Mahafuj sir CLB 9 in IELTS

Mahafuj sir CLB 9 in IELTS Mahafuj sir is one of the best IELTS teachers in Bangladesh. Former IELTS, Spoken, and Phonetics instructor at S@ifur's.

Studied in the Department of Finance at Dhaka University.

04/01/2025

আমাদেরকে দুইটা জিনিসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এক বায়ু দূষণ। দুই প্লাস্টিক। বায়ু দূষণ আমাদের কি পরিমান ক্ষতি করছে একটা ছোট্ট স্ট্যাটিসটিকস বলি: দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন তাদের প্রায় 50 ভাগের মত মানুষ নানা রকম হৃদরোগে ভুগছে। এতে কত কত টাকা যায়। আর মানুষের দুর্ভোগের কথা নাই বললাম।
হৃদরোগ এত পরিমানে বেড়ে গেছে, মানুষ এখন শীতকাল আসলে পোস্ট দেয়। শীতকালে আমার সঙ্গী এই ওষুধ।

04/01/2025

বহু দিন থেকে মানুষকে tea ব্যাগের চা খেতে নিরুৎসাহিত করি। আজ প্রথম খবরে দেখলাম কি ব্যাগ থেকে মাইক্রো প্লাস্টিক মানুষের শরীরে ঢুকছে। টি ব্যাগের চা বর্জন করুন।

আপনি জানেন কি বিরিয়ানী খাবারটি বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের না। এর উৎপত্তি হয়েছে ইরানে।
04/01/2025

আপনি জানেন কি বিরিয়ানী খাবারটি বাংলাদেশ বা ভারত বা পাকিস্তানের না। এর উৎপত্তি হয়েছে ইরানে।

04/01/2025

সকাল ১০ টার ব্যাচ আসতেছে। ১১ তারিখ। On campus এ। বেসিক থেকে। Advanced হলেও welcome...

৪ years এর স্বপ্ন পূরণপ্রথমত মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া, তার নেওয়া পরিক্ষায় আমি পাশ করে গেলাম। আপনার পাশে যখন সব...
04/01/2025

৪ years এর স্বপ্ন পূরণ

প্রথমত মহান আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া, তার নেওয়া পরিক্ষায় আমি পাশ করে গেলাম। আপনার পাশে যখন সবাই থাকবে তখন জীবনে কিছু অর্জন করলে আশেপাশের মানুষ নিয়ে আনন্দ উদযাপন এর মজাটাই আলাদা। আমার এই journey তে আমার পাশে আমার পরিবার, আত্মীয়, আমার বন্ধুরা সবাই আমাকে সাহস জোগাতে সাহায্য করেছে। তবুও কোন একটা কারণে এই দেশের প্রতি ছিল আমার এক আকাশ সমান অভিযোগ কিন্তু জুলাই মাস এর বিপ্লব দেশের প্রতি কিছুটা হলেও ভালবাসা বারিয়ে দেয়। রাবার বুলেট, পুলিশ এর মাইর, আতংক এইসব ছিল নিত্য দিনের সঙ্গী কিন্তু কোন আফসোস নাই জীবনে বলতে পারব দেশ স্বাধীন করে ২ দিন পরেই IELTS e ৬ পেয়েছি (SOUNDS FUNNY). যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার পাশে ছিলেন স্পেশাল থ্যাংকস টু মাহফুজ স্যার, ইউ ডিড আ লট ফর মি। আপনার জন্য আমি দোয়া করি। BTW ইউকে জীবন অনেক ব্যয়বহুল কিন্তু হার্ডওয়ার্ক করলে সব সম্ভব। আশা করি কখনো হাল ছাড়ব না। ঠাণ্ডা অনেক যারা আসতে ইচ্ছুক মোটা মোটা মাইনাস জ্যাকেট নিয়ে আসবেন, এখানে অনেক দাম। বাকিটা আল্লাহর ইচ্ছা। আসআলামুয়ালাইকুম।

আমি একটা কথা খুব বলি 'LIFE IS UNPREDICTABLE, SO KEEP DREAMING.'
And I'm living my dream.

