Cᴀᴘᴛᴀɪɴ ᴀᴅɪ ツ

Cᴀᴘᴛᴀɪɴ ᴀᴅɪ ツ Captain adi working with your love, we always try to give you something good

11/12/2024

সফল হতে চান ❓❓❓

২৭ বছর বয়সে যখন হন্যে হয়ে ব্যাংকে চাকরি খুঁজছেন,তখন আপনারই বয়েসি কেউ একজন সেই ব্যাংকেরই ম্যানেজার হয়ে বসে আছেন। আপনার ক্যারিয়ার যখন শুরুই হয়নি,তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছে।

প্রথমেই আসে পরিশ্রমের ব্যাপারটা-
যারা আপনার চাইতে এগিয়ে,তারা আপনার চাইতে
বেশি পরিশ্রমী।এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না।
শুধু পরিশ্রম করলেই সব হয় না।তা-ই যদি হত,তবে গাধা হত বনের রাজা।শুধু পরিশ্রম করা নয়,এর পুরস্কার পাওয়াটাই বড় কথা।
only your results are rewarded,not your efforts!!!!
আপনি এক্সট্রা আওয়ার না খাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কীভাবে?সবার দিনই তো ২৪ ঘণ্টায়।আমার বন্ধুকে দেখেছি,অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে।ও রাত জাগার সুবিধা তো পাবেই!

আপনি বাড়তি কী করলেন,সেটাই ঠিক করে দেবে,আপনি বাড়তি কী পাবেন।আপনি ভিন্ন কিছু করতে না পারলে ভিন্ন কিছু পাবেন না।বিল গেটস রাতারাতি বিল গেটস হননি।শুধু ইউনিভার্সিটি ড্রপআউট হলেই স্টিভ জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না।
আউটলায়ার্স বইটি পড়ে দেখুন।বড় মানুষের বড় প্রস্তুতি থাকে।
নজরুলের প্রবন্ধ গুলো পড়লে বুঝতে পারবেন,উনি কতটা স্বশিক্ষিত ছিলেন।শুধু রুটির দোকানে চাকরিতেই নজরুল হওয়া যায় না।কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হয়ে যাওয়া যাবে না।সবাই তো বই বাঁধাইয়ের দোকানে চাকরি করে মাইকেল ফ্যারাডে হতে পারে না,বেশিরভাগই তো সারাজীবন বই বাঁধাই করেই কাটিয়ে দেয়।

স্টুডেন্ট লাইফে কে কী বলল,সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যে ছেলেটা প্রোগ্রামিং করতেই পারত না,সে এখন একটা সফটওয়্যার ফার্মের মালিক।যাকে নিয়ে কেউ কোনদিন স্বপ্ন দেখেনি,সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়।কেরিয়ার নিয়ে যার তেমন কোন ভাবনা ছিল না,সে সবার আগে পিএইচডি করতে আমেরিকায় গেছে।সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কী পারেন,কী পারেন না,এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না।

সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাননি? প্রাইভেটে পড়ছেন? সবাই বলছে,আপনার লাইফটা শেষ?আমি বলি,আরে!আপনার লাইফ তো এখনো শুরুই হয়নি।আপনি কতদূর যাবেন,এটা ঠিক করে দেয়ার অন্যরা কে?লাইফটা কি ওদের নাকি?
আপনাকে ডাক্তার- ইঞ্জিনিয়ার হতেই হবে কেন?যেখানেই পড়াশোনা করেন না কেন,আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর।
শুধু 'ওহ শিট','সরি বেবি','চ্যাটিং ডেটিং' দিয়ে জীবন চলবেন না।আপনি যার উপর ডিপেনডেন্ট,তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা কল্পনা করে দেখুন।যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন,ঘোরাঘুরি করেন,সেটি কি আপনার নিজের টাকায় কেনা?

একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে।তখন আপনাকে যা যা করতে হবে,সেসব কাজ এখনই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভাল বই পড়তে হয়,কিছু ভাল মুভি দেখতে হয়,কিছু ভাল মিউজিক শুনতে হয়,কিছু ভাল জায়গায় ঘুরতে হয়,কিছু ভাল মানুষের সাথে কথা বলতে হয়,কিছু ভাল কাজ করতে হয়।জীবনটা শুধু হাহাহিহি করে কাটিয়ে দেয়ার জন্য নয়।একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে,তখন দেখবেন,পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে,মাথায় আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলাপমেন্টের জন্য সময় দিতে হয়। এসব একদিনে কিংবা রাতারাতি হয় না।"আপনার মত করে লিখতে হলে
আমাকে কী করতে হবে?আমি আপনার মত রেজাল্ট করতে চাই। আমাকে কী করতে হবে?"এটা আমি প্রায়ই শুনি।আমি
বলি,"অসম্ভব পরিশ্রম করতে হবে।নো শর্টকাটস্।সরি!"
রিপ্লাই আসে,"কিন্তু পড়তে যে ভাল লাগে না। কী করা যায়?"এর উত্তরটা একটু ভিন্ন ভাবে দিই।

