Inbaat Publication

Inbaat Publication অন্তরগুলোতে হোক ঈমানের অঙ্কুরোদগম

ইনবাত পাবলিকেশনের সকল বই পাওয়া যাচ্ছে চট্টগ্রামের চকবাজারে Muslim Modesty  শপেশপ-৪৩, ৩য় তলা, মতি কমপ্লেক্স, চকবাজার, চট্...
15/01/2025

ইনবাত পাবলিকেশনের সকল বই পাওয়া যাচ্ছে চট্টগ্রামের চকবাজারে Muslim Modesty শপে
শপ-৪৩, ৩য় তলা, মতি কমপ্লেক্স, চকবাজার, চট্টগ্রাম

কুরআনকে পাঠযোগ্য করতে উক্ত চার সৎপথপ্রাপ্ত খলিফার অবদান অনস্বীকার্য। বিশ্বব্যাপী শত শত বছর ধরে কোটি কোটি মুসলিম এই মুসহা...
14/01/2025

কুরআনকে পাঠযোগ্য করতে উক্ত চার সৎপথপ্রাপ্ত খলিফার অবদান অনস্বীকার্য। বিশ্বব্যাপী শত শত বছর ধরে কোটি কোটি মুসলিম এই মুসহাফ থেকেই কুরআন পাঠ করছে, মুখস্থ করেছে, কুরআনের মায়াবী পাতায় হাত বুলাচ্ছে, আল্লাহর নাযিলকৃত এই নূর বুকে জড়িয়ে নিচ্ছে, বুকে ধারণ করছে, এর ব্যাখ্যা-তাফসীর করা হয়েছে, এই কুরআনের পাতা কেউ অবমাননা করতে গেলে একে রুখতে জীবন দেয়া হচ্ছে। এসবই বর্তমানে চলমান, ভবিষ্যতেও চলবে। কুরআনের মর্যাদা বুলন্দ রাখতে সাহাবীদের এই প্রচেষ্টার সর্বোচ্চ প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাঁদেরকে প্রদান করুন এবং তাঁদেরকে জান্নাতে কামিয়াবদের সর্দার করুন।
মালামিহু ফিত তাজউইদ বই থেকে

12/01/2025

'সংক্ষিপ্ত তাজউইদ' সম্পর্কিত বিস্তারিত আলোচনা

ইনবাত পাবলিকেশনের সকল বই পাওয়া যাচ্ছে আন্দরকিল্লা, চট্টগ্রামেঃ- দারুল হিকমাহ লাইব্রেরী- আহমাদিয়া লাইব্রেরী- নিউ মোস্তফা ...
09/01/2025

ইনবাত পাবলিকেশনের সকল বই পাওয়া যাচ্ছে আন্দরকিল্লা, চট্টগ্রামেঃ

- দারুল হিকমাহ লাইব্রেরী
- আহমাদিয়া লাইব্রেরী
- নিউ মোস্তফা লাইব্রেরী
- আল মানার লাইব্রেরী
- ছুফিয়া লাইব্রেরী
- জীলানি লাইব্রেরী
- মিনা বুক হাউস
- এবিসি পুস্তকালয়
- আজাদ বুকস
- ফয়েজ বুকস
- সাহিত্য বিচিত্রা

জর্ডানের জাবালে রাম্মে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে উদ্ঘাটিত ন্যাবাটিয়ানদের শিলালিপি- মালামিহু ফিত তাজউইদ বই হতে
08/01/2025

জর্ডানের জাবালে রাম্মে খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে উদ্ঘাটিত ন্যাবাটিয়ানদের শিলালিপি

- মালামিহু ফিত তাজউইদ বই হতে

ইনবাত পাবলিকেশন এর সকল বই এখন থেকে মিরপুরের "আশরাফিয়া লাইব্রেরী"তে পাওয়া যাবে ইনশাআল্লাহ।আশরাফিয়া লাইব্রেরীযোগাযোগঃমুহাম...
06/01/2025

ইনবাত পাবলিকেশন এর সকল বই এখন থেকে মিরপুরের "আশরাফিয়া লাইব্রেরী"তে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

আশরাফিয়া লাইব্রেরী

যোগাযোগঃ
মুহাম্মদ আবু নাসির খান
০১৭২৮-৯৬৫ ৬৬৮
০১৩১১-৪৭৭ ৬০৩

ঠিকানাঃ
হাবিব সুপার মার্কেট
প্লট-১৩, রোড-৩, সেনপাড়া পর্বতা,
মিরপুর-১০, ঢাকা-১২১৬

