আলোকিত প্রকাশনী

আলোকিত প্রকাশনী আলোকিত প্রকাশনী।
সহীহ আক্বীদা মানহাজ ভিত্তিক বই প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলা একাডেমি বই মেলা। আলোকিত প্রকাশনী। ৯১ নম্বর স্টল। আপনি আসার নিয়ত রাখছেন তো?
03/02/2025

বাংলা একাডেমি বই মেলা।
আলোকিত প্রকাশনী।
৯১ নম্বর স্টল।
আপনি আসার নিয়ত রাখছেন তো?

29/01/2025

তৃতীয় শ্রেণী থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত অধ্যায়নরত প্রত্যেক শিক্ষার্থীকে বইটি পড়ানো উচিত।

25/01/2025

আমাদের নতুন বই দুইটি প্রি অর্ডার করার সুযোগ আজকেই শেষ হয়ে যাচ্ছে। প্রি অর্ডার করেছেন কি?

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে তাঁর যোগ্য উত্তরসূরিগণ তাঁর দেখানো পথে সুন্নাত অনুযায়ী তাঁর হাতে গড়া ইসলামী...
22/01/2025

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে তাঁর যোগ্য উত্তরসূরিগণ তাঁর দেখানো পথে সুন্নাত অনুযায়ী তাঁর হাতে গড়া ইসলামী রাষ্ট্রের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তাঁরা ছিলেন তাঁর সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় এবং সার্বক্ষণিক তাঁর অনুসরণকারী ।

তাঁরা হলেন, ইসলামের চার খলিফা: আবূ বাকর সিদ্দীক, উমার ইবনুল খাত্তাব, উছমান ইবনু আফ্ফান ও আলী ইবনু আবী তালিব রাদ্বিয়াল্লাহু আনহুম আজমাঈন। তাঁদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খুলাফায়ে রাশিদীন (সঠিক পথ প্রাপ্ত খলিফাগণ) বলা হয়ে থাকে। এ ব্যাপারে হাদীসে বর্ণিত হয়েছে । এর পূর্বে আমরা দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও তাঁর পরে খুলাফায়ে রাশিদীনের সুন্নাত অনুসরণকে বিভ্রান্তি থেকে মুক্তি পাওয়ার উপায় বর্ণিত হয়েছে।

দশজন জান্নাতী সাহাবী'র হাদীসে দেখেছি যে, প্রথম চারজনই হলেন চার খলিফা। এছাড়াও তাঁদেরকে বিভিন্ন হাদীসে জানাতের সুসংবাদ দেয়া হয়েছে।

আলোকিত প্রকাশনী
বইঃ- জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ৬০ সাহাবী।
সংকলনঃ- আবূ রুমাইসা মো: নূর—এ হাবীব।
পৃষ্ঠা সংখ্যাঃ- ৩৫০।
২২-০১-২০২৫ ইং।

বইটি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের ওয়াটসঅ্যাপ নম্বরেঃ-
☎️ 01747-370727. অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে। ধন্যবাদ।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,أنسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ“মানুষ কি...
21/01/2025

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,

أنسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا ءَامَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ

“মানুষ কি মনে করেছে যে, ‘আমরা ঈমান এনেছি' এ কথা বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেয়া হবে?”সূরা আনকাবূত: ০২]

সুতরাং, বোঝা গেল যে, আল্লাহ ফিতনা ঘটান সত্য-মিথ্যার মাঝে পার্থক্য প্রকাশ করার জন্য। এরকম ব্যবস্থাপনা না থাকলে পৃথক করা যেত না, সব মিলে যেত। মুসলিমরা বাহ্যিক ইসলামী পোশাক দেখেই কারো উপর (দ্বীনের ব্যাপারে) নির্ভর করতে শুরু করবে, অথচ সে ধোঁকাবাজির জন্যই এরূপ বেশ ধরেছে; যাতে লোকজন তার থেকে সতর্ক হতে না পারে, তার গোপনীয় বিষয়ে কেউ যেন হাত দিতে না পারে। ফিতনা তথা পরীক্ষার ব্যবস্থাপনা না থাকলে সাধারণ মুসলিমরা তাকে চিনতে পারত না, মুমিন-মুনাফিক সব এক হয়ে যেত। সত্যবাদি-মিথ্যুক মিলে যেত। ফলশ্রুতিতে, বিশৃঙ্খলার সৃষ্টি হতো, ভেদরেখা বলে কিছু থাকত না।

আল্লাহ তা'আলার অন্যতম হিকমত ও রহমতের——বহিঃপ্রকাশ হলো: তিনি এইসব ফিতনাকে দুই বিপরীত দলের মাঝে পার্থক্যকারী বানিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁর কর্মে প্রজ্ঞাবান এবং জগতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা তাঁরই জ্ঞানের পরিচয় বহন করে। তিনি বলেছেন,

