Ojana Information

Ojana Information ••••••••••HELLO LISTENER•••••••••

∆......Welcome to my Chan

🫥মোবাইলের লক আঙুলের ছাপ দিলেই খুলে যাচ্ছে। গেটের তালা এবং অফিসের উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট নিয়েই যাচাই করা যাচ্ছে! কে অপরা...
02/12/2023

🫥মোবাইলের লক আঙুলের ছাপ দিলেই খুলে যাচ্ছে। গেটের তালা এবং অফিসের উপস্থিতি ফিঙ্গারপ্রিন্ট নিয়েই যাচাই করা যাচ্ছে! কে অপরাধী? এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম প্রথম কে আবিষ্কার করেছিল জানেন?

🔶তিনি ছিলেন একজন বাঙালী, নাম ‘খান বাহাদুর কাজী আজিজুল হক’। বাড়ি খুলনা জেলার কসবার পায়গ্রামে। কাজ করতেন তৎকালীন বেঙ্গল পুলিশে।

🔶ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন, কিন্তু এর প্র‍্যাকটিক্যাল ইউজ কি, কিভাবে যাচাই করা যায়, কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায়- মানুষকে! সেটা প্রথম আবিষ্কার করেন 'কাজী আজিজুল হক'।

🔶ব্রিটিশ আমলে বেঙ্গল পুলিশের আইজি ছিলেন এডওয়ার্ড রিচার্ড হেনরি। তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালী প্রতিভাকে। একজন গণিতবিদ কাজী আজিজুল হক, আরেকজন হেম চন্দ্র বোস।

🔶কাজী আজিজুল হক ও হেমচন্দ্র বোস ৭০০০ ফিঙ্গারপ্রিন্ট এর এক বিশাল সংগ্রহ গড়ে তোলেন। অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাড় করলেন। যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাই এর মাধ্যমে মানুষ সনাক্ত করা যায়।আধুনিক বিজ্ঞানের এক বিশাল বড় আবিষ্কার এই সিস্টেমটি। এই পদ্ধতির নাম হওয়া উচিত ছিল "বোস-হক আইডেন্টিফিকেশন সিস্টেম"। কিন্তু এখানেও থেকেই ইংরেজদের বেঈমানী শুরু।

🔶পুলিশের আইজি হেনরী সাহেব এবার সবার কাছে প্রচার করা শুরু করলেন যে- এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই। এমন কি কাজী আজিজুল হক-কে কোন রকম স্বীকৃতি দিতেই অস্বীকার করলেন। তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশ করেও ফেললেন নিজের নামে।ব্যাস, বাংলাদেশের কাজী আজিজুল হক আবিষ্কৃত সিস্টেম এর নাম হয়ে গেল "হেনরী ক্ল্যাসিফিকেশন সিস্টেম"।

🔶"হেনরি ক্ল্যাসিফিকেশন সিস্টেম" এখন জগৎ বিখ্যাত। মোবাইলের টাচে, অফিসে এবং অপরাধী সনাক্তকরণে, বলতে গেলে যত্ত জায়গায় ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে, তত জায়গায় এই হেনরি ক্লাসিফিকেশন সিস্টেম-ই ব্যবহার করা হচ্ছে। কাজ করে গেল আমার দেশের সূর্য্য সন্তান, কিন্তু নাম হচ্ছে এক বেঈমান ব্রিটিশ এর।

🔶যদিও কিছুদিন আগে ব্রিটেনের "দ্যা ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি" চালু করেছে "The Fingerprint society Azizul Huque & Hemchandra Bose prize"। ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত "হোক-বোস সিস্টেম" তা আজ ও "হেনরি ক্ল্যাসিফিকেশন সিস্টেম"ই রয়ে গেছে। আর অজানায় থেকে গেছেন আমাদের “খান বাহাদুর কাজী আজিজুল হক*!

