Samias Creation

Samias Creation Owner of Heritage BD- ঐতিহ্যে বাংলাদেশ TE$KO mart
(23)

14/01/2025

কারো ঘরে গেলে কেউ যদি বলে রঙ চা করি?
আমি তখন বলি,
তোর চা তুই খা,আমরা চা খোর, আমরা দুধ চা খাই 🤣

চাকরিজীবী মায়ের কোন আহ্লাদ থাকে না। কেননা সব সময় তাকে ম্যানেজ করতে হয়, পরিবারের সাথে না হয় তার বাচ্চার সাথে। আর এমন ...
07/01/2025

চাকরিজীবী মায়ের কোন আহ্লাদ থাকে না। কেননা সব সময় তাকে ম্যানেজ করতে হয়, পরিবারের সাথে না হয় তার বাচ্চার সাথে। আর এমন কিছু সময় জীবনে আসে ওই মুহূর্তগুলোতেও নিজেকেই একাই সামাল দিতে হয় অনেক কিছু।
//Respect all working women//

দুধ চা  যিনি আবিষ্কার করেছেন, তাকে শান্তিতে নোবেল পুরষ্কার দেয়া হোক।🥰
06/01/2025

দুধ চা যিনি আবিষ্কার করেছেন, তাকে শান্তিতে নোবেল পুরষ্কার দেয়া হোক।🥰

05/01/2025

কে কে বারান্দায় আমার মতো বাগান করতে পছন্দ করে?

05/01/2025

আচ্ছা এমন একজন ও কি কেউ আছেন যে কিনা এখন ও কক্সবাজারে যান নাই? বাংলাদেশের। হুম।

যারা ভেবেছিলেন নিউজটা ভুল তাদের জন্য।শুভকামনা রইলো তোমাদের জন্য ❤️
04/01/2025

যারা ভেবেছিলেন নিউজটা ভুল তাদের জন্য।
শুভকামনা রইলো তোমাদের জন্য ❤️

কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে
আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?
যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন
ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

❤️

আমাদের এই গাড়িটা হারানো গিয়েছে কেউ যদি পেয়ে থাকেন যোগাযোগ করবেন কমেন্টে।
03/01/2025

আমাদের এই গাড়িটা হারানো গিয়েছে কেউ যদি পেয়ে থাকেন যোগাযোগ করবেন কমেন্টে।

এই শীতে কারও বিয়ে করার, আর কারও খাওয়ার দ্বায়ীত্ব। আমার প্রশ্ন, আপনি কোন দ্বায়িত্বে আছেন?
27/12/2024

এই শীতে কারও বিয়ে করার, আর কারও খাওয়ার দ্বায়ীত্ব। আমার প্রশ্ন, আপনি কোন দ্বায়িত্বে আছেন?

আজ নাকি? বিছানা না গুছানো দিন, খবরটা যেহেতু এখন জানলাম, ভাবতেছি সবগুলো বিছানা এলোমেলো করে দিব 😜
21/12/2024

আজ নাকি?
বিছানা না গুছানো দিন,
খবরটা যেহেতু এখন জানলাম, ভাবতেছি সবগুলো বিছানা এলোমেলো করে দিব 😜

লাল সবুজের আলোক ছটায়........
16/12/2024

লাল সবুজের আলোক ছটায়........

জীবন টাকে নিজের মত করে উপভোগ করাই শ্রেয়। আমার এখন কি আর এইসব করার বয়স আছে? লোকে কি বলবে? এই চিন্তা করে আমরা আমাদের জীবনে...
11/12/2024

জীবন টাকে নিজের মত করে উপভোগ করাই শ্রেয়। আমার এখন কি আর এইসব করার বয়স আছে? লোকে কি বলবে? এই চিন্তা করে আমরা আমাদের জীবনের অনেক আনন্দকে বিসর্জন দিয়ে দেই।

ছবি : সাজেক, ঠিক ভোর ৬ টা।
রিসোর্ট : Meghpeon, Sajek Valley - মেঘপিয়ন, সাজেক ভ্যালি

মেয়ে মানুষের নিজের একটা বাড়ি থাকা চাই।
08/12/2024

মেয়ে মানুষের নিজের একটা বাড়ি থাকা চাই।

06/12/2024

ছোট্টো একটা বারান্দা থেকে কি পরিমাণ পেলাম ......

মেঘের মাঝে ❤️
03/12/2024

মেঘের মাঝে ❤️

তিন বান্ধবী ❤️
30/11/2024

তিন বান্ধবী ❤️

আয়েস করে চা খাওয়ার মধ্যে একটা ফিল আছে, তাই না কি বলেন?
29/11/2024

আয়েস করে চা খাওয়ার মধ্যে একটা ফিল আছে, তাই না কি বলেন?

পারিবারিক শিক্ষা কি জানেন??একেই বলে পারিবারিক শিক্ষা !!বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।বাবা বললেন, তোমার...
25/11/2024

পারিবারিক শিক্ষা কি জানেন??
একেই বলে পারিবারিক শিক্ষা !!
বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা।
বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,
১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।
তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।
পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।
২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?
কাঁদে। কেন কাঁদে?
শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।
নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।
তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।
এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।
একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।
মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।
৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,
দ্যাখ, আমি খুবই বদমেজাজি,
কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।
৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।
এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয়।
৫. আরেকটি কথা, সব মেয়ের রান্নার হাত ভালো না, কিন্তু সবাই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে।
তাই রান্না নিয়ে বউকে কখনো খোঁটা দিবি না।
৬. বউয়ের মা-বাবাকে কখনো 'আমার শ্বশুর, আমার শাশুড়ি' এগুলো ডাকবি না।
মা-বাবা ডাকবি।
আগের ডাকগুলো কোনো মেয়ে পছন্দ করে না, তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকেই ডাকবে।
তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না। এটাই নিয়ম।
আল্লাহ্ তায়ালার পাল্লা সমান, এক পাল্লায় তুই যা করবি, আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখেন..?
কফি পোস্ট লেখাটি Badal Syed স্যারের

আচ্ছা আপনাদের যাদের বিয়ে এবং বাচ্চা হয়ে গেছে মানুষ এখন আপনাদেরকে কি জিজ্ঞেস করে?
24/11/2024

আচ্ছা আপনাদের যাদের বিয়ে এবং বাচ্চা হয়ে গেছে মানুষ এখন আপনাদেরকে কি জিজ্ঞেস করে?

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Samias Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share