“অপবিত্র (মুনাফিক)কে পবিত্র (মু'মিন) হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ সে অবস্থায় মুমিনগণকে ছেড়ে দিতে পারেন না। আবার গায়েব সম্পর্কে তোমাদের অবহিত করাও আল্লাহর (নিয়ম) নয়; এ বিষয়ের জন্য আল্লাহ তাঁর রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন। সুতরাং তোমরা আল্লাহ ও তাঁর রাসূলকে বিশ্বাস কর। বস্তুতঃ তোমরা বিশ্বাস করলে ও সাবধান (পরহেযগার) হয়ে চললে, তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার।” [সূরা আলে ইমরান, ১৭৯]

এখানে “অপবিত্র তথা মুনাফিককে, পবিত্র তথা মুমিন হতে পৃথক না করা পর্যন্ত তোমরা যে অবস্থায় রয়েছ, আল্লাহ সে অবস্থায় মুমিনগণকে ছেড়ে দিতে পারেন না” এই কথা দ্বারা উদ্দেশ্য হলো: মিথ্যুক মুনাফিকদেরকে সত্যবাদী মুমিনদের সাথে মিশ্রণ থেকে আলাদা করা। কারণ, এই মিশ্রিত অবস্থার মাঝে দ্বীন-দুনিয়ার সমূহ ক্ষতি নিহিত। আর এই পার্থক্যকরণটা ফিতনা সংঘটনের মাধ্যমেই ঘটবে।

আর “আবার গায়েব সম্পর্কে তোমাদের অবহিত করাও আল্লাহর (নিয়ম) নয়” এতটুকু দ্বারা উদ্দেশ্য হচ্ছে: তোমরা তো জানো না অন্তরে কি লুকায়িত আছে।

অনেক লোক আছে তোমাদের সামনে যারা বন্ধুত্ব, মিত্রতা ঈমানের প্রকাশ দেখিয়ে তোমাদের আস্থাভাজন হতে চায়: অথচ সে সুযোগসন্ধানী শত্রু। আর মানুষ যেহেতু অন্যের অন্তরের খবর জানে না, সেহেতু আল্লাহ তা'আলা এই মনের ভাবটা প্রকাশ করে দেয়ার জন্যই ফিতনার ব্যবস্থা করেছেন।

ফিতনার আগমন হলে মুনাফিকরা কথা বলে ওঠে, আর এর মাধ্যমেই তারা ধরা পড়ে যায়; তারা কাফেরদের দিকে ঝুঁকে পড়ে, দৃঢ় থাকতে পারে না। অথচ স্বাভাবিক সময়ে তাদের চেনা যায় না, ফলে তারা ধোঁকা, প্রতারণা, সর্বোপরি তাদের ভ্রান্ত আমলের চর্চা করে যায়।“এ বিষয়ের জন্য আল্লাহ তাঁর রাসূলগণের মধ্যে যাকে ইচ্ছা মনোনীত করেন” এই অংশটি পূর্বের অংশ থেকে আলাদা। কারণ, আল্লাহ তাঁর রাসূলদের মধ্যে যাকে যতটুকু ইচ্ছা তাকে ততটুকুই গায়েবের জ্ঞান দান করেন; যেটা তাদের সত্যতার প্রমাণ বহন করে এবং যাতে করে তাঁরা উম্মাহর বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
عَلِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا

“তিনিই গায়েবী বিষয়ের জ্ঞানী, তিনি তাঁর গায়েবের জ্ঞান কারও কাছে প্রকাশ করেন না।” [সূরা জিন, ২৬) তাই

তাই আল্লাহ তাঁর রাসূলদের দাওয়াতের সুবিধার স্বার্থে ও রিসালাতের সত্যতা প্রমাণের জন্য কিছু গায়েবি বিষয় জানাতে পারেন। কিন্তু নবীরা ছাড়া অন্যরা যেমন নিজেরা গায়েন জানতে পারে না, তেমনি আল্লাহও তাদের জানান না। আল্লাহ ত'আলা বলেন,

“বলুন, আল্লাহ ব্যতীত আসমান ও যমীনে কেউই গায়েব জানে না এবং তারা উপলব্ধিও করেনা কখন উত্থিত হবে।” [সুরা নামল, ৬৫]]
ফিতনা সংঘটনের পিছনে এটাই হলো আল্লাহর হিকমত।

আলোকিত প্রকাশনী
বইঃ- ফিতনার এই যুগে বাচাঁর উপায়।
লেখকবৃন্দঃ-
শায়খ সালেহ আল-ফাওযান হাফি.
শায়খ সালেহ আল- উসয়মী হাফি.
শায়খ আব্দুস সালাম আশ-শুয়াই'ইর হাফি.
ভাষান্তরঃ- ইয়াকুব বিন আব্দুল কালাম।
পৃষ্ঠা সংখ্যাঃ- ১২০।
২১-০১-২০২৫ ইং।

বইটি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের ওয়াটসঅ্যাপ নম্বরেঃ-
☎️ 01747-370727. অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে। ধন্যবাদ।

