SeVen Seas

SeVen Seas Let the waves carry you where the light can not ..
(6)

04/10/2024

বাংলার সৌরভে আগুন।
এখন পর্যন্ত ৫০ জনের মধ্যে ৪৪ জন কে উদ্ধার করা হয়েছে।।

04/10/2024

বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর তেলবাহী ট্যাংকার জাহাজ "বাংলার সৌরভ" এ চট্টগ্রাম বহিঃ নোঙরে ভয়াবহ আগুন লেগেছে। জাহাজের সবাইকে উদ্ধার করতে নৌবাহিনী জাহাজ রওনা হয়েছে। জাহাজ abandon ঘোষণা করা হয়েছে। জাহাজের অনেক নাবিক সমুদ্রে জাম্প করেছে।
আল্লাহ্ সবাইকে রক্ষা করুন।

সমুদ্রে ভেসে বেড়ালেও, সমুদ্র সৈকত ছুঁয়ে দেখা হয় কদাচিৎ ।
27/06/2024

সমুদ্রে ভেসে বেড়ালেও, সমুদ্র সৈকত ছুঁয়ে দেখা হয় কদাচিৎ ।

পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ।ঈদ মোবারক !!
17/06/2024

পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ।

ঈদ মোবারক !!

লম্বা ছুটির পর ফিরে এলাম আবারো সমুদ্রে ।।
14/06/2024

লম্বা ছুটির পর ফিরে এলাম আবারো সমুদ্রে ।।

07/05/2024

মুহূর্তেই ডুবে গেল বিশাল জাহাজটি !!

জাহাজটির নাম Stellar Banner । দক্ষিণ কোরিয়ার কোম্পানি পোলারিস শিপিংয়ের মালিকানাধীন Very large ore carrier (VLOC) । এর দৈর্ঘ্য ছিল ৩৪০ মিটার। ব্রাজিল থেকে চায়নার উদ্দেশ্যে যাচ্ছিল। 24 ফেব্রুয়ারী, 2020-এ জাহাজটি মারানহাও, ব্রাজিলের কাছে কিছু বিপদ এড়াতে Aground (জাহাজটির বটম মাটির সাথে লেগে যাওয়া বুঝায়) করাতে বাধ্য হয় ।

12 জুন, 2020 তারিখে জাহাজ কোম্পানির সিদ্ধান্তে জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষনা করা হয় এবং ডুবিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে জাহাজটির সলিল সমাধি করা হয়।

ভিডিও সংগৃহীত।।

27/04/2024

তীব্র গরমে সমুদ্র থেকে জাহাজে উঠে এসে গড়াগড়ি খাচ্ছে কিছু জলপরী 🤣

- সংগৃহীত ভিডিও

গত সপ্তাহে বগুড়ায় বন্ধুর বিয়ের আমন্ত্রণে যাওয়া হয়েছিল। সমুদ্রে ফিরে যাওয়ার আগে ঢাকার বাইরে এটাই ছিল শেষ ট্যুর। প্র...
25/04/2024

গত সপ্তাহে বগুড়ায় বন্ধুর বিয়ের আমন্ত্রণে যাওয়া হয়েছিল। সমুদ্রে ফিরে যাওয়ার আগে ঢাকার বাইরে এটাই ছিল শেষ ট্যুর। প্রোগ্রাম শেষে বগুড়ার কিছু দর্শনীয় স্থানে যাওয়ার ইচ্ছে থেকে আপনাদের কাছে নাম জানতে চাওয়া হয়েছিল ।

মহাস্থানগড়, মোমোইন এবং সারিয়াকান্দি এই স্পট গুলোতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম।

ধন্যবাদ বগুরা বাসীদের যারা স্পটগুলোর নাম জানিয়েছিলেন। ❤️

15/04/2024

হ্যালো বগুড়া বাসী !!
বগুড়ায় কি কি দর্শনীয় স্থান রয়েছে একটু বলে যান।।

15/04/2024

# এম ভি আবদুল্লাহ এবং মুক্তিপণ

মুক্তিপণ নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছে।

গতকাল বাংলাদেশ সময় আনুমানিক দুপুর আড়াইটার দিকে ছোট সী প্লেনটা মুক্তিপণ এর জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার, ৩টা বড় বড় ওয়াটারপ্রুফ ব্যাগে এমভি আবদুল্লাহ জাহাজের পাশেই সমুদ্রে নিক্ষেপ করে।

