দাওয়াহ-বই BY দারুল ইলম

দাওয়াহ-বই BY দারুল ইলম a trusted online bookstore 37 banglabazar, Dhaka

23/10/2024

কাবার পথের মূল্য তো একদম কম না। দুই খণ্ডের প্রায় ১৩০০ পৃষ্ঠার বই।
প্রি-অর্ডারে অতিরিক্ত ছাড় দিয়ে আপনাদের জন্য একটু সহজ করে দেব?

কথাটা কি পুরোপুরি সত্য না? কোনো সন্দেহ বা ভিন্নমত আছে?
16/10/2024

কথাটা কি পুরোপুরি সত্য না? কোনো সন্দেহ বা ভিন্নমত আছে?

বিষয়টা অত্যন্ত আনন্দের। আলহামদু লিল্লাহ। আমাদের বই নিয়ে বড়োভাইয়েরা প্রশংসা করছেন। অন্যদের বইটি পড়তে বলছেন। এর আগে আমি এক...
24/09/2024

বিষয়টা অত্যন্ত আনন্দের। আলহামদু লিল্লাহ। আমাদের বই নিয়ে বড়োভাইয়েরা প্রশংসা করছেন। অন্যদের বইটি পড়তে বলছেন। এর আগে আমি একটি ভিডিয়ো বানিয়েছিলাম বই নিয়ে। ভিডিয়োটি ফেসবুক প্রমোশনমূলক প্রচার করতে দিচ্ছিল না। ইউটিউবও ঝামেলা করেছে। শেষ পর্যন্ত আমরা আপলোড করতে পারি নি। তারপরও, বইয়ের প্রচারণা থেমে থাকবে না আশা করছি।

আমি যে মহল্লায় থাকি, পাশেই নূরবাগ জামে মসজিদ। মসজিদের ইমাম সাহেব অত্যন্ত চমৎকার বয়্যান করেন। সেদিন সন্ধ্যায় মাগরিবের নাম...
05/09/2024

আমি যে মহল্লায় থাকি, পাশেই নূরবাগ জামে মসজিদ। মসজিদের ইমাম সাহেব অত্যন্ত চমৎকার বয়্যান করেন। সেদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ এর জন্য বসে আছি।
- আসসসালামু আলাইকুম.. কেমন আছেন?
- আলহামদুলিল্লাহ ভালো।
- হুজুর একটা বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই।
- কি বিষয়?
- এই বইটির বিষয়ে।
(ততক্ষণে হুজুর বইটি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছেন)
- বলুন,আমি কিভাবে সহযোগিতা করতে পারি?
- প্রতিদিন আমাদের দেশের অন্তত ৩০০ এর অধিক নারী ও শিশু পাচার হচ্ছে, পার্শ্ববর্তী দেশে। কারা এর সঙ্গে জড়িত জানেন?
- কারা?
- হিন্দুরা। তারা মুসলিম মেয়েদের বিয়ে ও সম্পর্কের ফাঁদ পেতে, তাদের সম্ভ্রম কেড়ে নিচ্ছে এবং পাচার করে দিচ্ছে। বিষয়টি খুবই স্পর্শকাতর। আপনি যদি মসজিদে এ বিষয়ে আলোচনা করেন, তাহলে অনেক পরিবারের মা বোন এই ধরনের ফাঁদ থেকে রক্ষা পাবে।
- আচ্ছা, আমি বইটি পড়ে আগামী সপ্তাহে এটা নিয়ে আলোচনা করবো।
পরের জুম্মার দিন.... আলোচনার এক পর্যায়ে
- সম্মানিত মুসল্লি ভাইয়েরা। আপনারা কি জানেন, আমাদের দেশে একশ্রেণীর হিন্দু ছেলেরা, আমাদের কোমলমতি মুসলিম বোনদেরকে সম্পর্কের ফাঁদে ফেলছে। কখনো তারা ইসলাম গ্রহণ করার নামে সম্পর্কে জড়িয়ে ফেলছে আমার আপনার বোন ও মেয়েদের, একপর্যায়ে তারা তাদের সম্ভ্রম নষ্ট করছে এবং পাচার এর ঘটনাও ঘটছে। আপনারা কি জানেন, অনুপ পোদ্দার নামের এক হিন্দু দুইশত মেয়ের ইজ্জত নষ্ট করেছে। শুনে গা শিউরে উঠবে প্রতিদিন আমাদের দেশের অন্তত ৩০০ এর অধিক নারী ও শিশু পাচার হচ্ছে, পার্শ্ববর্তী দেশে। গত ১০ বছরে প্রায় এই সংখ্যা ৩ লাখের ওপরে গিয়ে দাঁড়িয়েছে। আপনারা আপনার বোন ও মেয়েদের দিকে নজর রাখুন। তারা কোথায় যায়,কার সঙ্গে মিশে, কার সঙ্গে নোটবুক শেয়ার করে ইত্যাদি।
আর একটি বিশেষ কথা- আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন। বইটির নাম 'সেইভ আওয়ার সিস্টার্স', এই বইটি পড়লেই আপনারা বুঝতে পারবেন গেরুয়া সন্ত্রাসদের নতুন এই চক্রান্ত। বইটির মূল্য খুবই সামান্য মাত্র ১৩০ টাকা, আপনারা প্রত্যেকেই বইটি সংগ্রহ করুন। দারুল ইলম, প্রকাশনীর ওয়েবসাইট এবং রকমারিতেও পাবেন বইটি। আল্লাহ্ আমাদের বোন ও মেয়েদেরকে এই নতুন ফিতনা থেকে বাঁচার তাউফিক দান করুন। আমিন।
প্রযত্নে
সোহাগুর রহমান

'যশোরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, প্রেমিক আটক' শিরোনামে ২৪ এপ্রিল ২০২৪ এ একটি সংবাদ প্রকাশিত হয়-যশোরে প্রেমিকাকে শ্বাসর...
26/08/2024

'যশোরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, প্রেমিক আটক' শিরোনামে ২৪ এপ্রিল ২০২৪ এ একটি সংবাদ প্রকাশিত হয়-

যশোরে প্রেমিকাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মৃন্ময় ভদ্র নামের এক প্রেমিকের বিরুদ্ধে। বুধবার (২৪ এপ্রিল) সকালে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের পাশ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিতু সাতক্ষীরা পাটকেলঘাটার আজগর আলী সরদারের মেয়ে। এই ঘটনায় প্রেমিক মৃন্ময় ভদ্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানিয়েছে-নিহত মিতু এক সময় মুসলমান ছিলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন। তার এলাকার এক যুবকের সাথে তিনি যশোরে ঘুরতে আসেন। এক পর্যায় তাকে ওই যুবক শ্বাসরোধ করে হত্যা করে। বর্তমানে ঘাতক মৃন্ময় ভদ্র পুলিশ হেফাজতে রয়েছে। অর্ধশত নারীর সাথে

তথ্যসূত্র : দারুল ইলম প্রকাশিত 'সেইভ আওয়ার সিস্টার্স'।

ধন্যবাদ নৌবাহিনীকে এই জোর তৎপরতার জন্য।
23/08/2024

ধন্যবাদ নৌবাহিনীকে এই জোর তৎপরতার জন্য।

22/08/2024

ভI র তীয় সকল আ গ্রা সনের হিসাব তাদের বুঝিয়ে দেওয়া হবে। তাদের পরিকল্পনা জানতে পড়তে হবে আপনাকে। পড়তেই হবে। আর এর জন্য সেইভ আওয়ার সিস্টার্স বইটা তালিকায় রাখবেন অবশ্যই।

21/08/2024

সেইভ এর দাওয়াহ সংস্করণ ১০ কপি মাত্র 780 টাকা। তাও ডেলিভারি চার্জ সহকারে। এরপরও আপনার আর কী কী অজুহাত থাকতে পারে?