Nice painting, but turn it over to see the difference😆😆😆
26/08/2023

Nice painting, but turn it over to see the difference😆😆😆

15/07/2023
এটা একটা থ্রিডি অপটিকাল ইল্যুশন ফটো। এমনিতে কিছুই দেখা যাচ্ছেনা। কিন্তু আসলে এখানে কি আছে দেখতে চাইলে প্রথমে ছবিটা ফুল স...
04/06/2023

এটা একটা থ্রিডি অপটিকাল ইল্যুশন ফটো। এমনিতে কিছুই দেখা যাচ্ছেনা। কিন্তু আসলে এখানে কি আছে দেখতে চাইলে প্রথমে ছবিটা ফুল স্ক্রিন করতে হবে, তারপর স্ক্রিন নাকের কাছে কিছুক্ষণ রেখে ফোকাস করে খুব আস্তে আস্তে স্ক্রিন দূরে সরালেই দেখা যাবে!

তারপর! কে কি দেখলেন?

ছোট বেলায় এগুলো জমানোর শখ কার কার ছিল ?😍😍 #শখের
27/05/2023

ছোট বেলায় এগুলো জমানোর শখ কার কার ছিল ?😍😍

#শখের

শিয়া জাতি থেকে অনেক দূরে থাকুন _ তাদের টার্গেট সুদূর প্রসারী তারা টাকা দিয়ে কিনে ফেলবে আপনাকেقَالَ رَسُولُ اللَّهِ صلى...
31/03/2023

শিয়া জাতি থেকে অনেক দূরে থাকুন _ তাদের টার্গেট সুদূর প্রসারী তারা টাকা দিয়ে কিনে ফেলবে আপনাকে

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اتَّقُوا فِرَاسَةَ الْمُؤْمِنِ فَإِنَّهُ يَنْظُرُ بِنُورِ اللَّهِ .‏ ثُمَّ قَرَأَ ‏:‏ ‏(‏ إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِلْمُتَوَسِّمِينَ ‏
তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নং২৩ হাদিস নং ৩১২৭। আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা মুমিনের দূরদৃষ্টি সম্পর্কে সজাগ থাক। কারণ সে আল্লাহ্ তা'আলার নূরের সাহায্যে দেখে। তারপর তিনি পাঠ করেনঃ “নিশ্চয় এতে নিদর্শন রয়েছে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য" (সূরাঃ আল-হিজর— ৭৫)

দীনের আলেমগণ অর্ন্তরদৃষ্টিসম্পন্ন হন। বাংলাদেশের ইলমী জগতের এক উজ্জ্বল নক্ষত্র অধ্যক্ষ আল্লামা হাফিয আব্দুল জলিল রহ. বাংলাদেশে শিয়াদের উৎপাত বেড়ে যাচ্ছে বুঝতে পেরেছিলেন আরও ৩০ বছর আগে। শিয়াদের ভ্রান্ত আকিদা খণ্ডন করে ১৯৯৫ সালে লিখেছেন শিয়া পরিচিতি। বর্তমানে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শিয়ারা বাংলাদেশের বিভিন্ন পীর সাহেবদেরকে টার্গেট করেছে। কৌশল অতি চমৎকার! যদি পীর সাহেব শিয়া হন তাহলে মুরিরদদের কমপক্ষে ফিফটি পার্সেন্ট শিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ, প্রকাশ্যে ফেসবুকে হযরত আবু বকর সিদ্দিক রা. ও হযরত উমর আল ফারুক রা. কে দোষারোপ করা হচ্ছে। হযরত আমিরে মুয়াবিয়া রা.কে প্রকাশ্যে মুনাফেক বলা হচ্ছে। এগুলো লিখতে হাত ও বুক কেঁপে ওঠে। আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করুন।
সিদ্দিকে আকবর রা. ও উমর আল ফারুক রা.কে মা ফাতেমা রা. এর হত্যাকারী বলে চরম মিথ্যা কাহিনী বানিয়ে বাজারে ছেড়ে দেয়া হয়েছে। লানাতুল্লাহি আলাল কাজিবীন।
আহলে বাইত ও আসহাবের প্রতি ভক্তি, শ্রদ্ধা ও ভালবাসা রাখুন। নচেৎ উভয় জাহান বরবাদ হয়ে যাবে।

বর্তমান সময়ে শিয়া ফির্কা থেকে ইমান হেফাজতের জন্য শিয়া পরিচিতি বইটি পড়ুন। আল্লাহ পাক হুজুরের কবরকে আলোকিত করুন, জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

26/03/2023
ফুরাত শুকিয়ে গেছে আরব ভূমি সবুজ শ্যামল হয়েছে।অবশেষে এই চাঁদটা ও একটা আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে..21:1اِقۡتَرَبَ لِل...
25/03/2023

