Khan jahid Nil

Khan jahid Nil আসসালামু আলাইকুম?
(1)

আসসালামু আলাইকুম।
আমি খান জাহিদ নীল,,,
আশা করি সবাই ভালো আছেন।
আমার পেজে যুক্ত হবার জন‍্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন।।

আপনাদের ভালোবাসা আর সাপোর্টের মাধ্যমে অনুপ্রানিত হয়ে কাজ করে যাচ্ছি অবিরাম। আমার এই পথ চলার মাঝে একমাএ ভাগিদার আপনারাই। আমি মূলত সব সময় অসহায় মানুষদের জন‍্য অবিরাম ছুটে চলা চেষ্টা করি। সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধুদের সহযোগিতায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে

দাড়িয়ে, তাদের সাবলম্বি করে দেওয়ার চেষ্টা করি। এ কৃতিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল বন্ধুদের এবং যারা সহযোগিতা করছেন তাদের, আমি মাএ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলে সহযোগিতাই পারে একজন প্রতিবন্ধী ও একটি অসহায় পরিবারের মুখে হাসি ফুটাতে।।

আর এই উজ্জ্বল হাসি 𝒌𝒉𝒂𝒏 𝒋𝒂𝒉𝒊𝒅 𝒏𝒊𝒍 পেজের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই সারা বিশ্বে।।

পেজটিতে 𝑳𝒊𝒌𝒆 / 𝒄𝒐𝒎𝒎𝒆𝒏𝒕 / 𝒔𝒉𝒂𝒓𝒆 করার অনুরোধ রইল।।।।

26/01/2025

😓ভিডিও টা দেখে চোখের জল ধরে রাখতে পারলাম না।
আজকে আসরের নামাজের পূর্ব মুহূর্তে ঘটনা।
একজন বৃদ্ধ বোবা মানুষের হাত পা বেঁ ধে, একটা টলি গাড়ীতে করে, প্রায় ১ বছর ধরে বনানী সেন্টার মসজিদের সামনে ভিক্ষা করায় এই ব্যাক্তিটি।
কি বলব।। কিছু বলার নেই।
আল্লাহ মানুষ কে হেদায়েত দাও।।

Khan jahid Nil
১টাকায় উপহার ফাউন্ডেশন

24/01/2025

আসসালামু আলাইকুম
শীতের সকাল বেলা প্রচুর ঠান্ডা
গ্রামে


বিলাসিতার রঙ্গিন জগতে আমি এক সাদা কালো মস্তিষ্কের মানুষ..! 🌸🖤
24/01/2025

বিলাসিতার রঙ্গিন জগতে আমি এক সাদা কালো মস্তিষ্কের মানুষ..! 🌸🖤

আজ ফেসবুকে একটি ছবি দেখে সত্যিই মনটা ভেঙে গেল। ধানমন্ডির একটি ভবনে নয় তলার কার্নিশে একটি ছোট্ট মেয়েকে কোনো ধরনের সেফটি ...
08/01/2025

আজ ফেসবুকে একটি ছবি দেখে সত্যিই মনটা ভেঙে গেল। ধানমন্ডির একটি ভবনে নয় তলার কার্নিশে একটি ছোট্ট মেয়েকে কোনো ধরনের সেফটি ছাড়াই পরিষ্কার করতে দেখা গেছে। তার পাশে দুইজন প্রাপ্তবয়স্ক দাঁড়িয়ে, কিন্তু তারা যেন পুরো বিষয়টি নিয়ে একেবারেই চিন্তিত নন।

একটি শিশু, যার জীবন এতটাই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তাকে এভাবে কাজে বাধ্য করা কীভাবে সম্ভব? এটি কেবল অবহেলা নয়, বরং চরম অ-মান-বিক। একটি ভুলে, একটি পা হড়কালেই ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। তখন সেই দা-য়ি-ত্ব কে নেবে?

আমরা মানুষ, আমাদের মধ্যে সহমর্মিতা এবং মনুষ্যত্ব থাকা উচিত। একটি শিশুর জীবনকে ঝুঁ-কি-তে ফেলে দেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের প্রত্যেকের উচিত এমন কাজগুলো নিয়ে সচেতন হওয়া এবং এমন পরিস্থিতি দেখলে প্রতি-বাদ করা।

অনুরোধ রইল, দয়া করে শি-শু-শ্রম ও ঝুঁ-কি-পূর্ণ কাজে শিশুদের বাধ্য করা থেকে বিরত থাকুন। একটি শিশুর জীবনের চেয়ে কোনো কাজই বেশি গুরুত্বপূর্ণ নয়।

Khan jahid Nil

07/01/2025

কারো ক্ষতি করব এই চিন্তা কখনো মাথা'ই আসে নাই আমার, অথচ কত মানুষ আমার ক্ষতি করে বসে আছে।

কেউ গোছানো জীবন পায় না, জীবনকে আসলে গুছিয়ে নিতে হয়।লেখা: প্রিয় লেখক আরিফ আজাদ
05/01/2025

কেউ গোছানো জীবন পায় না, জীবনকে আসলে গুছিয়ে নিতে হয়।

লেখা: প্রিয় লেখক আরিফ আজাদ

এই শীতে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন কিআপনাদের আশেপাশে মানুষ কতই না কষ্টে থাকে যতটুকু সম্ভব হয় তাদের পাশে দাঁড়ানোর চেষ...
05/01/2025

এই শীতে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন কি
আপনাদের আশেপাশে মানুষ কতই না কষ্টে থাকে
যতটুকু সম্ভব হয় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন
আপনাদের আশেপাশে মানুষদেরকে আপনারা সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান

১টাকায় উপহার ফাউন্ডেশন

05/01/2025

বান্দা যতবার'ই বলে "আল্লাহুম্মাগফিরলী"
মহান আল্লাহ ততবারই বলেন; হে বান্দা ক্ষমা করে দিলাম।
-সুবহানাল্লাহ!

আলহামদুলিল্লাহ আমরাও ছিলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Sabit International  স্যারকে এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জ...
03/01/2025

আলহামদুলিল্লাহ আমরাও ছিলাম
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
Sabit International স্যারকে
এত সুন্দর একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আবারো
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে
এরকম একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য
স্যার আপনাকে ❤️🌹

নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ! ২০২৫ হোক সবার জীবনের সেরা অধ্যায়।🖤
02/01/2025

নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ! ২০২৫ হোক সবার জীবনের সেরা অধ্যায়।🖤

আলহামদুলিল্লাহ! বিদায় ২০২৪ স্বাগতম ২০২৫।২০২৫-এ সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধির জয়গান গাও।
01/01/2025

আলহামদুলিল্লাহ! বিদায় ২০২৪ স্বাগতম ২০২৫।
২০২৫-এ সুস্বাস্থ্য, আনন্দ এবং সমৃদ্ধির জয়গান গাও।

31/12/2024

থার্টি ফার্স্ট নাইট কোনো মুসলিম সন্তানের জন্য নয়!

৩১ ডিসেম্বরের রাতে আমরা আতশবাজি, গান-বাজনা এবং আলোকসজ্জা থেকে বিরত থাকি। বরং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, এই ৩৬৫ দি...
31/12/2024

৩১ ডিসেম্বরের রাতে আমরা আতশবাজি, গান-বাজনা এবং আলোকসজ্জা থেকে বিরত থাকি। বরং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, এই ৩৬৫ দিনে আমরা কী করেছি তার জন্য। নতুন বছর আমাদের জন্য যেন আরও আত্মশুদ্ধি এবং ইবাদতের সুযোগ নিয়ে আসে।"

😭আসলে ছুটি সবার আনন্দ নিয়ে আসে না 😭😭😭পোস্ট টা পড়ে সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার ...
23/12/2024

😭আসলে ছুটি সবার আনন্দ নিয়ে আসে না 😭😭
😭পোস্ট টা পড়ে সত্যি আজকে আর কান্না ধরে রাখতে পারলাম না।

মাদ্রাসা ছুটি হয়ে যাওয়ার পরেও এরকম কিছু বাচ্চা মাদ্রাসায় পরে থাকে । সবাই বাড়িতে চলে যাওয়ার পরে, জিজ্ঞাসা করা হলো বাবা তুমি এখনো বাসায় যাও নাই কেন। তখন বলে হুজুর আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই আমি মাদ্রাসাতেই থাকি । তখন সে কান্না করতে করতে মাদ্রাসার এক কর্নারে গিয়ে ঘুমিয়ে পরে!

এরকম অনেক এতিম বাচ্চারা মাদ্রাসা ছুটি হওয়ার পরেও তারা থেকে যায় মাদ্রাসায়। আপনাদের এলাকায় এবং আশে পাশে অনেক মাদ্রাসা আছে যেখানে এমন এতিম বাচ্চারা পড়া শোনা করে। আপনাদের সহযোগিতা ভালোবাসা ও দান সদকার মাধ্যমে চলে তাদের জীবন । সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে কোরআনের হাফেজ আলেম হিসাবে কবুল করেন!😥

©

22/12/2024

ইনশাআল্লাহ

দামেস্ক বিজয়,সিরিয়া বিজয়🔥আল্লাহু আকবার! বিজয়ের সু - বাতাস ছড়িয়ে পড়ুক সবখানে।ফা লিল্লাহিল হামদ, ঈঈঈদ মুবারক!
08/12/2024

দামেস্ক বিজয়,সিরিয়া বিজয়🔥
আল্লাহু আকবার!
বিজয়ের সু - বাতাস ছড়িয়ে পড়ুক সবখানে।
ফা লিল্লাহিল হামদ, ঈঈঈদ মুবারক!

আসসালামু আলাইকুম 🤗🥰
08/12/2024

আসসালামু আলাইকুম 🤗🥰

জীবনে অনেক কিছুই নষ্ট করেছি, তার মধ্যে সবচেয়ে বা'জে ভাবে নষ্ট করেছি বোধ হয় নিজেকেই!💔
27/10/2024

জীবনে অনেক কিছুই নষ্ট করেছি, তার মধ্যে সবচেয়ে বা'জে ভাবে নষ্ট করেছি বোধ হয় নিজেকেই!💔

Address

Chandpur
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khan jahid Nil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Khan jahid Nil:

Videos

Share

Category