হরফের ক্রমবিকাশ:প্রাচীন মিসরীয়দের লিখন-পদ্ধতি থেকে কেনানীয়রা মোট ২২ টি অক্ষর গ্রহণ করে নতুন রূপ দিয়েছিল। অক্ষরগুলোর ব...
05/01/2025

হরফের ক্রমবিকাশ:

প্রাচীন মিসরীয়দের লিখন-পদ্ধতি থেকে কেনানীয়রা মোট ২২ টি অক্ষর গ্রহণ করে নতুন রূপ দিয়েছিল। অক্ষরগুলোর বিভিন্ন নামও দেয়া হয়েছিল। সেই ২২ টি অক্ষরই কালক্রমে অন্যান্য ভাষাসমূহের অক্ষরে সংযােজিত হয়েছে নতুন নতুন রূপে। মিসরীয় হায়রোগ্রিফের চিত্রায়িত শব্দটির উচ্চারণের প্রথম অক্ষরকেই কেনানীয়েরা নিজেদের অক্ষর হিসেবে গ্রহণ করেছিল। আর তারা সেসব অক্ষরের নাম রেখেছিল মূল শব্দটির মাধ্যমে। যেমন : মিসরীয় হায়রোগ্লিফের একটি ষাড়ের মাথার চিহ্নের মাধ্যমে একটি ষাঁড়ের প্রতিবিম্ব ফুটে উঠছে। সিনাই/কেনানীয়দের মৌখিক ভাষায় ষাঁড়কে বলা হতো "আলপ"। মিসরীয় হায়রোগ্লিফের এই অক্ষরটিকে কেনানীয়রা আরও একটু সহজভাবে লিখল আর এই অক্ষরের নামকরণ করল 'আলপ'। আর এর উচ্চারণ হলো "আ'। সেই আলপ থেকেই আজ আরবীতে আমরা আলিফ (ا) পেয়েছি।

কেনানীয় বা সিনাই অক্ষরগুলো কালক্রমে বিভিন্ন রূপে রূপান্তরিত হতে হতে প্রায় ২১ শত বছরের যাত্রা শেষে সেগুলো থেকে আরবী অক্ষরগুলো গঠিত হয়েছে। ফলে আরবী অক্ষরগুলাো মাঝে মাঝে কেনানীয় অক্ষরের নামের প্রথম অক্ষর অনুযায়ী উচ্চারিত হয়েছে এবং গঠনের ক্ষেত্রে প্রাচীন হায়রোগ্লিফের চিত্রগুলোর রূপ নিয়েই গঠিত হয়েছে। আবার মাঝে মাঝে কেবল কেনানীয় অক্ষরের নামের প্রথম অক্ষর অনুযায়ী উচ্চারিত হয়েছে কিন্তু প্রাচীন হায়রোগ্লিফের চিত্রের আলোকে আংশিক বা পুরোপুরিভাবে পরিত্যাগ করেছে।

04/01/2025
ক্যারিয়ার বনাম সন্তানের তারবিয়াতনারীদের সবচেয়ে বড় পরিচয় হলো তাদের মাতৃত্ব। তাদের পরিশ্রমেই গড়ে ওঠে সভ্য জাতি। এই কারণেই ...
02/01/2025

ক্যারিয়ার বনাম সন্তানের তারবিয়াত

নারীদের সবচেয়ে বড় পরিচয় হলো তাদের মাতৃত্ব। তাদের পরিশ্রমেই গড়ে ওঠে সভ্য জাতি। এই কারণেই ইবনুল ক্বইয়্যিম বলেছেন, “উম্মাহর অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেককে জন্ম দিয়েছে নারী। তাই বলা যায় পুরো উম্মাহই হলো নারী।”

কিন্তু আফসোস আজকের যুগের নারীরা তাদের প্রকৃত সম্মান ভুলে যাওয়ার পথে। নারীরা আজ বহির্মুখী। আজ নারীদের কাছে সন্তানের চেয়ে ক্যারিয়ার বড়। ক্যারিয়ারের কথা ভেবে অনেকেই সন্তান দেরি করে নেয়ার চিন্তা ভাবনা করে। যতদিনে সন্তান নেয়ার ইচ্ছা মনে জাগে ততদিনে অনেকের মাতৃত্বের ক্ষমতাও হয়ে যায় দুর্বল। বহু কষ্টে অনেক অপেক্ষার পর ভাগ্য ভালো থাকলে কোল জুড়ে জায়গা করে নেয় ছোট্ট একটা জীবন। তারপর ৬-৭ মাস যেতে না যেতেই সন্তান অর্ধদিনের জন্য মা হারা হয়ে যায়। গৃহ পরিচারিকার হাতে সন্তানকে তুলে দিয়ে মা আবার হয় কর্মমুখী, ক্যারিয়ার গড়ার নিমিত্তে। দুধের শিশু মাতৃত্ব খুজে পায় গৃহ পরিচারিকার আঁচলে। কাজের লোকের তারবিয়াতেই অবশেষে সন্তান বড় হয়।