তিনটি কাজের বিনিময়ে জান্নাতঃ- ১. আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা।২. নামাজ কায়েম করা।৩. রোযা রাখা।আবু হুরাইরা রা. ...
20/01/2025

তিনটি কাজের বিনিময়ে জান্নাতঃ-

১. আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনা।
২. নামাজ কায়েম করা।
৩. রোযা রাখা।

আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, “ যে ব্যক্তি আল্লাহ্ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনে, নামায কায়েম করে এবং রোযা রাখে, সে আল্লাহর পথে জিহাদ করুক কিংবা তাঁর জন্মভুমিতে চুপচাপ বসে থাকুক, তাকে জান্নাত দান করা আল্লাহর জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। লোকেরা বলে, হে আল্লাহর রাসূল ! আমরা কি এই সুসংবাদ অন্য লোকদের জানাবো না ? তিনি বলেন,আল্লাহ্ তাঁর পথে জিহাদকারীদের জন্য জান্নাতে একশটি মর্যাদার স্তর তৈরি করে রেখেছেন । যে কোন দুটি স্তরে মাঝে আসমান ও জমিনের ব্যাবধান।

কাজেই তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করলে ফেরদাউসের জন্য প্রাথনা করো। কেননা সেটিই জান্নাতের সর্বোচ্চ সর্বোত্তম অংশ। এরই উপরিভাগে মহান করুনাময় আর-রাহমানের আরশ, যেখান থেকে জান্নাতের নদীসমুহ প্রবাহিত হচ্ছে।” – (সহীহ বুখারী: ২৭৯০)

আলোকিত প্রকাশনী
বইঃ- জান্নাত লাভের ১৭০ আমল।
সংকলনঃ- নূরুল ইসলাম নয়ন।
পৃষ্ঠা নংঃ- ৭৬।
২০-০১-২০২৫ ইং।

বইটি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের ওয়াটসঅ্যাপ নম্বরেঃ-
☎️ 01747-370727. অথবা মেসেজ করুন আমাদের ইনবক্সে। ধন্যবাদ।

ছোটদের নিয়ে খুব একটা উপকারী বই চোখে পড়ে না সেই যায়গা থেকেই আমাদের এবারেই এই উদ্যোগ আলহামদুলিল্লাহ। প্রি অর্ডারে স্বল্প ম...
17/01/2025

ছোটদের নিয়ে খুব একটা উপকারী বই চোখে পড়ে না সেই যায়গা থেকেই আমাদের এবারেই এই উদ্যোগ আলহামদুলিল্লাহ। প্রি অর্ডারে স্বল্প মুল্যে সংগ্রহ করার সুযোগ দ্রুতই শেষ হয়ে যাচ্ছে।
* প্রি অর্ডার লিংক https://forms.gle/g5rGudNkYf6pnfXy5

আলহামদুলিল্লাহ, আলোকিত প্রকাশনীর নতুন দুইটা বইয়ের প্রি অর্ডার শুরু হলো-  বই ১- ঈমান বিষয়ক ১০০ প্রশ্নোত্তর ❏ বই সম্পর্কে ...
14/01/2025

আলহামদুলিল্লাহ, আলোকিত প্রকাশনীর নতুন দুইটা বইয়ের প্রি অর্ডার শুরু হলো-
বই ১- ঈমান বিষয়ক ১০০ প্রশ্নোত্তর
❏ বই সম্পর্কে কিছু কথাঃ
আমাদের দীন হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে আকীদা ও শরীআহ। আকীদা হচ্ছে সংবাদ, যা সত্য হিসাবে স্বীকৃতি দিতে হয়, মেনে নিতে হয়, অন্তরে স্থান দিয়ে আমলে পরিণত করতে হয়। আর শরীআহ হচ্ছে হুকুম বা আদেশ নিষেধ, যা ইনসাফপূর্ণ হিসাবে স্বীকৃতি দিতে হয়, অন্তর থেকে নিতে হয়, আমলে পরিণত করতে হয়।
তাহলে পুরো দীন মানে সত্য ও ইনসাফপূর্ণ সংবাদ ও বিধি-বিধান।
আকীদা হচ্ছে দীনের সে অপরিবর্তনীয় অংশ, যাতে রয়েছে নির্দিষ্ট কিছু অদেখা বিষয়ে দৃঢ় বিশ্বাস। এটি একটি পরিভাষা। এর অন্য নামগুলো হচ্ছে ঈমান, সুন্নাহ, তাওহীদ। আবার কেউ সেটাকে ব্যাপকার্থে বলেন, আশ-শরীআহ, আবার কেউ বলেন, আল-ফিকহুল আকবার, অপর কেউ বলেন উসুলুদ্দীন।
আকীদা বা ঈমানের পরিশুদ্ধি ব্যতীত জান্নাত পাওয়া অসম্ভব। ঈমান পরিশুদ্ধি প্রচেষ্টারই একটি অংশ এ বইটি। সংকলক অনেক গুরুত্বপূর্ণ আকীদার বিষয় প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছেন যা পাঠকদের জন্য খুবই উপকারী হবে ইন শা আল্লাহ।