ফুরাত শুকিয়ে গেছে আরব ভূমি সবুজ শ্যামল হয়েছে।
অবশেষে এই চাঁদটা ও একটা আয়াতের কথা মনে করিয়ে দিচ্ছে..
21:1
اِقۡتَرَبَ لِلنَّاسِ حِسَابُہُمۡ وَ ہُمۡ فِیۡ غَفۡلَۃٍ مُّعۡرِضُوۡنَ ۚ﴿۱﴾
মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে।
কেয়ামতের নিকটবর্তী সময়ে প্রথম দিনের চাঁদ বড় আকারে উঠবে মানুষেরা বলতে থাকবে এ যেন দ্বিতীয় দিনের চাঁদ। ঠিক প্রথম রমজানের চাঁদের ব্যাপারে মানুষ এরকমই বলেছে। এরপরও আমরা কি কি নিদর্শনে অপেক্ষা করছি আল্লাহর কাছে আত্মসমর্পণের জন্য?

চাঁদ এবং শুক্র গ্রহ! ❤️আজ সন্ধ্যায় পশ্চিম আকাশে দুদিন বয়সের চাঁদ ও তার নিচে একটা তারা অনেকেই দেখেছেন। এটা তারা নয়, খা...
25/03/2023

চাঁদ এবং শুক্র গ্রহ! ❤️

আজ সন্ধ্যায় পশ্চিম আকাশে দুদিন বয়সের চাঁদ ও তার নিচে একটা তারা অনেকেই দেখেছেন। এটা তারা নয়, খালি চোখে দৃশ্যমান সবচেয়ে উজ্জ্বল গ্রহ। মানে শুক্র গ্রহ বা Venus, সন্ধ্যায় যার নাম সন্ধ্যা তারা। শুক্র আসলে চাঁদের পেছনে ঢাকা পড়েছিল এবং যখন দেখতে পেয়েছেন, মাগরিবের সময়, তখন সে বেরিয়ে আসছে। চাঁদ দিয়ে শুক্রের গ্রহণ! চাঁদ, শুক্র ও পৃথিবী কক্ষপথে একই সরলরেখায় এসেছিল আজ। জ্যোতির্বিদ্যায় যা syzygy নামে পরিচিত। চাঁদের সাথে গ্রহদের একই রেখায় আসা বিরল ঘটনা নয়। তবে শুক্রের উজ্জ্বলতা বেশি বলে সহজেই নজরে এসেছে।

18/03/2023

গ্ৰেপ্তার মাহিয়া মাহি! এই মাত্র পাওয়া খবর | mahiya mahi bd actress

মাহিয়া মাহি ফোন আলাপ
মাহিয়া মাহির মুভি
মাহিয়া মাহি নিউজ
মাহিয়া মাহি ভাইরাল নিউজ
মাহিয়া মাহি গরম গান
মাহিয়া মাহি গ্ৰেপ্তার
Mahiya phone call

mahi
mahi arrest
arrest
police arrest
mahiya mahi bd actress

09/03/2023

কুকুরের মাংস খাওয়াচ্ছে সুলতানস ডাইনে |😲 আসল ঘটনা জেনে নিন

কাচ্চিতে কুকুরের মাংস
ডাইন নিউজ
#কাচ্চি
sultan dines update news
কাচ্চি বিরিয়ানি

08/03/2023

তাশরিফ খানের মুখের এ কি অবস্থা 😳!
কি হয়েছে তার ?

তাশরিফ খান

তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত
অদ্ভুত রোগে আক্রান্ত হলেন শিল্পী তাসরিফ খান । ফেসিয়াল প্যারালাইসিস
তাসরিফ খানের কি হইছে
তাসরিফ খান লাইভে এসে কি বললেন
প্যারালাইসিস তাসরিফ কি রোগ হয়েছে তাসরিফ খানের
কি হয়েছে তাসরিফ খানের
তাসরিফ খানের কি হয়েছে
tasrif khan songs
tasrif khan live,tasrif khan vlog,tasrif khan new video
তাসরিফ খানের সর্বশেষ খবর
#তাসরিফ_খান
কী রোগে আক্রান্ত তাসরিফ খান

