সিমান্ত নিউজ

সিমান্ত নিউজ World One Class Online Shopping Limited

🤲   ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন   🤲আধুনিক মালয়েশিয়ার জনক মাহাতির মোহাম্মদ মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া ...
14/11/2024

🤲 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 🤲

আধুনিক মালয়েশিয়ার জনক মাহাতির মোহাম্মদ মহান রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট প্রার্থনা করছি মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের উঁচু মাকামে অধিষ্ঠিত করেন।আমিন।সুম্মা আমীন।🤲

আগামীকাল ০৯-০৯-২০২৪ ইং রোজ সোমবার লক্ষ্মীপুর শহর উত্তর স্টেশনশহীদ আফরান চত্বরে।  বাংলাদেশ জামায়াতে ইসলামী এর পথসভা । সময়...
08/09/2024

আগামীকাল ০৯-০৯-২০২৪ ইং রোজ সোমবার লক্ষ্মীপুর শহর উত্তর স্টেশন
শহীদ আফরান চত্বরে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর পথসভা । সময়:সকাল ১১টায়
কেন্দ্রীয় মেহমান :
১.নুরুল ইসলাম বুলবুল ভাই
২.ড.শফিকুল ইসলাম মাসুদ ভাই
৩. ড.রেজাউল করিম
আপনাদের সর্বোচ্চ উপস্থিত কামনা করি।

03/09/2024
ডঃ মো ইউনুস স্যারঢাকা এয়ারপোর্টে ১। সকলের জন্য ফ্রি টেলিফোন ।২। সকলের জন্য ফ্রি ওয়াইফাই।৩। হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভি...
30/08/2024

ডঃ মো ইউনুস স্যার
ঢাকা এয়ারপোর্টে
১। সকলের জন্য ফ্রি টেলিফোন ।
২। সকলের জন্য ফ্রি ওয়াইফাই।
৩। হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস।
৪।দ্রুত ল্যাগেজ প্রদান।
৫। সকলের জন্য ভালো ব্যবহার।
৬। ল্যাগেজ ভাঙ্গলে বা কোনো কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

আমি যখন ২০২২ সালে দুবাইতে বেড়াতে যাই দুবাই এয়ার পোর্টে এই সকল সুবিধা বিদ্যমান ছিল। অনেক creative । একই সাথে ডঃ মো ইউনুস স্যার এর সাথে দেখা হয় । দুবাই এয়ারপোর্টে পেসেঞ্জাররা যেখানে হেঁটে যায় সেখানে ডঃ মো ইউনুস স্যারকে এয়ার পোর্টে ভিতরে কর্তৃপক্ষ ইলেকট্রনিক গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছিল। উনার জন্য একট্রা ব্যাবস্থা। তখন থেকেই উনাকে বিশ্ব অতিরিক্ত সম্মান করেছে। কিন্তু তত্কালীন বাংলাদেশ কর্তৃপক্ষ যথাযথ সম্মান করে নাই।

ঢাকা এয়ার পোর্টের যাত্রীদের জন্য শুভকামনা।

আচ্ছা এই শিক্ষককেও যদি আপ্যায়নের মাধ্যমে বহিস্কার করা হয় তাহলে কি বেশ অন্যায় হয়ে যাবে?সরকারি রাজেন্দ্র কলেজে মুক্তিযোদ্ধ...
30/08/2024

আচ্ছা এই শিক্ষককেও যদি আপ্যায়নের মাধ্যমে বহিস্কার করা হয় তাহলে কি বেশ অন্যায় হয়ে যাবে?

সরকারি রাজেন্দ্র কলেজে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষক সুজন কিবরিয়া বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ফরিদপুর ছাত্রলীগের সভাপতি তামজিদকে ফোন করে ছাত্র-ছাত্রীকে পুলিশ দিয়ে এরেস্ট করিয়ে দিয়েছে।

যারা মিছিলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমনকি মিছিল চলাকালে পুলিশের ধাওয়া খাওয়ার পর ছাত্র-ছাত্রীরা যখন ছত্রভঙ্গ হয়ে একটু আশ্রয় খুঁজছিল তখন সুজন কিববিয়ার নির্দেশে কলেজের সকল গেইট বন্ধ করে দেওয়া হয়। যার কারণে ছাত্রছাত্রীরা কলেজের নোংরা পুকুরে হাবুডুবু পর্যন্ত খায়।

সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মীত শেখ রাসেল ছাত্রাবাসের পরিচালনা করত এই সুজন কিবরিয়া । যেখানে মাত্র এক বছরে এক লক্ষ আশি হাজার টাকার বেশি নিজের পকেটে ঢুকিয়েছে এই শিক্ষক।

আওয়ামী লীগ এবং গোপালগঞ্জ ট্যাগ লাগিয়ে সকল অভিযোগ এতদিন অস্বীকার করে আসলেও এখন নিজেকে গুটিয়ে নিয়ে যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল তাদের সাথে হাত মেলানোর চেষ্টা করছে।

রাজেন্দ্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার সাহার ঘনিষ্ঠ জন ছিল কিবরিয়া । অনলাইন পেমেন্টের নামের সার্ভিস চার্জ বাবদ রাজেন্দ্র কলেজের ত্রিশ হাজার ছাত্রছাত্রীদের প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে সার্ভিস চার্জ কেটে নেওয়া মোট অর্থের অন্যতম ভাগীদার এই সুজন কিবরিয়া।

গোপালগঞ্জ বাড়ি হওয়ায় শিক্ষার্থী এবং শিক্ষকদের হুমকি এবং জিম্মি করা ছিল সুজন কিবরিয়ার নিত্যদিনের কাজ।

রাজেন্দ্র কলেজের বর্তমান অধ্যক্ষ রমা শাহা । যে কিনা সাবেক আওয়ামী লুচ্চা মন্ত্রী আব্দুর রহমানের মাধ্যমে অর্থ এবং প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে অধ্যক্ষ হয়েছে। ‌সুজন কিবরিয়া একজন শিক্ষক হলেও বেশিরভাগ সময় অধ্যক্ষ রমা শাহার কক্ষে কাটায়। কখনোই সে শ্রেণীকক্ষের নিয়মিত ছিলো না।

ছাত্র ছাত্রীদের ইনকোর্সের মার্ক এর ভয় দেখিয়ে বিভিন্ন স্বার্থ হাসিল করা ছিল তার কাজ। ইনকোর্স মার্কের ভয় দেখিয়ে অনেক ছাত্রীদের অনৈতিক প্রস্তাবও দিয়েছে। এগুলা সবার কাছে ওপেন সিক্রেট থাকলেও এতদিন কেউ ভয়ে মুখ খুলেনি। সময় এসেছে এই মুখোশধারী শিক্ষককে সবার সামনে উন্মোচিত করার‌।

দ্রুত এই কিবরিয়ার ব‘হি‘স্কারের দাবী জানাই।

গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন গত ১৫ আগস্ট। রাজধানীর খিলক্...
29/08/2024

গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন গত ১৫ আগস্ট। রাজধানীর খিলক্ষেত থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে ওই থানার পুলিশ। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে রিমান্ডেও নিয়েছে পুলিশ। তবে এখনো অজানা রয়েছে তার বহু অবৈধ সম্পদের খবর।

তেমনই একটি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। ‘সাজগোজ’ নামের বিশাল বিনিয়োগের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে জিয়াউল আহসানের টাকায়। তবে এই প্রতিষ্ঠানটি চলছে সিনথিয়া শারমিন ইসলাম নামে তার পরকীয়া প্রেমিকার নামে। কোথাও কোথাও শারমিনকে নিজের স্ত্রী হিসেবেও উপস্থাপন করেছেন জিয়াউল আহসান।

জানা গেছে, সাজগোজ নামের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠনটি শুরু হয় মাত্র ২০১৮ সালে। মাত্র ৫ বছরে আঙ্গুল ফুলে কলাগাজ হয়েছে তারা। রাজধানীর যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, ইস্টার্ন মল্লিকা, শিমান্ত স্কয়ার, বেইলিরোড, মিরপুর, ওয়ারি ও উত্তরার মতো গুরুত্বপূর্ন জায়গায় গড়ে তুলেছেন বিশাল বিশাল শোরুম। ঢাকার বাইরে চট্টগ্রামেও রয়েছে কয়েক হাজার স্কয়ার ফিটের শোরুম।

সাজগোজ থেকে সত্য চাকরি ছাড়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘সাজগোজের মোট ৯টি আউটলেট আছে। ৯টি আউটলেটের সেটাপ খরচই আগে প্রায় ২০ কোটি টাকা। এসব আউটলেটে তেমন বেচাকেনা না দেখলেও প্রতি রাতে বিপুল পরিমাণ পণ্য কেনাবেচার ডাটা এট্রি করা হয়। এটা দেখে আমার সন্দেহ হয় যে, এখানে কালো টাকা সাদা করা হয়। এজন্য আমি নিজে থেকে চাকরি ছেড়ে দিয়েছি।’

জানা গেছে, কিছু দিন পূর্বে সাজগোজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে নকল পণ্য পাওয়ায় তাদের জরিমানা করা হয়। এই ঘটনা নিয়ে নিউজ করে জাতীয় দৈনিক কালবেলার প্রিন্ট ও অনলাইন ভার্সন। তখন তৎকালীন ক্ষমতাধর সেনা কর্মকর্তা জিয়াউল আহসনা কালবেলার সম্পাদককে ফোন করে জানান যে, ‘সাগজোগ’ আপনার ভাবির প্রজেক্ট। এটার বিরুদ্ধে নিউজ করা যাবে না।

জিয়াউল আহসানের ওই হুমকির পর পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় কালবেলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দেয়া হয়। কিন্তু সম্প্রতি জিয়াউল আহসান গ্রেফতার হওয়ার পর সেই নিউজ আবার আপলোড করে কালবেলা।

এ বিষয়ে কালবেলার অনলাইন প্রধান (এডিটর, অনলাইন) পলাশ মাহমুদের কাছে জানতে চাইলে তিনি Entrepreneur News কে বলেন, ‘জিয়াউল আহসান ফোন করে বলেছিলেন, এটা তার স্ত্রীর প্রজেক্ট।

জামায়াত নিষিদ্ধের আদেশ কাল প্রত্যাহার হতে পারে : আইনজীবী শিশির মনিরজামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ আগামীকাল মঙ্গলবার কাল...
26/08/2024

জামায়াত নিষিদ্ধের আদেশ কাল প্রত্যাহার হতে পারে : আইনজীবী শিশির মনির

জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ আগামীকাল মঙ্গলবার কাল প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির।

সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্কুল পরিদর্শনের যাওয়ার আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রতিনিধির কাছে টাকার রাখার কথা বলতেন কুমিল্লার নাঙ্গলকোট উপজ...
17/08/2024

স্কুল পরিদর্শনের যাওয়ার আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রতিনিধির কাছে টাকার রাখার কথা বলতেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম।

16/08/2024

তাহলে এত বছর ধরে শুনে আসা বিষয়টি কি সত্য?

২০১০ সালের ২৮ই জানুয়ারীতে জাতির শ্রেষ্ঠসন্তান দেশপ্রেমিক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ বজলুল হুদাকে ফাঁসি দেওয়া হয়নি। তাকে শেখ হাসিনা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে নিজ হাতে জবাই করেছিল বলে প্রচলিত আছে। আজকে মেজর হুদার পরিবার বিষয়টি কনফার্ম করেছে। মেজর হুদার ভাইয়ের এই বক্তব্যে উনার আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে এই ঘটনার যথেষ্ট পরিমাণে সাক্ষী-প্রমাণ আছে।

উল্লেখ্য যে, মেজর বজলুল হুদা পঁচাত্তরের ১৫ই আগস্টের বীর সেনানীদের একজন ছিলেন। আমরা দেশ থেকে কি তাড়িয়ে দিয়েছি এখনো উপলব্ধি করতে পারছি না। শেখ হাসিনা কি পরিমাণে সাইকোপ্যাথ ছিল! দেশের বেশির ভাগ মানুষ এখনো কল্পনা করতে পারে না। যার কারণে অনেকে হাসিনাকে নিয়ে এখনো স্মৃতিকাতর হয়ে পড়ে।

এইধরনের ন্যাচারের কারণেই এই মহিলা হাজারো লোককে পাখির মতো গুলি করে হত্যা করার পরেও মেট্রোরেলের জন্য কেদে অভিনয় করে!

বিদ্যুৎকেন্দ্র অনুমোদন থেকে পরিচালনা প্রতিটি পর্যায়েই ছিল দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা।বিদ্যুৎ খাত শুরু থেকেই অপরিকল...
16/08/2024

বিদ্যুৎকেন্দ্র অনুমোদন থেকে পরিচালনা প্রতিটি পর্যায়েই ছিল দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা।

বিদ্যুৎ খাত শুরু থেকেই অপরিকল্পিতভাবে পরিচালিত হতে থাকে। ১৫ বছরে তিনটি মাস্টারপ্ল্যান করা হলেও সেগুলো ছিল অনেকটাই বাস্তবতা বিবর্জিত। এরপরও মাস্টারপ্ল্যান বাদ দিয়ে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লাইসেন্স দেয়া হয়। আর এসব বিষয় নিয়ে যাতে কোনো ধরনের আইনি প্রশ্ন না উঠে এজন্য ২০১০ সালেই বিতর্কিত দায়মুক্তি প্রণয়ন করে সরকার। ২ বছরের জন্য প্রণীত আইনটির নাম ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’।

যদিও পরে কয়েক দফা আইনটির মেয়াদ বৃদ্ধি করা হয়। এর মধ্যে ২০১২ সালে ২ বছর, ২০১৪ সালে ৪ বছর, ২০১৮ সালে ৩ বছর এবং সর্বশেষ ২০২১ সালে ৫ বছরের জন্য আইনটির মেয়াদ বাড়ানো হয়। ২০২১ সালে সংশোধন করা আইনটি ‘বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন, ২০২১’ ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ মাত্র দুই বছরের জন্য আইন করা হলেও তা ১৫ বছর ধরে চলছে।

Address

Dhaka Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when সিমান্ত নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিমান্ত নিউজ:

Videos

Share

Category