সঞ্চালন প্রকাশনী

সঞ্চালন প্রকাশনী সঞ্চালন প্রকাশনী
(4)

২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত খুলনা ইসলামি বইমেলায় সঞ্চালনের সব বই পাবেন উমেদের স্টলে, ইনশাআল্লাহ।
19/12/2022

২১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত খুলনা ইসলামি বইমেলায় সঞ্চালনের সব বই পাবেন উমেদের স্টলে, ইনশাআল্লাহ।

17/12/2022

প্রকাশকের ডাইরি:

কোন শুভক্ষনে পাঠক থেকে প্রকাশক হবার সাধ জাগছিলো, জানি না। আল্লাহ যা চান, বান্দার জন্য সেটাই উত্তম ফয়সালা। আলহামদুলিল্লাহ।

কথায় আসি। মাস খানেক হলো। একটা ঘটনা ঘটছে। প্রতিদিন একটা করে। ইনবক্সে অনুনয় বিনয়। যিনি ইনবক্স করেছেন, তিনি পান্ডুলিপি নিয়ে বসে আছেন, ছাপাতে হবে।

আমি না করে দিই। অনুনয় বিনয় চলতে থাকে। দেখতে হবে, পড়তে হবে। একসময় মনটা নরম হয়। ইমেইলে দিতে বলি। যা পড়ি, কি আর বলবো। পাশমার্কও দেয়া যায় না।

অধিকাংশই আসিফ আ*নান, ইফতেখার সি*ফাত, আলী হাসান, শামসুল আরে*ন এদের অনুকরন। ৮০% অনুকরণ।

আমি তো একজন। বাকি প্রকাশকদের কি অবস্থা জানলে ভালো হতো।

আর সঞ্চালন কে যারা ফলো করেন, তারা তো বুঝেছেন, আমরা অন্তত ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত না হলে বই ছাপাই না। ব্যবসা করতে আসছি। কাগজ নষ্ট করতে তো না।

"বকেয়া ভাড়া শোধ না করে তো বাড়ি থেকে বাইরেই নামা যাবে না। শফিক সাহেবকে পায়জামা পরে কোথাও যেতে দেখলেই বাড়িওয়ালার চোখ কপালে...
15/12/2022

"বকেয়া ভাড়া শোধ না করে তো বাড়ি থেকে বাইরেই নামা যাবে না। শফিক সাহেবকে পায়জামা পরে কোথাও যেতে দেখলেই বাড়িওয়ালার চোখ কপালে উঠে যায়। ভয় পেয়ে যান তিনি, পাছে না আবার পালিয়ে যান তারা। যদিও মুখে কিছু বলেন না।

শফিক সাহেবের চিন্তাটা আরও দ্বিগুন হয়ে গেল। বাবা বাড়িতে একা হয়ে গেলেন। তিনি অসুস্থ মানুষ। ভাতটা বেড়েই খেতে পারেন না। তার ওপর হার্টের রোগী। প্রেসারও মাঝে মাঝে কষ্ট দেয় অনেকটা। এখন তো একা থাকাই মুশকিল।

বড় মেয়ে কত বলল, এবার যেন তার বাড়িতে গিয়ে থাকেন। কিন্তু সায় দেননি তিনি। নিজের ভিটেমাটি ছেড়ে অন্যের ঘরে গিয়ে থাকতে মন সায় দেয় না কোনোভাবেই।"

নদীর নাম রাঙামাটি
তানজিল আরেফিন আদনান

"ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে শুয়ে আছের রাফির মা। কোমরের ব্যথা দিনদিন শুধু বাড়ছেই। ওষুধে ধরছে না আর। কদিন আগে রাফিরও ম্য...
11/12/2022

"ঘরের মেঝেতে শীতল পাটি বিছিয়ে শুয়ে আছের রাফির মা। কোমরের ব্যথা দিনদিন শুধু বাড়ছেই। ওষুধে ধরছে না আর। কদিন আগে রাফিরও ম্যালা জ্বর গেল। ছেলেটা নুইয়ে পড়েছে একদম। জ্বর সেরেছে ঠিকই, কিন্তু খেতে চায় না কিচ্ছুটি।

রাফির বাবা সিলেট গিয়েছেন দিন পনেরো হয়েছে। তারও মতিগতি ভালো না। এত বেতনের চাকরি না কি ছেড়ে দিবেন তিনি। এত দূর ভালো লাগে না। কাজের চাপে নামাজ পড়াও কষ্ট। তার ওপর আবার দুর্বোদ্ধ ভাষা। কারও ভাষাই না কি বোঝা যায় না। বিদেশের মতো লাগে।

মাস শেষ হওয়ার পর চলে আসবেন বলেছেন। এরপর কীভাবে কী হবে এটা ভাবতেই চোখে আঁধার দেখেন রাফির মা।"

নদীর নাম রাঙামাটি
তানজিল আরেফিন আদনান

বইটি পাবেন ওয়াফিলাইফ, তারুণ্য সহ আপনার পছন্দের শপে, ইনশাআল্লাহ। ❤️

মূদ্রিত মূল্য: ৩০০ টাকা
খুচরা মূল্য: ১৫০ টাকা

আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। তানজিল আরেফিন আদনান এর উপন্যাস নদীর নাম রাঙামাটি বইটির প্রিন্ট আমাদের কাছ...
10/12/2022

আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর।

তানজিল আরেফিন আদনান এর উপন্যাস নদীর নাম রাঙামাটি বইটির প্রিন্ট আমাদের কাছে এখন।

প্রিঅর্ডার ডেলিভারি ইনশাআল্লাহ আগামীকাল কুরিয়ার করে দেয়া হবে।

খুচরা এবং পাইকারি নিতে চাইলে আগামীকাল সকাল থেকেই বাংলাবাজারে আমাদের দোকানে পাবেন, ইনশাআল্লাহ। দোয়া চাই। ❤️

"মফস্বলগুলো আর আগের মতো নেই। আগে যেমন ডাক্তার দেখাতেও লরি বা ভ্যানে চড়ে করে শহরে ছোটা লাগত, এখন মফস্বলেই এসব সুবিধা দিব্...
08/12/2022

"মফস্বলগুলো আর আগের মতো নেই। আগে যেমন ডাক্তার দেখাতেও লরি বা ভ্যানে চড়ে করে শহরে ছোটা লাগত, এখন মফস্বলেই এসব সুবিধা দিব্যি পাওয়া যায়। ঢাকার আশেপাশের মফস্বলগুলো ছিল প্রায় গ্রামের মতো।

সন্ধ্যে হলে সেখানে নিয়ন আলোর বদলে ঘুঁটঘুঁটে আঁধার চোখে পড়ত। এই সেদিনও লোহারপুল থেকে নৌকোয় চড়ে ধোলাইখালের খাল পাড়ি দেয়া যেত। খালের স্বচ্ছ পানি গিয়ে মিশত তখনকার ঢাকার স্বচ্ছ পানির বুড়িগঙ্গায়।