খবরে আমরা অহরহ দেখছি যে, সন্তানকে রেখে বাবা এবং মা কর্মক্ষেত্রে গিয়েছেন, এদিকে কাজের লোক সন্তানকে নির্যাতন করছে। আবার সন্তান মায়ের কাছে আকুতি মিনতি করছে যে, তার মা যাতে তাকে ব্যাগে করে অফিসে নিয়ে যান। অথচ এসব মায়েদের ভাষ্য হলো, সন্তান পালনের দায়িত্ব কি শুধুই নারীদের, পুরুষদের না? সন্তান পালন কি আজ এতটাই তুচ্ছ বিষয় হয়ে গেল যে দায়িত্ব ছুড়াছুড়ি করতে হচ্ছে?

বাবার সংস্পর্শ সন্তান কিছুটা কম পেয়ে থাকে। আদব কায়দা, মু’আমালাত সন্তান সাধারণভাবে মায়েদের কাছ থেকেই শিখে থাকে। যখন সন্তানের জীবনে মা থেকেও অনুপস্থিত হয়ে যায় সেটা সন্তানের জীবনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এসব সন্তানেরা তাদের কৈশোর কিংবা যৌবনে মাদক, চুরি-ছিনতাই, পর্ণাসক্তি, ব্যাভিচারের মতো অসৎ কর্মকান্ডে জড়িয়ে পরে। যখন তারা বুঝতে পারে যে তাদের জীবনটা বিষিয়ে উঠেছে অথচ অনেকটা দেরি হয়ে গিয়েছে এবং ফিরে আসার রাস্তা যখন তারা খুঁজে না পায় তখন তারা ঠিকই তাদের পরিবার তথা মা-বাবাকে দুষতে থাকে। মা-বাবার সুষ্ঠ প্যারেন্টিং এর অভাবে সন্তান এভাবেই বিগড়ে যায়। ফলে ব্যাক্তি জীবন, পারবারিক জীবন, এমনকি সমাজও ক্ষতিগ্রস্থ হয়।

আরেক মত থেকে জানা যায় যে, সর্বপ্রথম ই’জাম যুক্ত করেন ইয়াহইয়া বিন ইয়া’মার অথবা নাসের বিন ‘আসীম। তাঁরা উভয়ই ছিলেন আবুল আসও...
01/01/2025

আরেক মত থেকে জানা যায় যে, সর্বপ্রথম ই’জাম যুক্ত করেন ইয়াহইয়া বিন ইয়া’মার অথবা নাসের বিন ‘আসীম। তাঁরা উভয়ই ছিলেন আবুল আসওয়াদের ছাত্র।
.
ই’জাম ব্যতীত আরবী পড়তে গেলে কেমন সমস্যার মুখোমুখি হতে হতো, উপরিউক্ত চিত্র তার একটি উদাহরণ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কুরআন মজীদে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারীর জন্য শাফা’আত ...
31/12/2024

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কুরআন মজীদে তিরিশ আয়াতবিশিষ্ট একটি সূরা আছে, যা তার তিলাওয়াতকারীর জন্য শাফা’আত করবে, শেষে তাকে ক্ষমা করা হবে। তা হলোঃ তাবারাকাল্লাযী বিয়াদিহিল ’’মুলক’’ (সূরা মুলক)
[তিরমিযী ২৮৯১, আবূ দাউদ ১৪০০, রাওদুন নাদীর ৬৪, আত-তালীকুর রাগীব ২/২২২, ২২৩, সহীহ আবু দাউদ ১২৬৫।]
* এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

১। এই হাদীসটির দ্বারা সূরা আল্ মুলক এর কতকগুলি মর্যাদার বিষয় প্রমাণিত বা সাব্যস্ত হয়।

২। যে ব্যক্তি যত্নসহকারে এই সূরাটি পাঠ করবে ও তার উপদেশগুলি মেনে চলবে এবং একনিষ্ঠতা ও আন্তরিকতার সহিত আল্লাহ ও তদীয় রাসূলের আনুগত্য করবে, সেই ব্যক্তির পাপমোচনের জন্য এই সূরাটি আল্লাহর কাছে সুপারিশ করবে।

