The Vagabond Ltd

The Vagabond Ltd Unlimited Fun Masti

02/03/2023

Bike নিয়ে পানিতে পড়ে গেলাম

30/10/2022

রিকশাওয়ালা♥️♥️

Midnight at shahbag.

09/08/2022

আসসালামু আলাইকুম
শুভ সকাল। তেলের দাম বৃদ্ধি পেয়েছে আমাদের কে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে পরিবারের ব্যয় বহন করার জন্য।

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলা...
06/08/2022

৪০ ডলার দিয়ে ছেলের জন্য খেলনা ড্রোন অর্ডার করেছিলাম আলি এক্সপ্রেসে। কাস্টমস এ আটকা পড়েছিল ঈদের আগে। আজকে ছাড়াতে গিয়েছিলাম, বিশ টাকার রাজস্ব স্ট্যাম্প চাইলো পাঁচশো টাকা, দামাদামি করে দিলাম আড়াইশো টাকা। এরপর ভোটার আইডি আর আবেদনসহ পাঁচ নম্বর কামরা থেকে গেলাম ছয় নম্বর কামরায়।
সেখানে মুরুব্বি বললেন, "একটু বসেন।"

এত সুন্দর আচরণ করলেন, মনে হলো নেহাতই ভালো লোক। আশ্বস্ত হলাম; মনে হলো এই লোক থাকতে আর কোন চিন্তা নাই। পনের বিশ মিনিট পর পিয়ন আসলে উনাকে দিয়ে আমার বক্সটা খোঁজে বের করলেন। আমাকে বললেন পাঁচ নম্বরে গিয়ে কর্মকর্তাকে ডেকে আনতে। উনি বক্স খোলে দেখবেন ভেতরে কী আছে। কর্মকর্তাকে ডেকে আনলাম, বক্স খোলা হলো। দেখে সাইন করে চলে গেলেন, আমিও সাইন করলাম।
আমি ভাবলাম, মামলা শেষ। একটু আগে যিনি বলেছিলেন, "আপনার কি টাকা বেশি হইছে? কেন এদেরকে টাকা দেন? সরকার বেতন দেয় না আমগো?" তিনিই পিয়নকে খাম্বার আড়ালে পাঠালেন।

চাচায় বললো, "কিছু খরচাপাতি দেন।"
আমি বললাম, "নগদ টাকা নাই আপনার বিকাশ নম্বর দেন।"
পাশ থেকে মুরুব্বি বললেন, "বিকাশে নিও না, পরে ঝামেলা হবে।"

পিয়ন চাচায় আমাকে বললেন, "মাল তো আমাদের এখান থেকে দেয়ার নিয়ম নাই, আপনি পাঁচ নম্বরে গিয়ে কথা বলেন; মাল পোষ্ট অফিসের মাধ্যমে আপনার কাছে চলে যাবে।"

পাঁচ নম্বরে গেলাম, উনি বললেন, "এটা তো ড্রোন কিন্তু আমি খেলনা লিখে দিয়েছি খাতায়, তারপরও আপনি এটা পাবেন কি না নিশ্চিত হতে আমার স্যারের সাথে কথা বলতে হবে।"

আমাকে নিয়ে গেলেন উনার উর্ধ্বতনের কাছে। বড় অফিসার বললেন, "এটার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে, আর যদি খেলনা ড্রোন হয় তবুও দেড়শো টাকার স্ট্যাম্পে মুচলেকা ছাড়া ছাড়পত্র দেয়া যাবে না।"

একটু পরে বুঝলাম যে আসলে উনাদের কিছু টাকার দরকার, কিন্তু আমাকে সরাসরি বলতে পারছেন না; আর আমিও জীবনে কখনো শিখি নাই কিভাবে টাকা অফার করতে হয়!

একবার পুলিশে চৌরাস্তার মাঝখানে হোন্ডা আটকিয়ে টাকা চাওয়ার পর আমি রাস্তার মাঝে টাকা দিতে যাওয়ার পর যে ধমক খাইছিলাম! পরে চিপায় নিয়ে টাকা নিয়েছিলো।

এ্যানিওয়ে, আমি ড্রোনের আশা ছেড়ে দিয়ে মনের সুখে পুরানা পল্টনে বসে নান্না বিরিয়ানি খাচ্ছি, এমন সময় অচেনা নম্বর থেকে কল আসলো।
ওপাশ থেকে বললেন, "আমি আপনার দেশি লোক, আপনার মালের ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। দেখা করেন।"

খাওয়া শেষ করে আবার গেলাম, ডাক অফিসে। পিয়ন কাকায় এগিয়ে এসে বললেন, "আপনার মাল আমি এখান থেকেই ছেড়ে দেয়ার ব্যবস্থা করতে পারবো, কিছু পয়সা কড়ি খরচ করতে হবে।"

জিজ্ঞেস করলাম, "কত?"
উনি বললেন, "পনের হাজার।"
"এই ড্রোনের দাম কত জানেন? মাত্র সাড়ে তিন হাজার টাকা। অলরেডি গাড়িভাড়াসহ আমার আটশো টাকা খরচ হয়ে গেছে। এই সাড়ে তিন হাজারের জন্য আরও পনের হাজার দিমু? তার চাইতে বাইরে গিয়ে বারশো টাকায় আরেকটা খেলনা ড্রোন কিনে বাসাই চলে যাই!"

