Nawabi

Nawabi Assamulaikum....

আমি অলস-মহা অলস
09/11/2023

আমি অলস-মহা অলস

এরপরও কি  ইসরাইলি পণ্য ব্যবহার করবেন?  সবগুলো পণ্য চিনে রাখুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন একটি শেয়ার করে 🖤😓
20/10/2023

এরপরও কি ইসরাইলি পণ্য ব্যবহার করবেন?
সবগুলো পণ্য চিনে রাখুন আর অন্যকে দেখার সুযোগ করে দিন একটি শেয়ার করে 🖤😓

12/10/2023

mini blog💝
゚viral #রান্না #বৃষ্টির ゚viralシ ゚

"স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন একটা সম্পর্ক     যেটা ভাঙতে পারলে স*য়*তা*ন খুশি হয়,     আর জোড়া লাগলে সয়ং আল্লাহ খুশি ...
12/10/2023

"স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো এমন একটা সম্পর্ক যেটা ভাঙতে পারলে স*য়*তা*ন খুশি হয়, আর জোড়া লাগলে সয়ং আল্লাহ খুশি হয়!"

স্বামী-স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে কাজে চলে গেল!
দশ মিনিট পরে স্ত্রীর ফোন, আমি চললাম, তোমার সংসার, তোমার সন্তান সব ফেলে যে দিকে দু'চোখ যায়। স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। (এটা বিশ্বাস)

দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাতেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। (এটা মায়া)
এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে,
কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না, নিজেও খাচ্ছে না। (এটা অভিমান)

বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। (এটা দায়িত্ববোধ)

স্বামী বেচারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা,
তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। (এটা অপেক্ষা)

রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারছি না।" (এটা ভালোবাসা)

শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, সংসার টিকে থাকার জন্য দরকার বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষার...।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
স্বামী খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রীলোক মারা গেলে সে জান্নাতি! (তিরমিজি-১১৬৯)
Nawabi

সময় পাইলে পোস্ট করি 🙂
12/10/2023

সময় পাইলে পোস্ট করি 🙂

11/10/2023

কমপক্ষে ১ বার পড়ুন ইনশাআল্লাহ

১.اَسْتَغْفِرُ اللّٰهَ ~ আস্তাগফিরুল্লাহ

২.اَلْحَمْدُ لِلّٰهِ ~ আলহামদুলিল্লাহ

৩.اَللّٰهُمَّ اغْفِرْلِیْ ~ আল্লাহুম্মাগফিরলী

৪.اَللّٰهُ اَكْبَرُ ~ আল্লাহু আকবার

৫.سُبْحٰنَ اللّٰهِ ~ সুবহানাল্লাহ

৬.اَللّٰهُمَّ اَجِرْنِیْ مِنَ النَّارِ ~ আল্লাহুম্মা আজীরনি মিনান নার

৭.لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللٌّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ ~ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম

৮.سُبْحٰنَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحٰنَ اللّٰهِ الْعَظِيْمِ ~ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী সুবহানাল্লাহি আযীম

৯.اَللّٰهُمَّ صَلِّ عَلٰی سَيِّدِنَا مُحَمَّدٍ ~ আল্লাহুমা সাল্লি আলা সায়্যিদিনা মুহাম্মদ

১০.لَا اِلٰهَ اِلَّا اَنْتَ سُبْحٰنَكَ اِنِّیْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ ~ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যোলীমিন

১১.رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِیْ صَغِيْرََا ~ রব্বীর হামহুমা কামা রব্বা ইয়ানী ছগীরা

১২.لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ مُحَمَّدࣨ رَّسُوْلُ اللّٰهِ ~ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ

১৩.رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ ~ রব্বী হাবলী মিনাছ ছলীহিন

পড়া শেষে আলহামদুলিল্লাহ্।
ফেসবুকে কত পোস্ট পড়েন কিন্তু এখন তো অনেকগুলো সাওয়াব হলো

10/10/2023
09/10/2023

#বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করলাম 🥰
゚viral #খিচুড়ি #রান্না #2024

08/10/2023

আকিকার অনুষ্ঠানে গিয়ে বাবুকে না দেখে চলে আসলাম 😑🫢
゚viral

🙂
08/10/2023

🙂

😃😃😃take it fun
08/10/2023

😃😃😃take it fun

kotha ki asolei sotti?🤔🫢
04/10/2023

kotha ki asolei sotti?🤔🫢

be careful 🙂
04/10/2023

be careful 🙂

29/09/2023

জন্মস্থান : কুমিল্লা
দাদার বাড়ি :কুমিল্লা
নানার বাড়ি : কুমিল্লা
বাবার বাড়ি : কুমিল্লা
শশুর বাড়ি :কুমিল্লা
😃😃

Now your turn 🧡🧡

28/09/2023

প্রতিটা বংশে একজন করে ভূমিদস্যু রয়েছে যাদের কাজ হল আপন ভাই, বোন, ভাতিজা / ভাগিনাদের জমি আত্মসাৎ করা।
আপনার পরিবারের সে লোকটা কে? 😑🤔

নববধূ আর বর,তাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ
23/09/2023

নববধূ আর বর,
তাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ

কার কার এই অবস্থা? 🙂😃
22/09/2023

কার কার এই অবস্থা? 🙂😃

আপনার কাছে কোনটা কঠিন কাজ?
18/09/2023

আপনার কাছে কোনটা কঠিন কাজ?