♥♦___শবে বরাতের আমল/ নামাজ / রোজা এবং সহীহ্ হাদিসের দলিল___♦♥♥♦ { শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত্রি কে শবে বরাত বলা হয়। ...
07/03/2023

♥♦___শবে বরাতের আমল/ নামাজ / রোজা এবং সহীহ্ হাদিসের দলিল___♦♥

♥♦ { শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত্রি কে শবে বরাত বলা হয়। শাবানের ১৪ তারিখ মাগরিবের পর থেকে ছোব্'হে কাজেব পর্য্যন্ত শবে বরাত নামাজের সময় থাকে। এই রাতে নফল নামাজ,,কোরআন তেলাওয়াত,, যিকির,, দোয়া-দরুদ শরীফ,,ইস্তিগ্'ফার,,তাহাজ্জুদ নামাজ ইত্যাদি নফল ইবাদতের মাধ্যমে রাত্রি জাগরণ থাকলে বেশুমার সিয়াব পাওয়া যায় এবং সমস্ত গুনাহ্ মাফ হয়। }

♥♦শবে বরাত এবং শবে ক্বদরের রাতে মাগরিব নামাজের পর ইবাদতের উদ্দেশ্যে গোসল করা মোস্তাহাব।

♥♦নামাজের রাকাত এবং নিয়মঃ = শবে বরাত এর নামাজ ২ রাকাত করে আদায় করতে হবে। প্রতি ২ রাকাত নামাজ শেষে মুনাজাত করা উত্তম। শবে বরাত নামাজের নির্দিষ্ট রাকাত উল্লেখ নাই। যত বেশি নফল নামাজ আদায় করা যায়। তত বেশি উত্তম।

♥♦নামাজের নিয়তঃ = ❝নাওয়াইতুয়ান্ উছাল্লিয়া লিল্লাহে তায়ালা রাক্'য়াতাই ছালাতে লাইলাতিল্ বারাআতে মোতাওয়াজ্জিহান্ ইলা জিহাতিল্ কাবাতিশ্ শারীফাতে,, আল্লাহু আকবার।❞

♥♦বাংলায় নিয়তঃ = ❝হে আল্লাহ! আমি কেবলা মুখি হয়ে,, শবে বরাত এর দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি,,আল্লাহু আকবার।❞

[কেও আরবি নিয়ত না পাড়লে,,বাংলায় নিয়ত করলেও হবে।]

♥♦ পবিত্র শাবান মাসের ১৩,,১৪,,১৫ তারিখে রোজা রাখার জন্য হাদিসে বলা হয়েছে। শবে বরাতের উছিলায় ৩ টা রোজা রাখতে হবে।

♥রাসূল (ﷺ) বলেন,,
আল্লাহ মধ্য শাবানের রাতে আত্নপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন।
{📖 সুনানে ইবনে মাজাহ্:--১৩৯০ 📖}

♥♦রাসূল (ﷺ) বলেন,,
যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত (নামাজ) পড়ো এবং এর দিনে সওম রাখো। কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেনঃ কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী, আমি তাকে ক্ষমা করবো। কে আছো রিযিকপ্রার্থী, আমি তাকে রিযিক দান করবো। কে আছো রোগমুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করবো। কে আছো এই প্রার্থনাকারী। ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত (তিনি এভাবে আহবান করেন)।
{📖 সুনানে ইবনে মাজাহ্:--১৩৮৮ 📖}

♥♦রাসূল (ﷺ) বললে,,
আল্লাহ্ তা’আলা মধ্য শা’বানে (১৫ তারিখের রাতে) দুনিয়ার কাছের আকাশে অবতীর্ণ হন। তারপর কালব গোত্রের বকরী পালের লোমের চেয়েও বেশী সংখ্যক লোককে তিনি মাফ করে দেন।
{📖 সুনানে আত-তিরমিজিঃ--৭৩৯,,,সুনানে ইনবে মাজাহ্ঃ--১৩৮৯ 📖}

♥♦♥♦♥♦♥

চট্টগ্রামের চকবাজারের একটি দোকানে ‘ভাগা’ হিসেবে বিক্রি হচ্ছে মুরগির মাংস...
03/03/2023

চট্টগ্রামের চকবাজারের একটি দোকানে ‘ভাগা’ হিসেবে বিক্রি হচ্ছে মুরগির মাংস...

