মনে প্রশ্ন জ...
29/12/2023

◾বাংলার বিপ্লববাদী আন্দোলন নিয়ে সম্ভবত সর্বাধিক গ্রন্থ এযাবৎ প্রকাশিত হয়েছে। তাই বর্তমান সংকলনের স্বার্থকতা মনে প্রশ্ন জাগতে পারে। বর্তমান সংকলন বাংলার বিপ্লববাদী আন্দোলনের Reader ধরা যেতে পারে। আন্দোলনের ধারাবাহিক আনুপূর্বিক ইতিহাস নয় বরং নানা দৃষ্টিকোণ থেকে আন্দোলনকে দেখার প্রয়াস। সাফল্য থেকে বিক্ষেপ - সব ধরা পড়েছে এই সংকলনে। লেখক যাঁরা তাঁরা বেশিরভাগ এই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এবং এই লেখা গুলি বিভিন্ন পত্রিকায় ছড়ানো ছিটানো ছিল; গ্রন্থভুক্ত হলো এই প্রথমবার। সংকলনের লক্ষ্য একটি সার্বিক চিত্র পাঠকের কাছে পরিবেশন করা। আবেগ বর্জিত এই মহান আন্দোলনের ইতিহাস নির্মাণে প্রয়াসী হওয়া।

📖 ফিরে দেখা বাংলার বিপ্লববাদ
✍️ সংকলক ও সম্পাদনা সৌম্য বসু
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣



◾দাঙ্গা থেকে দেশভাগ: 'হিন্দু' বাঙালির প্রতিক্রিয়া পূর্বেই প্রকাশিত। এবার 'মুসলমান' বাঙালির কথা। বাঙালিকে এমন ধর্মের ভিত্...
29/12/2023

◾দাঙ্গা থেকে দেশভাগ: 'হিন্দু' বাঙালির প্রতিক্রিয়া পূর্বেই প্রকাশিত। এবার 'মুসলমান' বাঙালির কথা। বাঙালিকে এমন ধর্মের ভিত্তিতে পৃথক করার কারণ- ১৯৪৬-৪৭, এই কালপর্বে বাঙালির ধর্মীয় পরিচিতিটাই হঠাৎ কেন্দ্রস্থল অধিকার করে নিয়েছিল। বাঙালি মুসলমান তখন দ্বিধাবিভক্ত; সংখ্যাগরিষ্ঠ অংশ 'পাকিস্থান' নামক একটি স্বতন্ত্র রাষ্ট্রের খোয়াব *দেখছেন, অপর অংশ অখণ্ড ভারতের পক্ষে। কেন এমন হল, দাঙ্গা ও দেশভাগ কেমনভাবে মুসলমান সমাজকে প্রভাবিত করল, এই সংকলনে সেটাই আলোচিত হয়েছে।

📖 দাঙ্গা থেকে দেশভাপ
'মুসলমান' বাঙালির প্রতিক্রিয়া
✍️ সংকলন ও সম্পাদনা সৌম্য বসু
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾জৈনধর্ম সুপ্রাচীন। আধুনিক গবেষকেরা একে সিন্ধু সভ্যতার সমসাময়িক মনে করছেন। গৌতম বুদ্ধের সমসাময়িক মহাবীর জৈন আড়াই হাজার ব...
29/12/2023

◾জৈনধর্ম সুপ্রাচীন। আধুনিক গবেষকেরা একে সিন্ধু সভ্যতার সমসাময়িক মনে করছেন। গৌতম বুদ্ধের সমসাময়িক মহাবীর জৈন আড়াই হাজার বছর আগে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন চব্বিশ তম তীর্থঙ্কর। তাঁর জন্মের আনুমানিক আড়াইশো বছর আগে জন্মেছিলেন পূর্ববর্তী তীর্থঙ্কর পার্শ্বনাথ। অন্ততপক্ষে পার্শ্বনাথ যে ঐতিহাসিক চরিত্র সেকথা স্বীকার করছেন গবেষকরা। এহেন জৈনধর্মের প্রচার ও প্রসার বাংলায় ছিল মহাবীরের পূর্ব থেকেই। রাঢ় বাংলায় জৈন স্থাপত্য ও সংস্কৃতির অজস্র প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গিয়েছে।

এই বাংলার মাটিতে মহাবীর বেশ কয়েক বছর অতিবাহিত করেছিলেন। এমনকী তিনি সিদ্ধিলাভ (কৈবল্য)-ও করেছিলেন বাংলার মাটিতে। হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির অনেক আগে বাংলায় সংঘবদ্ধ ধর্ম হল জৈনধর্ম। সরাক সম্প্রদায়ের মধ্যে রয়েছে সেই ইতিহাস। বাংলার মাটিতে ছড়িয়ে থাকা প্রাচীন জৈন ধর্মের ইতিহাস অন্বেষণের প্রয়াস এই পুস্তক।

📖 বঙ্গে প্রাচীন জৈনধর্ম ইতিহাস, গল্প ও প্রত্নকথা
✍️ রজত পাল
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾ইউ.জি.সি ভারতবর্ষে এম.ফিল এবং পিএইচ.ডি গবেষণার ক্ষেত্রে ছয় মাসের কোর্স ওয়ার্ককে অত্যাবশ্যক ঘোষণা করেছে। এই ছয় মাসের কোর...
28/12/2023

◾ইউ.জি.সি ভারতবর্ষে এম.ফিল এবং পিএইচ.ডি গবেষণার ক্ষেত্রে ছয় মাসের কোর্স ওয়ার্ককে অত্যাবশ্যক ঘোষণা করেছে। এই ছয় মাসের কোর্সে ভাবী গবেষকের গবেষণা পদ্ধতি সম্পর্কে মূলতঃ শিক্ষা দান করা হয়। এই প্রেক্ষিতেই বর্তমান গ্রন্থ গবেষণার তত্ত্বতালাশ -এর পরিকল্পনা। অবশ্য যেসব শিক্ষার্থী বঙ্গভাষা ও সাহিত্য নিয়ত গবেষণা করবেন তাঁদের কথা ভেবেই বর্তমান গ্রন্থটি রচিত।

বঙ্গভাষা ও সাহিত্যের নানা বিভাগ, নানা বিষয়- যেমন বাংলা নাটক, কবিতা, উপন্যাস, মধ্যযুগের সাহিত্য, ভাষাতত্ত্ব, লোকসংস্কৃতি ইত্যাদি। বরিষ্ঠ অধ্যাপকগণ মূলতঃ তাঁদের দীর্ঘ গবেষণা অভিসন্দর্ভের পরীক্ষক অথবা তত্ত্ববিষয়ক অভিজ্ঞতা প্রসূত ধ্যান-ধারণাকে উপস্থাপিত করেছেন, আলোচিত হয়েছে গবেষণার বিভিন্ন পদ্ধতিও এবং গবেষণা সম্পৃক্ত নানা তথ্যাদি। একই বিষয়ে ক্ষেত্রবিশেষে একাধিক জনের জ্ঞানগর্ভ আলোচনা সন্নিবিষ্ট হয়েছে, সন্নিবিষ্ট হয়েছে বরিষ্ঠ অধ্যাপকদের সঙ্গে তুলনামূলকভাবে বয়োকনিষ্ঠ অধ্যাপকদের আলোচনাও। এভাবেই আলোচনার বহুমাত্রিক কৌণিকতাকে যুক্ত করা হয়েছে। গ্রন্থটিতে অতিরিক্তভাবে সংবলিত হয়েছে ইউ.জি.সি. ঘোষিত কুন্তীবক বৃত্তি সংক্রান্ত ছয়টি আলোচনা।

