Zamidul Rakib

Zamidul Rakib If you want to live a happy life, tie it to a goal. And not to people or things.

10/09/2023

সারাদিন ফুরফুরে থাকতে হলে, সকালে উঠার কোন বিকল্প নেই😊

A new aesthetic restaurant alert at Dhanmondi.
05/09/2023

A new aesthetic restaurant alert at Dhanmondi.

রোগী গর্ভাবস্থায় ডেংগু তে আক্রান্ত হয়ে এভারকেয়ার (পূর্ববর্তী অ্যাপোলো) হাসপাতালে ভর্তি। বাচ্চা পেটেই মারা গিয়েছে, এখন রো...
05/09/2023

রোগী গর্ভাবস্থায় ডেংগু তে আক্রান্ত হয়ে এভারকেয়ার (পূর্ববর্তী অ্যাপোলো) হাসপাতালে ভর্তি। বাচ্চা পেটেই মারা গিয়েছে, এখন রোগীর ও মুমূর্ষু অবস্থা।
শরীরের সব রক্ত ভেঙে পানি হয়ে যাচ্ছে।

জরুরি ২০ ব্যাগ AB+ রক্তের প্রয়োজন আজ যত দ্রুত সম্ভব।
ডোনারকে জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

01798419484

04/09/2023

এটা কি আপনার সাথেও ঘটে!🤔

03/09/2023

আপনি আপনার ব্যক্তিগত জীবনের কথা গুলো শেয়ার করুন এমন ব্যক্তি কে, যার কাছে আপনার ভেলু আছে, যে আপনার সমস্যা কে তার সমস্যা মনে করে, যে আপনাকে সলিউশন দিতে পারবে, এমন একজন কে বলুন।

সামাজিক মাধ্যমে বলে বা পোস্ট করে আপনি হয়তো বড়জোর একটা লাইক বা কমেন্ট পাবেন, আর কিছু না! এমনকি তাতে আপনি আপনার নিজের ব্যক্তিত্ব নষ্ট করছেন!..

মানবতার ডাকে সেচ্ছাসেবী  রক্তদাতা ভাইয়েরা এগিয়ে আসুন!!! 💁রোগীর সমস্যা👉 এক্সিডেন্ট 🔴রক্তের গ্রুপঃ👉B+ পজেটিভ 💉রক্তের পরিমা...
02/09/2023

মানবতার ডাকে সেচ্ছাসেবী রক্তদাতা ভাইয়েরা এগিয়ে আসুন!!!

💁রোগীর সমস্যা👉 এক্সিডেন্ট
🔴রক্তের গ্রুপঃ👉B+
পজেটিভ
💉রক্তের পরিমাণ👉 5 ব্যাগ
📆রক্তদানের তারিখ👉2/9/2023
⌚রক্তদানের সময়👉 ইমার্জেন্সি
🌡️ হিমোগ্লোবিন 👉
🏥রক্তদানের স্থান👉 এনাম মেডিকেল সাভার ঢাকা।
☎যোগাযোগঃ👉
রেফারেন্সঃ👉01736214935 ফরিদা ইয়াসমিন
01718435660 বারেক মির
0 1840-479993 সিয়াম

01/09/2023

সমস্যা দেখে ভয় না পেয়ে, সেটাকে কিভাবে ঠিক করা যায় সেটা নিয়ে ভাবুন😊

27/08/2023

জরুরী রক্তের প্রয়োজন।

💁 রোগীর সমস্যাঃ ডেঙ্গু
🔴রক্তের গ্রুপঃ A- (এ নেগেটিভ)
💉রক্তের পরিমাণঃ এক ব্যাগ
⛔হিমোগ্লোবিনঃ
📆রক্তদানের তারিখঃ ২৮/৮/২৩
সকাল ৮ টায়
🏥রক্তদানের স্থানঃ ইবনে সিনা, শংকর, ধানমন্ডি।
যোগাযোগ : 01856060556
রেফারেন্স : নূরে জান্নাত রাণী

আজকে কয়েক দিন ম্যানেজ দেয়ার চেষ্টা করেছেন, কিন্তু পাচ্ছেন না। কালকে সকালে ইমার্জেন্সি লাগবে বলেছেন ডাক্তার, প্লিজ কারো জানা থাকলে একটু সহযোগিতা করুন।

25/08/2023

আমাদের সন্ধ্যা🥰

23/08/2023

৬৪ জেলার সব বিখ্যাত খাবার ও পণ্য নিয়ে মেলা.. আগামী বৃহস্পতিবার থেকে শনিবার (২৪, ২৫ ও ২৬ আগস্ট).. সেলিব্রিটি কনভেনশন হল, ধানমণ্ডি ২৭.. আয়োজনে: Entrepreneurship নিজের বলার মতো একটা গল্প Foundation

এ দেশের কিছু সংখ্যক মানুষ তেলের উপর তেল দিতে বিষণ ভালোবাসে, আজকে একটা কথা বলি, এ দেশে সফল হওয়ার সহজ ফর্মূলা যতো তেল দিতে...
22/08/2023

এ দেশের কিছু সংখ্যক মানুষ তেলের উপর তেল দিতে বিষণ ভালোবাসে, আজকে একটা কথা বলি, এ দেশে সফল হওয়ার সহজ ফর্মূলা যতো তেল দিতে পারবেন ততো সফলতা অর্জন করতে পারবেন, সেটা যে কোন ক্ষেএে😠

আরে ভাই আজকের তরুণ রা যে নতুন নতুন আইডিয়া বের করছে আগামী তে তারা এমন ৪-৫ টা BEXIMCO তৈরি করতে পারবে, তাঁদের দিকে নজর দিন, তাদের কে উঠে আসতে সহযোগিতা করুন, খালি মুখে বল্লে হবে না আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ😠

22/08/2023

How to startup journey..