খাবারটার নাম কি এক পিনিক। নাম নিয়ে আমার সমস্যা নাই। কিন্তু আমি ভাবি আর অবাক হই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমন কেন।।পরিষ্...
04/01/2025

খাবারটার নাম কি এক পিনিক।
নাম নিয়ে আমার সমস্যা নাই।
কিন্তু আমি ভাবি আর অবাক হই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমন কেন।।
পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বালাই নাই।
একটা কাগজের উপর, ময়লা কাগজের উপর এক ধরনের তরল খাবার দিয়েছে। কাগজে তো এমনিতেই ময়লা থাকে, তার উপর কালীর কেমিক্যাল, সালফার থাকে, আরো বহু রকমের খারাপ রাসায়নিক উপাদান থাকে।।
এভাবে আর মানুষ কতদিন!! যাই হোক পোস্টের উদ্দেশ্য আপনাকে সচেতন করা। কাগজের উপরে হালকা তরল খাবার অবশ্যই খাবেন না। ইনফ্যাক্ট কোন খাবারই খাবেন না।
একটা হেলদি দেহ মানে একটা হেলদি জেনারেশন। আপনি নিজে সচেতন হোন আপনজন আশেপাশের সবাইকে সচেতন করুন।।

03/01/2025

অনেক সময় দেখবেন ৫০ কোটি টাকা লিখার পরেও মাত্র লিখা হয়।
এই মাত্র শব্দটি অনুবাদের ভুল। বা মাত্র লিখলেও তার অর্থ সামান্য না। ইংরেজিতে অনলি লেখা হত। অনলির বাংলা অর্থ অনেক রকম। এখানে অনলি অর্থ ভিন্ন, মানে "ঠিক ঐ পরিমান"। আপনি যেমনটা ভাবছেন সেটা না।

সংখ্যার পরে only মানে হল ঠিক এই পরিমাণ। বেশিও না, কমও না।
500 কোটি টাকা এর পর ইংলিশে ওনলি লিখা হয়। এর অর্থ exactly ৫০০ কোটি টাকা। বেশিও না কমও না।

03/01/2025

নতুন বছরের প্রথম ব্যাচ কাল থেকে। দুপুর ১২ টায়। খুবই সহজ করে পড়াচ্ছি। পুরোনো মেথডে। কীভাবে প্যাসেজের মিনিং বুঝতে হয় - এটাই টার্গেট। Zero level হলেও বুঝবেন, advanced হলেও welcome...

03/01/2025

সব IELTS কম্পিউটার based হবে কিনা। আপাতত এই রকম কোন প্ল্যান নেই। তবে UKVI IELTS শুরু থেকেই প্ল্যান ছিল কম্পিউটারে নেওয়া। তারা সেটা এতদিন ইমপ্লিমেন্ট করতে পারেনি। আস্তে আস্তে করছে। তবে ট্র্যাডিশনাল IELTS এই রকমই থাকবে। মানে paper based IELTS থাকবে। No tension

03/01/2025

IELTS exam এ পেন্সিল আনা যাবেনা, NID card photocopy চলবে না - এসব করা হয় সিকিউরিটি ensure করার জন্য। পেন্সিল বন্ধ করার কারণ হল পরে কন্টাক্ট করে ভিতরে কাউকে দিয়ে মুছে নতুন করে আনসার লিখতে পারে।

02/01/2025

আজ ঢাকায় ভালোই শীত। অনেকে দেখলাম গোসল বিরোধী পোস্ট দিচ্ছে। অবশ্যই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। হালকা গরম পানি দিয়ে হলেও গোসল করবেন।

02/01/2025

২০২৫ রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য ভাল হবে।।

02/01/2025

দিনটি সুন্দর। Enjoy yourself... জীবনকে appreciate করতে শিখুন। একা হলেও ইনজয় করুন। যেমন: সকাল বেলা একদিন বাসা থেকে বের হয়ে লঞ্চে করে চাঁদপুর ঘুরে আসতে পারেন। আমি একা কয়েকবার গিয়েছি। ভাল ছিল অভিজ্ঞতা।