ছোট ছোট স্পিড বোটে করে সোমালিয়ার জলদস্যুরা সেই ডলার ভর্তি ব্যাগগুলো পানি হতে তুলে নেয়। এই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল এবং সবাই দেখেছে।

ভিডিওটা কোন নাবিক তুলেনি। ২৩ জন নাবিক সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে ছিল যেন প্লেনের পাইলট দেখতে পারেন সবাই অক্ষত আর নিরাপদ আছে।

ভিডিওটা করেছে সোমালিয়ার ইন্টারপ্রেটার, যে এই মুক্তিপণ নেগোসিয়েশন টিমের লিডার ছিল। সে ভিডিওটা করে শিপিং কোম্পানিকে পাঠিয়েছে।

ডলারের ব্যাগগুলো জাহাজে নিয়ে এসে জলদস্যুরা নিজ হাতে গুনেছে কয়েকঘন্টা ধরে। এরপর ভাগাভাগি করে সন্তুষ্ট হয়েছে। এসময় শুরু হতে শেষ পর্যন্ত কাজ করা সব জলদস্যু জাহাজে যোগ দিয়েছিল যার যার ভাগ বুঝে পাওয়ার জন্য৷ তাদের মোট সংখ্যা আনুমানিক ৬৫ জন। তারপর মধ্যরাতে ৯টা স্পিডবোটে করে সবাই জাহাজ ত্যাগ করেছে।

মুক্তিপণ সরকারও দেয়নি, শিপিং কোম্পানিকেও দিতে হয়নি। মুক্তিপণ দিয়েছে ইন্সুরেন্স কোম্পানি। কোম্পানি "কিডন্যাপ এন্ড র‍্যানসম" ইন্সুরেন্সের অধীনে এতবছর ধরে প্রিমিয়াম দিয়ে আসছিল।

এটা কোন সরকারী নাটক ছিল না। সোমালিয়ার জলদস্যুদের উপরে অন্তত বাংলাদেশের কোন নিয়ন্ত্রণ নেই। আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে KSRM ম্যানেজমেন্ট এবার দ্রুত মুক্তিপণ দিয়ে জাহাজ আর নাবিকদের মুক্ত করেছেন। তবে অন্যান্য জলদস্যুরা উৎসাহিত হতে পারে এই আশংকায় উনারা মুক্তিপণের অংক প্রকাশ করতে অনাগ্রহী। উনাদের এই সিদ্ধান্তে আমিও একমত।

২০ তারিখ দুবাই পৌঁছাবে জাহাজ। তবে নাবিকরা জাহাজে কন্ট্রাক্ট শেষ হওয়া পর্যন্ত থাকবে নাকি দুবাই হতে ফিরে আসবে এটা নাবিকরা যে যার সিদ্ধান্ত সে নিবে। জানা যাবে ২-৩ দিনের মধ্যে। কোম্পানি চাইতেই পারে যেন কয়েকজন পুরানো নাবিক কন্ট্রাক্ট পুরো শেষ করে আসেন। এতে জাহাজ ম্যানেজ করা সহজ হয়। যদিও সবাই জাহাজে কাজ করার মত মানসিক অবস্থায় আছে কিনা সেটাও যাচাই করে দেখা দরকার।

দায়িত্বশীল ব্যক্তিরা দেখলাম, মুক্তিপণ ছাড়াই রাষ্ট্রীয় আর আন্তর্জাতিক চাপ দিয়ে জাহাজ মুক্ত করেছেন, এমন দাবী করছেন।

তবে কি ডলারের ব্যাগগুলোতে জলদস্যুদের জন্য যাকাতের শাড়ি আর লুঙ্গি ছিল? 🙄

Capt. Atique Ua Khan
BMA 27th

আলহামদুলিল্লাহ... রেকর্ড ৩১ দিন সময়ে মুক্তিপণ নির্ধারণ করে জলদস্যুদের হাতে সেই অংকের ডলার পৌঁছে দেয়া নিশ্চিত হলে মধ্যরাত...
14/04/2024

আলহামদুলিল্লাহ...