21/08/2023

জরুরি সাহায্যের পোস্ট:
একজন প্রসূতি মায়ের জন্য খুবই জরুরি সাহায্য প্রয়োজন, এ বোনের এর আগেও একটা বাচ্চা জন্ম নিয়ে মারা গেছে শারীরিক সমস্যার কারনে, এখন এই বাচ্চার ক্ষেত্রে সমস্যা আরো জটিল, ডেলিভারি খুবই নিকটে, কিন্তু মা এবং বাচ্চা দুজনই ভয়ংকর সমস্যাতে আক্রান্ত। প্রথমত পানির আধিক্যে বাচ্চার ব্রেইন ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্রবল। আবার অন্যদিকে মায়ের বিভিন্ন সমস্যাতে মাও প্রচন্ড ঝুঁকিতে।

এমতাবস্থায় চট্টগ্রাম (শহর) নিয়ে যাওয়া, জরুরি সিজার ও আনুষাঙ্গিক ব্যয় নির্বাহের মতো সেই সামর্থ্য তাদের মোটেও নেই। তাদের পরিবারের পক্ষ থেকে সামগ্রিকভাবে চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি অন্যদের কাছেও বলা হচ্ছে, পরিবারের সদস্যদের অনুরোধে নাম প্রকাশ করা হচ্ছে না। তবে তারা একান্তভাবে ফোন করেছে, তাই বিবেক ও মানবতাবোধ এবং সর্বোপরি আমার অপারগতার কারনে আপনাদের সকলের কাছে সাহায্য-সহযোগীতার আবেদন।
ইনশাআল্লাহ, আল্লাহ রোগীকে যেমন শিফা দান করবে তেমনি আপনাদের কাছ থেকেও সহযোগীতা ও সাহায্যের বাড়ানো হাত পাবো এমন প্রত্যাশাই করছি।
কারন তাদের অনেক টাকা প্রয়োজন, আমরা কি পারবো না এই বিপদে তাদের ভরসা হতে?

সাহায্য পাঠানোর ঠিকানা:
01814481463 (বিকাশ ও নগদ) পারসোনাল

MD Nuruddin Fahad
20502660202852505
Islami Bank Bangladesh Limited
Sandwip Branch

বি: দ্র: রোগীর ব্যাপারে ডিটেইলস জানতে এবং সাহায্য পাঠালে অবশ্যই তার ডাটা চাওয়ামাত্র পাবেন যে কেউ।

MD Nuruddin Fahad এই আইডিতে বিস্তারিত জানতে যোগাযোগ করুন।

রেফারেন্স দাতার লিঙ্ক কমেন্ট দেওয়া আছে

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আল...
15/08/2023

সারা বিশ্বের ৫ জন লোক কাবা'শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন। তার মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একজন, আলহামদুলিল্লাহ!

আল্লামা সাঈদী সাহেবেরর চট্রগ্রামে প্রথম মাহফিলে প্রথম বছর সুরা ফা'তিহার তাফসির শুনে ৪৬ জন অমুসলিম ইসলাম গ্রহন করেছিলো!

আল্লামা সাঈদী বিশ্বের ৫২টি দেশে কোরানের তাফসির মাহফিল করেছেন!

আল্লামা সাঈদী ১৯৭৪ সাল থেকে প্রতি বছর পবিত্র হজ্ব পালন করেছেন!

কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাঈদীর কপালে চুমু খেয়েছিলেন!

সৌদিবাদশাহর আমন্ত্রনে আল্লামা সাঈদী স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন!

একবার সৌদিতে সারাবিশ্বের বাছাই করা এক হাজার আলেমদের নিয়ে যের যবর পেশ ছাড়া কোরআন প্রতিযোগিতা হয়েছিলো, সেখানে আল্লামা সাঈদী সর্বোচ্চ ৯৯ নম্বর পেয়ে প্রথম হয়েছিলেন!

আজ সেই কোরআনের পাখি আর এই পৃথিবীতে নেই😭
ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।😭😭
আপনি রয়ে যাবেন বিশ্বের সমস্ত মুসলমানদের অন্তরে!
আল্লাহ আপনাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন,
আমিন ইয়া রব 😭😭🤲

#আল্লাহ

এতিম আয়েশা তার ছোট ভাইয়ের লাশ ঢাকা থেকে খুলনায় নিয়ে দাফন করতে এম্বুল্যান্সসহ কাফনের কাপড় জোগাড় করতে আমাদের সকলের সহযোগিত...
13/08/2023

এতিম আয়েশা তার ছোট ভাইয়ের লাশ ঢাকা থেকে খুলনায় নিয়ে দাফন করতে এম্বুল্যান্সসহ কাফনের কাপড় জোগাড় করতে আমাদের সকলের সহযোগিতা চান!ডেংগুতে আক্রান্ত হয়ে আয়েশার ১৪ বছরের ভাই আজ ঘন্টা খানেক আগে মারা যান।আয়েশার বাবা-মা ৮ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাদের নিকটতম আত্মীয়দের মাধ্যমে প্রতারণার শীকার হয়ে ভিটা-বাড়ি হারিয়ে ঢাকায় এসে ছোট ভাইকে নিয়ে টিউশন করে আর ছোট একটা সুতার কারখানায় ভাই-বোন মিলে কাজ করে লেখাপড়া করতেন।আয়েশাকে তার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে দাফন করতে সহযোগিতা করুন 🙏

Happy birthday dear Chowdhury Daulat Mohammed Jafry brother🎂❤️, may you grow up like your dream, with this simple mind o...
25/07/2023

Happy birthday dear Chowdhury Daulat Mohammed Jafry brother🎂❤️, may you grow up like your dream, with this simple mind of yours, I wish you well dear🥰

মেসেঞ্জার, WhatsApp সব জায়গায় মেসেজ দিচ্ছি, কোথাও সেন্ড হচ্ছে না, এক বার না দুই বার না কয়েক বার এর পর মাথা খারাপ করে ফোন...
16/06/2023

মেসেঞ্জার, WhatsApp সব জায়গায় মেসেজ দিচ্ছি, কোথাও সেন্ড হচ্ছে না, এক বার না দুই বার না কয়েক বার এর পর মাথা খারাপ করে ফোন টাকে ভেঙ্গে ফেলছি😕 তাঁর ঠিক কিছুক্ষণ পর ফেইসবুক এ দেখি এক ভাই পোস্ট করে বলছে সবার নাকি একই অবস্থা😡 এখন আমি কি করি মাথায় হাত দিয়ে বসে থাকা চারা আর উপায় নাই😔 Mark Zuckerberg ভাই এখন তুমি কি করবা করো।

সবাই উদ্যোক্তা হচ্ছে, সবাই কাজ করছে, সবাই বড় হচ্ছে, তাই কাল থেকে আমাকেও কিছু করতে হবে এ চিন্তা বন্ধ করুন।সবাই বড় হচ্ছে অ...
13/06/2023

সবাই উদ্যোক্তা হচ্ছে, সবাই কাজ করছে, সবাই বড় হচ্ছে, তাই কাল থেকে আমাকেও কিছু করতে হবে এ চিন্তা বন্ধ করুন।