01/01/2025

যারা সমসাময়িক এবং রাজনীতি অর্থনীতি প্রযুক্তি উদ্ভাবন নিয়ে জানতে চান, তাদের জন্য দুটি চ্যানেলের লিঙ্ক দিচ্ছি। প্রচুর লাভবান হবেন। নিয়মিত দেখবেন, এমনিতেই ইংলিশ শিখে যাবেন। Subconscoius উপায়ে।

01/01/2025

গতকাল থেকে ভাল শীত পরেছে মনে হল। যাদের শীত ভাল উপভোগ করুন। আমার শীত ভাল লাগে। যাদের শীত প্রিয়, তাদের শুভেচ্ছা।

01/01/2025

নতুন বছরের প্রথম ব্যাচ এই শনিবার দুপুর ১২ টায়। কমপ্লিট প্রিপারেশান এর আগ পর্যন্ত আপনাকে অনেক সহজ করে IELTS পড়ানো হবে insha'Allah...

পবিট কুমিল্লার ছেলে।এক সময় ২০ মিনিটে রিডিং এ ৫/৬ পারতো। সেখান থেকে রিডিং এ ৭.৫ Really cool ও অনলাইন এ IELTS করেছে।।।Nam...
01/01/2025

পবিট কুমিল্লার ছেলে।
এক সময় ২০ মিনিটে রিডিং এ ৫/৬ পারতো। সেখান থেকে রিডিং এ ৭.৫
Really cool
ও অনলাইন এ IELTS করেছে।।।
Name: Md Salman Hossain

Home district: Comilla

কলেজ name: Aganagar Adarsha Degree College

IELTS preparation time: Approximately 4 months

Tips for others: টিপস বলতে আমি বলবো স্যারের দেওয়া যে টিপসগুলো ওইগুলা ফলো করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন রিডিং এ একটা পেসেজ বার বার পড়া যতক্ষন মিনিং না বুজা যায় একটা একটা পার্ট শেষ করা সবগুলো বইয়ের তারপর আরেকটা পার্ট শুরু করা। এইটা অনেক বেশি হেল্পফুল । আর রিডিং আওয়াজ করে পড়া ফলে একসাথে লিসেনিং টাও হয়ে যায়। আমি স্পিকিং এর জন্য স্যারের দেওয়া পিডিএফ এর যেই উত্তরগুলো আছে ওইগুলা খাতায় লিখতাম সাথে আওয়াজ করে করে পড়তাম ফলে আমার সহজে মনেও থাকতো উত্তরগুলো আর লিসেনিংটাও ইম্প্রুভ হতো। ভোকাবুলারির জন্য আমি বলবো মুখস্ত করার দরকার নেই কিছুই। আমি জাস্ট যেই ওয়ার্ড এর মিনিং জানতাম না ওইটা একবার খাতায় লিখে রাখতাম তারপর কতক্ষন পরে আবার চেষ্টা করতাম না দেখে মিনিংটা মনে করার না পারলে তারপর কয়েকবার পড়তাম। রাইটিং এর যেই স্যাম্পল উত্তরগুলো আছে ওইগুলার মাঝেও যেই শব্দের মিনিং জানতাম না ওইগুলা খাতায় একইভাবেই লিখে রাখতাম। আরেকটা কথা রেগুলার প্র্যাক্টিস করবেন হাল ছাড়বেন না আমি মাঝখানে একদম ছেড়ে দিছিলাম ২ বছরের মতো একদম কিছুই করি নাই। তারপর আবার শুরু করে আল্লাহর রহমতে আশানুরূপ ফলাফল পেয়েছি। দোয়া করবেন আমার জন্য।

Address

ফার্মগেট, ১৩১/বি জাহানারা গার্ডেন, চতুর্থ তলা(৪). . এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির বিপরীতে।
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Mahafuj sir CLB 9 in IELTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahafuj sir CLB 9 in IELTS:

Videos

Share