রেকর্ড ৩১ দিন সময়ে মুক্তিপণ নির্ধারণ করে জলদস্যুদের হাতে সেই অংকের ডলার পৌঁছে দেয়া নিশ্চিত হলে মধ্যরাতের কিছু পরে জাহাজ ত্যাগ করেছে জলদস্যুরা৷ তবে কোম্পানির পক্ষ হতে প্রেস ব্রিফিং করা পর্যন্ত নাবিকরা কাউকে জানাতে পারেনি। নিউজটা তাই মিডিয়ায় এসেছে ভোর ৪টার পরে।

এমভি আবদুল্লাহ ইতিমধ্যে রওয়ানা হয়েছে দুবাইয়ের দিকে। ইনশাআল্লাহ এক সপ্তাহ পর দুবাই পৌঁছালে সব নাবিককে চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে আসা হবে। দুবাইতেই নতুন নাবিকরা জাহাজের দায়িত্ব গ্রহণ করবে৷

#
রাত ৩টায় নোঙর তুলে দুবাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর সোমালিয়ার জলসীমা হতে বের হতেই ভোর ৫টার দিকে ন্যাটোর দুইটা ফ্রিগেট, ইতালি আর স্পেনের দুইটা যুদ্ধজাহাজ এমভি আবদুল্লাহকে থামিয়ে জাহাজের পাশে এসে বাঁধে।

প্রায় ২৫ জন নৌসেনা জাহাজে উঠে আসেন। ফ্রিগেটের ডাক্তার সবার স্বাস্থ্যপরীক্ষা করেন। ত্বকের এলার্জিসহ অন্যান্য ছোট খাটো রোগের চিকিৎসা আর মেডিসিন সরবরাহ করেন। এসময় সব নাবিকের ছবি আর ডিএনএ স্যাম্পলও সংগ্রহ করেন উনারা।

ফ্রিগেটের কমান্ডো আর ফরেনসিক ইউনিটের সদস্যরা জাহাজের বিভিন্ন স্থান পরিদর্শন করে জলদস্যুদের হাতের ছাপ, ফেলে যাওয়া কাপড় আর ব্যবহার্য সামগ্রী ইত্যাদির নমুনা সংগ্রহ করেন। এছাড়াও নৌসেনারা আবদুল্লাহর নাবিকদের কিছু খাদ্যসামগ্রী উপহার দেন।

কিছুক্ষণ আগে ফ্রিগেট দুইটার সেনারা জাহাজ ছেড়ে যান। এমভি আবদুল্লাহ আবারও দুবাইয়ের পথে রওয়ানা হয়েছে৷

ওদের ছবিগুলো দেখে আনন্দে আপ্লুত হলাম।
আহা, মুক্তির কি আনন্দ আকাশে-বাতাসে!!

দোয়া করি তোমরা সুস্থ আর নিরাপদে দেশে ফিরে আসো।
😍😍

Capt. Atique Ua Khan
BMA 27th

সমুদ্রের মানুষদের মাটিতে ঈদ পালন করতে পারাটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। গত ঈদ সমুদ্রে কাটালেও এবারের ঈদ আলহামদুলিল্লাহ প...
11/04/2024

সমুদ্রের মানুষদের মাটিতে ঈদ পালন করতে পারাটা অনেকটাই সৌভাগ্যের ব্যাপার। গত ঈদ সমুদ্রে কাটালেও এবারের ঈদ আলহামদুলিল্লাহ পরিবারের সাথে কাটানোর সুযোগ হলো।

সমুদ্রে বা মাটিতে সবার প্রতি রইল পবিত্র ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক ।।

10/04/2024

ঈদ মোবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ❤️

 #জাহাজ মালিকের সাথে জলদস্যুদের যোগাযোগ অবশেষে আন্তর্জাতিক নৌবাহিনীর চাপের মুখে মাত্র ৯ দিনের মাথায় মালিকপক্ষ KSRM (SR S...
20/03/2024

#জাহাজ মালিকের সাথে জলদস্যুদের যোগাযোগ

অবশেষে আন্তর্জাতিক নৌবাহিনীর চাপের মুখে মাত্র ৯ দিনের মাথায় মালিকপক্ষ KSRM (SR Shipping) এর সাথে ৩য় পক্ষের মাধ্যমে যোগাযোগ করল সোমালিয়ার জলদস্যুরা।