যাত্রাবাড়ির পর থেকে ছিল শুধু সবুজ খেত আর খেত। বিকেল হলে শেয়ালের হুক্কাহুয়া ভেসে আসত কাছের কোনো ঝোপঝাড় থেকে। তখন সিলেটগামী একমাত্র মহাসড়ক ছিল ডেমরা হয়ে।

পথের দু পাশে বিস্তৃত খেত, এর মাঝ দিয়ে হুহু করে চলে যেত বড় বড় গাড়ি, কোনোটা সিলেট, কোনোটা বা চট্টগ্রাম। মাঝে মাঝে ঘোড়ার গাড়িও চলত এ পথে। বড় সাহেবেরা চড়তেন তাতে।"

নদীর নাম রাঙামাটি
তানজিল আরেফিন আদনান

"রকেটে করে যেবার ঢাকা এল শফিক, ঢাকা তখন পুরোনো আমেজেই ছিল। চাঁদে যাবার রকেটের কথা বলছি না, ঢাকা থেকে বরিশাল অবধি স্টিমার...
07/12/2022

"রকেটে করে যেবার ঢাকা এল শফিক, ঢাকা তখন পুরোনো আমেজেই ছিল। চাঁদে যাবার রকেটের কথা বলছি না, ঢাকা থেকে বরিশাল অবধি স্টিমার চলত তখন। ওটাকেই রকেট বলা হয়।

কতশত স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিল কেবল দু শ টাকা সাথে নিয়ে। স্বপ্নপূরণ হলোই বা কদ্দূর!
ইদানীং রাতে ঘুম হয় না শফিকের। মনে পড়ে বাড়ির কথা। মা বুঝি এখনো রাঙামাটি নদীর তীরে বসে চেয়ে আছেন দূরে...। ছেলে আমার এই এল বুঝি!

নৌকোর গলুইয়ে বসে সেই যে ছেলে গেল ঢাকার পানে! আবার আসবে কবে কে জানে! তজুমুদ্দীর বাড়ির ঘাট থেকে স্টিমার ঘাটের উদ্দেশে যখন নৌকো ছেড়ে যায়, মা তখন দূর থেকে হাত নাড়িয়ে বলছিলেন, ঢাকা গিয়ে চিঠি পাঠাইস বাবা। পড়ালেখা কেমনতারা চলে জানাইস। মুই কোলাম অপেক্ষায় থাকপ।"

নদীর নাম রাঙামাটি
তানজিল আরেফিন আদনান
উপন্যাস

৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, ড. আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. প্রতিষ্ঠিত আস সুন্নাহ ট্রাস্টের মেলায় আমাদের সব পাবেন, ইত...
06/12/2022

৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত, ড. আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. প্রতিষ্ঠিত আস সুন্নাহ ট্রাস্টের মেলায় আমাদের সব পাবেন, ইত্তেহাদ-এর স্টলে, ইনশাআল্লাহ।

বই: উমারের সাথে সুন্নাহ শিখি লেখিকা: মোরশেদা কাইয়ুমীলেখিকার কথা: বইটি সুন্নাহ নিয়ে হলেও শুরুতে আমি শয়তানকে চেনাতে এবং শয়...
05/12/2022

বই: উমারের সাথে সুন্নাহ শিখি
লেখিকা: মোরশেদা কাইয়ুমী

লেখিকার কথা: বইটি সুন্নাহ নিয়ে হলেও শুরুতে আমি শয়তানকে চেনাতে এবং শয়তানের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত আনার চেষ্টা করেছি৷ যাতে করে ফিতনার এই দুনিয়ায় একজন শিশু তার জীবনের শুরুতেই তার একমাত্র প্রকাশ্য শত্রুকে চিনে নিতে পারে এবং শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থেকে সুন্নাহভিত্তিক জীবন সাজাতে পারে।

শিশুরা উপদেশের চেয়ে গল্প পছন্দ করে। আবার একই সাথে বাচ্চারা কোনো একটা চরিত্র নিজের মাঝে আনার চেষ্টা করে থাকে; যেমন দেখা যায় নতুন কোনো কার্টুন দেখলে বা কিছু জানলে তা নিজেরা প্রয়োগ করে, তাই বইটিতে সুন্নাহগুলো গল্পে গল্পে সাজানো হয়েছে কিছু চরিত্রের সঙ্গে।

সম্ভাব্য প্রকাশকাল: ডিসেম্বর ২২ অথবা জানুয়ারী ২৩, ইনশাআল্লাহ

বই: নদীর নাম রাঙামাটি লেখক: তানজীল আরেফীন আদনান বইটির মূদ্রিত মূল্যঃ ৩০০ টাকাপ্রি অর্ডার মূল্যঃ ১৩৫ টাকা ৫৫% ছাড়ে প্রি অ...
04/12/2022

বই: নদীর নাম রাঙামাটি
লেখক: তানজীল আরেফীন আদনান

বইটির মূদ্রিত মূল্যঃ ৩০০ টাকা
প্রি অর্ডার মূল্যঃ ১৩৫ টাকা

৫৫% ছাড়ে প্রি অর্ডার চলবে, ১০ ডিসেম্বর শনিবার পর্যন্ত।

সাথে আকর্ষণীয় বুকমার্ক উপহার।

অর্ডার করতে ইনবক্স করতে পারেন পেইজের ইনবক্সে। অথবা আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে।

** কমেন্টে শর্ট পিডিএফ দেখুন।

"কীসের নামাজ? আমেনা আশ্চর্য হয়ে জানতে চায়। সালাতুল হাজতের নামাজ। আমার বলতে মনেই ছিল না। নামাজ পড়বা আর দুআ করবা বেশি বেশি...
03/12/2022

"কীসের নামাজ? আমেনা আশ্চর্য হয়ে জানতে চায়। সালাতুল হাজতের নামাজ। আমার বলতে মনেই ছিল না। নামাজ পড়বা আর দুআ করবা বেশি বেশি। আল্লাহ যেন তাড়াতাড়িই শহর ছাড়ার তাওফিক দেন। যেটা ভালো হবে সেটাই যেন করার তাওফিক দেন। এত চিন্তা করে লাভ নেই। আল্লাহ ভাগ্যে যা রাখছেন তাই হবে।

শফিকের ‍মুখের দিকে তাকিয়ে আমেনা ভাবে, এই লোকটা সারাজীবন তাওয়াক্কুলের ওপরই কাটিয়ে দিল। জীবনে কখনো আফসোস বা হতাশ হইতে দেখি নাই। কখনো শুনি নাই বলতে, আল্লাহ এত বিপদ আমারেই দেয় কেন? বরং সবসময় বলে, আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তাই আমাদের জন্য ভালো।"

নদীর নাম রাঙামাটি
তানজিল আরেফিন আদনান

আল্লাহ কবুল করুন। দোয়া চাই। ❤️

ওয়াজ কি শুধুই কেচ্ছাকাহিনী? নাকি রঙ তামাশা আর হাসি ঠাট্টা? যেই এলাকা একসময় শীতের রাতে মুখর হতো যাত্রাপালার আসরে। সেই গ্...
02/12/2022

ওয়াজ কি শুধুই কেচ্ছাকাহিনী? নাকি রঙ তামাশা আর হাসি ঠাট্টা?

