Monir Vai Gaming

Monir Vai Gaming বাচ্চাদের স্বাধীনতা ও খেলার সময় দুটোই দেয়া উচিত, খেলাধুলা কোনো বিলাসীতা নয় বরং এটা প্রয়োজনীয়তা।

আমরা হার না মানা বীর বাহাদুর মুসলিম।
08/10/2023

আমরা হার না মানা বীর বাহাদুর মুসলিম।

এ-সময়ে আপনি  ফিলিস্তিনের পাশে থাকতেন কিন্তু আছেন জালেমের জেলখানায়। 😪
08/10/2023

এ-সময়ে আপনি ফিলিস্তিনের পাশে থাকতেন
কিন্তু আছেন জালেমের জেলখানায়। 😪

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার...
02/10/2023

পাপন বিসিবি’র দায়িত্ব নেন ২০১২ সালে। সেই ২০১২ সাল থেকে এ পর্যন্ত ইন্ডিয়া ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন হয়েছে ৮ বার। পাকিস্তানের ৭ বার। শ্রীলঙ্কার ৫ বার।
আমরা বলতে পারি... প্রেসিডেন্ট ওবামা চলে গেছে ডোনাল্ড ট্রাম্প এসে আমেরিকা শাসন করে বিদায় নিয়েছে বাইডেন প্রেসিডেন্ট হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
নোকিয়া ওল্ড মডেল বদলে স্মার্ট ফোন এসেছে কিন্তু পাপন রয়ে গেছে।
বিশ টাকার পেঁয়াজ ডাবল সেঞ্চুরি করে দামের রেকর্ড গড়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
৩০/৪০ টাকার চাল ৭০ টাকা হয়েছে কিন্তু পাপন রয়ে গেছে।
পরী মনি জেলে গিয়ে ছাড়াও পেয়ে গেছে কিন্তু পাপন রয়ে গেছে।
৮৫ টাকার সয়াবিন তেল ১৭০ টাকা হয়েছে, তাও পাপন রয়ে গেছে।
জয় পাপোন্দা ✌️

বাংলার ক্রিকেট এর উন্নয়ন ১৯৮৬ তে যেমন হতো এখনো তেমনই হয়...!অযোগ্যরা যেখানেই নেতৃত্ব দিবে সেখানেই একটা ভয়াবহ পরিস্থিতি তৈ...
31/08/2023

বাংলার ক্রিকেট এর উন্নয়ন ১৯৮৬ তে যেমন হতো এখনো তেমনই হয়...!
অযোগ্যরা যেখানেই নেতৃত্ব দিবে সেখানেই একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে
যোগ্যরা অবহেলিত হবে আর অযোগ্যরা জায়গা দখল করে বসে থাকবে এটাই স্বাভাবিক,
অযোগ্যদের দিয়ে উন্নতি হয় না
বড় জোর তেল মালিশ হতে পারে
মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, বিজয়, ইমরুল,
অবহেলিত কিন্তু অযোগ্য না
তোমাদের দলে না থাকতে পারে কিন্তু হাজারো ভক্তের হৃদয় কুটিরে ঠিকই বসে আছে..।

তামিমকে নিয়ে কিছু কথা---মেসি বলেছেন 🗣️ :- আমি ক্রিকেটার হইনি কারণ ঐখানে সর্বকালের সেরা তামিম ইকবাল খাঁন।নেইমার বলেছেন 🗣...
29/08/2023

তামিমকে নিয়ে কিছু কথা---

মেসি বলেছেন 🗣️ :- আমি ক্রিকেটার হইনি কারণ ঐখানে সর্বকালের সেরা তামিম ইকবাল খাঁন।

নেইমার বলেছেন 🗣️ :-একমাত্র তামিমের জন্য ক্রিকেট শব্দটা চিনি, এবং ক্রিকেট দেখি

🗣️: সৌরভ গাংগুলি বলেছেন
কোনো সন্দেহ ছাড়াই তামিম বিশ্বসেরা।

🗣️: স্টিভ স্মিথ বলেছেন
যারা তামিমকে ভালোবাসেন না তারা ক্রিকেট এ বোঝেন না।

🗣️:ধনি বলেছেন
তামিম শুধু ক্রিকেটের রাজা নয়,মহারাজা।

🗣️:ক্রিস গেইল বলেছেন
আমি তামিমের অনেক বড় ভক্ত।

🗣️: ভিভ রিচার্ডস বলেছেন
আগামী ১০ বছরে ১০ জন কোহলি আসবে কিন্তু আগামী ১০ হাজার বছরেও ১জন তামিম আসবে না।

🗣️: বেন স্টোক্স বলেছেন
তামিমের মত ক্রিকেটারের জন্ম নিতে আপনাকে ১০০ বছর অপেক্ষা করতে হবে।💪🤗