সবাই বড় হচ্ছে অনেক সফল হচ্ছে হোক না, তাই আপনি কাল থেকে শুরু করবেন এটা ভুল।

আমাদের প্রায় উদ্যোক্তা এ ভুল টা করে, আমাদের আগে নিজেকে জানতে হবে, আমি কি করতে চাই, কি হতে চাই, কোথায় আমি নিজেকে দেখতে চাই, এগুলো নিয়ে কোন মাথা ব্যাথা নেই, আগে এগুলো ঠিক করতে হবে, তারপর আপনি আপনার ইচ্ছার উপর নিজেকে তৈরি করতে হবে, নিজেকে সেই ইচ্ছা পূরনের জন্য যা কিছু শিখা প্রয়োজন সবকিছু শিখতে হবে, তারপর আপনি কাজে নামুন, আর দেখুন আপনার সফলতা কে ঠ্যাকাই😊

কিন্তু আমরা প্রায় উদ্যোক্তা এ ভুল এর জন্য আমরা আমাদের স্বপ্ন হারিয়ে পেলি, একটা সময় মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না, আমার জন্য উদ্যোক্তা জীবন না, আরও নানান কথা।

তাই সবাই কে অনুরোধ করবো প্লিজ আপনি আগে আপনার নিজেকে তৈরি করুন, যদি আপনাকে তৈরি করতে সময় লাগে লাগান তাও আগে নিজেকে তৈরি করুন, তাহলে দেখবেন আজকে আপনি যাদের দেখে নিজেকে ছোট ভাবছেন, একদিন তাদের ছাড়িয়ে যাবেন ইনশাআল্লাহ্🥰
______________
Zamidul Rakib

Best wishes dear mentor Iqbal Bahar Zahid. We young entrepreneurs of Bangladesh want to move forward by your hand.Happy ...
28/05/2023

Best wishes dear mentor Iqbal Bahar Zahid. We young entrepreneurs of Bangladesh want to move forward by your hand.

Happy birthday dear mentor🎂🥰

Many prayers dear mentor🤲
Salute Iqbal Bahar sir.

ছবিটি দেখে চমকে উঠলেন, তাই তো? ইনি ম্যাক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদে ডিবেটে অংশগ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুল...
17/05/2023

ছবিটি দেখে চমকে উঠলেন, তাই তো?
ইনি ম্যাক্সিকো পার্লামেন্টের একজন সদস্য। সংসদে ডিবেটে অংশগ্রহণ করার সময় শরীরে সব কাপড় খুলে ফেলেন। তার যুক্তি, আপনারা আমাকে দেখে লজ্জা পাচ্ছেন, তাই না? লজ্জা তখন পান না যখন রাস্তায় কোন গরীব অসহায় ক্ষুধার্ত মানুষ পয়সার অভাবে খালি পায়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়ায়, আর আপনি তাদের দেখে অবলীলায় পাশ কাটান অথচ ওদেরই শোষন করে আমি আপনি আজ সংসদের সদস্য।

এমন প্রতিবাদকে স্যালুট..❤️

আপনি পার্টনারশিপে কোন ব্যবসা করছেন,আপনার ভাবনায় আসতে পারে ‘আপনিই’ সব সফলতা এনে দিয়েছেন – এটা ভাবা যাবে না ! ধরুন আপনার প...
19/04/2023

আপনি পার্টনারশিপে কোন ব্যবসা করছেন,আপনার ভাবনায় আসতে পারে ‘আপনিই’ সব সফলতা এনে দিয়েছেন – এটা ভাবা যাবে না !

ধরুন আপনার পরিবারের ২-৩ ভাই মিলে বা সাথে কোন আত্মীয় নিয়ে ব্যবসা শুরু করেছেন এবং আপনিই সব কাজ করছেন বা সবার চেয়ে বেশী ঐ প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন অথবা আপনার মেধা ও আইডিয়া দিয়ে ব্যবসা বড় হচ্ছে...তবুও পরিবারের অবদান ভুলবেন না কখনো।

একইভাবে পার্টনারশিপ ব্যবসায় কারো কখনো কখনো মনে হতে পারে বিশেষ করে যিনি CEO যে, সব কিছু তো তিনিই করছেন, ব্যবসা তিনিই চালাচ্ছেন, ব্যবসাকে লাভে তিনিই নিয়ে যাচ্ছেন, বাকী পার্টনাররা কিছুই করছেন না – এটা ভয়ানক একটা ভুল চিন্তা! এই চিন্তা থেকেই বিজনেসের সর্বনাশ শুরু হয়।

যারা আপনার সাথে আছেন তারা আপনার ভাগ্য, তারা অর্থ ও পরামর্শ দিয়ে ব্যবসা শুরু করে দিতে পেরেছিলেন বলেই আজ আপনি চালাতে পারছেন, লাভ করছেন। সুতরাং এই চিন্তা কখনোই মাথা আনা যাবে না যে ‘আমিই’ সব করেছি। যে কিছুই করে না শুধু টাকা দিয়েছে তারও ব্যাপক অবদান আছে।

অনেক ভাল ও লাভজনক ব্যবসাকে আমি বন্ধ হয়ে যেতে দেখেছি শুধু মাত্র ইগো ও সম্পর্কের অবনতির কারণে। এটা রাগ করার কোন জায়গা না, এটা হল যে কোন মূল্যে একসাথে কাজ করার একটা সুসম্পর্ক তৈরি করা। তবে সততা ও জবাবদিহিতা ছাড়া পার্টনারশিপ ব্যবসা কন্টিনিউ করা যায় না।

নিজের সাথে কথা বলে এই ব্যাপারে কোন কিছু বলা বা করার আগে কয়েকবার ভাবতে হবে।

#সাধারণ_থেকে_অসাধারণ_হয়ে_উঠার_চর্চা


#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন

চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বা...
17/04/2023

চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন। জমানো টাকার পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা। জমি কিনেন নাই, ফ্ল্যাট বাড়ি বানানোর পিছনে ছুটেন নাই। সঞ্চিত অর্থ পুরোটা তুলে দিয়েছেন শিশুদের চিকিৎসায়।

কোটিপতি নন। ছাপোষা জীবন। ওষুধ কোম্পানির সাধারণ চাকুরী করতেন। পরিবার নিয়ে নিত্যন্ত সাধামাটা সংসার। নিজের তিলে তিলে করে জমানো সবটুকু অর্থ তুলে দিয়েছেন তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায়।

যার কিছুই নাই তিনি নিজের সর্বস্র দান করে দিয়েছেন শিশুদের চিকিৎসায়। যাদের অনেক অনেক অনেক আছে তারা পাচার করে গড়ে তোলে বেগম পাড়া, হয় ফরেন দেশের সেরা ধনী।

কাজী মোহাম্মদ আলী বলেন, ‘ আমি ৫০ ভাগ খুশি হয়েছি টাকাটা তুলে দিতে পেরে। শতভাগ শান্তি পাব যখন শুনব এই সহায়তায় ক্যানসার আক্রান্ত কোনো শিশু চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।’

