Manzel-মানজিল

Manzel-মানজিল Best Islamic Product Shop

19/12/2024
01/12/2024

আল্লাহ আমাদের কে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আমরা কে উত্তম আমলের মধ্যে। উত্তম আমল হলো ইখলাসের সাথে আল্লাহর সকল বিধান মেনে চলা। আমল অল্প হোক কিন্তু সেটা রেগুলার করা হলে আল্লাহর কাছে পছন্দনীয়। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ...

যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-‘আমালের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন্ ব্যক্তি সর্বোত্তম। [সূরা মুলক: ০২]

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমার ঈমানকে খাঁটি কর, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে।” [মুসলিম]

আয়েশা (রা.) বলেন, রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, “আল্লাহর কাছে কোন আমল সর্বাধিক প্রিয়?”

তিনি উত্তর দিলেন,
“যে আমল সর্বদা করা হয় চাই তা কম হোক” [বুখারি : ৬৪৬৫]

আল্লাহ আমাদের ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত করুন, আমীন

30/11/2024

■ গুনাহের কারণে যেসব ক্ষতি হয়:

আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার আত-তিব্বু ওয়াল ফাওয়াইদ গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন। যেমন:

• ইলম থেকে বঞ্চিত হওয়া।
• নিজের ভেতর শূন্যতা অনুভব করা।
• কাজকর্ম কঠিন হওয়া।
• শারীরিকভাবে নিজেকে দুর্বল অনুভব করা।
• আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া।
• কাজেকর্মে বরকত না থাকা।
• কাজকর্মে সমন্বয় না থাকা।
• গুনাহের কাজে অভ্যন্ত হওয়া।
• আল্লাহর ব্যাপারে গুনাহকারীর ভেতর উদাসীনতা তৈরি হওয়া।
• লোকজন তাকে অশ্রদ্ধা করে।
• জীবজন্তুও গুনাহকারীকে লানত করে।
• সে সর্বদা অপমানিত হতে থাকে।
• গুনাহকারীর অন্তরে সিলমোহর পড়ে যায়।
• লানতের শিকার হয়ে তার দুআ কবুল হয় না।
• তার কারণে জলে ও স্থলে বিপর্যয় সৃষ্টি হয়।
• তার আত্মমর্যাদাবোধ কমে যায়।
• লজ্জা-শরম চলে যায়।
• নিয়ামত দূর হয়ে যায়।
• আজাব আপতিত হয়।
• গুনাহকারীর হৃদয়ে সর্বদা ভয় বাস করে এবং সে শয়তানের বন্ধুতে পরিণত হয়। তার জীবনের যবনিকাপাত হয় মন্দের ওপর এবং পরকালীন শাস্তি অনিবার্য হয় অনন্তকালের জন্য।

বইঃ তাওবা করতে চাই কিন্তু...
লেখকঃ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

29/10/2024

উম্মাহাতুল মুমিনিন (রাদিয়াল্লাহু আনহুন্না) সিরিজ
বৈচিত্র্যময় এ জীবনালেখ্যতে রয়েছে নানা ঘটনা, উত্থান-পতন ও শিক্ষণীয় বহুকিছু। প্রজ্ঞাপূর্ণ ও জ্ঞানগর্ভ নসিহতসহ, উত্তম চরিত্র, আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত, বিয়েপূর্ব জীবন, বিয়ের আগে ও পরে রাসুলের (সা.) সাথে তাদের সম্পর্কের বিশদ বর্ণনা, রাসুলের (সা.) তিরোধানের পর তাদের কর্ম—হাদিস বর্ণনা ও প্রাসঙ্গিক নানা ইলমি খেদমতের সমন্বিত আলোচনা করা হয়েছে এ সিরিজে৷

নির্ধারিত মূল্য : ২৩৪০ টাকা
অফার মূল্য : ২২০০ টাকা
-----------------------
ঘরে বসে পছন্দের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

জা’ফর বিন মুহাম্মদ ইবনুল হুসাইন রামাহুরমুযি রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, আবু মুআবিয়া আল আসওয়াদ রাহিমাহুল্লাহ...
05/10/2024

