সবুজবাগ নিউজ - Shobujbagh News

সবুজবাগ নিউজ - Shobujbagh News মাদক, সন্ত্রাসী, চাঁদা বাজী , প্রমান সহ https://www.youtube.com/channel/UCKmO7Y_TdKPoAsef2jttw9w

*গণবিজ্ঞপ্তি*
22/01/2025

*গণবিজ্ঞপ্তি*

*সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি*রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্...
22/01/2025

*সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি*

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাঈদ (৩৬), ২। মোঃ হৃদয় সরকার (২৭) ও ৩। মোঃ আনোয়ার হোসেন (২৪)।
আজ বুধবার (২২ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৬:০০ ঘটিকায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি- লালবাগ বিভাগের একটি চৌকস দল।

ডিবি-লালবাগ সূত্র জানায়, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সবুজবাগ থানার বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকার শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস দল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামের চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজন ও পলাতক চারজনের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা ও পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল ও তাজা গুলি ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখে আসছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

17/05/2024
07/12/2022

প্রিজন ভ্যানেই পল্টন বিএনপির কার্যালয়ের সামনে গ্রেফতারের পরে শ্লোগান দিয়ে যা বললেন নেতাকর্মীরা।

07/12/2022

নয়া পল্টন বিএনপির কার্যালয় থেকে ডিবি পুলিশ কী উদ্ধার করলো?

ব্রেকিং নিউজ
13/11/2022

ব্রেকিং নিউজ

 #বাসাবো_তরুণ_সংঘে_প্রথম______বিভাগে_ফুটবল_খেলোয়াড়দের___থাকার_জায়গার_বেহাল_দশা।  #বিস্তারিতঃ- সবুজবাগ থানার আওতাধীন বাসা...
23/08/2022

#বাসাবো_তরুণ_সংঘে_প্রথম______বিভাগে_ফুটবল_খেলোয়াড়দের___থাকার_জায়গার_বেহাল_দশা।

#বিস্তারিতঃ- সবুজবাগ থানার আওতাধীন বাসাবো তরুণ সংঘ ক্লাব, যা বাইরে দিয়ে ঝলমল করলেও ভেতরে নেই কোনো খেলোয়াড়দের থাকার মতো সুব্যাবস্থা ও সাস্থ্যসম্মত পরিবেশ।

তরুণ সংঘ মাঠের গ্যালারীর রুমে অসাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে প্রথম বিভাগে ফুটবল খেলোয়াড়দের।

বাসাবো তরুণ সংঘ ক্লাবের সভাপতি, সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর #লায়ন_চিত্ত_রঞ্জন_দাস ও সেক্রেটারি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি #মাসুদ_হাসান_শামীম।

তরুণ সংঘের প্রথম বিভাগে ফুটবল খেলোয়াড়দের একটাই দাবি, তাদের থাকার জন্য সুব্যাবস্থা করা।
তাদের সাথে কথা বলে জানা যায় তাঁরা এমন পরিবেশে থাকছে যা তাদের সুসাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ন,রাস্তার পাশেই তাদের থাকার জায়গা, গাড়ি চলাচল ও গাড়ির হর্নের শব্দে রাতে তাদের ঘুম অপরিপুর্ন থেকে যায় আর এই অসাস্থ্যকর পরিবেশে থাকার প্রভাব তাদের খেলায় বিরুপ প্রতিক্রিয়া ফেলবে।তাই তাদের বাসাবো তরুণ সংঘের সভাপতি ও সেক্রেটারির কাছে আবেদন একটি, থাকার জন্য সুস্বাস্থ্যকর রুমের ব্যাবস্থা করে দেয়া।

#সবুজবাগ_নিউজ
#সত্য_প্রচারে_নির্ভীক।

 #ব্রেকিং_নিউজ বেড়ে গেলো ⛽ তেলের দাম।
05/08/2022

#ব্রেকিং_নিউজ
বেড়ে গেলো ⛽ তেলের দাম।

05/08/2022

#ব্রেকিং
আজ শুক্রবার রাত ১২টার পর থেকে ডিজেল ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা, অকটেন ১৩৫ টাকা।

