The Talk Station

The Talk Station গুরুত্বপূর্ণ ঘটনার খবর, বিশ্লেষণ কিংবা আলোচনা জন্য আমরা প্রস্তুত। তুলে ধরতে চাই আপনার কথা...

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশকে পিটিয়ে হত্যা এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে গত রোববার শাজাহানপুর থানায় মামলা ...
31/10/2023

বিএনপির মহাসমাবেশের দিন পুলিশকে পিটিয়ে হত্যা এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে গত রোববার শাজাহানপুর থানায় মামলা করে পুলিশ। এতে মির্জা আব্বাসসহ বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়। ওই মামলায় মির্জা আব্বাস ও আলালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

31/10/2023

সভ্য দেশের মূল্যবোধ, সেই সমাজটি পরিচালিত হবে গণতান্ত্রিক মূল্যবোধে, সংবিধানের আলোকে - মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত দেখুন দ্যা টক স্টেশনের প্রতিবেদনে..

31/10/2023

বাংলাদেশকে ডিপেন্ডেন্ট করে রাখার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মানববন্ধনে সংহতি প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন। বিস্তারিত দেখুন দ্যা টক স্টেশনের প্রতিবেদনে...

31/10/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে দেশব্যাপী সংঘটিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে সরাসরি

সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে 'সিল্করোড' পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল ও আন্তর্জাতিক সিম্পোজিয়ামে কী নোট স্পিকার হিসেবে অং...
31/10/2023

সাংহাই থিয়েটার একাডেমির আয়োজনে 'সিল্করোড' পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল ও আন্তর্জাতিক সিম্পোজিয়ামে কী নোট স্পিকার হিসেবে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়,থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ও নাট্য নির্দেশক ড. ইসরাফিল শাহীন।

মঙ্গলবার চীনের সাংহাইতে সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়ামে তিনি 'Traditional Performing Arts in Digital Age'- বিষয়ে বক্তব্য রাখেন।

২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের হামলার প্রতিবাদে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন ক...
30/10/2023

২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের হামলার প্রতিবাদে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একাধিক সদস্য। এসময় নেতারা বলেন, বিএনপির ডাকা অবরোধে মাঠে থাকবে আওয়ামী লীগ।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেন, বিএনপি বিদেশি প্রভুর ওপর ভর করে আন্দোলন করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চাইলে তাদের সমুচিত জবাব দেয়া হবে।

আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, বিএনপি-জামায়াত ২০১৪ সালে স্কুল পুড়িয়েছিল, মানুষ পুড়িয়ে মেরেছিল, এবার হাসপাতালে হামলা করেছে। বিচার বিভাগকে আক্রমণ করতে প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ করেছে। পাকিস্তানের সাথে তারা এখনও কো-ফেডারেশন করতে চায়।

সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবির লিংক ইমেইল করে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সে সব ঘটনা আজ প্রিন্ট করেও কূটন...
30/10/2023

সহিংসতার ভিডিও ফুটেজ এবং ছবির লিংক ইমেইল করে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। সে সব ঘটনা আজ প্রিন্ট করেও কূটনীতিকদের সামনে দেয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ব্রিফিংয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও চীনা রাষ্ট্রদূতসহ ৪৫টি কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতিসংঘসহ ছয়টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও ব্রিফিংয়ে ছিলেন।

কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রতিনমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।

২৮ অক্টোবর ঢাকা রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্ত...
30/10/2023

২৮ অক্টোবর ঢাকা রাজনৈতিক দলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ সাত দেশ।

বিবৃতিতে বলা হয়, ঢাকায় ২৮ অক্টোবরের রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিয়তায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ে সরকার উদ্বিগ্ন। আমরা সহিংসতায় নিহত ও আহতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি।

একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন আওয়...
30/10/2023

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, রাজনীতিতে এমন কিছু ভুল আছে যেগুলো সংশোধন করার সময় অনেক সময় থাকে না। বিএনপি এমন কিছু দৃশ্যমান অপরাধ, আন্দোলনের নামে করেছে; যেটা আজকে গাজায় যে নৃশংসতা সাধারণ মানুষের ওপর হচ্ছে তার চেয়েও ভয়ংকর তারা। আমাদের নারী কর্মীরাও রেহাই পাইনি তাদের নির্যাতন থেকে। অনেককেই তারা তাদের পোশাক ধরে টানাটানি করেছে, আঘাত করেছে মারধর করেছে। মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের ওপর নির্যাতন নিয়ে তিনি বলেন, তাহলে কী সাংবাদিকরা তাদের আসল রুপ নিয়ে লেখার কারণে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকরা যা দেখেছে তাই তো লিখবে এবং বলবে এটাই তাদের অপরাধ। এই জন্য বিএনপি তাদের ওপর হামলা করেছে। যাদের বিবেক আছে, বিবেকবান মানুষ সত্যের পক্ষে বলে ও সত্যের সাধনা করে। এধরনের মানুষ বিএনপির চোখে ভালো নয়। প্রত্যেকেই অপরাধী।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের ব্রিফি করবেন। এতে সরকারের গুর...
30/10/2023

