গ্রন্থ ভুবন বুকশপ

গ্রন্থ ভুবন বুকশপ বইয়ের দুনিয়ায় স্বাগত!!

'গ্যানভি'(Ganvie) বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রাম, এর জনসংখ্যা ৪৫,০০০ এরও বেশি।আফ্রিকার নোকোয়ে হ্রদে (Lake Nokoue) অবস্থিত...
25/01/2025

'গ্যানভি'(Ganvie) বিশ্বের বৃহত্তম ভাসমান গ্রাম, এর জনসংখ্যা ৪৫,০০০ এরও বেশি।

আফ্রিকার নোকোয়ে হ্রদে (Lake Nokoue) অবস্থিত এই শহরটি ক্রীতদাস ব্যবসায়ীদের হাত থেকে নিজেদের রক্ষা করতে স্থানীয় মানুষেরা ৪০০ বছরেরও বেশি সময় আগে নির্মাণ করেছিল।

হ্রদের গভীরতা মাত্র ২ মিটার (৬ ফুট) এবং স্থানীয় মানুষেরা এই দ্বীপগুলি তৈরির জন্য স্থলভাগ থেকে মাটি নিয়ে এসে ভরাট করেছিল। ফলে আক্রমণকারীদের জন্য হ্রদটি একটি প্রাকৃতিক বাধা হিসাবে কাজ করেছিল।
আজ, এটি একটি জনপ্রিয় পর্যটন স্থল, যেখানে প্রতিদিন ১০,০০০ এরও বেশি পর্যটক আসেন।

বই : কোহিনূর (২)লেখক : লাবণ্য ইয়াসমিনমুদ্রিত মূল্য : ৮০০৳পৃষ্ঠা সংখ্যা : ৪০০প্রচ্ছদ : আদনান আহমেদ রিজনপ্রকাশনী : বই অঙ্...
24/01/2025

বই : কোহিনূর (২)
লেখক : লাবণ্য ইয়াসমিন
মুদ্রিত মূল্য : ৮০০৳
পৃষ্ঠা সংখ্যা : ৪০০
প্রচ্ছদ : আদনান আহমেদ রিজন
প্রকাশনী : বই অঙ্গন প্রকাশন

প্রি-অর্ডার অফার থাকবে ১০-০২-২০২৫ তারিখ পর্যন্ত!

✅ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।

24/01/2025

বইমেলা মেম্বারশিপের তালিকা প্রথম কমেন্টের লিংকে দেয়া আছে।
আপনার মেম্বারশিপ নম্বর কত?

🔥  প্রি-অর্ডার স্পেশাল🔥🔥কিছুদিন পর শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫।বইমেলা উপলক্ষে শিরোনাম প্রকাশন থেকে প্রকাশি...
24/01/2025

🔥 প্রি-অর্ডার স্পেশাল🔥🔥

কিছুদিন পর শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৫।

বইমেলা উপলক্ষে শিরোনাম প্রকাশন থেকে প্রকাশিতব্য বইগুলোর প্রি-অর্ডার শুরু হয়েছে।

🌸 প্রি-অর্ডার করলেই পাচ্ছেন নিশ্চিত ৫০% ডিসকাউন্ট!!

🌿 বই : তিতুমীর: জান অথবা জমিন
লেখক : আল আমিন সরল
প্রচ্ছদশিল্পী : পরাগ ওয়াহিদ
জনরা : ঐতিহাসিক উপন্যাস
পৃষ্ঠা সংখ্যা : ৩২০৳
মুদ্রিত মূল্য : ৫৫০৳
🌸 প্রি-অর্ডার মূল্য : ২৭৫ টাকা

‘যোদ্ধারা, মজলুমের কাণ্ডারীরা, অধিকার প্রত্যাশীরা, আজকে কোনো জয় পরাজয়ের হিসেব নেই, শুধুই যুদ্ধ। অধিকারের যুদ্ধ, হকের যুদ্ধ, জমিনের জন্য যুদ্ধ, মুক্ত বাতাসের জন্য যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, বাঁচা-মরার যুদ্ধ। এই যুদ্ধের কোনো শেষ নেই। এই যুদ্ধ অনন্তকালের। জালেমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ। এই যুদ্ধে হারোনোর কিছু নেই আমাদের, শুধুই প্রাপ্তি। তাই যুদ্ধ করো শেষ রক্ত বিন্দু পর্যন্ত। হয়ে উঠো স্বাধীনতার রক্তবীজ।’ সারিবদ্ধ সৈন্যের সামনে ঘোড়া ছোটাতে ছোটাতে বললেন আমিরাত-ই-বাঙ্গালার রাষ্ট্রপ্রধান সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমীর।