আমার ক্ষমতা থাকলে এই মানুষগুলোর গল্প আমাদের স্কুলের পাঠ্যবইয়ে মহৎ বাক্তিবর্গের জীবনী পাতায় তুলে ধরতাম।

মানুষটির নাম কাজী মোহাম্মদ আলী।

আমার চোখে কাজী মোহাম্মদ আলীর মতো সাধারণ নিভৃতচারী সাদা মনের মানুষগুলোই জাতীয় বীর।



ও জানে না, ও নিজেও একটা ফুল🥺
16/04/2023

ও জানে না, ও নিজেও একটা ফুল🥺

একজন উদ্যোক্তার জীবনের সব টুকু সঞ্চয়, সব টুকু স্বপ্ন, সব টুকু আবেগ জড়ানো ভালোবাসার প্রোডাক্ট... মুহূর্তের আগুনে নিভে গেল...
15/04/2023

একজন উদ্যোক্তার জীবনের সব টুকু সঞ্চয়, সব টুকু স্বপ্ন, সব টুকু আবেগ জড়ানো ভালোবাসার প্রোডাক্ট... মুহূর্তের আগুনে নিভে গেলো

আবারও আগুন... !


আলহামদুলিল্লাহ।নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান অনেক প্রশান্তি ও ভালোলাগা কাজ করে এ মানুষ...
13/04/2023

আলহামদুলিল্লাহ।
নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন - উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান
অনেক প্রশান্তি ও ভালোলাগা কাজ করে এ মানুষ গুলোর হাসি মুখ টা দেখলে, ওরা সামন্য কিছুতেই যে সুখ অনুভব করায় তাতেই মনটা শান্তি হয়ে যায়

কৃতজ্ঞতা প্রিয় মেন্টর Iqbal Bahar Zahid স্যার কে।

লিজেন্ড ধানমন্ডি জোনের ইফতার ও দোয়া মাহফিল কে বাস্তবায়নের জন্য যে সকল দায়িত্বশীল ভাই-বোন মেধা, শ্রম ও অর্থ দিয়ে বরাবরের মতো এবারও সহযোগিতা করেছেন, তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা🥰
____________________

Zamidul Rakib

05/04/2023

বঙ্গবাজারের এই বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান প্লিজ, আমাদের একটু সহযোগিতায় পারে তাদের প্রশান্তি ফিরিয়ে দিতে।

আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসি এ হোক আমাদের অঙ্গিকার।

বাংলাদেশের সকল ডোনেশন ফান্ড রাইসার দের লিঙ্ক কমেন্ট এ দেওয়া আছে।

আর্থিকভাবে না পারলেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।
_________

Please stand beside these people of Bangabazar, we can help them to return their peace.

Let's come forward together, this should be our promise.

The links of all the donation fund raisers of Bangladesh are given in the comments.

Even if you can't financially do share this video.

27/02/2023

বান্দরবানে উপজাতিদের জীবন যাত্রা 🖤

প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট হাসা যায় এরকম কিছু করবেন - মন ভালো থাকবে, কাজের গতি বেড়ে যাবে।যেমনঃ১। হাসির কোন নাটক দেখতে পা...
04/09/2022

প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট হাসা যায় এরকম কিছু করবেন - মন ভালো থাকবে, কাজের গতি বেড়ে যাবে।

যেমনঃ
১। হাসির কোন নাটক দেখতে পারেন
২। কমেডি শো দেখতে পারেন
৩। প্রিয় কোন বন্ধুর সাথে মন খুলে আড্ডা দিতে পারেন
৪। কোন খেলাধুলা করতে পারেন
৫। কোন মজার বই পড়তে পারেন

আর এটা সবচেয়ে বেশী বেশী করতে হবে যখন মন খারাপ থাকবে। মন খারাপ হতেই পারে। কিন্তু মন খারাপ লাগাটাকে কখনো বাড়তে দিবেন না। নানা আয়োজনে ব্যস্ত থাকবেন দ্রুত মন খারাপ দূর করার জন্য।
মনে রাখবেন, আপনার মন খারাপ কেউ দূর করতে পারবে না, আপনি না চাইলে। আর মন ভাল রাখতে হবে, বেশী বেশী ভাল কাজ করার জন্য।

মন ভালো থাকলেও হাসতে হবে কিছুক্ষণ প্রতিদিন😊






#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন

এই রকম কারো সাথে হয়েছে যে Life is bed of Roses? কারো জীবনে কোন সমস্যা নাই ?এটা অসম্ভব। সমস্যা থাকবে এবং মানতে হবে সমাধান...
28/08/2022

এই রকম কারো সাথে হয়েছে যে Life is bed of Roses? কারো জীবনে কোন সমস্যা নাই ?
এটা অসম্ভব। সমস্যা থাকবে এবং মানতে হবে সমাধানও আছে। শুধু সময়ের ব্যাপার।
জীবনে নানান রকম সমস্যার মধ্য দিয়ে আপনি যান – পারিবারিক সমস্যা, ব্যবসায়িক সমস্যা, অফিসের বস বা সহকর্মীর সাথে সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বন্ধু-বান্ধব সম্পর্কিত সমস্যা, প্রেম ঘটিত সমস্যা, অসফলতা ইত্যাদি।
এইসব সমস্যার কারনে ২টা ঘটনার সম্মুখীন হতে পারেন আপনি –
১। আপনি ভেঙে পরতে পারেন অথবা
২। সমস্যা মোকাবেলা করে আপনি আরো শক্তিশালি হতে পারেন।
সমস্যার মুখোমুখি হতে হবে, সমস্যা থেকে পালিয়ে বেড়ালে সমাধানের দরজা কোনদিন খুলবে না।
কোন বিষয়ে দ্রুত রিয়েক্ট না করে একটু সময় নেয়া যেতে পারে। এবং সমাধান আপনার কাছেই।
কোন কোন সমস্যা সমাধান করা লাগে না, একটু সময় নিলে, কিছু সময় গেলে এমনিতেই সমাধান হয়ে যায়।
আর একজন উদ্যোক্তা দক্ষ লিডার হিসেবে তখনই সফল, যিনি তাঁর বুদ্ধিমত্তা, ত্যাগ, কখনো কিছুটা কঠোর হয়ে, তাঁর ব্যাক্তিত্ব দিয়ে এবং বিনয় ও ভালোবাসা দিয়ে সমস্যার সমাধান করেন।
সবসময় জিততে হবে, ভাল থাকতে হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে। হেরেও জয়ী হওয়া যায় কখনো কখনো। আবার কোন কোন হার নতুন পথ দেখায়।

সময় নিন… সময় দিন... সময় বদলাবে... সময়ই সব ঠিক করে দিবে...