জা’ফর বিন মুহাম্মদ ইবনুল হুসাইন রামাহুরমুযি রাহিমাহুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, আবু মুআবিয়া আল আসওয়াদ রাহিমাহুল্লাহ একবার মধ্য রাতে তারসুস নগরীর প্রাচীরের ওপর বসে কাঁদতে কাঁদতে বলছিলেন, আজকে যার চিন্তার বিষয় হবে দুনিয়া, কাল কেয়ামতে তার দুশ্চিন্তা সবচেয়ে বেশি হবে। আর যে ব্যক্তি আখেরাতের কথা স্মরণ করে ভীত হবে, দুনিয়ার ব্যাপারে সে অপারগ হয়ে পড়বে। আর আল্লাহর ধমকিকে যে ব্যক্তি ভয় করবে, দুনিয়ার ব্যাপারে স্বেচ্ছাচারিতা করা থেকে সে বিরত থাকবে।
ওহে মিসকিন! তোমার আল্লাহর তরফ থেকে অবারিত দানের আশা থাকলে তুমি দীর্ঘ রাতে কম ঘুমানোতে অভ্যস্ত হও। বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তির সুস্পষ্ট নির্দেশনা গ্রহণ করো। যারা আল্লাহর বিধান পালনে পিছিয়ে থাকে তুমি তাদের নিয়ে চিন্তিত হয়ো না। কারণ তাদের ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে না। আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াতে হবে, এ জন্য প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে দিয়ে নেক আমলে মন দাও। মিজানের পাল্লায় তোমার আমল পরিমাপ করার আগেই বেশি বেশি আমল করে নাও। প্রাণবায়ু একবার বের হয়ে গেলে চাইলেও তুমি আর তোমার পছন্দনীয় কাজ করতে পারবে না।
একবার কল্পনা করে দেখো, তোমার প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে গেছে আর তুমি যন্ত্রণায় কাতরাচ্ছো। তোমার পাশে পরিবারের সবাই জড়ো হয়েছে। সবাই তোমার পাশে কিন্তু কেউ তোমার কোনো উপকার করতে পারছে না। এর আগে যে আমল তুমি করেছো তুমি কেবল সেটারই দায়িত্বশীল।
সকল কাজের মূল হলো ধৈর্য। এর প্রতিদান অসামান্য। সুতরাং ধৈর্যের সাথে আল্লাহর জিকিরে মশগুল থেকো।
বর্ণনাকারী বলেন, এরপর আবু মুআবিয়া রাহিমাহুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন। দীর্ঘক্ষণ কেঁদে তারপর তিনি বললেন, আহ! সেদিন তো আমার রঙ ফ্যাকাশে হয়ে যাবে। জিহবায় তৈরি হবে জড়তা। মুখ যাবে শুকিয়ে। পাথেয় বলতে তেমন কিছুই থাকবে না।
উপস্থিত একজন জিজ্ঞেস করল, জনাব এই বক্তব্য কার? আবু মুআবিয়া রাহিমাহুল্লাহ বললেন, একজন জ্ঞানী লোকের।

13/09/2024

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি পৃথিবীর সকল দেশের মাজলুম, মুজাহিদ, কারাবন্দী মুসলিম ভাই-বোন ও দ্বীনের দাঈদের জন্য দু'আ করবেন। আল্লাহ তা'আলা সকল জা'লি'ম, মুনা'ফি'ক, তা'গু'ত ও কু'ফফা'রদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

প্রয়োজন ও চাহিদার তীব্রতা মানবীয় আকাঙ্ক্ষার গতিপথ নির্ধারণ করে থাকে । সাধারণ অবস্থায় যে বিষয়টিকে মানুষ অনেক ক্ষেত্রে...
09/09/2024