---------------------------------------
🌿 বই : ট্রেজার আইল্যান্ড
(পূর্ণাঙ্গ অনুবাদ ও টীকা, ইলাস্ট্রেটেড সংস্করণ)
লেখক : রবার্ট লুই স্টিভেনসন
অনুবাদ : লুৎফুল কায়সার
প্রচ্ছদশিল্পী : সজল চৌধুরী
জনরা : অ্যাডভেঞ্চার থ্রিলার
পৃষ্ঠা সংখ্যা : ২৭২
মুদ্রিত মূল্য : ৫০০৳
🌸 প্রি-অর্ডার মূল্য : ২৫০ টাকা

মা-বাবাকে নিয়ে ছিমছাম ছোট্ট সংসার ছিলো কিশোর জিম হকিন্সের। অ্যাডমিরাল বেনবো নামে একটা সরাইখানা চালাতো ওরা। হুট করেই সেই সরাইখানাতে থাকতে এলো এক অদ্ভুত বুড়ো নাবিক! নিজেকে সে পরিচয় দিলো ‘ক্যাপ্টেন’ নামে।

কে এই ক্যাপ্টেন? ওর আসল নাম কী? আসলেই কি সে একজন মামুলি নাবিক? নাকি সাবেক কোনো জলদস্যু? ‘এক পা-ওয়ালা’ এক নাবিকের ব্যাপারে জিমকে সতর্ক থাকতে বলেছে ক্যাপ্টেন। কেন এসব বলেছে সে?
হুট করেই অদ্ভুত সব লোকেদের আনাগোনা শুরু হলো জিমদের এলাকায়। ক্যাপ্টেনের ওপর হামলা হলো একদিন!
ঘটনাচক্রে ক্যাপ্টেনের কাছ থেকে জিম পেলো এক অদ্ভুত মানচিত্র! কুখ্যাত জলদস্যু ফ্লিন্ট যে দ্বীপে নিজের সব গুপ্তধন লুকিয়ে রেখেছিলো সেই দ্বীপের মানচিত্র! সবকিছু জিম খুলে বললো স্কয়্যার ট্রেলনি আর ডা. লিভেসিকে!
হিসপ্যানিওলা নামের এক জাহাজে করে ওরা রওনা দিলো সেই অদ্ভুত দ্বীপের উদ্দেশ্যে! ওদের সাথে ছিলো একদল নাবিক। কিন্তু এরা কি সবাই বিশ্বাসযোগ্য? পাচক লং জন সিলভারের একটা পা নেই! এই ব্যাটাই কি সেই এক পা-ওয়ালা নাবিক যার ব্যাপারে সতর্ক থাকতে বলেছিলো বুড়ো ক্যাপ্টেন? জিমদের বিরুদ্ধে কেউ গোপন ষড়যন্ত্র করতে না তো?
ওরা কি পারবে সেই রহস্যময় দ্বীপ থেকে সব গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসতে?
জানতে হলে পড়ুন অ্যাডভেঞ্চার জনরার সবচেয়ে বিখ্যাত কল্পকাহিনি… রবার্ট লুই স্টিভেনসনের কালজয়ী উপন্যাস ‘ট্রেজার আইল্যান্ড’র প্রথম পূর্ণাঙ্গ বাংলাদেশি অনুবাদ…

-------------------------------------------
🌿 বই : দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মি. হাইড
(পূর্ণাঙ্গ অনুবাদ ও টীকা, ইলাস্ট্রেটেড সংস্করণ)
লেখকঃ রবার্ট লুই স্টিভেনসন
অনুবাদঃ লুৎফুল কায়সার
প্রচ্ছদ : সজল চৌধুরী
ধরণঃ সাইকোলজিক্যাল থ্রিলার
পৃষ্ঠা সংখ্যাঃ ১৬০ (আনুমানিক)
মুদ্রিত মূল্যঃ ৩০০৳
🌸 প্রি-অর্ডার মূল্য : ১৫০ টাকা