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিদেশি কূটনীতিকদের ব্রিফি করবেন। এতে সরকারের গুরত্বপূর্ণ মন্ত্রণালয়ের কিছু মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কূটনীতিক এবং বিদেশি সংস্থা প্রধানদের জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হবে। ওইদিন বিএনপি বা এর সমমনা দলগুলো যেসব তাণ্ডব চালিয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের ওপর হামলাসহ প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ, পুলিশ হাসপাতাল, পুলিশ বক্সে হামলার তথ্য তুলে ধরা হবে।

29/10/2023

মিরহাজুল শিবলীর উপস্থাপনায় আসছে দ্যা টক স্টেশনের বিশেষ টকশো লেটস টক-মিরহাজুল শিবলী

দেখতে চোখ রাখুন শুধুমাত্র আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে👉 www.youtube.com/

গত শনিবার বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি দলটির ...
29/10/2023

গত শনিবার বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ মামলায় মোট ১৬৪ জন আসামিদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমূখ...

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার- 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়'। উন্নয়নের জন্য ...
29/10/2023

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতি খুবই পরিষ্কার- 'সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়'। উন্নয়নের জন্য আমাদের বিনিয়োগ দরকার। ছোট্ট একটা দেশে ১৭ কোটি মানুষের বাস। তাই আমাদের সব দেশ থেকেই বিনিয়োগ প্রয়োজন। এখানে সবাই তাদের পছন্দ অনুযায়ী বিনিয়োগ করতে পারে। আমরা শুধু মূল্যায়ন করি যে, এই বিনিয়োগ আমাদের দেশের জন্য উপযুক্ত কিনা।’


বেলজিয়াম সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) থেকে ঋণ ও অনুদানসহ মোট ৪০ কোটি ইউরোর যে প্যাকেজ ঘোষণা করা হয়েছে তা দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় বিনিয়োগ।

প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদ...
29/10/2023

প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন এবং যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামীকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
সোমবার বিকেল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি-জামায়াত অপশক্তির প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলা, পুলিশ সদস্য হত্যা, সাংবাদিক নির্যাতন, যানবাহনে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। এতে কেন্দ্রীয় ১৪ দলের নেতা, মন্ত্রিপরিষদের সদস্য এবং জাতীয় সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন।

#রাজনীতিরখবর #রাজনীতি #নিউজ #আওয়ামীলীগ #১৪দল

রোববার (২৯ অক্টোবর) রাতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।রাতে ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাক...
29/10/2023

রোববার (২৯ অক্টোবর) রাতে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রাতে ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডুনার ও সদস্য সচিব আমিনুল হক।

রোববার (২৯অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও...
29/10/2023

রোববার (২৯অক্টোবর) বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন।

রোববার সন্ধ্যায় (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করে...
29/10/2023

রোববার সন্ধ্যায় (২৯ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

29/09/2023
বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) মারা গেছেন।  শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা মেড...
09/06/2023

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) মারা গেছেন।

শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলার আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা সিরাজুল আলম খানকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।

বাংলাদেশের জন্য ২৫৬টি বৃত্তি বরাদ্দ করেছে সৌদি আরব। ঢাকার সৌদি দূতাবাস সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব...
28/05/2023

বাংলাদেশের জন্য ২৫৬টি বৃত্তি বরাদ্দ করেছে সৌদি আরব। ঢাকার সৌদি দূতাবাস সম্প্রতি এ ঘোষণা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য খাত ছাড়া অন্য প্রায় সব খাতে পড়ালেখার জন্যই বৃত্তি প্রযোজ্য হবে। অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল—এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন।

30/12/2022

বিরহ মধুর হল আজি মধুরাতে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক বাংলার ঐতিহ্যবাহী 'যাত্রাপালা' আঙ্গিকে পরিবেশনা। তানভীর নাহিদ খানের নির্দেশনা ও প্রযোজনায় ঢাকা বিশ্ববিদ্যালয়, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।



#নাটক #বিসর্জন
#বিশ্বকবি #নাট্যকলা
#ঢাবি

The standard-bearer of “the beautiful game” had undergone treatment for colon cancer since 2021. The medical center wher...
30/12/2022

The standard-bearer of “the beautiful game” had undergone treatment for colon cancer since 2021. The medical center where he had been hospitalized for the last month said he died of multiple organ failure as a result of the cancer.

