05/06/2024
প্রিয় মুহতারাম, আসসালামু আলাইকুম! আলহামদুলিল্লাহ্! জেনে খুশি হবেন, শায়খ মুশতাকুন্নবী হাফি. এর আহ্বানে হযরতওয়ালার প্রতিষ্ঠিত দারুল উলূম সুধন্যপুর (কুমিল্লা) মাদ্রাসায় এ বছর ১৪৪৫হি. তথা ২০২৪খ্রি. সনে কুরবানি করা হবে ইনশাআল্লাহ! আপনার প্রতি কুরবানি দেয়ার দাওয়াত রইল।
✅✅যারা কুরবানি দিবেন তাদের প্রতি শায়খ দা.বা. এর বার্তা
আমরা যারা মু’মিন তারা মূলত আল্লাহ তা’আলাকে খুশি করার জন্যই কুরবানি করি। গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করি এমন মানুষ পাওয়া কঠিন। যেহেতু কুরবানির উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, পশু কুরবানি করে গোশত আমি খেলাম আর চামড়া আল্লাহ ও তার রাসূলের (স.) মেহমানদের জন্য দিলাম! তাহলে কি আল্লাহ তা’আলা খুশি হবেন? না, খুশি হবেন না। এজন্য আমরা যারা চাই কুরবানির মাধ্যমে আল্লাহ তা’আলাকে খুশি করতে তারা শুধু চামড়াই দিব এমন না, গোশতও দিব। আশে পাশের মাদ্রাসাগুলোতেও নিজের সাধ্যমত কমপক্ষে এক অংশ শরীকে কুরবানি দিব।
অনেকে এমন দেশে আছেন চাইলেই কুরবানী করতে পারছেন না অথবা দেশে আপনি এক লক্ষ বা দুই লক্ষ টাকার পশু কুরবানি করার সামর্থ রাখেন আপনি ১৫ হাজার বা ২০ হাজার টাকায় সুধন্যপুর মাদ্রাসায় এক নামে কুরবানি করে বাকি টাকা দিয়ে আপনি নিজে পশু ক্রয় করে কুরবানি করুন। ইনশাআল্লাহ! আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, শতভাগ সচ্ছতার সাথে আপনার পশু কুরবানি ও বিতরণ সম্পন্ন হবে। আল্লাহ তা’আলাও আপনার উপর খুশি হয়ে যাবেন।
✅✅আমাদের কুরবানির গোশত কারা খায়?
কুরবানির গোশত আশেপাশের প্রায় ১০০টির বেশি মাদ্রাসায় বিতরণ করা হয়। সকল মাদ্রাসায় বিতরণ শেষে যা থাকে তা সুধন্যপুর মাদ্রাসার জন্য রাখা হয়। যাদের মাধ্যমে দ্বীনের আলো সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে, যাদের মেহনতের বরকতে অসংখ্য পথহারা পথিক আল্লাহর পথের দিশা পায়! সেইসব আল্লাহর মেহমানগণ যদি আপনার কুরবানির গোশত খান তবে সেটা বলার অপেক্ষা রাখে না যে তা আল্লাহর সন্তুষ্টি ও মাগফেরাত লাভের মাধ্যম হবে। বর্তমান বাজারে পণ্যের মূল্যস্ফীতির এ দুর্দিনে আল্লাহ ও আল্লাহর প্রিয় নবীর মেহমান মাদ্রাসার ছাত্র-শিক্ষক আপনার পাঠানো কুরবানির গোশত খেয়ে আপনার জন্য দু’আ করবেন। আশা করতেই পারেন! হাশরের ময়দানের কঠিন দুর্দিনেও আল্লাহ তা’আলা আপনাকে সাহায্য করবেন - ইনশাআল্লাহ!
✅✅কুরবানির পশু! কীভাবে শরীক হবেন?
দুইভাবে পশু কুরবানী করা হবে।
১. এক নামে ১৫,০০০/- করে মোট সাত নামে ১,০৫,০০০/- টাকার গরু
২. এক নামে ২০,০০০/- করে মোট সাত নামে ১,৪০,০০০/- টাকার গরু
সুধন্যপুর মাদ্রাসার কুরবানিতে শরীক হতে চাইলে এক বা একাধিক নামে শরীক থাকতে পারেন অথবা এক বা একাধিক পশু ক্রয়ের অর্থ সরবরাহের মাধ্যমে (একটি গরু, একটি ছাগল ইত্যাদি) শরীক থাকতে পারেন। আপনাকে পশু ক্রয় করে দিতে হবে না, আপনি শুধু কুরবানির অর্থ সরবরাহ করবেন অন্যদিকে আমরাই পশু ক্রয় করে নিব। ক্রয় করার পর আপনার পশু, জবাই ও বিতরণ করার দৃশ্যের ছবি ও ভিডিওচিত্র আপনাকে পাঠিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ্।
✅✅টাকা পাঠানোর মাধ্যম
01911399369 (Bkash, Nagad, Rocket)
01813293058 (Bkash)
01729850164 (Bkash, Nagad, Rocket)
01675115037 (Bkash)
Bank : Islami Bank Bangladesh Limited (IBBL)
Branch Name : Laxmipur Branch
Account Name : MARUF BELLAH
Account Number : 20501900203993609
SWIFT Code : IBBLBDDH
Routing Number : 125510738
Call : 01813184442
টাকা পাঠানোর পর অবশ্যই উপরোক্ত নম্বরগুলোতে ফোন/মেসেজ করে অবহিত করবেন। ফোন রিসিভ না হলে মেসেজ করুন বা অপেক্ষা করুন, আমরাই আপনার সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ্।
✅✅বিস্তারিত জানতে ও নম্বরসমূহ ভেরিফাই করতে (ভিজিট করুন) : www.dusbd.com/qurbani
মাদরাসার এ ওয়েবসাইটে কুরবানী সংক্রান্ত আপডেট পাবেন। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের জবাবও পেয়ে যাবেন।