Shujon Vai

Shujon Vai Wherever I go, I look for history, tradition, beauty and try to present them to you

অনলাইন ও ফেসবুকভিত্তিক ফ্যাশন পণ্যের উদ্যোগ লাইভ শপিং গতকাল ০৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বনানীতে দিনব্যাপী কর্মশালার আয়...
08/12/2024

অনলাইন ও ফেসবুকভিত্তিক ফ্যাশন পণ্যের উদ্যোগ লাইভ শপিং গতকাল ০৬ ডিসেম্বর শুক্রবার রাজধানীর বনানীতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। ব্যবসায় উদ্যোগ শুরু করতে চান এমন ৬০০ তরুণ এই কর্মশালায় অংশ নেন। দেশের তিনটি বিভাগে আটটি শাখা রয়েছে লাইভ শপিংয়ের। এ ছাড়া অনলাইনেও চলে তাদের বেচাকেনা।

কর্মশালার বিষয় ছিল ‘বেকার তরুণ প্রজন্মকে ব্যবসামুখী করার উপায়’। কর্মশালায় অংশ নেওয়া তরুণ ও প্রবাসী উদ্যোক্তারা লাইভ শপিংয়ের সঙ্গে যৌথভাবে নিজ নিজ এলাকায় ‘স্থানীয় অংশীদার’ হিসেবে লাইভ শপিং-এর পণ্য নিয়ে ব্যবসা করার সুযোগ পাবেন।

২০২০ সালে করোনা মহামারির সময় লকডাউনে যখন পুরো দেশ বন্ধ, তখন বাসায় বসে আশিক খান অনলাইনে লাইভ করা শুরু করেন ও মানুষকে ফ্যাশন ধারণা দিতে থাকেন। সেই সময়ই যাত্রা শুরু করে লাইভ শপিং।

কর্মশালা আয়োজন সম্পর্কে লাইভ শপিংয়ের প্রধান নির্বাহী কর্মকতা আশিক খান প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন এলাকায় লাইভ শপিংয়ের শাখা খোলার অনুরোধ আসে। সেগুলো বিবেচনা করে এই কর্মশালার আয়োজন করি।’

কর্মশালায় এক প্রশ্নের জবাবে আশিক খান বলেন, ‘ক্রেতার চাহিদাকে প্রথম থেকেই গুরুত্ব দিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আমাদের সঙ্গে ৩৫ লাখ মানুষ যুক্ত আছেন। আমরা গণমানুষের ব্র্যান্ড, আমাদের পণ্য মানুষ সাধ্যের মধ্যে কিনতে পারেন। কোনো অগ্রিম ছাড়াই ক্রেতাদের ঘরে পণ্য পৌঁছে দিই। সাত দিনের মধ্য পণ্য ফেরত ও মূল্য ফেরতের সুবিধাও দিচ্ছি।’

কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য ছিল নতুন ব্যবসায়িক চুক্তি এবং উদ্ভাবনী পণ্য সরবরাহের সুযোগ। পাশাপাশি নতুন উদ্যোক্তারা লাইভ শপিংয়ের মাধ্যমে ব্যবসা শুরু ও পরিচালনা করার প্রয়োজনীয় দিকনির্দেশনা পান এই আয়োজনে।

অনলাইন উদ্যোগ লাইভ শপিং গতকাল শুক্রবার রাজধানীর বনানীতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।

মাহফুজ ভাই।দেখা হয়না বেশ কয়েকটি বছর!গতকাল এসে হঠাৎ করেই চমকে দিলেন। স্মৃতিচারন করলাম সেই যে, নূরুল হুদা একদা ভালোবেসেছিল...
14/11/2024

মাহফুজ ভাই।
দেখা হয়না বেশ কয়েকটি বছর!
গতকাল এসে হঠাৎ করেই চমকে দিলেন। স্মৃতিচারন করলাম সেই যে, নূরুল হুদা একদা ভালোবেসেছিল নাটকের পটভূমি।।
Live Shopping এর পক্ষ থেকে আপনার প্রতি রইলো অফুরন্ত ভালবাসা।

04/11/2024

মসজিদে নববীর একাংশ।

দুই কিবলার মসজিদ! (মসজিদ আল-কিবলাতাইন)এই মসজিদের নামকরণ রসুলল্লাহ (সঃ) এর জীবদ্দশার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত।মসজিদটি ম...
23/10/2024

দুই কিবলার মসজিদ! (মসজিদ আল-কিবলাতাইন)