তারা হয়তো বুঝতে পেরেছে এবার বেশী সময়ক্ষেপণ করা যাবে না, যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। আন্তর্জাতিক নৌবাহিনীর শক্তি দিন দিন বৃদ্ধি পেতে পারে, আরো যুদ্ধজাহাজ তাদের আশপাশে অবস্থান নিতে পারে।

এই যোগাযোগ এটাও প্রমাণ করে যে, মুক্তিপণ চাওয়াই তাদের একমাত্র লক্ষ্য। তাই এই যোগাযোগ খুবই পজিটিভ ব্যাপার। মালিকপক্ষ এবং ইন্সুরেন্স কোম্পানি ইতিমধ্যেই জানিয়েছে, তারা আলোচনা শুরুর জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছে।

এখন দুইপক্ষের হয়েই দর কষাকষি করবেন, ৩য় পক্ষের বিশেষজ্ঞ প্যানেল। এই দর কষাকষি কিছুটা সময় নিতে পারে। এসময় সবপক্ষকেই ধৈর্য ধারণ করতে হবে। এটা একটা মনস্তাত্ত্বিক লড়াই, যার মূল লক্ষ্য মুক্তিপণকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা, যেন সেটা ইন্সুরেন্স কাভারেজের মধ্যেই থাকে এবং মালিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়।

জলদস্যুরা এটাও জানে, মুক্তিপণ পাওয়ার পর নাবিকদের মুক্তি না দিলে তারা আন্তর্জাতিক নৌবাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে।

জলদস্যুদের যোগাযোগ করার অর্থ এই নয় যে, তারা ইতিমধ্যে মুক্তিপণ দাবী করে ফেলেছে। প্রথমিক পর্যায়ে দুইপক্ষই নিশ্চিত হবে যে, তারা সঠিক মানুষের সাথে আলোচনা শুরু করছেন। এই ভেরিফিকেশন সবচাইতে জরুরী। এরপর ধাপে ধাপে হবে দর কষাকষি। দুইপক্ষই শেষ পর্যন্ত যে অংকের মুক্তিপণে সম্মত হবেন, সেই পরিমাণ নগদ ডলার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে।

আলোচনা শুরু হচ্ছে, এটাই আমাদের জন্য
আশাব্যঞ্জক সংবাদ।

From
Capt. Atique Ua Khan Sir
BMA 27th

 # সোমালিয়া জলদস্যু আক্রান্ত MV ABDULLAH - ১৯শে মার্চ, বিকাল  # বিশেষ আপডেট গত দুইদিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লা...
19/03/2024

# সোমালিয়া জলদস্যু আক্রান্ত MV ABDULLAH - ১৯শে মার্চ, বিকাল
# বিশেষ আপডেট

গত দুইদিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লাহ'কে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধজাহাজগুলো এমভি আবদুল্লাহ'র দেড় মাইলের মধ্যে চলে এলে জলদস্যুরা জাহাজের নোঙর তুলে আরো ভিতরে চলে গিয়ে তীরের মাত্র ১.৫ মাইল দূরে আবার নোঙর করেছে।

তারা এটাও বলেছে যে, বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দিবে৷ তবে নৌবাহিনী এখনো বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে। এই চাপ হয়তো জলদস্যুদের দ্রুত মুক্তিপণ দাবীতে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

নৌবাহিনীর চাপের ফলে সব নাবিককে এখন দিনরাত ২৪ ঘন্টাই ব্রিজে অবস্থান করতে হচ্ছে৷ এছাড়া মাঝেমধ্যে ভিএইচএফ (ওয়াকি টকি) ব্যবহার করে নৌবাহিনীকে অনুরোধও জানাতে হচ্ছে যেন কাছে না আসে৷

সোমালিয়ার স্থানীয় পুলিশ প্রধান দাবী করেছেন, উনারা দুইজন জলদস্যু গ্রেফতার করেছেন যারা আবদুল্লাহতে মাদক নিয়ে যাচ্ছিল জলদস্যুদের জন্য।
উনি এটাও দাবী করেছেন, এসব জলদস্যুতার অবসান চান এবং সবধরনের সহায়তা করতে প্রস্তুত।

কদিন জাহাজের খাবার খাওয়ার পর জলদস্যুদের অধিকাংশই আবার নিজেদের জন্য স্থানীয় খাবার আনা-নেওয়া করা শুরু করেছে। এতে জাহাজের খাবার হয়তো কদিন বেশী যেতে পারে।