😂😂
17/09/2023

😂😂

মানুষ এমনি🙂
17/09/2023

মানুষ এমনি🙂

mention ur husband 😄😄
17/09/2023

mention ur husband 😄😄

আমার প্রিয় একটা জুটি যাক ভালো লেগেছে  একসাথে দেখে 🥰🥰
15/09/2023

আমার প্রিয় একটা জুটি যাক ভালো লেগেছে একসাথে দেখে 🥰🥰

বিয়ে না হলে মেয়েরা জানতেই  পারতো না তার যে এতো এতো দোষ! 🙃
07/09/2023

বিয়ে না হলে মেয়েরা জানতেই পারতো না তার যে এতো এতো দোষ! 🙃

😃😃
02/09/2023

😃😃

✅ শ্বাশুড়ি আর মায়ের মাঝে তফাৎ কতো!! একটা নবজাতকের মা এর আত্মকাহিনি ..শ্বাশুড়ি- শিশির তেনাগুলা তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকায়...
31/08/2023

✅ শ্বাশুড়ি আর মায়ের মাঝে তফাৎ কতো!! একটা নবজাতকের মা এর আত্মকাহিনি ..

শ্বাশুড়ি- শিশির তেনাগুলা তাড়াতাড়ি ধুয়ে দাও, শুকায় যাক।
মা- তুই রাখ অইগুলা আমি ধুইতেছি।

শ্বাশুড়ি- বৌ ওরে গোসল করাও বেলা চলে গেলো।
মা- গোসল করিয়ে তেল দিয়ে দিছি কোন জামাটা পরাবি।

শ্বাশুড়ি -বৌ ওরে কখন খাওয়াবা খিদা লাগছে না ওর/
মা- এই দেখ পুরা ফিডার খালি খাওয়া শেষ।

শ্বাশুড়ি- খাওয়াতে নিলে কান্না করবো কেন আমাকে বুঝিও না।
মা- দে তোর কাছে খাবো না আমি ওকে খাওয়াই।

শ্বাশুড়ি:- বৌ পটি করছে আসো তাড়াতাড়ি।
মা:-(আম্মু কি করো) - বাবু পটি করছিলো ধোয়াই দিলাম।

শ্বাশুড়ি -বাবু পানি খাবো গো।
মা- বাবুরে পানি খাওয়াইলাম।

শ্বাশুড়ি- পটির প্যান্টটা এখনো ধোও নাই ওইখানে ফালাই রাখছো কেন? সন্ধ্যায় ধুবা?
মা- এতো সকালেই এগুলা নিয়ে বের হইছোছ ক্যান রাখ আমি ধুবো।

শ্বাশুড়ি- কান্না করতেছে ধরো, নেও।
মা- দে আমার কাছে কান্না করতাছে।

শ্বাশুড়ি - বাবুর কাপড়গুলা উঠাও গো, ঠান্ডা হয়ে গেলো।
মা- সেল্ফে দেখ বাবুর জামা উঠায়ে গরম গরম ভাজ করে রাখছি।

শ্বাশুড়ি- আল্লাহরে শিশি করে একদম ভিজাই দিলো।
মা- আমার নানু ভাই ই তো শি করবো। করো নানু।

শ্বাশুড়ি - গোসলের পানি এতো ঠান্ডা কেন?
মা- গোসলের পানি রেডি বাবুরে নিয়া আয়।

শাশুড়ি - এম্নে খাওয়াও কেন? এম্নে গোসল করাও কেন? এম্নে তেল দেও কেন? এম্নে মুছাও কেন? এম্নে জামা পরাও কেন? এমন করলা কেন?
মা- খাওয়াইলাম। গোসল করাইলাম। তেল দিয়ে দিলাম। মুছাই দিলাম। জামা পরা দিছি। সব কিছু এমন করে করবি। এখন শিখ পরেরটা আমি না থাকলে নিজে নিজে করিস। 🙂

মা এটা একটা শব্দ না এটা একটা ভালোবাসা, এটা একটা আশ্রয়, এটা একটা ভরসার জায়গা, এটা সকল সুখের আধার।

আর এই মায়ের ঋণ কখনো শোধ করা যায় না।❤️

30/08/2023

কতদিন হলো জামাইকে দেখেন না🙂

29/08/2023

🫠🥰 please say Ma Sha Allah......

