কিছুমিছু

কিছুমিছু KichuMichu Production House -কিছুমিছু A-L-O-H-A to the official page of KichuMichu. Come join us! Stay Tuned!
(2)

Imagination is the beginning of creation…and KichuMichu believes in bringing world close together through its creative woks. KichuMichu, headed by Anis Mostofa, is a Production House that has set new trends in the world of entertainment. It is a gateway into the hearts of the viewers – of today and tomorrow. KichuMichu is the one-stop destination for streaming entertainment.

একদিন এক বৃদ্ধ বাবা ও তার তরুণ ছেলে সকালে পার্কে হাঁটতে বের হলো। হাঁটার সময় বাবা একটি সুন্দর পাখি দেখে ছেলেকে জিজ্ঞেস কর...
02/02/2025

একদিন এক বৃদ্ধ বাবা ও তার তরুণ ছেলে সকালে পার্কে হাঁটতে বের হলো। হাঁটার সময় বাবা একটি সুন্দর পাখি দেখে ছেলেকে জিজ্ঞেস করলেন—

“এটা কী পাখি?”

ছেলে উত্তর দিলো, “টিয়া পাখি।”

কিছুক্ষণ পর বাবা আবার একই প্রশ্ন করলেন।
ছেলে এবার বিরক্তি নিয়ে বলল, “বললাম তো, এটা টিয়া পাখি!”

বাবা আবারও একই প্রশ্ন করলেন।
এবার ছেলে রেগে গিয়ে বলল, “তুমি কি পাগল হয়ে গেছো? একই প্রশ্ন কতোবার করবে?”

বৃদ্ধ বাবা কোনো কথা না বলে ধীরে ধীরে উঠে গেলেন। কিছুক্ষণ পর তিনি একটি পুরোনো ডায়েরি হাতে ফিরে এলেন এবং ছেলেকে পড়তে বললেন।

ডায়েরির পাতায় লেখা ছিল—

“আজ আমার ছোট্ট ছেলেটি পার্কে হাঁটতে গিয়ে একটি টিয়া পাখি দেখে ২৬ বার জানতে চেয়েছে, ‘বাবা, এটা কী পাখি?’ আমি প্রতিবার হাসিমুখে উত্তর দিয়েছি, আর ওর উচ্ছ্বাস দেখে আনন্দে ওকে বুকে জড়িয়ে ধরেছি।”

ডায়েরির এই লেখাগুলো পড়েই ছেলের চোখে জল চলে এলো। সে বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো এবং তার রূঢ় আচরণের জন্য বারবার ক্ষমা চাইতে লাগলো…

🥀আমাদের বাবা-মা আমাদের ছোটবেলায় অগণিত প্রশ্নের উত্তর ক্লান্তিহীনভাবে দিয়েছেন। কিন্তু আমরা কি বড় হয়ে তাদের প্রতি একই ধৈর্য ও ভালোবাসা দেখাই? বাবা-মা যতদিন আছেন, তাদের ভালোবাসা দিন, সম্মান করুন। কারণ, তারা কিন্তু সবসময় আমাদের আগের মতোই ভালোবাসেন!

ভালো লাগলে শেয়ার করুন, হয়তো কাউকে সচেতন করতে পারবেন…

অনুবাদ: শেখ রাবিউজ্জামান

(রিপোস্ট)

মানুষের ভুল ভুলে যাওয়া ভালো, কিন্তু তাদের ভালো কাজ মনে রাখা উচিত💕দুই বন্ধু একদিন তুচ্ছ বিষয়ে ঝগড়া করল। একজন রেগে গিয়ে বল...
02/02/2025

মানুষের ভুল ভুলে যাওয়া ভালো, কিন্তু তাদের ভালো কাজ মনে রাখা উচিত💕

দুই বন্ধু একদিন তুচ্ছ বিষয়ে ঝগড়া করল। একজন রেগে গিয়ে বলল, “আমি আর তোমার সঙ্গে কথা বলব না!”

