Mahafuj sir CLB 9 in IELTS

Mahafuj sir CLB 9 in IELTS Mahafuj sir is one of the best IELTS teachers in Bangladesh. Former IELTS, Spoken, and Phonetics ins

12/12/2023

ব্যাচ ১১ টা রানিং। শুধুমাত্র রাত ৭ এবং ৮.৪০ pm এর ব্যাচ এই মাসে আসবে। আপনি কি IELTS পারবেন? Of course। IELTS রকেট science না। এটা time দিলে পারবেন। আর দূর্বল হলে আমার কাছে পড়ুন। আমার target market: zero level candidates।

12/12/2023

ছোটবেলায় গ্রামের বাড়িতে আমরা শীতের দিনে পাটকাঠি জ্বালিয়ে আগুন পোহাতাম, হাতে ভাজা মুড়ি খেতাম।

12/12/2023

ঢাকায় মনে হয় কুয়াশা পরছে। সুন্দর weather। সময়টা এনজয় করুন। জীবনকে উপভোগ করা শিখতে হবে। ছোট ছোট আনন্দগুলো ও আনন্দ। কুয়াশার মাঝে হেঁটে আসতে পারেন, মোটা জামা পরে। আপনার দিনটি ভাল কাটুক।

11/12/2023

আপনি স্লিম হলে আপনি লাকি। মোটা মানুষের বহু কষ্ট। নিচের লিখাটি পড়তে পারেন। সহজ করে লিখা। English plus information দুইটাই জানলেন।

11/12/2023

ভারতে পিয়াজের দাম ৫৭ রুপি। বাংলাদেশে কত?

11/12/2023

১৯৯৭ থেকে দেখে আসতেছি - এই রাস্তার জ্যাম।
এর মাঝে কতবার সরকার গেল আসল, কিন্তু jam আর গেলনা।

আরেকজন কুমিল্লার সফল ক্যান্ডিডেট।।ছেলেটা UK গিয়েছে। জব পেয়েছে। এখন বলতেছ: সব স্বাভাবিক হবে। কুমিল্লা ভাল, শিক্ষা দীক্ষ...
11/12/2023

আরেকজন কুমিল্লার সফল ক্যান্ডিডেট।।
ছেলেটা UK গিয়েছে। জব পেয়েছে। এখন বলতেছ: সব স্বাভাবিক হবে।
কুমিল্লা ভাল, শিক্ষা দীক্ষায় দিক দিয়ে ভালই এগিয়ে। দেশের অনেক জায়গা থেকে ভাল। অনেক ডাক্টার ইঞ্জিনিয়ার - দেশের বড় বড় নেতা - এই অঞ্চল থেকে আসছে।
Rohan ভাল ছেলে। Mature।। সবথেকে বড় কথা ভাল মনের মানুষ।। আরো আছে: দেখতেও cute।
আমাকে thank you জানিয়েছেন।।
অনেক বারই বলেছি কুমিল্লার student দের সাথে আমার অভিজ্ঞতা ভাল।

রোহান তার অভিজ্ঞতা থেকে নিচের কিছু কথা লিখেছে। আমার কাছে ভাল লেগেছে। ও ধার্মিক মানুষ। আল্লাহভীরু।।

Name: Arbin Rohan
Home district: Cumilla
School name: Gouripur S.A High School.
College name: Gouripur M.F.R Govt. College.
University name: University of Chester.
Preparation time: 4 months.
Tips for others: Regret many past mistakes today. We didn't understand it then but now we do. In the same way, if we are not serious today, we will regret five years later that I had the opportunity, the support of my parents, if I had tried a little harder, life might have been different today. And regret is a pain that has no cure. Our efforts will decide what we deserve. So be serious, study hard.

(Assalamuwalaikum Sir. Ami apnar student. IELTS a amar score eseche Overall 6.

