21/12/2024
এই পৃথিবীতে যত সুন্দর কাজ আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হচ্ছে স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর করে সম্মান দিয়ে কথা বলছে। আর তার স্ত্রী মুগ্ধ চোখে তাকাচ্ছে।
আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামী জিনিস কি? নারীর চোখে মুগ্ধতা।
পুরুষরা সহজে মুগ্ধ হয়। তার নারীকে শাড়িতে দেখলে মুগ্ধ হয়, টিপ পরা দেখলে মুগ্ধ হয়, খোপার ফুলে মুগ্ধ হয়, হাতের চুরি কিংবা নূপুরের শব্দে মুগ্ধ হয়। হাসিতে মুগ্ধ হয়, রূপে মুগ্ধ হয়। গুনে মুগ্ধ হয়। হয়ত নারীকে পাঠানোই হয় এইভাবে যাতে তারা অন্যকে মুগ্ধ করতে পারে।
কিন্তু নারী মুগ্ধ হয় ব্যবহারে। সুন্দর ব্যবহারে৷ আমাদের দেশে এখনো ভালোবাসা আর ভালো ব্যবহার এর পার্থক্য জানে না অনেক পুরুষ। ভালোবাসা আর সম্মানের পার্থক্য জানে না অনেকেই।
আমি অনেকেই দেখেছি তারা তাদের স্ত্রীকে অনেক ভালোবাসে। তাদের জন্য লক্ষ টাকা জমা রেখেছে চাইলেই সব এনে দিচ্ছে। কিন্তু তারা সবার সামনে সুন্দর ব্যবহার দিতে জানে না। এই জিনিস টা আমার ভীষণ কষ্ট লাগে।
অফিসে নানা ধরনের মানুষ দেখি। সেদিন মাথা নিচু করে কাজ করছিলাম। একটা লোক কথা বলল তার স্ত্রীর সাথে, সে যে টোনে তার স্ত্রীর সাথে কথা বলল, আমি মাথা তুলে তাকাতে বাধ্য হলাম।
মনে হল সে কোন সম্মানী ব্যক্তির সাথে কথা বলছে।
এমন না যে তাদের নতুন বিয়ে। তাদের দুই সন্তান বসে ছিল। একজনে চৌদ্দ বছর অন্য টা আট বছর।
আমি লোক টা কে, কেমন সেটা জানার আগেই প্রথম ধারণা হলো, লোক টা শিক্ষিত, ভীষণ শিক্ষিত একটা মানুষ। শুধু শিক্ষিত না স্বশিক্ষিত।
তার স্ত্রীর চোখে আমি যে মুগ্ধতা আমি দেখেছি আমার মনে হলো যেন সদ্য প্রেমে পরা কোন কিশোরী সে, দুজন চল্লিশ ছুই ছুই মানুষ তাদের নিত্য কথা বলছে। একে অপরকে সম্মান দিয়ে।
আর আমার মনে হচ্ছে পৃথিবীতে এমন সুন্দর দৃশ্য খুব কমেই ঘটে।
তাই বলি নারীর মুগ্ধতা পুরুষের ব্যবহারে।
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয় ❤️🥀