বই ২- ছোট্ট সোনামণিদের জন্য ইসলামী আদব আখলাক সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্নোত্তর
❏ বই সম্পর্কে কিছু কথাঃ
রাসুল (ﷺ) মানুষের মধ্যে ছোটদের প্রতি সবচেয়ে বেশি দয়াশীল হওয়া সত্ত্বেও তিনি তাদেরকে ভুলের উপর অটল থাকার স্বীকৃতি দেন নি। অথচ দেখা যায় যে, অনেক মানুষ তাদের সন্তানদের ভুলের উপর স্বীকৃতি দিয়ে থাকে। হতে পারে তা কথা, ব্যবহার, পোশাক কিংবা চরিত্রের ক্ষেত্রে। আর এর পক্ষে তারা বলেন যে, তারা ছোট তাই এমন করছে। অথচ এটি সুসন্তান-সন্ততি গড়ে তোলার চরম ভুল পদক্ষেপ।
উমর বিন আবু সালামাহ-কে রাসূল (ﷺ) খাওয়া-দাওয়ার আদব শিক্ষা দিয়েছেন। অথচ তিনি দায়িত্বপ্রাপ্ত হওয়া না হওয়ার ব্যাপারে কোন কথা বলেন নি। হাদিসে এসেছে,
উমার ইবনু আবূ সালামাহ (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি ছোট ছেলে থাকাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমাতে ছিলাম। খাবার বাসনে আমার হাত ছুটাছুটি করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ হে বৎস! বিসমিল্লাহ বলে ডান হাতে আহার কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ নিয়মেই খাদ্য গ্রহণ করতাম। (সহীহ বুখারী: হা/ ৫৩৭৬)
বইটা ছোটদের জন্য আকিদা, আদব, আখলাক, সিরাত বিষয়ক আবশ্যক এমন ইল্মের বাগান যা দেখে যে কোনো অভিভাবক অভিভূত হবেন এবং বিষয়গুলো বাচ্চাদের মুখস্থ করিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করবেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
* প্রি-অর্ডার চলবে আগামী ২৫/১/২৫ পর্যন্ত।
* প্রি অর্ডার লিংক https://forms.gle/g5rGudNkYf6pnfXy5

10/01/2025

হা/সি/নার আমলে কখনো আমরা বাংলা একাডেমি বই মেলাতে স্টল পাই নি, আলহামদুলিল্লাহ ২০২৫ বই মেলাতে আলোকিত প্রকাশনী থাকছে নিজস্ব স্টলে।

আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি?`````````````````````````````````````````````````````````````````````````````...
09/01/2025

আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি?
````````````````````````````````````````````````````````````````````````````````

বই সম্পর্কে কিছু কথা: পৃথিবীতে যে কত রকমের জ্ঞান বিদ্যমান তার কোন অন্ত নেই। মানুষ এসব জাগতিক জ্ঞান যুগ যুগ ধরে অর্জন করে, পান্ডিত্ব লাভ করে এবং পারদর্শী হয়। সে নিজেকে ধন্য মনে করে এবং সমাজও তাকে নিয়ে গর্ব করে। কিন্তু অত্যুক্তি হবে না, আর আশা করি কটুক্তিও হবে না যে, এই ধরনের মুসলিম ভাইকে যদি তার স্রষ্টা মহান আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে অনেকে হয়তঃ সেই মহীয়ান গরীয়ান সত্তার পরিচয়টুকু ভাল ভাবে দিতে সক্ষম হবে না। কেউ দেয়ার সাহস করলেও সর্বেশ্বরবাদের ভাষায় কিংবা সুফীবাদের ভাষায় বলে থাকেঃ ‘‘আল্লাহ নিরাকার’’ ‘‘আল্লাহ সর্বস্থানে বিরাজমান’’ ইত্যাদি।
ভাই সকল! মুসলিম ব্যক্তি জ্ঞানের যত বড় উচ্চ শিখরে পৌঁছাক না কেন যদি সে তার আল্লাহকে না চিনতে পারে তাহলে সে আসলে অনাথ জ্ঞানী, তার সেই জ্ঞান অসম্পূর্ণ ও অমূল্যবান। কারণ জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় জ্ঞানকে কেন্দ্র করে। আর নিঃসন্দেহে মহান আল্লাহই হচ্ছেন শ্রেষ্ঠ মর্যাদাবান। আর সেই জ্ঞানীর জ্ঞান ভান্ডারে আল্লাহর সম্পর্কে জ্ঞান অবর্তমান!
কি আশ্চর্য! আমরা প্রত্যেকে যদি নিজেকে প্রশ্ন করি যে, আমি কতখানি এবং কি কি বিষয় জানি? তাহলে উত্তরে প্রতীয়মান হবে যে, অনেকে অনেক কিছু জানে, কেউ মোটামুটি জানে, কেউ অল্প কিছু জানে। অর্থাৎ সকলে কিছু না কিছু কোন না কোন বিষয় জানে। কিন্তু মহান আল্লাহর সম্পর্কে কতখানি জানি? যদি এ প্রশ্ন করা হয়, তাহলে হয়ত: থমকে উঠতে হবে, আঁতকে উঠতে হবে, স্বীকার করতে বাধ্য হতে হবে যে, আসলে আমি তাঁর সম্বন্ধে সামান্য কিছুও জানি না।
বক্ষ্যমাণ বইটি আল্লাহ সম্পর্কে মানুষের অজ্ঞতার সেই শূন্যতা পূরণের সামান্য প্রয়াস মাত্র।

❏ অর্ডারের জন্য বই সম্পর্কে কিছু তথ্য:

● বইঃ আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহকে জানি কি?
● লেখক: শায়খ আব্দুর রাকীব বুখারী মাদানী
● কভারঃ পেপার ব্যাক।
● পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ পৃষ্ঠা।
● খুচরা মূল্যঃ ১৬৫ টাকা।
● প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী।
#বইটি পেতে যোগাযোগ করুন :- 01747-370727

ঈমানী মণিমুক্তা`````````````````````````দীনকে পরিপূর্ণভাবে জানতে হলে দীনের সংবাদ ও দীনের আদেশ উভয় দিক সম্পর্কে ওয়াকিফহাল...
05/01/2025

ঈমানী মণিমুক্তা
`````````````````````````