Reading- 5.5
Writing- 6
Listening-6
Speaking-6.5

Alhamdulillah ebar September intake a amr UK theke visa holo. Amar moto cheleder sopno purone apni onek vumika rakhen Sir. Allah apnk er uttom binimoy dik doya korbo. Apnio amr jonne doya korben Sir.)

11/12/2023

আপনি জেনে অবাক হবেন আমেরিকার সুন্দর সমাজ আসলে ভেতর থেকে ভেঙে পরছে। Crime rate, ধনী গরীবের ব্যবধান অনেক বেশি। গত তিন বছরে ৮০ লাখ অবৈধ লোক বর্ডার পার করে ভিতরে ডুকেছে। এরা গিয়ে আরো crime করছে, রাস্তায় openly defecate করছে।

11/12/2023

বিদ্যমান LC এর পেঁয়াজ যেন ভারত রপ্তানি করে তার জন্য ভারতকে চিঠি দিয়েছে সরকার।

11/12/2023

আচ্ছা এর আগে সিলেটের ৪৫ জন লোক, যাদের বিমান বন্দরে আটকে দিল, তাদের update কেউ জানেন। তারা কি পরে গিয়েছেন?? গেলে কীভাবে গেলেন? বাংলাদেশ বিমান কি ক্ষতিপূরণ দিয়েছে?

11/12/2023

রাত ৮.৪০ এর ব্যাচ। ১৯ ডিসেম্বর থেকে। বাসায় বসে অনলাইনে করে ফেলুন। অফলাইনে ও join করতে পারবেন। সুবিধা: zero থেকে শুরু, কমপ্লিট প্রিপারেশান এর আগ পর্যন্ত।

10/12/2023

আমি খুব কম গান শুনতাম - একটা দুইটা। দুই মাস আগে, জুলুম নির্যাতন শুরু হবার পর - আর শুনছি না। রাতে নামাজে সবসময় মনে পরে অসহায়দের কষ্ট আর অল্প কিছু মানুষের সংগ্রাম। তাদের জন্য দোয়া করি সবাই। এটা ছাড়া আর কী ইবা করতে পারবো!!

10/12/2023

কয়লা নেই। ২৭ মাস আগে লিখেছিলাম আমাদের দেশে যে কয়লা আছে তা দিয়ে আমাদের আরো ১৫০/৭০ বছর চলবে। এগুলো তোলা হোক। আমি তো পলিসি মেকার না। সো ফেসবুকের কথায় কিছু যায় আসেনা। কেউ কানে নেয়নি। বিষয়টা নিয়ে কথা হয়ছে মন্ত্রী পরিষদে। But কিছু দেশি আর বিদেশী কারনে কয়লা তোলা হয়নি। শুনেছি।
আবার এই কয়লা তুললে পরিবেশবাদীরা (বিদেশী funded) আন্দোলন চালাবে। বলবে কয়লা তুলতে দেবনা।
যাই হোক। এইগুলা নিয়ে লিখে বা share দিয়ে লাভ নেই। আপনি রাষ্ট্রের কিছু চেঞ্জ করতে চাইলে আগে আপনাকে সফল হতে হবে। পাওয়ারফুল হতে হবে। বাস্তবে। আমি Mahafuj ফেইসবুকে লিখে কিছুই করতে পারবো না।

10/12/2023

সিলেটে ৮৫০০ কোটি টাকার তেল গ্যাস পাওয়া গেছে। যেমনটা আমার মনে হয়- আল্লাহ সিলেট বাসীর প্রতি হয়ত কোন কারনে বেশি খুশি। IELTS এ সফল, মানুষ ধনী, খনিজ সম্পদ, etc।

10/12/2023

আমার প্রায় সব post ব্রেন থেকে ইনস্ট্যান্ট আনা। Copy কোন post নেই। কোন লাইন কোথাও থেকে inspired হলে ওটাও লিখে দেই। কালেক্টেড হলে - তাও লিখে দেই। আমি আমার কোন কম্পিটিটর দের page, গ্রুপ follow করিনা। কেউ share করলে তাকেও ইগনোর করি। কারন: এতে অন্যের idea আমার মাথার অজান্তে চলে আসতে পারে এবং আশংকা থাকে - এতে আমি আস্তে আস্তে কম ক্রিয়েটিভ হয়ে যাবো। নিজেকে push না করলে নতুন কিছু আসে না।