গবেষণার তত্ত্বতালাশ শুধু ভাবী গবেষকদেরই সহায়ক গ্রন্থ নয়, যাঁরা কোর্স ওয়ার্ক এবং রিসোর্স পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাঁদেরও কাজে লাগবে।

📖 গবেষণার তত্ত্বতালাশ
✍️ সম্পাদনা
শ্রাবণী পাল বেলা দাস
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾The Penguin History of Early India- From the Origins to AD 1300 বইটিতে প্রাচীন ভারতীয় সভ্যতার কয়েকটি অতি-বিতর্কিত প্রসঙ...
28/12/2023

◾The Penguin History of Early India- From the Origins to AD 1300 বইটিতে প্রাচীন ভারতীয় সভ্যতার কয়েকটি অতি-বিতর্কিত প্রসঙ্গে অধ্যাপক রোমিলা থাপার যে নিরপেক্ষ ও সহজগ্রাহ্য বিশ্লেষণ হাজির করেছেন তা শিক্ষার্থী ও শিক্ষক- উভয়ের কাছেই শিক্ষণীয়। তাঁর চোখে ইতিহাস আদতে পরিবর্তনের আখ্যান- ধ্যান-ধারণা, অঞ্চলসমূহের গুরুত্ব, সামাজিক কাঠামো, ভাষা এবং এমন আরও বিচিত্র ও বিভিন্ন পরিবর্তনের কথাই ইতিহাসের মর্ম। অদ্যাবধি প্রাচীন ভারতের ইতিহাস বিশ্লেষণের ক্ষেত্রে সবথেকে প্রভাববিস্তারী আলোচনা এই বইতেই করা হয়েছে। তাই কাঙ্ক্ষিত, সমস্ত শিক্ষার্থী তথা পাঠক এই বইটি পড়বেন এবং তার একমাত্র উপায় বিভিন্ন দেশজ ভাষায় বইটি অনুবাদ করা। বাংলায় সেই অত্যাবশ্যক কিন্তু কঠিন কাজটি ঋজু, ঋদ্ধ ও সৌকর্যময় ভাষায় দক্ষভাবে সম্পন্ন হয়েছে। মূল বইয়ের ভাব ও উপলব্ধি বঙ্গানুবাদেও ধরা পড়েছে। আমার বিশ্বাস এই বইটি বাংলাভাষী শিক্ষার্থী ও পাঠকের আনুকূল্য পাবে।

- সুচন্দ্রা ঘোষ (অধ্যাপক, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়)
📖 আদি ভারত
প্রারম্ভিক কাল থেকে খ্রিস্টীয় ১৩০০ অব্দ
✍️ রোমিলা থাপার
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾মার্কসের ইতিহাসচিন্তা, মাকর্সের এবং মার্কসবাদী চিন্তায় গণতন্ত্র ভাবনা কীরকম এই দুই বিষয়ে আলোচনার পর লেখক বিশ্লেষণ করেছে...
28/12/2023

◾মার্কসের ইতিহাসচিন্তা, মাকর্সের এবং মার্কসবাদী চিন্তায় গণতন্ত্র ভাবনা কীরকম এই দুই বিষয়ে আলোচনার পর লেখক বিশ্লেষণ করেছেন ভারতবর্ষে ও বিশেষ করে পশ্চিমবঙ্গে বামপন্থীরা মার্কসবাদ ও গণতন্ত্র নিয়ে কীভাবে ভেবেছেন। শেষের অংশে আলোচনা আছে মার্কস, মার্কসবাদের সঙ্গে ভারতীয় দর্শনের ঐতিহ্যর মধ্যে কীরকম সম্পর্ক হতে পারে সে বিষয়ে। মার্কস-এর চিন্তা পৃথিবীর আধুনিক ইতিহাসের অতীত ও বর্তমান সম্পর্কে অনেক সত্যকে স্পষ্টভাবে দেখতে পায় তো বটেই, ভবিষ্যতের সম্পর্কেও সত্য ও সত্য থেকেই উদ্ভূত কল্পনার সন্ধানও মার্কসীয় দর্শনের মধ্যে আছে। মার্কসের তত্ত্বের প্রয়োজন এখনো শেষ হয়ে যায় নি।

📖 মার্কস ও স্বর্গের সন্ধান
✍️ সুদীপ্ত কবিরাজ
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣



◾আমার পাওয়া শান্তিনিকেতন' বইটি রবীন্দ্রনাথের উপস্থিতি-সমৃদ্ধ শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতীর সজীব পরিমণ্ডলকে উপস্থিত কর...
28/12/2023

◾আমার পাওয়া শান্তিনিকেতন' বইটি রবীন্দ্রনাথের উপস্থিতি-সমৃদ্ধ শান্তিনিকেতন আশ্রম ও বিশ্বভারতীর সজীব পরিমণ্ডলকে উপস্থিত করে প্রতিদিনের জীবনযাত্রার নানা ছোটোখাটো খণ্ড খণ্ড কাহিনির ও ঘটনার মধ্য দিয়ে। শিশিরকুমারের এই স্মৃতিমালায় গ্রন্থিত হয়েছে তাঁর জীবনের প্রধান তিনটি পর্ব। শান্তিনিকেতন, শ্রীনিকেতন আর বিনয়ভবনের কথা। যেখানে মিশে আছে লেখকের ছাত্র-জীবন, কর্ম-জীবন, শিল্পিত সময় আর ফেলে আসা নানান সময়ের ঘটনা। এই স্মৃতিমালায় তেমনই রয়েছে তাঁর শিক্ষক নন্দলাল বসুর কথা। তিনি তাঁর 'মাস্টারমশাই' নন্দলালকে শিল্পী নয়, এক শিক্ষক হিসাবে আলাদা ভাবে চিনিয়েছেন পাঠকের কাছে। যা হয়তো অনেকেরই অজানা। রয়েছে দীনবন্ধু অ্যানড্রজ, দিনেন্দ্রনাথ, জগদানন্দ রায়, সুরেন্দ্রনাথ কর, রথীন্দ্রনাথ, চারুচন্দ্র ভট্টাচার্য, গুরুদয়াল মল্লিক, রামকিঙ্কর, বিনোদবিহারী, বিনায়ক মাসোজী, অরুণাচল পেরুমল, শান্তিদেব ঘোষ, সাবিত্রী কৃষ্ণন, রাজেশ্বরী বাসুদেব (দত্ত), সত্যজিৎ রায়, ওস্তাদ রণজিৎ সিং, ওস্তাদ আয়েত আলি খাঁ, এস্রাজী ইয়ার রসুল (ফুলঝুরি), অশেষকুমার বন্দ্যোপাধ্যায়, সুশীলকুমার ভঞ্জ চৌধুরী -এমন আরও অনেকের কথা।

বিশ্বভারতী-কলাভবন-সংগীত ভবন-শিল্পসদনের শতবর্ষে এই স্মৃতিকথাধর্মী বইটি শান্তিনিকেতনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দলিল।

📖 আমার পাওয়া শান্তিনিকেতন
✍️ শিশিরকুমার ঘোষ
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣



◾এই গ্রন্থের আলোচনার ক্ষেত্র উনিশ ও বিশ শতকের ফরাসি কবিতা। আলোচিত প্রথম কবি ভিকতর য়্যুগোর প্রথম কাব্যগ্রন্থ 'ওড ও অন্যান...
27/12/2023

