Sagor Book & Printing

Sagor Book & Printing We provide printing service, PDF to Book, Book to Book and so.on.

সালমান সিটি
13/09/2024

সালমান সিটি

আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য যার সুস্থ আছে তিনি সুখী মানুষ ।
12/09/2024

আলহামদুলিল্লাহ,
শরীর স্বাস্থ্য যার সুস্থ আছে তিনি সুখী মানুষ ।

10/11/2023

কাউকে "Thank you" বলার পরিবর্তে "জাযাকাল্লাহু খাইরান" বলা শুরু করেছি বেশ কয়েক বছর হল। কিন্তু নীচের লেখাটা পড়ার পর ব্যাপারটা যেভাবে বুঝলাম, জানলাম এবং এখন কাউকে কথাটা বলার সময় মনের যে অবস্থা হয় বা ভবিষ্যতে হবেও ইনশাআল্লাহ, অতীতে তা কখনোই ছিল না। এজন্যই বোধহয় "যে জানে আর যে জানে না" তারা কখনোই সমান নয়।
যাই হোক, লেখাটা যিনি লিখেছেন এবং যার শেয়ার করার কারণে আমি লেখাটা পড়তে পেরেছি এবং অন্যকে জানাতে পারছি, আল্লাহ তায়ালা যেন তাদের দু'জনকেই উত্তম জাযা দেন। আমীন।

আপনি কি জানেন, ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ (জাযাকাল্লাহু খাইরান)-এর অর্থ কি?

আপনি যখন কাউকে ভাল, সুন্দর বা তার পছন্দসই কোন কাজ উপহার দেন তখন হয়ত অনেক মানুষই আপনাকে বলে থাকেন, "জাযাকাল্লাহু খাইরান"। বা, আমি-আপনিও বলে থাকি কখনো কখনো। কিন্তু আমরা কি জানি যে এই বাক্যটির অর্থ কি? আসুন, জেনে নেই বাক্যটির অর্থ। এর বেশ সুন্দর কয়েকটি অর্থ রয়েছে।

১। ﺧﻴﺮ ( খাইর) শব্দটি সে সমস্ত বিষয়কে বুঝায় যা আল্লাহর নিকট প্রিয়। তাই "খাইর" শব্দের মাধ্যমে সবরকমের কল্যাণ কামনা করা হয়।

২। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তাঁর দিদার দ্বারা সৌভাগ্যবান করুন।

৩। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ আপনাকে কাফিরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুন।

৪। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনাকে সিরাতে মুস্তাক্বিম তথা সরল পথে পরিচালিত করেন।

৫। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনার উপর কোন অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন।

৬। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন।

৭। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ শেষ দিবস পর্যন্ত আল্লাহ যেন আপনাকে মাতা-পিতার প্রতি সদ্ব্যবহারকারী করেন।

৮। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ যেন আপনাকে রাসূলের সুন্নাতের অনুসারী করেন।

৯। "জাযাকাল্লাহু খাইরান" অর্থঃ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করুন।

১০। "জাযাকাল্লাহু খাইরান" আল্লাহ আপনাকে সবরকম কল্যাণ দান করুন।

এর আরো অসংখ্য অর্থ রয়েছে। কেননা খাইর ( ﺧﻴﺮ ) আল্লাহর নিকট অগণিত। যা গণনা করা অসম্ভব। তবে আমরা বাক্যটির শাব্দিক অর্থ করি, "আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন" বলে।

ﻋﻦ ﺃﺳﺎﻣﺔ ﺑﻦ ﺯﻳﺪ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ : ( ﻣَﻦْ ﺻُﻨِﻊَ ﺇِﻟَﻴْﻪِ ﻣَﻌْﺮُﻭﻑٌ ﻓَﻘَﺎﻝَ ﻟِﻔَﺎﻋِﻠِﻪِ : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ . ﻓَﻘَﺪْ ﺃَﺑْﻠَﻎَ ﻓِﻲ ﺍﻟﺜَّﻨَﺎﺀِ ) .
ﺭﻭﺍﻩ " ﺍﻟﺘﺮﻣﺬﻱ " ﻭﺍﻟﻨﺴﺎﺋﻲ ﻓﻲ " ﺍﻟﺴﻨﻦ ﺍﻟﻜﺒﺮﻯ "