অন্যজন চুপচাপ গেল এবং বালির ওপর লিখল, “আজ আমার বন্ধু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে।”

কিছুক্ষণ পর তারা নদীতে সাঁতার কাটছিল। যে রেগে গিয়েছিল, সে হঠাৎ পানিতে ডুবে যাচ্ছিল। অপর বন্ধুটি তাকে বাঁচাল।

সে এবার একটি পাথরে লিখল, “আজ আমার বন্ধু আমাকে বাঁচিয়েছে।”

অন্যজন জিজ্ঞেস করল, “বালিতে লিখলে কেন? আর এখন পাথরে?”

সে উত্তর দিল, “কারো খারাপ ব্যবহার বালিতে লিখতে হয়, যাতে তা বাতাসে মুছে যায়। আর ভালো কাজ পাথরে লিখতে হয়, যাতে তা চিরদিন থাকে💕

ফটোগ্রাফি- নাসরিন সুলতানা🌹
02/02/2025

ফটোগ্রাফি- নাসরিন সুলতানা🌹

রূপসী বাংলা🥰ফটোগ্রাফার- নাসরিন সুলতানা
02/02/2025

রূপসী বাংলা🥰
ফটোগ্রাফার- নাসরিন সুলতানা

সাবিনা ইয়াসমিন আপার দ্রুত সুস্থতা কামনা করিবাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসম...
02/02/2025

সাবিনা ইয়াসমিন আপার দ্রুত সুস্থতা কামনা করি

বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আপা সম্প্রতি এক অনুষ্ঠানে গান পরিবেশন করার সময় অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।

আলহামদুলিল্লাহ, এখন তিনি শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আমরা সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি এবং প্রার্থনা করি যেন তিনি আবারও আমাদের মাঝে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন।

আপনারাও দোয়া করবেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের উপহার দিতে পারেন আরও অনেক সুন্দর গান!




02/02/2025

💕সেচ্ছায় গান শুনচ্ছে, গান শুনে খুশি হয়ে যদি কেউ কিছু দেয়💕💕

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শিশুদের উচ্ছ্বাস মনে হয় বড়বেশি ভালো লাগে।এক প্রবীণ কে খুশি করতে বাচ্চার তার সাথে ছবি তুলছে।
02/02/2025

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে শিশুদের উচ্ছ্বাস মনে হয় বড়বেশি ভালো লাগে।এক প্রবীণ কে খুশি করতে বাচ্চার তার সাথে ছবি তুলছে।

বাংলা ভাষা: আমাদের গৌরব, আমাদের পরিচয়🌍 কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে?বাংলা ভাষা বিশ্বে সপ্তম সর্বাধিক কথ্য ভাষা। প্রায় ...
02/02/2025

বাংলা ভাষা: আমাদের গৌরব, আমাদের পরিচয়

🌍 কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে?
বাংলা ভাষা বিশ্বে সপ্তম সর্বাধিক কথ্য ভাষা। প্রায় ২৬ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে, যা একে বিশ্বের অন্যতম বৃহৎ ভাষাগুলোর মধ্যে স্থান দিয়েছে। প্রধানত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্যে বাংলা ভাষাভাষীর সংখ্যা বেশি। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায়ও উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি বসবাস করেন।

📜 বাংলা ভাষার গৌরবময় ইতিহাস
বাংলা ভাষার ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন ও মধ্যযুগে চর্যাপদ (৯ম-১২শ শতাব্দী) ছিল বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এরপর মুসলিম শাসনামলে ও মঙ্গলকাব্যের মাধ্যমে বাংলা ভাষা সমৃদ্ধ হয়।

কিন্তু বাংলা ভাষার জন্য সবচেয়ে বড় ত্যাগ আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে। ২১ ফেব্রুয়ারি, সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই জীবন দেন মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। তাঁদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে এই দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী পালন করা হয়।

🏛️ বাংলা ভাষার ঐতিহ্য ও সাহিত্য
বাংলা ভাষায় রয়েছে এক সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার।

📖 প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যিকরা:
• বড়ু চণ্ডীদাস (শ্রীকৃষ্ণকীর্তন)
• কৃত্তিবাস ওঝা (রামায়ণের বাংলা অনুবাদক)
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (প্রবন্ধ ও সংস্কার আন্দোলন)