আর জাহাজের নাবিকরাও খাবার বেশীদিন চলার জন্য রাতের ডিনার বাদ দিয়েছে। এখন মূলত ইফতার আর সেহেরি তৈরি হচ্ছে সবার জন্য৷ এবং সচরাচর জাহাজে যেভাবে একাধিক তরকারি তৈরি হয়, সেটা পরিহার করা হচ্ছে৷ এই অভ্যাসটা অস্বাভাবিক কিছু না, বাসায় আমরাও রমজান মাসে এভাবে খাদ্যগ্রহন করি।

জাহাজের কার্গো (কয়লা) হোল্ডের বর্তমান পরিবেশ নিরাপদ আছে৷

পানি রেশনিং এবং সবসময় ব্রিজে অবস্থান করায় সবার পক্ষে নিয়মিত গোসল করা সম্ভব হচ্ছে না, কাপড় ধোয়াও সম্ভব হচ্ছে না৷ এর ফলে কারো কারো ত্বকে এলার্জি দেখা দিয়েছে৷

ব্রিজে বাথরুম মাত্র ১টা। একই বাথরুম ২৩ জন নাবিক ছাড়াও ২৫-৩০ জন জলদস্যু ব্যবহার করছে। তাদের ওজনের কারণে কমোডের সীট ইতিমধ্যে ভেঙ্গে গেছে। তাছাড়া তারা খুব নোংরা জীবনযাপনে অভ্যস্ত হওয়াতে বাথরুমও পরিষ্কার করে না। যার ফলে এই বাথরুম নিয়মিত পরিষ্কার করা আর ব্যবহার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে।

ব্রিজের স্যাটেলাইট ফোন সম্ভবত সপ্তাহে একদিনের বেশী ব্যবহার করতে দিবে না।

জাহাজের মালিকপক্ষ এবং সরকার, নাবিকদের নিরাপত্তাকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা খুবই ভাল দিক।

সবাই নিরাপদে পরিবারের কাছে ফিরে আসুক, এই দোয়া করি।

# চ্যানেল ২৪ আর মাছরাঙা টিভির সাক্ষাৎকার কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।

From
Capt. Atique Ua Khan Sir
BMA 27th

 # এম ভি আবদুল্লাহর একজন নাবিক এই মাত্র ভয়েস মেসেজ পাঠাল। যার সারমর্ম হল, - ওরা সবাই সুস্থ আছে এবং সোমালিয়ার জলদস্যুদের ...
16/03/2024

# এম ভি আবদুল্লাহর একজন নাবিক এই মাত্র ভয়েস মেসেজ পাঠাল। যার সারমর্ম হল,

- ওরা সবাই সুস্থ আছে এবং সোমালিয়ার জলদস্যুদের অধীনেই আছে।

- ভারতীয় নৌবাহিনী ওদেরকে উদ্ধার করেছে, এই নিউজটার কোন সত্যতা নেই। মিডিয়ায় এই নিউজটা দেখে ওরা বেশ দুশ্চিন্তায় পড়েছে। ওরা চায় যেন মানুষ সত্যটা জানে।

- সোমালিয়ার কোস্টে অগ্রসর হওয়ার সময় ইউরোপ আর ভারতীয় দুইটা নেভিরই যুদ্ধজাহাজ সোমালিয়ার জলদস্যুদের থামতে বলেছে, ওয়ার্নিং দিয়েছে, ইঞ্জিন বন্ধ করতে বলেছে আর আশপাশে পানিতে গোলাগুলি করেছে। কিন্তু জলদস্যুরা নির্বিকার ছিল এবং ওদের কথা শোনার প্রয়োজন মনে করেনি।

এসময় জলদস্যুরা মনে করেছিল বাংলাদেশের নাবিকরা ওদেরকে ডেকে এনেছে। তাই ওরা কিছুটা রাগ করে সবাইকে ব্রিজে ডেকে বন্দুকের মুখে রেখেছিল। পরবর্তীতে ক্যাপ্টেন বাংলায় রেডিওতে ভারতীয় নেভিকে দূরে সরে যেতে বললে, পরিস্থিতি ঠান্ডা হয়। এই ঘটনাটাও আজকের নয়, গতকাল সকালের।

ব্যক্তিগতভাবে আমি ঠিক নিশ্চিত না, বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া ভারতীয় নেভি এভাবে বাংলাদেশের নাবিকদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের পতাকাবাহী কোন জাহাজে কমান্ডো অপারেশন চালাতে পারে কিনা!!

