Exclusive Interview

Exclusive Interview Video content creator. I am so open-minded, my brains will fall out someday.

দুজনকে অসম্ভব ভালো মানাইছে।
05/01/2025

দুজনকে অসম্ভব ভালো মানাইছে।

তাহসানকে স্বামী হিসিবে পেয়ে ভীষন খুশি তাহসানের নতুন বউ।
05/01/2025

তাহসানকে স্বামী হিসিবে পেয়ে ভীষন খুশি তাহসানের নতুন বউ।

05/01/2025

রাজকে তার জীবনের Everything বল্লেন শুভশ্রী।

05/01/2025

অপু বিশ্বাস হওয়ার সব অবদান শাকিবের - অপু

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজ...
05/01/2025

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর ‘মেঘ না চাইতেই বৃষ্টি’র মতো অবাক করে দিয়েছে সবাইকে। গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টালিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা।

এদিকে বিবাহবিচ্ছেদের পরও সাত বছর সিঙ্গেল ছিলেন অভিনেতা তাহসান খান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কের কোনো খবর পাওয়া যায়নি। তবে গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এ সংগীতশিল্পীর বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করছেন তাহসান। এ সংবাদ গণমাধ্যমে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

এদিকে তাহসান দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে এলেন। আরও একবার সাবেক স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করলেন নেটিজেনরা। অবশ্য অভিনেত্রী তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনো কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি মিথিলা।

যদিও গতকাল শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে ফেসবুক থেকে স্টোরিটি ডিলিট করে দেন অভিনেত্রী।

আবার গুঞ্জন শোনা যায়, গায়ক তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের সুর। বেশ কিছু দিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন অভিনেত্রী। পরিচালক সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে না মিথিলাকে। এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তিও করিয়েছেন অভিনেত্রী।

বৈবাহিক জীবনে এ তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটি সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার। সেই সৃজিতের জন্মদিনের সময় থেকেই আলাদা থাকছেন দুজন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত বলেও জানা যায়। বর্তমানে দুজন রয়েছেন দুই প্রান্তে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়। তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব, সেটি অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।

এদিকে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে। তবু সেসব কানে নেননি অভিনেত্রী। এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় এলেন মিথিলা। সেখানেও উঠে আসছে সৃজিতের সঙ্গে তার বিয়ে, সংসার ও বিচ্ছেদের গুঞ্জন।

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি -বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন।  মৃত্যুর সময় জাপানি এই না...
05/01/2025

মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি -

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি তোমিকো ইতুকা মারা গেছেন। মৃত্যুর সময় জাপানি এই নারীর বয়স হয়েছিল ১১৬ বছর।

তিনি জাপানের আশিয়া শহরের একটি নার্সিং হোমে মারা যান বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ১১৭ বছর বয়সে স্পেনের মারিয়া ব্রানিয়াস মোরেরা মারা যাওয়ার পরে তোমিকো ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

শনিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে আসিয়ার মেয়র রিয়োসুক তাকাশিমা এক বিবৃতিতে বলেছেন, তোমিকো ইতুকা গত রোববার (২৯ ডিসেম্বর) মারা গেছেন। তিনি তার দীর্ঘ জীবনে আমাদের আশা ও সাহস যুগিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।

ইতুকার জন্ম ১৯০৮ সালের মে মাসে, প্রথম বিশ্বযুদ্ধের ছয় বছর আগে।

২০২৪ সালের সেপ্টেম্বরে প্রবীণ দিবসে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে তাকে (গিনেস ওয়ার্ল্ড রেকডস) সার্টিফিকেট দেওয়া হয়। এই দিনে জাপানে সরকারি ছুটি থাকে যা দেশের বয়স্ক নাগরিকদের সম্মান জানাতে প্রতিবছর উদযাপিত হয়।

ইতুকা খুব ভালো ভলিবল খেলতেন এবং ৩ হাজার ৬৭ মিটার উঁচু মাউন্ট ওন্টেকে দু’বার আরোহণ করেন। তিনি ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন এবং গিনেস অনুসারে তার দুই মেয়ে এবং দুই ছেলে ছিল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার স্বামীর টেক্সটাইল কারখানার অফিস দেখভাল করতেন। ১৯৭৯ সালে তার স্বামী মারা যাওয়ার পর জাপানের নারা শহরে একা থাকতেন ইতুকা।

বাংলাদেশে বিয়ে কি শুধু তাদেরই হয়েছ? 😂
05/01/2025

বাংলাদেশে বিয়ে কি শুধু তাদেরই হয়েছ? 😂

যাকে কেউ একজন ছে'ড়ে দিয়েছিল তাকেও কেউ একজন ভীষণ ভাবে ভালোবাসে এটাই প্রমাণ ❤️
05/01/2025

যাকে কেউ একজন ছে'ড়ে দিয়েছিল
তাকেও কেউ একজন ভীষণ ভাবে ভালোবাসে এটাই প্রমাণ ❤️

05/01/2025

জয় কার মতো হয়েছি এই বিষয়ে নিয়ে
শাকিব আর আমার কথা কাটাকাটি হয় - অপু

02/01/2025

জামাত কি দেশপ্রেমিক?ড.বদিউর রহমান

26/12/2024

এই যুগে আমরা সবাই কি ডিপ্রেসড। Shahriar Akash।

#সম্পর্ক #মোহ #স্বার্থপরতা #বন্ধুত্ব #মোহ #আবেগ #ডিপ্রেশন #বিচ্ছেদ #ব্যর্থ

26/12/2024

মেরি ক্রিসমাস বলার আগে একবার শুনুন
ইমান হারাচ্ছেন নাহ তো। Abu Tuha Adnan।

23/12/2024

গ্রামের মধ্যে ফ্রাস্ট ফুডস বিক্রি করে নার্গিস
ভাবীর প্রতিদিন ইনকাম ১৫ থেকে ২০ হাজার টাকা।

22/12/2024

পুরুষরা সহজে মুগ্ধ হয় নারীর কোন বিশেষ গুনে।

#সম্পর্ক #মোহ #স্বার্থপরতা #বন্ধুত্ব #মোহ #আবেগ #ডিপ্রেশন #বিচ্ছেদ #ব্যর্থ

14/12/2024

শক্তিশালী মানুষ কখনো হাল ছাড়ে না - শাহরিয়ার

14/12/2024

মিঠাইবাড়ী কেনো জনপ্রিয় চুয়াডাঙ্গায়?Akash।

আসাদ সরকারের পতনের পর উমাইয়া মসজিদে আজ প্রথম জুমার নামাজের ইমামতি করেন সি-রিয়া°র প্রধানমন্ত্রী মুহাম্মদ আল-বশির।
13/12/2024

আসাদ সরকারের পতনের পর উমাইয়া মসজিদে আজ প্রথম জুমার নামাজের ইমামতি করেন সি-রিয়া°র প্রধানমন্ত্রী মুহাম্মদ আল-বশির।

13/12/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Exclusive Interview posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Exclusive Interview:

Videos

Share

Category