MM Rahad

MM Rahad Traveling isn’t always comfortable, but we are obsessed with it.

Last treap in 2023 at Mawa.
07/01/2024

Last treap in 2023 at Mawa.

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।
06/01/2024

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।

সবার কাছে অনুরোধ করবো বিশেষ করে যারা নতুন বছরে আতসবাজি করেন তাদের কাছে অনুরোধ করবো,যদিও আপনারা অনুরোধ মানবেন না জানি, আপ...
30/12/2023

সবার কাছে অনুরোধ করবো বিশেষ করে যারা নতুন বছরে আতসবাজি করেন তাদের কাছে অনুরোধ করবো,যদিও আপনারা অনুরোধ মানবেন না জানি, আপনাদের যত্তো নিষিদ্ধ করা হোক এটা ইসলামে নিষিদ্ধ,নতুন বছর বা থার্টি ফার্স্ট নাইট পালন করা ইসলামে নিষিদ্ধ আপনি মানবেন না।
কিন্তু আপনি যদি মানুষ হোন এই পাখি গুলো অতিরিক্ত শব্দ দূষণের কারনে মারা যায়।
এমন কি গত বছর অতিরিক্ত শব্দ দূষণের কারনে,ছোট নবজাতক এবং অনেক হার্টের রোগী পর্যন্ত মারা গেছে,এমন কি অনেক ঘরও পুরে গেছে।
এই সব দিক চিন্তা করে হলেও আতশবাজি করবেন না👏👏👏
অনুরোধ করছি,ধর্মের জন্য বন্ধ না করেন অন্তত এই পাখি গুলোর কত চিন্তা করুন👏👏👏😭😭😭
দয়া করে শেয়ার দিন আপনার বন্ধুদের সাথে।

25/12/2023

21/12/2023
মিরপুরবাসী কথা সত্য নাকি ?
13/12/2023

মিরপুরবাসী কথা সত্য নাকি ?

09/12/2023

Cocatail family

লিজেন্টরা বুজবে বাকি সবাই খুজবে……?Legends will understand and everyone else will find out…?@
26/11/2023

লিজেন্টরা বুজবে বাকি সবাই খুজবে……?
Legends will understand and everyone else will find out…?@

http://www.educationboardresults.gov.bd/রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিট হতে অনলাইনে এইচএসসি পরীক্ষার রে...
26/11/2023

http://www.educationboardresults.gov.bd/

রবিবার ২৬ নভেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ১০.৩০ মিনিট হতে অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। সবার আগে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেখতে এই ওয়েবসাইটটি প্রবেশ করুন।

#রেজাল্ট #এইচএসসি

 #(SMS) #এসএমএসে_এইচএসসি_পরীক্ষার_রেজাল্ট_২০২৩_জানার_উপায়: #সাধারণ_বোর্ড: মোবাইলে এসএমএসের মাধ্যমে এইচএসসিপরীক্ষার রেজা...
26/11/2023

#(SMS) #এসএমএসে_এইচএসসি_পরীক্ষার_রেজাল্ট_২০২৩_জানার_উপায়:

#সাধারণ_বোর্ড: মোবাইলে এসএমএসের মাধ্যমে এইচএসসি

পরীক্ষার রেজাল্ট ২০২৩ পাওয়া যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: HSC DHA 123456 2023 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

মাদরাসা শিক্ষা বোর্ডের জন্য Alim লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরেউদাহরণস্বরূপ: Alim MAD 123456 2023 পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

কারিগরি শিক্ষা বোর্ডের জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ স্বরূপ: HSC TEC 123456 2023 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

্রেরণের_নির্দেশনা:

এসএমএস (SMS) এর মাধ্যমে ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC DHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। যেমন: HSC DHA 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC CHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। যেমন: HSC CHA 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC DIN Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC COM Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। যেমন: HSC COM 123456 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে সিলেট বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC SYL Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে ময়মনসিংহ বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC MYM Roll Number 2023 Send to 16222 যেমন: HSC MYM 123456 2023 Send to 16222

এসএমএস (SMS) এর মাধ্যমে মাদ্রাসা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: Alim MAD Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এসএমএস (SMS) এর মাধ্যমে কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ জানার উপায়: HSC TEC Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।

এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ প্রকাশের দিন থেকে পুন:নিরীক্ষণের ফলাফল প্রকাশের পরবর্তী ০৭ (সাত) দিন পর্যন্ত বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শিত হবে। উক্ত সময়ের পর বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর প্রদর্শিত হবে না। এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ এর বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর দেখতে স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

