Sifat Al Siyam

Sifat Al Siyam এটা একটি ব্যক্তিগত পেজ এখানে আমার ব্য

❎ No Tamim Iqbal ❎ No Mushfiqur Rahim ❎No Mahmudullah Riyad ❎ But not changed the tendency of giving "Dot Ball" in T20 c...
08/10/2022

❎ No Tamim Iqbal
❎ No Mushfiqur Rahim
❎No Mahmudullah Riyad
❎ But not changed the tendency of giving "Dot Ball" in T20 cricket!

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রায় ১০ ওভার ডট বল খেলেছে বাংলাদেশ! নিউজিল্যান্ডের বিপক্ষে "ইম্প্যাক্ট" দেখাতে পারবে কি বাংলাদেশ দল?

বিয়ে করলেন,শালীনভাবে বাচ্চা নিলেন বাট বাচ্চার বাবার পরিচয় জানাতে এতো অনীহা কেনো? এতো ভণ্ডামি বা রহস্য কেনো। ক্যারিয়ার মা...
30/09/2022

বিয়ে করলেন,শালীনভাবে বাচ্চা নিলেন বাট বাচ্চার বাবার পরিচয় জানাতে এতো অনীহা কেনো? এতো ভণ্ডামি বা রহস্য কেনো। ক্যারিয়ার মানে কী নিজের সন্তানকেও আড়ালে রাখা? এর আগেও জানলেন অপুকে এভাবে বিয়ে করে, বাচ্চার পরিচয় দিতে ভণ্ডামি করে। আপনি জেনেও এই প্রতারণার ফাঁদে পা দিলেন কেনো? কয়েকদিন আগেও শাকিব খান জানিয়েছে পরিবার থেকে তার পাত্রী খুঁজছে।

ক্যারিয়ারের লোভ মানুষকে অন্ধ করে দেয়।

কি সুন্দর কিউট বাচ্চা। সে বড় হয়ে যখন জানবে, তার পিতা-মাতা জন্ম পরিচয় আড়াল করেছিলো। তখন তার কেমন লাগবে।

আহারে সুপারস্টার!

29/09/2022

আসসালামু আলাইকুম,

আমাদের তাফালিয়া ক্রিকেট গ্রাউন্ডের পিচ সংস্করণের কাজ চলছে,

যারা তাফালিয়া ক্রিকেট একাডেমি তে ভর্তি হতে চান তারা যোগাযোগ করুন আমাদের সাথে
সপ্তাহে ৩দিন সকালে আমাদের অনুশীলন হবে,
এর পাশাপাশি প্রতি সপ্তাহে একটি করে ম্যাচ ও হওয়ার ইচ্ছা রয়েছে,যা অন্য কোথাও হয় না,

কেউ যদি ম্যাচ খেলার জন্য মাঠ ভাড়া নিতে চান,বা যে কোনো মাঠের বেপারে জানতে

যোগাযোগ করুন,
সাগর 01630684970, 01743273948

বিস্তারিত জানতে,
তাফালিয়া ক্রিকেট একাডেমি
পেজটি ফলো করুন
আমাদের পেজটি ফলো করুন

23/09/2022

তাফালিয়া ক্রিকেট একাডেমির হয়ে ফাস্ট ম্যাচ এর
ব্যাটিং এর কিছু অংশ,, ❤️❤️

21/09/2022

আজকে যাদের জন্যে ছাদখোলা বাস সাজানো হচ্ছে কাল বা পরশু ওদের খবর নেবেন তো ?!

যেকোনো বড় সাফল্যের পরই আমরা বেশ আবেগে মাতামাতি করি,ট্যালেন্টের ক্রেডিট কাড়াকাড়ি করে সিস্টেমের গোঁজামিলকে আড়াল করার চেষ্টা চলে কিছুদিন,তারপর মাতামাতি স্তিমিত হলে মেধাবীরা সিস্টেমের গোলকধাঁধায় অসহায় হয়ে হারিয়ে যায় !