প্রয়োজন ও চাহিদার তীব্রতা মানবীয় আকাঙ্ক্ষার গতিপথ নির্ধারণ করে থাকে । সাধারণ অবস্থায় যে বিষয়টিকে মানুষ অনেক ক্ষেত্রেই পাশ কেটে যায় গুরুত্বহীন মনে করে কিংবা দূরে ঠেলে দিয়ে নির্ভার হওয়ার সুযোগ লাভ করে ,প্রয়োজনীয় মুহূর্তে সেটিই অনেক বেশি ও কাংখিত ও গুরুত্বপূর্ণ হয়ে উঠে ।

বই : সবুজ গম্বুজের ছায়া
লেখক : মাওলানা শরীফ মুহাম্মাদ

সামনে থাকা যেকোন ব্যাক্তি যেন আমাদের কথার দ্বারাই বুঝতে পারে তার সামনে থাকা ব্যাক্তিটি মুসলিম। সকলেই এই কথাগুলো আমলে আনা...
06/09/2024

সামনে থাকা যেকোন ব্যাক্তি যেন আমাদের কথার দ্বারাই বুঝতে পারে তার সামনে থাকা ব্যাক্তিটি মুসলিম। সকলেই এই কথাগুলো আমলে আনার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পরস্পর দেখা-সাক্ষাৎ হলে সালাম ও মুসাফাহ করবেন।
• কেমন আছেন?
- আলহামদুলিল্লাহ
• কেউ উপকার করলে বলবেন,
- জাযাকাল্লাহ
• ভালো কাজ করতে চাইলে বলবেন,
- ইন-শা-আল্লাহ
• দুঃখিত বদলে বলবেন,
- আফওয়ান
• বিস্ময়কর কিছু দেখলে বলবেন,
- সুবহানাল্লাহ
• সুন্দর কিছু দেখলে বলবেন,
- মাসাআল্লাহ
• বিদায়ের সময় বলবেন,
- ফি আমানিল্লাহ
সকলেই আমল করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

© Dawah Design

ফিকহ শব্দের অর্থ বোঝা। তবে এ শব্দটা গভীরভাবে বোঝা ও উপলব্ধি করার ক্ষেত্রে ব্যাবহার হয়। কোন একটি বিষয়ের অতল থেকে কিছু উদ্...
02/09/2024

ফিকহ শব্দের অর্থ বোঝা। তবে এ শব্দটা গভীরভাবে বোঝা ও উপলব্ধি করার ক্ষেত্রে ব্যাবহার হয়। কোন একটি বিষয়ের অতল থেকে কিছু উদ্ধার করা। সে হিসেবে "ফিকহুস সিরাহ" মানে- নবিজীবনের তথা সীরাতের গভীর জ্ঞান।
হ্যা আমরা সীরাতের গভীর জ্ঞান রাখিনা ও জানিনা বলেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একজন ধর্মদূত ও ধর্মীয় বার্তাবাহক হিসেবে বিবেচনা করি। মনে বিশ্বাস না করলেও চিন্তাটা সেরকম। ফলে জানা হয়ে ওঠেনা আমাদের জীবন ও পৃথিবীর সাথে নবিজীর জীবনচরিতের সংশ্লিষ্টতা ও গুরুত্ব কী!
মুহাম্মাদ সা: শুধুমাত্র একজন বার্তাাহক (রাসূল) নন। বরং তিনি একজন রোল মডেল। ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, রাজনৈতিক, অর্থনৈতিক,প্রশাসনিক ও সামরিক সব ক্ষেত্রেই রয়েছে তাঁর নমুনা ও করণীয় দিকনির্দেশনা। তাঁর জীবন থেকে বের করা নীতিমালা দিয়েই মুসলমানরা পৃথিবী শাসন করেছে প্রায় চৌদ্দশতক পর্যন্ত। আধুনিক বিজ্ঞান ও সমরবিজ্ঞানের উৎপত্তি ঐ তখন থেকেই। সুতরাং মহানবী সা: হলেন মানবজীবনের সকল সেক্টরের নমুনা ও অনুপম আদর্শ।
এ বিষয়টাই আরো ভালোকরে উপলব্ধি করতে সাহায্য করবে, এবং আধুনিক বিশ্বেও গণতন্ত্র থেকে শুরু করে সামরিক বা অর্থনৈতিক সকল বিভাগে যে মহানবী সা: এর লাইফলাইনের প্রভাব রয়েছে - তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে তূর্কীপণ্ডিত সাঈদ রামাদান বূতি রচিত "ফিকহুস সীরাহ" বইটি।

ইসলামি ইতিহাস ও ঐতিহ্য ‘সি.য়ার ও মাগা.জি’ নবিজীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। যার মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে...
31/08/2024

ইসলামি ইতিহাস ও ঐতিহ্য ‘সি.য়ার ও মাগা.জি’ নবিজীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। যার মাধ্যমে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা ও ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংঘটিত সবগুলো যু-দ্ধ*ই (গা*য-ওয়া ও সা.রিয়্যা) এখানে বর্ণনা করা হয়েছে। একমলাটে প্রায় একশোটি যু.দ্ধ ও অভি.যানের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে। সাথে সাথে প্রতিটি যু.দ্ধ থেকে শিক্ষামূলক পাঠ আলোচনা করা হয়েছে— যা পাঠককে দীনী চেতনায় যেমন উজ্জীবিত করবে, তেমনই জীবনের ঘাত-সংঘা.ত ও বিরূপ পরিবেশে দ্বী.ন রক্ষায়ও সচেতন করে তুলবে, ইনশাআল্লাহ।
একনজরে ‘কিতাবুল মাগা.জি’ গ্রন্থের কিছু বৈশিষ্ট্য :
১. রাসূল সা.-এর ‘সিয়ার ও মাগা.জি’ বিষয়ে বাংলাভাষায় রচিত সর্বপ্রথম পূর্ণাঙ্গ দালিলিক গ্রন্থ।
২. ‘সিয়ার ও মাগা.জি’ গ্রন্থটি বর্ণনার ক্ষেত্রে অনির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে সম্পূর্ণ মুক্ত।
৩. ঐতিহাসিক বর্ণনাগুলোকে মুহাদ্দিসগণের মূলনীতি অনুসারে সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ করা হয়েছে।
৪. ‘সিয়ার ও মাগা.জি’ তথা রাসুলের যুদ্ধা.ভিযা.ন সংক্রান্ত সমালোচিত বর্ণনাগুলোর ওপর ব্যাখ্যামূলক আলোচনা করা হয়েছে। যা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও মাদরাসার উচ্চতর হাদিসের ছাত্র-শিক্ষকদের জন্যে অত্যন্ত উপকারী।
৫. রিজালশাস্ত্রের আলোকে ইতিহাসের বর্ণনাগুলোর সনদ-বিশ্লেষণ এবং বর্ণনাকারীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে।
৬. ‘সিয়ার ও মাগা.জি’ অধ্যায়ে আলোচিত বিভিন্ন স্থান, গো.ত্র-সম্প্র.দায় সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে।
৭. ‘সিয়ার ও মাগা.জির ঘটনাবলির বিস্তৃত বিবরণ তুলে ধরে সুবিন্যস্ত, গোছালো এবং ধারাবহিক আলোচনা করা হয়েছে।
৮. ইসলামি ইতিহাসে সংঘটিত ছোট-বড় সকল যুদ্ধে.র বিস্তারিত আলোচনা করা হয়েছে।
৯. ‘সিয়ার ও মাগা.জি’-র সঠিক দিনক্ষণ উল্লেখ করার সাথে সাথে ও যথাসাধ্য সঠিক খ্রিস্টীয় বর্ষপঞ্জি উল্লেখের প্রচেষ্টা করা হয়েছে।
১০. গ্রন্থের সকল তথ্যই প্রাচীন ও নির্ভরযোগ্য সূত্র গ্রন্থ থেকে সংগৃহিত।
১১. ‘সিয়ার ও মাগা.জি’ অধ্যায়ে সেক্যু.লার ঐতিহাসিক ও প্রাচ্যবিদদের প্রোপাগাণ্ডার প্রমাণভিত্তিক অপনোদন করা হয়েছে।
১২. ক্ষেত্রবিশেষ ইতিহাস থেকে আহরিত শিক্ষা ও উপদেশ উল্লেখ করা হয়েছে।
১৩. প্রতিটি যুদ্ধে.র স্থান চিহ্নিত করতে মানচিত্র সংযোগ করা হয়েছে। অনুসন্ধানি পাঠক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া সকল যুদ্ধের সুনির্দিষ্ট দিক ও অবস্থান জানতে পারবেন। ফলে, মাগা.জি পাঠ হয়ে উঠবে অনেকটা জীবিত ও বাস্তব।
||
কিতাবুল মাগা.জি
(সালাফদের গ্রন্থাবলি থেকে সংকলিত ‘সিয়ার ও মাগা.জি’ অধ্যায়ের সুবিন্যস্ত আধুনিক সংস্করণ)
লেখক : আহমাদ রিফআত
পৃষ্ঠা সংখ্যা : ১০৭২ || খণ্ডসংখ্যা : ২
||
প্রচ্ছদ মূল্য : ১৯৫০ টাকা
অফার মূল্য : ৯৭৫ টাকা
-- -- -- -- -- -- -- --
সারাদেশে ক্যাশ অন ডেলিভারি...
ঢাকা সিটিতে ৫০ টাকা || ঢাকা সিটির বাহিরে ৭০ টাকা
-----------------------

ঘরে বসে পছন্দের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

30/08/2024

মা, বোন, স্ত্রী বা প্রিয় মানুষকে গিফট দিতে চাচ্ছেন?
বই থেকে সেরা গিফট কি বা হতে পারে! আর সে বই যদি হয় রাসুল্লাহ স.-এর পরিবার বর্গের জীবনী নিয়ে।
প্রিমিয়াম কোয়ালিটির বইগুলো অর্ডার করলেই পাচ্ছেন মানজিলের পক্ষ থেকে “নিষিদ্ধ অনুকরণ” নামের একটি বই!!!

উম্মুল মুমিনিন সিরিজ : :
খাদিজা বিনতে খুয়াইলিদ রাদি. || লেখক : সাদিক ফারহান
সাওদা বিনতে জামআ রাদি. || লেখক : সাকিল মাহমুদ
আয়েশা বিনতে আবু বকর রাদি. || লেখক : জুনায়েদ আহনাফ
হাফসা বিনতে উমর রাদি. || লেখক : যোবায়ের নাজাত
জাইনাব বিনতে খুজাইমা রাদি. || লেখক : সুলতানুল মু’মিনীন
উম্মে সালামা রাদি. || লেখক : আহমাদ সাব্বির
জাইনাব বিনতে জাহাশ রাদি. || লেখক : ইউনুস আহমাদ
জুয়াইরিয়া বিনতে হারিস রাদি. || লেখক : মুহাম্মাদ সালমান বিন নোমান
উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাদি. || লেখক : মুহাম্মাদ আবদুস সালাম
সাফিয়্যা বিনতে হুয়াই রাদি. || লেখক : নাঈম হাসান
মায়মুনা বিনতে হারিস রাদি. || লেখক : মাওলানা সাদ আবদুল্লাহ মামুন
রায়হানা বিনতে জায়েদ রাদি. || লেখক : এনামুল করীম ইমাম
মারিয়া আল-কিবতিয়া রাদি. || লেখক : সালিম আব্দুল্লাহ

নির্ধারিত মূল্য : ২৩৪০ টাকা
অফার মূল্য : ২২০০ টাকা

-----------------------
ঘরে বসে পছন্দের বইগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেতে যোগাযোগ করুন আমাদের সাথে। কল করুন অথবা ম্যাসেজ করুন—
☎ ০১৯১২ ২২ ৫৯ ৬৫
🏠মানজিল
-পাঠকের আস্থার অনন্য নাম