10/12/2023

ভালোবাসা পাওয়া অনেক ইম্পর্টেন্ট। নিচে কিছু আর্টিকেল দিচ্ছি, পড়তে পারেন। আপনি সিংগেল হলে - আপনার জন্য দোয়া রইল।

10/12/2023

অনেক page এ অনেক কমেন্ট থাকে: আমি একা, সিংগেল, এক ধরনের মার্কেটিং। এভাবে Comment করে chat জমিয়ে আপনাদের মাঝে কেউ কি পার্টনার পেয়েছেন? জানাবেন। আপনার জন্য দোয়া রইল।

10/12/2023

চীনে।
আপনার দিনটি সুন্দর হোক।
পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন।
Clean জামা কাপড় পরুন।
শুনেছি সুন্দর পোশাকে আর সাজলে মন ভাল হয়ে যায়।

09/12/2023

Pray for the oppressed। নিপীড়িত অসহায় মানুষের জন্য দোয়া করুন। জালিমকে কে প্রতিহত করুন - ছোট বড় যেভাবেই হোক।

09/12/2023

বাংলাদেশের আগামি বাজেট কমবে। এটাই ভাল। নিচের আর্টিকেলটি সুন্দর। রাইটিং task 1 এর জন্য পড়তে পারেন।

09/12/2023

পরিবেশ থেকে যে অভ্যাস আমদের হয়ে যায় তা চাইলেই আস্তে আস্তে বদলানো যায়। তাবলীগে গিয়ে শিখেছি প্লেটে হাত না ধুইতে। সেই অভ্যাস আজও আছে। পরিবারেও সবার মাঝে চলে আসছে। চেষ্টা করতে পারেন।

09/12/2023

ভারত বাংলাদেশের থেকে জনসংখ্যায় ৮.৬ গুণ বড়, ভারতের অর্থনীতি ৮.২ গুণ বড়। কিন্তু এর রিজার্ভ ২৫/৩০ গুণ বড়।।

09/12/2023

সেইন্ট মার্টিন, কক্স বাজারে এই সময়ে অনেক ভীর থাকে। ইজি জায়গা গুলোতে ঘুরুন। আলাদা শান্তি। IELTS student হলে বলি: IELTS হবার পর জর্দান বা পুকেট ঘুরে আসুন।

09/12/2023

নির্বাচন শেষ হবার আগেই আপনি IELTS শেষ করে ফেলুন। আর দেশ এইরকমই চলবে। মানিয়ে নিন।।

09/12/2023

শীতকালে ঘুরে আসুন কোথা থেকে। ভাল লাগবে।
ধুর মিয়া!!! টাকা আপনি দিবেন??
দেখুন টাকা না থাকলে গ্রামে যান, সবাই মিলে খিচুরী রান্না করে খাওয়া টাও এক ধরনের ঘোরা।

আমাকে সেকেন্ড বার দেখতে হইছে - এটা কী - বোঝার জন্য।মানুষ যথেষ্ট ক্রিয়েটিভ।
09/12/2023

আমাকে সেকেন্ড বার দেখতে হইছে - এটা কী - বোঝার জন্য।
মানুষ যথেষ্ট ক্রিয়েটিভ।

09/12/2023

ঢাকা শহরে অনেক দিন ধরে থাকা প্রায় ৪৫/৫০ ভাগ মানুষের নানান রকম ফুসফুসের রোগ আছে বলে শুনেছি। আপনি বাসার বাইরে গেলে mask পরবেন।

