Yasin Arafat

Yasin Arafat মানুষের চেষ্টা যেখানে শেষ
আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু ।।

10/10/2024
বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মানুষ ৩৫ বছর বয়স পর্যন্ত বেকার থাকতে আগ্রহী!  যেখানে দাবি হওয়া উচিৎ ছিল  - ১) বয়স ২৪ এর মধ্...
09/10/2024

বাংলাদেশই একমাত্র দেশ যেখানে মানুষ ৩৫ বছর বয়স পর্যন্ত বেকার থাকতে আগ্রহী! যেখানে দাবি হওয়া উচিৎ ছিল -

১) বয়স ২৪ এর মধ্যে গ্রাজুয়েশন শেষ করা বাধ্যতামূলক করা।

২) ৪ বছরের/ তারও কম সময়ের মধ্যে অনার্স শেষ করা। অপ্রয়োজনীয় কোর্স কমিয়ে প্রয়োজনীয় কোর্স বাড়িয়ে, যথা সময়ে কোর্স শেষ করা। পাশাপাশি প্রতি বছর নতুন নতুন সাবজেক্ট এ ডিপ্লোমা শেষ করা।

৩) ৯০% গ্রাজুয়েট এর জন্য ২৫-২৬ এর মধ্যে জব/বিজনেস/Phd এর সুযোগ সৃষ্টি করা।

৪) চাকুরির বাজার অনুযায়ী পড়াশোনাকে Redesign করা। যেন পোস্ট গ্রাজুয়েশন করা ছাত্রকে জবের জন্য আবার নতুন করে ১-২ বছর পড়তে না হয়।

৫) চাকুরির পরীক্ষা পদ্ধতি আধুনিক করা, দুর্নীতি কিংবা প্রশ্ন ফাঁস সম্পূর্নরুপে দমন করা।

৬) চাকুরিতে প্রথম শ্রেনী/নবম গ্রেড/ এন্ট্রি লেভেল পোস্টে MBA/মাস্টার্স চাওয়া বন্ধ করা অথবা কারো পোস্ট গ্রাজুয়েশন করা থাকলে রেগুলার স্যালারি থেকে ১০-২০% বেশি দেয়া বাধ্যতামূলক করা!!

৭) শিক্ষার মাধ্যমে সঠিক ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠা করা।

কিন্তু নাহ, দাবি কেবল ৩৫।

ভাইরে, ৩৫ বছর বয়সটা মানুষের পরবর্তী প্রজন্ম গড়ার বয়স, বাচ্চাকাচ্চা মানুষ করার বয়স, ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরুর করার বয়স ৩৫ না!!

(সংগৃহীত এবং পরিমার্জিত)

09/10/2024

Never forgot your root & the person who introduced to your dream & desire

Thank you boss / mentor





09/10/2024

LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে।

আপনি চাকরি অথবা ব্যবসা করছেন কিংবা করার যদি সম্ভাবনা/পরিকল্পনা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার LinkedIn প্রোফাইল থাকা উচিত। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার LinkedIn প্রোফাইল থাকা খুবই গুরুত্বপূর্ণ।

এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আছে, কিন্তু কেউ সেটা দেখাতে পারে, আবার কেউ দেখাতে পারে না। তাই যোগ্যতা প্রম...
24/09/2024

এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আছে, কিন্তু কেউ সেটা দেখাতে পারে, আবার কেউ দেখাতে পারে না। তাই যোগ্যতা প্রমাণ করার জন্য কাজ এর কোনো বিকল্প নেই💪

এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে যোগ্যতা আছে, কিন্তু কেউ সেটা দেখাতে পারে, আবার কেউ দেখাতে পারে না। তাই যোগ্যতা প্রমাণ করার জন্য কাজ এর কোনো বিকল্প নেই💪

24/09/2024

ফ্রিল্যান্সিং এ Social Media Marketing দিয়ে ঘরে বসেই আয় করা সম্ভব। নতুন জিনিস শিখে সৃজনশীলভাবে কাজ করুন। কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। এখনই শুরু করুন!

24/09/2024

— সময় অনেক দ্রুত চলে যায়,এর সঠিক ব্যবহার যারা করতে পারে,

তারাই সফল ও সার্থক বলে পরিচিত,🌻😌



YasiN ArafaT

22/09/2024

Happy freelancing 🥰😇
Best moment 😇

21/09/2024

যোদ্ধাদের জন্ম তখনই হয়, যখন সময়টা কঠিন অথচ গুরুত্বপূর্ণ থাকে।।💪❤️

04/09/2024

🚀 ডিজিটাল মার্কেটিং-এর জগতে সাফল্যে আপনার প্রথম পদক্ষেপ!

📊🔍 আমাদের কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং-এর আধুনিক কৌশল।

💡 কোর্সের বিশেষত্ব:

-৫০% স্কলারশিপ 🎓
-বাস্তব উদাহরণ ও হাতে-কলমে প্রশিক্ষণ
-প্রফেশনাল প্রশিক্ষকদের দিকনির্দেশনা

সুযোগ সীমিত, তাই দেরি না করে এখনই আমাদের কোর্সে যুক্ত হন! 🔗

ওয়েবসাইট কেনো প্রয়োজন? ওয়েবসাইট প্রয়োজন তথ্য প্রদানের সহজ মাধ্যম হিসেবে, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছায়। এটি ...
04/09/2024

ওয়েবসাইট কেনো প্রয়োজন?

ওয়েবসাইট প্রয়োজন তথ্য প্রদানের সহজ মাধ্যম হিসেবে, যা বিশ্বব্যাপী ব্যবহারকারীদের কাছে পৌঁছায়। এটি ব্যবসার প্রচার, গ্রাহক আকর্ষণ এবং পণ্য বা সেবা সম্পর্কে জানাতে সহায়তা করে। এছাড়া, ওয়েবসাইট একটি ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে এবং কাস্টমার সাপোর্ট সহজ করে। ব্যক্তিগত ব্লগ বা পোর্টফোলিও প্রকাশের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের মাধ্যমে সীমাবদ্ধতা ছাড়াই অনলাইন উপস্থিতি ও যোগাযোগ বজায় রাখা সম্ভব।

যেকোনো ধরনের website Customer করতে ইনবক্স করুন।

Address

Sonaimuri

Telephone

+8801866530104

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yasin Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yasin Arafat:

Videos

Share