📚 আধুনিক যুগের সাহিত্যিকরা:
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (আনন্দমঠ, দেবী চৌধুরাণী)
• রবীন্দ্রনাথ ঠাকুর (গীতাঞ্জলি, নোবেল বিজয়ী)
• কাজী নজরুল ইসলাম (বিদ্রোহী কবি, গান ও সাহিত্য)
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (দেবদাস, শ্রীকান্ত)
• জীবনানন্দ দাশ (বনলতা সেন, রূপসী বাংলা)
• জসীম উদ্দিন (নকশী কাঁথার মাঠ )

📕 সমকালীন সাহিত্যিকরা:
• মানিক বন্দ্যোপাধ্যায় (পদ্মা নদীর মাঝি)
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (গণদেবতা)
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (পথের পাঁচালী)
• সুনীল গঙ্গোপাধ্যায় (সেই সময়, নীললোহিত চরিত্র)
• হুমায়ূন আহমেদ (হিমু, মিসির আলি, জনপ্রিয় কথাসাহিত্য)
• জহির রায়হান (হাজার বছর ধরে, ভাষা আন্দোলনের লেখক

📢 বাংলা ভাষাকে ভালোবাসুন, সংরক্ষণ করুন
বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের পরিচয়। আসুন, আমরা সবাই বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করতে কাজ করি। বাংলা বানান, উচ্চারণ ও ব্যবহারে সচেতন হই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের ভাষার ইতিহাস তুলে ধরি।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি— আমি কি ভুলিতে পারি?”

#বাংলা_ভাষা #ফেব্রুয়ারি #ভাষা_আন্দোলন

02/02/2025

💕বৃষ্টি আর তার শব্দ মনটকে অন্য রকম ভালো লাগায় ভরিয়ে দেয় 💕💕💕

 #কিছুমিছুভালোবাসার কথা👩‍❤️‍💋‍👨💞💞যে ভালোবাসা পৃথিবীতে আছে, সেই পৃথিবীতেই তো রয়েছে দেবগৃহও। তাই যে হৃদয়ে ফোটে দেহজ প্রেমে...
01/02/2025

#কিছুমিছুভালোবাসার কথা👩‍❤️‍💋‍👨💞💞

যে ভালোবাসা পৃথিবীতে আছে, সেই পৃথিবীতেই তো রয়েছে দেবগৃহও। তাই যে হৃদয়ে ফোটে দেহজ প্রেমের কামনা-পুষ্প, সেখানেই ফোটে দেহাতীত প্রণয়ের স্বর্গীয় কুঁড়িও। যে পারে, সে এমনই পারে—সে পারে ফুল ফোটাতে।

কিন্তু দিনযাপনের ক্লান্তি, বেঁচে থাকার গ্লানি, সব কলুষের সংক্রমণ থেকে কি এই ভালোবাসাকে সরিয়ে রাখা যায়? কতদিন টিকে থাকে এর সৌরভ? ভালোবাসা কি আসলে বিষাদান্ত এক কাহিনি? নাকি—বেদনার বৃন্তে ফুটে ওঠা এক মধুর প্রাপ্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে চিরকালই উদগ্রীব থেকেছে মনুষ্যহৃদয়।

রবীন্দ্রনাথের ভাবনায় এর এক সুন্দর ব্যাখ্যা পাওয়া যায়—
“লোভের অতীত যাহা সুন্দর, যাহা অনির্বচনীয়, যাহা প্রিয়।”
অর্থাৎ ভালোবাসা ও সৌন্দর্য একই বিন্দুতে মিলেছে, কিন্তু সেখানে লোভের ছোঁয়া নেই।

প্রাচ্য দর্শনে আছে বৈষ্ণব প্রেমতত্ত্বের কথা। সমাজের রক্তচোখ উপেক্ষা করে চণ্ডীদাস ও রামী, কিংবা রাধা-কৃষ্ণের প্রেম তারই প্রতিচিত্র। লায়লা-মজনু, রোমিও-জুলিয়েট—সবই তো ভালোবাসার সেই চিরায়ত রূপ। ভালোবাসা হলো ভোরের আলোর মতো, ফুটে ওঠা কুঁড়ির মতো—যতটা অমলিন, ততটাই গভীর। আর তাই, প্রতিদিনের ব্যবহারের কলুষ থেকে একে বাঁচিয়ে রাখা ততখানিই দুরূহ।

“নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।”

কিছুমিছু আয়োজন: ভালোবাসা দিবস প্রতিযোগিতা❣️

সম্মানিত ও গুণী #কিছুমিছু # পরিবারের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এমনিতেই ফেব্রুয়ারি ভালোবাসার মাস। সেই ভালোবাসাকে উদযাপন করতেই কিছুমিছু আবারও নিয়ে আসছে এক বিশেষ প্রতিযোগিতার আয়োজন!

প্রতিযোগিতার বিষয়:
• কবিতা
• ফটোগ্রাফি
• আবৃত্তি
• ১০০ শব্দের গল্প

নিয়মাবলী:

✅ প্রতিযোগিতায় একজন সর্বোচ্চ ৩টি পোস্ট করতে পারবেন।
✅ অংশগ্রহণের শেষ সময় ১৩ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
✅ প্রতিযোগিতা সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রুপ কর্তৃপক্ষের বিবেচনাধীন থাকবে।
✅ পোস্ট করতে হবে কিছুমিছু গ্রুপে

ভালোবাসার উষ্ণতায় ভরে উঠুক সবার হৃদয়। সবাইকে প্রতিযোগিতায় আমন্ত্রণ জানাই🌹

- Sandeepa Moni ChatterjeeSandeepa Moni Chatterjee

#কিছুমিছু
#ভালোবাসারআয়োজন
#ভালোবাসাদিবস২০২৫
#ভালোবাসারপ্রতিযোগিতা
#কবিতা
#গল্প
#আবৃত্তি
#ফটোগ্রাফি
#ভালোবাসাহোকশুদ্ধ
#প্রেমেরউৎসব

01/02/2025

শৈশবের আনন্দ ছিল অন্য রকম। বাচ্চাদের দেখে তাই মনে হলো।

“একটা আলাদা স্যুটকেস ভর্তি করে আমি লেখালেখির প্রয়োজনীয় সাজসরঞ্জাম নিয়ে এসেছি। কাগজ, কলম, কাঁচি, গাম, ডিকশনারি এবং বেশ কি...
01/02/2025

“একটা আলাদা স্যুটকেস ভর্তি করে আমি লেখালেখির প্রয়োজনীয় সাজসরঞ্জাম নিয়ে এসেছি। কাগজ, কলম, কাঁচি, গাম, ডিকশনারি এবং বেশ কিছু রেফারেন্স বই। পুত্র নিষাদকে পাশে নিয়ে স্যুটকেস খুললাম। আমাদের দুজনকে চমকে দিয়ে স্যুটকেস থেকে একটা তেলাপোকা বের হলো। অসম্ভব প্রাণশক্তির এই পোকা বাংলাদেশ থেকে চলে এসেছে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। তেলাপোকাটা আমার দিকে সামান্য এগিয়ে মেঝেতে পড়ে গেল। তার পাগুলো শূন্যে, পাখা মেঝেতে। কিছুক্ষণ পা নেড়ে সে স্থির হয়ে গেল। দীর্ঘ ভ্রমণ চমৎকারভাবে শেষ করে সে মৃত। আমি নিষাদকে বললাম, বাবা, দেখো, বেচারা মারা গেছে।
নিষাদ বলল, তেলাপোকাকে বেচারা বলতে হয় না। মানুষকে বেচারা বলতে হয়। তুমি যখন মারা যাবে, তখন বলবে বেচারা।
তেলাপোকার মৃত্যু এবং পুত্রের কথায় প্রতীকী কিছু কি আছে?
নিউইয়র্ক থেকে।”
—হুমায়ূন আহমেদ (নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ)

01/02/2025

হারানো শৈশব।

👉কিছু বিজ্ঞ চিন্তাবিদ থেকে উদ্ধৃতি: 1. সত্যিকারের মন্দ এমন একজনের কাছ থেকে আসে যে একবার সদয় ছিল। সিজার প্যাভেস 2. যারা ...
01/02/2025