এই মসজিদের নামকরণ রসুলল্লাহ (সঃ) এর জীবদ্দশার একটি ঘটনার সঙ্গে সম্পর্কিত।
মসজিদটি মদিনার প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে একটি, যা ২ হিজরিতে ইসলামের প্রাথমিক যুগে সাওয়াদ ইবন গনাম ইবন কায়াব আল-আনসারী নির্মাণ করেছিলেন। ২ হিজরির ১৫ শাবান মাসে যোহরের নামাজের সময় আল্লাহর পক্ষ থেকে রসুল(সঃ)একটি ওহি পান, যাতে তাকে নির্দেশ দেওয়া হয় যে কিবলা হিসেবে মসজিদে হারামকে গ্রহণ করতে হবে, যা আগে বায়তুল মুকদ্দাস তথা জেরুজালেমের আল-আকসা মসজিদ ছিল।

কেবলা পরিবর্তনের আদেশ আসার আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতীক্ষায় ছিলেন। তিনি নিজেই অনুভব করছিলেন ইসরাঈল বংশীয়দের নেতৃত্বের যুগ শেষ হয়ে গেছে এবং তার সাথে সাথে বায়তুল-মুকাদ্দাসের কেন্দ্রীয় মর্যাদা লাভেরও অবসান ঘটেছে। এখন আসল ইবরাহিমী কেবলার দিকে মুখ ফিরানোর সময় হয়ে গেছে। কা'বা মুসলিমদের কেবলা সাব্যস্ত হোক - এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আন্তরিক বাসনা। তিনি এর জন্য দোআও করছিলেন। এ কারণেই তিনি বার বার আকাশের দিকে চেয়ে দেখতেন যে, ফেরেশতা নির্দেশ নিয়ে আসছেন কি না।

সুরা আল বাকারা ১৪৪ আয়াতে আল্লাহ তায়ালা বলেন,

আকাশের দিকে বার বার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাব, যা তুমি পছন্দ কর। সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক, তার দিকেই তোমাদের চেহারা ফিরাও। আর নিশ্চয় যারা কিতাবপ্রাপ্ত হয়েছে, তারা অবশ্যই জানে যে, তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে, সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। (২:১৪৪)

রসুলল্লাহ (সঃ) তখন মসজিদে নববীতে সাহাবাদের নিকটে এই ঘোষণা করেন এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ে। যারা মক্কায় হজ করতে যান তারা মদিনাও ভ্রমণ করেন। এর মধ্যে অনেকে এই মসজিদটি ঐতিহাসিক গুরুত্বের কারণে মসজিদটি দেখতে যান।

বাদশাহ ফাহাদের শাসনামলে ১৯৮৭ সালে মসজিদটি সম্পূর্ণ ভেঙে নতুন করে পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণের সময় জেরুজালেমের দিকে মুখ করা পুরোনো সেই মিহরাব সরিয়ে ফেলা হয় এবং মক্কার দিকে মুখ করা মিহরাবটি রেখে দেওয়া হয়। কিবলাতাইন মসজিদটি প্রাচীনতম মসজিদগুলির মধ্যে একটি এবং এটি রসুলল্লাহ (সঃ) এর সময়ের একটি মসজিদ সুবহানাল্লাহ।

আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে, রসুলুল্লাহ’র (সঃ) রওজার পাশে আজকের ফজরের সলাহ আদায় করিয়েছেন আমার আল্লাহ।।আসসালাতু আসসালামু...
17/10/2024

আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে, রসুলুল্লাহ’র (সঃ) রওজার পাশে আজকের ফজরের সলাহ আদায় করিয়েছেন আমার আল্লাহ।।

আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রসুলল্লাহ। (সঃ)
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবআল্লাহ।(সঃ)
আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতামুন নাবিয়্যিন।(সঃ)

হেরা পর্বত বা যাবালে নূর এর উদ্দেশ্যে, এই পাহাড়ের চুড়াতেই অবস্থিত হেরা গুহা। দোআর দরখাস্ত রইলো।।
14/10/2024

হেরা পর্বত বা যাবালে নূর এর উদ্দেশ্যে, এই পাহাড়ের চুড়াতেই অবস্থিত হেরা গুহা। দোআর দরখাস্ত রইলো।।

বাইতুল্লাহ, খানাএ কাবা শরিফ থেকে সকলকে জানায়, পবিত্র জুম্মা মুবারক।ইয়া আল্লাহ, সকল মুমিন- মুমিনাকে তোমার পবিত্র ঘরকে সাম...
11/10/2024

