04/01/2025
আমাদেরকে দুইটা জিনিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এক বায়ু দূষণ। দুই প্লাস্টিক। বায়ু দূষণ আমাদের কি পরিমান ক্ষতি করছে একটা ছোট্ট স্ট্যাটিসটিকস বলি: দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন তাদের প্রায় 50 ভাগের মত মানুষ নানা রকম হৃদরোগে ভুগছে। এতে কত কত টাকা যায়। আর মানুষের দুর্ভোগের কথা নাই বললাম।
হৃদরোগ এত পরিমানে বেড়ে গেছে, মানুষ এখন শীতকাল আসলে পোস্ট দেয়। শীতকালে আমার সঙ্গী এই ওষুধ।