Sahara News BD

Sahara News BD সাহারা টেলিভিশন
সবার সাথে সবসময়

09/07/2023
07/07/2023
পবিত্র কোরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। সাহারা মিডিয়া লিমিটেড ও সাহারা টেলিভিশনের পক্ষ থেকে দেশ-প্রবাসের...
28/06/2023

পবিত্র কোরবানির ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন। সাহারা মিডিয়া লিমিটেড ও সাহারা টেলিভিশনের পক্ষ থেকে দেশ-প্রবাসের সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন ।

সাহারা মিডিয়া লিমিটেড এর পক্ষথেকে  সকল শ্রমজীবি মানুষকে মে দিবসের শুভেচ্ছা মে দিবস সফল হোক ।
01/05/2023

সাহারা মিডিয়া লিমিটেড এর পক্ষথেকে সকল শ্রমজীবি মানুষকে মে দিবসের শুভেচ্ছা মে দিবস সফল হোক ।

সফল ব্যক্তিরা এই পাঁচটি  ভয় কাটিয়ে ওঠেন।১. ‘পাছে লোকে কিছু বলে’ এই ভয় পান নাঅনেকেই লোকে কী বলল, তাই নিয়ে ভয়ে থাকেন। লোকে...
26/04/2023

সফল ব্যক্তিরা এই পাঁচটি ভয় কাটিয়ে ওঠেন।

১. ‘পাছে লোকে কিছু বলে’ এই ভয় পান না

অনেকেই লোকে কী বলল, তাই নিয়ে ভয়ে থাকেন। লোকে কী বলবে, এটা তাঁদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। ভাবনার একটা বড় অংশ জুড়ে থাকে। সফল ব্যক্তিরা প্রথমেই সেই ভয় কাটিয়ে ওঠেন। লোকের সম্ভাব্য সমালোচনাকে তাঁরা আমলে নেন না। বরং সফলতার জন্য যেটা জরুরি, সেটা করেন।
সফল ব্যক্তিরা লোকের সম্ভাব্য আলোচনাকে আমলে নেন না।

২. ঝুঁকি নিতে ভয় পান না

‘নো রিস্ক নো গেইন’। সফল ব্যক্তিরা ঝুঁকি নেওয়ার সাহস রাখেন। কেবল যাঁরা মাঝামাঝি অবস্থান করেন, তাঁরাই নিরাপদে চলতে চান। কিন্তু ঝুঁকি না নিলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনি কত দূর যেতে পারেন।

৩. বয়স বেড়ে যাচ্ছে, এই ভয় পান না

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা স্থপতিদের একজন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেন, ‘অনেকে পঁচিশেই মারা যায়। কিন্তু তাঁদের দাফন করা হয় ৭৫–এ।’ তিনি বুঝিয়েছেন, মানুষ অনেক সময় আশা, স্বপ্ন ছেড়ে দেয়। সঠিক সময়, সুযোগের জন্য অপেক্ষা করে। তারপর একদিন মনে হয়, এখন বয়স হয়ে গেছে। তারুণ্য পেরিয়ে এসেছেন। এখন কোনো কিছু শুরু করার জন্য সঠিক সময় নয়। এখন আর কোনো সুযোগ নেই। অথচ, যাঁরা সফল হন, তাঁরা সঠিক সময় বা সুযোগের অপেক্ষায় থাকেন না। যেকোনো সময়ই তাঁরা শুরু করতে পারেন এবং সফলও হন। কেননা, সফল হবার প্রথম ধাপ হলো সাহস করে এগিয়ে এসে শুরু করা। প্রত্যেক বয়সের সৌন্দর্যকে তাঁরা উপভোগ করেন। মার্কিন বিজনেস ম্যাগনেট ওয়ারেন বাফেট ৯১ বছর বয়সে দাঁড়িয়েও নতুন নতুন সব স্টার্টআপের সঙ্গে যুক্ত হচ্ছেন।

৪. সফলদের ব্যর্থতার ভয় নেই

সফলদের চোখ থাকে সফলতার ওপর। তাঁরা ব্যর্থতা থেকে শিক্ষা নেন। তাঁরা জানেন, ভুল হতেই পারে, ভুল সিদ্ধান্ত নেওয়া হতেই পারে, কিন্তু হাল ছেড়ে দেওয়া কোনো কাজের কথা না। ব্যর্থতাই সফলতার ভিত্তি গড়ে দেয়। তাই সফল হবার মানসিকতা যাঁরা রাখেন, তাঁরা ব্যর্থতাকে আপন করে নেন।

৫. সফলতা নিয়েও ভয় পান না

অনেকে আছেন, যাঁরা সফল হবার পর ‘নার্ভাস’ হয়ে পড়েন। সফলতা ধরে রাখতে পারবেন কি না, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। সফলতার দেখা পাওয়ার পর ওই মুহূর্তে একাধিক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তাতে অনেক কিছু ভন্ডুল হয়ে যায়। সফলতা সহজে আসে না। আসার পর ধরে রাখাও কঠিন। প্রকৃত সফল ব্যক্তিরা সফলতা ঘটা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করেন। সফলতা আসার পরও উত্তেজনায় গড়মিল করে ফেলেন না। ঠান্ডা মাথায় যেটির স্থায়িত্ব নিশ্চিত করেন।

সাহারা মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিরতের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ।
20/04/2023

সাহারা মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিরতের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক ।

সাহারা মিডিয়া লিমিটেডের পক্ষথেকে দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা । সাহারা মিডিয়া লিমিটেড এর ১০০% বিশুদ্ধ ...
20/04/2023

সাহারা মিডিয়া লিমিটেডের পক্ষথেকে দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা । সাহারা মিডিয়া লিমিটেড এর ১০০% বিশুদ্ধ সাফা বিডি ড্রিংকিং ওয়াটার এখন নতুন মোড়কে ।

18/04/2023
15/04/2023
14/04/2023
04/04/2023

১২তম পারা থেকে কোরআন তেলাওয়াত সুমধুর কণ্ঠে বাংলাদেশ বেতারের কোরআন তেলাওয়াত।

31/03/2023

:::::::::::::::::::::নিয়োগ বিজ্ঞপ্তি:::::::::::::::::::::::::::

28/03/2023

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রবাসীদের প্রত্যয়ে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । রির্পোট করেছেনঃ সৌদি আরব ব্যুরো প্রধান, সোহরাব হোসেন লিটন।

28/03/2023

সেহরি খাওয়ার ফজিলত নিয়ে আলোচনা ।

Address

Sahara Media Limited , Banasree , Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Sahara News BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Dhaka media companies

Show All