28/07/2022
আমি যে শিক্ষায় সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি।
চাইলে আপনিও সে শিক্ষা নিয়ে সফল উদ্যোক্তা হতে পারেন নতুন ব্যাচে যুক্ত হয়ে।..................................
আজ থেকে শুরু হতে যাচ্ছে টানা ১৯ তম ব্যাচ – বিনামূল্যে উদ্যোক্তা ও দক্ষতা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা
প্রতিদিন ক্লাস ও প্রতিদিন শেখা
আজ আরেকটি মাইলস্টোন হতে যাচ্ছে “নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশনের – চলছে টানা ১৬৬৯ দিন অনলাইন প্রশিক্ষণ ১৯ টা ব্যাচে।
১৯ তম ব্যাচে সবাইকে স্বাগত !
নতুন প্রায় ২০,০০০ জন শিক্ষার্থী নিয়ে শুরু হল আমাদের "নিজের বলার মত একটা গল্প" প্লাটফর্মের ১৯ম ব্যাচ।
“নিজের বলার মতো একটা গল্প” ফাউন্ডেশন একটি “উদ্যোক্তা তৈরির কারখানা”। এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ, ১৬টি বিষয়ে স্কিলস শেখানো, মূল্যবোধ, লিডারশীপ ও ভলান্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্লাটফর্ম। এটি বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতিদিন বিনামূল্যে এই প্রশিক্ষণ গুলো দেয়া হয়।
বাংলাদেশের ৬৪ জেলার ও ৫০ টি দেশের প্রায় ৬৩৭,০০০ তরুণ-তরুণীদের প্লাটফর্ম "নিজের বলার মত একটা গল্প" টানা ৯০ দিনের উদ্যোক্তা বিষয়ক অনলাইন কর্মশালা। আমাদের আজীবন মেম্বার ৩৫১,০০০+ জন।
এখানে শিখানো ও দক্ষতা উন্নয়নকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয় এবং পুরো ৯০ দিনের অনলাইন প্রশিক্ষণ কর্মশালাটি হয় বিনামূল্য অর্থাৎ কোন ফি ছাড়া।
এই প্লাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি ১, ২০১৮ তে মাত্র ১৬৪ জন তরুণ-তরুণীদের নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে, যার শিক্ষার্থীর সংখ্যা গত ৪ বছর ৭ মাসে এখন ৬ লাখের বেশী। আমি নিজেও ১৯ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন আইটি উদ্যোক্তা। এই ফাউন্ডেশান এখন বাংলাদেশের সম্পদ।
প্রতিটি ব্যাচে টানা ৯০ দিন করে অনলাইনে ও অফলাইনে ৪০০ টি কন্টেন্ট দিয়ে প্রশিক্ষণ দেয়া হয় এখানে। এই প্রশিক্ষণ নেয়ার জন্য প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সময় ব্যয় করেই ইতিমধ্যে বদলে গেছে লাখো তরুণ-তরুণী। হয় উদ্যোক্তা হয়েছেন, না হয় চাকরীতে ভালো করছেন, চাকরী করেও পার্টটাইম উদ্যোক্তা হয়েছেন, ছাত্রবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন, প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তাঁরা।
শুধু তাই নয়, বদলে গেছে এই সব তরুণদের জীবন – তাঁরা এখন এক একজন দক্ষ মানুষ, পজিটিভ, সাহসী ও মানবিক মানুষ। প্রতিদিন সেশান চর্চা ও প্রতি মাসে ৬৪ জেলায় ও ৫০ টি দেশে অনলাইন ও অফলাইন মিটআপের মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাপক সম্পর্ক, পার্সোনাল ব্র্যান্ডিং, সেলস হাব ও নেটওয়ার্কিং।
ইতিমধ্যে সারা দেশে প্রায় ৪৪০০ অনলাইন ও অফলাইন মিটআপ, উদ্যোক্তা সম্মেলন, ভলান্টিয়ার সম্মেলন ও ৫০০০ উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় উদ্যোক্তা মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
“চাকরী করবো না চাকরী দেবো” – এই ব্রত সামনে রেখে গত টানা ১৬৬৯ দিন ধরে ১ দিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না, শুক্রবার, শনিবার, সরকারী ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশান করেছি। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিনের এক একটা ব্যাচ ও টানা ১৬৬৯ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনদিন করেনি।
আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তা শিখিয়েছি টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে।
৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হবার সকল কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কিভাবে একজন ভালোমানুষ হয়ে বুক ফুলিয়ে বাঁচে থাকতে হয়, কিভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।