যেই এলাকা একসময় শীতের রাতে মুখর হতো যাত্রাপালার আসরে। সেই গ্রামে লোকেরা এখন মাহফিলে যান, ভালো কিছু নসিহত পাবেন বলে।

এমন কয়েক ডজন সুখস্মৃতি আর আনন্দময় গল্প নিয়ে এই বইটা।

ইমরান রাইহান শহুরে লেখক না। সে মূলত পরিব্রাজক। আর প্রচ্ছদ শিল্পী আবুল ফাতাহ মুন্নার তো আল্লাহ প্রদত্ত জাদুকরী হাত। মাশাআল্লাহ। ❤️

** প্রকাশের সম্ভাব্য সময়: জানুয়ারী ২০২৩

চট্টগ্রামে, নানুপুর মাহফিলে আগামীকাল সকাল থেকে ইনশাআল্লাহ লেখক পাঠক সমাবেশ। সঞ্চালনের লেখক ইমরান রাইহান থাকবেন মাহফিলে স...
01/12/2022

চট্টগ্রামে, নানুপুর মাহফিলে আগামীকাল সকাল থেকে ইনশাআল্লাহ লেখক পাঠক সমাবেশ।

সঞ্চালনের লেখক ইমরান রাইহান থাকবেন মাহফিলে সঞ্চালনের স্টলে। প্রিয় পাঠক ভাইয়েরা, আপনারা আমন্ত্রিত আমাদের এই আয়োজনে। ❤️

আহারে আমার বাবাটা। মাশাআল্লাহ্‌।  ❤️* নানুপুর মাহফিলে।
01/12/2022

আহারে আমার বাবাটা। মাশাআল্লাহ্‌। ❤️

* নানুপুর মাহফিলে।

প্রিয় চট্টগ্রামবাসী, আলহামদুলিল্লাহ, আমরা নানুপুর মাহফিলে আছি এখন। আপনারা অনেকে জানতে চেয়েছেন, অন্যান্য প্রকাশনীর বই পাব...
30/11/2022

প্রিয় চট্টগ্রামবাসী,

আলহামদুলিল্লাহ, আমরা নানুপুর মাহফিলে আছি এখন। আপনারা অনেকে জানতে চেয়েছেন, অন্যান্য প্রকাশনীর বই পাবেন কি না।

জ্বি, ইনশাআল্লাহ। চট্টগ্রামের কিংবদন্তি চাটগামি হুজুরের সব বই সহ ইত্তেহাদ পাবলিকেশন এর সব বইই পাবেন।

এছাড়া অন্যান্য প্রকাশনীর প্রায় শতাধিক বই যেগুলোর পাঠক মহলে চাহিদা রয়েছে, সেগুলো আমাদের এখানে পাবেন, ইনশাআল্লাহ।

ইসলামি সংস্কৃতির এই বিপ্লবকে সফল করুন। আপনিও আসুন নানুপুর মাহফিলে। ❤️

Chittagong Calling চট্রগ্রাম ডাকছে। আচ্ছা, এর চাটগাঁইয়া ভাষাটা কি হবে? ❤️
29/11/2022

Chittagong Calling

চট্রগ্রাম ডাকছে।

আচ্ছা, এর চাটগাঁইয়া ভাষাটা কি হবে? ❤️

চিটাগাং নানুপুর মাহফিলে সঞ্চালন প্রকাশনীর স্টলে একজন স্বেচ্ছাসেবী খুজছি। নানুপুর মাদ্রাসা বা নিকটস্থ মাদ্রাসার ছাত্র হলে...
29/11/2022

চিটাগাং নানুপুর মাহফিলে সঞ্চালন প্রকাশনীর স্টলে একজন স্বেচ্ছাসেবী খুজছি। নানুপুর মাদ্রাসা বা নিকটস্থ মাদ্রাসার ছাত্র হলে ভালো হয়। মাহফিলের সময় স্টলে থাকতে হবে। পরীক্ষা থাকলে নক করবেন না।

সঞ্চালন প্রকাশনীর ম্যানেজার ইমতিয়াজ আহমেদ ইনশাআল্লাহ স্টলে থাকবেন। কেউ আগ্রহী হলে তার মেসেঞ্জারে যোগাযোগ করুন। তার আইডি: Imtiaz Ahmed

দয়া করে পেইজে মেসেজ দিবেন না।

আলহামদুলিল্লাহ। অল্প সময়েই হালাকাহ ভালো করেছে। শুরু থেকেই সঞ্চালন আছে হালাকাহর সাথে। সামনে একটা অফলাইন ইভেন্ট করতে চাই হ...
28/11/2022

আলহামদুলিল্লাহ। অল্প সময়েই হালাকাহ ভালো করেছে। শুরু থেকেই সঞ্চালন আছে হালাকাহর সাথে।

সামনে একটা অফলাইন ইভেন্ট করতে চাই হালাকাহর ব্যানারে ইনশাআল্লাহ। হতে পারে এই শীতে, মিরপুরের দিকে।

দোয়া চাই। ❤️

১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বরে, চট্টগ্রাম নানুপুর মাহফিলে, ইত্তিহাদ পাবলিকেশনের সব বই পাবেন সঞ্চালনের স্টলে, ইনশাআল্লাহ
28/11/2022

১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বরে, চট্টগ্রাম নানুপুর মাহফিলে, ইত্তিহাদ পাবলিকেশনের সব বই পাবেন সঞ্চালনের স্টলে, ইনশাআল্লাহ

নানুপুর মাহফিলে আমরা আসছি, ইনশাআল্লাহ। ১ ডিসেম্বর বৃহষ্পতিবার থেকে ৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত। থাকছে ডিসকাউন্ট আর উপহার। ...
27/11/2022

নানুপুর মাহফিলে আমরা আসছি, ইনশাআল্লাহ। ১ ডিসেম্বর বৃহষ্পতিবার থেকে ৩ ডিসেম্বর শনিবার পর্যন্ত।

থাকছে ডিসকাউন্ট আর উপহার। চিটাগাংবাসী, আপনারা আসুন। ❤️

আপনারা জানেন যে, আগামী ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবার থেকে ১৭ ডিসেম্বর শনিবার, কামরাংগীচরে নুরিয়া মাদ্রাসাতে মেলায় আমরা অংশ নিচ...
26/11/2022

আপনারা জানেন যে, আগামী ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবার থেকে ১৭ ডিসেম্বর শনিবার, কামরাংগীচরে নুরিয়া মাদ্রাসাতে মেলায় আমরা অংশ নিচ্ছি, ইনশাআল্লাহ।

আমরা চেষ্টা করছি ইমরান রাইহানের ভাইসরয়ের খুন আর তানজিল আরেফীন আদনানের উপন্যাস নদীর নাম রাঙামাটি- এই দুইটা নতুন বইয়ের মোড়ক উন্মোচন ঐদিন করতে।

আল্লাহ্‌ কবুল করলে অনেক আলেম ওলামা সেদিন আসবেন, ইনশাআল্লাহ্‌। আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনি-ও আসুন। ইসলামি বইমেলা সারাদেশে ছড়িয়ে পড়ুক, আপনার আগমনে এটা সফল হোক।

