Mohammad Abu Saleh

Mohammad Abu Saleh সব সময় সত্যের সাথে থাকুন।তাতে যে কোন পরিস্থিতি আসুক মেনে নিন। জীবন একটাই একবারের বেশি মরতে পারবেন না।
(3)

02/02/2025

আপনারা ভিন্ন নাইকা মঠেল এর চামড়া শিল্প যেভাবে ধ্বংস করে দিয়েছেন তারা এমন পাগল পাগল হওয়াটা খুবই সাধারণ বিষয়।

আমি কিন্তু পরীমনির কিংবা শাওনের কথা বলিনি।

01/02/2025

১) জামায়াতে ইসলামী
২) বি এন পি
৩) আওয়ামিলীগ
কাদের আদর্শ আপনার ভালো লাগে..?

01/02/2025

বিষয় টা হাস্যকর!

৫০০ টাকার টি শার্ট পড়া মাইয়া, ৩০০০ টাকার বোরকা পড়া মেয়েরে বলে ক্ষ্যাত!

শিশুদেরকে প্রহার করার বৈধতা কতটুকু------------------------------------------মুফতী আবুল হাসান শামসাবাদী------------------...
01/02/2025

শিশুদেরকে প্রহার করার বৈধতা কতটুকু

------------------------------------------
মুফতী আবুল হাসান শামসাবাদী
------------------------------------------
বেত, লাঠি ইত্যাদি দিয়ে শিশুদেরকে প্রহার করা জায়িয নয়। হাত দিয়ে মৃদুভাবে শাসন করা যায়। কিন্তু তা-ও একসাথে তিনবারের বেশী জায়িয নয়।

এ ব্যাপারে হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে–

قال علیہ الصلاة والسلام لمرداس المعلم:”إیاک أن تضرب فوق الثلاث؛ فإنک إذا ضربت فوق الثلاث اقتص اللہ منک“ اھ إسماعیل عن أحکام الصغار للأستروشني

হযরত রাসূলুল্লাহ (সা.) হযরত মিরদাস (রা.) কে (যিনি বাচ্চাদের পড়াতেন) উদ্দেশ্য করে বলেন–“খবরদার! বাচ্চাদেরকে তিনের বেশি মারবে না। কেননা, যদি তুমি তিনের বেশি মারো, তাহলে আল্লাহ তা‘আলা কিয়ামত দিন তোমার থেকে তার ক্বিসাস বা বদলা নিবেন।” (হাশিয়া ইবনে আবিদীন-রদ্দুল মুহতার, ১ম খণ্ড, ৩৫১ পৃষ্ঠা/ ই‘লাউস সুনান, ১০ম খণ্ড, ২৫২ পৃষ্ঠা)

তেমনি ফাতওয়ার কিতাবে এরকমই বলা হয়েছে। দেখুন, হাশিয়া-ইবনে আবিদীন-রদ্দুল মুহতারের ইবারত–

قولہ: ” بید“: أي: ولا یجاوز الثلاث، وکذلک المعلم لیس لہ أن یجاوزھا، قال علیہ الصلاة والسلام لمرداس المعلم:”إیاک أن تضرب فوق الثلاث؛ فإنک إذا ضربت فوق الثلاث اقتص اللہ منک“ اھ إسماعیل عن أحکام الصغار للأستروشني، وظاھرہ أنہ لا یضرب بالعصا في غیر الصلاة أیضاً۔ قولہ: ”لا بخشبة“: أي: عصاً، ومقتضی قولہ: ”بید“ أن یراد بالخشبة ما ھو الأعم منھا ومن السوط، أفادہ ط (رد المحتار، أول کتاب الصلاة، ۲:، ط: مکتبة زکریا دیوبند)