“লাঞ্চ এর পর আসেন এখন সময় নাই” এই হলো আমাদের আসল অভ্যর্থনার ভাষা

দারুন ক্রিয়েটিভ কাজ Shaheen Mohiuddin  ভাই।দ্যা ব্রিফকেস না আসলেও তমুক হয়ে কেউ আসুক শাহিন পিকচার এর ব্যানারে।🤩😁
17/09/2022

দারুন ক্রিয়েটিভ কাজ Shaheen Mohiuddin ভাই।
দ্যা ব্রিফকেস না আসলেও তমুক হয়ে কেউ আসুক শাহিন পিকচার এর ব্যানারে।🤩😁

গত কয়েকদিন ধরেই মনের ভিতর খুব আতঙ্ক কাজ করছিল। অবসরে কিছু একটা নিয়ে ভাবতে বসলেই এই আতঙ্ক আমায় আঁকড়ে ধরেছে বারবার। এক...
14/09/2022

গত কয়েকদিন ধরেই মনের ভিতর খুব আতঙ্ক কাজ করছিল। অবসরে কিছু একটা নিয়ে ভাবতে বসলেই এই আতঙ্ক আমায় আঁকড়ে ধরেছে বারবার। একজন মানুষকে অন্ধের মতো ভালোবাসি,প্রিয় সেই মানুষটিকে সবসময় উঁচু স্থানেই দেখতে চাইবো, এটা আমি একজন ভক্ত হিসেবে বলছি। আর যারা আমার বিপরীতে আছেন তারা হয়তো সেই মানুষটার মুখ খানাই আর দেখতে চাইবেন না। এইক্ষেত্রে কিন্তু কোন গুন বা যোগ্যতার বিচারে আমরা যাই না। এমনটায় হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে!

কথা বলছিলাম আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা নিয়ে। গুঞ্জন অনুযায়ী মাহমুদুল্লাহ রিয়াদ বাদ পড়েছেন! সোস্যাল মিডিয়ার কল্যানে এই কাজটা করতে বিসিবির অবশ্য খুব একটা কষ্ট হয়নি। এই সোস্যাল মিডিয়ার আলোচনা-সমালোচনা থেকেই কিছুদিন আগে তার থেকে কাপ্টেন্সি কেড়ে নিয়েছে বিসিবি।
দলে নতুন করে তরুণদের অগ্রাধিকার দেয়া হয়েছে। নাজমুল হোসেন শান্তর নামটি অন্তর্ভুক্ত হয়েছে। নুরুল ইনজুরি কাটিয়ে দলে জায়গা পেয়েছেন, সাব্বির আছেন, হাসান মাহমুদ আছেন। শুধু এদের কেন গত একবছরের হিসেব করলে পুরো টিমের মধ্যে কার পারফর্ম নজরকাড়া ছিল, মনে রাখার মতো ছিল। সত্যি বলতে বর্তমানে কেউ তেমন একটা ভালো খেলতে পারছে না, যোগ্যতা থাকলেও তা প্রমান করতে পারছেন না। এখন কথা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বাদ কেন?

যেখানে কিছুদিন আগেও সে ছিল এই ফর্মেটে বাংলাদেশের অধিনায়ক। অধিনায়কত্ব কেড়ে নিয়ে আপনাদের মন ভরেনি তাই একেবারে দল থেকেই ছেঁটে ফেলতে হবে! চমৎকার ব্যাপার। এটা মেনে নেওয়ার থেকে তো ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেওয়া অনেক ভালো।

বাংলাদেশ ক্রিকেটে এটা হচ্ছে সময়ের অন্যতম নিকৃষ্ট কাজ। একজন মাহমুদুল্লাহ রিয়াদের জন্য এঠা মেনে নেওয়াটা কঠিন হলেও সে ঠিকই মেনে নেবেন কারণ এমন অবহেলিত সে আগেও হয়েছে। পঞ্চপাণ্ডবের একজন সে হলেও তার গ্রেট থেকে শুরু করে সম্মান সবজায়গায় এই লোকটা পিছিয়েই ছিল। কিন্তু অবদান আর আত্মত্যাগের কথা বললে অন্য চার পান্ডবের থেকে বলতে গেলে বেশিই।