দীনকে পরিপূর্ণভাবে জানতে হলে দীনের সংবাদ ও দীনের আদেশ উভয় দিক সম্পর্কে ওয়াকিফহাল হতে হবে। প্রথমটি হচ্ছে আকীদা আর দ্বিতীয়টি হচ্ছে শরী'আহ। আকীদা ও শরী'আহ মিলেই পূর্ণ দীন। আকীদা ও ঈমান দু'টি কাছাকাছি শব্দ। উভয়টি দ্বারাই গায়েবী বিষয়ে প্রদত্ত সংবাদসমূহ মেনে নেয়াকে বুঝানো হয়।

মুসলিম হতে হলে প্রথমেই এ আকীদা-বিশ্বাস ঠিক করতে হবে, তারপর শরী'আত মেনে চলতে হবে। জানা কথা যে, আকীদার মূলনীতিসমূহ আল্লাহ তা'আলার সত্তা, নাম-গুণ, কর্ম ও অধিকারকে ঘিরে আবর্তিত। আমাদের সালাফে সালেহীন আকীদার বিষয়টি যথাযথভাবে সুদৃঢ় করে বর্ণনা করে গেছেন। যেখানে অন্য কারও হস্তক্ষেপ করার কিছু নেই। এ ব্যাপারে তারা শত শত গ্রন্থও রচনা করেছেন। সকল গ্রন্থ পড়ে এসব মূলনীতি জমা করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচিত।
তাই আকীদা ও মানহাজ বিষয়ক একটি পূর্ণাঙ্গ মতন বা মূলভাষ্যের সমন্বিত গ্রন্থের প্রয়োজনীয়তা অনেকেই অনুভব করে থাকবেন। আমাদের আলোচ্য গ্রন্থটি এ বিষয়ের অভাব কিছুটা হলেও পূরণ করবে বলে আমার বিশ্বাস।

❏ অর্ডারের জন্য বই সম্পর্কে কিছু তথ্য:

● বইঃ ঈমানী মণিমুক্তা।
● মুলঃ শায়খ ড. মুহাম্মাদ ইউসরী।
● অনুবাদঃ ড. মোঃ আমিনুল ইসলাম।
● সম্পাদকঃ শায়খ ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
● কভারঃ পেপার ব্যাক।
● পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ পৃষ্ঠা।
● খুচরা মূল্যঃ ১৭০ টাকা।
● প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী।
#বইটি পেতে যোগাযোগ করুন : 01747-370727

কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির' ____________________দু'আ মুমিনের হাতিয়ার, দু'আর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের কাউকে ...
03/01/2025

কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির'
____________________
দু'আ মুমিনের হাতিয়ার, দু'আর মাধ্যমে আল্লাহ তার বান্দাদের কাউকে দুনিয়াবী বিপদ থেকে উদ্ধার করেছেন আবার কাউকে আখিরাতের বিপদ সমূহ থেকে উদ্ধার করেছেন, ইউনুস (আ.) যখন সমুদ্রের মধ্যে মাছের পেটে কঠিন বিপদের সম্মুখীন হয়েছিলেন তখন আল্লাহর নবী (আ.) বাঁচার জন্য দু'আকেই বেছে নিয়েছিলেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তার নবীকে বিপদ থেকে মুক্ত করলেন, এমন ঘটনা কুরআন এবং হাদিসের পাতায় পাতায় বর্ণিত হয়েছে।
দু'আ নিয়ে অনেক রকমের বই থাকলেও এখনো পর্যন্ত কুরআনের সকল দু'আকে একত্র করে একটা বইয়ের মধ্যে এনে তারপর সেই দু'আ গুলো নবী রাসুলগন কেন আর কোন পরিস্থিতিতে করেছিলেন সেই ঘটনাগুলো তাফসির ইবনে কাসির থেকে শুরু করে একাধিক তাফসীর গ্রন্থ থেকে সাজিয়ে একই বইয়ের মধ্যে নিয়ে আসা নিঃসন্দেহে এটা উম্মাহর জন্য বড়ই উপকারী কাজ যা আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আলোকিত প্রকাশনীকে দয়া করে করার তাওফিক দিলেন যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, ফালিল্লাহিল হামদ।
আমরা আল্লাহর কাছে দু'আ করি, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন বইটাকে ঘরে ঘরে পৌছে দেন, উম্মাহর জন্য উপকারী করেন, কুরআনে বর্ণিত নবী রাসুলদের দু'আ গুলো জানার মাধ্যমে এবং সেভাবে দু'আ করার মাধ্যমে যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন কল্যাণময় করেন।
❏ বইটি সম্পর্কে আরও কিছু তথ্য:
★ বই: কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির।
★ লেখক: মোঃ হাসিবুর রহমান।
★ শারঈ সম্পাদক: শাইখ আব্দুল্লাহ শাহেদ মাদানী।
★ কভার: হার্ড-কভার।
★ পৃষ্ঠা সংখ্যা: ২৫৬ পৃষ্ঠা।
★ মুদ্রিত মূল্য: ৩৬৫ (খুচরা বিক্রয় মুল্য ২৫০)
★ প্রকাশনী: আলোকিত প্রকাশনী
#বইটি পেতে যোগাযোগ করুন :-01747370727

শত গুণে নবী  (ﷺ)`````````````````````````````আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্যগুল...
31/12/2024