29/08/2023

১০ টাকার ভেতর ভালো লাগা খাবার কী?

পাহাড় নাকি সমুদ্র কোনটা?  আমি দুইটাই🥰
28/08/2023

পাহাড় নাকি সমুদ্র কোনটা? আমি দুইটাই🥰

😃😃😃
27/08/2023

😃😃😃

😂😂😂
27/08/2023

😂😂😂

bolen to?
26/08/2023

bolen to?

জেনে রাখা ভাল। শিক্ষনীয়ঃ ✅ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার...
23/08/2023

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

✅ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

✅ ঘটনা - ২
আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

✅ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

✅ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন

✅শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

আমার জামাই বিয়ে বাড়িতে গিয়ে আমার ছবি তুলেছে 🙂অপরাধী জামাই 😐
22/08/2023

আমার জামাই বিয়ে বাড়িতে গিয়ে আমার ছবি তুলেছে 🙂

অপরাধী জামাই 😐

আমি ৭০.🙂
21/08/2023

আমি ৭০.🙂

20/08/2023

আপনার হাজব্যান্ড যখন SSC পরীক্ষা দিয়েছে তখন আপনি কোন ক্লাসে ছিলেন?
আমি ক্লাস 1 🫣

Address

Dhanmondi
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801711131676

Alerts

Be the first to know and let us send you an email when Nawabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nawabi:

Videos

Share

Category

About

বাংলাদেশের অনলাইন শপিং সেন্টার গুলোতে যখন নকল পণ্যে শয়লাভ, ঠিক তখনই Nawabi এর আবির্ভাব। প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ২০১৯ সালের ২০ অক্টোবর, প্রতিষ্ঠানটি খুব সল্প সময়ে সকলের ভালোবাসা ও আস্থা অর্জন করে পরিণত হয়েছে একটি বিশ্বস্ত অনলাইন শপিং সেন্টারে।আধুনিক রুচিসম্পন্ন, ফ্যাশনসচেতন নারীদের জন্য আমরা পাকিস্তানি ব্র‍্যান্ডেড ক্যাটালগ ডিজাইনের ভালো মানের সকল ড্রেসগুলো নিয়ে কাজ শুরু করেছি।আপনি Nawabi তে পাবেন বিভিন্ন মানের এবং বিভিন্ন ধরণের ড্রেস।

বিভিন্ন অনলাইন শপিং সেন্টার ও শো-রুম গুলোতে পাকিস্তানি ব্র‍্যান্ডেড ক্যাটালগ ডিজাইন ড্রেসের নাম করে উচ্চমূল্যে নিম্নমানের ড্রেস দিয়ে ভোগান্তিতে ফেলছে ক্রেতাদের। এর ফলে অনলাইন শপিং এর প্রতি অনেকেই বিশ্বাস হারিয়ে ফেলেছে। আর ঠিক তখনই Nawabi নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে সবচেয়ে ভালো মানের পাকিস্তানি ব্র‍্যান্ডেড ক্যাটালগ ড্রেসের নিশ্চয়তা। ভালো কোয়ালিটির পোষাক আপনাদের হাতে তুলে দেয়াই Nawabi এর একমাত্র লক্ষ্য। সেইসাথে রয়েছে অনলাইন মার্কেটে Nawabi কে আপনাদের সবার প্রিয় ও বিশ্বস্ত রোল মডেল হিসেবে পরিচিত করা।

Nawabi যদিও এখন শুধু ড্রেস নিয়ে কাজ করছে কিন্তু খুব শীঘ্রই আমরা বিভিন্ন দেশের নাম করা সকল ব্র্যান্ডেরঃ- Main Lines | Womenswear, Kidswear |Wedding Line | Bridal Clothing, Groom Clothing, Bridal Jewelry, Wedding Accessories |Product Variations | Long Dresses, Sarees, Kamizes, Abayas, Panjabis, Jewelry, Dress Accessories, Bags, Shoes, Fabrics | Female Beauty Care Products, Female Fashion Accessories নিয়ে কাজ শুরু করবো। নারীদের পোশাক এবং লাইফস্টাইল প্রোডাক্টের জন্য Nawabi কে অনলাইন মার্কেটে Non-stop প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার এই যাত্রায় আপনাদের সবার ভালোবাসা এবং সহযোগিতা একান্ত কাম্য। তাই এখন থেকে বেশিবেশি শপিং হোক Nawabi তেই। আমাদের একমাত্র পেজবুক পেইজঃ www.facebook.com/nawabiBD/



You may also like