আতঙ্ক এখন নেই কারণ যা কিছু খারাপ হবার তা হয়ে গেছে, এখন মনের মধ্যে আছে শুধু কষ্ট, হতাশা আর ঘৃণা। মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে একজন বিশ্বমানের ক্রিকেটার এবং অধিনায়ক। আগামী বিশ্বকাপে আপনারা অনেকেই হয়তো তাকে খুব মিস করবেন, কিন্তু আমি একদমই করবো না। কারণ মাহমুদুল্লাহ রিয়াদ আবার দলে অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আমি আর বাংলাদেশের কোন খেলাই দেখবো না। ক্রিকেট নিয়ে আমার আবেগ আকাশচু্ম্বী হয়তো, তবে এর চাইতেই শতগুণ বেশি আবেগপ্রবণ আমি মাহমুদুল্লাহ রিয়াদ নামটার প্রতি।

যেতে যেতে বলে যাই, এইযে শ্রীরাম,সাকিব আল হাসানকে নিয়ে এতো লাফাচ্ছেন না, এই সাকিবের অধিনায়কত্বে বাংলাদেশ আরেকটা ভরাডুবির মিশনে যাচ্ছে। ফিরে এসে আবার সেই আগের অযুহাত, আক্ষেপের কথা গুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলবেন। তাই চাইলে এখন থেকেই ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন, মানসিক ভাবে সুস্থ থাকুন।

এই মূহুর্ত থেকে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বয়কট করলাম।
#বয়কট_বিসিবি

#বয়কট_পাপন_গ্যাং

©আকাশ আহমেদ

14/09/2022

খুবি অন্যায় করা হয়েছে,
ধিক্কার জানাই এমন ক্রিকেট বোর্ডকে,

শান্ত কি নাজমুল হাসান পাপন এর রক্তের কেউ নাকি একটু খোঁজ নিয়ে দেখা দরকার,
কারণ যে খানে মাহমুদউল্লাহ রিয়াদ এর জায়গা হয় না সে খানে শান্ত থাকে কেমনে,
আর কিছুদিন আগে পাপন বললেন মাহমুদউল্লাহ রিয়াদ কে মাঠ থেকে বিদায় দিতে চায়,
এখন তো বলতে ইচ্ছা করে তাকে কোন মাঠ থেকে বিদায় দেবে শুনি,
এই দেশে মাসরাফি ভাইয়ের মতো ক্রিকেটাররাই তো সম্মান নিয়া বিদায় নিতে পারে নাই,
তো রিয়াদ মুশি রা কেমনে সম্মান নিয়া বিদায় হবে, এখনো সময় আছে এই পাপন কোরাম টা কেউ একজন এসে সরান না হলে ক্রিকেট দেখা খোঁজ নেওয়া বাদ দিয়াদেন ওরা ক্রিকেট টা রে ধংশ না করে থামবে না

লেখা, Saifullah Bin Sagor

13/09/2022

ঢাকার শহরের অলি গলিতে ছিনতাইয়ের ঘটনা খুবই স্বাভাবিক একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মানুষের নিরাপত্তার কোন নিশ্চয়তা এই শহরে নেই। এই শর্টফিল্মে আমরা ছিনতাই নিয়ে ঘটে যাওয়া একটি শিক্ষামূলক ঘটনা সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের সকলের মূল্যবান মতামত জানানোর জন্য বিশেষ অনুরোধ রইলো। ধন্যবাদ।