অর্থঃ হযরত উসামা বিন যায়েদ (রাযি.) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো প্রতি কৃতজ্ঞতার আচরণ করা হলো তাই সে ব্যক্তি আচরণকারীকে "জাযাকাল্লাহু খাইরান" বলল, তাহলে সে তার যথাযোগ্য প্রশংসা করল।
ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " ﺇِﺫَﺍ ﻗَﺎﻝَ ﺍﻟﺮَّﺟُﻞُ ﻟِﺄَﺧِﻴﻪِ : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ، ﻓَﻘَﺪْ ﺃَﺑْﻠَﻎَ ﻓِﻲ ﺍﻟﺜَّﻨَﺎﺀِ "

অর্থঃ হযরত আবু হুরায়রা (রাযি.) বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম বলেছেন, কেউ যখন তার ভাইকে বলে, "জাযাকাল্লাহু খাইরান" তাহলে সে তার ভূয়সী প্রশংসা করল।
ﻗﺎﻝ ﻋﻤﺮ ﺑﻦ ﺍﻟﺨﻄﺎﺏ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ : ﻟَﻮْ ﻳَﻌْﻠَﻢُ ﺃَﺣَﺪُﻛُﻢْ ﻣَﺎ ﻟَﻪُ ﻓِﻲ ﻗَﻮْﻟِﻪِ ﻟِﺄَﺧِﻴﻪِ : ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠَّﻪُ ﺧَﻴْﺮًﺍ، ﻟَﺄَﻛْﺜَﺮَ ﻣِﻨْﻬَﺎ ﺑَﻌْﻀُﻜُﻢْ ﻟِﺒَﻌْﺾٍ . ( ﺍﻟﻤﺼﻨﻒ ﻻﺑﻦ ﺃﺑﻲ ﺷﻴﺒﺔ )

হযরত ঊমর (রাযি.) বলেন, তোমাদের কারো যদি জানা থাকত যে, তার অপর ভাইকে "জাযাকাল্লাহু খাইরান" বলার মধ্যে তার জন্য কি রয়েছে!
তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি করে বলতে।

উসামা ইবনু যাইদ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে, (জাযাকাল্লাহু খাইরান) “তোমাকে আল্লাহ্‌ তা‘আলা কল্যাণকর প্রতিদান দিন” তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করল।

জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৩৫।
হাদিসের নাম : সহিহ হাদিস।

আসুন Tanks, Thank You ইত্যাদির পরিবর্তে আমরা পরস্পরে "জাযাকাল্লাহু খাইরান"-এর বিনিময় করি। আশা করি, পেছন থেকে
ফেরেশতারাও অন্যের জন্য দুয়া করার কারণে আমাদের জন্যও আল্লাহর কাছে দুয়া করবেন এই বলে যে - " তোমার জন্যও একই।" আল্লাহুম্মা আমীন।
(সংগৃহীত)
কপি পেষ্ট।

17/09/2023
08/06/2023

আমি নিদর্শন প্রেরণ করা হতে এজন্য বিরত থাকি যে,পূর্বের লোকেরা তা মিথ্যা মনে ক'রে প্রত্যাখ্যান করেছিল
সূরা বনী ইসরাঈল

28/05/2023

আমাদের জীবনের গ্রাফটা
অনেকটা ওই আমাদের হার্টবিটের গ্রাফের নেয়
হ্যাঁ, আমাদের জীবনের গ্রাফটা
আমাদের হার্টবিটের গ্রাফের মত

18/05/2023

Assalamu Alaikum Orahmatullah

আলহামদুলিল্লাহ ১৫৫ কপি বই ফটোকপি করে ডেলিভারি দেওয়া হল।
01/02/2023

আলহামদুলিল্লাহ
১৫৫ কপি বই ফটোকপি করে ডেলিভারি দেওয়া হল।

আলহামদুলিল্লাহ ফটোকপি গুলা ডেলিভারি দিব।
01/02/2023

আলহামদুলিল্লাহ
ফটোকপি গুলা ডেলিভারি দিব।

আলহামদুলিল্লাহ, আজকে ৫০কপি বই ফটোকপি  করে ডেলিভারি দিলাম।
29/01/2023

আলহামদুলিল্লাহ, আজকে ৫০কপি বই ফটোকপি করে ডেলিভারি দিলাম।

30/11/2022
Sagor Book & Printing is an online printing and offline printing service.  Place your order now. Call or WhatsApp: 01715...
23/11/2022

Sagor Book & Printing is an online printing and offline printing service. Place your order now. Call or WhatsApp: 01715265989

Address

41/C, Banijjo Bitan Supermarket, Nilkhet
Dhaka
1205

Telephone

+8801715265989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sagor Book & Printing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sagor Book & Printing:

Videos

Share


Other Digital creator in Dhaka

Show All