MD Hridoy 11

MD Hridoy 11 আমরাও মানুষ

17/12/2024

আজ শেই 18 ডিসেম্বর 🥰🥰

বিশ্ব আসরে কোনো দলই বড় না। বিশ্ব আসরে ঘটে যেতে পারে যেকোনো কিছু। অভিনন্দন আফগানিস্তান😍
15/10/2023

বিশ্ব আসরে কোনো দলই বড় না। বিশ্ব আসরে ঘটে যেতে পারে যেকোনো কিছু। অভিনন্দন আফগানিস্তান😍

★বর্তমান বিশ্বচাম্পিয়ান আমরা🇦🇷★বর্তমান কোপা আমেরিকা চাম্পিয়ান আমরা🇦🇷★বর্তমান কোপা চাম্পিয়ান আমরা 🇦🇷★ফিফা বর্তমান সেরা গো...
16/08/2023

★বর্তমান বিশ্বচাম্পিয়ান আমরা🇦🇷
★বর্তমান কোপা আমেরিকা চাম্পিয়ান আমরা🇦🇷
★বর্তমান কোপা চাম্পিয়ান আমরা 🇦🇷
★ফিফা বর্তমান সেরা গোল রক্ষক 🇦🇷
★ফিফা বর্তমান সেরা কোচ আমাদের🇦🇷
★ফিফা বর্তমান সেরা খেলোয়াড় আমাদের🇦🇷
★বর্তমান সেরা উদানিওমান খেলোয়ার আমাদের 🇦🇷
★বাকি ছিলো ১ নম্বর Ranking সেটা বর্তমান আমরা🇦🇷
তাহলে বাকি আছে কি???🤔

সর্বকালের শ্রেষ্ট খেলোয়াড় ও আমাদের। তারপরও একদল মানুষ ট্রল করে 😄😄
ব্যাপার টা হাস্যকর 🤩🤩🤩

🤟🤟🤟🤟🇦🇷🇦🇷🇦🇷🇦🇷🇦🇷

বিদেশ থেকে ছেলের লা*শ এসেছে ৷ বাবা ছাড়া কেউ আসেনি নিতে, কারণ টাকার মেশিনটা আজ অচল 😊😢সংগৃহীত পোস্ট
12/05/2023

বিদেশ থেকে ছেলের লা*শ এসেছে ৷ বাবা ছাড়া কেউ আসেনি নিতে, কারণ টাকার মেশিনটা আজ অচল 😊😢

সংগৃহীত পোস্ট

মেসি ৭'ম বারের মত ফিফা বর্ষসেরা খেলোয়ার ২০২২ জিতেছেন।। ❤️❤️
28/02/2023

মেসি ৭'ম বারের মত ফিফা বর্ষসেরা খেলোয়ার ২০২২ জিতেছেন।। ❤️❤️

তুরস্ক এবং সিরিয়ায় ৩.৫ মিলিয়ন ইউরো দান করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি!যা বাংলাদেশী টাকায় ৩২ কোটি ৮১ ...
09/02/2023

তুরস্ক এবং সিরিয়ায় ৩.৫ মিলিয়ন ইউরো দান করেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি!

যা বাংলাদেশী টাকায় ৩২ কোটি ৮১ লক্ষ ৫৩ হাজার ৫৯০ টাকা প্রায়! ❤️❤️

🎙 ট্রিবেলা স্পোর্টস।

📌পেনাল্টি ছাড়া 'হ্যাটট্রিক'-এর সংখ্যা: 🇦🇷 আগুয়েরো - ১০ 🇵🇱 লেওয়ানডস্কি - 16 🇺🇾 সুয়ারেজ - 21🇵🇹 রোনালদো - ২৮ 🇦🇷 মেসি - 4...
16/01/2023

📌পেনাল্টি ছাড়া 'হ্যাটট্রিক'-এর সংখ্যা:

🇦🇷 আগুয়েরো - ১০
🇵🇱 লেওয়ানডস্কি - 16
🇺🇾 সুয়ারেজ - 21
🇵🇹 রোনালদো - ২৮
🇦🇷 মেসি - 42 👑
তালিকায় একমাত্র মেসিই নন-স্ট্রাইকার..🤯

পরের প্রজন্ম এগুলো দেখে ভাববে মেসি স্ট্রাইকার ছিলো,আবার ভেবে দেখবে আর বলবে তাহলে কিভাবে ৫বার প্লে-মেকারের এওয়ার্ড জিতেছে।
তার পর বলবে,
মনে হয় মেসি নামে দুই জন খেলোয়াড় ছিল। 😅😅😅

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস। ইন্টার্নীতে থাকা...
04/01/2023

পুরুষ মানুষের মন খারাপের অনেক কারন থাকে। টাকা পয়সা তার একটি। এই জিনিষ টা ছাড়া পুরুষ হয়ে যায় হাঁফ লেডিস।

ইন্টার্নীতে থাকার সময় যশোর থেকে এক টি বিয়ের প্রস্তাব এসেছিল। পাত্রীর ধনী বাবা আমাদের বাড়ী দেখতে এসে বাড়ির পথ থেকে পালিয়েছিল, ভিতরে আর আসে নি। এই বয়সে বিয়ের কোন আগ্রহ ছিল না আমার, সেটা চাইও নি, পাত্রীকেও চিনি না। তবুও একটা অদ্ভুত কষ্ট হয়েছিল সেদিন। কষ্টটা আমার জন্য নয়। আমাদের গোলপাতার বাড়িটার জন্য।...
এক ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে দেখা হল সেদিন। চেহারা শুকিয়ে গেছে, চোখ কোটরে ঢুকেছে। ভালবেসে বিয়ে করেছিল, কোর্ট ম্যারেজ। পরিবার মেনেও নিয়েছিল। নবম মাসের মাথায় ডিভোর্স দিয়েছে। ডিভোর্স হয়েছে উনি নিজেও জানতেন না। খবর টা শুনেছে অন্যের কাছে। একটা বিশাল অপরাধ করেছিলেন উনি::: জুলাইতে এফসিপিএস চান্স হয় নাই, বিসিএস প্রিলি হয় নাই।
বিসিএস রিটেন দেওয়া রংপুর মেডিকেলের এক ছেলের সাথে নতুন করে শুরু করেছে মেয়েটা।

কারো চাই টাকা, আর কারো চাই স্ট্যাটাস। ভালবাসা এখানে শ্বান্ত্বনা ।
ভাইটাও এখন শ্বান্তনা পায়। মেয়েটির উপর তার কোন অভিযোগ নেই। " ও ভেবেছিল আমি ভাল মেডিকেলে পড়ি, অনেক ব্রিলিয়ান্ট কেউ। আমি যে গড় পড়তামানের স্টুডেন্ট পরে বুঝেছে । বোঝার পর চলে গেছে। ওর কোন দোষ নেই।" এভাবেই বলেছিলেন উনি। ....
আপনি পুরুষ মানুষ হয়েছেন, আর আপনার বিসিএস নাই, এফসিপিএস নাই আবার টাকাও নাই। ভুলেও নিজেকে পুরুষ ভাববেন না। যেদিন বউ চলে যাবে সেদিন ই বুঝবেন নিজেকে ভুল জেনেছেন। 'ভালবাসার সাথে টাকার সম্পর্ক নেই' এই কথা যে বলে তার দুই গালে কষে থা #*ড় দিন। নিকৃষ্টতম মিথ্যাটি সে আপনাকে বলেছে।...
টাকা সবারই লাগে। অথচ বেশিরভাগ ক্ষেত্রে এটি থাকে পুরুষের পকেটে। এর ওজন ও ব্যাথা প্রতিটা পুরুষকে বইতে হয়। টাকা না থাকলে কোন মেয়ে অমানুষ হয়ে যায় না, কিন্তু একটি পুরুষ মহিলা হয়ে যায়।
টাকা আসে, আবার চলে যায়। মাঝ থেকে ভালবাসাটা নিয়ে গেলে আর কষ্টের সীমা থাকে না।...
গতকাল ওয়ার্ডে দুই জন রুগী খারাপ ছিল। 27 বছরের এক মেয়ে , Sub Arachnoid haemorrhage ... ICU এর জন্য. councelling. করেছিলাম। টাকা দিয়ে হয়ত সুখ কেনা যায়, জীবন তো আর কেনা যায় না। তবুও আমাদের টাকাই সব।.
যতবার বিয়ের কথা উঠেছে, ততবার ই আমি ভয় পেয়েছি। টাকা আমাকে আজীবন তাড়িয়ে বেড়িয়েছে। তাই বিয়ে - ভালবাসার কথা শুনলে ভয় পাই। ফার্স্ট ইয়ারে কেরানীগঞ্জ এর ওপারে যখন দেড় হাজার টাকার টিউশুনি করতাম, নদী পার হওয়ার ছয় টাকা আমার থাকত না। আধা কিলোমিটার হেটে ব্রিজ পার হতাম। আর আজ হাজার হাজার টাকা আয় করেও দেখি ঈদে বাড়ি যাওয়ার টাকা থাকে না। জীবন আসলে একই থাকে, শুধু সময় আর চক্র টা বদলায়। ..
একজন বিখ্যাত প্রফেসরের সাথে কথা বলতেছিলাম। উনি যখন ইন্টার্নীতে পাঁচ হাজার টাকা বেতন পেতেন তখন দুই হাজার টাকা ঘাটতি থাকত। এখন বিশ লাখ টাকা আয় করেও দুই লাখ টাকা ঘাটতি থাকে। কাকে কি বলব??..
সতের শ টাকায় যখন মাস চলত। তখনও পকেটে একটা টি শার্ট কেনার মত টাকা থাকত না। আর আজ নিজের খরচই হয় ষোল হাজার টাকা। আজও টি শার্ট কেনার টাকা নাই। ..
আমি এই হিসেব বুঝি না।

লেখাঃ ডা: আব্দুর রব

Happy New Year 2023 ❤️🇦🇷🇧🇩
01/01/2023

Happy New Year 2023 ❤️🇦🇷🇧🇩

আর্জেন্টিনা প্রথম অফিসিয়াল মুদ্রা জারি করে (মেসির এবং বিশ্বকাপজয়ী টিমের ছবি)।
22/12/2022

আর্জেন্টিনা প্রথম অফিসিয়াল মুদ্রা জারি করে (মেসির এবং বিশ্বকাপজয়ী টিমের ছবি)।

আজ Leo Messi 'র জন্মস্থান রোজারীওতে আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ছে..💞একজন বাংলাদেশের জনগণ হিসেবে গর্ববোধ করছি। কেন...
22/12/2022

আজ Leo Messi 'র জন্মস্থান রোজারীওতে আমাদের স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ছে..💞

একজন বাংলাদেশের জনগণ হিসেবে গর্ববোধ করছি। কেনো না আজ আর্জেন্টিনা কে সাপোর্ট করে কোনো ভুল করি নিয়ে আমরা ..!!

22/12/2022

দুই বছরে তিনটি ট্রফি 🏆🏆🏆
সত্যি অসাধারণ 😍

22/12/2022

দয়া করে কেউ ১০ টাকা কেজি দরে বই - গাইড বিক্রি করবেন না।

বাজারে নতুন বইয়ের দাম প্রায় ২ গুন বেড়ে গেছে,অনেকে বই না কিনতে পেরে পড়াশোনা করতে পারবে না। অন্তত তাদের কাছে ফ্রিতে না দিলেও ২০০ টাকা নিয়ে বই গুলো বিক্রি করে দিন। এতে করে অনেক স্টুডেন্ট ঝরে পরা থেকে রক্ষা পাবে।

21/12/2022

এই মুহূর্তটা নিয়ে গিয়েছিলো সেই কোপা জয়ের মুহূর্তটায়!🥺

এক মেসির জন্য তারা কি না করেছে!🥹🫶

Address

Borishal
Dhaka
108

Telephone

+8801743780008

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Hridoy 11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Hridoy 11:

Videos

Share