আপনি যখন স্কুল কলেজে পড়তেন,তখন যে সময়ে আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে পড়ে থাকত,সে সময়ে আপনি তাকে দেখে হাসতেন।এখন সময় এসেছে, আপনি পড়ার টেবিলে বসে থাকবেন।
জীবনটাকে যে সময়ে চাবুক মারতে হয়,সে সময়ে জীবনটাকে উপভোগ করলেন,যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা,সে সময়ে জীবনটাকে উপভোগ করতে পারবেন না,এটাই স্বাভাবিক।এটা মেনে নিন।
মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান।এখনই সময়!
কষ্ট করুন,লক্ষ্য ঠিক রাখুন,ব্যর্থ হবেন
কিন্তু থামবেন না,এগিয়ে যান--
১০০০ বার ব্যর্থ হলে তা থেকে ১০০০টা
শিক্ষা নিন,তারপর সফলতা পান।❤️
©

31/10/2024
31/10/2024

তোমাকে না পেলে আমি শেষ হয়ে যাবো তা না! তোমাকে না পেলে আমার জীবন থেমে থাকবে তাও না! কিন্তু তোমাকে পেলে আমার জীবনটা রঙিন হতো, খুব বেশি খুশিতে থাকতাম আমি! তোমাকে পেলে নিজেকে ভাগ্যবান মানুষদের তালিকায় সবার ঊর্ধ্বে ভেবে নিতে পারতাম! তোমাকে পেলে আমার প্রতিটা দিন কাটতো সুখের আনন্দে! তোমাকে পেলে আমার জীবনে দুঃখ বলে কিছু রইতো না, কারণ তোমার দেয়া দুঃখ গুলো'কেও আমি প্রচন্ডরকমের ভালোবাসি!

05/10/2024

বিয়ে করা সুন্নাত এটা পাগলেও বুঝে, কিন্তু স্ত্রীকে পর্দায় রাখা ফরজ এটা অনেক শিক্ষিত লোক'ও বুঝে না।

03/10/2024

আমার জীবনে এত দুঃখ আছে, যাকে বলবো সে শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাবে। আমার জীবনে এত ভুল আছে,নিজে চিন্তা করতে গেলেও ক্লান্ত লাগে। জীবন নিয়ে এত আক্ষেপ জমেছে কাউকে বুঝাতে গেলেও ক্লান্ত লাগে। এই ক্লান্তি যেন কভু শেষ হওয়ার নয়।

আপনারা গেলে মানুষ কে উদ্ধার করতে, অথচ এক বোটে আপনাদের ই জায়গা হয়না! তো গেছেন কেনো?শো অফ করতে? মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করত...
24/08/2024

আপনারা গেলে মানুষ কে উদ্ধার করতে, অথচ এক বোটে আপনাদের ই জায়গা হয়না! তো গেছেন কেনো?
শো অফ করতে? মেয়ে নিয়ে মানুষ উদ্ধার করতে যায়? ছেলের অভাব পড়ছে? মেয়েটা পানিতে পড়ে গেলে তার জন্য আবার আরেক কাহিনী হবে! বন্যা কি একটা ট্যুর এর জায়গা?
অনেকেই নাকি ত্রান নিতে আসতে চায়না এই ক্যামেরা'র ভয়ে! কে আবার কখন ছবি তুলে,ভিডিও করে আপলোড করে ফেলে!

অনেক ভিডিও দেখলাম সুস্থ একজন এর হাত ধরে পার করে দিচ্ছে আর ওই টাইমে আরেকজন ভিডিও করে দিচ্ছে!

ফাজলামি পাইছে! এইগুলারে কানে আর গালে দিয়া সবার আগে বের করে দেওয়া উচিত!

10/08/2024

দেশ তোমাদের হাতে। মনের মতো করে গড়তে পারো, পালটে ফেলতে পারো। পুরনোদের বাদ দাও। তোমাদের মধ্যে সৃজশীলতা আছে, তাকে কাজে লাগাও।❤️

ড. মুহাম্মদ ইউনূস

02/05/2024

জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না! বেলা শেষে চোখ বুজে ভাববেন; আমি আমার মতো! আমি কারো মতো না!আমি আমিতেই অন্যন্য! আমি যেমন যারা আমাকে তেমন ভাবে গ্রহণ করতে পারবে,তারাই আমার নিজের মানুষ,আমার কাছের মানুষ!❤️

20/04/2024
Superstar Shakib Khan রাজকুমার মুভি টা দেখে আসলাম । এক কথা শাকিব খানের সেরা অভিনয় করছে । একদম নিখুঁত অভিনয় করেছে যারা ...
19/04/2024

Superstar Shakib Khan রাজকুমার মুভি টা দেখে আসলাম । এক কথা শাকিব খানের সেরা অভিনয় করছে । একদম নিখুঁত অভিনয় করেছে যারা শাকিব খান কে পছন্দ করেন না বা তার মুভি দেখেন না বা বাংলা মুভি দেখেন না তারা এই মুভি টা একবার হলে দেখে আসেন । এক কথা বেস্ট মুভি। সবাই এই মুভির সেরা টা দিয়েছে। সবার অভিনয় সেরা ছিলো।
আশা করি এই মুভি বাংলা মুভির সব রেকর্ড ভাঙবে ।

17/04/2024

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি💞
আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন...আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন,কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো? ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি...এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন...এবং আল্লাহকে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে? অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিলো...!!অতএব, আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উওম জিনিস তাকে এনে দিব...!!যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে...!!
আলহামদুলিল্লাহ🌸

01/02/2024


- কোনা চোখের ইশারাতে পাগল বানাইছে | 🔥🖤

Address

Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Cᴀᴘᴛᴀɪɴ ᴀᴅɪ ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cᴀᴘᴛᴀɪɴ ᴀᴅɪ ツ:

Videos

Share