"এত কমদামি ড্রোন কেউ বিদেশ থেকে আনে না, আপনি কত দিতে পারবেন?"
"একশো টাকা। সর্বোচ্চ আর দুইশো টাকা দিতে পারবো।"
চাচায় কিছুটা হতাশ হলেন কিন্তু আমার মালটাও দিলেন না।

আমি যদি এই দেশ ছেড়ে কখনো চলে যাওয়ার সুযোগ পাই, তবে অবশ্যই চলে যাবো। এবং দেশ ছাড়ার কারণ হিসেবে আজকের এই হয়রানিই যথেষ্ট।

লেখাটি নীল সালু পেজ থেকে নেয়া এবং ছবি ফেসবুক।

সদ্য স্নাতক পাশ করা ছেলেকে ভাল একটা উপহার দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন।বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে ...
02/08/2022

সদ্য স্নাতক পাশ করা ছেলেকে ভাল একটা উপহার
দেয়ার জন্য বাবা তাকে নিয়ে গ্যারেজে গেলেন।

বললেন, এখানের এই গাড়িটা অনেক বছর আগে আমি নিয়েছিলাম। এখন এর অনেক বয়স হয়ে গেছে। তোমার খুশীর এই মুহূর্তে এটা আমি তোমাকে উপহার হিসেবে দিতে চাই।

তবে তার আগে তুমি এটা বিক্রির জন্য ব্যবহার করা গাড়ির শোরুমে যাও এবং দেখ তারা এটার কত দাম বলে।”

ছেলে ব্যবহৃত গাড়ির শোরুম থেকে বাবার কাছে ফিরে এসে বলল, ′′ তারা এই গাড়ির মূল্য এক হাজার ডলার বলেছে, কারণ এটি দেখতে খুব জরাজীর্ণ।”

বাবা বললেন, “এবার এটা ভাঙ্গারি দোকানে নিয়ে যাও, দেখ ওরা কি বলে!”

ছেলে ভাঙ্গারি দোকান থেকে ফিরে এসে বলল, “এটা অনেক পুরনো গাড়ি বলে ওরা মাত্র ১০০ ডলার দাম দিতে চায়।′′

বাবা তখন একটা গাড়ির ক্লাবে গিয়ে গাড়িটা দেখাতে বললেন।

ছেলে গাড়িটি ক্লাবে নিয়ে গেল এবং ফিরে এসে খুশিতে তার বাবাকে বলল, "ক্লাবে কিছু লোক খুবই কৌতূহলি হয়ে গাড়িটি পর্যবেক্ষণ করলো এবং এর জন্য এক লক্ষ ডলার অফার করেছে। যেহেতু এটি একটি Nissan Skyline R34, একটি আইকনিক গাড়ি।"

তখন বাবা তাঁর ছেলেকে বললেন, "সঠিক জায়গার সঠিক লোক তোমাকে সঠিক ভাবেই মূল্যায়ন করবে। আর যদি কোথাও তোমাকে মূল্য না দেওয়া হয়, তবে রাগ করবেনা।

বুঝে নিবে এর মানে তুমি ভুল জায়গায় আছো। তারাই তোমার মূল্য দিবে, যাদের নিজেদের মূল্যবোধ আছে, গুণের মর্ম উপলব্ধি করার মত যোগ্যতা আছে।

এমন জায়গায় কখনো থেকো না যেখানে তোমার প্রকৃত মূল্যায়ন কেউ করে না।”

Collected

দয়াকরে বাস জ্যামে পরলে জানালার পাশে ব্যাগ রাখবেন না এবং মোবাইল চালানো হইতে বিরত থাকুন।
25/07/2022

দয়াকরে বাস জ্যামে পরলে জানালার পাশে ব্যাগ রাখবেন না এবং মোবাইল চালানো হইতে বিরত থাকুন।

অবশেষে আটকে থাকা নিঃশ্বাস ফেলতে পারেন - প্রথমবার বিশ্বের দ্বিতীয় শীর্ষ শিখরে গেলো বাংলাদেশ - ওয়াসফিয়া নাজরীন সামিট করেছে...
22/07/2022

