08/11/2025
হযরত মুহাম্মাদ সাঃ বলেছেন, রিজিকের ১০ ভাগের ৯ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। বাকি ১ ভাগ অন্যান্ন কিছুর মাঝে রয়েছে।
রাসুল সাঃ এর বাণী কখনোই মিথ্যা হতে পারে না। তাই তো পরিবার, আত্মীয়সজন বন্ধু বান্ধব সমাজ সবার কথা উপেক্ষা করে দৃঢ় প্রতিজ্ঞা করেছি জীবনে আর কখনোই চাকরি করবো না। মোটামুটি ভালো ভালো চাকরির অফার পাওয়া সত্যেও সেগুলোকে ডিনাই করেছি৷ পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলাম ফ্রিল্যন্সিং। আলহামদুলিল্লাহ সফলতাও পেয়েছিলাম। কিন্তু বেশিদিন দীর্ঘ হয়নি সে যাত্রা।
এর পরে সে চিন্তাও মাথা থেকে সরিয়ে ফেললাম। বিনা পুঁজিতে শুরু করলাম ব্যবসা। সমাজ কী বলবে সে কথা ভেবে বাবা মা প্রথমে কোনো ভাবেই রাজি হচ্ছিলেন না। এত পড়াশোনা করে তাহলে কী লাভ হলো? এত বছর কষ্ট করে তোদের পিছনে টাকা ঢাললাম কি এসব করার জন্য? যাই হোক পরে রাজি হলো। ভালোভাবে ব্যবসা করার জন্য কিছু টাকা ইনভেস্ট করলাম সেখানে। কিন্তু কয়েক মাসের মধ্যে পুঁজিসহ সব খেয়ে ফেললাম৷ কারণ, রাজনৈতিক কারণে ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেওয়া যাচ্ছিলো না।
আবার এভাবে গত কয়েক বছরে মোটামুটি ১.৫ লাখ টাকা ইনভেস্ট করেছি আবার সব পুঁজিসহ খেয়েও ফেলেছি।
কিছুদিন আগে অভিজ্ঞতা অর্জনের জন্য নতুন করে কাজ শুরু করলাম। শুরু করলাম আতর এবং মানিব্যাগ (wallet) এর ব্যবসা৷ এবং মনে হলো এটাতে ভালো কিছু করা সম্ভব। তবে এসব বিক্রি সীমিত লাভও সীমিত। আমার বরাবরই আগ্রহ ছিলো এবং আছে দুটো বিষয়ে। এক কাপড় (পুরুষের পোষাক)। দুই হলো খাবার (হোটেল বা রেস্টুরেন্ট)। তবে আপাতত শুরু করছি এসব (পারফিউম/আতর, ওয়ালেট, খেজুর, জায়নামাজ ইত্যাদি দিয়েই। ইংশাল্লাহ আল্লাহ চাহে তো দ্রুতই পছন্দের যে কোনো একটার দিকে ভালোভাবে ছুটবো। কাপড়ের দিকে ছুটার সম্ভাবনা বেশি৷ তবে সাথে অবশ্যই বর্তমান আইটেমগুলোও থাকবে। এটা ছাড়বো না ইংশাল্লাহ। এবং আমরা ডুবাই, সৌদিআরব, তুরস্ক সহ কয়েকটি দেশে বসবাস করা লোকদের সাথে যোগাযোগ করছি। সম্ভব হলে সারাদেশে এসব পাইকারীও বিক্রি করবো ইংশাল্লাহ। আমার ইচ্ছে হলো মানুষকে খাঁটি জিনিস দেওয়া। লাভ বেশি না করে সেল বেশি করা। লাভ কম হোক বা বেশি জিনিস অরিজিন রাখার ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ না করা।
আমাদের ওয়েবসাইটের কাজ চলছে। হযরত ওমর রাজিঃ এর নামের সাথে মিল রেখে ছেলের নামকরণ করেছি 'ওমর আব্দুল্লাহ' এবং ব্রান্ড বা বিজনেসের নামও সেইম হবে। ওয়েবসাইটের নাম omarbd.com আমাদের ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে অলরেডি।
আপনাদের সাথে আমার ব্যবসায়িক যাত্রার শুরুটা শেয়ার করার একটা বড় উদ্দেশ্য আছে। আমি মনে করে আমার যাত্রা মাত্র শুরু করার চিন্তা করছি। আর শুরু থেকে সব সফলতা বা ব্যর্থতা সব আপনাদের সাথে বিশেষ করে আমার থেকে কম বয়সী যুবকদের সাথে সব সময়ই শেয়ার করতে চাই৷ কারণ, আমাদের সমাজে অধিকাংশ যুবক অনেক বেশি হতাশায় ডুবে থাকি। তাই আমার মত হতাশাগ্রস্তদেরকে সমাজের কথা না ভেবে কিভাবে শুন্য থেকে শুরু করা যায় সে দিকেই উৎসাহিত করতে চাই। সফলতা এবং ব্যর্থতা সবই আল্লাহর ইচ্ছা। আমরা তো শুধুমাত্র চেষ্টা করতে পারি৷
ঢাকা যাচ্ছি নিজে সামনে থেকে কাজ দেখার জন্য।
সবার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন আমাকে বিজনেসে সফলতা দান করেন এবং আমি যেন পরিবার পরিজন এবং সমাজের আমার বয়সী ও ছোট ভাইদের জন্য সর্বোপরি সকল মানুষের জন্য কিছু করতে পারি, আমীন।