বাইতুল্লাহ, খানাএ কাবা শরিফ থেকে সকলকে জানায়, পবিত্র
জুম্মা মুবারক।

ইয়া আল্লাহ, সকল মুমিন- মুমিনাকে তোমার পবিত্র ঘরকে সামনে থেকে দেখিয়ে চর্মচক্ষু আর হৃদয়কে শীতল করে দিও।আমিন।

আমার জন্য সকলে দোআ করবেন।

অসাধারণ।
02/10/2024

অসাধারণ।

22/09/2024

তোমরা তাদের মতো হয়ো না, যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শনসমূহ আসার পরও বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে। আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
সুরা ইমরান: ১০৫

একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন গল্প রচিত হতে পারেনা।।জাতি অনুভূতি শুন্য নয়, এ রাষ্ট্র মৃত নয়। বিচারক অপেক্ষায়।।
20/09/2024

একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এমন গল্প রচিত হতে পারেনা।।
জাতি অনুভূতি শুন্য নয়, এ রাষ্ট্র মৃত নয়। বিচারক অপেক্ষায়।।

ঠিক এক মাস আগের আজকের এই দিনে ২৪ এর বিজয় অর্জিত হয়, ঠিক আগের দিন সন্ধ্যায়, ৫০+ ছাত্র শহিদের খবরে একদিন আগেই, ঘোষণা করে দ...
05/09/2024

ঠিক এক মাস আগের আজকের এই দিনে ২৪ এর বিজয় অর্জিত হয়, ঠিক আগের দিন সন্ধ্যায়, ৫০+ ছাত্র শহিদের খবরে একদিন আগেই, ঘোষণা করে দেয়া হয় ২৪ এর স্বাধীনতার ডাক......

'লং মার্চ টু ঢাকা'

স্বাধীনতার চূড়ান্ত লড়াই।

"সবাই কিন্তু আগামীকাল বের হওয়ার আগে নফল নামাজ পড়বেন। পারলে রোজা রাখবেন। মোবাইলের ওয়াল পেপারে সেট করে নিবেন নিজের ছবি ও ঠিকানা। কাল হয় মাতৃভূমি কিংবা মৃত্যু "

I've received 22,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🤗🎉
05/09/2024

I've received 22,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🤗🎉

আজ সকাল থেকেই Live Shopping পরিবার আছে লক্ষীপুর বানভাসি পরিবার গুলির সাথে।আজ গোটা বাংলাদেশ একটা পরিবারে পরিনত হয়েছে।।   ...
26/08/2024

আজ সকাল থেকেই Live Shopping পরিবার আছে লক্ষীপুর বানভাসি পরিবার গুলির সাথে।আজ গোটা বাংলাদেশ একটা পরিবারে পরিনত হয়েছে।।

ফারাক্কা ব্যারেজ এর ১০৯ টা গেটই খুলে দিয়েছে। আল্লাহ মজলুমকে হেফাজত করুন। জুলুমের বিচার মজলুমের সামনেই করুন। নিশ্চয়ই আপনি...
26/08/2024

ফারাক্কা ব্যারেজ এর ১০৯ টা গেটই খুলে দিয়েছে। আল্লাহ মজলুমকে হেফাজত করুন। জুলুমের বিচার মজলুমের সামনেই করুন। নিশ্চয়ই আপনি সর্বত্তম বিচারক।

আমি (আল্লাহ) তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। (আল্ কুরআন, সুরা ...
24/08/2024

আমি (আল্লাহ) তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না।
(আল্ কুরআন, সুরা ইয়াসিন ৩৬:৯)

আপনি তাদের সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না।
(আল্ কুরআন, সুরা ইয়াসিন ৩৬:১০)

বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসে...
24/08/2024

বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয়না, বাসে হাফ ভাড়ার জন্য যারা তর্ক জুড়ে দেয়— সেই ছাত্র ছাত্রীরা আজ তাদের পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টিএসসির ত্রাণ তহবিলে। মাশাআল্লাহ! আমরা তো এমন বাংলাদেশেরই🇧🇩 স্বপ্ন দেখি।

17/08/2024

Address

15th Floor, Rupayan Trade Centre, 114 Kazi Nazrul Islam Avenue, Banglamotor
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801924780001

Alerts

Be the first to know and let us send you an email when Shujon Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shujon Vai:

Videos

Share

Category

Nearby media companies