মেসেজে আমাকে অনুরোধ করা হয়েছে, ব্যক্তির পরিচয় গোপন রেখে সত্যটা জানাবার জন্য। নাবিকটা এটাও জানিয়েছে যে, জলদস্যুদের যে দোভাষী সে বাংলাদেশের টিভি আর মিডিয়ার উপর চোখ রেখেছে। তাই গুজব রটানো বা নাবিকরা বিপদে পড়ে এমন কিছু যেন মিডিয়ার মাধ্যমে ছড়ানো না হয়।

১৬ই মার্চ, রাত ১১.৩০ মিনিট

From
Capt. Atique Ua Khan Sir
BMA 27th

কিছু বিভ্রান্তিকর সংবাদ আসছে আবদুল্লাহকে নিয়ে।অনেকেই আমার কাছে এসব এর সত্যতা জানতে চাচ্ছেন। ইন্ডিয়ান কিছু পত্রিকার হেড...
16/03/2024

কিছু বিভ্রান্তিকর সংবাদ আসছে আবদুল্লাহকে নিয়ে।
অনেকেই আমার কাছে এসব এর সত্যতা জানতে চাচ্ছেন। ইন্ডিয়ান কিছু পত্রিকার হেডলাইনে দাবি করা হচ্ছে ইন্ডিয়ান নেভি আবদুল্লাহ কে সেভ করে সব নাবিক দের রেসকিউ করেছে। বাংলাদেশি কিছু সংবাদ মাধ্যমও সে রেফারেন্সের ভিত্তিতে আবদুল্লাহকে উদ্ধার করার সংবাদ প্রচার করছে।

এই সংবাদটি ভিত্তিহীন এবং গুজব। আবদুল্লাহ এখনো জলদস্যুদের নিয়ন্ত্রণেই রয়েছে। জলদস্যুরা অন্য একটি জাহাজ ব্যাবহার করে ভারত মহাসাগর এলাকায় এই হাইজেকিং কর্মকাণ্ড পরিচালনা করতো। সেই জাহাজটিকে সনাক্ত করে ইন্ডিয়ান নেভি নজরে রেখেছে। ইন্ডিয়ান নেভির উপর সেই জাহাজ থেকে গুলি করার ঘটনাও ঘটেছে এবং ইন্ডিয়ান নেভি সেই জাহাজে থাকা জলদস্যুদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে। ইন্ডিয়ান নেভি টুইট করে এমনই সংবাদ প্রচার করেছে।

তবে এর সাথে আবদুল্লাহকে রেসকিউ করার কোন সম্পর্ক নেই।আবদুল্লাহ এখনো জলদস্যুদের নিয়ন্ত্রনেই রয়েছে। জিম্মি থাকা অবস্থায় জলদস্যুদের উপর কোন রকম আক্রমন জিম্মিদের জীবন নাশের কারণ হতে পারে।

আশা করি সঠিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ সরকার, শিপিং কোম্পানি এবং আন্তজার্তিক মেরিটাইম সংস্থা গুলো নাবিকদের নিরাপদ প্রক্রিয়ার মাধ্যমে অতিদ্রুত ফিরিয়ে আনবে।

এম.ভি আবদুল্লাহ প্রসঙ্গ -সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ ও জাহাজে কর্মরত সকল বাংলাদেশী নাবিকদের প্রতি সমবেদনা...
16/03/2024

