
02/02/2025
একদিন এক বৃদ্ধ বাবা ও তার তরুণ ছেলে সকালে পার্কে হাঁটতে বের হলো। হাঁটার সময় বাবা একটি সুন্দর পাখি দেখে ছেলেকে জিজ্ঞেস করলেন—
“এটা কী পাখি?”
ছেলে উত্তর দিলো, “টিয়া পাখি।”
কিছুক্ষণ পর বাবা আবার একই প্রশ্ন করলেন।
ছেলে এবার বিরক্তি নিয়ে বলল, “বললাম তো, এটা টিয়া পাখি!”
বাবা আবারও একই প্রশ্ন করলেন।
এবার ছেলে রেগে গিয়ে বলল, “তুমি কি পাগল হয়ে গেছো? একই প্রশ্ন কতোবার করবে?”
বৃদ্ধ বাবা কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে গেলেন। কিছুক্ষণ পর তিনি একটি পুরোনো ডায়েরি হাতে ফিরে এলেন এবং ছেলেকে পড়তে বললেন।
ডায়েরির পাতায় লেখা ছিল—
“আজ আমার ছোট্ট ছেলেটি পার্কে হাঁটতে গিয়ে একটি টিয়া পাখি দেখে ২৬ বার জানতে চেয়েছে, ‘বাবা, এটা কী পাখি?’ আমি প্রতিবার হাসিমুখে উত্তর দিয়েছি, আর ওর উচ্ছ্বাস দেখে আনন্দে ওকে বুকে জড়িয়ে ধরেছি।”
ডায়েরির এই লেখাগুলো পড়েই ছেলের চোখে জল চলে এলো। সে বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং তার রূঢ় আচরণের জন্য বারবার ক্ষমা চাইতে লাগলো…
🥀আমাদের বাবা-মা আমাদের ছোটবেলায় অগণিত প্রশ্নের উত্তর ক্লান্তিহীনভাবে দিয়েছেন। কিন্তু আমরা কি বড় হয়ে তাদের প্রতি একই ধৈর্য ও ভালোবাসা দেখাই? বাবা-মা যতদিন আছেন, তাদের ভালোবাসা দিন, সম্মান করুন। কারণ, তারা কিন্তু সবসময় আমাদের আগের মতোই ভালোবাসেন!
ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কাউকে সচেতন করতে পারবেন…
অনুবাদ: শেখ রাবিউজ্জামান
(রিপোস্ট)