মহারাণী

মহারাণী ছোট লেখায় হাজারও অনুভূতি!!

এই পেজের 99% পোস্ট'ই সংগৃহীত। কারো কোনো লেখা, ছবি কিংবা ভিডিও'র আসল মালিকের নামে কার্টেসি বা ক্রেডিট ভুল ক্রমে না দেওয়া হলে আপনার দাবী আমাদের পেজে মেসেজ দিয়ে জানাবেন। যথাযথ সম্মান রেখে কার্টেসি বা ক্রেডিট দেওয়া হবে।

ধন্যবাদ❤️

❝বিবাহ আপনার খরচ আমাদের❞আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে তারা বিয়েকে সহজ এবং সুন্...
08/01/2025

❝বিবাহ আপনার খরচ আমাদের❞

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে তারা বিয়েকে সহজ এবং সুন্নাহসম্মত করার জন্য অসাধারণ পদক্ষেপ নিচ্ছে।

আমাদের সমাজে দেনমোহরের বিশাল অঙ্ক এবং যৌতুকের চাপে অনেক পরিবার বিয়েকে কঠিন করে তুলছে। কিন্তু এই ফাউন্ডেশন দেখিয়ে দিচ্ছে, বিয়ে সহজ এবং সুন্নাহ অনুযায়ী করাও সম্ভব।

যা যা তারা দিচ্ছে:
১. বর-কনের জন্য বিয়ের পোশাক।
২. কনের সাজসজ্জার সকল সামগ্রী।
৩. বিবাহ রেজিস্ট্রির খরচ।
৪. বর-কনের ১০০ জন অতিথির জন্য খাবারের ব্যবস্থা।
৫. কমিউনিটি সেন্টার ভাড়া।
৬. প্রয়োজনে পরবর্তী কাউন্সেলিং সেবা।
৭. কক্সবাজারে ফ্রি হানিমুন প্যাকেজ!

বিয়ের তারিখ: ১৮ জানুয়ারি ২০২৫
রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০২৫

তবে এর জন্য দু’টি শর্ত আছে:
১. যৌতুক নেওয়া যাবে না।
২. ধার্য্য দেনমোহর সম্পূর্ণ আদায় করতে হবে।

আমি সত্যিই তাদের এই উদ্যোগের প্রশংসা করছি। যারা এমন একটি বিয়ে করতে চান, তাদেরকে রেজিস্ট্রেশনের জন্য উৎসাহিত করছি।

যোগাযোগের জন্য: 01841040549
রেজিস্ট্রেশনের লিংক: কমেন্টে দেওয়া হয়েছে।

আমাদের উচিত এমন ভালো উদ্যোগগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সমাজকে আরও সহজ ও সুন্দর করে তুলুন। আমিন।

রেজিষ্ট্রেশন লিংক: কমেন্টে

"When your intention are pure, you don't lose anyone, They lose you."
06/01/2025

"When your intention are pure, you don't lose anyone, They lose you."

চোখে পানি দিয়ে আসুন আপনি হয়তো ঝাপসা দেখছেন🫠🥴
05/01/2025

চোখে পানি দিয়ে আসুন আপনি হয়তো ঝাপসা দেখছেন🫠🥴

05/01/2025

ইলিয়াস আর ডালিমের কথা শুইনা মনে হলো, ৭১ এর পর একমাত্র ডালিম ই বাইচা আছে, অই প্রজন্মের আর কেও বাচা নাই, তাই ডালিম যা বলবে তাই সত্যি!

হায় সেলুকাস!

05/01/2025

আগামীকাল রাতে লাইভে আসবেন ...

ইয়াহিয়া খান

03/01/2025

শুধু তোমায় ভাবলে বুকের ভেতর ছটফটানি হয় - বাস্তবে বুকের কতটা জুড়ে আছো।
যদি বুঝতে।

কল্পনায় তুমি আমার ভেবে সেই সারাদিন তোমার চিন্তায় কাটিয়ে দিতে পারি।
বাস্তবে তোমায় কতটা দরকার যদি বুঝতে।

মৃত্যুর পর কেউ তোমার ভাগ চাইতে পারে ভেবে বুকের ভেতরটা জ্বলে যায়।
বাস্তবে তুমি অন্য কারো ভাবা কতটা ভয়ানক যন্ত্রনা যদি বুঝতে।

ভালোবাসো না আমায় জেনেও পাগলের মত ভালবাসি - কল্পনায় আগলে রাখি।
ভালোবাসলে কতটা আগলে রাখতাম।
যদি বুঝতে।

শুধু একটা বার যদি বুঝতে!