Afiza, from Lakshmipur district, was a student of the Department of Chemistry and Chemical Engineering at her university...
27/12/2022

Afiza, from Lakshmipur district, was a student of the Department of Chemistry and Chemical Engineering at her university.

After the appointment, Marium Afiza took two months of training in train driving from Bangladesh Railway Training Academy in Chittagong.
Then she returned to Dhaka and trained for another four months.

She is currently undergoing technical and practical training at the metro rail depot at Diabari, Uttara.

Here, experts from Japan's Mitsubishi-Kawasaki company, the manufacturer of metro rail, are providing technical and practical training in train management.

After that, she will also undergo training at Delhi Metro rail Academy. If necessary, the authorities also plan to train people involved in train management in Japan.

26/12/2022

মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী চলছে শিল্পকলা একাডেমিতে। একাডেমির জাতীয় আর্ট গ্যালারিতে ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় প্রদর্শনীতে বাংলাদেশসহ ১১৪টি দেশের প্রায় ৪৯৩ জন শিল্পীর মোট ৬৪৯টি শিল্পকর্ম প্রদর্শিত হবে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমির আয়োজনে এই প্রদর্শনীতে ইতোমধ্যেই ছয় জন শিল্পীকে সম্মানসূচক পুরস্কার এবং অন্য ৩ জনকে গ্র্যান্ড অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে l

A tribute to Shaheed Dr. Mohammed Fazle Rabbee- Today we will tell the tale of a person whose intellect and sacrifice ha...
15/12/2022

A tribute to Shaheed Dr. Mohammed Fazle Rabbee-
Today we will tell the tale of a person whose intellect and sacrifice has transcended generations. His name is Dr. Mohammad Fazle Rabbi.
He was born in 1932 in Pabna. After passing the intermediate exam from Dhaka College, he was admitted into Dhaka Medical College in 1950. He passed MBBS in 1955 with highest marks in the whole Pakistan and was awarded gold medal.
In 1962, he got MRCP degree in both internal medicine and cardiology from the Royal College of Edinburgh, which was a record at that time. He joined Dhaka Medical College in 1963 as associate professor and was promoted to full professor of medicine and cardiology when he was just 36 years old. His research papers were published in The Lancet and British Medical Journal. In 1970, he was nominated for the best professor award in Pakistan. But Dr. Rabbi rejected the award as a protest against the tyrant government. This act put him in the blacklist of the military.
He also took part in the 1952 language movement. In 1971, he was in Dhaka. He treated the injured. He was true to his duty as a doctor and gave treatment to the freedom fighters even if it put his life in jeopardy. Then came the fateful day. 15th December, 1971. The country was on the brink of independence. His wife Jahanara pleaded to leave their home in Siddeshwari. To which Dr. rabbi replied,”what if my boys don’t find me? Just a few days Jahananara, then we will rise as an independent nation. We shall watch the first sunrise of independent Bangladesh'.
Soon after that, there was a knock on the door. No, they weren’t Dr. rabbi’s boys,his house was surrounded by the military, accompanied by the Razakars and Al Badrs. He went out with his head held high. He told them not to lay a finger on him. Saying this, he went with the military without looking back once. 18th December, 1971. Dr. Rabbi’s dead body was discovered in Rayerbazar. His eyes were taken out with multiple bayonet charge marks all over his body. His body was still fresh. The murderers have taken out his liver. This is how one of the best doctors of the country was murdered in the hands of the Pakistan military and the Al Badrs. The boy’s hostel of Dhaka Medical College is named after him. He is the pride of not only Dhaka Medical College, but also the whole nation.