উনিশ শতকের লন্ডন। আলো ঝলমলে এক স্বপ্নরাজ্য। কিন্তু এই শহর রাতের আঁধারে যেন বদলে যায়। অশুভ এক রাতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন রিচার্ড এনফিল্ড। এক অজানা রহস্যের জালে নিজের অজান্তেই জড়িয়ে গেলেন প্রখ্যাত আইনজীবী মি. আটারসন। তাঁর বন্ধু ডক্টর জেকিল হুট করেই যেন বদলে গেছে, হাইড নামের এক অদ্ভুত লোকের প্রতি কিসের এত দুর্বলতা জেকিলের? হাইড কে? কোথায় থেকে এসেছে? লোকটার চলাচল এমন বেপরোয়া কেন?
খু ন হয়ে গেলেন সংসদ সদস্য স্যার ড্যানভার্স ক্যারু। কে খু ন করেছে তাঁকে? জেকিলের আচরণ ক্রমাগত রহস্যময় হয়ে উঠছে। আটারসন কি পাবেন এই রহস্যের শিকড়ের খোঁজ?

এসব প্রশ্নের উত্তর জানতে পড়ুন প্রখ্যাত লেখক রবার্ট লুই স্টিভেনসনের কালজয়ী গ্রন্থ ‘দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জেকিল অ্যান্ড মি. হাইড’।

প্রকাশিত হবে বইমেলার প্রথম সাপ্তাহে।

24/01/2025

বইমেলা ২০২৫
মেম্বারাশিপ তালিকায় জায়গা পেয়েছে ২৯জন।
আপনার নাম থাকবে তো?

তালিকা আসছে আজকের রাতেই....

দামে কম, মানে ভালো- এই ভাইরাল বিজ্ঞাপনটি খুব ভালো যায় " প্রেম অভিন্ন সংজ্ঞা ভিন্ন " বইটির সাথে।মুদ্রিত মূল্য: ৪২০৳ (হার্...
24/01/2025

দামে কম, মানে ভালো- এই ভাইরাল বিজ্ঞাপনটি খুব ভালো যায়

" প্রেম অভিন্ন সংজ্ঞা ভিন্ন " বইটির সাথে।

মুদ্রিত মূল্য: ৪২০৳ (হার্ডকভার)
অফারমূল্য: ১২৫৳ মাত্র🥳

24/01/2025
১ টাকায় নতুন বই- অফারের বিস্তারিত🎁🎁****(যাদের সময় কম, পোস্টের শেষ অংশে চলে যান)*******🎤 এই অফার যেভাবে পাবেন:১. প্রখ্যাত...
24/01/2025

১ টাকায় নতুন বই- অফারের বিস্তারিত🎁🎁

****(যাদের সময় কম, পোস্টের শেষ অংশে চলে যান)*******

🎤 এই অফার যেভাবে পাবেন:

১. প্রখ্যাত কথাসাহিত্যিক ও নাট্যকার ফেরদৌস হাসান-এর পাঠকপ্রিয় উপন্যাস ''ডাক দিয়ে যায়'' তে পাচ্ছেন ৪০% ছাড়! (সর্বোচ্চ ডিস্কাউন্ট)

২. ডাক দিয়ে যায়- বইটি অর্ডারকারী প্রত্যেক পাঠক,
নিজের পছন্দমতো যেকোনো ১ টি বই নিতে পারবেন মাত্র ১ টাকায় (আমাদের দেয়া অফার তালিকা থেকে)❗

✅ উপন্যাস: ডাক দিয়ে যায় (হার্ডকভার, প্রিমিয়াম)
লেখক: ফেরদৌস হাসান
মুদ্রিত মূল্য: ৫০০৳
অফারমূল্য: ২৯৯৳ (৪০% ছাড়ে)
_____________

📚 Summary: ২৯৯ টাকায় ''ডাক দিয়ে যায়'' উপন্যাসটি অর্ডার করলে, তার সাথে নিচের তালিকা থেকে যেকোনো ১টি বই মাত্র ১ টাকায় নিতে পারবেন😍