অবশেষে আটকে থাকা নিঃশ্বাস ফেলতে পারেন - প্রথমবার বিশ্বের দ্বিতীয় শীর্ষ শিখরে গেলো বাংলাদেশ - ওয়াসফিয়া নাজরীন সামিট করেছেন কেটু। 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
দলে শুধুমাত্র নির্মল পূর্জা তৃতীয় বারের মতো কেটু সামিট করেছেন কৃত্রিম অক্সিজেন ছাড়া।

অভিনন্দন Wasfia Nazreen - ওয়াসফিয়া নাজরীন

22/07/2022

শতভাগ বিদ্যুতায়নের দেশের আজ কেন বিদ্যুতের বেহাল দশা।

চিকিৎসার জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত যে ১০ টি হাসপাতাল
21/07/2022

চিকিৎসার জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত যে ১০ টি হাসপাতাল

sonarbangla24,banglanews,bangladesher news,breaking news bangla,viral news bangla,hot

চিকিৎসার জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত যে ১০ টি হাসপাতাল
20/07/2022

চিকিৎসার জন্য ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত যে ১০ টি হাসপাতাল

sonarbangla24,banglanews,bangladesher news,breaking news bangla,viral news bangla,hot

রেলের দুর্নীতি অনিয়ম নিয়ে আন্দেলনরত শিক্ষার্থী রনিকে অভিযোগ নিয়ে হাইকোর্টে আসতে বললেন বিচারপতি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্য...
20/07/2022

রেলের দুর্নীতি অনিয়ম নিয়ে আন্দেলনরত শিক্ষার্থী রনিকে অভিযোগ নিয়ে হাইকোর্টে আসতে বললেন বিচারপতি।

একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আন্দোলনের বিষয় দুদক ও রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছে উচ্চ আদালত।

দারুণ কিছু অপেক্ষায় বন্ধু Mohiuddin Roni . দেশবাসী তোমার পাশে আছে।

নিউজ: সাংবাদিক জাহিদ হাসান

19/07/2022

অনন্ত জলিলের সাথে সবার এত শত্রুতা কিসের??

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৯০তম বারের মতো পিছিয়েছে।
19/07/2022

চাঞ্চল্যকর সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৯০তম বারের মতো পিছিয়েছে।

সরকারী বেসরকারী এরকম বহু ভবন রয়েছে নগরে। এগুলোর অনেকগুলো আবার পাত বা এলুমিনিয়াম দিয়ে আড়াল করে রাখা হয়েছেCollected
19/07/2022

সরকারী বেসরকারী এরকম বহু ভবন রয়েছে নগরে। এগুলোর অনেকগুলো আবার পাত বা এলুমিনিয়াম দিয়ে আড়াল করে রাখা হয়েছে

Collected

এই ছবিটি আমার কাছে হাস্যকর লাগেনি। হাসার কিছু নেই আসলেই। অন্তত এদের চরিত্র নিয়ে তো কোন কথা নেই? দর্শক হিসেবে একজন অভিনেত...
19/07/2022

এই ছবিটি আমার কাছে হাস্যকর লাগেনি।
হাসার কিছু নেই আসলেই। অন্তত এদের চরিত্র নিয়ে তো কোন কথা নেই? দর্শক হিসেবে একজন অভিনেতা ও একজন অভিনেত্রী থেকে আপনি কি শিক্ষা নিবেন? তার অভিনয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তার ব্যক্তিত্ব, যে মানুষের ব্যক্তিত্ব সুন্দর না তার সুন্দর অভিনয় দিয়ে আপনারা কি করবেন?

Photi: collected

মৃ*ত মায়ের পেট ফেটে বেরিয়ে আসা শিশুটির এক হাতের হাড় ভেঙে গেছে। হাসপাতালে চিকিৎসা চলছে। সবাই তার জন্য দোয়া করুন।আল্লাহ বা...
19/07/2022

মৃ*ত মায়ের পেট ফেটে বেরিয়ে আসা শিশুটির এক হাতের হাড় ভেঙে গেছে। হাসপাতালে চিকিৎসা চলছে। সবাই তার জন্য দোয়া করুন।আল্লাহ বাচ্চাটাকে সুস্থ করে দিন হেফাজত করুন। আমিন-

19/07/2022

শুধু লোডশেডিং এর সিলেবাস থেকে প্রিপারেশন নিলে হবে না
কারণ সিলেবসের বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি

19/07/2022

ময়মনসিংহের ত্রিশালে সড়কে ট্রাকে পিষ্ট মায়ের পেট থেকে ভূমিষ্ঠ শিশুকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও লালন পালনের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Address

2/F, Muktijuddha Fariduddin Sarok(Love Road), Mirpur/2
Dhaka
1216

Telephone

+8801601180777

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Vagabond Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Vagabond Ltd:

Videos

Share