◾এই গ্রন্থের আলোচনার ক্ষেত্র উনিশ ও বিশ শতকের ফরাসি কবিতা। আলোচিত প্রথম কবি ভিকতর য়্যুগোর প্রথম কাব্যগ্রন্থ 'ওড ও অন্যান্য কবিতা' প্রকাশিত হয়েছিল ১৮২২-এ, আর শেষ আলোচিত কবি রনে শার-এর শেষ কাব্যগ্রন্থ 'সুগন্ধযুক্ত শিকারি' বেরিয়েছে ১৯৭৬ সালে। অর্থাৎ আলোচনায় উঠে এসেছে প্রায় দেড়শো বছরের বেশি সময়ের ধারাবাহিক ফরাসি কবিতাচর্চার কথা। উনিশ শতকের প্রধান রোম্যান্টিক কবি ভিকতর য়্যুগো থেকে শুরু করে বিশ্বযুদ্ধোত্তর সময়ের জীবন ও অস্থিত্বের প্রতি দায়বদ্ধ কবি রনে শার পর্যন্ত এই ফরাসি কবিতার অন্বেষণ এক দীর্ঘ যাত্রাপথকে চিত্রিত ও চিহ্নিত করার প্রচেষ্টামাত্র। বাঙালির ফরাসি কবিতাচর্চা অন্তহীন। আমাদের আলোচ্য কবিদের অনেকেই ইতিমধ্যেই বহু-আলোচিত। তবু একথা অবশ্যই বলা প্রয়োজন যে একসঙ্গে এতজন ফরাসি কবির জীবন ও কবিতার আলোচনা বাংলা ভাষায় এর আগে হয়নি।

📖 ফরাসি কবিতার সন্ধানে
ভিকতর য়্যুগো থেকে রনে শার

✍️ সৈয়দ কওসর জামাল
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾আমাদের শরীরের আভ্যন্তর শৃঙ্খলা ও সামঞ্জস্যে যৌনতা কীভাবে চুপিসাড়ে তার মহামূল্য পালকগুলো সব রেখে চলে যায় আর তা নিয়ে আমাদ...
27/12/2023

◾আমাদের শরীরের আভ্যন্তর শৃঙ্খলা ও সামঞ্জস্যে যৌনতা কীভাবে চুপিসাড়ে তার মহামূল্য পালকগুলো সব রেখে চলে যায় আর তা নিয়ে আমাদের চেতনা ও মনোজগতে কী বিপুল আলোড়নের অভিপ্রেত স্পষ্টতা তৈরি হয় এই গ্রন্থ যেন তারই অভিলষিত আকার। বাঙালির সংরক্ষণশীল বিহ্বলতার ভেতরই যৌনতা কীভাবে গোপনে সক্রিয় খসড়ার সঞ্চারী দোলনস্পন্দ ফুটিয়ে তোলে জীবনের আস্থায়ী-অন্তরা-সঞ্চারী-আভোগের প্রক্রিয়া ও পরিণতির মধ্য দিয়ে সেই ধ্রুপদ অংশময় সুন্দরকে লেখক এখানে সামগ্রিক করে তুলেছেন তাঁর শ্রমসাধ্য বিশাল গবেষণায়। শরীরই এই গ্রন্থে আমাদের সংস্কৃতি ও ইতিহাসকে সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে দাঁড় করিয়ে দিয়েছে একেবারে বঙ্গীয় ভূখন্ডে। বাঙালির যাপনচারিতার তাই শারীরিক ও মানসিক অভিঘাত এই গ্রন্থের পরতে-পরতে লেগে।

📖 যৌনতার রূপ ও রূপান্তর
✍️ সোমব্রত সরকার
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾লুঠেরা গণহত্যাকারী উপনিবেশিক আধুনিকতা আর নবজাগরণী প্রগতিশীলতার ২৫০ বছরের র ইতিহাসে আওরঙ্গজেব স্বীকৃত 'বড় ভিলেন' ইতিহাসে...
27/12/2023

◾লুঠেরা গণহত্যাকারী উপনিবেশিক আধুনিকতা আর নবজাগরণী প্রগতিশীলতার ২৫০ বছরের র ইতিহাসে আওরঙ্গজেব স্বীকৃত 'বড় ভিলেন' ইতিহাসের এই বেঁড়ে ব্যাটাকে কোনও সমস্যার জন্যে দায়ি করা যায়। দক্ষিণ এশিয় ইতিহাস চর্চায় কতগুলো উপনিবেশিক স্বতঃসিদ্ধ ভিত্তি করে আওরঙ্গজেবের চরিত্র তৈরি হয়েছে। ভারতের প্রগতিশীলদের কথা ছেড়েই দিন পাকিস্তানের নাট্যপরিচালক শহিদ আমিনের নায়ক দারা, ভিলেন আওরঙ্গজেব। তাঁর বিশ্বাস দারার কতলই দক্ষিণ এশিয়া ভাগের জন্যে দায়ি। মৃত্যুদণ্ডের দিন দারা মানুচিকে বললেন তিনি জিতলে আওরঙ্গজেবের দেহ খণ্ড খণ্ড করে দিল্লির সদর দরজায় ঝুলিয়ে রাখতেন। আমাদের ব্যর্থতা, দুর্ভাগ্য, যদুনাথ সরকারের আওরঙ্গজেবের জীবনী লেখার ১০০ বছর পরে অড্রে ট্রুস্কের উদয় হল। 'ভিলেন' আওরঙ্গজেবের রাজত্বে 'উচ্চপদে' ৩৩% অমুসলমান। শুধু ভীমসেন সাক্সেনার ৪ প্রজন্মের প্রত্যেক পুরুষ তাঁর সময়ে মাঝারি প্রশাসনে কাজ করেছেন। রাজা রঘুনাথ ছিলেন প্রথম অর্থমন্ত্রী, উজির। শিয়াদের উচ্চপদে নিয়োগ করেছিলেন। স্ত্রী শিয়া। ক্যাথলিন বাটলার বলছেন তাঁর সময়ে হিন্দুস্তানি সঙ্গীতের সব থেকে বেশি বিকাশ হয় আর সঙ্গীতকারেরা তাঁর নামে সঙ্গীতের বই নামকরণ করেন। প্রচুর মিনিয়েচারও আঁকা হয়। তিনি যত মন্দির ধ্বংস করেন তার থেকে বেশি মন্দির তৈরির ফরমান দেন। আওরঙ্গজেবের ভ্রম নিরসনের জন্যে যাত্রা শুরু করব সেলিমের প্রথম সিংহাসনের যুদ্ধে, যাত্রা শেষ হবে আওরঙ্গজেবের বাবার মতই ভাই ভাইপোদের কতল করে তৃতীয় সিংহাসন যুদ্ধে জিতে সিংহাসনে ওঠার সময় পর্যন্ত।

📖 আওরঙ্গজেব ভ্রম নিরসন সিংহাসন আরোহণ পর্ব ১৬১৮-১৬৫৮
✍️ বিশ্বেন্দু নন্দ
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾লোকসমাজের কল্যাণকর নীতি এবং সেই নীতির সুপ্রতিষ্ঠা কল্পে বিশিষ্ট কতকগুলি নিয়মে মানবজীবনের নিয়ন্ত্রণ, মুখ্যতঃ ইহাই 'সোসিয়...
27/12/2023

