GEN-Z

GEN-Z ✍️✍️

28/12/2024

যশোরে ১২ জন সম*কামী পাওয়া গেছে HIV পজিটিভ। সবচেয়ে শকিং ব্যাপার হইসে তারা সবাই স্টুডেন্ট। এখন ভাবেন যশোরে যদি ১২ জন হয়ে থাকে, ঢাকায় কত, বাংলাদেশে কত। যদি স্টুডেন্ট এত হয়, এর বাইরে কত যাদের বয়স ২৫-৬০? ব্র‍্যাক যে ভয়াবহ ভাইরাস ছড়াচ্ছে তা টের পাইতেসি না। এরা টেস্ট করসে দেখে ধরা খাইসে। যদি টেস্ট না করতো এদের রক্ত, লালা, নানান কিছুর মাধ্যবে HIV এর মরণব্যাধি রোগ ছড়াইতো। আতংকিত করার মত খবর।
-বিস্তারিত কমেন্টে

27/12/2024

কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত
আছেন কমেন্ট করে জানান।

27/12/2024

মাওয়ার এক্সপ্রেসওয়ের মর্মান্তিক দুর্ঘটনাটা দেখলাম। প্রাইভেট কারটা পাশের লেনে ঢুকছিল। ড্রাইভার কি মনে করে গাড়িটা ঘুরিয়ে আবার এই লেনে এসে ঢুকলো। কয়েক সেকেন্ড পরই পেছন থেকে বাসের ধাক্কা আর প্রাইভেট কারের সকল যাত্রী নিহত।

বলতে পারেন, ঠিক কোন শক্তি এই ড্রাইভারকে বামে না ঢুকে, ডানে ঢুকতে বললো?

মৃত্যু আর বেঁচে থাকার মধ্যে জাস্ট এক মিটারের ব্যবধান ছিল। কোন সত্তার হুকুমে এই ব্যবধান মিশিয়ে দেয়া হল?

আধা সেকেন্ড আগেও কি এই গাড়ির যাত্রীরা বা বাইকওয়ালা ভেবেছিল এই দুনিয়াতে উনাদের সময় শেষ?

আহ মৃত্যু আমাদের কত কাছে! অথচ আমরা ভাব ধরে আছি যে, মৃত্যু বলতে আসলে কিছুই নেই!

27/12/2024

বর্তমানে ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৮টি। কারণ দেশে কোনো ‘ল’ নেই।

27/12/2024

বাস চাপায় ঘটনাস্থলেই ৫ জন নিহ'ত!
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা।💔🇧🇩

গাড়িতে থাকলে আপনাকে পেছন থেকে মেরে দিবে। দাঁড়িয়ে থাকলে উড়িয়ে দিবে। বাসে থাকলে মুখোমুখি মেরে দিবে অথবা খালে পানিতে ফ...
27/12/2024

গাড়িতে থাকলে আপনাকে পেছন থেকে মেরে দিবে। দাঁড়িয়ে থাকলে উড়িয়ে দিবে। বাসে থাকলে মুখোমুখি মেরে দিবে অথবা খালে পানিতে ফেলে দিবে। বাইকে থাকলে চাপা দিয়ে চলে যাবে। আপনি যতই নিয়মকানুন মেনে সেইফলি ড্রাইভ করেন না কেন, আপনার জীবনের কোনোই গ্যারান্টি নাই এই দেশে।

মাওয়া টোল প্লাজা ইন্সিডেন্ট

What a real man and a heroic father looks like. In a society where suffocating customs still exist, this picture is a pr...
26/12/2024

What a real man and a heroic father looks like. In a society where suffocating customs still exist, this picture is a proof that behind every daughter who dares to dream from inside a cage, there’s a father who provides her with wings. A man who works day and night just so his family can aspire to achieve their dreams, is a true inspiration. Congratulations to both 🤍✨

পৃথিবীর একমাত্র স্ত্রী যে কোনো দিন তার স্বামীর সাথে ত'র্কে জিততে পারবে না!🙂
26/12/2024

পৃথিবীর একমাত্র স্ত্রী যে কোনো দিন তার স্বামীর সাথে ত'র্কে জিততে পারবে না!🙂

26/12/2024

অত:পর তাহার ১৬ বছরের লুটপাটের ইতিহাসকে পুড়িয়ে দেয়া হলো। তিনি থাকবেন তাহাজ্জুদী হিসাবেই ।
সত্যকে প্রমাণ করতে হয় ।
তারে এই সুযোগ করে দেয়া হয়েছে । এটা শহীদ হয়ে যাওয়া আমাদের ভাই,বোনদের রক্তের সাথে চূড়ান্ত মীরজাফরী ।

এই ছবি দুটো দিয়ে আবারো স্মরণ করিয়ে দিতে চাই,আমরা বাজ্ঞালিরা কিন্তু ছবি দেখলেই পরিস্থিতি বলে দিতে পারি কি ঘটনা ঘটেছে সেখা...
26/12/2024