প্রকাশনা শিল্প কিছুটা বেকায়দায় আছে, এটা সত্যি। কিন্তু আমাদের দ্বীনি কমিউনিটির সবাই সচেষ্ট হলে, ইনশাআল্লাহ্‌ এটাকে সফল করা যাবে। আপনার আগমনের অপেক্ষায়। ❤️

ইসলামি টাওয়ার থেকে যারা আমাদের বই খুচরা নিতে চান, তারা একই দামে, একই সুবিধায় (উপহার, বুকমার্ক সব সহ) তারুণ্য প্রকাশন থেক...
25/11/2022

ইসলামি টাওয়ার থেকে যারা আমাদের বই খুচরা নিতে চান, তারা একই দামে, একই সুবিধায় (উপহার, বুকমার্ক সব সহ) তারুণ্য প্রকাশন থেকে সব বই-ই নিতে পারবেন, ইনশাআল্লাহ্‌।

কওমি মার্কেটে আমাদের দোকানে আসুন, আমরা তো তাই চাই। কিন্তু যদি ইসলামি টাওয়ার ঘুরেই চলে যেতে হয়, তাহলে তারুণ্য থেকে সঞ্চালনের বই না দেখে যাবেন না।

পাইকারি যারা নিতে চান, তারা পাইকারি রেটেই সেখানে পাবেন, ইনশাআল্লাহ্‌। তারা ছাড়ের ক্ষেত্রে আমরা যেটা দিবো, সেটাই দিবে। আসুন ইসলামি বইকে ছড়িয়ে দেই। আল্লাহ্‌ কবুল করুন। ❤️

ইনশাআল্লাহ্‌, এটাই ফাইনাল প্রচ্ছদ হিসাবে প্রেসে যাবে। করেছেন আবুল ফাতাহ মুন্না। পাঠকদের ভিন্ন কিছু দেয়ার প্রয়াস। এটি একট...
24/11/2022

ইনশাআল্লাহ্‌, এটাই ফাইনাল প্রচ্ছদ হিসাবে প্রেসে যাবে। করেছেন আবুল ফাতাহ মুন্না। পাঠকদের ভিন্ন কিছু দেয়ার প্রয়াস। এটি একটি উপন্যাস। সাথে ‘ইসলামিক’ কথা যোগ করা জরুরী মনে করছি না। লেখকের কাছ থেকে আমরা সেটি এমনিতেই আশা করি, ইনশাআল্লাহ্‌।

লেখাটা পড়ছি। আর হারিয়ে যাচ্ছি নিম্ন-মধ্যবিত্তের জীবনযাপনের কষ্টে। তবু তাদের একদল মানুষ মহান আল্লাহ্‌ পাকের উপর তাওয়াক্কুল করেই থাকেন। তাওয়াক্কুল-ই তাদের সম্বল।

এ’ জীবন তারা বুঝবে না, যারা এমন জীবন যাপন করে নি। কেউ আবার নিজেকে খুঁজে পাবে, যাদের জীবনে এমন স্ট্রাগল আছে। না না, এটা কোনো মাস্টারপিস না। এক আল্লাহওয়ালা মানুষের গরিবী হালতের কথা। ইনশাআল্লাহ্‌, পাঠকের ভালো লাগবে। ❤️

বাইতুল মোকাররম ইসলামি বইমেলায় সঞ্চালনের বই নিয়ে একটা ফটোগ্রাফী কনটেস্ট ছিলো। পুরষ্কার ছিলো ৫০০ টাকার বই। আমরা প্রতিযোগীদ...
23/11/2022

বাইতুল মোকাররম ইসলামি বইমেলায় সঞ্চালনের বই নিয়ে একটা ফটোগ্রাফী কনটেস্ট ছিলো। পুরষ্কার ছিলো ৫০০ টাকার বই। আমরা প্রতিযোগীদের সবাইকেই মোটামুটি পুরষ্কার দিচ্ছি, যারা নিয়ম মেনেছেন। আলহামদুলিল্লাহ।

সব বই-ই আমার বন্ধু কালাম ভাইয়ের কালান্তরের। আমরা যেহেতু বলেছিলাম, অন্য প্রকাশনীর বই দিবো। তাই এটা করা।

মূদ্রিত মূল্য থেকে ৩০ পার্সেন্ট ছাড় হিসাব করে দাম ধরা হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, এখন এই বইগুলোর দাম প্রায় দ্বিগুন। দেড় বছর আগে কেনা এই বইগুলো বর্তমান সময়ে এই দামে পাওয়া সম্ভব না।

এখানে ৭ সেট বই আছে। দ্যাখেন, কোনটা কার কাছে যায়। আমি আগে প্যাকেট করেছি। এরপর উলটাপালটা করে ঠিকানা লাগিয়েছি। পেলে জানাবেন। দোয়া চাই। ❤️

ইনশাআল্লাহ এটা আমাদের পরবর্তী বই। আল্লাহ কবুল করলে সামনের মাসে কামরাংগীচর মেলায় মোড়ক উন্মোচন হবে। শুরুর একটু লেখা শেয়ার ...
22/11/2022

ইনশাআল্লাহ এটা আমাদের পরবর্তী বই। আল্লাহ কবুল করলে সামনের মাসে কামরাংগীচর মেলায় মোড়ক উন্মোচন হবে।

শুরুর একটু লেখা শেয়ার করছি।

"৮ ফেব্রুয়ারি ১৮৭২ খ্রিস্টাব্দ। সকাল ৭ টা। পোর্ট ব্লেয়ার, আন্দামান।

দূর থেকে আন্দামানের উপকূল চোখে পড়তেই প্রফুল্ল হয়ে উঠলেন ভারতবর্ষের চতুর্থ ভাইসরয় লর্ড রিচার্ড সাউথওয়েল বারকে, সিক্সথ আর্ল অব মেয়ো। লর্ড মেয়ো নামে পরিচিত ভারতবর্ষের এই বড় লাট বেশ ভ্রমনপিপাসু মানুষ, নতুন স্থান দেখতে উদগ্রীব থাকেন সবসময়। ভোরের এই সময়টা খুব উপভোগ করছেন তিনি। এইচ এম ফ্রিগেট গ্লাসগোর রেলিং ধরে দাঁড়িয়ে আছেন তিনি। শরীরে পরশ বুলাচ্ছে সমুদ্রের নোনা বাতাস। নীলাভ জল কেটে ধীরেসুস্থে এগিয়ে যাচ্ছে জাহাজ। পেছনে অনুসরণ করছে আরো তিনটি জাহাজ, এইচ এইচ ঢাক্কা, নেমেসিস ও স্কটিয়া। প্রথম তিনটি জাহাজে অবস্থান করছেন বড় লাটের পরিবারের সদস্য, নিরাপত্তা রক্ষী ও প্রশাসনের গুরুত্বপূর্ন কর্মকর্তারা। স্কটিয়া জাহাজটি ডাক বিভাগের। কলকাতা থেকে চিঠিপত্র আনা হয়েছে তাতে।"