৩। যত্নসহকারে এই সূরাটির পঠন পাঠন, অধ্যয়ন ও অধ্যাপনা, গবেষণা এবং অনুধাবন করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। [হাদিসবিডি হতে সংগৃহীত]

“কুরআন, আল্লাহর মহিমান্বিত বাণী। আমার জীবনের সংবিধান। কিন্তু এর কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমি? বয়স অনেক হয়ে গিয়েছে তব...
30/12/2024

“কুরআন, আল্লাহর মহিমান্বিত বাণী। আমার জীবনের সংবিধান। কিন্তু এর কতটুকু মর্যাদা দিতে পেরেছি আমি? বয়স অনেক হয়ে গিয়েছে তবুও রবের পাঠানো চিঠিটা আমি ঠিক মতো পড়তেও জানি না। পরম যত্নে গিলাফে জড়িয়ে সেল্ফের ওপর রেখে দিয়েছি। ধুলোর পুরু আস্তরণ পরে গিয়েছে এতোদিনে, তবুও কুরআনটা আমি খুলেও দেখি না। দুনিয়ায় যত পদের শিক্ষা রয়েছে, সবই তো মানুষ আয়ত্ত করছে, তা যতই কঠিন হোক না কেন। কিন্তু কুরআন তিলাওয়াত শিক্ষার বেলায় এসে আমার যত আলসেমি আর অবহেলা। কুরআনের সাথে এরূপ আচরণ এটিই প্রমাণ করে যে, কুরআনের প্রতি আমার ভালোবাসা মুখগহ্বর পার হয়ে অন্তরে পৌছতে পারেনি। এখনো কি সময় হয়নি আল্লাহর কালাম শেখার?” দেখুন তো, ওপরের কথাগুলো আপনার সাথে মিলে যাচ্ছে কিনা!!!

29/12/2024

৩. আর-রওম

শব্দের শেষে দম্মা বা কাসরাহ আসলে তা ওয়াকফ করার ক্ষেত্রে সুকূন ব্যবহৃত হয়। এমতাবস্থায় ة ব্যতীত অন্যান্য হরফগুলোর ক্ষেত্রে স্বর এমনভাবে ক্ষীণ করে হারাকাত উচ্চারণ করা হয় যে খুব নিকট থেকেই কেবল তা শোনা যায়। একেই রওম বলে। মূলত দম্মাতাইন ও কাসরাতাইনের ক্ষেত্রে এটি অধিক লক্ষণীয়।
উদাহরণ— الغَفُورٌ ,حَاسِدٍ

[মালামিহু ফিত তাজউইদ, ২৯তম দারস থেকে]

কুরআনে সম্পূর্ণ সূরা বাক্বারায় ইবরাহীম (আ) এর নাম إِبۡرَٰهِـۧم বানানে এসেছে। আর বাকী সূরাগুলোতে এসেছে إِبۡرَٰهِيم বানানে...
28/12/2024

কুরআনে সম্পূর্ণ সূরা বাক্বারায় ইবরাহীম (আ) এর নাম إِبۡرَٰهِـۧم বানানে এসেছে। আর বাকী সূরাগুলোতে এসেছে إِبۡرَٰهِيم বানানে। অর্থাৎ, সূরা বাক্বারায় বানানটিতে ছোট ইয়া (ـۧ) ব্যবহৃত হয়েছে এবং অন্যান্য সূরায় ব্যবহৃত হয়েছে বড় ইয়া (ي)। কেবল সূরা বাক্বারায় উক্ত বানানের পুনরাবৃত্তির কারণ হতে পারে এই যে, ইহুদিদের অনুসৃত বর্তমান তাওরাতে উল্লেখিত রয়েছে ইবরাহীম (আ) এর নাম পূর্বে আবরাম ছিল, আল্লাহ তা'আলা তার নামে একটি ه যুক্ত করে আবরাহাম রেখেছেন (জেনেসিস ১৭:৫)। আবরাম অর্থ ‘সম্মানিত পিতা’ আর আবরাহাম অর্থ ‘বড় সংখ্যকের পিতা’। অর্থাৎ তিনি কেবল ইহুদিদের জাতির পিতা নন, বরং মুসলিমদেরও জাতির পিতা। অপরদিকে إِبۡرَٰهِيم বানানে ه হরফটি বিশেষভাবে দৃষ্টিগোচর করতে উক্ত বানানে ي উহ্য রাখা হয়েছে। সূরা বাক্বারায় আহলুল কিতাবদের সম্পর্কে অনেক উদ্ধৃতি রয়েছে। ইবরাহীম (আ) এর নামের দুটি বানানরীতি তাওরাতে তাঁর নাম পরিবর্তনের ঘটনাকে নির্দেশ করে এবং সূরা বাক্বারায় নামের বানানের উক্ত রীতি আরবের ইহুদিদের কাছে অধিক পরিচিত ছিল। এটা এরই প্রমাণ বহন করে যে, শেষ কিতাব কুরআনুল কারীম সেই রবের পক্ষ থেকেই এসেছে যেই রব পূর্ববর্তী কিতাবসমূহ নাযিল করেছেন।
কুরআনের শব্দ চর্চা
উদ্ধৃতি : ২য় তামরীন - মাখরাজ ১, ২.২. ه এর মাখরাজ