আচ্ছা, আমরা তরুণ প্রজন্ম বিভেদ বৈষম্যহীন সমাজের স্বপ্ন কি কেবল দেখেই যাব? আজন্ম লালিত এ স্বপ্ন কি কখনো আমরা সত্যি হতে দে...
20/08/2024

আচ্ছা, আমরা তরুণ প্রজন্ম বিভেদ বৈষম্যহীন সমাজের স্বপ্ন কি কেবল দেখেই যাব? আজন্ম লালিত এ স্বপ্ন কি কখনো আমরা সত্যি হতে দেখব না?
আচ্ছা, মানব সভ্যতার ইতিহাসে কি কখনো এমন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হয়েছিলো, যখন প্রাণের শত্রুকেও ন্যায় বিচারের অধিকার দেয়া হয়েছে আপন স্বার্থের বিরুদ্ধে?
হ্যাঁ, আমরা আসলে ইসলামি রাষ্ট্রব্যবস্থার কথাই বলছি। ইতিহাসে একক এবং একমাত্র রাষ্ট্রনীতি– শত্রুও যে রাষ্ট্রনীতির অকুন্ঠ স্বীকৃতি দিয়ে চলেছে হাজার বছর ধরে। বারে বারে, ফিরে ফিরে।
অথচ সমৃদ্ধ অতীত ভুলে আজ মুসলিম হওয়া সত্ত্বেও ইসলাম বিমুখ এই আমরা লাঞ্ছিত ও নিপীড়িত হচ্ছি কখনো-বা স্বৈরাচার, নিপীড়কের হাতে। কখনো-বা প্রতারিত ও বঞ্চিত হয়ে চলেছি মানবচরিত 'শুভঙ্করের ফাঁকি' গণতন্ত্র ও সমাজতন্ত্রের মন ভোলানো মিষ্টি-মধুর আহ্বানে।

শেষ জামানার এ গোলকধাঁধায় 'ইসলামি রাষ্ট্রব্যবস্থা' বইটি হতে পারে জীবনের এ যাত্রাপথে আমাদের বারে বারে প্রতারণার মরীচিকা হতে উত্তরণের উত্তম পাথেয়..

স্বাধীন দেশে যেমন সড়ক আমরা চাই..
17/08/2024

স্বাধীন দেশে যেমন সড়ক আমরা চাই..

14/08/2024
16/07/2024

কোটাবিরোধী অবস্থান স্পষ্ট করছি। ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি।

অবশেষে আগামীকাল থেকে পাওয়া যাবে ১ মিলিয়ন প্রজেক্ট দাওয়াহ সংস্করণ। বইটিতে কাগজের মান একটু কমানো হয়েছে। তবে আগের চেয়েও উন্...
07/07/2024

অবশেষে আগামীকাল থেকে পাওয়া যাবে ১ মিলিয়ন প্রজেক্ট দাওয়াহ সংস্করণ। বইটিতে কাগজের মান একটু কমানো হয়েছে। তবে আগের চেয়েও উন্নত কভার ও বাঁধাই ব্যবহার করা হচ্ছে।

কাগজ হলুদ কর্নফুলি টাইপেরটা দেওয়া হয়েছে। বইয়ের মূল্য এখন ৫ কপিও ৫০০ টাকা ফ্রি ডেলিভারিতে অর্ডার করার সুযোগ রাখা হচ্ছে।

আশা করছি, পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দাওয়াহর সুযোগটা সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন, ইন শা আল্লাহ। ❤️

বোনদের বাঁচাতে এটা আপনাকে করতেই হবে😴আমাদের বোনেরা আছে শতাব্দির সর্বোচ্চ বিপদে, প্রেম, প্রতারণা, বিয়ে ও পাচারের শিকার হয়...
03/07/2024

বোনদের বাঁচাতে এটা আপনাকে করতেই হবে😴
আমাদের বোনেরা আছে শতাব্দির সর্বোচ্চ বিপদে, প্রেম, প্রতারণা, বিয়ে ও পাচারের শিকার হয়ে আমাদের বোনেরা ধ্বংস হয়ে যাচ্ছে লাখে লাখে। মুসলিম হিসেবে আপনি কি তা চোখ বুজে মেনে নেবেন?

আমাদের সমাজ ও সামাজিকতা হারিয়ে যাচ্ছে পাপের সয়লাবে। পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। একদল মুসলিল নামধারী পাপীও আছে এই তালিকায়।

এখন, নিজের বোন, আত্মীয়, এলাকা ও সমাজ বাঁচাতো বইটি নিম্নে ১০ কপি করে কিনুন। ছড়িয়ে দিন। সবাইকে সতর্ক করুন।

বইটি কেবল ১০ কপি করে নিলেই মাত্র ৭৮০৳ দিয়ে নিতে পারবেন। এক কপি নিতে গেলে আপনার পড়বে ২২০৳...