এই ছবি দুটো দিয়ে আবারো স্মরণ করিয়ে দিতে চাই,আমরা বাজ্ঞালিরা কিন্তু ছবি দেখলেই পরিস্থিতি বলে দিতে পারি কি ঘটনা ঘটেছে সেখানে সুতরাং বেশি চালাকি করার চেষ্টা করলে ফলাফল ভয়াবহ হবে!
হুশিয়ার সাবধান 🖤🇧🇩

বগুড়ায় আন্দোলনে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়ে বাড়ির বারান্দায় চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা।
26/12/2024

বগুড়ায় আন্দোলনে অংশ নেওয়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দিয়ে বাড়ির বারান্দায় চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা।

উপরের ছবিটা অনেকেই দেখেছেন। তার নাম রাতুল। গত ১৯শে জুলাই শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের সাথে মি...
26/12/2024

উপরের ছবিটা অনেকেই দেখেছেন। তার নাম রাতুল। গত ১৯শে জুলাই শুক্রবার উত্তরায় প্রচন্ড গোলাগুলির সময় সাহস করে পুলিশের সাথে মিউচুয়াল কথা বলার জন্যে সামনে এগিয়ে যায় সে। কথার এক পর্যায়ে পুলিশ তার বেল্ট ধরে সাইডে টান দেয়। যেতে না চাইলে পেটে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। ঝাঁঝড়া হয়ে যায় পেট এবং কিডনি।

টানা ৬ ঘন্টার অপারেশন এবং কয়েকমাসের চিকিৎসার পর এখন সে পুরোপুরি সুস্থ না হলেও তার অবস্থা একটু স্থিতিশীল। দিনে ২টা ইনজেকশন নেয় এবং নিয়মিত চিকিৎসা না পেলে একটি কিডনি অচল হয়ে যাবে।

এদিকে চিকিৎসার প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে ঋণ করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।
আশাকরি সবাই তার ফুড কার্টে আসবেন। এতে করে উৎসাহ পাবে রাতুল, হয়তো একটু ফিন্যানশিয়ালি স্ট্যাবল হতে পারবে।

লোকেশন:
রোড- ২৮
সেক্টর- ৭
উত্তরা (উত্তরা হাই স্কুল সংলগ্ন)।

সবাই বেশি বেশি করে দিন!

সচিবালয়ে গভীর রাতে আগুন নেভাতে পানির ব্যবস্থা করতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের এক ভাই নিহত হয়ে...
26/12/2024

সচিবালয়ে গভীর রাতে আগুন নেভাতে পানির ব্যবস্থা করতে রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ফায়ার সার্ভিসের এক ভাই নিহত হয়েছেন!

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

ইস্ট ওয়েস্টের একজনকে হ*ত্যা করা হয়েছে। গ্রেফতার হতে দেখলাম না কাউকে।এআইইউবি'র একজনকে ছুরিকাঘাতে হ*ত্যা করা হলো গ্রেফতার ...
15/12/2024

ইস্ট ওয়েস্টের একজনকে হ*ত্যা করা হয়েছে। গ্রেফতার হতে দেখলাম না কাউকে।

এআইইউবি'র একজনকে ছুরিকাঘাতে হ*ত্যা করা হলো গ্রেফতার তো হয় নি, আওয়াজও শাহবাগ অবদি পৌঁছায় নি। শাহবাগ তো দূরের কথা বিজয় সরণীর "যমুনা" অবদিও পৌঁছায় নি আওয়াজ!

সবার রক্তের দাম আসলেই সমান না!!

অথচ ১৮ জুলাই পুরো ঢাকা শহরে বেসরকারি বিশ্ববিদ্যালয় না নামলে আপনারা যারা স্বাধীনতার সুফল ভোগ করছেন, তারা আয়নাঘরে থাকতেন।

রায়েরবাজার, বধ্যভূমিছবি : মর্নিং নিউজ পত্রিকা, ১৯৭৩
15/12/2024

রায়েরবাজার, বধ্যভূমি

ছবি : মর্নিং নিউজ পত্রিকা, ১৯৭৩

ড্রাইভারের সাথে তর্কের জেরে পিটিয়ে গাড়ি ভেঙ্গে ভিজিটিং কার্ড ধরায় দিয়ে গেছে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ স...
15/12/2024

ড্রাইভারের সাথে তর্কের জেরে পিটিয়ে গাড়ি ভেঙ্গে ভিজিটিং কার্ড ধরায় দিয়ে গেছে নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

আসল নেতা বলতেই হয়। প্রতিবাদ করতে যেয়ে আমার অবস্থা নিয়ে বলতে চাইনা। লজ্জায় মাথা হেট আমার। ২ হাজার শহীদের দেশ এটাই।

ছবি: ড্রাইভারের।

15/12/2024

জানুয়ারিতে দেশের তাপমাত্রা ৩ ডিগ্রিতে নামতে পারে।

- আবহাওয়া অফিস

Potato  crackers is fifteen now!!we all grew up🙂
15/12/2024

Potato crackers is fifteen now!!
we all grew up🙂

Address

Mirpur Road
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when GEN-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share