শহীদ ডা. ফজলে রাব্বীর প্রতি শ্রদ্ধাঞ্জলি-
আজকের গল্পটা অসাধারণ প্রতিভাবান, আত্মত্যাগী এক মানুষের। তাঁর নাম শহীদ ডা. মোহাম্মদ ফজলে রাব্বি। ১৯৩২ সালে পাবনায় জন্ম নেন তিনি। ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাসের পর ১৯৫০ সালে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে।
১৯৫৫ সালে সমগ্র পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে এমবিবিএস পাস করেন, অর্জন করেন গোল্ড মেডেল। ১৯৬২ সালে যুক্তরাজ্যের এডিনবরার রয়াল কলেজের রেকর্ড ভেঙে একই সাথে ইনটার্নাল মেডিসিন ও কার্ডিওলজিতে এমআরসিপি ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯৬৩ সালে ঢাকা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দিয়ে ১৯৬৮ সালে মাত্র ৩৬ বছর বয়সে মেডিসিন ও কার্ডিওলজির প্রফেসর হন। তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয় ল্যান্সেট ও ব্রিটিশ মেডিকেল জার্নালে। ১৯৭০ সালে মনোনীত হন পাকিস্তানের সেরা অধ্যাপক পুরস্কারের জন্য।
অত্যাচার আর শোষণের বিরুদ্ধে সদা প্রতিবাদী ফজলে রাব্বি প্রত্যাখ্যান করেন অনাচারী পাকিস্তান সরকারের এই পুরস্কার। ফলে সরকারের চক্ষুশূলে পরিণত হন তিনি। বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় এই মানুষটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পুরোটা সময় কাটিয়েছেন ঢাকায়। করেছেন অগণিত যুদ্ধাহত মানুষের সেবা। ডাক্তার হিসেবে মানুষের প্রতি নিজের কর্তব্যে বিন্দুমাত্র অবহেলা না করে, নিজের জীবনের মায়া ত্যাগ করে সেবা দিয়ে গেছেন মুক্তিযোদ্ধাদের। তারপর এল সেই দিন। একাত্তরের ১৫ই ডিসেম্বর।
বিজয়লগ্নের দোরগোড়ায় তখন বাংলা। স্ত্রী জাহানারা বারবার অনুনয় করছিলেন সবাইকে নিয়ে সিদ্ধেশ্বরীর বাসা থেকে চলে যেতে। ফজলে রাব্বি একটা কথাই বলেছিলেন সেদিন- "ছেলেরা এসে যদি আমাকে না পায় ?? আর মাত্র কটা দিন হয়ত জাহানারা, তার পরেই আমরা বিশ্বের বুকে নাম লেখাব, দেখো। সকালের ঘুম ভেঙ্গে হাতে হাত রেখে দেখব স্বাধীনতার লাল সূর্য"।
কথা শেষ না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ। না, ফজলে রাব্বির যোদ্ধা ছেলেরা নয়, এবার বাড়ি ঘিরে ধরেছে রাজাকার-আল বদরের দল, সাথে পাক সেনারা। বাবুর্চিকে তালা খোলার নির্দেশ নিয়ে দৃঢ় পদে তিনি হেঁটে গেলেন তাদের দিকে। গম্ভীর গলায় বললেন, 'আমার গায়ে হাত দেবেন না।' এই বলে, পেছনে ফিরে না তাকিয়ে বেরিয়ে গেলেন সৈন্যদের সাথে। ১৮ই ডিসেম্বর, ১৯৭১। রায়েরবাজার বধ্যভূমিতে পাওয়া গেল ডাঃ ফজলে রাব্বির লাশ। চোখ উপড়ানো , হাত মুচড়ে পেছনে বাঁধা, সারা শরীরে বেয়োনেটের চিহ্ন । মৃতদেহটা তখনও তাজা। জল্লাদ বাহিনী তাঁর বুকের ভেতর থেকে কলিজাটা তুলে নিয়েছে। এভাবেই বর্বর হানাদারদের কাপুরুষোচিত হামলায় জীবনাবসান হয় বাংলার সূর্যসন্তান, দেশপ্রেমিক এই চিকিৎসকের। ঢাকা মেডিকেল কলেজের ছেলেদের হলে শোভা পায় তাঁর নাম। তিনি ঢাকা মেডিকেলের গর্ব। তিনি আমাদের সকলের, সমগ্র বাংলাদেশের অহংকার।

Dhaka Education Board Chairman Prof Tapan Kumar Sarker confirmed this. The SSC and its equivalent exams began on Septemb...
22/11/2022

Dhaka Education Board Chairman Prof Tapan Kumar Sarker confirmed this. The SSC and its equivalent exams began on September 15 at 3,790 centres across the country.

MA Hannan is the son of late Mohammad Hossain and Halima Hossain of Bohola village of Biral upazila of Dinajpur. He grad...
20/11/2022

MA Hannan is the son of late Mohammad Hossain and Halima Hossain of Bohola village of Biral upazila of Dinajpur. He graduated in electrical and electronic engineering from Chittagong University of Engineering and Technology in 1990 and completed his MSc and PhD degrees from Universiti Kebangsaan Malaysia (UKM).

He has over 28 years of industry and academic experience. Besides, he is the author and co-author of over 400 articles published in international journals and conference proceedings.

Dhaka University (DU), the oldest university in Bangladesh, held its 53rd convocation amid festive moods with the partic...
19/11/2022

Dhaka University (DU), the oldest university in Bangladesh, held its 53rd convocation amid festive moods with the participation of 30,348 graduates and researchers on its campus on Saturday.

President Abdul Hamid, also the Chancellor of the university, presided over the gala event at the central playground while Nobel Laureate French Economist Dr Jean Tirole attended the program as convocation speaker.

Address

306, Elephant Road
Dhaka
1205

Telephone

+8801911826711

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Talk Station posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Talk Station:

Videos

Share

Nearby media companies


Other Media/News Companies in Dhaka

Show All