আপনারা সবাই মতামত দিন, সার্বিক অবস্থা বিবেচনায় আমরা এটা আনবো তো নাকি? ❤️

গল্প কল্প চিন্তা বইটির নতুন মুদ্রন এখন পাবেন আমাদের কওমি মার্কেটের দোকানে। আলহামদুলিল্লাহ। এছাড়া ইসলামি টাওয়ারে তারুণ্য ...
22/11/2022

গল্প কল্প চিন্তা বইটির নতুন মুদ্রন এখন পাবেন আমাদের কওমি মার্কেটের দোকানে। আলহামদুলিল্লাহ।

এছাড়া ইসলামি টাওয়ারে তারুণ্য প্রকাশন, যাত্রাবাড়ির মোল্লার বই, অনলাইনে ওয়াফিলাইফ, রকমারি, হাফেজ্জি হুজুর লাইব্রেরি সহ অনেক জায়গাতেই খুচরা পাবেন এখন, ইনশাআল্লাহ।

দোয়া চাই। ❤️

রুপন্তি শাহরিন লিখেছেন রিভিউটি: সত্যিই অনন্য অসাধারণ একটি গ্রন্থ। আমরা আমাদের জীবনের মাকসাদ নিয়ে চিন্তিত। কিন্তু চিন্তাভ...
20/11/2022

রুপন্তি শাহরিন লিখেছেন রিভিউটি:

সত্যিই অনন্য অসাধারণ একটি গ্রন্থ। আমরা আমাদের জীবনের মাকসাদ নিয়ে চিন্তিত। কিন্তু চিন্তাভাবনার প্রসারতা ঠিক ততটুকুই। সমাধানের পথ আদতে চিন্তাধারার অংশ খুব কমই হতে পারে। বক্ষ্যমাণ গ্রন্থটি সেই ধারাকে আমূল পালটে দিতে চায়। চায় বইটির প্রচ্ছদের মতো জীয়বনকে গল্পে-কল্পে-চিন্তায় রাঙিয়ে দিতে।

"একজন মুসলমানের জন্য অপর একজন মুসলমান আয়নার মতো কাজ করে"

কথাটা খুব সত্য। কারণ অতিক্ষুদ্র পরিসরের এই জীবনে সমস্যা সীমাহীন হলেও সমাধানের সীমাবদ্ধতা রয়েছে। জীবন জাগানিয়া স্বপ্নে বিভোর হলেও প্রয়োজন বাস্তবায়নের সঠিক কর্মপন্থা ও সদিচ্ছা। স্বপ্ন ফসলের মতো। একে যেমন বুনতে হয়, তেমনি লালন করতে হয়, চাষ কর‍তে হয়, ফসল তোলার সময় বেছে বেছে ফলন তুলতে হয়।

কুরআন-সুন্নাহর আলোকে যে জীবনবিধান, আর সালাফগণের দুনিয়াবিমুখতা আমাদের উত্তম পাথেয়। তবুও কি আমরা যাপিত জীবনে হিমশিম খাচ্ছি না? ছকে বাধা জৈবনিক পরিক্রমায় দীনদারিতার উপরে কোনো উত্তম সদাচারিতা নেই। দীনদারিতার আবেদন ও অবদানের বিষয়ে দুটি কথা পেশ করতেই লেখকের কলমের কালিতে রঙিন হয়েছে বেশ ক'টি গল্প; জীবনঘনিষ্ঠ শিক্ষা। দীনি আলোচনার দরসে আখলাক গঠনে, ব্যক্তিগত সমস্যা নিরসনে, দাম্পত্য কলহ অবসানে, সুন্দর সম্পর্ক গঠনে, পরিপূর্ণ ঈমান মজবুত করার প্রয়াসে বইটি একটি মূল্যবান প্যাকেজ।

গল্প, কল্প, চিন্তা- তিনটি বহুল প্রচলিত ও চেনা শব্দ। যেমন পরিচিত এই শব্দের অর্থ, তেমন এর ব্যবহারবিধি। লেখক সেই ভাষাজ্ঞানকে কাজে লাগিয়ে বইটিকে একই সাথে নামকরণ ও শিরোনামগুলোকে তিনটি বিশেষ অধ্যায়ে ভাগ করে ফেললেন।

ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং। এর পূর্বে লেখক সাবের চৌধুরীর গল্পভাষ্যে এমনটি আমরা দেখেছি। নতুন এই বইটি একটু ব্যতিক্রম। ভিন্ন ধাঁচের কারণ, দাওয়াতী ও তাবলীগের কাজের জন্য বা বলতে পারেন দ্বীন প্রচারের স্বার্থে এমন সব টুকরো গল্পকে মলাটবদ্ধ করা হয়েছে যা ছিল কোনো বাস্তব, কোনোটা কল্পনাপ্রসূত, আবার কোনোটা একেবারেই চিন্তার ফসল। সাহিত্যমান ঠিক রেখে কুরআন ও হাদিসের দরসে লেখক কলম চালিয়েছেন অবারিত। এক একটি অধ্যায়ের আঙিনায় চাষ করেছেন চিরহরিৎ পল্লব ও রবিশস্য। ফুল ফলে মৌ মৌ করছে প্রতিটি গল্পের ক্ষেত।

বিয়ে, দাম্পত্য, সংসার, চরিত্র গঠন, আকিদা, বিশ্বাস, আমল সবকিছু একই সামিয়ানার নিচে এনে জুড়েছেন লেখক আহমাদ ইউসুফ শরীফ। ফিরে যেতে হয় তার শিক্ষাজীবনের কোনো মজার ঘটনার স্মৃতিতে। আবার দেখা গেছে, সালাফদের মতামত প্রসঙ্গে তিনি শক্ত অবস্থান নিয়েছেন। বিভিন্ন ইস্যুতে লেখা তার কিছু প্রবন্ধও সংকলিত হয়েছে। তাই গ্রন্থটিকে সংকলন বললেও ভুল হবে না।

দীনি ও দুনিয়াবী বিষয়ের উপর উপদেশের গুরুত্ব ও তাৎপর্য সর্বজনস্বীকৃত। উপদেশের ডালি খুলে বসলে শুধুই মণিমুক্তো ঝরে তা কিন্তু নয়। কিছু কিছু শিরোনামের অধীনে গল্প-কল্প-চিন্তাগুলো খুবই স্পর্শকাতর। তাছাড়া ইসলামিক অঙ্গনে গল্পভাষ্যে সাহিত্যসমৃদ্ধ অলংকরনে খুব কাজ হচ্ছে। প্রথম দেখাতে নজরকাড়া প্রচ্ছদে বইটির প্রতি কেনার আগ্রহ স্বাভাবিক অর্থেই বেড়ে যায়।

