26/07/2023
সে জানতে চায় আমি তাকে, কোন স্বার্থে ভালোবাসি???
কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি কোনো এক বিষন্ন রাতে এলোমেলো চুল গুলো নিয়ে তার কোলে মাথা রাখলে সে যেন চুলে বিলি কাটতে কাটতে বলে "তোমার চুলের গন্ধ আমার ভীষণ প্রিয়। "
কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি আমার অসুস্থতায় কিংবা খুব মন খারাপ এর সময় তার হাত জোড়া আমার মুখের দু পাশে রেখে কপালে আলতো করে চুমু খেয়ে বলুক "আমি আছি তো সব ঠিক হয়ে যাবে।" আর সেই মুহূর্তে আমি যেন তাকে জরিয়ে ধরে বলতে পারি, "কখনো আমাকে ছেড়ে যেও না।" ঠিক এমনি করে আমিও তাকে বলতে চাই আার সে জিজ্ঞেস করার আগেই বলে দেবো, "আমি কখনো তোমায় ছেড়ে যাব না।"
কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি রোজ সকালে আমি তার ঘুম ভাঙার কারন হই। খুঁজে না পাওয়া ওয়ালেট, হাত ঘড়ি আার চশমা খোঁজার চোখ হই। অফিস ছুটতে গিয়ে ফেলে যাওয়া টিফিন বক্স টা সময় মতো পৌঁছানোর কারন হই।
কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি সে রাত করে ঘরে ফিরলে যেন দেখতে পারে এক জোড়া অপেক্ষারত চোখ আকুলতা আর চিন্তা নিয়ে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে আর অভিমানে গাল বেয়ে জল পরছে। সেই চোখ জোড়া যেনো সে কিছুতেই উপেক্ষা করতে না পারে,চাইলেও যেন না পারে।
কোন স্বার্থে ভালোবাসি জানি না শুধু জানি বিছানায় উল্টোপাশ হয়ে শুয়ে আমার অভিমানের কারণ গবেষণা করে বের করুক। অভিমানে ফোলা গালে এক রাশ হাসি এনে দিক মুহূর্তেই। আর আনন্দে দু’ফোটা অশ্রু আমার গড়িয়ে পড়ুক এই ভেবে যে "পৃথিবীতে একজন তো কেউ আছে যে আমার হাসি মুখের কারন।"
কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি আমার আনন্দ গুলো তার সাথে ভাগ করে নিতে চাই যেন একটা মুহূর্ত সে মন খারাপ করে না থাকতে পারে। তাকে মুগ্ধ করতে চাই কারণে অকারণে, মুগ্ধ হতে চাই তার আমিত্তে।অকারণেই ঝগড়া আর খুনসুটিতে মেতে উঠতে চাই বেলা অবেলায়।
কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি বন্ধুত্তের মতো একটা সুন্দর সম্পর্কের হাত ধরে দুজন দুজনের চোখের সামনে বৃদ্ধ হই।শেষ জীবনে নিঃসঙ্গতায় সে যেন কেবল আমার হাত টাই খোঁজে।
আার জীবন এর শেষ দিনেও যেন বলতে পারি, কোন স্বার্থে ভালোবাসি জানি না, শুধু জানি "আমি তোমাকে কোনো শর্ত ছাড়াই ভালোবাসি।"❣️❣️❣️