#এইচএসসি #রেজাল্ট

37 Different Types Of Coffee Explained (Espresso Drink Recipes)
04/11/2023

37 Different Types Of Coffee Explained (Espresso Drink Recipes)

 #হাট_হাট_হাটচলছে গাছের হাট। রেনেসা জুনিয়র স্কুল প্রঙ্গনে। পুরাতন পল্লবী থানার পাশে।গাছের হাটের দ্বিতীয় দিন হাটে অংশগ্রহ...
27/10/2023

#হাট_হাট_হাট
চলছে গাছের হাট।
রেনেসা জুনিয়র স্কুল প্রঙ্গনে। পুরাতন পল্লবী থানার পাশে।
গাছের হাটের দ্বিতীয় দিন হাটে অংশগ্রহণ করা সকল সেলার ও এডমিন দের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

26/10/2023

গাছের হাট - selling & buying 🌳🌳🌳

26/10/2023
সদরঘাট-হাওড়া প্রমোদতরি ২০ নভেম্বর থেকেজাহাজে ৩০০ থেকে ৩৫০ জনের থাকার সক্ষমতা আছে। ওয়ান ওয়ে ট্যুরের জন্য প্যাকেজের দাম...
24/10/2023

সদরঘাট-হাওড়া প্রমোদতরি ২০ নভেম্বর থেকে

জাহাজে ৩০০ থেকে ৩৫০ জনের থাকার সক্ষমতা আছে। ওয়ান ওয়ে ট্যুরের জন্য প্যাকেজের দাম ছয় হাজার থেকে ৫০ হাজার টাকা।

যে কোনো ভারতীয় ভিসায় যাওয়া যাবে।

https://youtu.be/Bj6jzp0LdCQহযরত খান জাহান আলীর (র:) মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট জেলা যে কয়জন ব...
24/10/2023