চারপাশে মানুষের এই বৈচিত্রময় জীবনে নানা পরীক্ষার মাঝেও আত্মীক শান্তিকে ব্যক্তিবিশেষে সকলেই খুঁজে ফিরে। কেউ পায়, কেউ পাওয়ার আগেই হারিয়ে যায়। যারা খুঁজে পায়, সকলেই তাকে নাম দিয়েছে। সেটা কী? কেমন? সেই অনুভূতিগুলো কি ভাষায় প্রকাশ করা যায়? মনের মধ্যে আন্দলিত হয় অনেক অনেক প্রশ্ন। কারণ, প্রশ্নগুলো আদিম। মনুষ্যনীতিতে এসব প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খায়। লেখক আহমাদ ইউসুফ শরীফ তত কঠিন করেননি। তিনি দেখিয়েছেন মুদি দোকানদার, বেবিট্যাক্সি চালক, খেটে খাওয়া মানুষ, ব্যধিগ্রস্ত মানুষের মনের চলমান দ্বন্দ্ব দিয়ে। যেখানে ধনীর হৃদয়ের গোপন বেদনও বুঝিতে পারেন- এমন গল্প রয়েছে।

গল্পে-কল্পে-চিন্তায়, মন-মগজে ইসলামের প্রতি সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে চাইলে অনায়াসে পড়ে ফেলার মতোই একটি মানসম্মত কাজ। সাহিত্যমান ধরে রাখার ব্যাপারেও লেখকের যত্নের ছাপ স্পষ্ট। ইসলামিক প্রকাশনিগুলোতে প্রচুর অনুবাদের কাজ হচ্ছে। কিন্তু আলোচ্য গ্রন্থটি একদিকে যেমন মৌলিক, অপরদিকে বহু টুকরো আলোচনার সংকলন। আর সেখানেই বইটির প্রতি আলাদা নজর পড়ে।

ছোট ছোট অধ্যায়ে গল্পগুলো পাঠ পরিক্রমায় একটা আড্ডা জমিয়ে রেখেছিল যেন। বিরতিতে পড়া যায়। তাই বোরিং লাগে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি বইটি না পড়ে এর মূল্যায়ন সেভাবে করতে পারবেন না। গল্প হোক বা কল্প হোক, যেটাই পড়বেন, একটি থেকে অন্যটি আলাদা। লেখকের শব্দবুনন খেলাটাও জমপেশ। কখনো গল্পকথকের ভূমিকায়, কখনো স্বপ্নচারী বা কখনো দরদী দাঈর ভূমিকা পালন করেছেন। আবার হাসতে হাসতে শিক্ষক বনে গেছেন। বালখেল্য সহাস্য বদনে তিনি কত কঠিন কথাও উত্তমরুপে নসিহত করেছেন।

কখনো আমরা লেখককে আবেগপ্রবণ মানুষ রুপে পাই, কখনো তিনি কড়া জবাবে দীনের আলোর মশালকে জাগিয়ে রেখেছেন। তিনি তার লেখনীর মাঝে সেই অন্তরঙ্গ বন্ধুরুপে নিজেকে মেলে ধরেছেন, যিনি উত্তম সাথী হিসেবে জান্নাতের পথে আহবান করেন।

আমাদের জীবনে চিন্তার চেয়ে দুশ্চিন্তা বহুগুণে বেশী। অথচ সঠিকভাবে চিন্তা করলে সমস্যার সৃষ্টিই হয় না এটাই আমরা ভুলে যাই। এই গ্রন্থ একটি প্রকল্প। বলা যায়, মানসিক দাসত্ব থেকে মুক্তির সোপান। যার প্রতিটি ধাপে রয়েছে প্রেসক্রেপশন।

বিবাহ নিয়ে ফ্যান্টাসিতে ভুগলেও দাম্পত্য জীবনের ম্যানেজমেন্ট বলতেও একটা চ্যাপ্টার রয়েছে। সেই পাতা খোলার আগে সিলেবাস যাইহোক, চাই সরল সাজেশন। লেখক সেই সাজেশনের পাশাপাশি অল্প করে হলেও গোছানো দিক-নির্দেশনা দিয়েছেন।

ছাত্রজীবন, দাম্পত্যজীবন আর কর্মজীবন ছাড়াও আল্লাহর বান্দার একটিই পরিচয় যে, সে আল্লাহর বান্দা। তাই আকিদা, বিশ্বাস ও আমলকে এক সাইডে রেখে কোনো সফলতাই সফল ব্যক্তিজীবনের সনদ নয়। কুরআন-সুন্নাহর দলীল সমৃদ্ধ নসিহার সমাহার সাজিয়ে জীবন গড়ে তোলার তাগিদে ছত্রে ছত্রে এই গ্রন্থ একজন পথ অজানা মানুষের জন্য সেরা বন্ধুদের একজন।

তাওয়াক্কুল, ইস্তিগনা, রিযা বিল কাযা, আল হুব্বু লিল্লাহ, হক আদায়সহ যাবতীয় উত্তম।কর্মপন্থা আমাকে স্মরণ করিয়ে দেয় সময় থাকতে মুমিনের জন্য প্রতিটি মূহুর্তই গুরুত্বপূর্ণ।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, " যদি সব বিধান পালন করতে নাও পারো, তারপরেও তোমরা সৎকাজের আদেশ করো। সব গুনাহ পরিত্যাগ করতে নাও পারলেও তোমরা অসৎকাজের নিষেধ করো।"

তাবরানী, মু'জামুল আওসাত, ৬/৩৬৫[৬৬২৮]

এক নজরে বইটি:

বই: গল্প কল্প চিন্তা
লেখক: আহমাদ ইউসুফ শরীফ
প্রকাশনায়: সঞ্চালন প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা

আহমাদ ইউসুফ শরীফ ভাইকে নিয়ে একটা গল্প বলি। উনার বইয়ের কাজ শেষ হচ্ছে। কাজ করছে উমেদ। মোহাম্মদ হোসাইন আমাকে সন্ধ্যার দিকে ...
19/11/2022

আহমাদ ইউসুফ শরীফ ভাইকে নিয়ে একটা গল্প বলি। উনার বইয়ের কাজ শেষ হচ্ছে। কাজ করছে উমেদ। মোহাম্মদ হোসাইন আমাকে সন্ধ্যার দিকে ফাইল দিলো। আমি সকালে প্রেসে পাঠাবো বলে রেখে দিলাম।

ভোররাতে ঘুম থেকে উঠে দেখি ভয়েস মেসেজ। ইউসুফ ভাই মেসেঞ্জারে দিয়েছেন। অনেক দীর্ঘ মেসেজ। শুনলাম। চোখে পানি চলে আসলো। কি অদ্ভুত তাওয়াককুল। আমি পারি না কেনো? দুই রাকাত নামাজ পড়ে দুরুদ, সালাম, দোয়া আর ইস্তিগফার করে যেনো ফাইল প্রেসে দেই।

আমি মুখহাত ধুয়ে তখন-ই নামাজে বসলাম। জায়নামাজে-ও কাঁদলাম। শুধু ইউসুফ ভাইয়ের জন্য-ই কাঁদলাম। আল্লাহ-কে বললাম, আল্লাহ, যেই মানুষটা এই তাওয়াক্কুল মনে ধারন করে আছে। তাকে তুমি এই দুনিয়া আর আখেরাতে কবুল করে নাও, মাবুদ। এটুক বলতে বলতে ফজরের সময় শুরু।