#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন

কিভাবে বিজনেস শুরু করবো বা কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ শুরু করবো? এই প্রশ্নটা সবার !আমার উত্তর একটাই অর্থাৎ একটাই ফ...
26/08/2022

কিভাবে বিজনেস শুরু করবো বা কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ শুরু করবো? এই প্রশ্নটা সবার !

আমার উত্তর একটাই অর্থাৎ একটাই ফর্মুলা “প্রেম করা শুরু করেন”।

আইডিয়ার সাথে প্রেম, ব্যবসার সাথে প্রেম এবং কাজের সাথে প্রেম! বিজনেসকে প্রেমিকার বা প্রেমিকের মতো করে ভালবাসতে হবে।

কোন মেয়ে কে ইম্প্রেস করার জন্য কি কি না করেন আপনারা, কত রকমের ফর্মুলা বের করেন তাকে ইম্প্রেস করার জন্য।

বৃষ্টিতে ভিজেন, রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকেন, এরকমও বলে ফেলেন - পাহাড় থেকে লাফ দিবো, সাগর পাড়ি দিবো। সবচেয়ে সুন্দর ড্রেস টা পরেন, দামী দামী গিফট দেন, প্রেম করার সময় কেউ ঘড়ি দেখা বা সময় দেখা পছন্দ করেন না, পারলে ২৪ ঘণ্টাই প্রিয় মানুষের সাথে থাকেন। মেয়েরাও একই রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকেন।

এই আবেগ, এই ভালোবাসা, এই প্রেম, এই লেগে থাকা, এই উচ্ছ্বাস, এই, খুশী এবং এই কষ্ট আপনি আপনার ভালোলাগার বিজনেস কনসেপ্টে ঢেলে দিন - আপনার সফলতা কে ঠেকায়।







#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন

আমি যে শিক্ষায় সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি।চাইলে আপনিও সে শিক্ষা নিয়ে সফল উদ্যোক্তা হতে পারেন নতুন ব্যাচে যুক্ত হয়ে।...
28/07/2022

আমি যে শিক্ষায় সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি।
চাইলে আপনিও সে শিক্ষা নিয়ে সফল উদ্যোক্তা হতে পারেন নতুন ব্যাচে যুক্ত হয়ে।..................................

আজ থেকে শুরু হতে যাচ্ছে টানা ১৯ তম ব্যাচ – বিনামূল্যে উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা
প্রতিদিন ক্লাস ও প্রতিদিন শেখা
আজ আরেকটি মাইলস্টোন হতে যাচ্ছে “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের – চলছে টানা ১৬৬৯ দিন অনলাইন প্রশিক্ষণ ১৯ টা ব্যাচে।

১৯ তম ব্যাচে সবাইকে স্বাগত !
নতুন প্রায় ২০,০০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হল আমাদের "নিজের বলার মত একটা গল্প" প্লাটফর্মের ১৯ম ব্যাচ।
“নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন একটি “উদ্যোক্তা তৈরির কারখানা”। এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, ১৬টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশীপ ও ভলান্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্লাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ গুলো দেয়া হয়।

বাংলাদেশের ৬৪ জেলার ও ৫০ টি দেশের প্রায় ৬৩৭,০০০ তরুণ-তরুণীদের প্লাটফর্ম "নিজের বলার মত একটা গল্প" টানা ৯০ দিনের উদ্যোক্তা বিষয়ক অনলাইন কর্মশালা। আমাদের আজীবন মেম্বার ৩৫১,০০০+ জন।
এখানে শিখানো ও দক্ষতা উন্নয়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয় এবং পুরো ৯০ দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালাটি হয় বিনামূল্য অর্থাৎ কোন ফি ছাড়া।

এই প্লাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণ-তরুণীদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা গত ৪ বছর ৭ মাসে এখন ৬ লাখের বেশী। আমি নিজেও ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইটি উদ্যোক্তা। এই ফাউন্ডেশান এখন বাংলাদেশের সম্পদ।

প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে ও অফলাইনে ৪০০ টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় এখানে। এই প্রশিক্ষণ নেয়ার জন্য প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সময় ব্যয় করেই ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণী। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকরীতে ভালো করছেন, চাকরী করেও পার্টটাইম উদ্যোক্তা হয়েছেন, ছাত্রবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তাঁরা।
শুধু তাই নয়, বদলে গেছে এই সব তরুণদের জীবন – তাঁরা এখন এক একজন দক্ষ মানুষ, পজিটিভ, সাহসী ও মানবিক মানুষ। প্রতিদিন সেশান চর্চা ও প্রতি মাসে ৬৪ জেলায় ও ৫০ টি দেশে অনলাইন ও অফলাইন মিটআপের মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাপক সম্পর্ক, পার্সোনাল ব্র্যান্ডিং, সেলস হাব ও নেটওয়ার্কিং।

ইতিমধ্যে সারা দেশে প্রায় ৪৪০০ অনলাইন ও অফলাইন মিটআপ, উদ্যোক্তা সম্মেলন, ভলান্টিয়ার সম্মেলন ও ৫০০০ উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় উদ্যোক্তা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

“চাকরী করবো না চাকরী দেবো” – এই ব্রত সামনে রেখে গত টানা ১৬৬৯ দিন ধরে ১ দিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ১৬৬৯ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি।

আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে।
৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হবার সকল কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কিভাবে একজন ভালোমানুষ হয়ে বুক ফুলিয়ে বাঁচে থাকতে হয়, কিভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।

প্রায় ১ লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন তাঁরা আবার শুরু করেছেন, যারা আগে শুরু করা বিজনেসে ভাল করছিলেন না তাঁরা এখন আলোর মুখ দেখতে শুরু করেছেন এবং অনেকে ভেবেছিলেন জীবনে চাকরী করা ছাড়া তাঁকে দিয়ে আর কিছু সম্ভব নয়, তিনিও চাকরী ছেড়ে উদ্যোক্তা হবার কথা ভাবছেন, কেউ কেউ শুরু করে দিয়েছেন।
যে কোন বয়সে যে উদ্যোক্তা হওয়া যায় ও ব্যবসা শুরু করা যায় – এটা প্রমাণ করেছে এই ফাউন্ডেশন।

যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।
আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
পুরো কার্যক্রমটা হচ্ছে অনলইন ও অফলাইনে প্রতিদিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না – যেহেতু এটা তরুণদেরকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য আমার একটা সামাজিক কাজ।

৩৫১,০০০ তরুণদের এই প্লাটফর্মটি তাঁদের জন্য ছেড়ে দিয়েছি। তাঁদেরকে যুক্ত রেখেছি তাঁদের ৯০ দিনের এক একটা ব্যাচ শেষ হবার পরও। কারণ শুরু করা অনেক সহজ কিন্তু বিজনেস ধরে রাখা অনেক কঠিন।
তারা তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করছে, বিজ্ঞাপন দিচ্ছে, একে অন্যের ক্রেতা/বিক্রেতা হচ্ছে, একে অন্যের বিজনেস পার্টনার হচ্ছেন, হচ্ছেন বন্ধু। খুব সহজেই তাঁদের সেল বেড়ে যাচ্ছে "সাপ্তাহিক অনলাইন হাট" এর মাধ্যমে। চলছে ব্যাপক নেটওয়ার্কিং কার্যক্রম।

৪টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প”
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায়, ৪৯২ টি উপজেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারশীপ, ১৬টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩। “বেকার থাকবো না একদিনও” এই শ্লোগানকে ধারণ করে দেশের ১০০০ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ফ্রি অনলাইন প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে প্রতিটি ক্যাম্পাসে “উদ্যোক্তা ক্লাব” গঠনের মধ্য দিয়ে।
৪। ভলান্টিয়ারিং শেখা ও চর্চা এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম

অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমাদের
Facebook Group: https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal

page: https://www.facebook.com/Iqbalbahar28/

Website: http://www.urownstory-iqbal.org/।
Youtube: https://www.youtube.com/channel/UCxvtB0vjoabTeK-JdajFyYA

এই কর্মশালার মধ্য দিয়ে সবাই উদ্যোক্তা হবে না, তবে এটা নিশ্চিত ভাবে বলা যায় যে এই ৬০০,০০০+ জন তরুণদের সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পেয়েছে এবং শুরু হয়েছে বদলে যাওয়া একজন মানুষ।
আমাদের লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে।

উদ্যোক্তা তৈরির ৯০ দিনের কোর্সে যা যা থাকছে ঃ
১। যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।
২। আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
৩। পুরো কার্যক্রমটা হচ্ছে অনলইনে প্রতিদিন – ৬৪ জেলা ও ৫০ টি দেশ থেকে প্রবাসীরা সহ সবাই অনলাইনে অংশ গ্রহণ করছে।
৪। প্রতিদিন ১ টা করে পোস্ট বা ভিডিও বা নির্দেশনা বা হোমওয়ার্ক দেয়া হচ্ছে আমাদের ক্লোজড গ্রুপ ও পেইজে এবং ইউটিউবে - ৪০০ টা কন্টেন্ট প্রতি ব্যাচে।
৫। এটি হল ৯০ দিনের অনলাইনে ও সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম।
৬। ফেসবুক লাইভে সপ্তাহে ২ দিন করে উদ্যোক্তাদের গল্প শেয়ার করা হচ্ছে Utv Live থেকে।
৭। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না – যেহেতু এটা আমার সামাজিক কাজের অংশ।
সবাইকে অনুরুধ করছি আপনারা আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে নিন।
জীবনে বলার মত একটা গল্প থাকা দরকার।

©Iqbal Bahar Sir

Installation Program of e-cab new EC committee 2022-24. All the best wishes💐
25/07/2022

Installation Program of e-cab new EC committee 2022-24. All the best wishes💐

১৮তম ব্যাচদিন ৫...সেশন ৫...আমাদের দেশের শিক্ষার্থীরা একদিন স্বপ্ন দেখবে বা Aim in Life লিখবে "আমি ডাক্তার হতে চাই, আমি ই...
19/07/2022

১৮তম ব্যাচ

দিন ৫...

সেশন ৫...

আমাদের দেশের শিক্ষার্থীরা একদিন স্বপ্ন দেখবে বা Aim in Life লিখবে "আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি শিক্ষকতা করতে চাই, আমি বিসিএস ক্যাডার হতে চাই এবং কেউ বলবে ও লিখবে আমি উদ্যোক্তা হতে চাই" - এই স্বপ্নটা আমি তাঁদের মধ্যে তৈরি করে দিতে চাই।

প্রতিটা দিন খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা দিন আপনার জীবনে কোন কিছু যোগ করতে পারলেন না মানে আপনি ১ টা দিন হারিয়ে ফেললেন ও পিছিয়ে পরলেন। প্রতিটি দিন জীবনে কিছু না কিছু যোগ করতে হবে।

এই ৯০ দিনে আমি প্রতিদিন আপনাদেরকে একটু একটু করে তৈরি করবো।

আমি মনে করি এটা আপনাদের জন্য একটা বিশাল সুযোগ, কারণ আমি সিধান্ত নিয়ে, আমার মূল্যবান সময় ব্যয় করে, আপনাদেরকে ভালোবেসে, আপনাদের জন্য ও দেশের জন্য কিছু একটা করতে চাই। এই কর্মশালা একটা মাইলস্টোন হয়ে থাকবে।

আমরা সারা বাংলাদেশ এক্সাম্পল তৈরি করার মত তরুণ-তরুণীর একটা গ্রুপ তৈরি করতে চাই - যারা সারা জীবন একত্রে একটার পর একটা ভালো কাজ করবে এবং নিজেদের পায়ে শক্ত ভাবে দাঁড়িয়ে নিজেদের জীবন পাল্টে দিবে।

এবং আপনারা ভালোমানুষ হিসাবে সমাজে সবার নজর কাড়বেন ।

আজ সারাদিন কি করলেন এই প্রশ্নটা প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজেকে একবার প্রশ্ন করুন – দেখবেন আপনি পাল্টাতে শুরু করেছেন।





#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন

১৮তম ব্যাচদিন ৪...সেশন ৪...“চাকরী করবো না, চাকরী দেবো” – এটা একটা অনুপ্রেরণামূলক শ্লোগান। এখানে কোন দম্ভ বা অহংকার ন...
18/07/2022

১৮তম ব্যাচ

দিন ৪...

সেশন ৪...

“চাকরী করবো না, চাকরী দেবো” – এটা একটা অনুপ্রেরণামূলক শ্লোগান। এখানে কোন দম্ভ বা অহংকার নেই। নেই কোন ক্লেশ, যারা চাকরী করছেন তাঁদের প্রতি।

আমাদের স্কুল কলেজের কোন ছাত্র ছাত্রীদের যদি জিজ্ঞাসা করা হয়, তুমি জীবনে কি হতে চাও? সবার কিছু কমন উত্তর – ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা অথবা বিসিএস। কেউ বলে না যে তিনি উদ্যোক্তা হতে চান! পরিবার থেকেও তেমন ভাবে উৎসাহিত করা হয় না। সব বাবা-মা ই চান তার সন্তানের নিরাপদ জীবন!

“চাকরী করবো না, চাকরী দেবো” এই শ্লোগানটা দিয়ে কারো কারো মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া সম্ভব। কেউ কেউ হয়ত চাকরী করছেন, কিন্তু তার এমন কিছু পটেনশিয়ালিটি আছে, যে তিনি আরও বেশী কিছু করতে পারেন, সৃষ্টি করতে একটি কোম্পানি এবং অনেক মানুষের কর্মসংস্থান। হয়তো বা কেউ কোনদিন তাকে সেই স্বপ্ন দেখায়নি বা সাহসটি দেননি।

আর চাকরীই বা পাবে কোথায়? দেশে লাখো লাখো বেকার তরুণ! প্রতি বছর লাখো শিক্ষার্থী পাশ করে বের হচ্ছে কিন্তু অল্প ক’জন ছাড়া তাঁদের বেশিরভাগ তরুণদের জন্য কোন চাকরী নেই।

তাই বলে তাঁরা বসে থাকবে? বেকার থাকবে? তাঁদেরকে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখাতে হবে। পথ দেখাতে হবে সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয়!

কেউ হয়তো বা চাকরী করছেন, কিন্তু তিনি চাইলেও যে একটা পার্টটাইম ব্যবসা করতে পারেন, এটা কোন দিন তাঁকে কেউ বলেনি। আমার অনেক শিক্ষার্থী আছেন, যারা চাকরীর পাশাপাশি পার্ট টাইম ব্যবসা করে মাসে লাখ টাকা সেল করছেন এবং পরিবারের জন্য বাড়তি আয় করতে পারছেন। সেই রাস্তা আমি তাঁদের দেখিয়েছি।

একটা সময় ছিল, যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি। বাড়িঘর-দালানকোঠা তখনও গড়ে ওঠেনি। আমরা বাস করতাম গুহায়। জীবনধারণের জন্য আমাদের ফলমূল সংগ্রহ ও শিকার করতে হত। আমরা পরনির্ভরশীল ছিলাম না, হবার সুযোগও ছিল না। তখন আমরা সবাই ছিলাম উদ্যোক্তা।

সভ্যতা যত এগোতে থাকলো, আমাদের মধ্যকার উদ্যোক্তা কোয়ালিটি গুলো লোপ পেতে থাকলো। আমরা নিরাপদ জীবন বেছে নিলাম। আমরা অন্যের হয়ে কাজ করা শুরু করলাম। অন্যের স্বপ্নের পূরণে নিজেদের উত্সর্গ করতে থাকলাম। আমরা হয়ে গেলাম চাকুরিজীবী।

আপনি, কি হতে চান? চাকুরীজীবী না উদ্যোক্তা?

চাকরী করবো না, চাকরী দেবো - এ শ্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে, স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া।

দেশে লাখ লাখ শিক্ষার্থী প্রতি বছর পাশ করে বের হচ্ছে, এত চাকরী কোথায় পাবে? মানুষ ক’দিন বাঁচে...কিন্তু বেঁচে থাকে তার কর্ম, হউক না ছোট কিছু......

৫ টা বা ১০টা পরিবারের কর্মসংস্থানও যদি আপনি করতে পারেন, আপনি ভালো থাকবেন, ওই পরিবারগুলু ভালো থাকবে, দেশের জন্যও কিছু করা হল।

এখানে সবাই হয়তো উদ্যোক্তা হবেন না বা হতে পারবেন না, কিন্তু যারা নিজের ভিতরে আলোটা একটু বড় দেখতে পাবেন এবং আপনার ভিতরে ঘুমিয়ে থাকা স্বপ্নকে আমি জাগিয়ে তুলবো, যারা জেগে উঠবেন তাঁদেরকে আর কেউ আটকাতে পারবে না।





#নিজের_বলার_মতো_একটা_গল্প

আপনার চলার পথ সবার পছন্দ হবে না, কিন্তু আপনি এটা ভাবতে যাবেন না আপনি ভুল কিছু করছেন কারণ যারা আপনাকে ভুল বলছে তারা যানে ...
17/07/2022

আপনার চলার পথ সবার পছন্দ হবে না, কিন্তু আপনি এটা ভাবতে যাবেন না আপনি ভুল কিছু করছেন কারণ যারা আপনাকে ভুল বলছে তারা যানে না আপনার পরিকল্পনা কি, তাই আপনি আপনার মতো সামনের দিকে এগিয়ে যান।

#সফল হোক প্রতিটা উদ্যোক্ত

১৮তম ব্যাচদিন ০৩....সেশন ০৩.....আমাদের প্রথম শিক্ষা হচ্ছে - এই প্লাটফর্মে যারা আছেন, সবাই আপনারা একে অন্যকে শ্রদ্ধা করবে...
17/07/2022

১৮তম ব্যাচ
দিন ০৩....
সেশন ০৩.....
আমাদের প্রথম শিক্ষা হচ্ছে - এই প্লাটফর্মে যারা আছেন, সবাই আপনারা একে অন্যকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। সম্মান করতে বড় ছোট লাগে না। আমি যেমন আপনাদের সবাইকে সম্মান করি।
সবাই একই রকম হবে এটা ভাববার কোন কারণ নাই। প্রত্যেকটা মানুষ আলাদা, পরিবেশ আলাদা, চিন্তা ভাবনা আলাদা।
আমি সবাইকে এক ছাতার নীচে নিয়ে আসতে চাই, বানিয়েছি লাখো লাখো তরুণদের একটা পরিবার, এখন এটাকে আরও বড় করতে চাই। আপনাদের মধ্যে একটা বন্ধুত্ব ও বিশাল নেটওয়ার্ক তৈরি করে দিয়েছি।
কারো ভালো দেখলে প্রশংসা করবেন, কারণ পরের ভালোটা আপনার জন্য অপেক্ষা করছে। মনে রাখবেন আপনার ব্যাবহার প্যাটার্নের উপর আপনার ভবিষ্যৎ কোম্পানির কাস্টমার বাড়বে বা কমবে। সুতরাং প্র্যাকটিসটা এখন থেকেই শুরু হউক।
একদিন আপনারাই একজন আরেকজনের কাছে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করবেন, যা এখনই করছেন অনেকেই, সেল করছেন এখানে লাখ লাখ টাকা। সারা দুনিয়ার বিজনেস চলে নেটওয়ার্কের উপর।
এই লাখো লাখো তরুণদের প্লাটফর্মটা আপনাদের বিজনেসের জন্য ছেড়ে দিয়েছি। আপনারা সবাই সবাইকে ভাল ভাবে চিনবেন, জানবেন, বন্ধুত্ব হবে, আপনাদের প্রোডাক্ট সোকেস করবেন এই প্লাটফর্মের মাধ্যমে।
সারা বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশ এই নেটওয়ার্কের ভিতর থাকবে। আপনাদের জন্য প্রোডাক্ট বা সার্ভিসের সেল বাড়ানো সহজ হবে।
আপনার গল্পের ভীত এখান থেকেই।