09/12/2023

চীন যে অনেক ডেভেলপড - সেটা কিছুটা আমি জানি। অনেকে বিলিভ করতে চায়না। চীন আসলে ২২০০ সালে চলে গেছে। ইউরোপ আমেরিকা থেকে চীন অনেক অনেক বেশি উন্নত। অথচ এই দেশটি আমাদের মতই গরীব ছিল।

09/12/2023

আমার target market যারা খুব অ্যাডভান্সড, তারা না। আমি zero থেকে শিখেছি। So, আমার টার্গেট zero level ক্যান্ডিডেট।

আমার কোর্স fee কেন 17500 টাকা????
আগে একটা Coaching এ ক্লাস নিতাম, তাদের ফি ছিল 15000 টাকা। স্টুডেন্ট কে ডাইরেক্টলি ভর্তি নিতো। Student 3/4 টা ক্লাস করার পর বলত বুঝি না। তখন তাদের বলা হতো বেসিক করেন।
স্পোকেন, রাইটিং এবং phonetics বেসিক। নেওয়া হতো 5 +5+5 = 15 হাজার টাকা। এর পর সে IELTS এর ক্লাস করত। 24 টা ক্লাসে IELTS শেষ। 100 জনের মধ্যে 90 জনই IELTS ছেড়ে দিত। Investment কিন্তু প্রায় 30 হাজার করে ফেলেছে।
আমার IELTS এর fee মাত্র 17,500।
আপনার 3 মাস/6 মাস/1 বছর/2 বছর যতদিন লাগে আপনি পড়বেন।
আমি প্রতি মাসে 150 টির উপরে ক্লাস নিয়ে থাকি। সবগুলো class চাইলে করতে পারবেন।
আমার IELTS কোর্সে আমি স্পোকেন, রাইটিং, phonetics grammar সব পড়িয়ে দেই। Fee মাত্র 17,500। টাকা।
আপনি বলতে পারেন অন্য coaching ও আমাকে unlimited ক্লাস দেবে।
দেখুন তারা (প্রায় সবাই) একই কোর্স ম্যাটেরিয়ালস বারে বারে পড়াবে। Same writing Same Reading পড়ে আপনার খুব কি লাভ হবে???
আমি পড়াই 9 থেকে 18 সবগুলো বই, সবগুলো প্যাসেজ। সবগুলো লিসেনিং, সবগুলো রাইটিং, সবগুলো স্পিকিং।
আপনি যদি আমার 3 মাস ক্লাস করেন। করতে পারবেন 450 টিরও বেশি ক্লাস। প্রতিটি ক্লাসেই আমি নতুন রাইটিং বা নতুন রিডিং পড়াই।।
এমনকি আমার প্রতিটি orientation ক্লাস আমি ভিন্ন ভাবে নেই।
So আমার কোর্স fee 17,500 টাকা যেটা আপনি আমার কাছে কোর্স করে যা পাবেন, তার তুলনায় খুবই কম।।
এক বার ভর্তি হয়ে IELTS দিয়ে Canada, UK, Netherlands যাওয়ার পরও আমার ক্লাস করে। নতুন করে আর ভর্তি হতে হয় না।।
আর আমার টার্গেট হচ্ছে, যতদিন না আপনার IELTS হয় ততদিন আপনাকে পড়ানো।
কোচিং এ এসে মক দেবেন। Correction করিয়ে নেবেন। Etc।। (Mock যত ইচ্ছে দেবেন)
আর একটা বিষয়: আমি IELTS পড়াই 12 বছর হল। আমি জানি 24 বা 30 টা ক্লাসে মাত্র 5 পার্সেন্ট মানুষের IELTS হয়। কাদের হয়?? যারা আগে থেকে English জানেন।।
