20/11/2022
রুপন্তি শাহরিন লিখেছেন রিভিউটি:
সত্যিই অনন্য অসাধারণ একটি গ্রন্থ। আমরা আমাদের জীবনের মাকসাদ নিয়ে চিন্তিত। কিন্তু চিন্তাভাবনার প্রসারতা ঠিক ততটুকুই। সমাধানের পথ আদতে চিন্তাধারার অংশ খুব কমই হতে পারে। বক্ষ্যমাণ গ্রন্থটি সেই ধারাকে আমূল পালটে দিতে চায়। চায় বইটির প্রচ্ছদের মতো জীয়বনকে গল্পে-কল্পে-চিন্তায় রাঙিয়ে দিতে।
"একজন মুসলমানের জন্য অপর একজন মুসলমান আয়নার মতো কাজ করে"
কথাটা খুব সত্য। কারণ অতিক্ষুদ্র পরিসরের এই জীবনে সমস্যা সীমাহীন হলেও সমাধানের সীমাবদ্ধতা রয়েছে। জীবন জাগানিয়া স্বপ্নে বিভোর হলেও প্রয়োজন বাস্তবায়নের সঠিক কর্মপন্থা ও সদিচ্ছা। স্বপ্ন ফসলের মতো। একে যেমন বুনতে হয়, তেমনি লালন করতে হয়, চাষ করতে হয়, ফসল তোলার সময় বেছে বেছে ফলন তুলতে হয়।
কুরআন-সুন্নাহর আলোকে যে জীবনবিধান, আর সালাফগণের দুনিয়াবিমুখতা আমাদের উত্তম পাথেয়। তবুও কি আমরা যাপিত জীবনে হিমশিম খাচ্ছি না? ছকে বাধা জৈবনিক পরিক্রমায় দীনদারিতার উপরে কোনো উত্তম সদাচারিতা নেই। দীনদারিতার আবেদন ও অবদানের বিষয়ে দুটি কথা পেশ করতেই লেখকের কলমের কালিতে রঙিন হয়েছে বেশ ক'টি গল্প; জীবনঘনিষ্ঠ শিক্ষা। দীনি আলোচনার দরসে আখলাক গঠনে, ব্যক্তিগত সমস্যা নিরসনে, দাম্পত্য কলহ অবসানে, সুন্দর সম্পর্ক গঠনে, পরিপূর্ণ ঈমান মজবুত করার প্রয়াসে বইটি একটি মূল্যবান প্যাকেজ।
গল্প, কল্প, চিন্তা- তিনটি বহুল প্রচলিত ও চেনা শব্দ। যেমন পরিচিত এই শব্দের অর্থ, তেমন এর ব্যবহারবিধি। লেখক সেই ভাষাজ্ঞানকে কাজে লাগিয়ে বইটিকে একই সাথে নামকরণ ও শিরোনামগুলোকে তিনটি বিশেষ অধ্যায়ে ভাগ করে ফেললেন।
ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং। এর পূর্বে লেখক সাবের চৌধুরীর গল্পভাষ্যে এমনটি আমরা দেখেছি। নতুন এই বইটি একটু ব্যতিক্রম। ভিন্ন ধাঁচের কারণ, দাওয়াতী ও তাবলীগের কাজের জন্য বা বলতে পারেন দ্বীন প্রচারের স্বার্থে এমন সব টুকরো গল্পকে মলাটবদ্ধ করা হয়েছে যা ছিল কোনো বাস্তব, কোনোটা কল্পনাপ্রসূত, আবার কোনোটা একেবারেই চিন্তার ফসল। সাহিত্যমান ঠিক রেখে কুরআন ও হাদিসের দরসে লেখক কলম চালিয়েছেন অবারিত। এক একটি অধ্যায়ের আঙিনায় চাষ করেছেন চিরহরিৎ পল্লব ও রবিশস্য। ফুল ফলে মৌ মৌ করছে প্রতিটি গল্পের ক্ষেত।
বিয়ে, দাম্পত্য, সংসার, চরিত্র গঠন, আকিদা, বিশ্বাস, আমল সবকিছু একই সামিয়ানার নিচে এনে জুড়েছেন লেখক আহমাদ ইউসুফ শরীফ। ফিরে যেতে হয় তার শিক্ষাজীবনের কোনো মজার ঘটনার স্মৃতিতে। আবার দেখা গেছে, সালাফদের মতামত প্রসঙ্গে তিনি শক্ত অবস্থান নিয়েছেন। বিভিন্ন ইস্যুতে লেখা তার কিছু প্রবন্ধও সংকলিত হয়েছে। তাই গ্রন্থটিকে সংকলন বললেও ভুল হবে না।
দীনি ও দুনিয়াবী বিষয়ের উপর উপদেশের গুরুত্ব ও তাৎপর্য সর্বজনস্বীকৃত। উপদেশের ডালি খুলে বসলে শুধুই মণিমুক্তো ঝরে তা কিন্তু নয়। কিছু কিছু শিরোনামের অধীনে গল্প-কল্প-চিন্তাগুলো খুবই স্পর্শকাতর। তাছাড়া ইসলামিক অঙ্গনে গল্পভাষ্যে সাহিত্যসমৃদ্ধ অলংকরনে খুব কাজ হচ্ছে। প্রথম দেখাতে নজরকাড়া প্রচ্ছদে বইটির প্রতি কেনার আগ্রহ স্বাভাবিক অর্থেই বেড়ে যায়।