25/08/2024

|সীরাত থাকতে ফিকহুস সিরাহ কেন?||
এই প্রশ্নের উত্তর আমরা জানবো শাইখ মুহাম্মাদ আল-গাজালি রাহিমাহুল্লাহর (ইনি কিন্তু ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ নন) ভাষায়। শাইখ মুহাম্মাদ আল গাজালি বলেছেন অনেকটা এরকম :
‘অনেক ইতিহাসবিদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী লিখেছেন। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের বিভিন্ন দিক বর্ণনা করেছেন। সেগুলো সিরাহ।
কিন্তু ‘ফিকহুস সিরাহ’র উদ্দেশ্য হলো, সিরাহর কোনো কিছু ঠিক কোন উদ্দেশ্য সামনে রেখে ঘটেছিল, তার বর্ণনা উপস্থাপন করা; যাতে সেগুলোকে বর্তমানের প্রেক্ষিতে বাস্তবে আমরাও প্রয়োগ করতে পারি। এটা যেন প্রাচীন ইতিহাসের জীবন্ত ও আধুনিক ব্যাখ্যার সমন্বয় ও সমসাময়িক প্রায়োগিক দিক।

সিরাহকে এভাবে বর্ণনা করার একটি বিশেষ উদ্দেশ্য হলো, বর্তমানে ঈমানকে জীবন্ত রাখা, চারিত্রিক পবিত্রতা বজায় রাখা, আধুনিক সমস্যাগুলোকে মোকাবিলা করা ও ঈমানের প্রতি দৃঢ় থাকা।”
আচ্ছা, কেমন হতো যদি আমাদের হৃদাকাশকে নববী আদর্শে রাঙিয়ে দেওয়া যেত? গােটা হৃদাকাশটাই যদি জীবন্ত কুরআনের শামিয়ানা হয়ে উঠত; যা তরঙ্গের মতো হৃদয়-তন্ত্রীতে বেজে উঠবে, ধ্বনিত-প্রতিধ্বনিত হবে একান্ত অন্তরঙ্গ মূর্ছনায়! এই লক্ষ্যে নবিজীবনকে এক ভিন্ন আঙ্গিকে দেখতে বইটি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে আশাবাদী।
||
বই: ফিকহুস সিরাহ
মূল : শাইখ ড. মুহাম্মাদ সায়িদ রামাদান বুতি
অনুবাদ: মুসা আমান ও উবায়দুল্লাহ তাসনিম ইবনু আফির
পৃষ্ঠা সংখ্যা : ৮৬৪ || খণ্ডসংখ্যা : ২
||
বইটি অর্ডার করতে ভিজিট করুন — https://manzel.com.bd/book/fiqhus-sirah/

14/08/2024

তুমি কি জানতে চাও, আল্লাহর কাছে তোমার সম্মান কতটকু? তাহলে দেখ, তিনি তোমাকে কোন অবস্থায় রেখেছেন...

- যদি দেখ তিনি তোমাকে তার যিকিরে মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে স্মরণ করতে চান।

- যদি দেখ তিনি তোমাকে কুরআন দ্বারা মশগুল রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমার সাথে কথা বলতে চান।

- যদি দেখ, তিনি তোমাকে ইবাদাত/আনুগত্যে ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে রেখ, তিনি তোমাকে তার সান্নিধ্যে টেনে নিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে দুআর দ্বারা ব্যস্ত রেখেছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে কিছু দিতে চান।

- যদি দেখ, তিনি তোমাকে দুনিয়া দিয়ে ব্যস্ত করে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে দূরে ঠেলে দিয়েছেন।

- যদি দেখ, তিনি তোমাকে লোকজনের সাথে মশগুল বানিয়ে দিয়েছেন, তাহলে জেনে নাও, তিনি তোমাকে অপমানিত করেছেন।

অতএব, সবসময় নিজের অবস্থা দেখ। তুমি কোন কাজে মশগুল? আল্লাহ তোমাকে যে কাজে ব্যস্ত রেখেছেন, সেটাই তোমার অবস্থান তাঁর কাছে...

© ড. রাতিব আন-নাবলুসি

Address

Shop-30, Qawmi Market (2nd Floor), 65/1 Paridas Road, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Manzel-মানজিল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manzel-মানজিল:

Videos

Share