Fahadul

Fahadul Hi guys, this page has been opened for several purposes. The issues that I will present to you throu

২ হাজার শহীদের সাথে কারা গা*দ্দা*রি করলো?
08/11/2025

২ হাজার শহীদের সাথে কারা গা*দ্দা*রি করলো?

হযরত মুহাম্মাদ সাঃ বলেছেন, রিজিকের ১০ ভাগের ৯ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। বাকি ১ ভাগ অন্যান্ন কিছুর মাঝে রয়েছে। রাসুল সাঃ এ...
08/11/2025

হযরত মুহাম্মাদ সাঃ বলেছেন, রিজিকের ১০ ভাগের ৯ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। বাকি ১ ভাগ অন্যান্ন কিছুর মাঝে রয়েছে।
রাসুল সাঃ এর বাণী কখনোই মিথ্যা হতে পারে না। তাই তো পরিবার, আত্মীয়সজন বন্ধু বান্ধব সমাজ সবার কথা উপেক্ষা করে দৃঢ় প্রতিজ্ঞা করেছি জীবনে আর কখনোই চাকরি করবো না। মোটামুটি ভালো ভালো চাকরির অফার পাওয়া সত্যেও সেগুলোকে ডিনাই করেছি৷ পড়াশোনার পাশাপাশি শুরু করেছিলাম ফ্রিল্যন্সিং। আলহামদুলিল্লাহ সফলতাও পেয়েছিলাম। কিন্তু বেশিদিন দীর্ঘ হয়নি সে যাত্রা।
এর পরে সে চিন্তাও মাথা থেকে সরিয়ে ফেললাম। বিনা পুঁজিতে শুরু করলাম ব্যবসা। সমাজ কী বলবে সে কথা ভেবে বাবা মা প্রথমে কোনো ভাবেই রাজি হচ্ছিলেন না। এত পড়াশোনা করে তাহলে কী লাভ হলো? এত বছর কষ্ট করে তোদের পিছনে টাকা ঢাললাম কি এসব করার জন্য? যাই হোক পরে রাজি হলো। ভালোভাবে ব্যবসা করার জন্য কিছু টাকা ইনভেস্ট করলাম সেখানে। কিন্তু কয়েক মাসের মধ্যে পুঁজিসহ সব খেয়ে ফেললাম৷ কারণ, রাজনৈতিক কারণে ব্যবসায় পুরোপুরি মনোযোগ দেওয়া যাচ্ছিলো না।
আবার এভাবে গত কয়েক বছরে মোটামুটি ১.৫ লাখ টাকা ইনভেস্ট করেছি আবার সব পুঁজিসহ খেয়েও ফেলেছি।
কিছুদিন আগে অভিজ্ঞতা অর্জনের জন্য নতুন করে কাজ শুরু করলাম। শুরু করলাম আতর এবং মানিব্যাগ (wallet) এর ব্যবসা৷ এবং মনে হলো এটাতে ভালো কিছু করা সম্ভব। তবে এসব বিক্রি সীমিত লাভও সীমিত। আমার বরাবরই আগ্রহ ছিলো এবং আছে দুটো বিষয়ে। এক কাপড় (পুরুষের পোষাক)। দুই হলো খাবার (হোটেল বা রেস্টুরেন্ট)। তবে আপাতত শুরু করছি এসব (পারফিউম/আতর, ওয়ালেট, খেজুর, জায়নামাজ ইত্যাদি দিয়েই। ইংশাল্লাহ আল্লাহ চাহে তো দ্রুতই পছন্দের যে কোনো একটার দিকে ভালোভাবে ছুটবো। কাপড়ের দিকে ছুটার সম্ভাবনা বেশি৷ তবে সাথে অবশ্যই বর্তমান আইটেমগুলোও থাকবে। এটা ছাড়বো না ইংশাল্লাহ। এবং আমরা ডুবাই, সৌদিআরব, তুরস্ক সহ কয়েকটি দেশে বসবাস করা লোকদের সাথে যোগাযোগ করছি। সম্ভব হলে সারাদেশে এসব পাইকারীও বিক্রি করবো ইংশাল্লাহ। আমার ইচ্ছে হলো মানুষকে খাঁটি জিনিস দেওয়া। লাভ বেশি না করে সেল বেশি করা। লাভ কম হোক বা বেশি জিনিস অরিজিন রাখার ক্ষেত্রে কোনো প্রকার কম্প্রোমাইজ না করা।

আমাদের ওয়েবসাইটের কাজ চলছে। হযরত ওমর রাজিঃ এর নামের সাথে মিল রেখে ছেলের নামকরণ করেছি 'ওমর আব্দুল্লাহ' এবং ব্রান্ড বা বিজনেসের নামও সেইম হবে। ওয়েবসাইটের নাম omarbd.com আমাদের ওয়েবসাইটের কাজ শুরু হয়েছে অলরেডি।
আপনাদের সাথে আমার ব্যবসায়িক যাত্রার শুরুটা শেয়ার করার একটা বড় উদ্দেশ্য আছে। আমি মনে করে আমার যাত্রা মাত্র শুরু করার চিন্তা করছি। আর শুরু থেকে সব সফলতা বা ব্যর্থতা সব আপনাদের সাথে বিশেষ করে আমার থেকে কম বয়সী যুবকদের সাথে সব সময়ই শেয়ার করতে চাই৷ কারণ, আমাদের সমাজে অধিকাংশ যুবক অনেক বেশি হতাশায় ডুবে থাকি। তাই আমার মত হতাশাগ্রস্তদেরকে সমাজের কথা না ভেবে কিভাবে শুন্য থেকে শুরু করা যায় সে দিকেই উৎসাহিত করতে চাই। সফলতা এবং ব্যর্থতা সবই আল্লাহর ইচ্ছা। আমরা তো শুধুমাত্র চেষ্টা করতে পারি৷
ঢাকা যাচ্ছি নিজে সামনে থেকে কাজ দেখার জন্য।

সবার কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন আমাকে বিজনেসে সফলতা দান করেন এবং আমি যেন পরিবার পরিজন এবং সমাজের আমার বয়সী ও ছোট ভাইদের জন্য সর্বোপরি সকল মানুষের জন্য কিছু করতে পারি, আমীন।

07/11/2025

বাংলাদেশে সৈনিকদের প্রয়োজন বেশি নাকি খেলোয়াড়দের?

