প্রিজন ভ্যানেই পল্টন বিএনপির কার্যালয়ের সামনে গ্রেফতারের পরে শ্লোগান দিয়ে যা বললেন নেতাকর্মীরা।
নয়া পল্টন বিএনপির কার্যালয় থেকে ডিবি পুলিশ কী উদ্ধার করলো?
আজ সবুজবাগ থানা বরাবর বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে, কোরবানির ঈদের পশু খাদ্য খরের স্তুপে আগুন লেগে যায়। এই আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্বিস এর কর্মিসহ এলাকাবাসী।
অনেকক্ষন সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক।
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ, আহত অনেকে
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের একটি কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত নয়জন পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।
আজ শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।
পুলিশ জানিয়েছে, সীতাকুণ্ড থানা পুলিশের কনস্টেবল তুহিনের পা বিচ্ছিন্নসহ আরও অন্তত পাঁচ কনস্টেবল, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন এবং শিল্প পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন। এ ছাড়া ফায়ার সার্ভিসের এক সদস্য আহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভাটিয়ারির বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশন হাসপাতালে আহত অন্তত ২০ জনকে নেওয়া হয়েছে।
পুলিশ, ফায়ার সার
বরগুনা এমভি ১০ লঞ্চে আগুন।
গতরাত ৩ টায় এ অগ্নিপাতের সৃষ্টি হয়। আগুনে দগ্ধ হয়েছে অনেক আর মৃত্যের সংখ্যা এখন পর্যন্ত ৩০ শের উর্দ্ধে।
সর্বাত্মক লকডাউনে রাতের ঢাকা ।
(বিমানবন্দর সড়ক)
ভিডিও সূত্রঃ- চ্যানেল 24
#ব্রেকিং_নিউজ
লকডাউন কে উপেক্ষা করে সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের মাদারটেক চৌরাস্তা থেকে বাগানবাড়ী পর্যন্ত জনসমাগমে ভরে আছে, সরকারের বিধি নিষেধের তোয়াক্কা না করে রাত অব্ধি মানুষের ঢল থাকে এই রাস্তায়।
সবুজবাগ থানার পুলিশ লকডাউনের এই সময় গুলোতে যদি কঠোর অবস্থান নিতে না পারে তাহলে পরিস্থিতি রুপ নিতে পারে আক্রান্তের ভয়াবহ। এই রাস্তায় পুলিশ টহল বারিয়ে দিলে হয়তো চিত্র ভিন্নরুপ নিতে পারবে।
সরকার যেখানে লকডাউন দিয়েছে ভারতীয় ভেরিয়ন্টের আক্রমণ থেকে বাঁচার জন্য, সেই খানে ছুটি পেয়ে মানুষ রাস্তায়, চায়ের দোকানে আড্ডায় মশগুল হয়ে আছে।
মাদারটেক চৌরাস্তা থেকে বাগানবাড়ী পর্যন্ত জনসমাগম কমাতে সবুজবাগ থানার পুলিশ বাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে মাদারটেক এর গন্যমান্য ব্যক্তিবর্গ।
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক
যুদ্ধ বিরতির পর # গাজার রাস্তায় ঈদের তাকবীরাত ভরে গেছে ❤️❤️ সুত্র আল জাজিরা
এ কেমন নির্মমতা!!
এ কেমন নৃশংসতা!
কোনো অসভ্য যুগেও কি এমন ছিলো??
পল্লবীতে বাচ্চা ছেলের সামনে প্রকাশ্য দিবালোকে বাবাকে কুপিয়ে খুন! খুনীরা কয়েকদিন আগেই নাকি জামিনে বের হয়েছে।
বের হয়েই মামলার বাদিকে প্রকাশ্যে খুন!!
আইন আজ প্রশ্নবিদ্ধ!!!
দেখার যেন কেউ নেই।
সকল পুলিশ বাহিনী যেন সত্য প্রকাশ করা প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা কে ঘিরে ব্যস্ত আর অন্য দিকে ঢাকার পল্লবী তে দিনদুপুরে কুপিয়ে সন্তানের সামনে বাবা কে খুন।
ভিডিও সংগ্রহ -প্রেক্ষাপট টিভি
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক
যিনি গলা চেপে ধরে আছেন তিনি স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব। যাকে ধরে আছেন তিনি প্রথম আলোর প্রতিবেদক রোজিনা ইসলাম।
সচিবালয়ে ৫ ঘণ্টা তাকে আটকে রেখে এভাবেই হেনস্থা করা হয়।
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক
#মশক_নিধন_এর_জন্য_ব্যতিক্রমি_এক_উদ্যোগ
#বিস্তারিতঃ-
ঢাকা মহানগর দক্ষিন সিটি কর্পোরেশন এর
৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও
সবুজবাগ থানা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক #লায়ন_চিত্ত_রঞ্জন_দাস গত
১৮-০৪-২০২১ইং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্দ্যোগে, মশক নিয়ন্ত্রণে রাজারবাগ কালীবাড়ি গঙ্গা সাগর দীঘিতে শতাধিক পরিনত কোলা ব্যাঙ অবমুক্ত করেন। মশক নিধন এর এই উদ্যোগ নেওয়ার জন্য ৫ নং ওয়ার্ডবাসী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ও ওয়ার্ড অভিভাবক লায়ন চিত্ত রঞ্জন দাসের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
#সবুজবাগ_নিউজ
#সত্যের_পথে_নির্ভীক
মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরে না কবরে, সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত আপনার- আইজিপি।
প্রচারণায়ঃ- ডি.এম.পি (সবুজবাগ থানা) ।