DhakaOnline24.com

DhakaOnline24.com DhakaOnline24 is a Popular Bangla news Portal in Bangladesh. The online news portal has started its o Wiki : https://en.wikialpha.org/wiki/DhakaOnline24.com

DhakaOnline24 is an online news platform that attempts to give its audiences across the country with accurate, objective, and real-time news. The online news platform started its journey on 30th June 2021 with the slogan "সবার আগে সত্যের সন্ধানে"

This website is unusual and unique from other online news portals since it employs 'multimedia' journalism, which includes audio, video, infographics, a

nd web stories in addition to local and international news. National news and news from each district are given special attention by DhakaOnline24. Politics, economics, international, sports, entertainment, education, information and technology, features, lifestyle, and columns are among the topics covered. As Bangladesh's premier online news portal, it publishes news on entertainment, lifestyle, special reports, politics, economy, culture, education, information technology, health, sports, columns, and features 24/7. DhakaOnline24, which is led by a group of young, motivated, and experienced journalists, focuses on the news' storytelling pattern to help readers grasp even the most complex subjects.

09/12/2024

বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ জেলে-নাবিকসহ ২টি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড।

আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম।বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ...
09/12/2024

আইজ থেইকা ১৬ বছর আগে আমি আমার বউ-বাচ্চাদের নিয়া পটুয়াখালি যাইতে ছিলাম।বড় কোন লঞ্চে যায়গা না পায়া বাধ্য হইয়া ছোট লঞ্চে উঠসিলাম।গভীর রাইতে হঠাৎ কইরা লঞ্চটা উলটায়া যায়। চোখের পলক পরার আগেই পানি ডুইকা যায়, পানির ধাক্কায় আমি বাইরে চইলা আসি।
সকালে উইঠা দেখি আমি চাঁদপুরের এক হাসপাতালে।আমি তহনি বাহির হইয়া গিয়া আমার বউ-বাচ্চারে খুঁজতে থাকি।মানুষ একের পর এক লাশ আইনা রাখতাসে।
বিকালের দিকে একটা বাচ্চা মেয়ের লাশ আইনা রাখে আমি মুখের কাপড় সরায়া দেখি আমার মেয়ে।ভাই নিজের ৪ বছরের মেয়ের লাশ দেখা যে কি কষ্টের, আমার বুকটা ফাইটা যাইতে ছিল।যেই মেয়ে কালকে আমারে বলল আব্বা আব্বা আমারে এই জামাটা কিনা দেও ঈদের লেইগা, কিনাও দিলাম।কিন্তু ও জামাডা পইরা যাইতে পারলো না।
কি দোষ করসিলো আমার মায়াডা।আমার বউয়ের লাশডা আমি।খুইজা পাই নাই।
তারপর থেইকা আমি ঢাকার এই ship yard এ কাম করি,সব জাহাজ নিজের মন দিয়া বানাই,কোন খুদ রাখি না।দোয়া করি আমার সাথে যা হইসে তা জানি আর কারো লগে না হয়।

photo by Wasif Kabir

Story collected

07/12/2024

আলহামদুলিল্লাহ! সিরিয়া স্বাধীন✊

দামেস্কে বিজয় উল্লাস চলছে।

হার না মানা এক মায়ের গল্প। আজ থেকে ঠিক ২১ বছর আগে ২৪ ডিসেম্বর, ২০০৩ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেনিনে বিমান দুর্ঘটনায় শহী...
04/12/2024

হার না মানা এক মায়ের গল্প।

আজ থেকে ঠিক ২১ বছর আগে ২৪ ডিসেম্বর, ২০০৩ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বেনিনে বিমান দুর্ঘটনায় শহীদ হন মেজর মোস্তাফিজুর রহমান (২৬ বিএমএ লংকোর্স)। তখন তিনি রেখে যান ৩ বছরের Fahmeed Mahim এবং ২ বছরের Fardeen Naveed কে।

শুরু হয় আন্টির হার না মানা যুদ্ধ। সারাজীবন আগলে রেখে ২০১৪ সালে ফাহমিদ এবং ২০১৫ সালে নাভিদকে রংপুর ক্যাডেট কলেজে রেখে আসেন।অবশেষে, শত বাধা বিপত্তি অতিক্রম করে ফাহমিদ ৬ জুন, ২০২৪ তারিখে ৮৬ তম বিএমএ লংকোর্সে এবং আজ ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে নাভিদ ৮৭ তম বিএমএ লংকোর্সে কমিশনপ্রাপ্ত হয়ে বাবার স্বপ্নপূরণ করে।

Let's Congratulate Our Proud Aunt & Champion Brothers...

একজন হাজী সাহেবা মেয়ে ও মেয়ের স্বামীর সঙ্গে ওমরাহ করতে এসেছিলেন ।জানালার পাশে বসে বাইতুল্লাহ দেখতে দেখতে মৃত্যু হয়।মসজিদ...
03/12/2024

একজন হাজী সাহেবা মেয়ে ও মেয়ের স্বামীর সঙ্গে ওমরাহ করতে এসেছিলেন ।জানালার পাশে বসে বাইতুল্লাহ দেখতে দেখতে মৃত্যু হয়।মসজিদে হারামে জানাযা হবে ইনশাআল্লাহ। শায়িত হবেন মক্কার পবিত্র মাটিতে। এমন সৌভাগ্য কয়জনের হয় !!!
আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন আমিন

02/12/2024

বিসিএস ভাইভাতে ২০০ নাম্বারের বদলে ১০০ নাম্বার; আবেদন ফি ৭০০ টাকার বদলে করা হচ্ছে ৩৫০ টাকা।