৪০ সেকেন্ডের  ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো।আর সেই লোক ৪০ সেকেন্ড পর তিনটি  রুটিরও মালিক না। অন্যের দেওয়া ...
09/02/2023

৪০ সেকেন্ডের ভূমিকম্পের আগে লোকটি ৩ টি বাড়ির মালিক ছিলো।আর সেই লোক ৪০ সেকেন্ড পর তিনটি রুটিরও মালিক না। অন্যের দেওয়া রুটি নিয়ে দাঁড়িয়ে আছে সে। তাই কখনো অহংকার করবেন না কারো সাথে। সময়ের সাথে সব ঘুরে যেতে পারে। আল্লাহ চাইলে ১ সেকেন্ডে সব কিছু পরিবর্তন করে দিতে পারেন।
#সংগৃহীত

29/01/2023

মিডিয়ার সামনে পরীর গালে রাজের চুমু | বাংলাদেশের আসছে মেসি | ২০২৩ ভাইরাল ভিডিও


#কুত্তারবাচ্চা

এক সময় এটাই বাস্তব ছিল। এর জন্য মুলত মুসলমানরা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। কিন্তু নেতাদের ভুলে, রাজনীতিতে মিলিটারি হস্তক...
22/01/2023

এক সময় এটাই বাস্তব ছিল। এর জন্য মুলত মুসলমানরা সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। কিন্তু নেতাদের ভুলে, রাজনীতিতে মিলিটারি হস্তক্ষেপে, পরিশেষে গণতন্ত্র রক্ষায় ব্যর্থ হওয়ায় নতুন করে বিভাজন হয়। যদিও সেই গণতন্ত্র আজো অর্জন হয়নি, হয়নি দারিদ্র বিমোচন, ন্যায় বিচার কায়েম, না আছে আইনের শাসন।

সম্প্রতি তুরস্কের আকাশে দেখা গেছে এমন UFO বা এলিয়েন মহাকাশযানের মত দেখতে বস্তুটির৷ অনেক জল্পনা-কল্পনা থাকলেও এটি আসলে এক...
21/01/2023

সম্প্রতি তুরস্কের আকাশে দেখা গেছে এমন UFO বা এলিয়েন মহাকাশযানের মত দেখতে বস্তুটির৷ অনেক জল্পনা-কল্পনা থাকলেও এটি আসলে একটি প্রাকৃতিক ঘটনা৷ এটি একটি বিশেষ ধরণের মেঘ যাকে বিজ্ঞানের ভাষায় লেন্টিকুলার ক্লাউড বলা হয়৷

মূলত লেন্টিকুলার মেঘের সৃষ্টি হয় পাহাড়ের ওপরে৷ যখন বায়ুপ্রবাহের তীব্র ওঠানামা দেখা যায় এবং বাতাস স্থিতিশীল এখন আদ্র থাকে তখন এই ধরণের মেঘের সৃষ্টি হয়। তুরস্কের বুরসা অঞ্চলে মূলত এই মেঘের দেখা পাওয়া গিয়েছিল এবং যা সূর্যদয়ের আগ দিয়ে সৃষ্টি হয় এবং স্থানীয়দের মতে প্রায় ১ ঘন্টার মত স্থায়ী ছিল এটি। এই অঞ্চলটিতে পাহাড় থাকার কারণে মূলত লেন্টিকুলার মেঘের দেখা পাওয়া গিয়েছিল৷

20/01/2023
প্রাচীনকালে নদীমাতৃক বঙ্গীয় অঞ্চল একাধিক ভূ-রাজনৈতিক এককে বিভক্ত ছিল। যেমন দক্ষিণাঞ্চলের বঙ্গ, পশ্চিমাঞ্চলের রাঢ় ও সুহ...
19/01/2023

প্রাচীনকালে নদীমাতৃক বঙ্গীয় অঞ্চল একাধিক ভূ-রাজনৈতিক এককে বিভক্ত ছিল। যেমন দক্ষিণাঞ্চলের বঙ্গ, পশ্চিমাঞ্চলের রাঢ় ও সুহ্ম, উত্তরাঞ্চলের পুণ্ড্রবর্ধন ও বরেন্দ্র, এবং পূর্বাঞ্চলের সমতট ও হরিকেল। হাজি ইলিয়াস শাহ এই খণ্ডিত বাংলাকে ভৌগোলিকভাবে একত্রিত করে বৃহত্তর বাংলা সালতানাতের প্রতিষ্ঠা করেন। তাঁর রাজত্বকালেই বাঙালিরা একটি জাতি হিসেবে বহিঃর্বিশ্বের কাছে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করে। ১৩৪০-১৩৫০ সালের পরবর্তী সময় হতেই বাংলার সকল অঞ্চলের অধিবাসীরা ব্যাপকভাবে বাঙালী বলে বিশ্বদরবারে পরিচিতি লাভ করে।