https://youtu.be/Bj6jzp0LdCQ

হযরত খান জাহান আলীর (র:) মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট জেলা যে কয়জন বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশে সুপরিচিতি লাভ করেছে হযরত খান জাহান আলী (র:) তাদের মধ্যে অন্যতম। ভারতে জন্মগ্রহন করলেও তিনি বাংলাদেশের যশোর, বাগেরহাট অঞ্চলে আসেন ধর্ম প্রচার করতে। বাগেরহাটে নির্মাণ করেন স্বরণকালের বিখ্যাত মসজিদ ষাট গম্বুজ মসজিদ। এখানেই রয়েছে তাঁর মাজার শরীফ।
খাঞ্জেলী দীঘির উত্তর পাড়ে এক উচ্চ ভূমিতে তাঁর সমাধি সৌধ নির্মিত। সমাধি সৌধটি বর্গাকৃতি,এর আয়তন ৪২ফুট X৪২ ফুট এবং প্রাচীরের উচ্চতা ২৫ ফুট,এর ছাদে একটি গম্বুজ আছে। সমাধি সৌধের ভিতর একটি প্রস্তর নির্মিত বেদিতে হযরত খানজাহান (রঃ)এর মাজার অবস্থিত । দরগাহ বা সমাধি সৌধের স্থাপত্য শিল্প অনেকটা ষাটগুম্বজের ন্যায়। শিলালিপিতে মৃত্যু তারিখ,দাফন তারিখ ছাড়াও আল্লার নাম,কোরআন শরিফের কয়েকটি সূরা এবং তাঁর উপর আল্লার শান্তি বর্ষিত হোক ইত্যাদি লিপিবদ্ধ আছে। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে জাতি ধর্ম নির্বিশেষে হাজার হাজার ভক্ত তাঁর রুহানী দোয়া লাভের আশায় মাজার জিয়ারত করতে আসেন। এছাড়া প্রতি বছর ২৫ অগ্রহায়ণ এ মহান সাধকের মাজার প্রাঙ্গনে বার্ষিক ওরশ মোবারক এবং চৈত্র মাসের প্রথম পূর্ণিমায় বার্ষিক সম্মেলন উপলক্ষে এক বিরাট মেলা অনুষ্ঠিত হয়। এ ওরশ ও মেলায় দূর-দূরামত্মথেকে হাজার হাজার ভক্ত শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মাজারে সমবেত হন।
খানজাহান আলীর (রঃ) পরিচিতি
হযরত খানজাহান (রঃ) এর মাজারগাত্রে উৎকীর্ণ শিলালিপি পাঠ করে তাঁর কিছুটা পরিচয়ের সূত্র পাওয়া যায়। কিন্তু এ সাধকের প্রকৃত নাম ও বিস্তারিত পরিচয় আজও সঠিকভাবে জানা যায়নি। উক্ত শিলালিপিতে তাঁর নাম পরিচয়“ খানে আযম খানজাহান” ও “উলুঘ খানহাজান”লেখা আছে। শিলালিপিতে আরবী ও ফারর্সী ভাষায় তাঁর মৃত্যু তারিখ ৮৬৩ হিজরী ২৬ জিলহজ্ব বুধবার (মোতাবেক ১৪৫৯ সালের ২৩ অক্টোবর মতামতরে ২৪ অক্টোবর) উll আছে। “উলুঘ ” তুর্কী শব্দ এবং তা পারিবারিক উপাধি । এ থেকে ধারণা করা যায় তিনি উলুঘ নামক কোন এক তুর্কী পরিবারের সমতান । কোন কোন লেখকের মতে তিনি পারস্য মতামতরে আরব দেশ থেকে দিলস্নী হয়ে এ দেশে আসেন । তুর্ক- আফগান আমলে সেনাপতির সম্মানিত উপাধী ছিল খানে আযম । এ থেকে প্রতীয়মান হয় যে, তিনি একজন সেনা নায়কও ছিলেন এবং “খানে আযম খানজাহান” উপাধিতে তাঁকে ভূষিত করা হয়েছিল । এ মহান সেনা নায়ক ও সাধক তাঁর নিজ পরিচয় সম্বন্ধে কিছু লিখে রেখে যাননি। লোক পরম্পরায় তাঁকে সবাই খানজাহান আলী (রঃ) নামেই চিনে এসেছে।তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্বন্ধেও খুব বেশী কিছু জানা যায় না । যতদুর জানা যায় তিনি সুখী দাম্পত্য জীবন যাপন করেন এবং তাঁর এক বা একাধিক স্ত্রী ছিল। তবে তিনি নিঃসমত্মান ছিলেন। গবেষকগণ অনুমান করেন তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ্-এর সমসাময়িক এবং সম্ভবতঃ তিনি গৌড়ের সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন। সুলতানের প্রতিনিধিরূপে তিনি তাঁর অনুসারীদের নিয়ে বাগেরহাট অঞ্চলে বিশাল জনপদ সৃষ্টি করেন এবং রাজ্য বিসত্মার করে শাসন কাজ চালাতে থাকেন। সে জন্যই তিনি এ অঞ্চলের নামকরণ করেন “খলিফাত-ই-আবাদ”।
খানজাহান (রঃ) এমন এক মহাপুরম্নষ ছিলেন যাঁর মহতী গুনাবলীর দ্বারা বাগেরহাটসহ সমগ্র ভাটি অঞ্চল উপকৃত ও ধন্য হয়েছে। কথিত আছে এ মহাপুরম্নষ মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে যশোরের বারোবাজার থেকে শুরম্ন করে সমগ্র ভাটি অঞ্চল জুড়ে ৩৬০টি মসজিদ নির্মাণ ও ৩৬০টি দীঘি খনন করেছিলেন। মুসলমানদের প্রথম আবাদকৃত এ অঞ্চলে উপাসনার জন্য মসজিদগুলি এবং নোনা পানির দেশ ভাটি অঞ্চলে পানীয় জলের এ দীঘিগুলি আপামর জনগণের কাছে খোদার আশীর্বাদের মতই প্রতিভাত হয়েছিল। আরও কথিত আছে, এ দেশে আগমনের সময় তাঁর সাথে যে ৩৬০জন আউলিয়া এসেছিলেন সম্ভবতঃ তাঁদের সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে তিনি ৩৬০টি মসজিদ নির্মাণ ও ৩৬০টি দীঘি খনন করেছিলেন। প্রথমে শাসকরূপে জীবন শুরম্ন করলেও পরবর্তীতে ধর্ম চিমত্মা ও জনসেবাই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র। স্থানীয় জনসাধারণের কাছে তিনি ছিলেন এক অলৌকিক ক্ষমতাবান মহাপুরম্নষ । দুঃস্থ মানুষের মুখে ক্ষুধার অন্ন বিতরণ, জলকষ্ট নিবারণের জন্য অসংখ্য দীঘি খনন, রাসত্মাঘাট নির্মাণ,হাট-বাজার স্থাপন, মানুষের ধর্মীয় উপাসনার জন্য অপূর্ব স্থাপত্য সুষমামন্ডিত অগণিত মসজিদ নির্মাণ প্রভৃতি অসংখ্য কীর্তিরাজি কালের শত ভ্রম্নকুটি উপেক্ষা করে আজও সৃষ্টিকর্তা ও মানুষের প্রতি তাঁর ভালবাসার বাণী বহন করে চলেছে বাংলার দক্ষিণাঞ্চলের বিস্তির্ণ জনপদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ঘরে ঘরে।

হযরত খান জাহান আলীর (র:) মাজার খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত। বাগেরহাট জেলা যে কয়জন বিশিষ্ট ব্যক্তিদের মাধ....

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MM Rahad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category