১ টাকার অফার তালিকা (যেকোনো ১ টি পছন্দ করবেন):

১. পথের পাচালী
মুদ্রিত মূল্য ৩৫০৳

২. চোখের বালি
মুদ্রিত মূল্য ৩০০ টাকা

৩. নৌকাডুবি
মুদ্রিত মূল্য ৩০০ টাকা

৪. স্টক শেষ🚫

৫. পুতুলনাচের ইতিকথা
মুদ্রিত মূল্য ৩৫০ টাকা

৬. তিতাস একটি নদীর নাম
মুদ্রিত মূল্য ৩৫০ টাকা

৭. স্টক শেষ🚫

৮. ময়ূরাক্ষী + ছায়াবৃতা (২টি বই)
মোট মুদ্রিত মূল্য ৪০০৳

৯. পদ্মা নদীর মাঝি
মুদ্রিত মূল্য ২৮০৳

১০. আনা ফ্রাঙ্কের ডায়েরি
মুদ্রিত মূল্য ৩৫০৳

১১. আদর্শ হিন্দু হোটেল
মুদ্রিত মূল্য ২৮০৳

১২. মরিসাকি বইঘরের দিনগুলি (মরিসাকি-১)
মুদ্রিত মূল্য: ৩৬০৳
__________________________

সারসংক্ষেপ:

''ডাক দিয়ে যায়'' ২৯৯৳
+ ১ টাকার অফারের তালিকা থেকে একটি পছন্দের বই

মোট ৩০০ টাকায় পাচ্ছেন প্রায় ৯০০ টাকা মুদ্রিত মূল্যের নতুন বই!

✅ অফারটি পাবেন মোট ৭ জন❤️

(১ টাকার অফার তালিকার প্রতিটি বই ৫ থেকে ৭ কপি করে স্টক আছে। তাই পছন্দমতো বই নিতে দ্রুত অর্ডার কনফার্ম করার চেষ্টা করবেন☺️)

আমরা আমাদের সামর্থ্যনুযায়ী সেরাটুকু দিয়েই সেট সাজিয়েছি। আপনাদের ভালো লাগবে আশা করি।

এই পোস্টটিতে আপনার পরিচিত মানুষদের ম্যানশন করা এবং পোস্টটি শেয়ার করার অনুরোধ রইল🍀
______________________________________________
অফার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই পোস্টের কমেন্টে প্রশ্ন করবেন অনুগ্রহপূর্বক।

আমরা সকলের প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।

দেখা যাক কার কার ঘরে পৌঁছে গ্রন্থ ভুবনের #১টাকারঅফার❗❗❗

#১টাকারঅফার

এগিয়ে যেতে চাইলে, সবচেয়ে জরুরি কাজ হলো, এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া🥰Share this quote if you love it🍀
24/01/2025

এগিয়ে যেতে চাইলে, সবচেয়ে জরুরি কাজ হলো, এগিয়ে যাওয়ার পদক্ষেপ নেওয়া🥰

Share this quote if you love it🍀

বইমেলা মেম্বারশীপ তালিকা ২০২৫ প্রকাশ হবে আজ রাতে ইন শা আল্লাহ।মূল পোস্ট :https://www.facebook.com/share/15bjhj4wNn/
24/01/2025

বইমেলা মেম্বারশীপ তালিকা ২০২৫ প্রকাশ হবে আজ রাতে ইন শা আল্লাহ।

মূল পোস্ট :https://www.facebook.com/share/15bjhj4wNn/

চলছে অমর একুশে বইমেলা ২০২৫ এর প্রস্তুতি!

বইমেলার সময় কম-বেশি সব বইপ্রেমিরই তো বই কেনা হয়, প্রিয় মানুষটাকে বই গিফট করা হয়। বইয়ের এই মধুর মাসে আর বইয়ের পেইজ-গ্রুপ গুলোয় দৌড়ঝাঁপ করে ডিস্কাউন্ট খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই।

গ্রন্থ ভুবন বুকশপের বইমেলা মেম্বারশিপে পাবেন বইমেলার সকল বইয়ে সর্বোচ্চ ছাড়!