সাথে থাকল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্রস্তুত শাহ-ই-বাংলা শামসুদ্দীন ইলিয়াস শাহের একটি ছবি।

জয় ইলিয়াস শাহ।
সংগৃহীত

Support me in YouTube Channel name : 1M INFO
12/01/2023

Support me in YouTube
Channel name : 1M INFO

12/01/2023

সস্ এর নামে আপনাকে কাপড়ের রং খাওয়াচ্ছে

09/01/2023

ইন্দোনেশিয়ান মেয়ের ভিডিও নিয়ে কড়া জবাব | কে এই ইন্দোনেশিয়ান পিচ্চি মেয়ে | Viral Girl Video

ভাইরাল ভিডিও ২০২৩
ইন্দোনেশিয়ান পিচ্চি মেয়ের ভিডিও
ইন্দোনেশিয়ান মেয়ের ভাইরাল ভিডিও
Indonesia viral girl
ইন্দোনেশিয়ান পিচ্চি মেয়ের আসল পরিচয়
কে এই ইন্দোনেশিয়ান পিচ্চি মেয়ে
২০২৩ সালের ভাইরাল ভিডিও
Viral video 2023

#2023

08/01/2023

রাতারাতি ভাইরাল হওয়া ভিডিও - ২০২৩ | পিচ্চি মেয়ের ভিডিও লিঙ্ক | Manik mia chill song

06/01/2023

হটাৎ স্টেজ ভেঙ্গে পড়ে গেল
উবাইদুল কাদের

Happy New Year 🎉 My dear Followers
31/12/2022

Happy New Year 🎉 My dear Followers

30/12/2022

পেলের মৃত্যুতে সবাই হতবাক ! ১২৭৯ গোল রেকর্ড 😮 | football King Pele

Pele was died
30/12/2022

Pele was died

27/12/2022

এভাবে লাথি মারল বডি বিল্ডিং ফেডারেশনকে । Body Building Fedaration Bangladesh Champion maramari dhaka

Body Building Federation Bangladesh competition. #

20/12/2022

Mbappe এর lifestyle 2023 || ভবিষ্যতের মেসি এমবাপ্পের জীবনী ও GF 😯

Mbappé lifestyle 2023
Mbappé Car collection
Mbappé Biography
Mbappé
এমবাপ্পে যেভাবে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে
Lionel messi Car collection
Lionel messi Biography
Ronaldo car collection
Ronaldo lifestyle
Mbappé best skills
Neymar jr lifestyle
random Video channel new video


#জীবনী

অবশেষে শেষ বিশ্বকাপে মেসির সপ্ন পূরণ হলো || বিশ্বকাপ ২২ আর্জেন্টিনার 😍 FIFA world cup 22
19/12/2022

অবশেষে শেষ বিশ্বকাপে মেসির সপ্ন পূরণ হলো || বিশ্বকাপ ২২ আর্জেন্টিনার 😍 FIFA world cup 22

16/12/2022

১৮ তারিখ কি মেসির সপ্ন পূরণ হবে 😐 বিশ্বকাপ ২২ কার হবে ? FIFA world cup 22

Messi last world cup 22
Messi skills video
Argentina vs France today match
Messi goals record
Messi vs Mbappe
Messi skills tutorial
Argentina vs France live match
Messi award winning numbers

28/11/2022

বাঙালির অস্থির বিশ্বকাপ 😅 fifa world cup 2022 funny video | Bragil vs Argentina

২০২২ বিশ্বকাপের ভাইরাল ভিডিও
Messi & Neymar Funny Dubbing Video Clip😄
আর্জেন্টিনা VS ব্রাজিল ফানি ভিডিও ২০২২ বিশ্বকাপ
Fifa World cup 2022 Facebook viral f***y meem
Brasil VS Argentina supporters fight
বাঙালির অস্থির বিশ্বকাপ ২০২২
আর্জেন্টিনা VS ব্রাজিল সাপোর্টারদের অস্থির মারামারি 😅
Live Argentina VS Bragil funny match