তাহলে ১ কপি কেন, ১০ কপি নিন। ছড়িয়ে দিন।
অর্ডার করতে নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে মেসেজ দিন অথবা ওয়েবসাইটে অর্ডার করুন :
https://darulilm.net/product/save-our-sisters-10-copy/

২৬০০ টাকার ১০ কপি বই শুধু দাওয়াহ বা প্রচারের জন্য মাত্র ৭৮০৳!এই বইটি নিজে পড়ে অন্যকে দেন, আত্মীয়দের মধ্যে যাদের তরণী-যুব...
01/07/2024

২৬০০ টাকার ১০ কপি বই শুধু দাওয়াহ বা প্রচারের জন্য মাত্র ৭৮০৳!

এই বইটি নিজে পড়ে অন্যকে দেন, আত্মীয়দের মধ্যে যাদের তরণী-যুবতি আত্মীয় আছে, তাদের পড়তে দেন। অভিভাবকদের দেন। শিক্ষকদের দেন। আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মসজিদে বয়ান করতে বলেন।

বইটি নেন, এবং ছড়িয়ে দেন।
সংগ্রহ করতে নাম ঠিকানা ও ফোন নম্বর লিখে মেসেজ দেন।

কথাগুলো অনেক আগের হলেও মিল কি পাওয়া যায়?
29/06/2024

কথাগুলো অনেক আগের হলেও মিল কি পাওয়া যায়?

নো ক্যাপশন😡
29/06/2024

নো ক্যাপশন😡

🛑বোনদের এই ভ য়া ব হ বিপদে তাদের বাঁচাতে কি এগিয়ে আসবেন না আপনি❓আমাদের বোনেরা আছে এখন শতাব্দির সবচেয়ে ভ য়া ব হ ক্ষতির সা...
28/06/2024

🛑বোনদের এই ভ য়া ব হ বিপদে তাদের বাঁচাতে কি এগিয়ে আসবেন না আপনি❓
আমাদের বোনেরা আছে এখন শতাব্দির সবচেয়ে ভ য়া ব হ ক্ষতির সামনে। তাদের সামনে রয়েছে প্রেম-ভালোবাসা-রঙিন জীবনের স্বপ্নের ফাঁদ। আপনি জেগে না উঠলে কিছুতেই বোনদের বাঁচানো যাবে না❗️
কীভাবে জেগে উঠবেন? কবে জেগে উঠবেন? সবকিছু শেষ হওয়ার পর? হায় মুসলিম উম্মাহ! হায় আমাদের যুবক ভাইয়েরা! কবে আপনাদের ঘুম ভাঙবে❗️
যে-উম্মাহর একজন বোনের ইজ্জত রক্ষায় বিজিত হয়েছিল পুরো হিন্দুস্তান, সেই উম্মাহর শুধু এই দেশের চারশজন বোন প্রতি মাসে নতুন করে বন্দী হচ্ছে জালিমের কারাগারে! মুহাম্মাদ বিন কাসিমের উত্তরাধিকার আজ কোথায়?
জেগে উঠতে আর কত দেরি, পাঞ্জেরি❗️❗️❗️
বইটি প্রচারের স্বার্থে, বেশি বেশি প্রচারের স্বার্থে ১০ কপি করে নেন। সবাইকে জানিয়ে দেন। ছড়িয়ে দেন। ২৬০৳ দামের বই, মাত্র ৬৮৳ শুধু প্রচারের সহযোগিতার জন্য।
এলাকায় দলবদ্ধভাবে বইটি নিয়ে কাজ করেন আপনারা। বইটির কথা ছড়িয়ে দেন। বইটি অর্ডার করবেন পেমেন্ট অগ্রিম দিয়ে। এবং এই ফরম পূরণ করবেন : https://forms.gle/PoJBiewKQwyVpCF7A
ওয়েবসাইটে অর্ডার করতে চান, তাহলে এই যে এখানে : https://darulilm.net/product/save-our-sisters-10-copy/

Address

Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াহ-বই BY দারুল ইলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share