◾লোকসমাজের কল্যাণকর নীতি এবং সেই নীতির সুপ্রতিষ্ঠা কল্পে বিশিষ্ট কতকগুলি নিয়মে মানবজীবনের নিয়ন্ত্রণ, মুখ্যতঃ ইহাই 'সোসিয়ালিজম্'। কতক প্রাচীন ধৰ্ম্মনায়ক ও সমাজনায়কগণের অনুশাসনে, কতক বা বহু সহস্র বৎসর ব্যাপীপুরুষপরম্পরাগত অভিজ্ঞতার ফলে ভারতীয় হিন্দুজীবনও তাহার বিশিষ্ট একটা পথে বিশিষ্টএকটা কল্যাণের অভিমুখী হইয়াই গড়িয়া উঠিয়াছে। এই সব অনুশাসন এবং অভিঞ্জতার ফলেযখন যে সব আচারনিয়ম দেখা দিয়াছে, হিন্দুর ব্যক্তিগত জীবন যাহাতে তাহার অনুবর্তী হইয়া কল্যাণের ভাগী হয় এবং সমগ্র সমাজও তাহা হইতে যাহাতে কল্যাণের পথে স্থির থাকে, লোকশিক্ষা, সমাজ-শাসন, রাষ্টশাসন, সৰ্ব্বত্র সর্ব্বদা সেই দিকে লক্ষ্য রাখিয়াই ব্যবস্থাপিত ও পরিচালিত হইয়াছে;

📖 হিন্দু সোসিয়ালিজম
✍️ শ্রীকালীপ্রসন্ন দাশ
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾মহাকবি শেক্সপিয়র তাঁর 'As you like it' নাটকে বলেছেন, আমাদের এই পৃথিবীটা তৈরী হয়েছিল ছয় হাজার বছর আগে-'The poor world is...
25/12/2023

◾মহাকবি শেক্সপিয়র তাঁর 'As you like it' নাটকে বলেছেন, আমাদের এই পৃথিবীটা তৈরী হয়েছিল ছয় হাজার বছর আগে-'The poor world is almost 6000 years old'। সপ্তদশ শতকের এক খ্রিস্টান ধর্মযাজক- নাম আশার (Archbishop Ussher) অনেক কাঠখড় পুড়িয়ে, করগুণে হিসেব করে বলেছেন যে, পৃথিবীর সৃষ্টি হয়েছিল খ্রিস্ট পূর্ব ৪০০৪ সালের ২২শে অক্টোবর শনিবার সন্ধ্যে আটটায়। কিন্তু নরবলি বা হিউম্যান স্যাকরিফাইস প্রথার কবে উদ্ভব হয়েছিল তার গাণিতিক হিসেব এখনো কোনো শুভংকরী স্যার দিতে পারেননি। ইতিহাস ও ঐতিহাসিকদের পিতামহ হেরোডোটাস (আনু. খ্রি. পূ. ৪৮৫-৪২৫) থেকে হোমার-এর 'ইলিয়াড' ও 'ওডিসি' হাম্বুরাবি (খ্রি. পৃ. ১৭৯২-১৭৫০) আইন কোড- 'Code of Hammurabi থেকে চীনা ঐতিহাসিক সিমাৎসিয়ান (খ্রি. পূ. ২য় থেকে ১ম শতক)-এর কড়চা সর্বত্রই নরবলির প্রাদুর্ভাব দেখে প্রত্যয় হয়, যিশুর জন্মের বহু শত বছর আগে থেকে ব্যাবিলন, ফিনি সিয়া, মেসোপটেমিয়া, কৃষ্ণসাগরীয় উপকূল থেকে বলকান উপদ্বীপ, ক্যাসপিয়ান থেকে ক্যাপাডোসিয়া পৃথিবীর সর্বত্র নরবলির প্রচলন ছিল। আদিম মানুষ জমির ফলন ও উৎকর্ষের স্বার্থে নারীর যৌনাঙ্গের রক্ত দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করত। এর থেকে কালক্রমে সৃষ্টি হয় প্রথমে নারীবলি ও পরে নরবলি।

এপ থেকে মানুষ যে দিন স্যাভেজারি ছাড়িয়ে বার্বারিজম যুগে প্রবেশ করল সম্ভবত নরবলির ভূত, তখন থেকেই আরব্য রজনীর দৈত্যের মতো চেপে বসেছিল তার ঘাড়ে। দেখা যাচ্ছে, আইপড, চন্দ্রাভিযানের যুগেও সেই জগদ্দল দৈত্য মানুষের পিছু ছাড়েনি। এই বইতে তারই বিশদ ও ক্রমিক বিবরণ তুলে ধরা হয়েছে।

📖 নরবলির উৎপত্তি ও ক্রমবিকাশ
✍️ দুর্গাপদ চট্টোপাধ্যায়
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾প্রাক্-স্বাধীনতাপর্বের আগুন গেলার যুগে উদার, অসাম্প্রদায়িক ও সবচেয়ে সমকাল-সচেতন কবি-ব্যক্তিত্ব হিসেবে নজরুল ইসলামকে দেখ...
25/12/2023

◾প্রাক্-স্বাধীনতাপর্বের আগুন গেলার যুগে উদার, অসাম্প্রদায়িক ও সবচেয়ে সমকাল-সচেতন কবি-ব্যক্তিত্ব হিসেবে নজরুল ইসলামকে দেখার ব্যাপারটি সেখানে প্রধান ছিল। এখন তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে যুক্ত হয়েছে নজরুল-সাহিত্যের কালজয়িতার দিকটি। দেখছি – ভাব ও ভাষায়, ছন্দ ও অলঙ্কারে, বিশেষতঃ চিত্রকল্প-রচনায় ও অনুভবের চিত্রলতায় তাঁর অসামান্যতার পরিচয় থরে থরে সাজানো। তাঁর আবেগাতিরেক, অতিকথন ও বেহিসেবিপনা সত্ত্বেও তাঁর কবিতা সামান্য নয়। বরং তাঁকে ভ্রান্তির বেড়াজালে আবদ্ধ মনে হয়। 'আপনার মনে পুড়িব একাকী গন্ধবিধুর ধূপ!'- এরই সঙ্গে তাঁর আজন্ম সংসার, সাহিত্যচর্চার কালে এবং আমৃত্যুও। তাঁর কবিতায় বহ্নিশিখার সঙ্গে জ্যোতি বিকিরিত হতে দেখি; যেটাকে দ্যুতি বলতে পারা যায়। ভাষা ও উচ্চারণে তিনি সহজ ও বলিষ্ঠ, বলতে গেলে, তেজালো অথচ দ্যুতিদীপ্ত; কিন্তু সঙ্গীতে সংহত, অথচ রোম্যান্টিকতায় পেলব এবং এক্ষেত্রে স্বরাটও তিনি।

📖 নজরুল-সাহিত্যে দেশকাল
✍️ ড. সা'আদুল ইসলাম
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾দেশের বাড়ি মানেই বৃষ্টিভেজা সকাল, মাঠ ঘাট নদীনালার গ্রাম, উন্মুক্ত উদার নীলাকাশ আর আম জাম কাঁঠালের গন্ধেভরা দুরন্ত দুপু...
25/12/2023