শিক্ষার্থীবান্ধব এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।

উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমআর নামাজ আদায়ের জন্য গিয়ে, মসজিদে জায়গা না পেয়ে বাইরে...
01/12/2024

উপমহাদেশের মিউজিকে অন্যতম সুপারস্টার আতিফ আসলাম খিলক্ষেত মসজিদে জুমআর নামাজ আদায়ের জন্য গিয়ে, মসজিদে জায়গা না পেয়ে বাইরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেছেন।

আর আমাদের দেশের কতিপয় মিউজিশিয়ান ও শিল্পী রাস্তায় নামাজের বিপক্ষে ফেসবুকে পোস্ট দেয়। ঘণ্টার পর ঘণ্টা জ্যামে থাকতে পারে, পনেরো মিনিট নামাজের জন্য তাদের সবকিছু ফেটে যায়।

হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে ধাক্কা দেওয়া সেই ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি এটি প...
27/11/2024

হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে ধাক্কা দেওয়া সেই ট্রাক ও ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্রদের দাবি এটি পরিকল্পিত হ*ত্যা চেষ্টা।

শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়...
27/11/2024

শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হ*ত্যা চেষ্টা করা হয়।

আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে, আমাদেরকেও চাপা দেয়।
আল্লাহর কৃপায় বেঁচে ফিরছি।

তথ্যসূত্র : Ahmed Ullah Shakib

বসুন্ধারা সিটির সামনে এই পিঠার দোকানে মামা ১০টা কড়াইতে বলতে গেলে কনটিনিউয়াসলি পিঠা বানাচ্ছেন।প্রতি পিঠা ৪০ টাকা, কড়াইতে ...
27/11/2024

বসুন্ধারা সিটির সামনে এই পিঠার দোকানে মামা ১০টা কড়াইতে বলতে গেলে কনটিনিউয়াসলি পিঠা বানাচ্ছেন।

প্রতি পিঠা ৪০ টাকা, কড়াইতে দেওয়ার পর ৫ মিনিট সময় লাগে। মানে প্রতি ৫ মিনিটে ৪০০ টাকার প্রোডাকশন হচ্ছে।

ঘন্টায় ৪৮০০ টাকা, ৫ ঘন্টায় (জিজ্ঞাসা করে নিশ্চিত হইছি) ২৪ হাজার টাকার সেলস।

আপনি মাসে কত স্যালারি পান?

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ পা পিছলে পড়ে গেলে তাকে উঠিয়ে নিয়ে জ^বা^ই করে হ^^ত্যা করে চিন্ময় এর...
26/11/2024

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফ পা পিছলে পড়ে গেলে তাকে উঠিয়ে নিয়ে জ^বা^ই করে হ^^ত্যা করে চিন্ময় এর অনুসারীরা। 😡

আজ তিতুমীর কলেজের স্টুডেন্ট রা খুব বাজে ভাবে উপকূল এক্সপ্রেস - Upakul Express  ট্রেনে এ আক্রমন করে এতে অনেকে আহত হয়েছে ক...
18/11/2024

আজ তিতুমীর কলেজের স্টুডেন্ট রা খুব বাজে ভাবে উপকূল এক্সপ্রেস - Upakul Express ট্রেনে এ আক্রমন করে এতে অনেকে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেইনের অনেক।

আমার ভাতিজা সাইফান। সকাল ১১ টায় ডান পাশের এই মহিলা বাসায় আসে। ভাবীদের কেমন পরিচিত।  ওই মহিলা বাসা থেকে আমাদের সাইফান কে ...
13/10/2024

আমার ভাতিজা সাইফান। সকাল ১১ টায় ডান পাশের এই মহিলা বাসায় আসে। ভাবীদের কেমন পরিচিত। ওই মহিলা বাসা থেকে আমাদের সাইফান কে নিয়ে চলে যায়। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছেনা। এই বাচ্চাকে কোথাও দেখলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের কলিজাকে আমাদের কাছে ফিরিয়ে আনতে সাহায্য করুন।

যোগাযোগঃ 01766910130

কপি পোষ্ট

আল্লাহ তুমি যার বুকের মানিক তার বুকে ফিরিয়ে দাও।

আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। সারাদেশের সব মসজিদ কমিটি যদি শুধু জুম্মার দানবাক্সের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর স...
22/08/2024

আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন।

সারাদেশের সব মসজিদ কমিটি যদি শুধু জুম্মার দানবাক্সের টাকা বন্যার্তদের সহায়তায় পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলে চলমান মানবিক সংকট উত্তরণে এই মানবিকতার উদাহরণ ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

এই আইডিয়া সারাদেশের সব মানুষের মাঝে ছড়িয়ে দিন। নিজ নিজ মসজিদ কমিটির সাথে এ ব্যাপারে কথা বলুন।

ইনশাল্লাহ, সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসলে এই উদ্যোগটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

উল্লেখ্য যে, বাংলাদেশে প্রায় সাড়ে ৩ লক্ষ মসজিদ আছে।

01/02/2024

আচ্ছা এই গাছ গুলোতে ফুল ফুটেনা কেন ?

রাজধানীর মিরপুর-২ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন...
02/11/2023

রাজধানীর মিরপুর-২ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন...

("ঘুমাও")  ~হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্...
15/08/2023

("ঘুমাও") ~হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্ৰবেশ করো।"

[সূরা আল-ফজর, আয়াত: ২৭-৩০]

Address

DhakaOnline24. Com, Bir Uttam Rafiqul Islam Avenue
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when DhakaOnline24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DhakaOnline24.com:

Videos

Share


Other Media/News Companies in Dhaka

Show All