WAIT FOR END😃🤣
Funny Red Cards In Football 😱

©collected


26/11/2022
22/11/2022

Argentina now 😂

17/11/2022

Messi & Neymar Funny Dubbing Video Clip😄
WAIT FOR END😃🤣

©collected

17/11/2022
✍️সত্যতা যাচাই  করতে গিয়ে প্রায় ১ঘন্টা দুইটা দেশের উপর পড়াশোনা করে লিপিবদ্ধ করার চেষ্টা :🕵️‍♂️ব্রাজিলে মুসলমানদের আযান দ...
16/11/2022

✍️সত্যতা যাচাই করতে গিয়ে প্রায় ১ঘন্টা দুইটা দেশের উপর পড়াশোনা করে লিপিবদ্ধ করার চেষ্টা :

🕵️‍♂️ব্রাজিলে মুসলমানদের আযান দেওয়া নিষিদ্ধ ও আর্জেন্টিনায় ‘আল্লাহু আকবার’ বললে গ্রেফতার করা হয়।"

💠গুজবের উৎপত্তি:

এই গুজবের প্রচলন হয় ২০১৪ সালের জুন মাসে সেই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের ঠিক প্রারম্ভে। প্রশ্ন-উত্তরের ছলে ফেসবুকের বিভিন্ন পোস্টে বলা হয়—

পৃথিবীর কোন দেশে আজান দেওয়া দণ্ডনীয় অপরাধ?
উত্তর: ব্রাজিল

💠তথ্য সূত্র -১

ব্রাজিলে আজান দেয়া নিষিদ্ধ। আর্জেন্টিনায় আল্লাহু আকবার বা আল্লাহর নাম নিলে গ্রেফতার। তারপর ও আপনি কেমন করে এদের কে ভালোবাসতে পারেন?মুসলিম হওয়া কি এতোই সহজ? কতটুকু সঠিক তথ্য সূত্রে জানার চেষ্টা।

সত্যতা যাচাই:
ব্রাজিলে আযান দেওয়া কিংবা আর্জেন্টিনায় ‘আল্লাহু আকবার’ বলার উপর কোনোরূপ নিষেধাজ্ঞার প্রমাণ এসকল ফেসবুক পোস্ট ছাড়া বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায় না। ধর্মীয় স্বাধীনতা খর্ব করে এমন দুটি কড়া আইন প্রণয়ন করা হলে তা অবশ্যই সারা বিশ্বব্যাপী সমালোচিত হতো কিন্তু এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

💠আযান প্রদানের ক্ষেত্রে বিভিন্ন দেশের আরোপিত সীমাবদ্ধতা:

ইসলাম ধর্মাবলম্বীদের প্রার্থনার জন্য আহ্বানের মাধ্যম আযান ব্রাজিল কিংবা আর্জেন্টিনায় বিশেষভাবে নিষিদ্ধ না করা হলেও পৃথিবীর এমন অনেক দেশে (যেমন জার্মানি, ভারত, ইজরাইল, যুক্তরাজ্য, সুইডেনে) এই ব্যাপারে কিছু সীমাবদ্ধতা আরোপ রয়েছে। এসব নিষেধাজ্ঞা অধিকাংশ ক্ষেত্রে উচ্চ শব্দে লাউডস্পিকার ব্যবহার করে আজান দেওয়ার উপর আরোপ করা হয়।

এসব নিষেধাজ্ঞা কেবল সংখ্যালঘু মুসলিম দেশে নয়, মুসলিম প্রধান দেশেও প্রচলিত রয়েছে। তাজিকিস্তানে ২০০৯ সালে আযানে লাউডস্পিকারের ব্যবহারে নিষেধাজ্ঞা আনা হয়। সম্প্রতি সৌদি আরব মসজিদের লাউডস্পিকারের মাধ্যমে নির্দিষ্ট মাত্রায় শুধুমাত্র ‘আযান’ ও ‘ইকামত’ প্রদানের আইন প্রণয়ন করে, অর্থাৎ, নামাজের তেলওয়াতের সময় লাউডস্পিকারের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।এছাড়াও তুরস্কে ১৯৫০ সালের পূর্ব পর্যন্ত তুর্কি ভাষায় আজান প্রচারের আইন ছিলো।