ফার্স্ট কমেন্টে ছিনতাই এর ফুল ভিডিও লিংক
দেয়া আছে।

বোলার ছাড়াই এশিয়া কাপ জিতলো ( শ্রীলঙ্কা )   😔😊😄😂😂
12/09/2022

বোলার ছাড়াই এশিয়া কাপ জিতলো
( শ্রীলঙ্কা ) 😔😊😄😂😂

আমি তুফান দেখেও চুপচাপ আছি, ঘূর্ণিঝড়ে আমি নিরবে হাঁটি চারপাশটা হাহাকারে আঁধার আমি তবুও সুপ্ত বাসনা নিয়ে উঠে দাঁড়াবার ...
07/09/2022

আমি তুফান দেখেও চুপচাপ আছি,
ঘূর্ণিঝড়ে আমি নিরবে হাঁটি
চারপাশটা হাহাকারে আঁধার
আমি তবুও সুপ্ত বাসনা নিয়ে উঠে দাঁড়াবার শপথ ধরি,
এগিয়ে যাওয়ার লক্ষ্যে পৃথিবীর পথকে আপন করি,
ভুলে যাই জরাজীর্ণ জীবনের গল্প,
মুছে ফেলি অতীতের আড্ডায় ফেলে আসা পিছুটান, সুখ, দুঃখ কিংবা ব্যর্থতা!

26/08/2022

এই মাসের প্রথম সপ্তাহে সুটিং করেছিলাম, কাজটা অনেক চ্যালেঞ্জিং ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে। খুব শিঘ্রই আপনারা দেখতে পারবেন আমার এই নতুন শর্টফিল্ম "পরহিত জীবন"।

আমাদের রাতজাগা এই পরিশ্রম কতটা সফল হবে জানিনা, তবে নিজেকে তৈরি করছি প্রতিনিয়ত, মুখোমুখি হচ্ছি যতটা সম্ভব চ্যালেঞ্জিং মূহুর্তের। এর উদ্দেশ্য শুধুই আমার স্বপ্নের কাছে এগিয়ে যাওয়ার জন্য এবং আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য।

আজ পঁচিশে আগস্ট আমার জন্মদিন!আমার টিমের সবার উদ্দেশ্য ছিল আজকের এই দিনে আমার নতুন শর্টফিল্মটি পেঈজে আপলোড করবো। কিন্তু ক...
24/08/2022

আজ পঁচিশে আগস্ট আমার জন্মদিন!
আমার টিমের সবার উদ্দেশ্য ছিল আজকের এই দিনে আমার নতুন শর্টফিল্মটি পেঈজে আপলোড করবো।
কিন্তু কারিগরি ত্রুটি এবং সময় সংকোটের জন্য তা আর সম্ভব হচ্ছে না। আশা করছি এই মাসের শেষের দিকে আপলোড করতে পারবো।
আপনারা আমার জন্য দোয়া করবেন। ভীষণ ভালোবাসা আপনাদের জন্য।

23/08/2022

আলহামদুলিল্লাহ আজ আমার
পেইজের সদস্য সংখ্যা দশ হাজার ছাড়িয়ে, ❤️❤️

শুরুটা করেছিলাম পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে তবুও সংশয়, প্রতিবন্ধকতা ছিল অসীম।
এই প্রচেষ্টা আমার একা হতে পারে কিন্তু তা সম্ভব হয়েছে আমার প্রিয় সকল শুভাকাঙ্ক্ষী আপনাদের জন্যই।
জীবনে কতদূর যাবো এখন বলতে পারবো না হয়তো
কিন্তু স্বপ্ন দেখি আকাশছোঁয়ার।
আজকের দিনের এই অর্জনটা আমাকে আমার কাজের স্পৃহা বহগুন বাড়িয়ে দিয়েছে,
সংশয়, প্রতিবন্ধকতা ছাপিয়ে ভালো কাজের অনুপ্রেরণা হয়ে থাকবে,