◾দেশের বাড়ি মানেই বৃষ্টিভেজা সকাল, মাঠ ঘাট নদীনালার গ্রাম, উন্মুক্ত উদার নীলাকাশ আর আম জাম কাঁঠালের গন্ধেভরা দুরন্ত দুপুর। দেশের বাড়ি মানেই বুকের মধ্যে বাস করা এক উড়ন্ত পরী- হঠাৎ হঠাৎ উড়াল দেওয়া কু ঝিক ঝিক রেলগাড়ির ধোঁয়ামাখা নস্টালজিয়া। এই গ্রন্থ কয়েকজন নির্বাচিত লেখকের ফিরে দেখার এক অদ্ভুত সংকলন। ফেলে আসা দিনের এইসব স্মৃতিকথা আমাদের নিয়ে যাবে অতীত জাগানিয়া এক কল্পরাজ্যে, যা অতীত হলেও বাস্তব। মনোজাগতিক এক আনন্দময় জগতের শিল্পীত অনুভবের চমৎকার কয়েকটি লেখা এই গ্রন্থকে কেবল সমৃদ্ধই করে নি, করেছে অপরূপ। যা ছিল, অথচ নেই- যার সর্বময় উপস্থিতি মনোজগতের অন্ধিসন্ধি ঘিরে, তারই কয়েকটি এখানে একত্র গ্রথিত করা হল, যা বারেবারে পড়লেও পুরোনো হবে না। পড়তে পড়তে তাই সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় বলতে ইচ্ছে করবে "আমি যত দূরেই যাই আমার সঙ্গে লেগে থাকে ঢেউয়ের মালা- গাঁথা এক নদীর নাম-আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোন সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই।"

📖 দেশের বাড়ি
✍️ সম্পাদনা। সুশীল সাহা
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾লেখালিখি কি আলাদা চর্চার বিষয় হতে পারে? বিদ্যায়তনিক পরিসরে আলাদা করে লেখালিখি চর্চার প্রয়োজন কী? মানবিকী বিদ্যাচর্চা বা...
25/12/2023

◾লেখালিখি কি আলাদা চর্চার বিষয় হতে পারে? বিদ্যায়তনিক পরিসরে আলাদা করে লেখালিখি চর্চার প্রয়োজন কী? মানবিকী বিদ্যাচর্চা বা সাহিত্যচর্চা যাঁরা করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, নতুন অর্থনৈতিক পরিস্থিতিতে কী ভাবে তাঁদের আরও বৃত্তিমুখী করে তোলা যায়? গবেষণার জন্য লেখার নানান কৌশল নতুন গবেষকদের শিখতেই হয়, দক্ষ গবেষণার জন্য, কিন্তু স্নাতকোত্তর ডিগ্রির পর চাকরি খুঁজতে গিয়ে সাহিত্যের জ্ঞান ও জীবিকা- দুটোকে একই সঙ্গে কী ভাবে কাজে লাগাবেন বিদ্যার্থীরা? এই সময় ও এই সময় গোল্ড-সহ বিভিন্ন বাংলা ও ইংরেজি সংবাদপত্র, পডকাস্ট কোম্পানি, নামী জার্নাল, কর্পোরেট হাউস, ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা ভাগ করে নিলেন তাঁদের অভিজ্ঞতা। হাতে-কলমে শিক্ষার মাধ্যমে পাঠদান হল বিদ্যার্থীদের। বাংলা ভাষায় ও আমাদের রাজ্যে এই ধরনের প্রয়াস বিরল। বিদ্যায়তনিক লেখালেখি, মিডিয়া ও কর্পোররেট হাউসের জন্য লেখালিখি এবং সৃজনশীল সাহিত্য রচনার নানা শৈলী ও প্রকরণ নিয়ে আলোচনা রয়েছে বই-তে। আমরা মনে করি, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে উচিত লেখালিখিকে একটি বিদ্যায়তনিক চর্চার বিষয় হিসাবে দেখা। এমন চেষ্টা এক দিকে যেমন বিদ্যার্থীদের গবেষণাধর্মী লেখায় আরও দক্ষ করে তুলবে, অন্য দিকে তাঁদের সৃজনশীল রচনার বিভিন্ন প্রকৌশল সম্বন্ধেও করে তুলবে সচেতন। এর গুরুত্বের দিক বাণিজ্যিক রচনা, তার জন্য বিদ্যার্থীরা দক্ষ ভাবে বৃত্তিমুখী পাঠ

পাবেন এই বইয়ে, এমনটাই আশা।

📖 লেখা লিখির পাঠশালা
✍️ সম্পাদনা মৃন্ময় প্রামাণিক
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾কালিদাস চর্চা: উনিশ শতকে লেখকের গবেষণা অভিসন্দর্ভের গ্রন্থরূপ। আধুনিক কালে মহাকবি কালিদাসের সাতটি রচনার (চারটি মহাকাব্য...
24/12/2023

◾কালিদাস চর্চা: উনিশ শতকে লেখকের গবেষণা অভিসন্দর্ভের গ্রন্থরূপ। আধুনিক কালে মহাকবি কালিদাসের সাতটি রচনার (চারটি মহাকাব্য ও তিনটি নাটকের) অনুবাদ চর্চা শুরু হয় ১৭৮৯ তে স্যর উইলিয়াম জোন্সের অভিজ্ঞান শকুন্তলম্ নাটকের ইংরেজি গদ্যানুবাদ Fatal Ring-এর মাধ্যমে। এরপর সমগ্র উনিশ শতক জুড়ে কালিদাসের প্রতিটি রচনার অসংখ্য অনুবাদ হয়। কালিদাস এবং শেকস্পিয়র এর রচনা অবলম্বনে বাংলা তুলনামূলক সমালোচনা সাহিত্যধারার সূচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কালিদাসের জীবনীগ্রন্থও লেখা হয় উনিশ শতকে। সর্বোপরি কালিদাসের রচনা প্রভাবিত করে উনিশ শতকের কবি সাহিত্যিকদের। এই সব বিষয়েই বিস্তারিত আলোচনা রয়েছে আলোচ্য গ্রন্থে তিনটি পর্বে।

📖 কালিদাস চর্চা উনিশ শতকে
✍️ পারমিতা বন্দ্যোপাধ্যায়
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾আমাদের বুদ্ধিজীবীরা বিবেকের ডাকে সাড়া দিয়েছিলেন। অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত আধুনিক প্রগতিশীল দেশ চেয়েছিলেন তাঁরা। ১৯৭১ স...
24/12/2023

◾আমাদের বুদ্ধিজীবীরা বিবেকের ডাকে সাড়া দিয়েছিলেন। অসাম্প্রদায়িক বৈষম্যমুক্ত আধুনিক প্রগতিশীল দেশ চেয়েছিলেন তাঁরা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকেই সুপরিকল্পিত তালিকা করে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবীদের। এই শ্রেষ্ঠ মনীষীদের হত্যাকাণ্ডের ফলে জাতির মনন সৃজনে শূন্যতা আজও জাতিকে ভোগ করতে হচ্ছে। তাঁদের জীবন থেকে নেওয়া শিক্ষা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার পাথেয়। এই গ্রন্থ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় সংকলন। বইপত্রে পাওয়া তথ্যের সঙ্গে এখানে যুক্ত হয়েছে মাঠ পর্যায়ে পাওয়া অনুসন্ধানের ফলাফল। প্রথমা শহীদ বুদ্ধিজীবীদের জীবন, আদর্শ, ত্যাগকে গ্রন্থিত করে রাখছে শ্রদ্ধা ও সততার সঙ্গে। সেই ইতিহাস আজকের বাংলাদেশে বুদ্ধিজীবীরা জনগণের মঙ্গলের জন্য কেমন ভূমিকা পালন করতে পারেন, তা বুঝতে সহযোগিতা করবে বলে আমরা আশা করি।

📖 মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী
স্মৃতি- জীবন - যুদ্ধ
✍️ সম্পাদক আনিসুল হক
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾বেদ কোনও ধর্মগ্রন্থ নয়, এমনকি কোনও গ্রন্থ নয়। বেদ হল দিব্যজ্ঞান। নিত্য শাশ্বত চিরসত্য। সৃষ্টির মূল যে স্থিতি ও গতি, যে ...
24/12/2023