শত গুণে নবী (ﷺ)
`````````````````````````````

আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বৈশিষ্ট্যগুলো সীরাতের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ের উপর আমি কিছু আলোচনা করেছিলাম। সে আলোচনা গুলোর উপর ভিত্তি করে আরো কিছু তথ্য-উপাত্তসহ খুব সুন্দর ভাবে বইটি রচনা করা হয়েছে। আমি পাণ্ডুলিপিটি একবার চোখ বুলিয়েছি। আশা করি এতে পাঠক অনেক উপকৃত হবেন ইন-শা-আল্লাহ”।

ড. মোহাম্মদ ইমাম হোসাইন
সহকারী অধ্যাপক
আরবী বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়
গাজীপুর, বাংলাদেশ।

শত গুণে নবী (ﷺ)
❏ অর্ডারের জন্য বই সম্পর্কে কিছু তথ্য:
● বইঃ শত গুণে নবী (ﷺ) ।
● সংকলনঃ মাহমূদ আকমান।
● সম্পাদকঃ আবূ রোমাইসা মোঃ নূর এ হাবিব।
● ড. মোহাম্মদ ইমাম হোসাইন এর লেকচার থেকে সংগৃহীত।
● কভারঃ পেপার ব্যাক।
● পৃষ্ঠা সংখ্যাঃ ১৭৬ পৃষ্ঠা।
● খুচরা মূল্যঃ ১৮০ টাকা।
● প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী।
#বইটি পেতে যোগাযোগ করুন :- 01747-370727

১০০ সুসাব্যস্ত সুন্নাত▪️আল্লাহ তা'আলা মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের কাছে হেদ...
29/12/2024

১০০ সুসাব্যস্ত সুন্নাত

▪️আল্লাহ তা'আলা মানুষকে হেদায়েতের পথে রাখার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের কাছে হেদায়েতের কিতাব পাঠিয়েছেন, মানুষ যেন জাহান্নামের পথ থেকে নাজাত পায়, জান্নাতের অনাবিল আনন্দের পথে বিচরণ করে, সেই ধারাতেই আল্লাহ তা'আলা আমাদের কাছে প্রিয় রাসূল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন যে, যারাই তাঁর রাসুলের আদর্শ বা সুন্নাতকে অনুসরণ করলো, মেনে চললো তারা যেন স্বয়ং আল্লাহ তা'আলাকেই মেনে চললো, যারা রাসুলের নাফারমানী করলো তারা যেন আল্লাহ তা'আলারই নাফারমান হলো, যারা রাসুলের অনুসরণ করলো তাদেরকে আল্লাহর ভালোবাসা এবং ক্ষমার প্রতিশ্রুতি দেওয়া হলো, জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হলো, কঠিন সময়ে তাঁর আদর্শকে মেনে চললে ৫০ জন শহীদ সাহাবীর নেকী দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ, এক্ষণে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সেই প্রিয় রাসূলের সুন্নাত বা আদর্শ সম্পর্কে জানা এবং সেটার অনুসরণ করা। ১০০ সুসাব্যস্ত সুন্নাত বইটিতে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্বপূর্ণ ১০০টি সুন্নাতের সন্নিবেশ করা হয়েছে যা একজন সুন্নাহর অনুসারী পাঠকের জন্য মণিমুক্তার চেয়েও দামী উপহার হবে আশা করছি ইন শা আল্লাহ।

❏ সংকলন: আয-যুলফি দা‘ওয়াহ সেন্টার, সৌদি আরব
● অনুবাদ-সম্পাদনাঃ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
● কভারঃ পেপার ব্যাক।
● পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪ পৃষ্ঠা।
● প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী।
● মুদ্রিত মূল্যঃ ১০০ টাকা।
▪️খুচরা মূল্য: ৭০ টাকা মাত্র
অর্ডার করতে যোগাযোগ করুন:

Call: 01747-370727

উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা           [জীবন ও কর্ম]★বই সম্পর্কে কিছু কথা: আয়েশা সিদ্দীকা রাদ্বিয়াল্লাহু ‘...
28/12/2024

উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা [জীবন ও কর্ম]

★বই সম্পর্কে কিছু কথা: আয়েশা সিদ্দীকা রাদ্বিয়াল্লাহু ‘আনহা ছিলেন নববী কাননের সেই ফুল যার অপূর্ব সুবাস নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা মোহিত ও মাতোয়ারা করে রাখতেন। তিনি ছিলেন নববী সংসারের সেই জ্যোতি যিনি তাঁর উজ্জ্বল জ্যোতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য সংসারকে সদা আনন্দময় ও পুলকিত করে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাই ভালোবেসে আদর করে তাঁকে ডাকতেন ‘হুমায়রা’। তিনি স্বউচ্ছ্বাসে বলতেন: “নারীদের ওপর আয়েশার মর্যাদা এমন, সকল প্রকার খাদ্যের ওপর সারীদের মর্যাদা যেমন।” [বুখারী: ৩৪১১]

শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কাছেই নয়, বরং তিনি তাঁর অনন্য গুণে আকাশে ও ফেরেশতালোকেও ছিলেন সম্মানে ভূষিত। স্বয়ং জিবরীল ‘আলাইহিস সালাম তাঁর কাছে সালাম পাঠিয়েছিলেন। [বুখারী: ৩৭৬৮] তাঁর গৃহে অবস্থানকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের ওপর ওহী নাযিল হতো।

“উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা [জীবন ও কর্ম]” শীর্ষক গ্রন্থটিতে ইসলামের অন্যতম মহান নারীব্যক্তিত্ব, প্রিয়নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহধর্মিণী এবং জ্ঞানের আলোকবর্তিকা উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার অনন্যসাধারণ জীবন, চরিত্র ও সমাজে তাঁর অবদান তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এটি কেবল একটি জীবনীগ্রন্থ নয়; বরং এটি ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য, দীনদারি ও একজন নারীর অনন্যসাধারণ অবদান সম্পর্কিত তথ্যভাণ্ডার। এই গ্রন্থটি নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার জীবনচরিত প্রমাণ করে, ইসলামে নারীর ভূমিকা শুধুমাত্র গৃহকোণে আবদ্ধ নয়; বরং তারা শরীয়তের গণ্ডির ভেতর থেকে সর্বক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করতে পারে।

বর্তমান যুগে, যখন নৈতিক অবক্ষয় এবং পারিবারিক ভাঙন ক্রমশ বাড়ছে, আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার জীবনী আমাদের মনে করিয়ে দেয় যে, সহমর্মিতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই একটি সুস্থ সমাজ গড়ে উঠতে পারে। তাঁর জীবন থেকে প্রাপ্ত শিক্ষা শুধু নারী নয়, পুরুষদের জন্যও সমানভাবে প্রযোজ্য। পারিবারিক জীবনে কীভাবে ভালোবাসা, ত্যাগ ও দায়িত্বশীলতা বজায় রাখা যায়, তা আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহার জীবনের প্রতিটি অধ্যায়ে প্রতিফলিত হয়েছে।

❏ অর্ডারের জন্য বই সম্পর্কে কিছু তথ্য:

● বইঃ উম্মুল মুমিনীন আয়েশা রাদ্বিয়াল্লাহু ‘আনহা [জীবন ও কর্ম]

● লেখকঃ সাইয়্যেদ সুলাইমান নদভী রাহিমাহুল্লাহ

● অনুবাদঃ মিজানুর রহমান ফকির

● সম্পাদনাঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী

● কভারঃ হার্ড কাভার

● পৃষ্ঠা সংখ্যাঃ ৮০০ পৃষ্ঠা

● মুদ্রিত মূল্যঃ ৯৭৪ টাকা

● খুচরা মূল্যঃ ৬৮০ টাকা।

● প্রকাশনীঃ আলোকিত প্রকাশনী।

#বইটি পেতে যোগাযোগ করুন :- 01747-370727

❏ বইটি সম্পর্কে কিছু কথা: আলহামদুলিল্লাহ, ওয়াস স্বলাতু ওয়াস সালামু আ'লা রসূলিল্লাহ, আম্মাবা'দ, আলোকিত প্রকাশনী থেকে 'কুর...
24/12/2024

❏ বইটি সম্পর্কে কিছু কথা: আলহামদুলিল্লাহ, ওয়াস স্বলাতু ওয়াস সালামু আ'লা রসূলিল্লাহ, আম্মাবা'দ, আলোকিত প্রকাশনী থেকে 'কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির' বইটা বের করার পর সহীহ হাদিসে বর্ণিত সকল দু'আগুলো একত্র করে আরেকটা দু'আর বই বের করার প্রবল ইচ্ছা কাজ করছিল যেখানে দু'আগুলোর ব্যাখাও থাকবে। 'হাদিসে বর্ণিত দু'আসমূহ ও তার ব্যাখ্যা' বইটার মাধ্যমে আমাদের সেই আশা পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। যদিও হাদিসের সকল দু'আ একত্র করা খুবই কঠিন তবে লেখক চেষ্টা করেছেন একত্র করার, হয়ত আরও কিছু বাকি থাকতে পারে তবে হাদিসগ্রন্থগুলো থেকে খুজে খুজে প্রায় হাজারের মত যেই দু'আগুলো তিনি একত্র করেছেন তা খুবই প্রশংসার দাবি রাখে, আল্লাহ তা'লা তাকে উত্তম জাযা দিন।
কুরআনে বর্ণিত সকল দু'আ ও তার তাফসির বইটার পর হাদিসে বর্ণিত দু'আ সমূহ ও তার ব্যাখ্যা বই দুইটা যাদের বাড়িতে থাকবে, দু'আ বিষয়ক যেন সবকিছুই তাদের বাড়িতে রয়েছে। আল্লাহ তা'লা বইটাকে কবুল করুন এবং সর্বত্র পৌছে দিন।
● বই: হাদীসে বর্ণিত সকল দু'আ ও তার ব্যাখ্যা।
● লেখক: মোঃ হাসিবুর রহমান
● শারঈ সম্পাদক: শাইখ আব্দুল্লাহ শাহেদ আল মাদানী।
● কভার: হার্ড কভার।
● পৃষ্ঠা সংখ্যা: ৪৫৫ পৃষ্ঠা।
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।
● মুদ্রিত মুল্য: ৫৭২
◑ খুচরা মূল্য : ৪০০ টাকা

#বইটি পেতে যোগাযোগ করুন :-01747370727

❏ বইটি সম্পর্কে কিছু কথা: ইসলামের কিছু বিষয় রয়েছে যা ব্যক্তি বিশেষের জন্য ফরজ, সবার জন্য ফরজ নয় যেমন যাকাত, হজ ইত্যাদি ব...
21/12/2024

❏ বইটি সম্পর্কে কিছু কথা: ইসলামের কিছু বিষয় রয়েছে যা ব্যক্তি বিশেষের জন্য ফরজ, সবার জন্য ফরজ নয় যেমন যাকাত, হজ ইত্যাদি বিপরীতে এমন কিছু বিষয় রয়েছে যা ধনি, গরিব, নারী, পুরুষ সবার জন্য জানা অপরিহার্য যেমন ইসলামের আরকানগুলো, ঈমানের আরকানগুলো, ঈমান ভঙ্গের কারণগুলো, ইসলাম ভঙ্গের কারণগুলো, কালিমার শর্তগুলো, বিশুদ্ধ অজু গোসল, বিশুদ্ধ সলাত, মুসলিম ভাই বোনদের সাথে আদব আখলাক অর্থাৎ যেই বিষয়গুলো প্রত্যেক মুসলিমের জন্য জানা অপরিহার্য সেই বিষয়গুলোই দলিলসহ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে আলহামদুলিল্লাহ।
নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং ব্যাপকভাবে দাওয়াতি কাজের জন্য বইটি খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ।

● বই: প্রত্যেক মুসলিমের জন্যে যা জানা অপরিহার্য।
● লেখক: শাইখ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী।
● শারঈ সম্পাদক: শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
● কভার: পেপার ব্যাক।
● পৃষ্ঠা সংখ্যা: ১২০ পৃষ্ঠা।
● পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।
● মুদ্রিত মূল্য: ১৮২টাকা
◑ খুচরা মূল্য : ১৩০ টাকা
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।
#বইটি পেতে যোগাযোগ করুন :-01747370727

20/12/2024

Address

34, North Brook Hall Road, Madrasha Market (3rd Floor), Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801747370727

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

আমাদের পথ চলা

জাহেলিয়াতের অন্ধকার দূর করতেই ইসলামের আবির্ভাব, ইসলামের আলো যখন ছড়িয়ে পড়েছে, জাহেলিয়াতের অন্ধকার তখন আলোকিত হয়ে গেছে। সেই আলোকেই সাধ্যমত বিকশিত করতে আলোকিত প্রকাশনীর পথ চলা।

আলোকিত প্রকাশনী। সহীহ আক্বীদা মানহাজ ভিত্তিক বই প্রকাশে প্রতিশ্রুতি বদ্ধ।