“দুররুল মুখতারে বলা হয়েছে–” بید“ (শিষ্টাচারের জন্য মা-বাবা সন্তানদেরকে হাত দ্বারা মামুলীভাবে প্রহার করতে পারেন,) এক্ষেত্রে উল্লেখ্য হলো– সেটা তিনের বেশী হতে পারবে না। তেমনি শিক্ষকের জন্য জায়িয হবে না তিনবারকে অতিক্রম করা। কেননা, রাসূলুল্লাহ (সা.) হযরত মিরদাস (রা.) কে (যিনি বাচ্চাদের পড়াতেন ) উদ্দেশ্য করে বলেন–“খবরদার! বাচ্চাদেরকে তিনের বেশি মারবে না। কেননা, যদি তুমি তিনের বেশি মারো, তাহলে আল্লাহ তা‘আলা কিয়ামত দিন তোমার থেকে তার ক্বিসাস বা বদলা নিবেন।” এ হাদীসটি ইসমাঈল (রহ.) আল্লামা আস্তুরুশনী (রহ.)-এর “আহকামুস সিগার” কিতাব থেকে উদ্ধৃত করেছেন। এ হাদীসের বাহ্যত নির্দেশনা হলো–নামায ব্যতীত অন্য ক্ষেত্রেও বেত বা লাঠি দ্বারা প্রহার করা যাবে না। এভাবে দুররুল মুখতারে বলা হয়েছে–”لا بخشبة“ (লাঠির দ্বারা নয়।) এখানে লাঠি বলতে ব্যাপক মাধ্যমকে উদ্দেশ্য করা হয়েছে। তাই লাঠি বা দোররা ইত্যাদি যে কোন জিনিস দ্বারা প্রহার করা নিষিদ্ধ হবে। (হাশিয়া ইবনে আবিদীন-রদ্দুল মুহতার, ১ম খণ্ড, ৩৫১ পৃষ্ঠা)

সেই সাথে এ ব্যাপারে দারুল উলূম দেওবন্দের ফাতওয়া রয়েছে। তার লিঙ্ক নিম্নে প্রদত্ত হলো–

https://darulifta-deoband.com/home/ur/others/156983

দেওবন্দের উক্ত ফাতওয়ার অনুবাদ নিম্নে প্রদত্ত হলো--

শিরোনাম : ছাত্রের শরীরের যে অংশে উস্তাযের বেত লাগে, সেই অংশের উপর কি দোযখের আগুন হারাম হয়ে যায়?

প্রশ্ন--১ :
----------

তালিবে ইলমীর যমানায় দেখতাম, আমাদের শিক্ষক মহোদয় ছাত্রদেরকে খুব পেটাতেন। চামড়ার বেল্ট, হিটারের তার ও বেত দ্বারা প্রহার করতেন। আর এ ব্যাপারে বলতেন--শরীরের যেখানে উস্তাযের আঘাত লাগে, সেই স্থানে দোযখের আগুন হারাম হয়ে যায়। এ কথা কতটুকু সঠিক?

২ :-
----

ছাত্রদেরকে এভাবে যবরদস্তি করে পিটিয়ে অথবা জিঞ্জিরে বেঁধে শাস্তি দেয়া (ঐ ইলম শেখানোর জন্য যা ফরজে কিফায়াহ)--এটা কি জায়িয হবে?

উল্লিখিত প্রশ্ন দু’টির দলীল-প্রমাণ ও বিচার-বিবেচনাভিত্তিক জবাব প্রদান করে বাধিত করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন। এটা বড় ইহসান হবে।

দারুল উলূম দেওবন্দের উত্তর :--
-------------------------------

بسم الله الرحمن الرحيم

কুরআন, হাদীস ও নির্ভরযোগ্য কোনো কিতাবে আমরা এ কথা পাইনি যে, ছাত্রের শরীরের যে অংশে উস্তাযের বেত লাগে, সেই অংশের উপর কি দোযখের আগুন হারাম হয়ে যায়। বরংহযরত নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হযরত মিরদাস (রা.) কে (যিনি বাচ্চাদের পড়াতেন ) উদ্দেশ্য করে বলেন--

إیاک أن تضرب فوق الثلاث؛ فإنک إذا ضربت فوق الثلاث اقتص اللہ منک

“খবরদার! বাচ্চাদেরকে তিনের বেশি মারবে না। কেননা, যদি তুমি তিনের বেশি মারো, তাহলে আল্লাহ তা‘আলা কিয়ামত দিন তোমার থেকে তার ক্বিসাস বা বদলা নিবেন।” (হাশিয়া ইবনে আবিদীন-রদ্দুল মুহতার, ১ম খণ্ড, ৩৫১ পৃষ্ঠা/ ই‘লাউস সুনান, ১০ম খণ্ড, ২৫২ পৃষ্ঠা)

ফিকাশাস্ত্রবিদগণ এই হাদীসের আলোকে বলেছেন, শিষ্টাচার শিক্ষা দেয়ার জন্য উস্তাদ হাত দ্বারা হালকা-মোলায়েমভাবে বাচ্চাদেরকে মারতে পারবেন। কিন্তু এক‌ সময়ে তিনবারের বেশি মারবেন না এবং বেত, লাঠি, ডান্ডা, কোড়া ও চামড়ার বেল্ট ইত্যাদি দিয়ে কখনো মারবেন না। শরীয়তে তার অনুমতি নেই। চাই সেটা ফরজে আইনের ইলম হোক বা ফরজে কিফায়াহ পর্যায়ের ইলম হোক। তেমনিভাবে মা-বাবাও শিষ্টাচারিতার জন্য সন্তানদেরকে শুধু হাত দ্বারা হালকা-পাতলা শাসন করতে পারেন। কিন্তু বেত, লাঠি ইত্যাদি দিয়ে মারতে পারবেন না।

সুতরাং মক্তব ও মাদরাসাসমূহের কিছু উস্তায যে ছাত্রদেরকে জিঞ্জিরে বেঁধে নির্দয়ভাবে মারেন, অথবা বেত, লাঠি, চামড়ার বেল্ট ইত্যাদি দিয়ে মারা কিছুতেই জায়িয হবে না। উস্তাযগণের জন্য এত্থেকে বেঁচে থাকা জরুরী। ছাত্রদেরকে শুধুমাত্র স্নেহ ও মহব্বতের মাধ্যমে তা‘লীম দেয়া কর্তব্য। অথবা হালকা-পাতলা-মামুলী প্রহার বা শাসনের উপর ক্ষান্ত করা উচিত।

قولہ: ” بید“: أي: ولا یجاوز الثلاث، وکذلک المعلم لیس لہ أن یجاوزھا، قال علیہ الصلاة والسلام لمرداس المعلم:”إیاک أن تضرب فوق الثلاث؛ فإنک إذا ضربت فوق الثلاث اقتص اللہ منک“ اھ إسماعیل عن أحکام الصغار للأستروشني، وظاھرہ أنہ لا یضرب بالعصا في غیر الصلاة أیضاً۔ قولہ: ”لا بخشبة“: أي: عصاً، ومقتضی قولہ: ”بید“ أن یراد بالخشبة ما ھو الأعم منھا ومن السوط، أفادہ ط (رد المحتار، أول کتاب الصلاة، ۲:، ط: مکتبة زکریا دیوبند)۔

واللہ تعالیٰ اعلم

দারুল ইফতা
দারুল উলূম দেওবন্দ।
ফাতওয়া নং : 305-325/N=4/1439

31/01/2025

কোটি কোটি মুসলমি যেই ভিডিওটি দেখার অপেক্ষায় ছিলো... আলহামদুলিল্লাহ

পবিত্র কাবা ঘরের ভিতরের মাটি...অনেক বছর আগের...এরকম দুর্লভ পবিত্র জিনিস আল্লাহ পাক আমাদেরকে  দেখাবেন তা কোনোদিন কল্পনা ক...
31/01/2025

পবিত্র কাবা ঘরের ভিতরের মাটি...
অনেক বছর আগের...

এরকম দুর্লভ পবিত্র জিনিস আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন তা কোনোদিন কল্পনা করিনি..
মহান আল্লাহ পাক এর দরবারে লাখো কোটি শুকরিয়া
আলহামদুলিল্লাহ।

31/01/2025

আইটেম গার্ল বানিয়ে স্টেজে নাচানো আর খেলোয়াড় বানিয়ে মাঠে লাফালাফি করানো; এ সবই নারীকে ভোগ করার নানান তরিকা।

31/01/2025

করুন অবস্থায় বাংলাদেশ

30/01/2025

আগামী ২৮ ফেব্রুয়ারী প্রথম তারাবী এবং ১ মার্চ প্রথম রোজা আলহামদুলিল্লাহ 🤍

30/01/2025

একটা জাতির পরিচয় শাহবাগ বা টেম্পুস্ট্যান্ড হতে পারে না।

30/01/2025

আমেরিকার AI মডেলের নাম Chatgpt, চীনের deepseek..!
বাংলাদেশের হলে নাম হতো 'শেখ রাসেল বুদ্ধিমত্তা'..!

আলহামদুলিল্লাহ,সুইডেনে টিকটক লাইভ করার সময় কুরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে স্নাইপার দিয়ে গুলি করে ওর প্রাপ্য বুঝিয়ে দেওয়...
30/01/2025

আলহামদুলিল্লাহ,সুইডেনে টিকটক লাইভ করার সময় কুরআন পোড়ানো সালওয়ান মোমিকাকে স্নাইপার দিয়ে গুলি করে ওর প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়েছে 💥💥💥

শান্তির খবর

30/01/2025

আমাদের ৪ বছরের বাচ্চারা...!

30/01/2025

সবাই ধরে নিয়েছিল এবার বিএনপি ক্ষমতায় আসবে, জামাত হবে প্রধান বিরোধী দল। জামাতের তাতে কোন আপত্তি ছিল বলে মনে হয় না, কারণ এতে তারা ইন্টেরিম গভমেন্ট এবং বিএনপি গভমেন্টের বছর কয়েক প্রস্তুতির সময় পাবে, লোক তৈরির সময় পাবে আওয়ামী নির্যাতনের ক্ষত সারিয়ে তুলতে পারবে এবং এর পরের নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করতে পারবে।

কিন্তু এই ক্যালকুলেশন আপনার আমার আগে ভারত করে বসে আছে। সঙ্গে সঙ্গে রয়ের এজেন্টরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে তাদের অতীত রেকর্ড দেখিয়ে দিল। এসব রেকর্ডে ইহুদী লবির সঙ্গে মিটিং এর ছবি, নারীদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি, আওয়ামী নেতৃবৃন্দ এবং ভারতীয় রায়ের এজেন্টদের সঙ্গে বসে মদ্যপানের ছবি আরো অনেক রকমের গোপন ছবি ও ভিডিও তাদের কাছে আছে। আছে অজস্র অডিও কল রেকর্ড। এসব ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে বিএনপি নেতৃবৃন্দ রাতারাতি বদলে ফেললেন মতামত। এবার ভারতের এজেন্ডাই হয়ে উঠলো বিএনপির এজেন্ডা।
ভারত চাই জামাত যেন প্রধান বিরোধী দলও হতে না পারে। কারণ জামাত যদি এবার প্রধান বিরোধী দল হয় আগামীবার নিশ্চিত তারা সরকার গঠন করবে।
রয়েল এজেন্টেবার প্রচারণা শুরু করলো জামাতের বিরুদ্ধে কিন্তু তাদের হাতে যেহেতু কোন অডিও কল রেকর্ড ভিডিও নাই তাই ওই সেই ৭১ এর রেকর্ড বাজাতে শুরু করল। এই ভাঙা রেকর্ড অবশ্য কেউ কেউ কানে তুলল বিশেষ করে নিজেকে সুশীল প্রমাণ করতে সচেষ্ট একদল তরুণ এবং মিডিয়াকর্মী এই প্রচেষ্টায় অংশ নিলো।

কিন্তু এখন ঘটনা ঘুরতে শুরু করেছে অন্যদিকে। জামাত-কে আর প্রধান বিরোধী দল নয় বরং সরকারি দল হিসেবে দেখতে চায় জনগণ।

আচ্ছা বিএনপি তো জানে তাদের জনসমর্থন আছে তাহলে তারা কেন আবার সেই ভারতের মেকানিজমে প্রবেশ করলো, ফাঁদে পা দিল?
মাহমুদুর রহমানের আজীবন প্রাণান্তকর চেষ্টা ছিল বিএনপিকে ভারতের ফাঁদ থেকে বাঁচানো এবং বাংলাদেশের জনগণের ওপর আস্থা রাখার জন্য। খোদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পর্যন্ত তিনি নসিহত করেছেন। কেন বিএনপি বারবার ক্ষমতায় আসার জন্য ভারতের ওপর নির্ভর করবে? কেন তারা জনগণের উপর আস্থা রাখতে চায় না?

কারণ বিএনপি'র একটি বড় অংশ শীর্ষ নেতৃত্বের বড় অংশই ভারতপন্থী।

বিএনপি'র এই ভারতপন্থী অংশ ভারতপন্থী আওয়ামী লীগের তুলনায় কম হিংস্র নয়। আওয়ামী লীগে ভারতপন্থীদের দুইটা গ্রুপ ছিল, এক গ্রুপে ছিল পঞ্চপান্ডব, এই গ্রুপ এতটাই হিংস্র ছিল যে ভারতের স্বার্থ উদ্ধারের জন্য তারা শেখ হাসিনাকেও কুরবানী দিতে প্রস্তুত। আরেকটা ভারতপন্থী গ্রুপ ছিল হাসিনা কেন্দ্রিক, তারা ভারতের জন্য নিজেদের শাড়ি শরীর এবং গোটা বাংলাদেশটাকে তুলে দিতে প্রস্তুত।
বাংলাদেশের পদ্মা সেতু ট্রানজিট রেলপথ সীমানা ইলিশ মাছ আইটি সেক্টর ব্যাংকিং খাত সবকিছু ভারত নির্ভর করে ভারতের স্বার্থসংশ্লিষ্ট করে সাজানো হয়েছে। আর ভারত তাদের সেই স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের পতনের পর বিএনপির উপর সওয়ার হয়েছে। বিএনপি'র এখন প্রতিটি কথাই রয়ের কথা আওয়ামী লীগের কথা, এতদিন আওয়ামী লীগ যা যা বলেছে, বিএনপি এখন থেকে ঠিক তাই তাই বলবে।

বিএনপির এখন প্রধান শত্রু ধর্ম, বিএনপি'র এখন প্রধান শত্রু ইসলাম, বিএনপি'র এখন প্রধান শত্রু জামাত ইসলাম, বিএনপি'র এখন প্রধান হাতিয়ার ১৯৭১ বিএনপির এখন প্রধান সম্পদ সংবিধান বিএনপির এখন প্রধান সম্পদ রাষ্ট্রপতি বিএনপির এখন প্রধান টার্গেট নির্বাচন।

জনগণ যে স্বপ্ন নিয়ে ৫ ই আগস্ট বাংলাদেশকে ভারতীয় তাঁবেদার মুক্ত করেছে সেই তাঁবেদারি আবার বাংলাদেশকে ঘিরে ধরে রেখেছে।

এই মুহূর্তে উচিত সরকারের অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকা। কম হলেও চার বছর। যাতে এমন কিছু সংস্কার হয় যাতে এমনভাবে পুরো পরিস্থিতি বদলে যায় যাতে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, আইন আদালত, পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, সংসদ ব্যবস্থাকে আর কেউ কোন ভিনদেশী রাষ্ট্র চাইলেও নিজেদের মতো করে পরিচালনা করতে না পারে।

বাংলাদেশের আগামী নির্বাচনে কোন অবস্থাতেই ভারতীয় তাঁবেদাররা সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ।

Mamun Mahfuz

28/01/2025

ব্রেকিং নিউজ!
জামায়াতে ইসলামী নিয়মিত কর্মী সংখ্যা বেড়ে হয়েছে; প্রায় ৭ কোটি ৮০ লক্ষ।
—আলহামদুলিল্লাহ,,,

28/01/2025

অবস্থাটা দেখেন দেহি...😜😜

চঞ্চল কুমার সরকার, গ্রেপ্তারকৃত এ এস আই। রামপুরায় কার্নিশে ঝুলন্ত বিক্ষোভকারীকে ছাদ থেকে গুলি করা পুলিশ।
27/01/2025

চঞ্চল কুমার সরকার, গ্রেপ্তারকৃত এ এস আই। রামপুরায় কার্নিশে ঝুলন্ত বিক্ষোভকারীকে ছাদ থেকে গুলি করা পুলিশ।

26/01/2025

মাদ্রাসার শিক্ষকদের উপর এই নির্যাতনের শেষ কোথায়...? জবাব চাই...!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Abu Saleh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category