◾বেদ কোনও ধর্মগ্রন্থ নয়, এমনকি কোনও গ্রন্থ নয়। বেদ হল দিব্যজ্ঞান। নিত্য শাশ্বত চিরসত্য। সৃষ্টির মূল যে স্থিতি ও গতি, যে প্রকাশ ও অভিব্যক্তি তাই হল বেদ। যার আর এক নাম শ্রুতি। পরমার্থ সত্যের জমাটবাঁধা চৈতন্যশক্তি হল বেদ। হাজার হাজার বছর আগের মানুষের আধ্যাত্মিক ও জাগতিক উপলব্ধির সংহত বেগ। মানব-ইতিহাসের প্রথম সাক্ষাৎ অপরোক্ষ জ্ঞান ও তার ভাষা। বেদের যে বাণী বা মন্ত্র তার অর্থ এবং দ্যোতনা অত্যন্ত গহন ও গভীর। অত্যন্ত দুর্জেয় এবং অলক্ষ্য-সঞ্চারী। ঋষিরা তাঁদের তপস্যায় অন্তর্দৃষ্টিবলে রহস্যভেদ করে প্রত্যক্ষ করেন সত্যের সেই বাষ্ময় রূপ। বেদমন্ত্রের ভেতর দিয়ে সমগ্র মানবাত্মার হৃদয়ের আস্পৃহা, তার প্রার্থনার উদাত্ত গান ধ্বনিত হয়েছে। সীমাহীন যে প্রেরণা তাই খঋত, তাই সত্য, তাই বৃহৎ। 'সত্যং ঋতং বৃহৎ'-সমগ্র বেদজুড়ে এই তিনটি মন্ত্র, যা অনুধাবন করলে জীবন শুধু নতুন প্রাণ পাবে তাই নয়, নতুন এক বিশ্বদৃষ্টি নিয়ে বৃহৎ হয়ে উঠবে অন্তরে বাহিরে। মহাসিন্ধুতে সূর্যের সাতটি বর্ণের প্রতিফলনের মতো এই একটি মাত্র সংকলনে বিকীর্ণ হয়েছে লেখকের অমেয় সৃষ্টিশক্তি।

📖 বেদরহস্য
✍️ অমলেশ ভট্টাচার্য
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনা...
24/12/2023

◾আমার জীবনের প্রান্তভাগে যখন মনে করি সমস্ত দেশের হয়ে কাকে বিশেষ সম্মান দেওয়া যেতে পারে তখন সর্বাগ্রে মনে পড়ে অবনীন্দ্রনাথের নাম। তিনি দেশকে উদ্ধার করেছেন আত্মনিন্দা থেকে, আত্মগ্লানি থেকে তাকে নিষ্কৃতি দান করে তার সম্মানের পদবী উদ্ধার করেছেন। তাকে বিশ্বজনের আত্ম-উপলব্ধিতে সমান অধিকার দিয়েছেন। আজ সমস্ত ভারতে যুগান্তরের অবতারণা হয়েছে চিত্রকলায় আত্ম-উপলব্ধিতে। সমস্ত ভারতবর্ষ আজ তাঁর কাছ থেকে শিক্ষাদান গ্রহণ করেছে। বাংলাদেশের এই অহংকারের পদ তাঁরই কল্যাণে দেশে সর্বোচ্চ স্থান গ্রহণ করেছে। একে যদি আজ দেশলক্ষ্মী বরণ করে না নেয়, আজও যদি সে উদাসীন থাকে, বিদেশী খ্যাতিমানদের জয়ঘোষণায় আত্মাবমান স্বীকার করে নেয়, তবে এই যুগের চরম কর্তব্য থেকে বাঙালি ভ্রষ্ট হবে। তাই আজ আমি তাঁকে বাংলাদেশে সরস্বতীর বরপুত্রের আসনে সর্বাগ্রে আহ্বান করি।

রবীন্দ্রনাথ ঠাকুর
শান্তিনিকেতন
১৩ জুলাই ১৯৪১

📖 অবনীন্দ্রনাথ ঠাকুর আত্মস্মৃতি
✍️ ভূমিকা মুন্সী মহম্মদ ইউনুস
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾১৯৫৬ সালে আমি নজরুল সম্পর্কে বিস্তারিত পড়াশুনা শুরু করি এবং ১৯৫৭ সাথের পর থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এ বিষয়ে তথ্য সং...
22/12/2023

◾১৯৫৬ সালে আমি নজরুল সম্পর্কে বিস্তারিত পড়াশুনা শুরু করি এবং ১৯৫৭ সাথের পর থেকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এ বিষয়ে তথ্য সংগ্রহেআত্মনিয়োগ করি। এ ব্যাপারে আমার একটি মহাপরিকল্পনা ছিল। আমি লক্ষ্য করেছি নজরুল সম্পর্কে আমাদের দেশে আজ পর্যন্ত গবেষণামূলক কিছুই লেখা হয়নি। যেটুকু কাজ হয়েছে তা অত্যন্ত হালকা ধরনের। সমগ্র নজরুলকে কোথাও পাওয়া যায় না। সম্পূর্ণ নজরুলকে পাওয়া এবং বোঝাই ছিল আমার প্রধান লক্ষ্য। তথ্য সংগ্রহের জন্যে আমি সুদীর্ঘ পাঁচ বছর প্রায় পাগলের মতো নজরুল বন্ধু-অনুরাগীদের দ্বারে দ্বারে ঘুরেছি, তাঁরা সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাকে গ্রহণ করেছেন, যা জানতে চেয়েছি জানিয়েছেন। এঁদের প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠেছে। 'নজরুল তাঁর সৃজনবিশ্বে'র কিছু লেখা বাংলাদেশের ঢাকা নজরূল ইনস্টিটিউট পত্রিকায় প্রকাশিত হয়েছে।

📖 নজরুল তাঁর সৃজনবিশ্বে
✍️ আবদুল আযীয আল-আমান
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾১৮৮৫ সালে ডিসেম্বরেভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও ১৯৪৭ সালের আগস্টে ভারতের স্বাধীনতা লাভের মাঝখানে ষাট বছর অবিভক্ত ...
21/12/2023

◾১৮৮৫ সালে ডিসেম্বরে

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও ১৯৪৭ সালের আগস্টে ভারতের স্বাধীনতা লাভের মাঝখানে ষাট বছর অবিভক্ত বাংলার রাজনীতিতে কংগ্রেস, বিপ্লবী গোষ্ঠী, কমিউনিস্ট পার্টি ও মুসলিম লিগের রাজনৈতিক আন্দোলনের বিস্তারিত পর্যালোচনা। প্রথিতযশা ইতিহাসবিদদের গবেষণা গ্রন্থ ও প্রবন্ধ এবং বিশিষ্ট রাজনীতিবিদদের অভিজ্ঞতা-প্রসূত গ্রন্থ ও লেখনী-এই দুইয়ের মিলিত তথ্যের ভিত্তিতে লেখা। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের পাশাপাশি এই আন্দোলনের মূলকেন্দ্র বাংলায় কংগ্রেস, বিপ্লবী, সাম্যবাদী ও লিগের রাজনৈতিক রণকৌশল ও বাঙালি সমাজের ওপর তার ফলাফলের তথ্য সমৃদ্ধ ও বিশ্লেষণাত্মক আলোচনা। পৃথকভাবে আলোচিত হয়েছে বাংলার শ্রমিক, কৃষক, ছাত্র, নারী আন্দোলনের বর্ণময় ইতিহাস।

