15/12/2024
এখনও প্রায় দুই মাস মেসির খেলার বাইরে থাকবেন, মাঝের এ সময়সহ তিন মাস খেলার বাইরে। ব্যাপারটা অনেককেই এতটাই ভাবাচ্ছে যে মাঝে লোন ডিলে খ্যাপ খেলার মতো করেও অনেকেই ভাবছেন...
যে বিষয়টা অনেকেই মিস করছেন, মেসির জন্য প্রিসিজনটা কতটা গুরুত্বপূর্ণ। এমনিতেই ইউরোপে খেললেও দেড় থেকে দুই মাসের ব্রেক স্বাভাবিক, আরও এক মাস বেশি পেলে প্রিসিজনের প্রস্তুতি আরও লম্বা হবে। প্রতিটা সিজনে একটা ছুটির পরে প্রিসিজনের ট্রেনিং-এ মেদ ঝড়িয়ে ফুরফুরে মেসি এমন একটা সেলফি দেন, এটা দিলেই বুঝবেন মেসির প্রস্তুতি সেরা হয়েছে...
মনে রাখবেন মেসি সবচেয়ে মেধাবীর পাশাপাশি সবচেয়ে পরিশ্রমী ফুটবলারদের একজন... এত বড় বড় সাফল্যের পেছনে প্রি-সিজন, ট্রেনিং, জিম সবকিছু, হ্যাঁ সবকিছু জড়িত...