এতোদিন পরে-ও উনার জন্যে একই দোয়া করি। আপনারা-ও করবেন। ❤️

গল্প কল্প চিন্তা নিয়ে:১। অনেকে ইনবক্সে অফার চাচ্ছেন। কাগজের এই দুর্মূল্যের বাজারে দাম বাড়াচ্ছি না। কিন্তু অতিরিক্ত ডিসকা...
19/11/2022

গল্প কল্প চিন্তা নিয়ে:

১। অনেকে ইনবক্সে অফার চাচ্ছেন। কাগজের এই দুর্মূল্যের বাজারে দাম বাড়াচ্ছি না। কিন্তু অতিরিক্ত ডিসকাউন্ট দেয়া যাচ্ছে না।

২। খুচরা ক্রেতা ভাইবোন যারা, প্রকাশনী থেকে কিনবেন, তাদের প্রত্যেকের জন্য ১০টা করে বিভিন্ন বুকমার্ক উপহার থাকবে, বুধবার, ২৩ নভেম্বর পর্যন্ত।

৩। পাইকারী ক্রেতা ভাইয়েরা যারা অন্তত ৫টা গল্প কল্প চিন্তা নিবেন, তাদের জন্য এক্সট্রা ছাড়, বুধবার, ২৩ নভেম্বর পর্যন্ত।

দোয়া চাই। ❤️

18/11/2022

আলহামদুলিল্লাহ। প্রিয় লেখক আহমাদ ইউসুফ শরীফ ভাইয়ের বই গল্প কল্প চিন্তা এইমাত্র প্রেসে দেয়া হলো। নতুন প্রেস থেকে আরো উন্নত ঝকঝকে প্রিন্ট আর বাধাই পাবেন ইনশাআল্লাহ। সাথে এবার যোগ হচ্ছে, বুকমার্ক।

সব ঠিক থাকলে মংগলবার ইনশাআল্লাহ দোকানে বই পাওয়া যাবে। প্রিয় ওয়াফি লাইফ, প্রিয় পাঠক-পাঠিকা, আপনাদের তাড়াতেই আজ সারাদিন খেটেখুটে ফাইল পাঠানো। দোয়া চাই। ❤️

ও ভালো কথা। দাম? আগের মতোই, ইনশাআল্লাহ।

17/11/2022

একটা ব্যাপার বলি। সমস্যা হলো, পেইজ থেকে বললে অনেকেই রাগ হন। কিন্তু একই বিষয়ে যদি অনেকেই একই কথা জিজ্ঞেস করেন, তখন কমনলি বলা বাদে উপায় থাকে না। কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন।

বর্তমানে দেশের আর্থিক অবস্থা নিয়ে আমরা চিন্তিত। আল্লাহ পাক আসান করুন, এই দোয়া করি। কিন্তু আমাদেরকেও সংযত হতে হবে। আল্লাহ তাকেই সাহায্য করেন যে, (বলেন এরপরের কথাগুলো)

কাগজের দাম বেড়েছে। বইয়ের দাম বাড়াতে হতে পারে। সেটা বাড়াবো না, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন।

মূল কথায় আসি। সঞ্চালন আগামী কয়েকমাসের জন্যে কোথাও কোনোপ্রকার স্পন্সর করবে না। একেবারে কোথাও না। প্রকাশনা সেক্টরের অবস্থা ভালো হলে ইনশাআল্লাহ তখন ভাবা যাবে।

এবং কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম বা প্রতিযোগিতায় বই উপহার দিবে না। তবে, আমরা নিজেরা প্রতিযোগিতা করবো, ইনশাআল্লাহ।

আশা করি, সবাই বুঝবেন। এবং আমাদেরকে টিকে থাকতে সাহায্য করবেন। অহেতুক চাপ দিবেন না। দোয়া চাই। ❤️

16/11/2022

ফেসবুক ওয়াল থেকে কপি:

আমার বন্ধু যারা আছে আই,ইউ,টি বা ক্যাডেট কলেজের বা নর্থ সাউথের, তারা আমাকে বিভিন্ন ইসলামি প্রশ্ন করে। খুব সাদামাটা প্রশ্ন। আমি জানলে বলি। নাহলে আলেমদের জিজ্ঞেস করতে বলি।

সবচেয়ে বেশি সংশয় দেখি, রোযা আর যাকাত নিয়ে। সাধারণ মুসলমানদের কি যে প্রশ্ন। অনেকে সংকোচে জানতেই চায় না।

আমার এক ক্যাডেট বড়ভাই উত্তরায় ফ্ল্যাট কিনেছেন। ঐ ফ্ল্যাটের দাম হিসাব করে যাকাত দিয়েছেন। আমি গত রোযায় বললাম, এতে তো যাকাত হবে না।

যা হোক, রোযা আর যাকাত নিয়ে সাধারণ মুসলমানের মনের প্রশ্ন নিয়ে বই বা ইবুক আসা খুব দরকার। হয়তো আসবে, ইনশাআল্লাহ। অপেক্ষায়। ❤️

মেলা মানেই ডিসকাউন্ট। ৫৫% ছাড় থাকবে আমাদের সব বইতে। রাজশাহীর প্রিয়জনেরা, আমরা থাকবো রাজশাহীতে। ইনশাআল্লাহ। কাল বৃহস্পতিব...
16/11/2022

মেলা মানেই ডিসকাউন্ট। ৫৫% ছাড় থাকবে আমাদের সব বইতে।

রাজশাহীর প্রিয়জনেরা, আমরা থাকবো রাজশাহীতে। ইনশাআল্লাহ।

কাল বৃহস্পতিবার, ১৭ নভেম্বর থেকে শনিবার, ১৯ নভেম্বর পর্যন্ত, ৩ দিন আমরা থাকবো ইনশাআল্লাহ, রাজশাহী ইসলামি বইমেলাতে।

আমাদের পাবেন ইত্তিহাদের স্টলে। দেখা হচ্ছে তাহলে ইনশাআল্লাহ, সঞ্চালনের সাথে। ❤️

আলহামদুলিল্লাহ। উত্তরাতে একদিনের মেলাতে আমরাও আছি। চলবে রাত ১০ টা পর্যন্ত। অনেক শুকরিয়া তাকি ভাইকে কষ্ট করে বইগুলো অতোদূ...
16/11/2022

আলহামদুলিল্লাহ। উত্তরাতে একদিনের মেলাতে আমরাও আছি। চলবে রাত ১০ টা পর্যন্ত।

অনেক শুকরিয়া তাকি ভাইকে কষ্ট করে বইগুলো অতোদূর নিয়ে যাবার জন্য। ❤️

রাজশাহীর পাঠক পাঠিকা, আমরা আসছি রাজশাহীতে। আলহামদুলিল্লাহ। বৃহস্পতিবার, ১৭ নভেম্বর থেকে শনিবার, ১৯ নভেম্বর পর্যন্ত আমরা ...
15/11/2022

রাজশাহীর পাঠক পাঠিকা, আমরা আসছি রাজশাহীতে। আলহামদুলিল্লাহ।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর থেকে শনিবার, ১৯ নভেম্বর পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ, রাজশাহী ইসলামি বইমেলাতে।