📖 বাংলার রাজনীতি ১৮৮৫-১৯৪৭
✍️ দীপঙ্কর ভট্টাচার্য
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾ভাষা আর সমাজ-পরস্পর বাঁধা অঙ্গাঙ্গি সম্পর্কে। ভাষাতত্ত্ববিদ ফিশম্যান খুব সুন্দর বলেছেন, ভাষা হলো 'সামাজিক অবস্থান আর পা...
21/12/2023

◾ভাষা আর সমাজ-পরস্পর বাঁধা অঙ্গাঙ্গি সম্পর্কে। ভাষাতত্ত্ববিদ ফিশম্যান খুব সুন্দর বলেছেন, ভাষা হলো 'সামাজিক অবস্থান আর পারস্পরিক সম্পর্কবিন্যাসের সূচক।' অঞ্চলের ভাষা, জনগোষ্ঠীর ভাষা, মেয়েদের নিজস্ব ভাষা, ভদ্র-অভদ্র ভাষা-বহুল বৈচিত্র্য সমাজভাষার। সমাজভাষা ভাষাতত্ত্বের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে ওঠার আগেই বিভিন্ন বাংলা পত্রপত্রিকায় বহু রচনা প্রকাশিত হয়েছিল এইসব বিষয় নিয়ে। প্রকাশিত সেইসব লেখা থেকে বাচাই করে তৈরি বর্তমান সংকলনটি সমাজভাষাচর্চার ধারাবাহিকতাকে বোঝার এক আন্তরিক প্রয়াস। এই সংকলনে ভাষাবিদ্যার লব্ধপ্রতিষ্ঠ গবেষকের লেখা যেমন রয়েছে, তার বাইরেও এমন অনেকের লেখা আছে যাঁরা হয়তো ভাষাবিদ্যার গবেষণায় প্রতিষ্ঠিত নন। সেদিক দিয়ে ভাষা আর সমাজকে কেন্দ্রে রেখে সংকলিত বাঙলায় সমাজভাষাচর্চা বইটি ভাষাচর্চার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

📖 বাঙলায় সমাজভাষাচর্চা
✍️ সম্পাদনা -সন্দীপ বন্দ্যোপাধ্যায়
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾বাংলার সমাজ ও সংস্কৃতি এখনও নির্ধারণ করার মাপকাঠি হল কলকাতা। সেটা কখনো সদর্থক, কখনো নঞর্থক ভাবে। সেই কলকাতার নগরায়ণ তো ...
21/12/2023

◾বাংলার সমাজ ও সংস্কৃতি এখনও নির্ধারণ করার মাপকাঠি হল কলকাতা। সেটা কখনো সদর্থক, কখনো নঞর্থক ভাবে। সেই কলকাতার নগরায়ণ তো হঠাৎ হয়নি। এক দুর্গম গ্রাম্য এলাকা, জঙ্গলে ভরা জনপদ, যেখানে শ্বাপদের পদচারণা, সেই জায়গায় শহর গড়ে ওঠার ইতিবৃত্তান্ত নিয়ে এই বই। আধুনিক শহর তার সুযোগ-সুবিধা, নাগরিক স্বাচ্ছন্দ, এমনকী ভোটাধিকার দিয়ে স্থানীয় মানুষকে এই নগরায়ণে যুক্ত করে নেওয়া- সবই ইংরেজ শাসকদের পরিকল্পনামাফিক। ইতিহাসকে দেখার একমাত্রিক ব্যাখ্যা অতিক্রম করে অনেক সাধারণ ইংরেজ ও শাসকদের এক অংশ এই পরিকল্পনায় শামিল হয়েছিলেন। চমকপ্রদভাবে স্থানীয় জমিদারদের এক অংশ আবার শহর কলকাতার নগরায়ণে উদ্যোগ নেননি। চোদ্দোটি অধ্যায়ে কলকাতার নগরায়ণের এই ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে সহজ ভাষায়। নগরায়ণের অমৃতের সঙ্গে গরল উঠে আসার অধ্যায়ও এই বইকে সমৃদ্ধ করেছে।

লেখক নিখিল সুর অবসরপ্রাপ্ত শিক্ষক। ইতিহাস তাঁর ভালোবাসা ও গবেষণার বিষয়।

📖 কলকাতার নগরায়ণ, রূপান্তরের রূপরেখা (১৮০৩-৭৬
✍️ নিখিল সুর
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾সুন্দরবন আবিষ্কার! বইয়ের নাম শুনে কপালে ভাঁজ পড়বে অনেকেরই। সুন্দরবন, সে তো আছে কবে থেকেই, আর তাকে নিয়ে চর্চাও তো কম হয়ন...
21/12/2023

◾সুন্দরবন আবিষ্কার! বইয়ের নাম শুনে কপালে ভাঁজ পড়বে অনেকেরই। সুন্দরবন, সে তো আছে কবে থেকেই, আর তাকে নিয়ে চর্চাও তো কম হয়নি এবং হয়েই চলেছে। তবু সেই দীর্ঘকালের চেনা সুন্দরবনের মাঝে আজও কি রয়ে গেছে অজানা,
অনাবিষ্কৃত নতুন সুন্দরবন? থোড়-বড়ি-খাড়া আর খাড়া-বড়ি- থোড়ের গতানুগতিক সুন্দরবন- চর্চাকে কিংবা বহুপঠিত প্রবন্ধের পুনঃপ্রকাশে নতুন বোতলে পুরনো পানীয় পরিবেশন নয়, নতুন নতুন আঙ্গিকে চেনা সুন্দরবনের অচেনা নানা দিক পাঠকের সামনে তুলে ধরতেই এই সংকলন। লেখক তালিকায় যেমন আছেন
দীর্ঘদিন সুন্দরবন নিয়ে চর্চা করছেন এমন মানুষ, তেমনই সুন্দরবনে থাকা সাধারণ মানুষ।
আজকের সুন্দরবনের প্রকৃত ছবি পাঠকের জন্য ধরা রইল দুই মলাটে, আগামীর সুন্দরবন চর্চায় যা চিরন্তন সম্পদ রূপে বিবেচিত হবে বলে বিশ্বাস।
গতানুগতিকতার বৃত্তে ঘোরা সুন্দরবনকেন্দ্রিক প্রবন্ধ সাহিত্যের জগতে এ-সংকলন এক

মাইলস্টোন। বাস্তব অর্থে 'সুন্দরবন আবিষ্কার'।

📖 সুন্দরবন আবিষ্কার
✍️ জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾দিয়েগো মারাদোনা। এই ভুবনগ্রামে এমন কোনো প্রদেশ নেই যেখানে সব বয়সের মানুষ এই নামটির সঙ্গে পরিচিত নন, জাতটা ফুটবল-খেলিয়ে ...
21/12/2023