প্রায় ১ লাখ উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন তাঁরা আবার শুরু করেছেন, যারা আগে শুরু করা বিজনেসে ভাল করছিলেন না তাঁরা এখন আলোর মুখ দেখতে শুরু করেছেন এবং অনেকে ভেবেছিলেন জীবনে চাকরী করা ছাড়া তাঁকে দিয়ে আর কিছু সম্ভব নয়, তিনিও চাকরী ছেড়ে উদ্যোক্তা হবার কথা ভাবছেন, কেউ কেউ শুরু করে দিয়েছেন।
যে কোন বয়সে যে উদ্যোক্তা হওয়া যায় ও ব্যবসা শুরু করা যায় – এটা প্রমাণ করেছে এই ফাউন্ডেশন।
যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।
আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
পুরো কার্যক্রমটা হচ্ছে অনলইন ও অফলাইনে প্রতিদিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না – যেহেতু এটা তরুণদেরকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য আমার একটা সামাজিক কাজ।
৩৫১,০০০ তরুণদের এই প্লাটফর্মটি তাঁদের জন্য ছেড়ে দিয়েছি। তাঁদেরকে যুক্ত রেখেছি তাঁদের ৯০ দিনের এক একটা ব্যাচ শেষ হবার পরও। কারণ শুরু করা অনেক সহজ কিন্তু বিজনেস ধরে রাখা অনেক কঠিন।
তারা তাদের প্রোডাক্ট এখানে ডিসপ্লে করছে, বিজ্ঞাপন দিচ্ছে, একে অন্যের ক্রেতা/বিক্রেতা হচ্ছে, একে অন্যের বিজনেস পার্টনার হচ্ছেন, হচ্ছেন বন্ধু। খুব সহজেই তাঁদের সেল বেড়ে যাচ্ছে "সাপ্তাহিক অনলাইন হাট" এর মাধ্যমে। চলছে ব্যাপক নেটওয়ার্কিং কার্যক্রম।
৪টি লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে অনলাইন প্লাটফর্ম “নিজের বলার মতো একটা গল্প”
১। উদ্যোক্তা বিষয়ক অনলাইনে টানা ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান অর্থাৎ একজন ইয়ুথকে উদ্যোক্তা হতে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং ৬৪ জেলায়, ৪৯২ টি উপজেলায় ও ৫০ দেশে উদ্যোক্তা মিট আপ ও সম্মেলন।
২। মূল্যবোধ, লিডারশীপ, ১৬টি বিষয়ে স্কিলস ও একজন ভালোমানুষ হয়ে উঠার চর্চা কেন্দ্র।
৩। “বেকার থাকবো না একদিনও” এই শ্লোগানকে ধারণ করে দেশের ১০০০ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই ফ্রি অনলাইন প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে প্রতিটি ক্যাম্পাসে “উদ্যোক্তা ক্লাব” গঠনের মধ্য দিয়ে।
৪। ভলান্টিয়ারিং শেখা ও চর্চা এবং সোশ্যাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম
অনলাইনে প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আমাদের
Facebook Group: https://www.facebook.com/groups/youngentrepreneursbdiqbal
page: https://www.facebook.com/Iqbalbahar28/
Website: http://www.urownstory-iqbal.org/।
Youtube: https://www.youtube.com/channel/UCxvtB0vjoabTeK-JdajFyYA
এই কর্মশালার মধ্য দিয়ে সবাই উদ্যোক্তা হবে না, তবে এটা নিশ্চিত ভাবে বলা যায় যে এই ৬০০,০০০+ জন তরুণদের সবার নিজের প্রতি বিশ্বাস, সাহস ও স্বপ্ন ভিন্ন মাত্রা পেয়েছে এবং শুরু হয়েছে বদলে যাওয়া একজন মানুষ।
আমাদের লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে।
উদ্যোক্তা তৈরির ৯০ দিনের কোর্সে যা যা থাকছে ঃ
১। যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোন তাড়াহুড়া নাই ও নিজের জীবনটাকে বদলে চান – আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে কাজ করছি।
২। আমাদের সাথে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল - আপনি একজন ভালোমানুষ।
৩। পুরো কার্যক্রমটা হচ্ছে অনলইনে প্রতিদিন – ৬৪ জেলা ও ৫০ টি দেশ থেকে প্রবাসীরা সহ সবাই অনলাইনে অংশ গ্রহণ করছে।
৪। প্রতিদিন ১ টা করে পোস্ট বা ভিডিও বা নির্দেশনা বা হোমওয়ার্ক দেয়া হচ্ছে আমাদের ক্লোজড গ্রুপ ও পেইজে এবং ইউটিউবে - ৪০০ টা কন্টেন্ট প্রতি ব্যাচে।
৫। এটি হল ৯০ দিনের অনলাইনে ও সরাসরি প্রশিক্ষণ কার্যক্রম।
৬। ফেসবুক লাইভে সপ্তাহে ২ দিন করে উদ্যোক্তাদের গল্প শেয়ার করা হচ্ছে Utv Live থেকে।
৭। পুরো প্রকল্পটি করা হচ্ছে “বিনা ফি” তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোন টাকা দেয়া লাগছে না – যেহেতু এটা আমার সামাজিক কাজের অংশ।
সবাইকে অনুরুধ করছি আপনারা আমাদের ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করে নিন।
জীবনে বলার মত একটা গল্প থাকা দরকার।
©Iqbal Bahar Sir