27/10/2025

ফ্রি.....! ফ্রি.....! ফ্রি.....!
সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি। সেই সাথে পাচ্ছেন ১৫-৩৫% পর্যন্ত ছাড়। তাই আর দেরি না করে দ্রুত অর্ডার করুন। অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01764474656

24/09/2025

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এত কম দামে অরিজিনাল এই আতরগুলো আপনাদেরকে কেউ দিবে না।

দুইটা পারফিউম টাইপের দুইটা আতর টাইপের৷ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন।
01764-474656

22/08/2025

আলহামদুলিল্লাহ অনেকগুলো নতুন কালেকশন এসেছে।
যার যেটা পছন্দ হয় শুধু স্ক্রিনশর্ট দিয়ে ইনবক্স করুন।
যারা যারা ভালো মানের ওয়ালেট নিতে চান স্টক শেষ হওয়ার আগে যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ 01764-474656

22/08/2025

আপনাদের জন্য প্রায় ১০ টি ডিজাইনের ভালো ওয়ালেট এসেছে।
বর্তমানে অর্ডার করলেই পাচ্ছেন ২৫% পর্যন্ত অফার।

ওয়ালেট (Wallet) নিয়ে আপনাদের এত রেসপন্স পাবো ভাবিনি। প্রথমবার ট্রাই করার জন্য অল্প কিছু প্রডাক্ট এনেছিলাম। দুদিনে প্রায় ...
21/08/2025

ওয়ালেট (Wallet) নিয়ে আপনাদের এত রেসপন্স পাবো ভাবিনি। প্রথমবার ট্রাই করার জন্য অল্প কিছু প্রডাক্ট এনেছিলাম। দুদিনে প্রায় সবগুলোই শেষ। তাই নতুন করে আরো বেশি ডিজাইনের এবং আরো ভালো কোয়ালিটির ওয়ালেট আনার জন্য ঢাকা যাচ্ছি। শুধু ওয়ালেট নয় কিন্তু সাথে সৌদি আরবের হাই কোয়ালিটির আতরও থাকবে।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার থেকে ওয়ালেট নিয়ে আমাকে ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন।

19/08/2025

Wallet বা মানিব্যাগ ব্যবসার প্রথম দিন কেমন বিক্রি হলো?

19/08/2025

⭕Nothing to do → কিছু করার নাই।
⭕Nothing to see → কিছু দেখার নাই।
⭕Nothing to say → কিছু বলার নাই।

⭕No need to eat → খাওয়ার প্রয়োজন নাই।
⭕No need to say → বলার প্রয়োজন নাই।
⭕No need to see → দেখার প্রয়োজন নাই।

⭕please come → অনুগ্রহ করে আসুন।
⭕Please read → অনুগ্রহ করে পড়ুন।
⭕Please listen → অনুগ্রহ করে শুনুন।

⭕Go to Dhaka → ঢাকা যাও।
⭕Go to macca → মক্কায় যাও।
⭕Go to China → চায়নায় যাও।

⭕Don't go to Dhaka → ঢাকায় যেও না।
⭕Don't go to China → চায়নায় যেও না।

⭕To read → পড়তে।
⭕To know → জানতে।
⭕To play → খেলতে।
⭕To write → লিখতে।

⭕practice reading → পড়ার চর্চা করো।
⭕Practice writing → লেখার চর্চা করো।
⭕Practice playing → লেখার চর্চা করো।

⭕Let me eat → আমাকে খেতে দাও।
⭕Let me do → আমাকে করতে দাও।
⭕Let me say → আমাকে বলতে দাও।

⭕It is bad to say → এটা বলা খারাপ।
⭕It is bad to see → এটা দেখা খারাপ।
⭕It is bad to listen → এটা শুনা খারাপ।

⭕Something to do → কিছু করার আছে।
⭕Something to say → কিছু বলার আছে।
⭕Something to eat → কিছু খাওয়ার আছে।

⭕Let's not do it → চলো আমরা এটা না করি।
⭕Let's not see it → চলো আমরা এটা না দেখি।
⭕Let's not eat it → চলো আমরা এটা না খাই।

⭕It is time to eat → এখন খাওয়ার সময় হয়েছে।
⭕It is time to go → এখন যাওয়ার সময় হয়েছে।
⭕It is time to recite → এখন তেলাওয়াতের সময় হয়েছে।

⭕Try to say → বলার চেষ্টা করো।
⭕Try to learn → শেখার চেষ্টা করো।
⭕Try to listen → শোনার চেষ্টা করো।

পড়া শেষে Done লিখতে ভুলবেন না। পেজে নতুন হলে Follow করে দাও।

কোনটা নিতে চান আপনি?
19/08/2025

কোনটা নিতে চান আপনি?

Address

Nagarpur, Tangail
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Fahadul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahadul:

Share