ছোট বেলায় আমিও এরকম মুরগীর বাচ্চা কিনে আনছিলাম৷ তারপর একদিন হুট করে মা*রা গেল৷ তিনদিন শুধু কান্না করছিলাম৷ আজকে দেখলাম পাশের বাসার পিচ্চি আনছে এটারে৷ কিউট৷ সারাঘর তই তই করে ঘুরে৷
এটা দেখলেই দাড়ায় থেকে ঘ্রাণ নেই 🤐
ওয়াটার স্লাইডে গ্যাবাডিং ইউজ করার মত গাধামী আর একটাও নাই।
ওয়াটার স্লাইডে গ্যাবাডিং ইউজ করার মত গাধামী আর একটাও নাই। আমি শেষমেশ হেটে হেটে স্লাইড শেষ করার ট্রাই করলাম🫠।
ফগ লাইটের ফার্স্ট ইম্প্রেশন।
ব্র্যান্ডের শর্মা তাই দাম বেশি।
চিকেন অনিয়ন শর্মা।
বাইকের দাম বাড়তেছে। বাইক কেনার প্ল্যান থাকলে এখনই কিনে ফেলুন।
বাইকের দাম বাড়তেছে। অনেক বেশিই বাড়তেছে। টাকা পয়সা কিছু কম থাকলে ম্যানেজ করে কিনে ফেলুন এখনই যদি কেনার প্ল্যান থাকে।
নগদ আর মাসুদ কখনোই ভালো হবার নয়। এদের এপ্সের সমস্যার কারণে আমার অতিরিক্ত ২৫ টাকা খরচ।
৩ লাখ ৫০ হাজার টাকার বাইক ৫ লাখ ২৪ হাজার!
৩ লাখ ৫০ হাজার টাকার বাইক এখন ৫ লাখ ২৪ হাজার। লবণ দিয়া কাঠাল খাইতে বড়ই মজা লাগে।
সারাদিন বাইক চালিয়ে আয় করা টাকা, বাইকের কাগজ সব হারিয়ে পাগলপ্রায়। মগবাজারের আশেপাশে হয়তো হারিয়েছেন। কোন সহৃদয়বান ব্যাক্তি যদি পেয়ে থাকেন ভাইকে জানাবেন। ভাইয়ের ডিটেইল অনুমতি সাপেক্ষে ভিডিওতে দিয়ে দিয়েছি।
আমিও রাইড শেয়ার করি। তবে এই ভাইয়ার মত এত ফাইভ স্টার মানের রাইড শেয়ার সার্ভিস দিতে পারিনি। ওনি নিজেও সার্টিফাইড হেলমেট পরছে, আমারেও সার্টিফাইড হেলমেট দিছে এবং চমৎকার সার্ভিস দিছে। অমায়িক ।
এবার ৬০০ সিসি বাইক আসবে!
বাইকের সিসি লিমিট বাড়িয়ে ৬০০ সিসি করার চিন্তাভাবনা!
এপে ১০০০-১২০০, খেপে ২০০০-২৫০০।