Voice of Shakil

Voice of Shakil সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা।

06/01/2025

মানলাম ৭১ সালে ৩০ লক্ষ ম*রে নাই,৩ লক্ষ ম*রছে।

মানুষ তো ম*রছে নাকি ? তাইলে আপনি এই স্বাধীনতা কে,এই ত্যাগকে অস্বীকার করেন কিভাবে ?

যারা এগুলো লিখতেছেন ডালিমের পুরো বক্তব্য শুনেন নাই আমি শিউর। উনি পাকিস্তানের নি*র্মমতার যে বর্ননা দিয়েছেন তা গা-শিউরে উঠার মতো,কই এগুলো তো পোস্ট করেন না। উনি এটাও বলেছেন, তখন কোনো বিবেকবান মানুষ অন্তত পাকিস্তানের সাপোর্ট করতে পারতো না।

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা।  এই মুক্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত স...
16/12/2024

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা। এই মুক্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য,মানবিক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গড়ার প্রত্যয়।

15/12/2024
উড়তে থাকা বাংলাদেশকে থামাবার সাধ্য আছে কার অভিনন্দন বাংলাদেশ।
08/12/2024

উড়তে থাকা বাংলাদেশকে থামাবার সাধ্য আছে কার
অভিনন্দন বাংলাদেশ।

26/11/2024

কোন ধরনের ডেস্পিকেবল মা*দা*র্চো*দ হইলে আপনি মুসলিম হইয়াও ইসকন'রে সমর্থন করেন?

26/11/2024

আপনি একজন হিন্দু হয়ে উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেন না কেন?

23/09/2024

একটা কথা বলতে বাধ্য হচ্ছি। শিবিরের যে স্ট্রাটেজি এখন জানতেছেন, সেটা ১৫ বছর আগেরটা। এখন যে স্ট্রাটেজিতে খেলবে সেটা জানবেন আবার ১৫ বছর পর।

23/09/2024

ছাত্রলীগের সভাপতি এবং শিবিরের ঢাবি সভাপতি দুইজনেই দেখলাম সূর্যসেন হলে ছিলো।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর শিবিরের ঢাবি সেক্রেটারি দুইজনেই আবার জসিম উদ্দিন হলের।

ছাত্রলীগের দুইজনেই পুরো ক্যাম্পাসে শিবির খুঁজে বেড়াতো। অথচ তাদের দুইজনের নাকের ডগায় ছিলো শিবির সভাপতি-সেক্রেটারি। টের‌ও পেলো না।

কিএক্টা অবস্থা।

22/09/2024

অন্যের প্লেটের বিরিয়ানীতে মাংসের পিস সবসময় বেশি মনে হয় !

22/09/2024

এইত্তা আলাপ?🫣🫣

21/09/2024

হাসু আপা ঠিকই বলতো সব জামায়াত-শিবিরের কাজ। তখন হাসু আপাকে কেউ বিশ্বাস করেনি। এখন বুঝো....তিনি ঠিকই কৈছিলেন।

ফ্যাক্ট : ঢাবি সমন্বয়ক

এমন প্রতিটি বর্বর হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের মন থেকে ধিক্কার জানাই। তবে আমি আশাবাদী বর্ত...
20/09/2024

এমন প্রতিটি বর্বর হত্যাকাণ্ডের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের মন থেকে ধিক্কার জানাই।
তবে আমি আশাবাদী বর্তমান সরকার খুনিকে খুনি ও অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করবে।
কিন্ত আমরা অতীতে এমন বহু হত্যাকাণ্ডের দিকে তাকালে দেখতে পাই সরকারগুলো হত্যাকারীদের সুকৌশলে বাঁচানোর চেষ্টা করতো,যার ফলে এক বিচারহীনতার সংস্কৃতির প্রচলন ছিল স্বাধীনতা পরবর্তী প্রতিটি সরকারের আমলে।
তবে এবার মনে হয় এ সংস্কৃতি হতে আমরা বের হতে শুরু করেছি,ইতিমধ্যেই সরকারের পক্ষ হতে সবাই এই হত্যাকাণ্ডের যথাযথ বিচারের কথা বলেছেন এবং তাদের কথামতো ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তবে দুঃখের বিষয় হলো আমরা যারা এমন হত্যাকাণ্ডের বিচার চাই তাদের মধ্যেও ৩ শ্রেণীর বিচার প্রার্থী দেখা যায়।
১। আবরার হত্যার বিচার চেয়েছি তবে তোফাজ্জলের ক্ষেত্রে নীরব( তৎকালীন সরকারবিরোধী)।
২।তোফাজ্জল হত্যায় আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অথচ আবরার হত্যাকাণ্ড আমার বিবেক একটুও কাঁদেনি (বর্তমান সরকার বিরোধী)।