এম.ভি আবদুল্লাহ প্রসঙ্গ -

সোমালিয়ান জলদস্যুদের হাতে বাংলাদেশি জাহাজ ও জাহাজে কর্মরত সকল বাংলাদেশী নাবিকদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের দ্রুত দেশে প্রত্যাবর্তনের আশা প্রকাশ করছি। শুরু থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ২০১০ সালে জাহান মনি যখন সোমালিয়ান পাইরেটদের হাতে বন্দী হয়, তখন সেই জাহাজের সেকেন্ড ইন্জিনিয়ার ছিলাম আমি। তাই পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, আবদুল্লাহ জাহাজের নাবিকরা এই মুহূর্তে যে কতটা অসহায় তা ভাষায় প্রকাশ করা যাবে না। সঙ্গত কারণেই এতদিন এ বিষয়ে ফেসবুকে কিছু লিখি নি। এমনকি পত্র পত্রিকা থেকে শুরু করে টিভি চ্যানেলের অনেক সিনিয়র সাংবাদিক ভাই বন্ধুগণ আমার ইন্টারভিউ নিতে চেয়েছেন। কিন্তু এই বিষয়টি এতটাই জটিল যে আমি জানি বলেই চুপ থাকছি। আবেগ থাকলেও বাস্তবিকতাটা সবার বুঝতে হবে। এমন কিছু প্রকাশ্যে বলা বা শেয়ার করা আমাদের উচিত নয় যা নাবিকদের দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়াকে বিলম্বিত করে, এমনকি জাহাজে নাবিকদের জীবনকে আরো হুমকির ভিতর ফেলে। প্রকৃতপক্ষে, জাহাজ ও নাবিকদের উদ্ধার প্রক্রিয়া এখন কিছু ধাপ অনুযায়ী হবে। পরিবারের সাথে যোগাযোগ সেই প্রক্রিয়ার‌ই একটা অংশ। এরপর নেগোসিয়েশনের কাজ শুরু হবে। পাইরেটরা ওদের একজন এক্সপার্ট নেগোশিয়েটর এনগেজ করবে। তাই এখন পর্যন্ত বলা যায় পাইরেটদের আসল চেহারা বা দাবি জানা যায়নি। এই পোস্ট দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো সবাইকে জানানো যে, মন্ত্রণালয়, ডিজি শিপিং, এস আর শিপিং সবাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনিটর করছেন বিষয়টি। এস আর শিপিং এর পূর্বের অভিজ্ঞতা রয়েছে কিভাবে জাহাজটিকে ছাড়িয়ে আনতে হবে সে ব্যাপারে। এখন নাবিকদের কে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেন কোন পাইরেটের ব্যাক্তিগত রোষানলে না পড়ে। সেখানে পরিস্থিতি খুব দ্রুত বিপদজনক হয়ে উঠে মাঝে মাঝে, সে সময়টা খুব সতর্ক থাকতে হবে। তেল, খাবার, বিশেষ করে পানি খুব কম করে খরচ করতে হবে। মনে রাখবেন, আবদুল্লাহ জাহাজ ও সেই জাহাজের নাবিকদের দেশে ফিরিয়ে আনতে আপনার দোয়া ছাড়া কিছুই করার নেই। যাদের যা করার তারা করছেন। পাইরেটদের চোখ ফাঁকি দিয়ে যোগাযোগ করতে গিয়ে কেউ যদি পাইরেটদের রোষানলে পড়ে তাহলে তার পরিস্হিতি বিপদজনক হতে পারে। নরমালি তারা কোন ক্ষতি করবে না, কিন্তু পাইরেটরা প্রায়ই নিজেদের ভিতর ঝগড়া করে পরিস্থিতি অস্হির করে রাখে। আর ওরা সন্দেহ করলেই বিপদ। কোন সন্দেহজনক আচরণ, অঙ্গ ভঙ্গি পরিহার করতে হবে। আমরা অবশ্যই পরিস্থিতি পর্যবেক্ষণ করবো এবং যত শীঘ্রই সম্ভব নাবিকগণ যেন দেশে ফিরে আসতে পারে সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আবদুল্লাহ জাহাজের নাবিকদের পরিবারের সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য্য ধারণ করুন, যে কোন পরিস্থিতিতে আপনাদের কোন প্রয়োজনে আমাকে কল করতে পারেন। নৌপরিবহন অধিদপ্তর আপনাদের পাশে থাকবেন কথা দিচ্ছি। আল্লাহ আবদুল্লাহ জাহাজের সকল নাবিকদের নিরাপত্তা দান করুন এবং দ্রুত দেশে ফিরে আসতে সাহায্য করুন।

From

Abul Basar Sir
Engineer, Ship Surveyor & Examiner.
Department of Shipping, Bangladesh

Address

Keraniganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SeVen Seas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SeVen Seas:

Videos

Share

Nearby media companies