21/08/2022

উত্তরা ৭নং সেক্টরে গত বৃহস্পতিবার সারাদিন একটি সুটিং এ ছিলাম। সেই সুটিংয়ের কিছু অংশ এখানে।
সুটিং তো অনেক দেখেছি কিন্তু সুটিং ইউনিটের সাথে থেকে কাজ করলাম এই প্রথম, ক্যামেরার পিছনের গল্প জানতে তাই অন্য আরেকজনের মতো আমিও সুটিংয়ের মানুষ হয়ে গেলাম একদিনের জন্য। টানা ১৮ ঘন্টা মেইন ডিরেক্টরের অ্যাসিসটেন্ট হিসেবে কাজ করেছি এবং শুধু দেখার চেষ্টা করেছি সুটিংয়ের সমস্ত দিক।

টিভি কিংবা ইউটিউবে আমরা যে প্রতিদিন নিত্যনতুন নাটক, সিনেমা, সর্টফিল্ম দেখে অভিভূত হই কিন্তু এর "বিহাইন্ড দ্যা স্টোরি" খুবই কষ্টের। এগুলো নির্মাণ করতে যে কতটা প্ররিশ্রম করতে হয় তা আমরা টিভির সামনে বসে কখনোই উপলব্ধি করতে পারবো না।

আমি এখন পর্যন্ত প্রায় দশ থেকে বারোটা সর্টফিল্মে কাজ করেছি, এই ছোট্ট পরিসরের কাজ করতে গিয়েই আমি হাপিয়ে গিয়েছি আমার টিম ক্লান্ত হয়ে পড়তো। অথচ যারা প্রফেশনালি এই সেক্টরে কাজ করেন তাদের কাজের কোন হিসেব নেই,ঘন্টা নেই। সে আর্টিস্ট হোক বা লাইটম্যান। ধৈর্য্যের সাথে অনবরত কাজ করেই যেতে হয় তাদের, আর এসব যে উতরে গিয়ে একটা ভালো কাজ মানুষের মাঝে উপহার দেন তাকেই তো আমরা শিল্পী বলি, তার কাজটাকে বলি শিল্প।

আপনারা আমার জন্য দোয়া করবেন আমার অদক্ষ এই জীবনটাকে যেন একদিন একজন শিল্পীর পর্যায়ে পৌঁছাতে পারি, সফল হতে পারি।

আর কয়েকদিনের মধ্যেই আমি নতুন একটি সর্টফিল্ম অন-এয়ার করবো ইনশাআল্লাহ, দ্রুতই এর আপডেট এই পেইজে আপনারা পাবেন। আপনাদের সবার প্রতি আমার অশেষ ভালোবাসা। ধন্যবাদ।

© আকাশ আহমেদ

17/08/2022

পদ্মা সমাজ কল্যান ক্রীড়া ও সংস্কৃতিক অঙ্গন এর উদ্বোধনী অনুষ্ঠান

08/08/2022

একটি দেশ ধ্বংস হওয়ার জন্য
জঘন্য রাজা,ঘুমন্ত প্রজা
এবং বিক্রীত সাংবাদিকরাই যথেষ্ট!

20/06/2022

বড় ভাইদের তুলনা হয়না ঠিক যেনো সন্তানের মতই আগলে রাখে, বাবা যেমন নিজের আগে সন্তানের কথা ভাবে, ❤️❤️❤️

14/06/2022

লাইফে প্রথমবার সরাসরি এমন ম্যাচ দেখলাম,

খেলার বাকি ছিল মাত্র তিন মিনিট,
কোন কারন ছারাই মিরবাড়ীর সন্ত্রাসীদের হামলার শিকার হতে হলো নোয়াপাড়ার ফুটবলারদের

05/06/2022

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনারের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি রইল সমমর্মিতা।
আমি চট্টগ্রামের বিভিন্ন সংগঠন এবং মানুষদের অনুরোধ করছি যেন হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। শুনেছি প্রচুর রক্তের প্রয়োজন। সবাই এগিয়ে আসুন। আপনার একটু সহযোগিতা, এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ, হাসি ফোটাতে পারে একটি পরিবারকে।

সকলে প্রার্থনা করি।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sifat Al Siyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sifat Al Siyam:

Videos

Share

Category



You may also like