বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর তেলবাহী ট্যাংকার জাহাজ "বাংলার সৌরভ" এ চট্টগ্রাম বহিঃ নোঙরে ভয়াবহ আগুন লেগেছে। জাহাজের সবাইকে উদ্ধার করতে নৌবাহিনী জাহাজ রওনা হয়েছে। জাহাজ abandon ঘোষণা করা হয়েছে। জাহাজের অনেক নাবিক সমুদ্রে জাম্প করেছে।
আল্লাহ্ সবাইকে রক্ষা করুন।
মুহূর্তেই ডুবে গেল বিশাল জাহাজটি !!
মুহূর্তেই ডুবে গেল বিশাল জাহাজটি !!
জাহাজটির নাম Stellar Banner । দক্ষিণ কোরিয়ার কোম্পানি পোলারিস শিপিংয়ের মালিকানাধীন Very large ore carrier (VLOC) । এর দৈর্ঘ্য ছিল ৩৪০ মিটার। ব্রাজিল থেকে চায়নার উদ্দেশ্যে যাচ্ছিল। 24 ফেব্রুয়ারী, 2020-এ জাহাজটি মারানহাও, ব্রাজিলের কাছে কিছু বিপদ এড়াতে Aground (জাহাজটির বটম মাটির সাথে লেগে যাওয়া বুঝায়) করাতে বাধ্য হয় ।
12 জুন, 2020 তারিখে জাহাজ কোম্পানির সিদ্ধান্তে জাহাজটিকে পরিত্যাক্ত ঘোষনা করা হয় এবং ডুবিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে জাহাজটির সলিল সমাধি করা হয়।
ভিডিও সংগৃহীত।।
তীব্র গরমে সমুদ্র থেকে জাহাজে উঠে এসে গড়াগড়ি খাচ্ছে কিছু জলপরী 🤣
- সংগৃহীত ভিডিও
# এম ভি আবদুল্লাহ এবং মুক্তিপণ
মুক্তিপণ নিয়ে অনেক জলঘোলা করা হচ্ছে।
গতকাল বাংলাদেশ সময় আনুমানিক দুপুর আড়াইটার দিকে ছোট সী প্লেনটা মুক্তিপণ এর জন্য নির্দিষ্ট পরিমাণ ডলার, ৩টা বড় বড় ওয়াটারপ্রুফ ব্যাগে এমভি আবদুল্লাহ জাহাজের পাশেই সমুদ্রে নিক্ষেপ করে।
ছোট ছোট স্পিড বোটে করে সোমালিয়ার জলদস্যুরা সেই ডলার ভর্তি ব্যাগগুলো পানি হতে তুলে নেয়। এই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল এবং সবাই দেখেছে।
ভিডিওটা কোন নাবিক তুলেনি। ২৩ জন নাবিক সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে ছিল যেন প্লেনের পাইলট দেখতে পারেন সবাই অক্ষত আর নিরাপদ আছে।
ভিডিওটা করেছে সোমালিয়ার ইন্টারপ্রেটার, যে এই মুক্তিপণ নেগোসিয়েশন টিমের লিডার ছিল। সে ভিডিওটা করে শিপিং কোম্পানিকে পাঠিয়েছে।
ডলারের ব্যাগগুলো জাহাজে নিয়ে এসে জলদস্যুরা নিজ হাতে গুনেছে কয়েকঘন্টা ধরে। এরপর ভাগাভাগি করে সন্তুষ্ট হয়েছে
সুন্দরবনের পশুর নদী হয়ে মংলা বন্দরে প্রতিনিয়ত অসংখ্য জাহাজ প্রবেশ করে এবং বের হয়।
যে জাহাজ গুলো তাদের আকারের কারণে বন্দরে প্রবেশ করতে পারে না তারা হারবাড়িয়া এলাকায় নোঙ্গর করে ছোট ছোট লাইটার জাহাজে কার্গো ডিসচার্জ করে থাকে।
বাণিজ্যিক জাহাজে পাইলট আসার কারণ ।।
-ভিডিওটি আগে ধারণ করা হয়েছিল। সৌদি আরব থেকে ওমান যাওয়ার পথে।।।
©Seven seas
পাহাড় না সমুদ্র ??
আপনাদের কার কোনটা ভালো লাগে বেশি ?
#sajekvalley
Top view of a Large Container Vessel !!
Video: Collected
গোধূলি বেলায় ।।
📍ভারত মহাসাগর
#2022
#LifeatSea
কর্ণফুলীর তীরে বিকেলের স্নিগ্ধতা ।।
কর্ণফুলীর তীরে বিকেলের স্নিগ্ধতা ।।
📍বাংলাদেশ মেরিন একাডেমী।।
সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ(বি এন এস )আবু বকর। 📍 সুন্দরবন,পশুর নদী।
সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ(বি এন এস )আবু বকর।
📍 সুন্দরবন,পশুর নদী।
ঘূর্ণিঝড় "হামুন"
ঘূর্ণিঝড় "হামুন" বাংলাদেশের উপকূলীয় অঞ্চল কক্সবাজার এবং পার্শ্ববর্তী এলাকা দিয়ে অতিক্রম করছে। চট্রগ্রাম বন্দর এবং আসে পাশে এলাকায় অবস্থানরত সকল জাহাজ কে গভীর সমুদ্রে চলে যেতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত জাহাজে অবস্থান কালে অনেকগুলি ঘূর্ণিঝড় এর সম্মুখীন হয়েছিলাম এবং ঘূর্ণিঝড় এর সাথে চুর পুলিশ খেলতে হয়েছিল।
মাটিতে বসেও সমুদ্রে নিজের সহকর্মীদের ব্যাপারটা অনুভব করতে পারি।
সমুদ্রে এবং মাটিতে অবস্থানরত সকল কে আল্লাহ নিরাপদে রাখুন।
আমিন।।