আমাদের পাবেন ইত্তিহাদের স্টলে। দেখা হচ্ছে তাহলে ইনশাআল্লাহ, সঞ্চালনের সাথে। ❤️

ইনশাআল্লাহ, আগামীকাল বুধবার, ১৬ নভেম্বর আমরাও থাকছি উত্তরা ৩ নাম্বার সেক্টরে, ফ্রেন্ডস ক্লাব মাঠে। অর্পণ এর স্টলে পাবেন ...
15/11/2022

ইনশাআল্লাহ, আগামীকাল বুধবার, ১৬ নভেম্বর আমরাও থাকছি উত্তরা ৩ নাম্বার সেক্টরে, ফ্রেন্ডস ক্লাব মাঠে।

অর্পণ এর স্টলে পাবেন আমাদের সব বই।

#উত্তরা

"দূর থেকে কয়েকটা কুকুরের আর্তনাদ ভেসে আসে কানে। আর কিছু রিকশার টুংটাং আওয়াজ পাওয়া যায়। মা এখান থেকে বহুদূরে...। চাইলেও জ...
13/11/2022

"দূর থেকে কয়েকটা কুকুরের আর্তনাদ ভেসে আসে কানে। আর কিছু রিকশার টুংটাং আওয়াজ পাওয়া যায়। মা এখান থেকে বহুদূরে...। চাইলেও জড়িয়ে ধরা যায় না মায়ের দেহটাকে।

মায়ের আঁচল, তার গায়ের মিষ্টি গন্ধ, বড় যত্ন করে কপোলে এঁকে দেয়া ছোট্ট চুমু, ঝড়-বাদলায় তাকে জড়িয়ে ঘুমানো— এসব এখন স্মৃতি হয়ে গেছে। কামাইয়ের নেশায় এই শহরে এলেন, আর তেমন করে ফেরা হলো না মায়ের কোলে। বছরান্তে কয়েকদিনের জন্য গ্রামে গেলে হুটহাট আবার ফিরে আসা হতো। ফিরবার সময় মা সজল চোখে বলতেন, আর দুটা দিন থেকে যা। শৈলেনের বাড়ি থেকে তোর জন্য হাসের ডিম কিনে এনেছি। গাছ থেকে ডাব পাড়ালাম তুই খাবি বলে।"

প্রকাশিতব্য উপন্যাসের পান্ডুলিপি থেকে

পারতাম এই কথাগুলো পার্সোনাল প্রোফাইল থেকে লিখতে। সেখানে রিচ নাই। রিচ হোক, তা চাই-ও না। তাছাড়া এটা প্রকাশনীর অবস্থান জানা...
12/11/2022

পারতাম এই কথাগুলো পার্সোনাল প্রোফাইল থেকে লিখতে। সেখানে রিচ নাই। রিচ হোক, তা চাই-ও না। তাছাড়া এটা প্রকাশনীর অবস্থান জানানো। তাই এখান থেকেই লিখছি।

কাগজের দাম আর বৈশ্বিক মন্দার পদধ্বনি -- দুয়ে মিলে আমাদের অর্থাৎ সঞ্চালন প্রকাশনীর অবস্থান কি? প্রথমেই বলি, আমরা কেবল চাইতে পারি। কবুল করার মালিক এক আল্লাহ। তিনি শুধু জানেন আগামীকাল কি হবে।

আমাদের চাওয়া ও চেষ্টা হলো, প্রকাশনীর স্বাভাবিক গতি অব্যাহত রাখা, ইনশাআল্লাহ। হাতে ১০ টার উপরে সুন্দর সুন্দর কনটেন্ট। এক বছরের বেশি সময় স্ট্রাগল করার পর ভালো কনটেন্ট পাচ্ছি, আলহামদুলিল্লাহ।

বৈশ্বিক দূর্যোগ কি কিয়ামত পর্যন্ত থাকবে? কষ্টের পর কি স্বস্তি আসে না? গত ১০০০ বছরের মধ্যে যুদ্ধ ছিলো না কোন দশকে? সব থামিয়ে সবাই বসে আছে? হ্যা, মন্দাকালে সতর্ক হবো ইনশাআল্লাহ। পাঠকের পয়সা নষ্ট করে আজেবাজে লেখা আনবো না।

শেষ করি এবার। গুনে গুনে তিনজন প্রকাশকের কথা আমি গুরুত্ব দেই। নাম জরুরী না। তাদের দুইজন-ই থেমে না যাওয়ার দলে। আরেকজন আরেকটু দেখবেন। কথা হলো, সঞ্চালন থামবে না, ইনশাআল্লাহ। দোয়া চাই। ❤️

"শহর আমাদের না, এ শহর কখনো আমাদের আপন করতেও পারেনি। আমরাই শুধু একে নিজের সব বিলিয়ে দিয়েছি। শহর তৈরিই হয়েছে ধনীর দুলালদে...
11/11/2022

"শহর আমাদের না, এ শহর কখনো আমাদের আপন করতেও পারেনি। আমরাই শুধু একে নিজের সব বিলিয়ে দিয়েছি। শহর তৈরিই হয়েছে ধনীর দুলালদের জন্য। এই যে দেখতেছেন এত উন্নত মার্কেট আর হোটেল, এসবের একটাতেও কি আপনে-আমি ঢুকতে পারব? তাইলে শহরে আছি কী জন্য? মসজিদ থেকে কোনোরকম একটা বাসার ব্যবস্থা আছে বলে থাকতে পারছি। এটা চলে গেলে শহরে থাকা আমার জন্যও অসম্ভব। দেখেন কীভাবে কী করা যায়। শহরের মায়া ছাড়েন। গ্রামে গিয়ে দুই মুঠ ডাল-ভাত পাইলেও ভালো। জানায়েন আমারে, কীভাবে কী করতেছেন।"

প্রকাশিতব্য উপন্যাসের পান্ডুলিপি থেকে

ওয়াফিলাইফে একজন পাঠিকা রিভিউ দিয়েছেন, "এক কথায় অসাধারণ। সামর্থ্য থাকলে সবাইকেই পড়াতাম। বইটা আমাকে স্রেফ মোহগ্রস্ত করে ...
09/11/2022

ওয়াফিলাইফে একজন পাঠিকা রিভিউ দিয়েছেন, "এক কথায় অসাধারণ। সামর্থ্য থাকলে সবাইকেই পড়াতাম। বইটা আমাকে স্রেফ মোহগ্রস্ত করে রেখেছে। সবগুলো ক্রুসেড নিয়েই এই সিরিজ চাই লেখকের কাছে আকুল আবেদন।"

পাইন বনের যোদ্ধা, আমাদের প্রথম বই নিয়ে। এমনিতে আমরা বইটি নিয়ে অনেক সুন্দর রিভিউ পাই ইনবক্সে, আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াফির-টা আজ দেখলাম। আমরা কৃতজ্ঞ। ❤️

Address

দোকান নং : ১৩, ২য় তলা, ইসলামী টাওয়ার, ১১/১, বাংলাবাজার, ঢাকা-১১০০।
Gandaria
1100

Alerts

Be the first to know and let us send you an email when সঞ্চালন প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সঞ্চালন প্রকাশনী:

Share

Category

Nearby media companies