Noinamik / নৈনামিক

Noinamik / নৈনামিক We are "Noinamik" a musical band, As well as a music production platform for music lovers.
(15)

INTRODUCING NOINAMIK:
A TRAILBLAZING MUSIC ENTITY EST. 2020

Noinamik, a vibrant music production company and record label, emerged onto the scene in 2020 with a mission to amplify musical innovation and artistic expression. With a passion for nurturing talent and a keen ear for creativity, Noinamik has swiftly gained recognition as a force to be reckoned with in the ever-evolving music industry.

Driven by a commitment to excellence, Noinamik prides itself on discovering and showcasing emerging artists who are poised to redefine the musical landscape. With an expert team of producers, engineers, and industry professionals, the company crafts an environment where artists’ visions come to life, resulting in impactful tracks that resonate with audiences worldwide. In a digital age where music consumption is at an all-time high, Noinamik embraces the power of online platforms and streaming services to connect artists with listeners. The label’s dedication to fostering meaningful artist-label collaborations ensures that each release is a testament to the collective artistry that shapes the modern music landscape. With a foundation built on innovation, collaboration, and a deep appreciation for music’s transformative power, Noinamik continues to shape the future of the industry one beat at a time. As the company evolves, its passion remains unwavering, making Noinamik a name synonymous with creativity, authenticity, and the boundless possibilities of sound. A SHORT DESCRIPTION OF NOINAMIK’S EXCEPTIONAL PRACTICE PAD FACILITY:

Unlock Your Artistry at Noinamik’s Premier Practice Pad

At Noinamik, we believe that the journey to musical excellence begins with dedicated practice in the right environment. Our state-of-the-art practice pad stands as a haven for musicians of all genres, offering an unparalleled space where creativity knows no bounds. Nestled within our vibrant music production company and record label, the Noinamik practice pad is where the magic happens. Renowned bands and solo artists from across the country gather here to fine-tune their craft, experiment with new sounds, and harness their true potential. What sets our practice pad apart is more than just the top-notch equipment and acoustics – it’s the sense of community that flourishes within these walls. Musicians come together, share ideas, collaborate, and grow collectively. It’s a space where inspiration thrives, and connections are forged that extend beyond the practice room. Whether you’re a seasoned performer seeking to refine your stage presence or a rising star aiming to find your signature sound, Noinamik’s practice pad offers the ideal backdrop for your musical journey. Our commitment to providing a nurturing space aligns perfectly with our mission to empower artists and elevate their artistry. Step into Noinamik’s practice pad, and you’ll find more than just a rehearsal space – you’ll find a sanctuary where creativity reverberates and dreams come alive.

ডাকছে কোকিল ফাগুন বনে,লাগছে দোলা হৃদয় কোণে।আজ ছড়িয়ে সুর সবখানে,জন্মিল গানের পাখি বৃন্দাবনে।আজ ১৭ নভেম্বর, বাংলাদেশের কিং...
17/11/2024

ডাকছে কোকিল ফাগুন বনে,
লাগছে দোলা হৃদয় কোণে।
আজ ছড়িয়ে সুর সবখানে,
জন্মিল গানের পাখি বৃন্দাবনে।

আজ ১৭ নভেম্বর, বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরসম্রাজ্ঞী ‘রুনা লায়লা'র জন্মদিন। পুরো উপমহাদেশেই ভীষণ জনপ্রিয় রুনা লায়লা। আজ তাঁর জন্মদিবসে আমরা নৈনামিক’ পরিবার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানাচ্ছি তাঁকে।

তিনি ছিলেন কথার যাদুকর, গল্পে বিমুগ্ধকর,গদ্য, গীতি, সুর ও ছন্দে রসের সরোবর!তাঁর মোহময় লেখনীর পেলব পরশ;হৃদয় ছুঁয়ে চিত্তে ...
13/11/2024

তিনি ছিলেন কথার যাদুকর, গল্পে বিমুগ্ধকর,
গদ্য, গীতি, সুর ও ছন্দে রসের সরোবর!
তাঁর মোহময় লেখনীর পেলব পরশ;
হৃদয় ছুঁয়ে চিত্তে জাগায় হরষ।

আজ ১৩ নভেম্বর, বাংলাদেশের কিংবদন্তি সাহিত্যিক, লেখক, গীতিকার, সুরকার ও চলচ্চিত্রকার ‘হুমায়ুন আহমেদ’র শুভ জন্মদিন। তাঁর জন্মদিবসে আমরা নৈনামিক’ পরিবার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি তাঁকে।

এসেছিলে তুমি সংগীতের যাযাবর বেশে,সুর ও ছন্দের উজান-ভাটির দেশে।জীবন খুঁজে পেয়েছিলেন গঙ্গার তীরে,তারই প্রতিধ্বনি শুনি আজও ...
05/11/2024

এসেছিলে তুমি সংগীতের যাযাবর বেশে,
সুর ও ছন্দের উজান-ভাটির দেশে।
জীবন খুঁজে পেয়েছিলেন গঙ্গার তীরে,
তারই প্রতিধ্বনি শুনি আজও ফিরে ফিরে।

আজ, ৫ নভেম্বর, বাংলা গানের অন্যতম কিংবদন্তি সুরকার, গীতিকার এবং কণ্ঠ সংগীতশিল্পী ‘ভূপেন হাজারিকা'র মৃত্যুবার্ষিকী। বাস্তববাদী ও জীবনমুখী গানের এক অনন্য শিল্পী ছিলেন তিনি। তাঁর প্রয়াণ দিবসে আমরা নৈনামিক’ পরিবার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে স্মরণ করছি তাঁকে।

রঙিলা বন্ধু রঙিন পালে নাও ছাইড়া যায়,মনের যত সুখের গান গাইতে গাইতে বায়।বুক ভেঙে যাওয়া বন্ধু তার করুণ বাঁশি বাজায়,আর তো ফি...
31/10/2024

রঙিলা বন্ধু রঙিন পালে নাও ছাইড়া যায়,
মনের যত সুখের গান গাইতে গাইতে বায়।
বুক ভেঙে যাওয়া বন্ধু তার করুণ বাঁশি বাজায়,
আর তো ফিরে আসে না কেউ একবার যদি হারায়।

আজ ৩১ অক্টোবর, বাংলা আধুনিক গানের অন্যতম সুরকার, গীতিকার এবং গায়ক ‘শচীন দেব বর্মন’র মৃত্যুবার্ষিকী। শচীন কর্তার মৃত্যুদিবসে আমরা নৈনামিক’ পরিবার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে স্মরণ করছি তাঁকে।

তেরশো নদীর দেশে নাও ও মাঝির গান,ঢেউয়ের সুরে কূল হারানো নদীর বান,কদম তলায় গাড়িয়াল ভাইয়ের বাঁশি,ধান ভানা ঢেঁকিতে নববধ...
27/10/2024

তেরশো নদীর দেশে নাও ও মাঝির গান,
ঢেউয়ের সুরে কূল হারানো নদীর বান,
কদম তলায় গাড়িয়াল ভাইয়ের বাঁশি,
ধান ভানা ঢেঁকিতে নববধূর সলাজ হাসি!

আজ ২৭ অক্টোবর, বাংলা লোকগানের অবিসংবাদিত শিল্পী, সুরকার ও সংগ্রাহক আব্বাসউদ্দীনের জন্মবার্ষিকী। তাঁর এই শুভ জন্মতিথিতে আমরা ‘নৈনামিক’ পরিবার থেকে গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি। তাঁর গানে গ্রামীণ বাংলার জীবনের রূপ, সুর আর আবেগ ফুটে উঠেছে, যা আজও অমর হয়ে আছে।

#আব্বাসউদ্দীন #লোকসংগীত #বাংলারগান #গ্রামীণবাংলা #সংগীতশিল্পী

কিছু না বলেও যেমন অনেক হয় বলা সময়ী খেয়ালে,তেমনি তোমার গানের আবেগী আঘাত হৃদয়ের দেয়ালে।সুর যেন এক অলৌকিক যাদুর ছড়ি!নিমেষে ...
20/10/2024

কিছু না বলেও যেমন অনেক হয় বলা সময়ী খেয়ালে,
তেমনি তোমার গানের আবেগী আঘাত হৃদয়ের দেয়ালে।
সুর যেন এক অলৌকিক যাদুর ছড়ি!
নিমেষে শান্ত হয়ে যায় অশান্ত মনহরি।

আজ ২০ অক্টোবর, উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী ‘কুমার শানু'র শুভ জন্মদিন। গুণী এই শিল্পীর জন্মদিবসে আমরা নৈনামিক’ অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি তাঁকে।

অভাজনের ভিক্ষার ঝুলি, ভজলে গুরু যাইবে খুলি।সাধনায় যেন হয় না ত্রুটি, কুমন্ত্রণার ধরো গো টুঁটি।আমরা অভাগা হই নাই মানুষ, থ...
17/10/2024

অভাজনের ভিক্ষার ঝুলি, ভজলে গুরু যাইবে খুলি।
সাধনায় যেন হয় না ত্রুটি, কুমন্ত্রণার ধরো গো টুঁটি।
আমরা অভাগা হই নাই মানুষ, থাকতে সময় হয় যেন হুশ।
গুরু তোমার চরণ ধরি, মোদের নিষ্ঠ নিও বরণ করি।

আজ ১৭ অক্টোবর, বাউল সম্রাট আধ্যাত্মিক গুরু ‘ফকির লালন সাঁই’র তিরোধান দিবস। এই দিনে আমরা নৈনামিক’ পরিবার গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাঁকে।

তরুণ প্রজন্মের হৃদয়ে বয়ে চলা সুরের জাদুকর তিনি। তার গানে প্রেমের আকাশ-বাতাস, জমিন ও দরিয়া মিলে যায় এক বিন্দুতে। ভালোবাসা...
15/10/2024

তরুণ প্রজন্মের হৃদয়ে বয়ে চলা সুরের জাদুকর তিনি। তার গানে প্রেমের আকাশ-বাতাস, জমিন ও দরিয়া মিলে যায় এক বিন্দুতে। ভালোবাসার মায়ায় মোড়া তার সুরে ভরে ওঠে চারপাশ।

আজ ১৫ অক্টোবর, বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ-এর শুভ জন্মদিন। একটি প্রজন্মের আইকন এই গুণী শিল্পীকে ‘নৈনামিক’ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

ঢোলের বোলে ছন্দে-তালে,নাচছে সবাই পূজার আনন্দে।দেখতে দেখতে এসে গেল বিজয়া দশমী,বিসর্জনে মন কাঁদে, প্রাণে আশার অনুরণন;শুভ হ...
12/10/2024

ঢোলের বোলে ছন্দে-তালে,
নাচছে সবাই পূজার আনন্দে।
দেখতে দেখতে এসে গেল বিজয়া দশমী,
বিসর্জনে মন কাঁদে, প্রাণে আশার অনুরণন;
শুভ হোক সবার আগামী।

‘নৈনামিক’ পরিবারের পক্ষ থেকে পৃথিবীর সব প্রান্তের সনাতনী ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ২০২৪-এর বিজয়া দশমীর শুভেচ্ছা।
শান্তি ও সম্প্রীতির বন্ধন ছড়িয়ে পড়ুক সর্বত্র।

Apki awaaz toh wo leher jaisi,Jiski har ek boond sharaab khwaishee!Aapka geet na suna ho aisa koi aashiq nahi hai,Ghazal...
10/10/2024

Apki awaaz toh wo leher jaisi,
Jiski har ek boond sharaab khwaishee!
Aapka geet na suna ho aisa koi aashiq nahi hai,
Ghazal aapki gajab kar gayi hai ishq ki duniya mein.

Today, 10th October, is the demise day of the legendary ghazal singer Jagjit Singh. He was one of the best of his era. On this day, we, Noinamik, are remembering him with our heartfelt love and honor.

মাহফুজ আনাম জেমস, বাংলা ব্যান্ড সংগীতের অবিসংবাদিত গুরু। আজ ২ অক্টোবর, জেমস'র জন্মদিন। পুরো উপমহাদেশে ভীষণ জনপ্রিয় জেমস”...
02/10/2024

মাহফুজ আনাম জেমস, বাংলা ব্যান্ড সংগীতের অবিসংবাদিত গুরু। আজ ২ অক্টোবর, জেমস'র জন্মদিন। পুরো উপমহাদেশে ভীষণ জনপ্রিয় জেমস”র জন্মদিনে ‘নৈনামিক’ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা।

আজ হেইলা দুইলা গাও গান, আনন্দেতে বাঁচো।
গুরু জেমসের জন্মদিনে উল্লাসে সবাই নাচো।

তুমি ছিলে এক গানের সওদাগর,স্বরলিপি ছিল তোমার সংগীতের ঘর।এবেলা ওবেলায় গান বেঁধে ফিরতে আপনমনে।জাদুকরী সে গান আজও বাজে ক্ষণ...
30/09/2024

তুমি ছিলে এক গানের সওদাগর,
স্বরলিপি ছিল তোমার সংগীতের ঘর।
এবেলা ওবেলায় গান বেঁধে ফিরতে আপনমনে।
জাদুকরী সে গান আজও বাজে ক্ষণে-বিক্ষণে।

আজ ১ অক্টোবর, বাংলা আধুনিক গানের বরপুত্র ‘শচীন দেব বর্মন’র জন্মবার্ষিকী। দুই বাংলাতেই ভীষণ জনপ্রিয় শচীন কর্তার জন্মদিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি তাঁকে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নৈনামিক পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মহান দিনে, আমরা স্ম...
15/09/2024

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নৈনামিক পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই মহান দিনে, আমরা স্মরণ করি মানবতার মুক্তির দিশারী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও শিক্ষা। তাঁর আদর্শ ও চরিত্র আমাদের প্রতিদিনের জীবনে শান্তি, সহমর্মিতা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাক।

আসুন, আমরা সকলে একসাথে তাঁর দেখানো সঠিক পথ অনুসরণ করি এবং আমাদের সমাজে ভ্রাতৃত্ব, সহানুভূতি ও সাম্যের মূল্যবোধ ছড়িয়ে দিই। ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের জীবনে নিয়ে আসুক অফুরন্ত শান্তি ও সমৃদ্ধি।

ঈদে মিলাদুন্নবী (সা.) মুবারক!

মুর্শিদপ্রেমে দিওয়ানা, বাউল-ফকির-আশেকজনা,মাশেকে মিলন হইলো তোমরা কেউ জানলা না।প্রাণপাখি তাঁর উইড়া গেলো, দেহখান লুটাইলো,গু...
12/09/2024

মুর্শিদপ্রেমে দিওয়ানা, বাউল-ফকির-আশেকজনা,
মাশেকে মিলন হইলো তোমরা কেউ জানলা না।
প্রাণপাখি তাঁর উইড়া গেলো, দেহখান লুটাইলো,
গুরু-শিষ্য ভাব ছাড়িলে ভক্ত তায় আঁকড়াইলো।

আজ ১২ সেপ্টেম্বর, বাউল সম্রাট ‘শাহ আব্দুল করিম’র মৃত্যুবার্ষিকী। তাঁর মরমী ভাববাদী গানসমূহ প্রতিনিয়ত ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয়। আজ তাঁর প্রয়াণ দিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তাঁকে।

তোমায় পাই নাও ছেড়ে দিয়ে গান ধরা মাঝির গানে,তোমায় পাই ভালোবাসায় বেদনা-বিধুর দু'চোখের বানে।তোমায় পাই হৃদয়ের ইশারায় পূর্ণিম...
04/09/2024

তোমায় পাই নাও ছেড়ে দিয়ে গান ধরা মাঝির গানে,
তোমায় পাই ভালোবাসায় বেদনা-বিধুর দু'চোখের বানে।
তোমায় পাই হৃদয়ের ইশারায় পূর্ণিমার মায়াবী স্নানে।
তুমি গানের পাখি, ছড়িয়েছো সুর বাংলার সবখানে।

আজ ৪ সেপ্টেম্বর, বাংলাদেশের কিংবদন্তি প্রথিতযশা সংগীতশিল্পী ‘সাবিনা ইয়াসমিন'র শুভ জন্মদিন। অনন্য সাধারণ কণ্ঠের অধিকারী সাবিনা সারা বিশ্বের বাংলা গানের শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়। আজ তাঁর জন্মদিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি তাঁকে।

এক যে ছিল কবি নির্ভীক চিত্তে দ্বিধাহীন কণ্ঠস্বর। ক্ষুরধার লেখনীর বজ্রনিনাদে কাঁপতো শত্রুর ঘর।স্বদেশ ছিল তাঁর প্রিয়তমাসম ...
29/08/2024

এক যে ছিল কবি নির্ভীক চিত্তে দ্বিধাহীন কণ্ঠস্বর।
ক্ষুরধার লেখনীর বজ্রনিনাদে কাঁপতো শত্রুর ঘর।
স্বদেশ ছিল তাঁর প্রিয়তমাসম মুক্তির বিদ্রোহে তুমুল!
ভেদাভেদ ভুলে সম্প্রীতির সন্ধানে কবির হৃদয় ছিল আকুল।

আজ ২৯ অগাস্ট, বাংলাদেশের জাতীয় কবি ‘কাজী নজরুল ইসলাম’র মৃত্যুবার্ষিকী। বাংলার মাটিতে চির অম্লান বিদ্রোহী কবির প্রয়াণ দিবসে আমরা ‘নৈনামিক’ পরিবার অনেক শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি তাঁকে।

Dil se dil tak cha jaati hain har ek aksar.Har ek geet mahsus hote hai apne ghar!Bechainiya bhi suljhate hain sunke gaan...
18/08/2024

Dil se dil tak cha jaati hain har ek aksar.
Har ek geet mahsus hote hai apne ghar!
Bechainiya bhi suljhate hain sunke gaana.
Jaise sharab ki nashe main hote hain sab fanaah.

Today, 18th August, is the very blessed happy birthday of legendary lyricist, poet and filmmaker ‘Gulzar’. Undoubtedly He is one of the best lyricists in this subcontinent. On this special day we ‘Noinamik’ are sending Him lots of love, respect & wishes.

আজ মন ফেরারি, ভাবনারা বিবাগী, মাধবী ফুটেছে বনে।আজ ভরা জোছনায় লুকোচুরি খেলা আকাশে তারাদের সনে।রুপালী গিটারের মধুর ঝংকারে ...
16/08/2024

আজ মন ফেরারি, ভাবনারা বিবাগী, মাধবী ফুটেছে বনে।
আজ ভরা জোছনায় লুকোচুরি খেলা আকাশে তারাদের সনে।
রুপালী গিটারের মধুর ঝংকারে মায়াবী সুরের খেলা,
শুনিয়ে দেয় আগমন ধ্বনি সুরের জাদুকরের বেহালা!

আজ ১৬ আগস্ট, বাংলা ব্যান্ডের সুরের জাদুকর, অবিসংবাদিত সংগীতশিল্পী এলআরবি'র প্রতিষ্ঠাতা এবং ভোকাল ‘আইয়ুব বাচ্চু'র শুভ জন্মদিন। এই বিশেষ দিনে আমরা ‘নৈনামিক’ পরিবার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি তাঁকে।

Address

Road 4, House 20, Block F, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Noinamik / নৈনামিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noinamik / নৈনামিক:

Share

Noinamik Studio

"Noinamik" is a platform for music lovers where all of the music thirsty people in every genres including the country and abroad can join for sharing their knowledge of music as well as they can learn their necessary lessons from each others .

Nearby media companies


Other Music production in Dhaka

Show All