Moto Mehedi

Moto Mehedi সহজকে কঠিন, কঠিনকে সহজ। তার মাঝে একটুখানি হাসি।

27/01/2025

ওয়াটার স্লাইডে গ্যাবাডিং ইউজ করার মত গাধামী আর একটাও নাই। আমি শেষমেশ হেটে হেটে স্লাইড শেষ করার ট্রাই করলাম🫠।

24/01/2025

চিকেন অনিয়ন শর্মা।

আবার হাসিমুখ ।
24/01/2025

আবার হাসিমুখ ।

22/01/2025

বাইকের দাম বাড়তেছে। অনেক বেশিই বাড়তেছে। টাকা পয়সা কিছু কম থাকলে ম্যানেজ করে কিনে ফেলুন এখনই যদি কেনার প্ল্যান থাকে।

21/01/2025

৩ লাখ ৫০ হাজার টাকার বাইক এখন ৫ লাখ ২৪ হাজার। লবণ দিয়া কাঠাল খাইতে বড়ই মজা লাগে।

20/01/2025

সারাদিন বাইক চালিয়ে আয় করা টাকা, বাইকের কাগজ সব হারিয়ে পাগলপ্রায়। মগবাজারের আশেপাশে হয়তো হারিয়েছেন। কোন সহৃদয়বান ব্যাক্তি যদি পেয়ে থাকেন ভাইকে জানাবেন। ভাইয়ের ডিটেইল অনুমতি সাপেক্ষে ভিডিওতে দিয়ে দিয়েছি।

20/01/2025

র‍্যাবের পোশাক কালোটাই বেস্ট ছিল৷ একটা মারদাঙ্গা ভাইব ছিল৷ কালো শার্ট, কালো প্যান্ট, কালো ব্যান্ডানা, কালো চশমা ভাইবই আলাদা৷ ধুম ধারাক্কা ব্যাপার স্যাপার৷

আর এখন র‍্যাবেরে দিছে জলপাই কালার৷ দেখে মনে হচ্ছে প্রেগন্যান্ট রুগী লবণ দিয়া জলপাই খাইতেছে!

17/01/2025

বাইকের সিসি লিমিট বাড়িয়ে ৬০০ সিসি করার চিন্তাভাবনা!

16/01/2025

বাজাজের ইঞ্জিন দিন যত যাচ্ছে ততই স্মুথ হচ্ছে । একটা ১৬০ সিসি রেঞ্জের ইঞ্জিন এত স্মুথ আহা!

16/01/2025

রয়েল এনফিল্ড বাইকের লুকিং গ্লাসের দাম ১৫ হাজার। তাতে কার কি সমস্যা!

16/01/2025

রাইড শেয়ারিং করে কত টাকা আয় করা যায় আর কি কি হলে রাইড শেয়ারিং এ কাজ করতে পারবেন।

14/01/2025

৭১ হাজার টাকার পার্সেল ডেলিভারি দিয়ে আসলাম ঢাকার বাইরে।

12/01/2025

হাই ওয়েতে পুলিশ সিগন্যাল দিলে অবশ্যই দাড়বেন। আপনার ভুল না থাকলে কনফিডেন্সের সাথে কথ বললে আপনা আপনি ছেড়ে দিব। বেশি গভীরে যাবে না। শুরুর দিকে আমারে ধরলে তো ব্যাক থেকে শুরু করে বাইকের ট্যাংকি চেক করে তারপর ছাড়তো।

আজকের পার্সেল ডেলিভারি বের হলাম। ইনশাআল্লাহ বিকালের আগেই ঢাকায় ফিরবো।
11/01/2025

আজকের পার্সেল ডেলিভারি বের হলাম। ইনশাআল্লাহ বিকালের আগেই ঢাকায় ফিরবো।

লিফটের বাটনের পাশে নাম্বারগুলা বসানোর কাজটা যেই করছে কিউট হইছে 😁। পিচ্চি কেউই করছে হয়তো।
09/01/2025

লিফটের বাটনের পাশে নাম্বারগুলা বসানোর কাজটা যেই করছে কিউট হইছে 😁। পিচ্চি কেউই করছে হয়তো।

রাইড শেয়ারিং বা পার্সেল ডেলিভারি থেকে আয় করা টাকা খরচ করতে একটু বেশি কষ্ট লাগে 🫠।
08/01/2025

রাইড শেয়ারিং বা পার্সেল ডেলিভারি থেকে আয় করা টাকা খরচ করতে একটু বেশি কষ্ট লাগে 🫠।

06/01/2025

দুই রাইডে আজকের ইনকাম ৪০০ টাকা। আলহামদুলিল্লাহ ।

03/01/2025

ওদেরকে ভালোবাসলে যেকোন অবস্থায় ভালোবাসা যায়। কি সুন্দর কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে ❤️।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moto Mehedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share