🗣️: রিকি পন্টিং বলেছেন,
কোহলি তামিমের লেভেলের নয়।

🗣️: ডন ব্রাডম্যান বলেছেন,
তামিমের সাথে যেকোনো প্লেয়ার এর তুলনা করা অপরাধ

🗣️:সাকিব বলেছেন
যারা তামিমের সমালোচনা করেন তারা ক্রিকেট বোঝেন না।

🗣️: রাহুল দ্রাবিড়(ইন্ডিয়া কোচ) বলেছেন
আমার ক্যারিয়ারে তামিম মানেই সব কিছু।

🗣️: ব্রায়ান লারা
তামিম ইতিহাসের সেরা খেলোয়াড়।

🗣️:পাপন(বিসিবি সভাপতি সভাপতি)বলেছেন
তামিম বাংলাদেশের সম্পদ।

🗣️: শচিন বলেছেন
কোহলি নাকি তামিম ?=তামিম

তামিম নাম টা শুধুই ভালবাসার 🖤

ইহসব কেয়া হে😁
26/08/2023

ইহসব কেয়া হে😁

প্রেরণা যোগান:ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে। এমন নয় যে, লোকটির ধাক্কায় ...
13/08/2023

প্রেরণা যোগান:

ছবিতে দেখা যাচ্ছে- একজন লোক একটি হাতিকে ধাক্কা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে তুলছে।
এমন নয় যে, লোকটির ধাক্কায় হাতিটি উপরে উঠে যাবে। বিষয়টি হলো- লোকটি হাতির পেছনে হাত রাখাতে হাতিটি বুঝতে পারছে তাকে সাপোর্ট দেয়ার জন্য কেউ আছে। এই ভরসায় হাতিটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে সমর্থ হবে। এটাই প্রেরণা। জীবনে প্রত্যেক টা সফল মানুষের পিছনে একটা গল্প থাকে।

আমাদের মধ্যে এমন অনেক লোক আছেন যারা ব্যর্থ হয়েছেন। কারণ তাদের সমর্থন বা উৎসাহ দেওয়ার মতো কেউ ছিলো না; উঠে দাঁড়ানোর জন্যেও কারো হাত লাগে।

আমরা অন্যকে সহযোগিতা করতে সক্ষম নাও থাকতে পারি; তবে কারো কঠিন সময়ে তার পাশে থেকে উৎসাহ নিশ্চয়ই দিতে পারি। ভালোবাসা, ইতিবাচক সহযোগিতা এবং ভরসার মাধ্যমে যদি কেউ উঠে দাঁড়াতে পারে, কারো জীবন পরিবর্তন হয়, এর চেয়ে উত্তম কাজ আর কিছু নেই।

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!'বিল গেটসের টাকায়!'ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'তাহসানের কন্ঠে কিংবা হৃত...
07/08/2023

জাস্টিন ট্রুডোর ক্ষমতায়!
'বিল গেটসের টাকায়!'
ফুটবলার হাকিমির জনপ্রিয়তায়!'
হুমায়ন ফরিদীর ভালোবাসায়!'
তাহসানের কন্ঠে কিংবা হৃতিক রোশানের স্মার্টনেসে!'

কোন কিছুই নারীকে আঁটকাইতে পারে নাই,নারী আসলে কিসে আঁটকায়?'😊💔

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। প...
01/08/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।

#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বল...
31/07/2023

বাসে একজন নারী দাঁড়িয়ে থাকলে— বেশিরভাগ পুরুষই উঠে সেই নারীকে জায়গা করে দেন।

লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় একজন পুরুষই বলে ওঠেন— তার পেছনের নারীটিকে অগ্রাধিকার দেওয়া হোক।

দোকানের বেশিরভাগ পুরুষ সেলসম্যান আরেকজন পুরুষকে শান্তস্বরে বলেন, 'ভাই, এই মহিলাটিকে আগে বিদায় করে দিই। আপনি একটু বসুন।'

স্কুলের যেসব শিক্ষক ছেলেদের গরু-ছাগলের মতো পেটান, সেসব শিক্ষকও মেয়েদের বেলায় সহানুভূতিশীল হন।

কোনো পুরুষকে তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের কথা বলতে বললে— সেই পুরুষটি একজন নারীরই নাম বলবেন।

কিন্তু কট্টর নারীবাদ পুরুষের এই ব্যাপারগুলোকে শ্রদ্ধা করে না, বরং অস্বীকার করে। তারা ভাবে— পুরুষ মানেই ধর্ষক, নির্যাতনকারী, দেহপ্রেমী ইত্যাদি। তারা মনে করে, পুরুষ রাস্তাঘাটে বেরই হয় নারীদের ধর্ষণ করতে। এরকম একচোখা চিন্তাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি।

এটা ভুলে গেলে চলবে না— সব পুরুষের মধ্যেই একজন 'বাবা' বাস করেন।❤️।❤️

26/07/2023

শুধু একবার সুযোগ দাও আমায়!