#নিজের_বলার_মতো_একটা_গল্প

১৮তম ব্যাচদিন ০২ সেশন ০২যা যা শেখানো হবে আগামী ৯০ দিনের প্রতিটি ব্যাচে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া?১। উদ্যোক্তা হব...
16/07/2022

১৮তম ব্যাচ

দিন ০২
সেশন ০২

যা যা শেখানো হবে আগামী ৯০ দিনের প্রতিটি ব্যাচে বিনামূল্যে অর্থাৎ কোন ফী ছাড়া?

১। উদ্যোক্তা হবার মানসিক প্রস্তুতি ও অনুপ্রেরণা
২। স্বপ্ন দেখানো এবং স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করতে হয় প্রতিটি ধাপে তা শিখানো হয়

৩। কিভাবে বিজনেস শুরু করবেন? কি কি স্কিলস লাগবে?

৪। কোম্পানি ফরমেশান কিভাবে করবেন? কি কি লিগ্যাল ডকুমেন্ট লাগবে?
৫। বিজনেস আইডিয়া কিভাবে নিবেন?
৬। খুব অল্প পুঁজিতে কিভাবে বিজনেস শুরু করা যায়?
৭। আপনার মুল্ধন কিভাবে এবং কোথা থেকে জোগাড় করবেন?
৮। স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন...... কিভাবে লেগে থাকতে হয় কোন কাজে?
৯। কিনবেন/উৎপাদন কিভাবে করবেন, বিক্রয় মূল্য নির্ধারণ, বিক্রয় করবেন কোথায়? কাস্টমার কারা?
১০। মার্কেটিং প্ল্যান এবং নেটওয়ার্কিং
১১। মূল্যবোধ বৃদ্ধি, শেয়ারিং ও কেয়ারিং

১২। জীবনের সফলতার ৪ "স" - সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ,
১৩। সবার আগে “একজন ভালোমানুষ” হতে হবে

১৪। ৯০ দিন ধরে বিজনেস শেখা, পার্টনার পাবার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, এবং ভালোমানুষি চর্চা

১৫। বাংলাদেশে প্রথমবারের মতো “সাপ্তাহিক অনলাইন হাট” – উদ্যোক্তাদের সেলস বাড়াতে সহায়তা করা।

১৬। ৬৪ জেলায় ও ৫০ টি দেশে প্রতি মাসে অনলাইন ও অফলাইন মিটআপ

১৭। ব্যবসা বাণিজ্য বৃদ্ধির লক্ষে “ক্রস বর্ডার মিটআপ”

১৮। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে “ক্রেতা-বিক্রেতা মিটআপ হাট”

১৯। প্রতিদিন সেশান চর্চা ক্লাস সকল জেলায় ও দেশে

২০। সামাজিক ও মানবিক কাজ ও ভলান্টিয়ারিং শেখা ও চর্চা

এছাড়াও অনলাইনে যে ১৬টি স্কিলস শেখানো হবে বিনামূল্যে ঃ

১। বিজনেস চালানোর দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ ও বিজনেস শুরু করার পর যে যে সমস্যার সম্মুখীন হন উদ্যোক্তারা - এই সকল বিষয়ে পরামর্শ

২। মার্কেটিং এবং নেটওয়ার্কিং – সেলস স্কিলস
৩। লিডারশীপ স্কিলস

৪। কথা বলার জড়তা কাটানো, প্রেজেন্টেশান স্কিলস

৫। কমিউনিকেশান স্কিলস

৬। ইমোশানাল ইন্টিলিজেন্স স্কিলস

৭। বেসিক আইটি ট্রেনিং ও ই-কমার্সে বিজনেস করার ট্রেনিং – আইসিটি দক্ষতা

৮। ইংরেজিতে কথা বলা, বোঝা ও লিখার দক্ষতা

৯। উদ্যোক্তাদের জন্য সহজ বেসিক অ্যাকাউন্টিং স্কিলস

১০। মেয়েদের বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ

১১। কৃষি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ

১২। ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ

১৩। এক্সপোর্ট ও ইম্পোরট বিষয়ে প্রশিক্ষণ

১৪। মার্চেন্ডাইজিং

১৫। ফ্রি-লান্সিং

১৬। শুদ্ধ ভাবে পবিত্র কোরআন শেখার প্রশিক্ষণ

নিজের বলার মতো একটা গল্প থাকা দরকার!





#নিজের_বলার_মতো_একটা_গল্প

Eid Mubarak🌙
09/07/2022

Eid Mubarak🌙

আজকে আমাদের ফাইন্ডেশনের দক্ষিণ কোরিয়া টিমের সহায়তায় সিলেট টীম আবারও সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামে যাচ্ছে বন্যার্তদের ...
27/06/2022

আজকে আমাদের ফাইন্ডেশনের দক্ষিণ কোরিয়া টিমের সহায়তায় সিলেট টীম আবারও সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামে যাচ্ছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য...

#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন
মানবিক উদ্যোক্তা সংগঠন

আমাদের ফাউন্ডেশনের ফেনী টীম সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য রওনা হয়েছেন।কাজ চলছে সৌদিআরব টিমের কুড়িগ্রামে উপহ...
24/06/2022

আমাদের ফাউন্ডেশনের ফেনী টীম সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য রওনা হয়েছেন।

কাজ চলছে সৌদিআরব টিমের কুড়িগ্রামে উপহার বিতরণের,
দক্ষিন কোরিয়ার সহায়তায় সিলেট টিমের আবারও সুনামগঞ্জে যাবার
গুলশান জোন কাজ করছে সুনামগঞ্জে
এবং ময়মনসিংহ টিমের নেত্রকোনায় উপহার নিয়ে যাবার জন্য...

আমরা সেই সব মানুষদের কাছে যাবো, যেখানে কেউ এখনো যায় নাই...

#নিজের_বলার_মত_একটা_গল্প_ফাউন্ডেশন

Address

Dhaka
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zamidul Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like