আর আপনার লেভেল zero, আপনার জন্য লাগবে অন্য treatment।। আপনাকে পড়াতে হবে slow।। Sentence এর word ধরে ধরে বুঝাতে হবে। 5 পার্সেন্ট টার্গেট করে আমি পড়াই না।
কেনো আমার কাছে করবেন!!!!😱😱😱😲😲
এভাবে প্রতিটি বাক্যকে ছোট ছোট করে বুঝিয়ে IELTS কে সহজ করে দেই। ক্যামব্রিজ 9 থেকে 17 প্রতিটি প্যাসেজ এভাবে বুঝিয়ে দেই। Listening এ ট্রান্সক্রিপ্ট ধরে বুঝিয়ে দেই। আপনাকে আমি আপনার প্রত্যাশিত স্কোর না পাওয়া পর্যন্ত পড়াবো।।। আমি প্রতিদিন ১০/১২ ঘণ্টা পড়াই। রেগুলার ব্যাচে Crash Course করতে পারবেন। আপনি যত দুর্বলই হোন না কেন, আমার কাছে IELTS করে বুঝবেনই।
আমার কাছে পড়লে আপনাকে 400 😱😭বছর আগের ভোকাবুলারি পড়তে হবে না।
আমার ব্যাপারটা ভিন্ন।। আমি স্টুডেন্টকে পড়া ধরে খাওয়াই দেই।। ইংলিশ এর স্কিল তার ভিতরে গড়ে দেই। ♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
আর একটা ব্যাপার বলি বেশির ভাগ স্টুডেন্ট আমাকে আমার কোর্স ফি (17,500) এর থেকে কোর্স করে বেশি টাকা দিয়ে যায়।। কারন তারা আমার উপর এত খুশি হয় যে আমাকে বলে ভাইয়া কিছু মনে করবেন না, আমি আপনাকে কিছু টাকা এক্সট্রা দিতে চাই।।♥️♥️♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
এরকম ঘটনা কোচিং এর বেলায় কখনোই হয় না।।
Total class: Cambridge 9 to 17 পড়াতে যতগুলো ক্লাস লাগে।। আমি এই বইগুলো আপনাকে 3/4 বার রিভিশন দেওয়াবো।
এর মাঝে যদি আপনার প্রিপারেশন হয়ে যায় আলহামদুলিল্লাহ । না হলে আরো ক্লাস করবেন।।
আমি পড়াই অনেক্ষণ। প্রতিদিন 8 থেকে 10 ঘণ্টা। সপ্তাহে 6 দিন।
আপনি জব হোল্ডার!!!❤️❤️❤️❤️
রাতে 9 টা বা 8 টা থেকে রাত 12 টা পর্যন্ত পড়বেন।। বা 10 টা থেকে 12 টা। ♥️♥️♥️♥️♥️
কেনো আমি এত ক্লাস দেই????♥️♥️♥️♥️♥️
IELTS এর ভালো স্কোরের জন্য দরকার অনেক পড়াশোনা। ভালো প্রিপারেশন। আর টিপস আর টেকনিক এর সাথে ইংলিশ এর স্কিল বাড়াতে হবে। আমি সেই স্কিল আপনার মধ্যে এনে দেবো। সবকিছুকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, যাতে আপনার ইংলিশ স্কিল বারে।।।
আর কেনো আমি 17,500 টাকা নেই???♥️♥️♥️♥️♥️
আমার পরিশ্রম আপনার জন্য অনেক অনেক অনেক।।
আমার নিজের IELTS স্কোর 8, CLB 9,
9 out of 9 in speaking, 8.5 in reading
তার থেকে অনেক বড় বিষয় হল: আপনাকে আমি IELTS খুব খুব easily বুঝিয়ে দিতে পারি এবং বোঝাবো।
01515-292569
01774-275799
Course Fee: 17,500 (non-negotiable)
Two installments are allowed.