👉কিছু বিজ্ঞ চিন্তাবিদ থেকে উদ্ধৃতি:
1. সত্যিকারের মন্দ এমন একজনের কাছ থেকে আসে যে একবার সদয় ছিল।
সিজার প্যাভেস
2. যারা আমাকে চায় না তাদের হারাতে আমার আপত্তি নেই, কারণ আমি যাদের চেয়েছিলাম তাদের হারিয়েছি এবং আমি এখনও বেঁচে আছি।
কার্ল মে
3. একজন জ্ঞানী ব্যক্তির সাথে একটি কথোপকথন দশ বছরের বই অধ্যয়নের চেয়ে উত্তম।
হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো
4. ন্যায়বিচারের দুর্নীতি জাতির পতনের দিকে নিয়ে যায়।
ইবনে খালদুন রহ
5. আপনি যদি উদ্বেগকে জয় করতে চান এবং জীবনযাপন শুরু করতে চান তবে আপনার কষ্টের পরিবর্তে আপনার আশীর্বাদ গণনা করুন।
ডেল কার্নেগি
6. ব্যর্থ হতে চাইলে সবাইকে খুশি করার চেষ্টা করুন।
এরউইন রোমেল
7. আমি যাদের চিনতাম তাদের ছাড়া কেউ আমার ক্ষতি করেনি; আমি জানি না ঈশ্বর সবাইকে মঙ্গল করুন!
আবু আল-আলা আল-মাআরি
8. এই পৃথিবী প্রতিদিন ন্যায়বিচারকে অপমানিত করে।
গাসসান কানাফানি
9. আপনি যদি সিংহের দানাগুলো খালি দেখতে পান, তাহলে ধরে নিবেন না সিংহ হাসছে!
আল-মুতানাব্বি
10. সৎ হতে হলে সবার শত্রু হওয়া।
জিবরান খলিল জিবরান
11. একজন ব্যক্তির বিকাশের প্রথম বাধা হল পরিবার।
লিও টলস্টয়
12. বর্ধিত সচেতনতা ব্যথা তীব্র করে, এবং মনস্তাত্ত্বিক বিষণ্নতায় আক্রান্ত বেশিরভাগই বুদ্ধিজীবী।
আদেল সাদেক
13. যখন আপনি আমাকে ভালভাবে সম্মান করেন এবং আমার সাথে সৌজন্যের সাথে আচরণ করেন, তখন এটি আমার টুপিতে একটি পালক নয়; পরিবর্তে, আপনি আমার মাথার মুকুট হবেন!
ইব্রাহিম এল-ফিকি
14. জীবনকে সত্যিকার অর্থে মূল্য দিতে আপনার মৃত্যু কামনা করতে হবে।
উইনস্টন চার্চিল
15. কথায় উদারতা আত্মবিশ্বাস তৈরি করে, চিন্তাভাবনার উদারতা প্রতিটি অসুবিধার সমাধান করে, এবং দেওয়ার ক্ষেত্রে দয়া ভালবাসা সৃষ্টি করে।
লাও জু
16. ধর্মের নামে একজন নিরপরাধ মানুষকে নিপীড়নের চেয়ে বড় পাপ আমি জানি না।
মহাত্মা গান্ধী
17. দুঃখ একটি মনস্তাত্ত্বিক অবস্থা যা সচেতনতাকে নিজেকে এবং সমাজের প্রতি প্রতিফলিত করতে দেয়।
জ্যাঁ-জ্যাক রুসো
18. প্রায়শই, আপনি যে শব্দগুলি বলতে ভয় পান সেগুলিই সবচেয়ে বেশি বলা দরকার।
জর্জ বার্নার্ড শ
19. কিছু সময়ের জন্য ইন্টারনেট থেকে দূরে থাকার চেষ্টা করুন, এবং আপনি বুঝতে পারবেন যে আপনি অনলাইনে কিছুই মিস করেননি, কিন্তু এর বাইরে অনেক কিছু - যেমন আপনার মায়েরা বার্ধক্য অলক্ষিত!
আবদুল্লাহ আল-মুগলুথ
20. জীবন হল আশা; আশা ছাড়া জীবন হারিয়ে যায়।
প্লেটো
21. হাসি ছাড়া একটি দিন একটি দিন নষ্ট!
চার্লি চ্যাপলিন
22. যারা আপনার চালচলন ভালভাবে জানে তারা ছাড়া কেউ আপনাকে আক্রমণ করতে পারে না। নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার চিন্তাগুলি কারও সাথে ভাগ করবেন না!