মেম্বারশীপ নেয়ার জন্য ১১ টাকা পে করতে হবে। বই অর্ডারের সময় এই ফি এর সমপরিমান টাকা বিল থেকে বিয়োগ করে দেয়া হবে।

তাহলে আর দেরি কেন? নিয়ে ফেলুন বইমেলার মেম্বারশিপ! যারা মেম্বারশিপ নিতে চান, সবাই কমেন্টে নিজের নাম এবং জেলার নাম দিন। কাউকে ইনবক্স করতে হবে না। আমরা আপনাদের সাথে যোগাযোগ করে মেম্বারশিপ কনফার্ম করে দিব।

পোস্টটি যাতে বেশি বেশি বইপ্রেমীদের কাছে পৌঁছায়, সেই ব্যবস্থা করবেন প্লিজ🥰🥰🎉🎉

আজ আপনার সাথে যা ঘটছে তা মানিয়ে নিতে পারলে আজকের দিনটাই আপনার জন্য সুদিন হয়ে ধরা দেবে।বইঃ কাঠগোলাপ লেখকঃ ইমরান হোসাইন আদ...
23/01/2025

আজ আপনার সাথে যা ঘটছে তা মানিয়ে নিতে পারলে আজকের দিনটাই আপনার জন্য সুদিন হয়ে ধরা দেবে।
বইঃ কাঠগোলাপ
লেখকঃ ইমরান হোসাইন আদিব

খুশি হয়ে গেলাম😍😍
23/01/2025

খুশি হয়ে গেলাম😍😍

ইনবক্সে পাওয়া ভালোবাসা😍😍
23/01/2025

ইনবক্সে পাওয়া ভালোবাসা😍😍

প্রি-অর্ডার! প্রি-অর্ডার!! প্রি-অর্ডার!!! ( প্রি অর্ডার চলবে আজ থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত) বই : আপনাকে আমার ভালো লাগেলেখ...
23/01/2025

প্রি-অর্ডার! প্রি-অর্ডার!! প্রি-অর্ডার!!!

( প্রি অর্ডার চলবে আজ থেকে ৫ ফেব্রুয়ারী পর্যন্ত)

বই : আপনাকে আমার ভালো লাগে
লেখক : সম্রাট সর্দার
জনরা : রোমান্টিক থ্রিলার
প্রকাশনী : প্রিয় প্রকাশন
মুদ্রিত মূল্য : ৩০০৳
প্রি-অর্ডার মূল্য : ২১০ ৳ ( ৩০% ছাড়ে)

ফ্ল্যাপ থেকে :
"আমাদের ভালোলাগা গুলো;
সাধারণত পরিবর্তনশীল,
কখন যে কি ভালো লাগে;
আমাদের চোখে তা বোঝা বড় মুশকিল।"

বর্ষাকালের ভরা নদীর ঘোলা জল, বর্ষার দিনে মেঘ বৃষ্টির খেলা ভালো লাগে। গ্রীষ্মে ভালো লাগে কাঠফাটা রোদে, গাছে পেকে যাওয়া সব ফল। শীতে ভালো লাগে প্রিয়জনের উষ্ণ স্পর্শ ও ভোরের কুয়াশায় খেজুরের রস। হেমন্তে কৃষকের হাসি। শরতের প্রভাতে মিষ্টি দোয়েলের ডাক, নীল আকাশে ভেসে বেড়ানো স্বচ্ছ সাদা মেঘেদের দল, বড্ড ভালোলাগে। সাথে কাশফুলের সাদা মায়া তো আছেই। বসন্ত নিয়ে আসে কোকিলের শ্রুতিমধুর ডাক আর শিমুল, কৃষ্ণচূড়ার সৌন্দর্য্য। একের পর এক ঋতু বদলে যায়, সাথে বদলে দিয়ে যায় প্রকৃতি ও আমাদের অনুভূতিকে।

আমাদের ভালোলাগার সব কিছুই কেন জানিনা ক্ষণস্থায়ী, আর যা কিছু চিরস্থায়ী তা যেনো রয়ে যায় হৃদয়ের গোপন কোনে দুঃখ অথবা শোক হয়ে। যা কিছু দুর্লভ অথবা না পাওয়ার দূরত্বে, তা দুর থেকেই গেঁথে রয় হৃদয়ে। অথচ ভালো লাগা ও সুখের অনুভূতি হারিয়ে যায় দুর থেকেও দুরে।