26/12/2024

التَّجْوِيدُ الْعِلْمِي/النَّظري :
التجويد العلمي হচ্ছে এমনভাবে তাজউইদের হুকুম-আহকামগুলোর তাত্ত্বিক জ্ঞান অর্জন করা যাতে অন্যকে শেখানো যায়। তাজউইদের ইলম বা এর তত্ত্বগত জ্ঞানার্জন করা প্রত্যেকের ওপর ফরজে কিফায়া। যে পারদর্শী তার জন্য মানুষকে শিক্ষাদান করাও ফরজে কিফায়া। অর্থাৎ, যদি কোনো অঞ্চলে তাজউইদ শেখানোর মতো একজন ব্যক্তিও না থাকে তাহলে সেই অঞ্চলের আওতাভুক্ত সকল মানুষ গুনাহগার বলে সাব্যস্ত হবে।

[মালামিহু ফিত তাজউইদ, পৃষ্ঠাঃ১০৬]

গর্ভাবস্থায় মায়েদের প্রস্তুতি:• কোনো মাসে হায়েয না হলে ইউরিন টেস্টের মাধ্যমে গর্ভে সন্তান এসেছে বলে জানা গেলে প্রথম ক...
25/12/2024

গর্ভাবস্থায় মায়েদের প্রস্তুতি:
• কোনো মাসে হায়েয না হলে ইউরিন টেস্টের মাধ্যমে গর্ভে সন্তান এসেছে বলে জানা গেলে প্রথম কাজ হচ্ছে চিকিৎসকের শরণাপন্ন হওয়া । প্রথম ভিজিটের পরীক্ষাগুলো ( হিমোগ্লোবিং লেবেল টেস্ট , ব্লাড সুগার লেবেল টেস্ট , থাইরয়েড ফাংশন টেস্ট , আলট্রাসনোগ্রাফসহ ৭-৮টি টেস্ট ) গুরুত্বের সাথে করা উচিত ।
• হাইরিক্স প্রেগন্যান্সি বা উচ্চ ঝুঁকিসম্পন্ন গর্ভাবস্থা সম্পর্কে সচেতন থাকা উচিত । যদি এমন কিছু হয়ে থাকে তাহলে প্রথম ভিজিটে ডাক্তারের দেওয়া আল্ট্রাসনোগ্রাফি দেখেই ডাক্তার প্লাসেন্টার পজিশন সম্পর্কে বলে দেবেন । প্ল্যাসেন্টা গর্ভাবস্থায় জরায়ুতে বিকাশ লাভ করে । এটি গর্ভে ক্রমবর্ধমান শিশুর জন্য অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং শিশুর রক্ত থেকে বর্জ্য পদার্থ সরিয়ে দেয় । প্লাসেন্টা গর্ভের উপরে অবস্থান করলে সেটা নরমাল । কিন্তু যদি তা গর্ভের নিচে অবস্থান করে তাহলে তা হাইরিক্স প্রেগন্যান্সির লক্ষণ । একে প্লাসেন্টা প্রিভিয়া বলে । এ ছাড়াও হাইরিস্ক প্রেগন্যান্সির আরও কিছু অবস্থা রয়েছে , যা ডাক্তার টেস্ট রিপোর্ট দেখে বলবেন । এসময় সহবাস থেকে দূরে থাকা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত ।
বিস্তারিত - পৃষ্ঠা : ২৮৭

Address

Shop No-57, Madrasha Market (2nd Floor), 34 Northbrook Hall Road, Banglabazar, Dhaka-1100
Dhaka

Telephone

+8801711735965

Website

https://alfurqanshop.com/publisher/ইনবাত-পাবলিকেশন/

Alerts

Be the first to know and let us send you an email when Inbaat Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inbaat Publication:

Videos

Share

Category