◾দিয়েগো মারাদোনা। এই ভুবনগ্রামে এমন কোনো প্রদেশ নেই যেখানে সব বয়সের মানুষ এই নামটির সঙ্গে পরিচিত নন, জাতটা ফুটবল-খেলিয়ে হোক বা না- হোক। দিয়েগোর আগে বা পরে এমন বহু খেলোয়াড় এসেছেন যাঁরা ফুটবল-দক্ষতার জেরে দেশ-কালের সীমা ভেঙে বিখ্যাত হয়েছেন। কিন্তু একই সঙ্গে এমন বিখ্যাত ও কুখ্যাত কেউ হয়নি। একই দেহলিতে ঈশ্বর ও শয়তানকে তাঁর মতো করে কেউ ঠাঁই দেয়নি। ইগলেসিয়া মারাদোনিয়ানা একটি ধর্ম, অন্য কোনো ফুটবলারকে কেউ কখনও এভাবে ধর্মাবতার বানায়নি। 'দিয়েগো থেকে মারাদোনা' এক সর্বহারা কিশোরের স্বপ্ন তাড়া করে নরকগমনের আখ্যান, যার দু'চোখে ভাতের থালা জ্বলেছে অহর্নিশ। এই উপন্যাস দিয়েগোর যাত্রাপথের সমস্ত আলো-অন্ধকার শুষে নিতে চেয়েছে। শুধু দিয়েগো বা তার চারপাশের মানুষই নন, এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শয়তান, যে ওকে সামনে রেখে লিখছে কালো বাইবেল, কোডেক্স অফ গিগাস।

📖 দিয়েগো থেকে মারাদোনা
✍️ অর্ক দেব
💰 টাকা

▶️ 📚দেশি বিদেশি যেকোনো বইয়ের জন্য মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣


◾উপহাস্যাস্পদ এইসব মানুষগুলি সনাতন কাল থেকে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের আচার-অনুষ্ঠানে, ফসলের মাঠে, উৎসবে, শোভাযাত্র...
20/12/2023

◾উপহাস্যাস্পদ এইসব মানুষগুলি সনাতন কাল থেকে সাধারণ মানুষের সঙ্গে থেকে তাদের আচার-অনুষ্ঠানে, ফসলের মাঠে, উৎসবে, শোভাযাত্রায় মেলাপার্বণে অংশগ্রহণ করেছে। তাদের নিজস্ব ভঙ্গি আর ভাষায় স্বাধীনভাবে মানুষের হয়ে কথা বলেছে। তাদের কথাবার্তা, আচার-আচরণে মানুষ পেয়েছে হাসির রসদ। হাড়ভাঙা খাটুনির কথা ভুলে গিয়ে তারা হেসে উঠেছে। শুধু সাধারণ মানুষ নয় রাজা-জমিদার- সেনাপতি-অমাত্য সমাজে সর্বত্র ব্যপ্ত আধিপত্যবাদীদের অন্দরেও উপস্থিত রঙ্গ-তামাশার আড়ালে জন-মানুষের হয়ে প্রতিস্পর্ধা জানিয়েছে। প্রাণদণ্ড, নির্বাসন, চাবুক কিছুতেই এই ভয়ডরহীন মানুষগুলিকে বশ মানাতে পারেনি। সাধারণ লোকসমাজ খুবই একাত্মবোধ করেছে তাদের সঙ্গে। হাটে-বাজারে, কর্মান্তে সান্ধ্যকালীন মজলিশে তাদের নিয়ে চর্চা করেছে। মুখে মুখে ছড়িয়ে দিয়েছে তার গল্প। লোককথায়, রসগল্পে, চুটকি গল্পে, অতিকথনে ইচ্ছামত সংযোজন-বিয়োজনে তারা অপ্রতিরোধ্যভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। তাদের প্রতি দুর্নিবার এই জন-আকর্ষণের আরও একটি কারণ হল কখনোই যেন তাদের ঠিকমতো ঠাহর করা যায়নি।

📖 লোক জীবন অবসরের ভাঁড়
✍️ সাম্পান চক্রবর্তী
💰 টাকা

▶️ বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন। ফোনে অর্ডার করুন :0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣

◾বাংলার নবজাগরণ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায় হিসাবে স্বীকৃত বাংলারই এক ধর্মীয় এবং সামাজিক আন্দোলন, 'ব্রাহ্ম...
20/12/2023

◾বাংলার নবজাগরণ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পর্যায় হিসাবে স্বীকৃত বাংলারই এক ধর্মীয় এবং সামাজিক আন্দোলন, 'ব্রাহ্মধর্ম'।

একেশ্বরবাদীতা এবং বিজ্ঞানমনস্ক এই মতাদর্শ হিন্দু সংস্কারের পথ দেখায়।

এই আধ্যাত্মিক নবজাগরণের ইতিহাসের বিভিন্ন ধারা ও প্রার্থনারীতির অন্তর্নিহিত দর্শন, চর্চা ও পালনের বিভিন্ন রূপ এই বইটিকে সংকলিত করা হল

📖 ব্রাহ্মধর্ম- দর্শন,চর্চা ও পালন
✍️ শ্রীলার
💰 টাকা

▶️ বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন। ফোনে অর্ডার করুন : 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣

◾অনিয়ন্ত্রিত অর্থনৈতিক বিকাশ এবং ঝাঁ চকচকে উন্নয়ন মানুষের স্বাস্থ্য ও প্রকৃতি তন্ত্রের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই নিয়ে ...
20/12/2023

◾অনিয়ন্ত্রিত অর্থনৈতিক বিকাশ এবং ঝাঁ চকচকে উন্নয়ন মানুষের স্বাস্থ্য ও প্রকৃতি তন্ত্রের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই নিয়ে বেধেছে নানা দ্বন্দ্ব। পশ্চিমে পরিবেশ আন্দোলন শুরু হয়েছিল প্রাণীকুলের বিপন্ন প্রজাতি আর প্রাকৃতিক আবাসভূমিকে রক্ষা করার ইচ্ছা থেকে। আর ভারতে তা গড়ে উঠেছিল মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখার গরজ থেকে। লেখক সারা বিশ্ব থেকে সংগৃহীত অজস্র উদাহরণ ও দৃষ্টান্ত দিয়ে পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত পণ্ডিত, দর্শন, সমাজ কর্মী প্রভৃতি সমাজগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবেশ আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেছেন।

📖 পরিবেশবাদ, একটি বৈশ্বিক ইতিহাস
✍️ রামচন্দ্র গুহ
💰 টাকা

▶️ বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন। ফোনে অর্ডার করুন : 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣

◾একটি পরোক্ষ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ১৯৯৬ সালে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়েছিল। এর...
19/12/2023

◾একটি পরোক্ষ রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে ১৯৯৬ সালে সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যুক্ত করা হয়েছিল। এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি (১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে) জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনগুলো দেশে-বিদেশে গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।

২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এরপর দলীয় সরকারের অধীনে ২০১৪ সালে একটি 'একতরফা' এবং ২০১৮ সালে আরেকটি 'প্রশ্নবিদ্ধ' নির্বাচন হয়। যার ফলে নির্বাচনী ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পুরো প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ঘটনাক্রম নিয়ে জনমনে নানা রকম প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি ও উচ্চ আদালতের ভূমিকা নিয়েও। এ বইয়ে সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে যে রাজনৈতিক বিতর্ক বা সংকট চলছে, সেই সংকটের কারণ অনুসন্ধানের জন্য বইটি সচেতন নাগরিকদের অবশ্যপাঠ্য।

📖 তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রাজনীতি
✍️ বদিউল আলম মজুমদার
💰 টাকা

▶️ বইটি অর্ডার করতে মেসেজ করুন বা কমেন্টে দেয়া লিংকে ক্লিক করুন। ফোনে অর্ডার করুন : 0️⃣1️⃣8️⃣6️⃣2️⃣9️⃣0️⃣3️⃣9️⃣6️⃣3️⃣

Address

Aziz Supar Market
Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when গাজি ফরিদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Book & Magazine Distributors in Dhaka

Show All

You may also like