৩।আরেক শ্রেণী আছে যারা বাংলাদেশী তারা আবরারের হত্যাকাণ্ডেও বিচার চেয়েছে এখন তোফাজ্জল হত্যাকাণ্ডেরও বিচার চায়।
তবে এই বাংলাদেশীদের সংখ্যা যতদিন না বৃদ্ধি পাবে ততদিন এমন হত্যাকাণ্ড বারবার ঘটতে থাকবে।

দিন শেষে আমরা যেন আমাদের বিবেককে কোন নির্দিষ্ট দলের মধ্যে সীমাবদ্ধ না রাখি,আমরা সকলেই যেন বাংলাদেশী হিসেবে পরিচয় দেই।

20/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় থাকলে আর আয়না ঘর বা হাওয়া ভবন এর কোনো দরকার নাই।

10/09/2024

কৌশলে কি ইসলামের মূলমন্ত্র প্রচার করলেন
ড. ইউনুস!
কেন ই বা, এই সাক্ষাৎকার ডি*লি*ট হলো ড*য়ে*চে ভে*লে থেকে!
শাব্দিক নয় আমার কাছে গাম্ভীর্যপূর্ণ মনে হয়েছে এই বক্তব্য।

10/09/2024
03/09/2024

্ধতিতে_নির্বাচন!
প্রার্থী নয়; ভোট হবে মার্কায়!

দাড়িপাল্লা, ধাণের শীষ, হাতপাখা,লাঙ্গল, ভোট, নৌকা বা ট্রাক মার্কায় ভোট ইত্যাদি! থাকবে না কোনো কেন্ডিডেট। সারাদেশে মার্কায় ভোট কাউন্ট হওয়ার পর পার্সেন্ট বা শতাংশ আনুপাতিক হারে বন্টন করা হবে সংসদে আসন সংখ্যা!

ধরুন, ৩০০ আসনের নির্বাচনে ১০০ শতাংশের মধ্যে নৌকা পেয়েছে ৩০ শতাংশ ভোট, ধানের শীষ ৩৫ শতাংশ, হাতপাখা ১৫ শতাংশ, দাড়িপাল্লা ১৫ শতাংশ, অন্যান্য মার্কা ০৫ শতাংশ! সেক্ষেত্রে নৌকা পাবে ৩০x৩= ৯০ টি আসন, ধানের শীষ ৩৫x৩=১০৫ আসন, হাতপাখা ১৫x৩=৪৫ আসন, দাড়িপাল্লা ১৫x৩=৪৫ আসন, অন্যান্য মার্কা ৫x৩=১৫ আসন! এতে করে প্রত্যেক দলের প্রতিনিধিগণ সংসদে যেতে পারবে! এবং যারা সর্বোচ্চ ভোট পাবে তারা সরকার গঠন করবে! সরকারটি হবে একটি জাতীয় সরকার! কোনো মার্কা যদি ০.৩৪ শতাংশ ভোটও পায় তাহলেই তারা একটি আসন পাবে! এবং প্রত্যেকটা রাজনৈতিক দল চাইবে তাদের দল থেকে এমন প্রতিনিধি সংসদে যাক যে অধিক যোগ্য! ফলে অযোগ্যরা বাদ যাবে এবং যোগ্য নেতৃবৃন্দ রাষ্ট্রের নেতৃত্বে আসবে!

এই পদ্ধতিটি হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি বা (Proportional representation) পিআর সিস্টেম! উন্নত পৃথিবীর প্রায় ১০০টির অধিক দেশে এই নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে! এই নির্বাচন ব্যবস্থার ফলে দলীয় নমিনেশন বানিজ্য বন্ধসহ নির্বাচন ব্যয় প্রায় অর্ধেক হ্রাস পাবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Shakil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Shakil:

Videos

Share