আচ্ছা, কোন কিছু পেয়ে গেলেই কি তার কদর কমে যায়? নাকি পাওয়ার আগে সেটার কদর থাকে? অথচ আকাঙ্ক্ষা মানুষকে দূরে নিয়ে যায়, গন্তব্য থেকে গন্তব্যে। যেমন করে চলে যায় গ্রীষ্ম থেকে বর্ষা , বর্ষা থেকে শীত , শীত থেকে হেমন্ত অথবা হেমন্ত থেকে বসন্ত।

শেরে বাংলা এ. কে. ফজলুল হকের আঁতুর ঘর শেরে বাংলা এ.কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাঁ...
23/01/2025

শেরে বাংলা এ. কে. ফজলুল হকের আঁতুর ঘর

শেরে বাংলা এ.কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির জেলার রাজাপুর উপজেলার সাঁতুরিয়া মিয়া বাড়ির মাতুলালয়ের এই বড়ির যে ঘরে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন, সে ঘরের ছবি এবং সে সব স্মৃতি বিজোড়িত স্থান!

সাঁতুরিয়া | রাজাপুর | ঝালকাঠি

সংগ্রহিতঃ Faruk Ahmed

অফার থাকবে মাত্র ২ দিন❤️❤️ প্রকাশিত হলো সায়াকা মুরাতা রচিত "কনভিনিয়েন্স স্টোর ওমেন" ✅প্রি-অর্ডার ছাড় মূল্যে অর্ডার করতে ...
22/01/2025

অফার থাকবে মাত্র ২ দিন❤️❤️ প্রকাশিত হলো সায়াকা মুরাতা রচিত "কনভিনিয়েন্স স্টোর ওমেন"

✅প্রি-অর্ডার ছাড় মূল্যে অর্ডার করতে পারবেন বৃহস্পতিবার পর্যন্ত।

বই: কনভিনিয়েন্স স্টোর ওমেন
লেখক: সায়াকা মুরাতা
অনুবাদ: আমিনুল ইসলাম
জনরা: জাপানিজ ফিকশন
মুদ্রিত মূল্য: ৩২০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ১৭৫ টাকা (৪৫%)

কাহিনী সংক্ষেপঃ
কেইকো কখনোই সমাজের সাথে খাপ খাইয়ে উঠতে পারেনি- না নিজের পরিবারে, না স্কুলে। তবে আঠারো বছর বয়সে যখন সে হিরোমাচি শাখার “স্মাইল মার্ট” -এ কাজ শুরু করে, তখন তার জীবনে এক অদ্ভুত শান্তি ও লক্ষ্য খুঁজে পায়। দোকানের পরিবেশে, যা অন্য কোথাও সে কখনো খুঁজে পায়নি, সামাজিক যোগাযোগের নিয়মগুলো তার কাছে স্পষ্ট হয়ে ওঠে- অনেক নিয়মই দোকানের ম্যানুয়ালে সরলভাবে লেখা থাকে। সহকর্মীদের পোশাক, আচরণ ও কথোপকথন নিখুঁতভাবে অনুকরণ করার মাধ্যমে সে স্বাভাবিক একজন মানুষের ভূমিকা বেশ দক্ষতার সঙ্গে পালন করতে থাকে।
কেইকো এতে খুব খুশি হয়। কিন্তু তার পরিবার থেকে সহকর্মীরা পর্যন্ত সবাই ক্রমশ তার ওপর চাপ দিতে থাকে- একজন স্বামী খুঁজে নেওয়া এবং সঠিক পেশা শুরু করার জন্য। এই চাপ তাকে এমন এক চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে, যা তার জীবনে বড় ধরনের পরিবর্তনের আভাস দেয়…

⛔ অর্ডার কর‍তে ইনবক্স করুন আজ-ই।

22/01/2025

কমেন্টে একটা সারপ্রাইজ আছে।

পোস্টে লাভ্রিয়েক্ট দিয়ে কমেন্টটা দেখে আসুন😍😍

Address

Banglabazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when গ্রন্থ ভুবন বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share