09/12/2023

সকাল ১০ টায় নতুন ব্যাচ আসতেছে। Early ভর্তি হয়ে যান। বেসিক থেকে শুরু করবো। কমপ্লিট preparation এর আগ পর্যন্ত।

09/12/2023

আপনি গত এক বছরে কিডনি এবং লিভার টেস্ট করিয়েছেন কি? করিয়ে নেবেন। Early ধরা পরলে আপনি cure বা স্টপ করতে পারবেন।

09/12/2023

Unique post আর copy করা post ধরতে পারেন? অন্যের থেকে idea নিয়ে অল্প বিস্তর change করা - এটাকে কপি বলা যায় কিনা? ডিকশনারিতে অন্যের আইডিয়াকে নিজের নামে চালিয়ে দেওয়াকে plagiarism বলা হয়েছে।

09/12/2023

ভারতের ফরেন রিজার্ভ বাড়ছে। আমাদের কমছে। ইন্টারেস্টিং। ভারত low to medium end manufacturing এর দিকে ঝুঁকছে। আমাদেরও যাওয়া উচিৎ। আমাদের entrepreneurs দরকার বেশি বেশি।

08/12/2023

দেশের সবথেকে বেশি রেমিটেন্স আনে সন্দীপের মানুষ। Wow। আগে ভাবতাম সিলেটের কোন উপজেলা হবে।
(সন্দ্বীপ একটি উপজেলা)
স্যালুট টু দেম।

08/12/2023

যারা চীনে গিয়েছেন এবং থাকেন - ভারতের তুলনায় চীন কতটুকু বেশি উন্নত? কত বেশি safe??
আপনার জন্য দোয়া রইল।।

08/12/2023

ইন্ডিয়ান স্ট্র্যাটেজি হয়ত কাজ করছে। ম্যানুফ্যাকচারিং এ অনেক গুরুত্ব দিচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে এখন made in India products পাওয়া যায়। কম্বোডিয়া তে দেখালাম ভারতীয় সিএনজি দিয়ে ভরপুর।
(Post দিয়ে post এর সাথে আর্টিকেল দেই, এইগুলা free সময়ে পড়তে পারেন। এটাই IELTS, indirectly)

08/12/2023
08/12/2023

একবার হাতিয়া গিয়েছিলাম। দেখলাম ওখানে অনেক মানুষ ১৫/১৬ বছর বয়সেই বিয়ে করে ফেলে - ছেলে মেয়ে সবাই। যে বাইকার আমাকে ঘুড়িয়ে দেখালেন - আমার থেকে দুই বছরের বড় - কিন্তু তিন সন্তানদের বাবা। বললামঃ সংসার জীবনে আপনি আমার থেকে সফল।

এই childhood কি সুন্দর নয়?? হয়ত বিলেতে অন্যরকম পরিশ্রম লাগে, কিন্তু শিশুরা একটা ভাল মানের শৈশব পায়। ছেলেধরা নেই, কুনজ...
08/12/2023

এই childhood কি সুন্দর নয়??
হয়ত বিলেতে অন্যরকম পরিশ্রম লাগে, কিন্তু শিশুরা একটা ভাল মানের শৈশব পায়।
ছেলেধরা নেই, কুনজর নেই, এই শিশুদের বেশির ভাগই সুস্থ হয়ে বেড়ে উঠবে। At least বাতাসে শিশা এবং বিষাক্ত কনা নেই। আমাদের দেশে প্রায় অর্ধেক শহরবাসী ফুসফুসের সমস্যায় আক্রান্ত (কোন না কোন ভাবে)। ঐ জায়গার শিশুদের এই রোগ তেমন নেই। বাতাস ভাল, হবেনা।

সব জায়গায়ই চ্যালেঞ্জ। তবে এই শিশুদের জীবন আমাদের শিশুদের জীবনের থেকে অনেক অনেক ভিন্ন। আমি বলব ভাল।।

আমার এক student এর সন্তান এরা।।
ওদের জন্য দোয়া রইল। মুক্ত বাতাসে বেড়ে ওঠো। Live your lives to the fullest।

Address

ফার্মগেট, ১৩১/বি জাহানারা গার্ডেন, চতুর্থ তলা(৪). . এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির বিপরীতে।
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Mahafuj sir CLB 9 in IELTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahafuj sir CLB 9 in IELTS:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All