ইন্দোনেশিয়ায় ২০১৮ সালে সরকার কর্তৃক আজান প্রদানের নীতিমালা প্রদান করা হয়।সেই বছর দেশটির সুমাত্রা দ্বীপের বৌদ্ধ ধর্মাবলম্বী একজন মহিলাকে উচ্চ আওয়াজে লাউডস্পিকারের মাধ্যমে মসজিদে আজান প্রদানের বিষয় সমালোচনা করায়, ধর্ম অবমাননা করার জন

আজ পবিত্র ❝ফাতেহা-ই-ইয়াজদাহম❞(গিয়ারোভী শরীফ).....🫶🏻😍❝ফাতেহা-ই-ইয়াজদাহম কী?❞কেন পালন করা হয়? আসুন জেনে নিই...........🌿🌹🌷🦚...
07/11/2022

আজ পবিত্র ❝ফাতেহা-ই-ইয়াজদাহম❞(গিয়ারোভী শরীফ).....🫶🏻😍

❝ফাতেহা-ই-ইয়াজদাহম কী?❞কেন পালন করা হয়? আসুন জেনে নিই...........🌿🌹🌷🦚🪷

❝ফাতেহা-ই-ইয়াজদাহম❞ হলো বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহঃ) এর ওফাত দিবস। হিজরি ৫৬১ সনের ১১'ই রবিউস সানি তিনি দু‌নিয়া থে‌কে ওফাত/পর্দা গ্রহন ক‌রেন।

❝ইয়াজদাহম❞ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে এগারো তম দিনকে বোঝায়। এই ফাতেহা-ই-ইয়াজদাহম আব্দুল কাদের জিলানী (রহঃ) এর স্মরণে পালিত হয়।

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ধর্মনেতা, ধর্ম প্রচারক, তাপস্যকুল শিরোমণি হযরত আব্দুল কাদের জিলানি (রহঃ)-এর নাম প্রত্যেক মুসলমানের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। মুসলমানদের ধর্মীয় জীবনে তার প্রভাব অপরিসীম। তার জীবনী ও কীর্তিগাথা মুসলমানদের হৃদয়ে চিরদিন জীবন্ত হয়ে থাকবে।

একজন আদর্শ পুরুষ হিসেবে বিশ্ব জগতে মুসলমানদের কাছে হযরত বড়পীর আব্দুল কাদের জিলানী (রহঃ)-কে পরম ভক্তি, শ্রদ্ধার সঙ্গে চিরকাল স্মরণ করবে। পৃথিবীতে আল্লাহ পাকের প্রেরিত নবী-পয়গম্বর এসেছেন ১ লাখ বা ২ লাখ ২৪ হাজার।

অন্যদিকে কামেল পীর, অলি, দরবেশ, ফকির যে কত এসেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু সব পীর, ফকির, দরবেশ, অলির সেরা ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ওফাতের প্রায় ৫০০ বছর পর জন্মগ্রহণ করেন। তখন ইসলাম ধর্ম এক নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছিল।

পবিত্র কুরআন ও আল্লাহর রাসুল মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ভুলে মানুষ বিপথে পা বাড়িয়েছিল, ঠিক এমনি সময় হযরত বড়পীর ইসলামের পথে মানুষকে ডাক দিয়েছিলেন।

হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)-এর বাবার নাম সৈয়দ আবু সালেহ এবং মায়ের নাম বিবি ফাতেমা। হযরত আব্দুল কাদের জিলানি (রহঃ) ৪৭০ হিজরিতে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের মহান পীর হযরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহঃ) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন।
তিনি ছিলেন জাহেরি-বাতেনি উভয় জ্ঞানে জ্ঞানবান।

এ কথায় অনস্বীকার্য হযরত আব্দুল কাদির জিলানী (রহঃ) এর অবদান বিশ্বে অনন্য। তিনি মুসলিমদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ পাক ও মদিনা ওয়ালার উছিলায় আমাদেরকে হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর জীবন ও কর্ম সব সময় স্মরণ রাখার তওফিক দিন। আমিন...🤲🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ojana Information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ojana Information:

Videos

Share

Nearby media companies



You may also like