ঢাকা-৯  মুগদা,সবুজবাগ,খিলগাঁও এর বিদ্যুতের লোডশেডিং এর সম্ভাব্য সময়সূচী। #সবুজবাগ_নিউজ
18/07/2022

ঢাকা-৯ মুগদা,সবুজবাগ,খিলগাঁও এর বিদ্যুতের লোডশেডিং এর সম্ভাব্য সময়সূচী।

#সবুজবাগ_নিউজ

10/07/2022

আজ সবুজবাগ থানা বরাবর বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে, কোরবানির ঈদের পশু খাদ্য খরের স্তুপে আগুন লেগে যায়। এই আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্বিস এর কর্মিসহ এলাকাবাসী।
অনেকক্ষন সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।

 #সিলেট_এখন_পানির_নীচে। সিলেটে বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করছে। বানভাসি মানুষদের উদ্ধারে কাজ শুরু করছে সেনাবাহিনী ....
17/06/2022

#সিলেট_এখন_পানির_নীচে।

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ ধারণ করছে। বানভাসি মানুষদের উদ্ধারে কাজ শুরু করছে সেনাবাহিনী ...

টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইতোমধ্যে সিলেট নগরীসহ বেশ কয়েকটি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।বন্যার ভয়াবহতা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়া, বাসাবাড়ি এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এখানকার মানুষ।

এমন বাস্তবতায় বানভাসি মানুষকে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যেই তারা বানভাসি মানুষদের উদ্ধারে কাজ শুরু করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, অসামরিক প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সিলেট জেলা সদরসহ ১০টি উপজেলায় ঢুকেছে বন্যার পানি।

পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বন্যার পানি বিপদ সীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে ছিল পানি।

তিনি জানান, ভারতের আসাম, মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টিপাতে পাহাড়ি ঢলে সিলেটে বন্যা হয়েছে। আগামী দুই-তিন দিন বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

এর আগে বৃহস্পতিবার পানি ঢুকে পড়ে সিলেটের কুমারগাঁওয়ের বিদ্যুৎ উপকেন্দ্রে। এই উপকেন্দ্র দিয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।

উপকেন্দ্রে পানি ঢুকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় গোটা কোম্পানীগঞ্জ উপজেলা এবং কানাইঘাট, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার অনেক এলাকায়। এর বাইরে সিলেট নগরের উপশহরসহ কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।

17/06/2022

#ব্রেকিং _নিউজ

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

04/06/2022

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, আহত অনেকে

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।

আজ শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল তুহিনের পা বিচ্ছিন্নসহ আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভাটিয়ারির বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন হাসপাতালে আহত অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত নয়টার দিকে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিস, পুলিশ, স্থানীয় শ্রমিকসহ অনেকে আহত হন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে পুলিশের অন্তত ১০ সদস্যসহ আরও অনেকে আহত হয়েছেন। রাসায়নিকের কন্টেইনারে বিস্ফোরণের কারণে দুর্ঘটনাস্থলে প্রবেশ করা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন

01/06/2022

বসুন্ধরা, স্কয়ার, আকিজ, এসিআই, সিটি ও প্রাণ- এই ৬টি ব্যবসায়ী গ্রুপ চালের বাজারে সিন্ডিকেট করছে। এরা খোলা বাজার থেকে চাল কিনে প্যাকেটে করে বিক্রি করতে পারবে না।

-খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সয়াবিন-ছোলা-ডাল-চিনি’র সংগ্রহ বাড়াচ্ছে টিসিবিদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রোজার মাসে ক্রেতাদের সুলভ মূল্যে পণ্য সরবরা...
14/03/2022

সয়াবিন-ছোলা-ডাল-চিনি’র সংগ্রহ বাড়াচ্ছে টিসিবি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে রোজার মাসে ক্রেতাদের সুলভ মূল্যে পণ্য সরবরাহ নির্বিঘ্ন রাখতে সয়াবিন তেল, ছোলা, ডাল ও চিনি’র সংগ্রহ বাড়াচ্ছে সরকারি বিপণন সংস্থা- টিসিবি। বৃহস্পতিবার (১০ মার্চ) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির জন্য এই চারটি পণ্যের ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
জানা যায়, ১৪ হাজার টন চিনি, ১০ হাজার টন ছোলা, ১৯ হাজার ৫০০ টন মশুর ডাল এবং এক কোটি ৭১ লাখ ১৫ হাজার ৬৫২ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব বৈঠকে অনুমোদন পায়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, টিসিবি আমাদের অর্থনীতির একটি ব্যাকবোন। পৃথিবীতে এখন জিনিসপত্রের অভাবে বিপদ ঘটে না। বিপদ ঘটে সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে। সেজন্য টিসিবির রোলটা এখন গুরুত্বপূর্ণ। এর ক্যাপাসিটি আরও বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে টিসিবিকে নিয়ে যাব। এবার রোজায় এক কোটি পরিবারের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে চাই।

করোনাভাইরাস মহামারী এবং ইউক্রেইন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি দেখা দেয়। সম্প্রতি দেশের বাজারেও কয়েকগুণ বেড়ে যায় নিত্যপণ্যের দাম।

এই পরিস্থিতিতে কয়েকটি পণ্যের ওপর থেকে এক বা একাধিক পর্যায়ে ভ্যাট প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি টিসিবির বিপণন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

#সবুজবাগ_নিউজ

আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশে পণ্যের দাম বাড়েনি: অর্থমন্ত্রী। আন্তর্জাতিক বাজারে বাড়লেও সে হারে দেশে পণ্যের দাম বাড়েনি ...
03/03/2022

আন্তর্জাতিক বাজারে বাড়লেও দেশে পণ্যের দাম বাড়েনি: অর্থমন্ত্রী।

আন্তর্জাতিক বাজারে বাড়লেও সে হারে দেশে পণ্যের দাম বাড়েনি বরং সরকার পরিস্থিতি ভাগাভাগি করে নেয়। এমনটা জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকেলে, সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়ালি সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, আপনারা জানেন কী কারণে দাম বাড়ছে। আমি আগেও বলেছি যে পরিমাণ দাম বাড়ে তার পুরোটাই ভোক্তার ওপর যাতে না পড়ে সে বিষয়ে আমাদের চিন্তা থাকে। আমরা এজন্য ভাগাভাগি করে নেই। কিছু ভোক্তা বহন করবে, কিছু সরকার বহন করবে। এভাবেই আমরা একটা ইক্যুয়েশনের মধ্যে দিয়ে কাজগুলো করছি। সুতরাং আমরা যদি শুধু এককভাবে ভোক্তার ওপর চাপিয়ে দিতাম তাহলে তারা এটি বহন করতে পারতো না।

চলমান পরিস্থিতিতে, ঠিক সময়ে সার পাওয়া যাবে কি-না এ প্রশ্নে মন্ত্রী বলেন, রাশিয়া থেকে সার আমদানির প্রস্তাব অনুমোদন হয়েছে। রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। রাশিয়া থেকে পণ্য সামগ্রী আনা আমাদের জন্য নতুন নয়। এইসব আইটেম বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। রাশিয়া যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় খুঁজব। তার আগে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই আনার চেষ্টা করব। পেমেন্ট বিষয়ে সুইফট কোড তাদের কাছ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেমে যাবে,পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।

Address

Shobujbagh
Dhaka
1214

Website

Alerts

Be the first to know and let us send you an email when সবুজবাগ নিউজ - Shobujbagh News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সবুজবাগ নিউজ - Shobujbagh News:

Videos

Share