ফটোগ্রাফি - শাম্মি আলদিন 🌷
01/02/2025

ফটোগ্রাফি - শাম্মি আলদিন 🌷

মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ১৬ বছর বয়সী মোনালিসা ভোঁসলে সম্প্রতি মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা বিক্রি করার...
01/02/2025

মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা ১৬ বছর বয়সী মোনালিসা ভোঁসলে সম্প্রতি মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষ ও পুঁথির মালা বিক্রি করার সময় তার আকর্ষণীয় নীল চোখ ও মিষ্টি হাসির জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন। তার এই আকস্মিক জনপ্রিয়তার কারণে মেলার ভিড়ে তিনি হয়রানির শিকার হন এবং নিরাপত্তার কারণে মেলা ছেড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন। 

ভাইরাল হওয়ার পর, মোনালিসার ভাগ্য বদলে যায়। পরিচালক সনোজ মিশ্র তাকে তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য ডায়েরি অব মণিপুর’-এ অভিনয়ের প্রস্তাব দেন, যা ফেব্রুয়ারি মাস থেকে শুটিং শুরু হবে। 

এছাড়া, গুজব রয়েছে যে তিনি ‘পুষ্পা ৩’ চলচ্চিত্রেও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। 

মোনালিসার এই আকস্মিক খ্যাতি ও সাফল্য তার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

শুভেচ্ছা জানাই ভাষার মাসের প্রথম দিনে! ✒️🖤আজ ১লা ফেব্রুয়ারি—ভাষার মাসের শুরু। এই মাস শুধু ক্যালেন্ডারের পাতা নয়, এটি আমা...
01/02/2025

শুভেচ্ছা জানাই ভাষার মাসের প্রথম দিনে! ✒️🖤

আজ ১লা ফেব্রুয়ারি—ভাষার মাসের শুরু। এই মাস শুধু ক্যালেন্ডারের পাতা নয়, এটি আমাদের ইতিহাস, গর্ব, আর আত্মত্যাগের প্রতীক।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?”

১৯৫২ সালের সেই আন্দোলন আমাদের শিখিয়েছে ভাষার জন্য লড়াই করা যায়, নিজের অধিকার ছিনিয়ে নেওয়া যায়। ফেব্রুয়ারি এলেই আমরা ফিরে যাই সেই আত্মত্যাগের পথে, যেখান থেকে আমাদের স্বাধীন সত্তার জন্ম।

এই মাসে আমরা শুধু ভাষা শহীদদের স্মরণ করি না, বরং প্রতিজ্ঞা করি—আমাদের মাতৃভাষাকে আরও বেশি ভালোবাসবো, সম্মান দেবো, আর প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষার সৌন্দর্য ছড়িয়ে দেবো।

📖 “মাতৃভাষা হোক গৌরবের, হোক চর্চার, হোক আমাদের অহংকার!”

ভাষার মাসের প্রথম দিনে সবার প্রতি রইলো ভালোবাসা ও শ্রদ্ধা!

🖤✊🏽 #ভাষারমাস #বাংলারগর্ব #মাতৃভাষা

31/01/2025

Address

G-14, Pallabi Extension
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when কিছুমিছু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিছুমিছু:

Videos

Share

“কিছুমিছু”

লিখছেন কিছু? ভাবছেন মিছু ! আপনাদের জন্যই কিছুমিছু ! "কিছুমিছু" বাংলা সাহিত্য ও সংস্কৃতি নির্ভর একটি গ্রূপ। যেখানে নেই রাজনীতি, যেখানে ছড়ানো হয় না বিদ্বেষ। আছে সাহিত্য, শিল্প, মানবতা ও নিরেট ভালোবাসা !,