03/01/2025

তাহলে আমি এমনও দেখেছি!
মানুষ নিজের রিজিককে অস্বীকার করতে,তুচ্ছতাচ্ছিল্য করতে,ছুড়ে পেলে দিতে।🙂

31/12/2024

তোমার জন্মদিনে আমি দিয়েছিলাম ১০০ টাকার ফুল আর সে দিয়েছিল ১০০০ টাকার।

তুমি তাকে পছন্দ করলে।

জানো তার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল আর আমার কাছে শুধু ১০০ টাকাই ছিল! 💗

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশেদেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাব...
28/12/2024

কেন জানি না,বাংলাদেশের বেশিরভাগ মানুষই কোথাও সুখী না, না দেশে না বিদেশে

দেশে থাকলে মনে করে বিদেশে সুখ। মিডলইস্টে গেলে ভাবে ইউরোপে সুখ। ইউরোপে থাকলে ভাবে, লন্ডন -আমেরিকা-ক্যানাডায় সুখ।সেখানে গেলে ভাবে, ধুর ছাই, দেশই ভালো ছিলো

এভাবে ‘সুখ’ নামের মরীচিকার পেছনে ছুটতে ছুটতে জীবনকেই একসময় ছুটি দিয়ে দেয়।

অথচ সুখটা হওয়ার কথা ছিলো কেবল অনুধাবনের বিষয়।সুখটা নিজের চিন্তা ভাবনার মাঝে খুঁজে এবং সর্বোপরি মহান সৃষ্টিকর্তার শুকরিয়া জ্ঞাপন করে দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যেতে হবে

22/12/2024

আমি তেমন কেউ নাহ,তেমন কিচ্ছুও নাহহহ। অতি নগন্য সাধারণ একজন মানুষ।টাকা-পয়সা, বাড়ি-গাড়ি কিংবা উচ্চ বংশীয় ও নই। আমারে চাইলে যেই কেউ'ই অতি সহজেই হারাইতে পারে।তুমিও চাইলেই হারিয়ে যেতো পারো তবে আমারে হারায় ফেললে শুধু আমারেই হারাবা না, একজোড়া প্রার্থনার হাত হারাবা; সাথে এক বুক ভালোবাসাও হারাবা।

19/12/2024

আমারে পাইলে আপনি জিতবেন কিনা জানি না তবে আমি আমার বেস্ট'টা দেয়ার ট্রাই করবো।

19/12/2024

তাবলীগের দুই গ্রুপ- এতায়াতি আর ওয়াজাহাতিদের মধ্যে হঠাৎ হাতাহাতির কারণ কি?

যে গেছে এবং যার গেছে — এই দু'জন ব্যতীত পৃথিবীর একটা পাতারও কিছু যায় আসেনা।💔🙂
18/12/2024

যে গেছে এবং যার গেছে — এই দু'জন ব্যতীত পৃথিবীর একটা পাতারও কিছু যায় আসেনা।💔🙂

POV : You love this Jhilimili Balloon ❤️✨
17/12/2024

POV : You love this Jhilimili Balloon ❤️✨

তুমিও কাদঁবা শুধু সময়ের অপেক্ষা"!😅❤️‍🩹
17/12/2024

তুমিও কাদঁবা শুধু সময়ের অপেক্ষা"!😅❤️‍🩹

তোমার চোখের দিকে তাকাইলে আমার হার্টবিট বেড়ে যায়, সেইটা হোক ছবিতে কিংবা বাস্তবে!! 🌸❤️‍🩹
17/12/2024

তোমার চোখের দিকে তাকাইলে আমার হার্টবিট বেড়ে যায়, সেইটা হোক ছবিতে কিংবা বাস্তবে!! 🌸❤️‍🩹

মানুষ ভালবাসতে শেখায়, তারপর মায়া জমে গেলে ছেড়ে যায়.!😅💔
17/12/2024

মানুষ ভালবাসতে শেখায়, তারপর মায়া জমে গেলে ছেড়ে যায়.!😅💔

Address

Dhaka
1000

Telephone

+8801877238114

Website

Alerts

Be the first to know and let us send you an email when মহারাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহারাণী:

Videos

Share

Category