14/07/2023

নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার এক যুবকের গল্প।

11/07/2023

মায়ের হাতে সুস্বাদু খাবার খাওয়া,
বাবাকে জমের মতো ভয় পাওয়া,
আর শিক্ষককে ভক্তি ভরে শ্রদ্ধা করা শেষ জেনারেশন বোধহয় আমরা ই!!!

26/05/2023

It’s a attitude

Now my news Feeds
16/04/2023

Now my news Feeds

আমি আছি🖐️
16/04/2023

আমি আছি🖐️

19/03/2023

ফ্রিতে কখনোই কুরআন শেখাবেন না, তাতে কুরআন এবং আহলে কুরআনকে মানুষজন সস্তা মনে করতে শুরু করবে।

অল্প বেতনে ইমামতি করবেন না, এতে নতুন প্রজন্মের কেউ আর ইমামতির দায়িত্ব গ্রহন করতে চাইবে না।

আরবি প্রাইভেট পড়ানোর আগে জেনে নিন ঐ ছাত্রের ইংরেজি বিজ্ঞান অংকের শিক্ষককে কত দেয়। আপনি তার চেয়ে কম নেবেন না, তাতে আপনাকে এবং আরবিকে খয়রাতি বিদ্যা মনে করা হবে।

মাদ্রাসায় ফ্রি খাওয়াবেন না, অবৈতনিক দ্বীন শেখাবেন না, এতে করে দ্বীনী শিক্ষায় খরচের অভ্যাস তৈরি হবে না। একটা ভিক্ষাবৃত্তির মানসিকতা নিয়ে জেনারেশন গড়ে উঠবে।

লিল্লাহ (বিনা টাকায়) তারাবীহ পড়াবেন না, এতে হাফেজদের গুরুত্বহীন বেকার কামলা ধারণা করা হয়। অভিজাতরা তাদের সন্তানকে হাফেজ বানাতে আর আগ্রহ পাবে না।

আপনি যদি ফ্রি দ্বীনের খেদমত করতে চান, তাহলে চীন রাশিয়া ইত্যাদি অমুসলিম দেশে গিয়ে করেন। মুসলিম প্রধান দেশে ফ্রিতে দ্বীন শেখালে দ্বীনের ইহানাত হয়।

#বি:দ্র: কথাগুলো কোন এক ভাইয়ের লেখা তবে সমাজে এবং দেশে আমাদের এবং হুজুরদের বর্তমান অবস্থান অনুযায়ী এই কাজগুলো করাকে প্রয়োজন মনে করছি ।

টাকা নিয়ে এগুলো করলে যে দ্বীন বিক্রি করে খাওয়া হবে বিষয়টা তেমনটা ভেবে বলা হয়নি।

প্রতিটা মাদ্রাসা হোক অথবা যেকোন প্রতিষ্ঠান হোক সব জায়গায় কাজ অনুযায়ী প্রতিটা জিনিসের দাম বাড়ানো হয়েছে।

কারখানায় প্রডাক্ট এর দাম সাথে কর্মচারী বেতন বৃদ্ধি
হোটেলে খাবারের দাম সাথে বেতন বৃদ্ধি
স্কুল কলেজে বই খাতার দাম সাথে ছাত্র এবং শিক্ষক উভয়ের বেতন বৃদ্ধি
মোটকথা প্রত্যেকটা সেক্টরে সব কিছুর পরিবর্তন আছে
শুধু আমাদের হুজুরদের বেলায় সব কিছুতেই শিথিলতা?

ভাই নজরিয়াতের পার্থক্য থাকতে পারে তবে একটা কথা খেয়াল করবেন
অযথা তর্কে জড়ানোর কোন রকম চেষ্টা করবেন না।
কথাগুলো বুঝার চেষ্টা করবেন, কোন মাইন্ডে এবং কি ভেবে লিখা হয়েছে তা ব্যাক্ত করেছি সুতরাং তর্ক করার ইচ্ছে হলে দূরে সড়ে যাবেন ।

কথায় ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বহুদিন  আগে  আমার বাবা  তার  খালি  জমিতে  একটা  গরিব  পরিবারকে  থাকতে দিয়েছিলেন।  বেশ কয়েক বছর  পর বাবা  বাড়ি  করার জন্য...
25/02/2023

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।
বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো
তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।
একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।
আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।
সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় --"It's facility, not right."
তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।
হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না।
পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।
বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।
কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি।
cp

18/01/2023
16/01/2023

পুরো ভিডিও লাগলে কমেন্ট করেন..!

Address

Uttara Dhaka
Dhaka
1245

Telephone

+8801883835545

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir Vai Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir Vai Gaming:

Videos

Share


Other Gaming Video Creators in Dhaka

Show All