চারপাশে মানুষের এই বৈচিত্রময় জীবনে নানা পরীক্ষার মাঝেও আত্মীক শান্তিকে ব্যক্তিবিশেষে সকলেই খুঁজে ফিরে। কেউ পায়, কেউ পাওয়ার আগেই হারিয়ে যায়। যারা খুঁজে পায়, সকলেই তাকে নাম দিয়েছে। সেটা কী? কেমন? সেই অনুভূতিগুলো কি ভাষায় প্রকাশ করা যায়? মনের মধ্যে আন্দলিত হয় অনেক অনেক প্রশ্ন। কারণ, প্রশ্নগুলো আদিম। মনুষ্যনীতিতে এসব প্রশ্ন সকলের মনেই ঘুরপাক খায়। লেখক আহমাদ ইউসুফ শরীফ তত কঠিন করেননি। তিনি দেখিয়েছেন মুদি দোকানদার, বেবিট্যাক্সি চালক, খেটে খাওয়া মানুষ, ব্যধিগ্রস্ত মানুষের মনের চলমান দ্বন্দ্ব দিয়ে। যেখানে ধনীর হৃদয়ের গোপন বেদনও বুঝিতে পারেন- এমন গল্প রয়েছে।
গল্পে-কল্পে-চিন্তায়, মন-মগজে ইসলামের প্রতি সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে চাইলে অনায়াসে পড়ে ফেলার মতোই একটি মানসম্মত কাজ। সাহিত্যমান ধরে রাখার ব্যাপারেও লেখকের যত্নের ছাপ স্পষ্ট। ইসলামিক প্রকাশনিগুলোতে প্রচুর অনুবাদের কাজ হচ্ছে। কিন্তু আলোচ্য গ্রন্থটি একদিকে যেমন মৌলিক, অপরদিকে বহু টুকরো আলোচনার সংকলন। আর সেখানেই বইটির প্রতি আলাদা নজর পড়ে।
ছোট ছোট অধ্যায়ে গল্পগুলো পাঠ পরিক্রমায় একটা আড্ডা জমিয়ে রেখেছিল যেন। বিরতিতে পড়া যায়। তাই বোরিং লাগে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনি বইটি না পড়ে এর মূল্যায়ন সেভাবে করতে পারবেন না। গল্প হোক বা কল্প হোক, যেটাই পড়বেন, একটি থেকে অন্যটি আলাদা। লেখকের শব্দবুনন খেলাটাও জমপেশ। কখনো গল্পকথকের ভূমিকায়, কখনো স্বপ্নচারী বা কখনো দরদী দাঈর ভূমিকা পালন করেছেন। আবার হাসতে হাসতে শিক্ষক বনে গেছেন। বালখেল্য সহাস্য বদনে তিনি কত কঠিন কথাও উত্তমরুপে নসিহত করেছেন।
কখনো আমরা লেখককে আবেগপ্রবণ মানুষ রুপে পাই, কখনো তিনি কড়া জবাবে দীনের আলোর মশালকে জাগিয়ে রেখেছেন। তিনি তার লেখনীর মাঝে সেই অন্তরঙ্গ বন্ধুরুপে নিজেকে মেলে ধরেছেন, যিনি উত্তম সাথী হিসেবে জান্নাতের পথে আহবান করেন।
আমাদের জীবনে চিন্তার চেয়ে দুশ্চিন্তা বহুগুণে বেশী। অথচ সঠিকভাবে চিন্তা করলে সমস্যার সৃষ্টিই হয় না এটাই আমরা ভুলে যাই। এই গ্রন্থ একটি প্রকল্প। বলা যায়, মানসিক দাসত্ব থেকে মুক্তির সোপান। যার প্রতিটি ধাপে রয়েছে প্রেসক্রেপশন।
বিবাহ নিয়ে ফ্যান্টাসিতে ভুগলেও দাম্পত্য জীবনের ম্যানেজমেন্ট বলতেও একটা চ্যাপ্টার রয়েছে। সেই পাতা খোলার আগে সিলেবাস যাইহোক, চাই সরল সাজেশন। লেখক সেই সাজেশনের পাশাপাশি অল্প করে হলেও গোছানো দিক-নির্দেশনা দিয়েছেন।
ছাত্রজীবন, দাম্পত্যজীবন আর কর্মজীবন ছাড়াও আল্লাহর বান্দার একটিই পরিচয় যে, সে আল্লাহর বান্দা। তাই আকিদা, বিশ্বাস ও আমলকে এক সাইডে রেখে কোনো সফলতাই সফল ব্যক্তিজীবনের সনদ নয়। কুরআন-সুন্নাহর দলীল সমৃদ্ধ নসিহার সমাহার সাজিয়ে জীবন গড়ে তোলার তাগিদে ছত্রে ছত্রে এই গ্রন্থ একজন পথ অজানা মানুষের জন্য সেরা বন্ধুদের একজন।
তাওয়াক্কুল, ইস্তিগনা, রিযা বিল কাযা, আল হুব্বু লিল্লাহ, হক আদায়সহ যাবতীয় উত্তম।কর্মপন্থা আমাকে স্মরণ করিয়ে দেয় সময় থাকতে মুমিনের জন্য প্রতিটি মূহুর্তই গুরুত্বপূর্ণ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, " যদি সব বিধান পালন করতে নাও পারো, তারপরেও তোমরা সৎকাজের আদেশ করো। সব গুনাহ পরিত্যাগ করতে নাও পারলেও তোমরা অসৎকাজের নিষেধ করো।"
তাবরানী, মু'জামুল আওসাত, ৬/৩৬৫[৬৬২৮]
এক নজরে বইটি:
বই: গল্প কল্প চিন্তা
লেখক: আহমাদ ইউসুফ শরীফ
প্রকাশনায়: সঞ্চালন প্রকাশনী
পৃষ্ঠা সংখ্যা: ১৯২
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা